The Abstract Philosopher
Nearby media companies
Dhaka, Mirpur
Mirpur
Mirpur
Shahbag Road
1207
Dhaka-1216
1216
Mirpur
Mirpur
Dhaka-1216
1216
Mirpur
Mirpur
1216
You may also like
উদঘাটন হবে বাংলায়!
ইগলেসিয়া মারাদোনিয়ানা আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় দিয়েগো মারাদোনার ভক্তদের প্রবর্তিত ধর্ম।[২] এই ধর্মানুসারিরা বিশ্বাস করে, দিয়েগো পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড়।আর্জেন্টিনার রোজারিওতে দিয়েগো মারাদোনা'র ৩৮তম জন্মদিনে তার তিন ভক্ত হেক্টর ক্যাম্পোমার, আলেহান্দ্রো ভেরন ও হার্নান আমেজ 'হ্যান্ড অব গড' উপাসনালয় স্থাপনের মাধ্যমে এই ধর্মের সূচনা করেন। বিস্তারিত আছে ভিডিওতে।
অপেক্ষা ৮ঃ৩০ মিনিটের!🧡🖤
কাতার বিশ্বকাপ ২০২২ এর মাসকট ' লায়িব '!
নাম: 'লায়িব'
আরবি এ শব্দের মানে দারুণ দক্ষ খেলোয়াড়।
সাদা রঙের কাতারি পোশাক পরা এক কিশোরের আদলে তৈরি করা হয়েছে লায়িবকে। তার সামনে বল ও তার পোশাকে কাতারি আঙ্গিকে নকশা।
লায়িবের গল্প হিসেবে বলা হয়েছে সাহসী ও প্রাণচাঞ্চল্যে ভরপুর এ তরুণ আগের সবগুলো বিশ্বকাপ দেখেছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচ ও গুরুত্বপূর্ণ গোলে ভূমিকা রেখেছেন।
Which team you're gonna support this time?
Some of the legendary words by Asaduzzaman Noor Sir Aka বাকের ভাই!
"এই পৃথিবীতে দুইটা জিনিস আছে...একটার নাম জয় আরেকটার নাম পরাজয়, সবাই শুধু জয় চায় কেউ পরাজয় চাই না কিন্তু জয় পাইতে হলে পরাজয় এর ভেতর দিয়ে যেতে হয় । মানুষ এক সময় না একসময় জয়ী হয় ,পরাজিত হওয়ার জন্য মানুষের জন্ম হয় নাই ।"
-আসাদুজ্জামান নুর
বাংলাদেশের প্রথম ফ্যাক্টরি হিসেবে সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিক এর ' সুপারফ্যাক্টরিস' এর একটি পর্বে আসছে WALTON ।
It's proud to be say that its ' আমাদের পণ্য '
সম্প্রতি শীতলক্ষ্যার তীরে আবার ফিরে এসেছে মসলিন!
লন্ডন মিউজিয়ামে থাকা একটি পুরোনো মসলিন থেকে ৭ মাস অক্লান্ত পরিশ্রমে আবার ফিরে এসেছে মসলিন!
এই বিষয়ে অনেকের জানা মিথ গুলো ভাঙ্গার চেস্টা করবো!
স্ক্রিপ্টিং শেষ এখন শুরু এডিটের পালা!
ততক্ষন পর্যন্ত আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন!
বাংলাদেশে এই প্রথম গ্রামীণফোন নিয়ে এলো পরিবেশবান্ধব 4G eSIM! আপনার সাপোর্টেড স্মার্টফোনে এখন সিম কার্ড ছাড়াই সিম ব্যবহার করা সম্ভব!
Grameenphone বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে 4G eSIM. ই-সিম বা এমবেডেড সিমের সুবিধা হলো, এখন থেকে আর আলাদাভাবে স্মার্টফোনে আপনাকে প্লাস্টিকের সিম কার্ড প্রবেশ করানোর প্রয়োজন পড়বে না যদি আপনার স্মার্টফোনে ই-সিম ব্যবহারের সুযোগ থাকে। বিশ্বের বিভিন্ন দেশে এখন ই-সিম ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই ই-সিম নিয়ে আসার জন্য গ্রামীণফোনকে অভিনন্দন।
Walton's on NAT geo!
