Choto Khobor24
This page will be governed by short stories. There will be Fashion, Education, Health, Govt.job
অভিনন্দন মারওয়া -
এই ১০ বছর বয়সী মেয়ে "মারওয়া" মিশরের আসওয়ান শহরে টিস্যু বিক্রি করে।
তিনি দূর থেকে শিশুদের জন্য আয়োজিত একটি ম্যারাথন দেখতে ছুটে আসেন এবং তিনি অংশগ্রহণ করতে পারেন কিনা তা জানতে দ্রুত তাদের দিকে ছুটে যান।
যদিও তিনি অংশগ্রহণের ফি (ইজিপি 200) দেননি, বা তার খেলার জুতা বা পোশাক ছিল না, তবুও তিনি অংশ নিতে চেয়েছিলেন এবং জয়ের ইচ্ছা ছিল!
এই নিষ্পাপ শিশুকে খেলা থেকে বঞ্চিত করেননি আয়োজকরা। মারওয়া খালি পায়ে দৌড়েছে.. সে দৌড়েছিল যেমন সে রাস্তায় লোকজনের পিছনে দৌড়াতেন তাদের টিস্যু বিক্রি করার জন্য.. সে দরিদ্রদের অহংকার নিয়ে দৌড়েছিল, সে এমনভাবে দৌড়েছিল যেন সে ফিনিশিং লাইনকে আলিঙ্গন করতে আকাশের দিকে উড়ছে।
সবাইকে বিস্মিত এবং বিস্মিত করে, তিনি প্রথম স্থানে এসে স্বর্ণপদক জিতেছিলেন। তার দুর্ভাগ্যজনক পরিস্থিতি সত্ত্বেও, তিনি নিজেকে বিশ্বাস করেছিলেন এবং তার লক্ষ্য অর্জনের পথে কোনও বাধা বা বিপত্তিকে অনুমতি দেননি।........................................
picture
রাস্তার পানি ডুবে গেল সবাই
#ঝড় #আবহাওয়া
Accident at jashimuddin near arong ...
As per news 3 people are dead.
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ছোট খবর ২৪ এর পরিবারের পক্ষ থেকে রইলো "বিনম্র শ্রদ্ধা"।
হঠাৎ বাড়ল সব জ্বালানি তেলের দাম। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর করে।
দেশে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বাড়িয়েছে সরকার। হুট করে এত বেশি দাম বাড়ানোর চাপ অর্থনীতি নিতে পারবে না বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম। তিনি বলেছেন, দাম কিছুটা বাড়ানো হবে, এই আশঙ্কা ছিল। তবে সেটা সহনীয় পর্যায়ে রাখা যেত। যতটা বাড়ানো হয়েছে, তা চিন্তার বাইরে।
আজ শুক্রবার রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে ডিজেলের দাম হবে ১১৪ টাকা লিটার, যা এত দিন ৮০ টাকা ছিল। এ ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে ৩৪ টাকা। কেরোসিনের দামও একই হারে বাড়ানো হয়েছে। নতুন দর ডিজেলের সমান, অর্থাৎ ১১৪ টাকা লিটার। সাধারণত, ডিজেল ও কেরোসিনের দাম সমান হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন বিগত ছয় মাসে ( ফেব্রুয়ারি ২২ থেকে জুলাই ২০২২ পর্যন্ত) জ্বালানি তেল বিক্রয়ে (সকল পণ্য) ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে। বর্তমানে, আন্তর্জাতিক তেলের বাজার পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখাতে যৌক্তিক মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছিল।
#জ্বালানি #তেল
#নিউজ #খবর
ঢাকার খুচরা বাজারে গতকাল দুপুরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৫০ টাকা কেজি দরে। গতকাল সন্ধায় অবশ্য দর একটু কমে ২০০ টাকা কেজি হয়। কারওয়ান বাজারের খুচরা পর্যায়ের কাঁচা পণ্যের দোকানি আমির হোসেন এর আগে গত বুধবার রাতে প্রথম আলোকে বলেছিলেন, ‘এক কেজি নিলে ১২০ টাকা রাখা যাবে।
#নিউজ #খবর
বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম
#নিউজ #খবর
অবশেষে বগুড়ার জলেশ্বরীতলার ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকটি ফিরে পেলো মা-বাবাকে
বগুড়ায় ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকটি ফিরে পেল মা-বাবাকে
