Nafiz Iqbal
Nearby advertising & marketing companies
Dhaka
Dhaka
Fulbaria 1205
London
Luxmibazar
2310
Dhaka
1000
1230
Chattogram Cantonment, Chittagong
5300
Farmview Supper Marketn
You may also like
Freedom of tounge
আমার কাছে মনে হয় নতুন কোন প্রজেক্ট করার ক্ষেত্রে সব থেকে কঠিন কাজ হইলো নতুন করে স্ক্র্যাচ থেকে প্রজেক্ট ইনিশিয়াল করা। প্যাকেজ ইন্সটল করো তারপর কনফিগার করো দুনিয়ার ঝামেলা তাই এইবারে যাতে কোন ঝামেলা ছাড়া সময় বাচাইয়া সেইম কাজ করা যায় তার জন্য আলাদা একটা টেমপ্লেট ই বানায় ফেললাম।
প্রজেক্ট টেমপ্লেট টা ভাইট দিয়ে কনফিগার করা। সাথে আমার টুরু লাভ টেইল ওয়াইন্ড সি এস এস ইন্সটল করা ডেইজি আপাকে ও নিয়ে নিছি শর্ট কাট এ কাজ চালায় নিতে। ছোট খাটো করে রিএক্ট রাউটার ও ইন্সটল করে প্যাথ কনফিগার করে দিছি। এখন যাষ্ট নিজের মত করে সব ঠিক করে নিবেন প্রজেক্ট এর উপর ভিত্তি করে। আপাতত ব্যাসিক যা মাথায় আসছে তাই ইন্সটল করে দিয়েছি। সামনে আরো কিছুর প্রয়োজন বোধ করলে সেগুলা ও করে দিবো। আপনাদের কোন রিকমান্ডেশন থাকলে অবশ্যই সাজেষ্ট করবেন।
লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় আপনারা ও ব্যবহার করতে
পারেন।
https://github.com/naffiziqbal/custom-react-vite-template
Catch a man a Fish, and you can sell it to him. Teach a man to fish, and you ruin a wonderful business opportunity.
- KARL MARX
সিঙ্গারার ভিতরে বাদাম দেওয়া বিদআত
পিৎজার মধ্যে আনারস দেওয়া বিদআত
এই বিদআত হারাম না তবে মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
© Yahia Amin
three minutes of talking sh*ts 🤡
just talking about random stuff of the day! nothing serious, totally made without any context.
Just got a personal domain
Open to take feedbacks
লোকে বলে যতনে রতন মিলে অযতনে কচু!
আমি বলি কচু গাছ লাগিয়ে যতন করলেও কচু ই মিলিবে!
be careful "for whatsoever a man soweth, that shall he also reap.”
7 ওয়ার্ড, 36 ক্যারেকটার 1 সেন্টেন্স।
দেখে মনে হতে পারে তেমন কোন অর্থ বহন করে না। অথবা জাষ্ট একটা ফেস্টুন ই তো।
কিন্তু এই একটা কথর অন্তর্নিহিত শক্তি অনেক।
বর্তমান সমাজে আমরা যারা ই আছি তারা বিরোধিতা এর সাথে অভ্যস্ত নই। অর্থাৎ আমরা কারো বিরোধিতা করি না। করতে পারি না। অন্য দিকে আমাদের বিরোধিতা কেউ করলে আমরা সেটা সহ্য করি না। সম্পর্কের ইতি।
অথচ একজন প্রকৃত বন্ধু পরিচয় ই বিরোধিতা করাতে হতে পারে।
কেমন বন্ধু আপনি যদি আপনার বন্ধুর ভুল কাজের বিরোধিতা করতে না ই পারেন?
