House of Marketing
House of Marketing is a marketing thought leader that gives you deep & core insights into the market.
ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শীর্ষ ২০০ কোম্পানির তালিকায় বেক্সিমকো ফার্মা স্থান পেয়েছে। ২১ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে কোম্পানিটির সিইও রাব্বুর রেজা পুরস্কার গ্রহণ করেন।
আয়ের ভিত্তিতে বিশ্বের ১০টি শীর্ষ অটোমোবাইল কোম্পানি।
জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে। - পিথাগোরাস
সপ্তাহজুড়ে ওপেনএআই’র নাটকীয়তা।
🕐 𝐑𝐞𝐜𝐚𝐩 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐰𝐞𝐞𝐤!
Keep following us to stay informed. 🌎
ভবিষ্যদ্বাণী করার সর্বোত্তম উপায় হলো ভবিষ্যৎ তৈরি করা।
অবৈধ লেনদেনের দায়ে পেমেন্ট গেটওয়ে ওয়ালেট মিক্স-এর লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ কোনো প্রতিষ্ঠানই ওয়ালেটমিক্সের সঙ্গে লেনদেন করতে পারবে না।
ভারতের মুম্বাইয়ে বিশ্বের অন্যতম বৃহৎ স্যুটের কাপড় নির্মাতা প্রতিষ্ঠান রেমন্ড লিমিটেডের শেয়ারের দাম গত সাত দিন ধরেই কমছে। শেয়ারের দাম কমায় কোম্পানিটি ২ হাজার ৭০ কোটি টাকার বাজার মূল্য হারিয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গৌতম সিংঘানিয়ার সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদের জেরে বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্ট গভীর শঙ্কাই এর কারণ বলে মনে করা হচ্ছে।
যে ব্যক্তি কখনও ভুল করেনি,
সে কখনও নতুন কিছু করার চেষ্টাও করেনি। — অ্যালবার্ট আইনস্টাইন
স্যামসন ফার্মা ইনকর্পোরেটেড নামে একটি কোম্পানি খোলার জন্য ফিলিপাইনে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।ওই কোম্পানিতে মোট ২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। প্রাথমিকভাবে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্কয়ার হাসপাতাল ২০২২-২৩ অর্থবছরে ৫৩৩ কোটি টাকা আয় করেছে, যা ২০২১-২২ অর্থবছরের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেড়ে ৩৭ কোটি টাকা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বে থাকা টিম ভেঙে দিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ টিমের সদস্যদের অন্য বিভাগগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে। এআই সম্পর্কিত ক্ষতি ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে গত শনিবার (২১ নভেম্বর) এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে।
নানা আলোচনা-সমালোচনা আর বিতর্কের পর অবশেষে সম্প্রতি বরখাস্ত হওয়া স্যাম অল্টম্যানকে পুনরায় প্রধান নির্বাহী হিসেবে ফিরিয়ে নিতে যাচ্ছে ওপেনএআই। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির সঙ্গে এর সহ-প্রতিষ্ঠাতা অল্টম্যানের একটি নীতিগত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
ইতোমধ্যে ওপেনএআই’র পরিচালনা পর্ষদেও সংস্কার আনার কাজ শুরু হয়েছে। গত সপ্তাহের ভুল সিদ্ধান্তের পেছনে যারা ছিলেন, তাদেরও পরিচালনা বোর্ড থেকে সরিয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি বিষয়ক পোর্টাল টেক ক্রাঞ্চ।
উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান স্টার্ট-আপ হিসেবে বিবেচনা করা হয় ওপেনএআইকে।
তোমার যা দরকার নেই তার পেছনে না ছুটে
তোমার যা প্রয়োজন তার পেছনে ছোটো
তবেই তুমি নক্ষত্রের মতো জ্বলে উঠবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গান তৈরির জন্য ‘লিরিয়া’ নামের একটি নতুন টুল নিয়ে এসেছে গুগলের ডিপমাইন্ড। এজন্য ইউটিউবের সঙ্গে অংশীদারত্বে কাজও করছে প্রতিষ্ঠানটি। লিরিয়া মডেল দিয়ে একই সঙ্গে বাদ্যযন্ত্র, কণ্ঠসহ উচ্চমানের সংগীত তৈরি করা যাবে।
আজ বিশ্ব টেলিভিশন দিবস। হাউজ অব মার্কেটিং এর পক্ষ থেকে সবাইকে বিশ্ব টেলিভিশন দিবস -এর শুভেচ্ছা !