বগুড়ায় উদ্ধার হওয়া নবজাতকটি মায়ের বুকে ফিরে গেছে। তার বাবার পরিচয়ও মিলেছে। গত ১৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় জলেশ্বরীতলার পৌরসভা লেনে ডাস্টবিন থেকে তাকে উদ্ধার করা হয়। সেখানে এক গণমাধ্যমকর্মী তার বাসার দরজা খুলে ওই কন্যা নবজাতকের কান্না শুনতে পান। পরে তিনি থানায় খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। উদ্ধারের সময় শিশুটির আনুমানিক বয়স ছিল ৩ দিন।
সদ্য অন্যত্র বদলি হওয়া বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তাজলিমুর রহমান শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্লিনিকে নিয়ে যান। তিনি জানান, শিশুটি মা-বাবার পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি জলেশ্বরীতলা এলাকাতেই। তবে সম্মান রক্ষার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি বলেন, নবজাতকটি এক প্রেমিক জুটির। বিয়ের আগেই প্রেমিকা বাচ্চাটি প্রসব করেন। তবে দুই পরিবারের দ্বন্ধের কারনে বাচ্চাটি কেউ মেনে নিচ্ছিল না। বাচ্চাটির বাবাও অস্বীকার করে যাচ্ছিল। এই পরিস্থিতিতে কোন উপায় না দেখে মা নবজাতকটিকে ওই ডাস্টবিনের মধ্যে ফেলে রেখে যান। একটি সাদা শপিং ব্যাগে শাড়ি দিয়ে মুড়ে রাখা হয়েছিল বাচ্চাটিকে। সঙ্গে শিশুটির খাবার হিসাবে দুধসহ একটি ফিডার দেয়া হয়েছিল। মা’র উদ্দেশ্য ছিল বাচ্চাটি বেঁচে থাকুক আর কেউ কুড়িয়ে পেয়ে নিয়ে যাক। এ অবস্থায় খবর পেয়ে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ। একইসাথে বাচ্চাটি মা-বাবা কে, তা জানতে অনুসন্ধান শুরু করে পুলিশ। এক পর্যায়ে বাচ্চাটির মা-বাবাকেও খুঁজে পায় পুলিশ। পরে মা’র কাছে ফিরিয়ে দেয়া হয় বাচ্চাটি। বাচ্চাটি পাওয়ার পর বিয়ে বন্ধনেও আবদ্ধ হন নবজাতকটির মা-বাবা। দুই পরিবার তাদের বিয়ে মেনে নিয়েছেন। স্বীকৃতিও দিয়েছেন বাচ্চাটিকে। বর্তমানে নবজাতকসহ ভালো আছেন ওই প্রেমিক যুগল।
info: চ্যানেল বগুড়া
১০ টাকার সব বিস্কুটের দাম ১৫ টাকা
#অর্থনীতি #মূল্যস্ফীতি #দ্রব্যমূল্যের_ঊর্ধ্বগতি
সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১৪ টাকা
পল্টন থেকে জ্যাম এই মিশিলে সব...... প্রেস ক্লাব!
অন্তঃসত্ত্বা মা মারা গেলেও দুর্ঘটনার সময় পেট ফেটে বেরিয়ে যায় নবজাতক।
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা গেছেন এক অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী ও মেয়ে। তবে মারা যাওয়ার আগে অন্তঃসত্ত্বা নারীটি সড়কেই প্রসব করেন একটি ফুটফুটে নবজাতক। শুধু তাই নয়, অলৌকিকভাবে বেঁচেও গেছে সেই নবজাতকটি। সদ্যপ্রসূত শিশুটিকে ময়মনসিংহ সদরের সিবিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৬ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্ট বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।
#নিউজ #খবর
করোনার ঊর্ধ্বগতির মধ্যে ডেঙ্গুর প্রভাব বাড়ছে রাজধানীতে
গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ ডেঙ্গু রোগী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বড়দের সঙ্গে সঙ্গে শিশুরাও ভর্তি হচ্ছে হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান বলছে, গত মাসে সারা দেশের সরকারি–বেসরকারি হাসপাতালগুলোতে ১৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। সেখানে এ মাসের প্রথম সাত দিনেই ভর্তি হয়েছেন ১১১ জন। এ মাসের শুরু থেকেই দেশে বর্ষা মৌসুম শুরু হয়েছে।
ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন আর অনেক রোগী। ঢাকার বাইরে ভর্তি আছেন ডেঙ্গু রোগী।