সম্প্রতি পৃথিবীর প্রথম জীবন্ত ও প্রজননক্ষম রোবট হিসেবে স্বীকৃতি পেয়েছে জেনোবটস। মার্কিন বিজ্ঞানীদের মতে তাদের আবিষ্কৃত পৃথিবীর প্রথম জীবন্ত রোবট 'জেনোবট' এখন বংশবৃদ্ধি করতে পারে। তবে এই প্রক্রিয়া অন্যান্য জীবের বংশবিস্তারের মতো না।
২০২০ সালে আফ্রিকান এক প্রজাতির ব্যাঙের স্টেম কোষ (স্টেম কোষ জীবদেহের এক ধরনের বিশেষ কোষ। এদের নতুন কোষ তৈরির ক্ষমতা থাকে) থেকে সুপারকম্পিউটারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে করা নকশা এবং গবেষণাগারে তৈরি হয়েছে 'জেনোবট'। যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়, টাফটস বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয় এটি।
Chapters:
00:00 - জেনোবটস কি?
01:41 - জেনোবটস এর গঠন
03:26 - জেনোবটস এর ব্যাবহার ও নৈতিকতার প্রশ্ন
Scene Credits :
SEEKER: https://www.youtube.com/watch?v=wL64j...
Voice & Edits : Tashdid Bin Wahid
Scripts & Research: Safin Mahamood Akash
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে 'সেনা অভিযান' পরিচালনার ঘোষণা দিয়েছেন
মি. পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্কে ইউক্রেন সংকটের বিষয়ে এক জরুরি বৈঠকে বসেছে
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইউক্রেনে সেনা আগ্রাসন বন্ধ করার জন্য ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেন
এর আগে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া
Ukraine International Airport দখলে নিতে চেষ্টা করছে রাশিয়া।
আপাতত
রাশিয়ার হামলায় ৭ জন নিহত, দাবি ইউক্রেনের; দেশটির বিমানঘাঁটি ধ্বংস হয়েছে, বলছে রাশিয়া।
বাংলাদেশি ইউক্রেন প্রবাসীর জন্যঃ ইউক্রেনে বাংলাদেশী অনেক ছাত্র ছাত্রী এবং ভাই বোনেরা আছেন তারা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন পাশাপাশি নিজের সাথে সকল অফিশিয়াল কাগজ রাখুন।
এবং "The consulate of Bangladesh" এ যোগাযোগ করুন। পাশাপাশি Poland এর বাংলাদেশ দূতাবাসে ও যোগাযোগ করতে পারেন।
আল্লাহ আপনাদের নিরাপদে রাখুক আমিন।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
-একুশের শহীদ দের প্রতি শ্রদ্ধাঞ্জলি🤍🖤
ওয়ার্ডল হচ্ছে একটি জনপ্রিয় ওয়ার্ড গেসিং গেম ; বিখ্যাত গেম 'ওয়ার্ডল' সম্পর্কে বিস্তারিত।
I guessed this 5-letter word in 5/6 tries.
⬛🟩🟩⬛⬛
⬛⬛🟩⬛⬛
⬛🟨⬛🟨⬛
⬛⬛🟨🟨⬛
🟩🟩🟩🟩🟩
"50 taka" Celebration for Golden Jubilee of Bangladesh....