আমার সাথে মোটামুটি যাদের ঘনিষ্ঠতা আছে তারা লক্ষ্য করলেই একটা জিনিস দেখবে আমি বিরোধিতা করতে পছন্দ করি। আমার কোন বন্ধু, ভাই, অথবা কাছের কেউ কোন ভুল করলে সেখানে আমি ই প্রথম বিরোধিতা করি। অথবা কাজের আউটপুট কি হতে পারে সেটা বলে দেই।
এই একটা জায়গায় গতানুগতিক ভাবে আমার সাথে মিলে না।
বিরোধিতা করার একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো আপনার ভুল গুলো দেখিয়ে দেওয়া যায়। নিজের ভুল গুলো ঠিক হাতির পিঠের মত। হাতি যেমন তার পিঠের উপরে দেখতে পারে না আমরাও তেমন আমাদের করা ভুল গুলো দেখতে পারি না।
ঠিক এখানেই শুভাকাঙক্ষীদের পরিচয়। আপনার যে শুভাকাঙ্ক্ষী সে আপনাকে আপনার ভুল সমন্ধে বলবে।
যদি আপনি ঠিক করার মত যথেষ্ট উন্মুক্ত হোন তবে জয় আপনার ই হবে।
নিজের ভুল গুলো দেখেও যদি মাটি চাপা দেন তাহলে সেটাই আপনার nacropolise এ রুপান্তর হতে পারে।
আমার বিরোধিতা করা নিয়ে কারো সাথে কখনো মনঃক্ষুন্ন হয় নাই। না ভবিষ্যতে হবে। আমি কারো মতামত গ্রহণ করার মত যথেষ্ট উন্মুক্ত একজন মানুষ।
Let's disagree and Be friend 🤝
বিজয় সরণির জ্যাম পার হবার জন্য অপেক্ষা করছি।
তখনি ভদ্রলোকের সাথে আমার দেখা হলো। পড়নে ইস্ত্রী করা ফুল হাতা শার্ট। পায়ে চক চকে জুতা। বেশ বিব্রত ভঙ্গিতে কাছে এসে গাড়ির গ্লাসে টোকা দিলেন। হড়বড় করে বললেন,
“ব্রাদার একটু হেল্প হবে? বাস থেকে নেমে দেখি, আমার পার্সটা পকেটমার নিয়ে গিয়েছে। পকেটে একটা টাকাও নেই। আমার আর্জেন্ট উত্তরা যেতে হবে। আপনাকে দেখলাম জ্যামে বসে বই পড়ছেন, বুদ্ধীমান মানুষ। আপনি আমার অবস্থা বুঝবেন। ২০০ টাকা হলেই হবে, টাকার সাথে নাম্বারটা দিন। অফিসে গিয়েই ব্যাক দিচ্ছি”
আমি ভদ্রলোকের দিকে ভালো করে তাকালাম। চোখে চোখ রাখতে পারছেন না। সাহায্য চেয়ে অভস্ত্য নয়, লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন।
পাঁচশত টাকার একটা নোট বের করে জিজ্ঞেস করলাম, ভাংতি হবে?
উনি সিউর বলেই পকেটে হাত দিয়ে উনার পার্স বের করলেন এবং সাথে সাথেই বুঝলেন কিছু একটা ভুল হয়েছে।
পার্স যেভাবে বের করেছেন, রকেটের গতিতে সেভাবেই পকেটে পুরে একদম উলটো দিকে হন হন করে হাঁটা ধরলেন।
আমি পেছন থেকে উনাকে ডাক দিচ্ছি, ভাই ভাংতি লাগবে না নোটটা নিয়ে যান ভাই।
বান্দা ভাবছেন আমি চারা দিয়ে বরশি ফেলেছি মাছ ধরার জন্য।
আমার ডাক শুনে উনি দাঁড়াচ্ছেনই না, বরং হালকা দৌড়াচ্ছেন।
লেখকঃ Nahid Ashraf Uday
Explore the Heart of English Grammer
নুডুলস খেতে খেতে চমৎকার একটা জিনিস শিখে ফেললাম। তাই ভাবছি আপনারা নুডুলস খান বা না খান আপনারা ও শিখতেই পারেন ।