#ডেঙ্গু #মশা
#নিউজ #খবর
ঈদের ছুটি শেষে জীবিকার প্রয়োজনে আবার রাজধানীতে ফিরছে মানুষ। অনেকে স্ত্রী-সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়। আবার কেউ কেউ ফিরছেন সপরিবারেই।
ফলে রাজধানীর প্রবেশদ্বারগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। একই চিত্র দেখা গেছে বাংলাবাজার-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটেও। ঢাকা ছাড়ার সময় অনেক জায়গায় যানজটে পড়ে ভোগান্তির অভিযোগ পাওয়া গেলেও ফেরার সময় তেমনটা নেই। দুর্ভোগ না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ঢাকামুখী মানুষজন।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘুরে দেখা যায়, প্রতিটি আন্তঃনগর ট্রেনে হাজারের বেশি মানুষ ঢাকায় ফিরেছেন।
#নিউজ #খবর
করোনার সংক্রমণ রোধে বুস্টার ডোজে জোর দিয়েছে সরকার। মঙ্গলবার ৭৫ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য।
১৯ জুলাই মঙ্গলবার সারা দেশের ৭৫ লাখ মানুষকে টিকা দিতে চায় স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এ তথ্য জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গতকাল শুক্রবারের হিসাব অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যার ৭৬ শতাংশ প্রথম ডোজ এবং ৭১ শতাংশ দ্বিতীয় ডোজ করোনার টিকা পেয়েছে। আর তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছে ১৮ শতাংশ মানুষ।
এদিকে গতকাল অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সকাল আটটা থেকে গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত ৯ হাজার ১০০ মানুষের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ৫১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১১ দশমিক ৫৫ শতাংশ। এই সময় করোনায় দুজনের মৃত্যু হয়েছে।
#নিউজ
গ্রামীণফোনের সিম বিক্রিতে বিটিআরসির নিষেধাজ্ঞা
আলহামদুলিল্লাহ্!!
আগামী ১০ জুলাই রোজ রবিবার পবিত্র ঈদুল আযহা।
ঈদ মোবারক।
█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
*মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হলো পদ্মা সেতুতে; কার্যকর কাল সকাল ৬ টা থেকে
পদ্মা সেতুর উপরে ভয়াবহ মোটরসাইকেল দু-র্ঘ-ট-না, দুজনের মৃত্যু।
#নিউজ #পদ্মা #সেতু
চট্টগ্রামে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু
=========================
চট্টগ্রাম শহরে ২টি পাহাড় ধসের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। মহানগরীর আকবর শাহ থানা এলাকার বরিশাইল্ল্যা ঘোনা ও লেক সিটির বিজয়নগর এলাকায় আলাদা পাহাড় ধসের ঘটনা ঘটে।
ভারতের আসাম ও মেঘালয়ে অত্যধিক বৃষ্টিপাতের ঢলে ভাসছে সিলেট। গোটা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ফোনের নেটওয়ার্ক অকার্যকর। বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি তলিয়ে যাওয়ায় বন্ধ বিদ্যুৎ–সরবরাহ
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে, বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
সিলেটের গোয়াইনঘাট, যেন জলের শহর।
সুইস ব্যাংকে বাড়ছে বাংলাদেশিদের টাকা
ভারী বর্ষণে তলিয়ে যাচ্ছে সিলেটের নতুন নতুন এলাকা
স্মরনকালের ভয়াবহ বন্যার কবলে সিলেটবাসী, উদ্ধারে নামলো সেনাবাহিনী।