অভিনন্দন ❤️
২৮ মার্চ থেকে রুপার কয়েন এবং ৫০ টাকা মূল্যমানের স্মারক ব্যাংক নোট ও স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য শাখা অফিসেও পাওয়া যাবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫০ টাকার রুপার স্মারক মুদ্রা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এটি কিনতে গুনতে হবে ৪ হাজার টাকা।
বিজ্ঞানের ইতিহাস আজ - 31 জানুয়ারি 1966
লুনা ৯ অভ্যন্তরীণ নাম Ye-6 No.13, ছিল সোভিয়েত ইউনিয়নের লুনা প্রোগ্রামের একটি জনহীন মহাকাশ অভিযান। 1966 সালের 31 জানুয়ারি তে উৎক্ষেপণ করার পর ৩ ফেব্রুয়ারি লুনা ৯ মহাকাশযান চাঁদে প্রথম নরম অবতরনকারী মহাকাশযান হয়ে ওঠে, অথবা পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহের শরীরে অবতরণ করে, এবং অন্য গ্রহের পৃষ্ঠ থেকে পৃথিবীতে ফোটোগ্রাফিক তথ্য প্রেরণ করে।
ইতিহাসের একজন অপরাজিত সেনাপতি ও শাসক। খালিদ বিন ওয়ালিদ। The Abstract Philosophers
ইতিহাসে কি এমন একজন যোদ্ধা ছিল
ইতিহাসে কি এমন একজন সেনাপতি ছিল
ইতিহাসে কি এমন কোন বিজয়ী ছিল ?যে কিনা তার সময়ের পরাশক্তিগুলিকে হারিয়েছিলেন।
❤🧡
Click on the picture to get the instruction and look at the ball
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের পাহাড়চূড়ায় রেসট্র্যাক প্লায়া নামে একটি শুষ্ক হ্রদের অবস্থান। এই শুষ্ক হ্রদে বিভিন্ন আকার ও আকৃতির এমন কিছু রহস্যময় পাথর আছে, যেগুলো কারো সাহায্য ছাড়াই নিজে নিজে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারে! পাথরগুলোর পেছনে হ্রদের শুষ্ক কাদামাটিতে অনেক দূর পর্যন্ত গভীর দাগ দেখা যায়, যা থেকে মনে হতে পারে, কেউ বুঝি পাথরগুলোকে দড়ি দিয়ে বেঁধে টেনে এত দূরে নিয়ে এসেছে। কিন্তু আশেপাশে কোনো মানুষের পায়ের ছাপ তো দূরের কথা, অন্য কোনো কিছুরই ছাপ দেখা যায় না!
শুষ্ক হ্রদটির স্বাভাবিক দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ২ কিলোমিটার। এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ১,১৩০ মিটার উঁচুতে। সেখানে যেতে হলে নিকটবর্তী শহর থেকে উঁচু-নিচু পথে জিপে করে পাড়ি দিতে হয় তিন ঘণ্টার পথ। কিন্তু তারপরও কৌতুহলী মানুষ, গবেষক এবং বিজ্ঞানীরা বারবার সেখানে ছুটে গিয়েছেন পাথরগুলো দেখার জন্য। কিন্তু কেউ কোনো সমাধান করতে পারেননি।
পাথরগুলোকে কেউ কখনো নড়তে দেখেনি, কিন্তু সেগুলো নড়ে ঠিকই। কারণ সময়ের সাথে সাথে সেগুলোর অবস্থান পরিবর্তিত হয় এবং পেছনে নতুন নতুন দাগ তৈরি হয়। স্বভাবতই মানুষ নিজেদের মতো করে এই রহস্যজনক ঘটনার বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কারো ধারণা, কোনো কোনো সময় এখানে বিশেষ ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যার প্রভাবে পাথরগুলো স্থান পরিবর্তন করে। কেউ আবার মনে করে, এগুলো এলিয়েনদের কারসাজি। তারাই মহাকাশ থেকে নেমে এসে পাথরগুলো স্থানান্তর করে দিয়ে আবার চলে যায়। আবার অন্যদের ধারণা, এগুলো কিছু দুষ্টু ছেলের দুষ্টামি ছাড়া আর কিছুই না।
বিজ্ঞানীরাও অন্তত অর্ধশত বছর ধরে এই ভূতুড়ে রহস্যটি নিয়ে মাথা ঘামিয়েছেন, কিন্তু কোনো সমাধান দিতে পারেননি। তাদের অনেকেই অবশ্য ব্যাখ্যা দিয়েছেন যে, এটি হয়তো বাতাস, পানির স্রোত এবং বরফ খণ্ডের ধাক্কার সম্মিলিত প্রভাব হতে পারে। কিন্তু তাদের এই দাবির কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না। অবশেষে একদল বিজ্ঞানী ঠিক করেন, তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমেই এ রহস্যটির সমাধান করার চেষ্টা করবেন।