“যদি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে,
আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।” —স্বামী বিবেকানন্দ
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা আজ (২০ নভেম্বর) জানিয়েছেন যে স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেওয়ার জন্য মাইক্রোসফটে যোগ দেবেন।
মিরা মুরাতিও বাদ, ওপেনএআইয়ের নতুন অন্তর্বর্তীকালীন সিইও করা হলো অ্যামাজনের জনপ্রিয় ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সহ-প্রতিষ্ঠাতা এমেট শিয়ারকে। সোমবার (২০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
অগ্রযাত্রা থামাবেন না।
এআই দিয়ে বানানো কনটেন্ট এর বিষয়ে নতুন নিয়ম আনতে যাচ্ছে ইউটিউব। ক্রিয়েটররা যদি জেনারেটিভ এআই দিয়ে বাস্তবধর্মী ভিডিও কনটেন্ট বানায় তবে সেটা ইউটিউবকে জানাতে হবে ।ক্রিয়েটররা যদি না জানায় তাদের ভিডিও এআই দিয়ে বানানো কিনা, তাহলে তাদের পেনাল্টি স্বরূপ তাদের কনটেন্ট রিমুভ অথবা প্ল্যাটফর্মের রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হতে পারে।
ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে নতুন নোটস ফিচার চালু করেছে গুগল। এর মাধ্যমে সার্চ রেজাল্ট ও আর্টিকেলে কমেন্ট যুক্ত করা যাবে। গুগল সার্চ ল্যাব ফিচারটি চালু করেছে। নোটস ফিচার চালুর পর ব্যবহারকারীরা ওয়েব সার্চ রেজাল্টের নিচে একাধিক নোট দেখতে পারবে।
ওপেনএআইয়ের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন এর বর্তমান চিফ টেকনিশিয়ান অফিসার মীরা মুরাতি। আলবেনিয়ার জন্মগ্রহণকারী ৩৪ বছর বয়সী মীরা প্রায় পাঁচ বছর ধরে ওপেনএআইয়ের শীর্ষপর্যায়ে আছেন। একইসঙ্গে চ্যাটজিপিটি ও ডাল-ই এর মতো যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবনে পর্দার আড়ালে থেকে কাজ করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটির কর্মীদের হতবুদ্ধি না হয়ে কাজ চালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রতিদিন হাজারও প্রশ্ন আর বাঁধাকে উপেক্ষা করে এগিয়ে চলা সকল পুরুষকে হাউজ অব মার্কেটিং এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা।
যদি দ্রুত যেতে চাও, তাহলে একা যাও।
যদি বহু দূর পাড়ি দিতে চাও, তাহলে দলবদ্ধ হয়ে যাও।
ওপেনআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করার পরই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ওপেনএআইয়ের প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান।
গ্রেগ ব্রোকম্যান এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, ‘‘আমরা (তিনি ও স্যাম অল্টম্যান) একসঙ্গে কঠিন ও সুন্দর সময় পার করেছি। নানা কারণ থাকার পরও স্যামকে চাকরি থেকে বাদ দেওয়াটা খুবই অস্বাভাবিক। আজকের খবরের ভিত্তিতে বলছি, আমি চাকরি ছেড়ে দিচ্ছি।"
চ্যাটজিপিটি উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যামুয়েল হ্যারিস অল্টম্যান চাকরি হারিয়েছেন। গতকাল শুক্রবার (১৭ই নভেম্বর) ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ বিবৃতিতে জানায়, যথাযথ প্রক্রিয়া মেনে স্যামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি (স্যাম) পরিচালনা পর্ষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ করছিলেন না। একটা দূরত্ব জিইয়ে রেখেছিলেন, যা প্রতিষ্ঠান পরিচালনায় তার সক্ষমতাকে বাধাগ্রস্ত করছিল।
আয়ের ভিত্তিতে বিশ্বের ১০টি শীর্ষ সফটওয়্যার কোম্পানি।
স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যা পূরণের প্রত্যাশা তাকে ঘুমাতে দেয় না। – এ. পি. জে. আব্দুল কালাম
🕐 𝐑𝐞𝐜𝐚𝐩 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐰𝐞𝐞𝐤!