টপিক বায়ার বিহেইভিয়র:- যারা ফ্রিল্যান্সিং এ ফোকাসড তাদের জন্য বায়ার বিহেভিয়ার জানাটা নদীতে গোসল করতে নেমে সাতার জানার মতোই ব্যাপার। কারণ বায়ার হ্যান্ডলিং যদি না পারেন তাহলে ইনবক্সে গিয়ে ভাই কাজ দেন কাজ দেন করে জনম যাবে কিন্তু কাজ আসলে ছাই ও পাবেন না।
নুডুলস খেতে খেতে ভাবলাম একটু ফেসবুক ঘুরে আসি। ঘুরতে ঘুরতে নজরে পড়লো যে একজন একটি ওয়েব সাইট বানাতে চায় মোটামুটি হাই লেভেলের । বাজেট ও মোটামুটি স্বাস্থ্যকর। সরারচর সবাই কাজটা পারবে না যা বুঝলাম। তো কমেন্ট সেকশন এ ঢুকলাম যে এমন জিনিস কতজন মানুষ পারে সেটা দেখার জন্য।
তো ঢুকেই দেখি প্রায় লোকই বলতেছে যে ভাই এমন কিছু করা সম্ভব কিনা জানি না। আর তাদের মধ্যে কিছু লোক তাদের ঠিকানা দিয়ে বলতেছে
" আমি পারবো , ভাই ইনবক্স, আপনার নাম্বার দিন"
এইসব কমেন্ট এ বায়ার আর কিছুই বলতেছে না। সবাই কে এক রিপ্লাই দুঃখিত আপনার জন্য প্রজেক্ট না।
তো আমাদের লেসন টাও ঠিক এই জায়গায়। যা বুঝলাম বায়ার আসলে ভাই আমি পারবো, ইনবক্স চেক করেন এই সব কিছুই শুনতে চায় না। এমনকি তারা আমাদের ডেকে ইনবক্স চেক করার ও ইচ্ছা প্রকাশ করে না। তার চাহিদা হলো তার কাজটি করতে পারবে এমন একজন রিপ্লাই দেক আর এই রিপ্লাই টা হবে এমন যে সে আগে কখনো এমন কাজ করেছে নাকি। না করলেও কোন ধারণা আছে নাকি যে কিভাবে করতে হবে।
আমার একাউন্ট এ যারা ফ্রিল্যান্সার আছেন তারা এই দিকটা একটু বিবেচনা করতে পারেন। যে বায়ারকে আমি পারবো আমি পারবো না বলে ডাইরেক্ট কিভাবে করবেন সেটা বলে দেন। সেক্ষেত্রে লাভ বেশি বলেই মনে করি।
বড় ভাই যারা আছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোন ভুল করে থাকলে বলে দিবেন। ধন্যবাদ ♥️
হাটি হাটি পা পা করে আমার ডেভলপার লাইফ এগিয়ে চলতেছে।
আরো একটা সিম্পল এর মধ্যে গর্জিয়াস সাইট রেসপনসিভ করে ফেললাম।
লিংক দিয়ে দিচ্ছি। যারা যারা ঢুকে কোন সমস্যা লক্ষ করেন সেটা কমেন্ট করে বলে দিবেন। সাথে নতুন কোন আইডিয়া থাকলেও দিবেন।
এখনো জাভাস্ক্রিপ্টের কাজ করা হয় নাই। শীঘ্রই ই করবো ইনশাল্লাহ ❤️
https://naffiziqbal.github.io/donate-day-two/
6 mash por abar ekta post dibo 🙂
অন্ধকারের জমাট মস্তিষ্ক আমার, কথা হারিয়ে যাচ্ছে...
যে কথাটা বলার ছিল, অনেক আগের কৃষ্ণপক্ষ !!
আপনাকে ধরে রাখা শিখতে হবে!
ধরে রাখতে না পারলে দুনিয়ার কিছুই টেকে না
হোক টাকা-পয়শা, ভালোবাসা, বন্ধুত্ত্ব, অথবা শান্তি! ধরে রাখতে না পারলে দুনিয়াতে কিছুই থাকে না।
[ এখন থেকে আমার নাওয়া খাওয়া ছেড়ে দিতে হবে ]
আমি ব্যাক্তিগত ভাবে নিজেকে কারো সাথে কম্পেয়ার করি না। বিষয়টা জঘন্য মনে হয় আমার। কিন্তু আমার মনে হচ্ছে নিজেকে কারো সাথে তুলনা না করার এই উক্তি টি মহান বিলগেইটস সাহেব ভুল বলেছেন।
প্রোগ্রামিং শুরু করেছিলাম 2019 এর মাঝামাঝি সময়ে। ওয়েব ডেভলপমেন্ট। HTML, CSS, Bootstrap শিখলাম তারপর ধরলাম JavaScript.