২০১১ সালে সমুদ্রবিজ্ঞানী রিচার্ড নরিস এবং তার চাচাতো ভাই, প্রকৌশলী জেমস নরিস ডেথ ভ্যালির রেসট্র্যাক প্লায়াদে যান। তারা সেখানে কিছু ক্যামেরা স্থাপন করে আসেন, যেগুলো নিয়মিত বিরতিতে পাথরগুলোর ছবি তুলে রাখবে। এছাড়াও তারা ঐ স্থানের তাপমাত্রা, বায়ুচাপ, আর্দ্রতা, প্রভৃতি নথিভুক্ত করার জন্য একটি ছোট আবহাওয়া কেন্দ্র স্থাপন করেন। পাথরগুলোর নড়াচড়া লিপিবদ্ধ করার জন্য তারা বিভিন্ন আকারের অনেকগুলো পাথরের গায়ে বিশেষভাবে নির্মিত কিছু জিপিএস ট্র্যাকার সংযুক্ত করে দিয়ে আসেন, যেগুলো পাথরগুলো স্থান পরিবর্তন করলেই সাথে সাথে তা রেকর্ড করে রাখবে।
কিন্তু সমস্যা ছিল, তারা জানতেন না ফলাফলের জন্য তাদেরকে ঠিক কত দিন অপেক্ষা করতে হবে। এই পাথরগুলোর রহস্য নিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছিলেন গ্রহবিজ্ঞানী র্যাল্ফ লরেঞ্জ, যিনি ২০০৭ সাল থেকেই এই শুষ্ক হ্রদ নিয়ে গবেষণা করছিলেন, অন্যান্য গ্রহের শুকিয়ে যাওয়া হ্রদের পরিবেশ এবং আবহাওয়া সম্পর্কে বোঝার জন্য। কিন্তু জিপিএস প্রযুক্তির মাধ্যমে যে পাথরগুলোর রহস্যের সমাধান করা যাবে, এ ব্যাপারে তার আস্থা ছিল না। তার ধারণা ছিল, পাথরগুলো এতো ধীরে ধীরে নড়াচড়া করে যে, এগুলো পরিমাপ করতে যুগের পর যুগ সময় লেগে যেতে পারে। তিনি বলেন, “আমি ভেবেছিলাম, এটি হতে যাচ্ছে বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বিরক্তিকর পরীক্ষা।”
কিন্তু লরেঞ্জের অনুমান ভুল ছিল। যন্ত্রপাতি স্থাপনের দুই বছর পর, ২০১৩ সালের ডিসেম্বর মাসে রিচার্ড এবং নরিস আবার ডেথ ভ্যালিতে যান সেগুলো পরিদর্শন করার জন্য এবং সেগুলোর ব্যাটারি পাল্টে দেওয়ার জন্য। সেখানে গিয়ে তারা অদ্ভুত একটি দৃশ্য দেখতে পান- শুষ্ক হ্রদটির প্রায় এক-তৃতীয়াংশ আবৃত হয়ে আছে বরফের পাতলা চাদরে।
হ্রদটি স্বাভাবিক অবস্থায় পানিশূন্যই থাকে। কিন্তু বছরের কিছু কিছু সময় আশেপাশের উঁচু পাহাড় থেকে বৃষ্টির পানি গড়িয়ে এসে এখানে জমা হয় এবং কৃত্রিম জলাধারের সৃষ্টি করে। রাতের বেলা যখন তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়, তখন সেই পানি জমে বরফে পরিণত হয়।
বরফের স্তর দেখেই রিচার্ড বুঝতে পারেন কী ঘটতে যাচ্ছে। তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। প্রচণ্ড শীতের মধ্যে তাঁবু টানিয়ে তারা দিনের পর দিন অপেক্ষা করতে থাকেন। অবশেষে ২০ ডিসেম্বর তাদের চোখের সামনে হঠাৎ করেই বরফের পাতলা আস্তরণ ভাঙতে শুরু করে। কিছু কিছু স্থানের বরফ গলে যখন শূন্যস্থান তৈরি হয়, তখন মৃদু বাতাসের ধাক্কায় আশেপাশের অপেক্ষাকৃত ছোট বরফখণ্ডগুলো চলাচল করার সুযোগ পায়। চলতি পথে সেগুলো পাথরগুলোকে আস্তে আস্তে ধাক্কা দিতে থাকে। এভাবে বিজ্ঞানী দু’জনের চোখের সামনেই পাথরগুলো খুবই ধীরে ধীরে নড়তে শুরু করে।
বিজ্ঞানীদের ধারণা ছিল, বরফখণ্ডের ধাক্কায় যদি পাথরগুলোকে নড়তে হয়, তাহলে বিশাল বিশাল বরফখণ্ড এবং ঝড়ো বাতাসের প্রয়োজন হবে। কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে এই বরফের স্তর ছিল খুবই পাতলা, এক ইঞ্চির চেয়েও কম। ঐ স্থানের ভূ-প্রকৃতির কারণে এবং বিশাল জায়গাজুড়ে অবস্থিত বরফের আস্তরণের সম্মিলিত প্রভাবে হালকা বায়ুই পাথরগুলোকে নড়ানোর জন্য যথেষ্ট ছিল।