সিলেটের পাওয়ার গ্রীড স্টেশনে আর ৪ ইঞ্চির মত পানির লেভেল বৃদ্ধি পেলে পুরো সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। গ্রীড স্টেশন বন্ধ হওয়া মানে বুঝতে পারছেন?? প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে। চাইলেও দূর্গত এলাকায় মানুষ ত্রাণ নিয়ে এগিয়ে যেতে পারবে না পরিবহণ ব্যবস্থার কারণে। নেটওয়ার্ক ব্যবস্থা পুরো কলাপ্স করবে। সিলেটের সাথে অন্যান্য জেলার কোনো মানুষ যোগাযোগ করতে পারবে না। অলরেডি সুনামগঞ্জের অনেকের মোবাইলে চার্জ আছে। কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন।
পাওয়ার গ্রীড স্টেশনের কর্মকর্তাদের ভাষ্যমতে, উনাদের কর্মজীবনের ইতিহাসে কখনো গ্রীড স্টেশন বন্যার জন্য বন্ধ করতে হয়নি। কিন্তু এবার এটা করতে হবে তাদের কাছে মনে হচ্ছে। একবার গ্রীড স্টেশনে পানি ঢুকে গেলে সেটা পুনরায় চালু করতে অনেক বেশি বেগ পেতে হবে।
সুনামগঞ্জের মানুষদের অবস্থা বর্ণণাতীত। তারা এখন বুভুক্ষের মত ত্রাণের জন্য অপেক্ষা করছে। অতীতের কোনো বন্যাতে যাদের বাড়িতে পানি ঢুকার রেকর্ড নাই তারাও পানির নিচে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ কাকভেজা হয়ে, অনাহারে, অনিদ্রায় দাঁড়িয়ে আছে। এলাকার যুবসমাজ যারা মোটামুটি শ্রম দিয়ে সাহায্য করছিল তারাও হাঁপিয়ে গেছে। ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স এগিয়ে না গেলে মানুষগুলো এমনিতেই মারা যাবে। ফসলের মায়ায় যারা গতকাল রাত পর্যন্ত পানি কমার অপেক্ষায় ছিল তারাও আজকে জীবনের মায়ায় সব ছেড়েছুড়ে নিরাপদ আশ্রয় খোঁজে বেড়াচ্ছে।
গোয়াইনঘাট এলাকায় গেলে এখন বিশ্বাস করতে কষ্ট হবে যে এখানে মানুষের বসতি ছিল। চারদিকে পানি। ফেইসবুকে দেখলাম স্থানীয় রেসপন্স টিম কাজ করছে। কিন্তু কয়জনকে উদ্ধার করবে?
এতবড় এক বিপদের সম্মুখীন এই সিলেটকে নিয়ে মেইনস্ট্রীম মিডিয়ায় কোনো কাভারেজ নেই। ভয়াবহ এই বিপর্যয় ঘীরে যেখানে প্রত্যেকটা চ্যানেলের কাভারেজ থাকার কথা সেখানে তেমন কোনো সাড়া নেই। আমরা যারা মোটামুটি নেটওয়ার্কের আওতায় আছি তারা নাহয় ফেইসবুকে টুকটাক লিখে জানাতে পারছি। এটাও কতক্ষণ পারব জানিনা। পাওয়ার স্টেশন ডুবে গেলে সেটাও অসম্ভব হয়ে যাবে।
দেশের অন্যান্য প্রান্তে যারা ভাল আছেন তারা আমাদের ভাল থাকার জন্য দোয়া করুন, সামর্থ্য থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ফেইসবুকে সার্চ করলেই অনেক নাম্বার পাবেন যারা আপনার সাহায্যের আশায় বসে আছে। আশ্রয়কেন্দ্রের মানুষগুলো কোনো খাবার পাচ্ছেনা। সব পানির নিচে। সব..!!
😢
আম পাঠাতে আজ থেকে চালু হচ্ছে 'ম্যাংগো স্পেশাল ট্রেন'
#আমের_জন্য_বিশেষ_ট্রেন #আমের_জন্য_বিশেষ_ট্রেন
হঠাৎ অসুস্থতায় হাসপাতালে
ভর্তি খালেদা জিয়া
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Address
Dhaka
1100
64–65, Kazi Nazrul Islam Avenue
Dhaka, 1215
Till June 2013, was a weekly young people's magazine by The Daily Star. It’s coming back 27th July.
17 Mohakhali C/A, Red Crescent Concord Tower, 17th Floor
Dhaka, 1212
Official page of bdnews24.com, Bangladesh's largest news publisher by reach & volume; Bangla/English, Internet-only, a global first, open since 23 Oct 2006
19 New Eskaton Road (mogbazar)
Dhaka, 1000
বাংলাদেশের থিয়েটার সংক্রান্ত তথ্য, কোথায় কি হচ্ছে বা হয়েছে তা জানা যাবে। থাকবে শিক্ষনীয় বিষয়বস্তু আর-
House 18, Road 1, Dakhingaon, Sabujbagh
Dhaka, 1214
An online news portal focused on breaking news and analysis from home and abroad.
14, Darussalam Arcade, Purana Paltan
Dhaka, 1000
আমার এই পেজটি রাজনীতি বিশ্লেষন বিষয়ক ?