Keep following us to stay informed. 🌎
শিক্ষা ও অধ্যবসায়ই আপনাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে।
আগস্ট-সেপ্টেম্বরে কার্ডে টাকার লেনদেন কমেছে ৭.৭৩%
কার্ডে টাকা লেনদেন হয়েছে-
-ডিপার্টমেন্টাল স্টোরে ৪৮.৫৪%
-বিভিন্ন আউটলেটে ১২.৮৫%
-গ্যাস, পানি ও বিদ্যুৎ বিলে ৯.২৩%
-অন্যান্য ৮.৬৪%
সেপ্টেম্বর মাসে ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার কাজে ভারতে ১৬.৬৬%, যুক্তরাষ্ট্রে ১৫.৯০%, সংযুক্ত আরব আমিরাতে ৮.৯%, থাইল্যান্ডে ৮.৫৬%, যুক্তরাজ্যে ৭.৭০% এবং সিঙ্গাপুরে ৭.৩৬% লেনদেন হয়েছে।
-ভিসা কার্ডে লেনদেন হয়েছে ৭৭.৩৯%
-মাস্টার কার্ডে লেনদেন হয়েছে ১৪.৭৫%
-আমেরিকান এক্সপ্রেস কার্ডে লেনদেন হয়েছে ৭.৫১%
ডলার সংকট থেকে উত্তরণে হ্যান্ড ক্যাশের পরিবর্তে ক্রেডিট, ভিসা ও মাস্টার কার্ডে লেনদেনের পরামর্শ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। হচ্ছে এর বাস্তবায়নও। গত আগস্ট মাসে ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার কাজে ৪ কোটি ডলার খরচ করেছেন বিদেশ ভ্রমণকারীরা। মাস ব্যবধানে সেপ্টেম্বর মাসে যা ৪.৫% বেড়ে ৪.৫ কোটি ডলার হয়েছে।
৩৩ জন বা তার বেশি সদস্যের বড় গ্রুপগুলির জন্য ভয়েস চ্যাট ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ইউজাররা গ্রুপের চ্যাট বক্সে টেক্সট আদান প্রদান চলমান রেখে ইন-চ্যাট বাবলে ট্যাপ করে কলে যোগ দিতে পারবে। ফলে ইউজাররা গ্রুপে ভয়েস চ্যাট এবং টেক্সট চ্যাট একসাথে অব্যাহত রাখতে পারবে।
সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, শুধরে নেয়, কিন্তু কখনও হাল ছাড়ে না। – কনরাড হিল্টন।
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ টানা ষষ্ঠবারের মতো এ বছরও তাদের জনপ্রিয় ১১.১১ ক্যাম্পেইন পরিচালনা করছে। ক্যাম্পেইনের ৫ম দিনে ১৫ নভেম্বর প্রতিষ্ঠানটি ১ মিলিয়নেরও বেশি অর্ডারের মাইল ফলক স্পর্শ করেছে।
সম্প্রতি ডেভ ডে সম্মেলনে চ্যাট জিপিটি প্লাসের নতুন কিছু ফিচার চালু হওয়ার পর চাহিদা বেড়ে যাওয়ায় টুলটির নতুন সাবস্ক্রিপশন সাময়িকভাবে বন্ধ রেখেছে ওপেনএআই। বর্তমান ব্যবহারকারীদের জন্য নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন সাবস্ক্রিপশন পুনরায় চালু হওয়ার নোটিফিকেশন পেতে আগ্রহীদের চ্যাট জিপিটিতে সাইনআপ করে রাখতেও বলা হয়েছে।
কন্টেন্ট মার্কেটিং জগতে যারা কাজ করেন, তাদের জন্য ‘কন্টেন্ট মার্কেটিং মেট্রিক্স’ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই মেট্রিক্স মূলত কন্টেন্ট মার্কেটিংয়ের একটি ফানেল, যেখানে একদিকে অডিয়েন্সকে অ্যাওয়ারনেস লেভেল থেকে কনভারশনে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল নেয়া হয়। অন্যদিকে বিনোদনমূলক কন্টেন্টের মাধ্যমে তাদের ব্র্যান্ডের সঙ্গে এক ধরনের মনস্তাত্ত্বিক সম্পর্ক তৈরি করা হয়।
নিয়ন্ত্রণযোগ্য বিষয়গুলোর প্রতিই মনোযোগ দিন।
সম্প্রতি নতুন একটি ফিচার এনেছে মেটা যার মাধ্যমে প্রমোশনাল ফিড থেকে সরাসরি অ্যামাজনের পণ্য কিনতে পারবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুক ইউজাররা। অ্যামাজনের পণ্য কেনার জন্য এখন আর ফেসবুক থেকে বের হয়ে অ্যামাজনের অ্যাপে প্রবেশ করতে হবে না। নতুন এই ফিচারের সাহায্যে আমেরিকার ক্রেতারা ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফিডে পণ্যের রিয়েল টাইম মূল্য, বিস্তারিত বিবরণ এবং ডেলিভারির সময়সীমা দেখতে পাবেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
1st Floor, House: 313, Avenue: 4, Road No: 4, Mirpur DOHS
Dhaka
1216