অবশ্য পাথরগুলোর গতি এতই ধীর ছিল যে, খালি চোখে দেখে বোঝা সম্ভব ছিল না। কিন্তু বিকেলের দিকে যখন অধিকাংশ বরফ গলে গেল, তখন দেখা গেল প্রায় ৬০টি পাথরের পেছনে নতুন করে দাগ তৈরি হয়েছে! রিচার্ড এবং নরিস শহরে গিয়ে র্যাল্ফ লরেঞ্জকে নিয়ে আবারও ফিরে আসেন। ৯ জানুয়ারি, ২০১৪ তারিখে তারা তিনজন মিলে আবারও পাথরগুলোর স্থানান্তর প্রত্যক্ষ করেন এবং ভিডিওতে ধারণ করেন। সে বছর শীতকাল শেষ পর্যন্ত সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করা পাথরটি ভ্রমণ করে মোট ২২৪ মিটার! সাক্ষী-প্রমাণ সহ সমাধান হয় অর্ধশত বছর ধরে মানুষকে ভাবিয়ে তোলা এক ভূতুড়ে রহস্যের।
তাদের এই গবেষণার মাধ্যমে একই সাথে এটাও পরিস্কার হয়েছে যে, কিছু কিছু ক্ষেত্রে কেন একাধিক পাথর পরস্পরের সাথে হুবহু সমান্তরাল পথ অতিক্রম করে। তারা জানান, মাঝে মাঝে কিছু বরফখণ্ড আকারে এতো বড় থাকে যে, সেগুলো একই সাথে একাধিক পাথরখণ্ডকে একই দিকে সরিয়ে নিয়ে যায়। বরফখণ্ডের আকারের উপর নির্ভর করে এরকম পাথরখণ্ডের সংখ্যা শতাধিক পর্যন্ত হতে পারে।
এই তিন বিজ্ঞানী গবেষণাটির ফলাফল ‘এ ব্রিফ মোমেন্ট ইন টাইম’ শিরোনামে একটি গবেষণাপত্রে প্রকাশ করেছেন। তারা বলেন,
“এটি খুবই বিরল একটি ঘটনা। এটি কোনো কাল্পনিক রিপোর্ট না, আমাদের কাছে ঘটনার আগের এবং পরের ছবি, সেসময়ের আবহাওয়ার প্রতিবেদন সহ সব প্রমাণই আছে।”
তাদের মতে, যদিও এটিই হয়তো সবগুলো পাথরের নড়াচড়ার একমাত্র কারণ না-ও হতে পারে, কিন্তু এটি নিশ্চিতভাবেই রহস্যটির একটি প্রধান অংশের বৈজ্ঞানিকভাবে সমাধান করতে সক্ষম হয়েছে।
বিরল এই প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। যার ভয়াবহতার প্রভাব বেশি পড়লো ছোট্ট দ্বীপরাষ্ট্র, টোঙ্গায়। শনিবার, সাগরের তলদেশে রূদ্রমূর্তি ধারণ করে আগ্নেয়গিরি। ৮ মিনিটের অগ্ন্যুৎপাত নাড়িয়ে দেয় গোটা অঞ্চল। সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও নিউজিল্যান্ড। সাগরতলের এই বিপর্যয় হতবাক করেছে ভূতাত্ত্বিকদের; তাদের অভিমত এটি 'অনন্য-অসাধারণ' ঘটনা।
প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র টঙ্গার খুব কাছেই এক সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের জেরে সুনামি সতর্কতা জারি হাওয়াই, আমেরিকায়। ইতিমধ্যেই অগ্ন্যুৎপাতের জেরে সুনামির বিশাল ঢেউতে ভেসেছে টঙ্গা। জানা গিয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত টঙ্গা-হাঙ্গা হাপাই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়। এর জেরে বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে। অগ্ন্যুৎপাতের আওয়াজ বিস্ফোরণের মতো ছিল। এই আওয়াজ এতটাই বিকট ছিল যে ফিজি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে পর্যন্ত শোনা গিয়েছিল সেটা।
জানা গিয়েছে টঙ্গা-হাঙ্গা হাপাই আগ্নেয়গিরিটি টঙ্গার রাজধানী নুকুয়ালোফার থেকে ৬৫ কিলোমিটার উত্তরে। অগ্ন্যুৎপাতের পরই টঙ্গার রাজধানী নুকুয়ালোফার আকাশ কালো মেঘে ঢেকে যায়। আকাশ থেকে আগ্নেয়গিরির ছাই পড়তে শুরু করে। সমুদ্র থেকে জলের স্রোত বয়ে শহরে ঢুকে যায়।
মানুষ সাধারনত ২০ হার্জ থেকে ২০০০০ হার্জ পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্য এর শব্দ শুনতে পায় । সাধারণত উচ্চ স্বরে হেডসেট বা হেডফোন ব্যাবহারে আমাদের কান ক্ষতিগ্রস্থ হয়।তাহলে আপনি কত তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত শব্দ শুনতে পান আমাদের কমেন্টে জানান।
(Use headphones for better sound experience)
যে বিচ্ছুর বিষ মহামূল্যবান!
