99- Islamic Book shop

99- Islamic Book shop

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 99- Islamic Book shop, Book shop, Dhaka Banglabazar, Dhaka.

19/09/2024

দিনের আলোতে এমন কাজ করো না, যাতে রাতের ঘুম নষ্ট হয়। আর রাতের অন্ধকার এমন কাজ করো না, যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়।

—হযরত ওমর (রাঃ)

18/09/2024

সে সময়টুকু কোন কাজে খরচ করেন?

18/09/2024

কোরআনের ৪টি মোটিভেশনাল শব্দ।
যা বদলে দিতে পারে আপনার জীবন.. 💚

★লা-তাহযানঃ
=>অর্থঃ অতীত নিয়ে কখনো হতাশ হবেন না,

★লা-তাখাফঃ
=>অর্থঃ ভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না, তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে,

★লা-তাগদাবঃ
=>অর্থঃ জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে, রাগ করবেন না,

★লা-তাসখাতঃ
=>অর্থঃ আল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

আল্লাহ আমাদের বোঝার ও আমল করার তৌফিক দান করুন।

17/09/2024

সবচেয়ে সুখী ব্যক্তি সেই, যাকে আল্লাহ একজন পূণ্যবতী স্ত্রী দান করেছেন।

—হযরত আলী (রা:)

16/09/2024

ফজরের আযান ভেসে এলো মসজিদ থেকে।
'আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ' পর্যন্ত এসে বিলাল রা. আর সামনে এগোতে পারলেন না।

নেই, তিনি নেই। ঝরঝর করে কাঁদতে লাগলেন। 'হাইয়া আলাস সালাহ' ঢেকে গেল কান্নার আড়ালে। সবাই নিজের পরানখানি মাটিচাপা দিয়ে এসেছে। বুক ফাঁকা। শূন্য দৃষ্টি। ফাতিমা রা. কাঁদছেন আর বলছেন: আনাস! তোমার পক্ষে কী করে সম্ভব হলো, তুমি তোমার রাসূলকে মাটিচাপা দিয়ে রেখে এলে?💔

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🌻✨

16/09/2024

অবশেষে যখন বুঝলাম নবিজী সত্যিই ইন্তে-কাল করেছেন, একাকী কাঁ-দা-র জন্য নির্জন একটি জায়গার সন্ধানে বের হলাম!

— উমার ইবনুল খাত্তাব (রা.)

16/09/2024

আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!

আলহামদুলিল্লাহ🌸

15/09/2024

অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহ যথেষ্ট।
আলহামদুলিল্লাহ...

[সূরা নিসা:৪৫]

15/09/2024

আসসালামু আলাইকুম

11/09/2024

আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও
উত্তম হবে, ইনশা'আল্লাহ

[সূরা আদ-দুহা-০৪]

09/09/2024

'আমার শত্রু আমি' বই থেকে....

07/09/2024

বই - রিপ্লেস ইয়োর হার্ট

30/08/2024

রাসুল (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি, যিনি এমনভাবে দান করেন যে দাতা ও বাহক ছাড়া অন্য কেউ তার খোঁজ পায় না।’

(তিরমিজি, হাদিস : ২৫৬৮)

27/08/2024

__আমি বললাম,
আমি একাকিত্ব অনুভব করছি। আল্লাহ্ বলেন, আমি তোমার গলার ধমনী হতেও অধিক কাছে।

- সূরা-ক্বাফঃ-১৬ 🤍

24/08/2024

"হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। সকল কল্যাণ আপনার হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান।"
_ সূরা আলে ইমরান

22/08/2024

প্রচন্ড বৃষ্টিতে সব ভেসে যাচ্ছিল। একজন এসে ফরিয়াদ জানালেন, ইয়া রাসূলাল্লাহ ﷺ!
ধন-সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তা-ঘাট তছনছ হয়ে যাচ্ছে। বৃষ্টি বন্ধের জন্য একটু দোয়া করুন। তখন নবীজি ﷺ দোয়া করতে লাগলেন-

اللَّهُمَّ حَوَالَيْنَا، ولَا عَلَيْنَا، اللَّهُمَّ علَى الآكَامِ والجِبَالِ، والآجَامِ والظِّرَابِ، والأوْدِيَةِ ومَنَابِتِ الشَّجَرِ.
হে আল্লাহ! আমাদের উপরে নয়, আমাদের চতুর্পার্শ্বে, টিলা, বড় পাহাড়ে, উঁচু দালানে, ছোট পাহাড়ে, উপত্যাকায় এবং বৃক্ষ উৎপাদনের জমিতে বৃষ্টি বর্ষণ করুন। এরপর বৃষ্টি থেমে গেল এবং সূর্যের আলো ফুটে উঠল। [বুখারী, মুসলিম]

20/08/2024

আল্লাহ পাক আপনার সাথেই আছেন ।আপনার অজান্তেই আল্লাহ আপনাকে কতবার যে বিপদ থেকে উদ্ধার করেছেন, আপনার দোষ লুকিয়ে রেখেছেন তার হিসেব নেই,তবুও আল্লাহর প্রতি আপনাদের অভিযোগের শেষ নেই!তাই অভিযোগ না করে, কারনে অকারণে শুকুরিয়া আদায় করতে শিখুন।

আলহামদুলিল্লাহ!

15/08/2024

যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো। তখন এটা বিশ্বাস করবে যে, কেউ না কেউ কোথাও না কোথাও, তোমার জন্য দোয়া করছে!

~ হযরত আলী (রা:)

12/08/2024

ইসলামিক বইয়ে ৫০% ছাড়!

06/08/2024

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে (সত্যতা যাচাই না করে) তা-ই বলে বেড়ায়।

05/08/2024

যখন আসে আল্লাহর সাহায্য ও বিজয়।

সূরা নাসর:আয়াত--০১

04/08/2024

"অতি শীগ্রই বাতিল শক্তি পরাজিত হবে ও পৃষ্ঠ প্রদর্শন করবে। " (সূরা আল-ক্বমার-৪৫)

03/08/2024

"আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা ভালো করেছে তার প্রতিদান পাবে এবং মন্দ কর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে।

হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলেন আমাদের উপর তদ্রুপ ভার অর্পণ করবেন না।

হে আমাদের রব, আপনি আমাদের এমন কিছু বহন করাবেন না, যা বহন করার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদের ক্ষমা করুন এবং আমাদের ওপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক।

অতএব আপনি সত্য অস্বীকারকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়ী করুন।"

~ সূরা বাকারা, আয়াত ২৮৬

30/07/2024

"কিয়ামতের দিন অধিকার সম্পর্কিত ব্যাপারে সর্বপ্রথম হিসেব নেয়া হবে অন্যায়ভাবে অন্যের রক্ত ঝড়ানোর বা হত্যাকাণ্ডের।"

[বুখারী: ৬৮৬৪]

29/07/2024

–––•শুকরিয়া ঐ রবের প্রতি,
যিনি ঘুম নামক মৃ'ত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান"!


- 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡!

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

দোয়া কবুলের গল্প। 🤐
আপনি হলে কোনটা চুজ করতেন?

Category

Website

Address


Dhaka Banglabazar
Dhaka