ঝামেলা টা এখানেই লাগলো জাভাস্ক্রিপ্ট করে ঠিক মজা পাচ্ছিলাম না। তাই করার ও তেমন আগ্রহ পাচ্ছিলাম না। তারপর শিখলাম ওয়ার্ডপ্রেস ।
এর মাঝেই একজন আমাকে নক করে যে তাকে ওয়েব ডেভোলপমেন্ট এ হেল্প করার জন্য। সে আমার ফ্রেন্ড লিস্টে ও আছে। তারপরে আর তার সাথে কোন রকম কথা হয় নাই। হঠাৎ আজ দেখলাম সে বাহিরের একটা কোম্পানিতে রিমোট জব পেয়েছে আর আমার পজিশন শূন্য।
আরেক টা বলি।আমি যখন প্রোগ্রামিং এর দুনিয়াতে পা রাখি তখন ঝংকার মাহবুব ভাই উনার ওয়েব ডেভলমেন্ট ব্যাচ এর প্রথম ব্যাচ তার ও দুই মাস পর শুরু করবে । এখন উনার ৫ম ব্যাচ রানিং আর প্রতি ব্যাচে থেকে উল্লেখযোগ্য পরিমাণ ছেলে মেয়ে বিভিন্ন কোম্পানিতে আছে অলরেডি। আর আমি এখনও শূন্য।
কারণ নিজেকে কখনো প্রতিযোগিতায় ফেলি নাই। নিজে গাছের নিচে বসে ঘুম দিয়েছি। তারা জিতছে আমি দেখি।
এখন থেকে কম্পেয়ার করবো। একটুও ছার দিবো না। নাওয়া খাওয়া বাদ দিয়া কাজ করবো।
তাদের সাথে কম্পিয়ার করবো যারা আমার পরে দৌড় শুরু করে আমার আগে চলে গেছে। এবং তাদের সাথেও করবো যারা বেশি বড় হয়ে নিজেরে মহান ভাইবা জুনিয়রদের দাম দেয় না (মেসেজ এর রিপ্লাই)
তবে এর মাঝখানে আমি একেবারেই যে নাকে তেল দিয়ে ঘুম দিয়েছি এমনটাও না। আমি শিখেছি নতুন জিনিস। তারা যদি শুধুমাত্র একটা পজিশন এর জন্য পারফেক্ট হয় তবে আমি তার পাশাপাশি আরো 3 টা আলাদা পজিশনে বসার মত জায়গা তৈরি করতে নিজেকে প্রস্তুত করেছি।
নাকে তেল দিয়ে ঘুমানোর মানুষ আমি না ভাই।
কাম না করলেও আকাম ঠিকই করতে পারি
আমার ডায়রিতে এক পাতার মধ্যে লিখা আছে “It Doesn’t matter whether you win or lose in Cricket but Never be Defeated on Chess”
কারন জীবনের যে সব দিক আপনার হাতে নাই বা আপনি পরিবর্তন করতে পারবেন না সেগুলো নিয়ে ভেবে সময় নষ্ট করা কোন মানে নাই। যেমন ক্রিকেট খেলা। এটি একটি দলগত খেলা। এখন আপনার দল ক্রিকেট এ হারুক অথবা জিতুক তাতে আপনার কিছুই করার থাকবে না। কারন আপনি একার পক্ষে ক্রিকেট খেলা পরিবর্তন করা সম্ভব না।
তবে দাবার ক্ষেত্রে দেখলে আপনাকে দাবাতে অবশ্যই জিততে হবে কারণ খেলাটা আপনার একার। আপনার প্রতিটা পদক্ষেপ আপনার ভবিষ্যত নির্ধারন করবে। আপনি যদি একটু বেশি প্র্যাক্টিস করেন তবে সাফল্য আপনি ই পাবেন। কিন্তু ক্রিকেট খেলাতে আপনি যতই প্র্যাক্টিস করেন না কেন সেটা আপনার ব্যাক্তিগত উন্নয়নে সাহায্য করবে আপনার দলগত উন্নয়নে না।
আবার যদি লিডারশিপ এর দিক থেকে চিন্তা করেন তবে বিষয়টা পুরোপুরি উলটে যাবে। আপনার টিম এর সাফল্য ৭০% নির্ভর করে আপনার এবং আপনার নেওয়া সিধান্তের উপর।
© Nafiz Iqbal
ব্যাঙের ছাতা না হয়ে মাশরুম হও।
বনে জঙ্গলে লাত্থি-উষ্ঠা খাওয়া; ময়লা-শ্যাওলা এর মধ্যে গজিয়ে উঠা অবহেলিত হওয়া ব্যাঙের ছাতা; ছাতার মাথা জিনিসটাই একটু পরিচ্ছন্ন পরিবেশে সকাল-বিকাল যত্ন আর পানির স্প্রে পেয়েই হয়ে উঠে সুপারশপের দামি প্যাকেটের মাশরুম।
একটু চিন্তা করে দেখো-- তোমার এবিলিটি, তোমার পটেনশিয়াল, তোমার ফিউচার, তোমার অপশনগুলোকে কি তুমি অবহেলায় রেখে দিচ্ছ? প্রতিদিন সময়গুলোকে কি ফেইসবুক, ইউটিউবের রোস্টিং, হট নিউজ, ভাইরাল ভিডিওকে খাওয়াচ্ছ। নিজেকে কি ব্যাঙের ছাতা হিসেবে গড়ে তুলছো? নাকি সকাল-বিকাল কেয়ার নিচ্ছ? দুনিয়াতে যা কিছুই ঘটুক না কেন প্রিতিদিন মিনিমাম ৩ থেকে ৫ ঘন্টা সময় নিয়ে তুমি তোমার সময়গুলোকে তোমার স্বপ্ন, তোমার টার্গেট, তোমার ফিউচারকে খাওয়াচ্ছ?