গায়ের রং গাঢ় নীল। ছবিতে দেখতে ভাল লাগলেও আদতে এই কাঁকড়াবিচ্ছু খুবই ভয়ানক। কিউবায় পাওয়া যায় এই প্রজাতির বিচ্ছু। দেখতে যেমন সুন্দর, এই বিচ্ছুর বিষও মহামূল্যবান। দাবি করা হয়, এই বিচ্ছুর এক লিটার বিষের দাম ৭৫ কোটি টাকা যা থাইল্যান্ডের শঙ্খচূড়া বিষের তুলনায় দ্বিগুণেরও বেশি।
যা পৃথিবীর সবচেয়ে দামি তরল ও যার দাম সোনার থেকেও বেশি।
পূর্ণ ভিডিও আসছে সামনে…
ক্যামেলিয়ন রঙ পরিবর্তনশীল এক প্রানী। এটি কিভাবে রঙ পরিবর্তন করে তা হয়তো আমাদের অনেকের এ অদেখা।তাই আজকে এটি আপনাদের দেখানোর একটি প্রচেস্টা...
ভিডিওঃ সংগৃহীত
মানবদেহে শূকরের হৃদপিণ্ড!
শুকরের হৃদপিণ্ড স্থাপিত হলো মানুষের শরীরে! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন কাণ্ডই ঘটেছে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে। অবশ্য, অস্ত্রোপচারের আগে হৃদযন্ত্রটি জেনেটিকালি রূপান্তর করা হয়। টানা সাত ঘণ্টা চলে পরীক্ষামূলক এ অপারেশন। তিনদিন পরও, বেশ সুস্থ ৫৭ বছর বয়সী ডেভিড বেনেট। এ অপারেশনের জন্য গেলো সপ্তাহে, 'ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিন'কে বিশেষ অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের FDA।
Check it Out Guys!
কাচ্চি ভাই এর
২৫০ টাকার হাফ কাচ্চি যখন ১৪৯ টাকায়
তখন লোভ কি আর সামলানো যায়?
অর্ডার করার জন্য আমাদের ইনবক্স করুন অথবা কল করুন
৩০ মিনিটে সুপার ফাস্ট ডেলিভারির জন্য আছে FOODPANDA
t&c applicable
দৈনন্দিন জীবনে বোরিং পদার্থবিজ্ঞান এর প্র্যাক্টিক্যাল গুলো কত আনন্দদায়ক হতে পারে তা এই ভিডিও দেখে বোঝা যায় ।
গুটিকয়েক ছাত্র পরস্পরের হাত ধরে চার্জের প্রবাহ দেখার জন্য হাত দিয়ে বসেছে ৫০০ এর চার্জ বেল্ট এ হাত দিয়ে রেখেছে সিরিজে... পাশ থেকে অপর এক বন্ধুর ঘুষিতে হল বর্তনী পূর্ণ আর সবাই খেলো শক... 😍
Plz put your Headphone on, or You can hear it by speakers 🙂 🙂
এখানে আসলে, চার্জ কি করে পরিবাহিত হয়, সেটিই দেখানো হচ্ছে।
কাউকে যদি প্রশ্ন করা হয়, অমাবস্যার রাতে কোনো চাঁদ দেখেছেন? কিংবা পূর্ণিমার রাতে দুটো চাঁদ? এমন প্রশ্ন শুনলে অনেকেই হেয়ালি বলে উড়িয়ে দেবেন। এটাই স্বাভাবিক।
কিন্তু এটা কোনো হেয়ালি প্রশ্ন না, সত্যিই ঘটতে যাচ্ছে এমন ঘটনা। আর মাত্র বছর পরেই চীনের আকাশে দেখা যাবে দুটো চাঁদ।
আকাশে কৃত্রিম চাঁদ বানিয়ে রাতের অন্ধকারকে আলোকিত করার চেষ্টায় মেতেছে দেশটি। বিদ্যুতের খরচ কমাতে, এমনকি স্ট্রিট লাইটের ব্যবহার বন্ধ করতেই এমন অভিনব পরিকল্পনা করেছে ড্রাগনের দেশ।
চায়না ডেইলির খবর অনুযায়ী, সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই এই কৃত্রিম চাঁদ তৈরি করে ফেলবেন বলে আশা প্রকাশ করেছেন সে দেশের বিজ্ঞানীরা।
প্রাথমিকভাবে চীনের চেংদু শহরে একটি কৃত্রিম চাঁদ লাগানো হবে। যদি সেই প্রকল্প সফল হয়, তা হলে ২০২২ সালের মধ্যে আকাশে আরও তিনটি চাঁদ ‘ঝোলাবে’ চীন।
এমনটাই জানিয়েছেন, চেংদু অ্যারোস্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজি মাইক্রোইলেকট্রনিক্স সিস্টেম রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারপারসন উ চুনফেং। তারাই এই প্রকল্পের কাজটি করছেন বলে জানিয়েছেন চুনফেং।
তার কথায়, আসল চাঁদের আলোতেই আলোকিত হবে এই কৃত্রিম চাঁদ। কিন্তু চাঁদের থেকেও আট গুণ বেশি হবে এই কৃত্রিম চাঁদের আলো। এই কৃত্রিম চাঁদ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা আজ নয়, শুরু হয়েছিল দুবছর আগেই। আর এখন প্রায় শেষ পর্যায়ে এসে হাজির এই প্রকল্পের কাজ।
চুনফেং বলেন, একজন ফরাসি আর্টিস্টের পরিকল্পনা থেকেই আমাদের মাথায় এই কৃত্রিম চাঁদের চিন্তাভাবনা আসে। প্যারিসের রাস্তায় কী সুন্দরভাবে আয়না দিয়ে একটি ঝুলন্ত নেকলেস তৈরি করে সূর্যের আলোকে কাজে লাগানোর কথা ভেবেছিলেন তিনি!
চায়না ডেইলির খবরে বলা হয়েছে, এক্কেবারে আয়নার মতোই কাজ করবে এই কৃত্রিম চাঁদ। ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উঁচুতে থাকবে এই চাঁদ। এতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে যে আলোর সৃষ্টি হবে, সেটাই আলোকিত করবে চীনের শহর ও গ্রামকে।
তবে এই কৃত্রিম চাঁদের আলো কি পশুপাখিদের কোনো ক্ষতি করবে বা জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ সংক্রান্ত কোনও অসুবিধার সৃষ্টি করবে?
চুনফেং বলেন, মানুষের হাতে তৈরি চাঁদ। সেই আলোর প্রাবল্য ওঠানামার বিষয়টাও মানুষেরই হাতে।
Hey Folks!
Here are the new engagements of 2022 . We are really glad to have Md. Mishal Ahmed as our event manager also S M Akash as our Content Writer he's one of the who used to give live in our content.