খেয়াল করে দেখো-- ফসলের মৌসুমের শুরুতেই প্রত্যেকটা কৃষকের কাছে অপশন থাকে। সে ই সিদ্ধান্ত নেয়: সে কি মুলা চাষ করবে, নাকি গাজর চাষ করবে। বাধা কপি, নাকি ফুলকপি। বাঙ্গি, নাকি তরমুজ। তার সিদ্ধান্ত অনুসারেই মৌসুম শেষে সে ফলনের সুফল পাবে। সেই অনুসারে দাম পাবে। তার যত্ন নেয়ার লেভেলের উপরেই নির্ভর করবে, তার ফলন ডালিম হিসেবে মাটিতে পঁচে থাকবে, নাকি আনার হিসেবে বাহারি ফলের দোকানে বেশি দামে বিক্রি হবে।
এই একইভাবে একটা সেমিস্টারের শুরুতে, একটা সপ্তাহের শুরুতে, একটা দিনের শুরুতে তোমার কাছে অপশন আসে--তুমি কি এই দিনটাকে কাজে লাগাবে, নাকি স্রোতের টানে হারিয়ে ফেলবে। তুমি ই ডিসাইড করবে আজকে ৩-৫ ঘন্টা নিজের জন্য দিবে। নাকি হেলায়-ফেলায় কাটিয়ে ফেলবে। তোমার ডিসিশন, তোমার একশন, তোমার এপ্রোচ আর তোমার এফোর্ট দিয়ে ই ঠিক হবে-- দিনশেষে তুমি মুলা হবে, নাকি গাজর হবে।
জীবন তোমার-- সিদ্ধান্ত তোমার। কষ্ট তোমার-- অর্জনও তোমার।
©ঝংকার মাহবুব
যা কিছু নিখাদ সব সময়ই তা নিজেকে প্রকাশের একটি উপায় খুঁজে নেয়। যখনই সেই মুহূর্ত উপস্থিত হয়, তারা দ্বিধা করে না। তারা সুযোগ হারায় না। একটি জাদুকরি মুহূর্তও তারা ফসকে যেতে দেয় না। কারণ প্রতিটি সেকেন্ডের গুরুত্বকে তারা শ্রদ্ধা করে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
Dhaka
1320
Plot# 592, Lift# 03, Road# 08, Avenue# 05, Mirpur DOHS
Dhaka, 1216
To change the world, how it communicates and how flow of Information could change our entire Human ra
Apt. 5-B, 75/C Asad Avenue Salimullah Road, Mohammadpur
Dhaka, 1207
A global web design and development company specializing in WordPress themes and plugins development
Dhaka, 1711
My Name Is Hasib Santo and I'm a Freelance WordPress Developer. Now I'm level two seller at fiverr. Here I share my knowledge about WordPress and Freelancing. you are welcome to ...
72/c 3nd Colony Lalkute Bazar
Dhaka, 1216
All Global Work give you Professional Website Design And Alibaba Product Listing also all B2B Posti
Dhaka
A Web Agency is a digital agency that are base one web design and digital marketing services.
Chairman Bari New Airport Road, Banani Model Town
Dhaka, 1213
We are a complete website design agency. We have multiple demos of your needs. Our designers & devel
Mirpur 10
Dhaka, 1216
Google site is a new project that Google is working on. It's a more immersive and interactive way to explore the world. The future of web design will be much more immersive and in...
Shanr Par College Road, Siddirgonj, Narayanjonj
Dhaka, 1361
Wordpress and E-Commaerce expert