Take love ! Bruhs 💛🖤
ভিডিওটি দেখলে অনেকেই এনিমেটেড ভাবতে পারেন কিন্তু এটি বাস্তব।
প্রকৃতপক্ষে ভিডিওর উজ্জ্বল বস্তুগুলো সমুদ্রে বসবাসরত একটি বিশেষ প্রজাতির শৈবাল যারা "অগ্নি শৈবাল" বা Pyrrophytes নামেও পরিচিত। এই Pyrrophyta জাতীয় শৈবালে অবস্থিত luciferin, ATP দ্বারা ফসফোরাইলেটেড হয়, এবং এ থেকে সৃষ্টবস্তু, luciferase নামক এনজাইমের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলোক শক্তি নির্গত করে যার ফলে তাদের এমন উজ্জ্বল দেখায়।
-তথ্যসূত্র ইন্টারনেট
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জানান, শনিবার প্রথম প্রহরে বর্ষবরণের উদযাপন শুরু হওয়ার পরপরই ঢাকার অন্তত ১০ জায়গায় আগুন লাগার তথ্য পান তারা।
“মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে আগুন লাগার পর আমাদের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছে। অধিকাংশ জায়গায় আগুন লেগেছে বাসার ছাদে।”
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, নববর্ষ বরণে বিভিন্ন এলাকায় ছাদ থেকে ফানুস ওড়ানো হয়েছিল। সেগুলো বিভিন্ন জায়গায় পড়ে আগুন লেগে যায়।
“মাতুয়াইল মসজিদ রোডের পাশে একটি বাসা বাড়িতে এবং ধোলাইখাল নাসির উদ্দিন সরদার লেইনের একটি চারতলা ভবনের ছাদে আগুনের ঘটনা ঘটেছে। ওই দুটি আগুন নিয়ন্ত্রণে আছে। আরও ছোট ছোট পাঁচটি আগুন নিয়ে আমাদের কর্মীরা ফিরে এসেছে।”
তিনি বলেন, সব আগুন যে ফানুসের, তা নয়, এর মধ্যে গ্যাস থেকে আগুন এবং তেজগাঁওয়ে একটি গাড়িতে আগুনের ঘটনাও রয়েছে।
তাৎক্ষণিকভাবে কারও হতাহত হওয়ার বা ক্ষয়ক্ষতির তথ্য ফায়ার সার্ভিস জানাতে পারেনি।
Scenes from our new video!
check it up guys! hope you will enjoy ❤
আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে আজব আবিষ্কার কী?আপনি অনেক কিছুরই কথা বলবেন,তবে আমরা আজকে এমন এক আবিষ্কার এর কথা জানব যে আবিষ্কার এর সাথে 'মৃত্যু' শব্দটি ওতোপ্রোতভাবে জড়িত।
হ্যাঁ,মৃত্যু!!আমরা সবাই জানি আত্মহত্যা শব্দটির সাথে জড়িয়ে আছে অনেক কষ্ট ও যন্ত্রণা।আর এবার সেই কষ্ট টা কমাতে সুইজারল্যান্ড আবিষ্কার করেছে একটি মেশিন। যার নাম দেওয়া হয়েছে {সারকো}।এর দ্বারা এক মিনিটেরও কম সময়ে ব্যথা-বেদনাবিহীন অনায়াস মৃত্যু।
কিভাবে কাজ করে এটি? এটি কি বৈধ ? এটি কারা আবিস্কার করেছে? এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিও তে দেয়া চেষ্টা করব !
Link : https://www.youtube.com/watch?v=wroaB6j_W_8
FAI (The Fédération Aéronautique Internationale) -WORLD AIR SPORTS FEDERATION অনুযায়ী 41টি দেশের মোট 574 জন মানুষ মহাকাশে গিয়েছেন (US Department of Defense classification) এই 574 জনের মধ্যে, তিনজন মাত্র একটি sub-orbital flight, পৌঁছেছেন, 567 জন পৃথিবীর কক্ষপথে পৌঁছেছেন, 24 জন নিম্ন পৃথিবীর কক্ষপথ অতিক্রম করেছেন এবং 12 জন চাঁদে হেঁটেছেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
Dhaka
Dhaka, 1214
Hi everyone! I'm just another person with a camera on my helmet and making videos, lol. I travel videos will also help to prepare yourself for your next tour ;-) So, stay and wat...
Dhaka
Hi Biker. It's BikerBro for Moto vlogger & video content. Follow fb.com/bikerbro.com.bd. Thanks.
Tea House
Dhaka, 1205
This page is basically for tea lovers......who are very much fond of tea....
Dhanmondi
Dhaka, 1217
বাংলাদেশ ও বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে নতুনপ্রজন্মের সামনে তুলে ধরতে বদ্ধ পরিকর।