Dream It

আমাদের উদ্দেশ্য হল কাস্টমার কে সর্বোচ্চ সেবা প্রদান তাই নির্দ্বিধায় আমাদের সেবা নিতে পারেন �

24/08/2023

বর্তমান পরিস্থিতি অনুযায়ী বেশি রেসপন্স আসার চিন্তা না করে অল্প আসলেও যেনো অথেনটিক আসে, সেল হয় সেই দিক টা গুরত্ব দাওয়া উচিত,অথেনটিক কাস্টমার জেনারেট করা টা বেশি দরকার । "Alhamdulillah" আমাদের কাস্টমার দের সেল তুলনামূলকভাবে ভালো আছে ☺️।

বর্তমান বাজারে সবাই 150/140 টাকা প্রতি $ নিচ্ছে ঠিকই কিন্তু আপনাদের আশানুরূপ ফলাফল পাচ্ছেন না 😓। সেখানে আপনার ব্যাবসার ধরন অনুযায়ী আপনার পণ্যের চাহিদা অনুযায়ী আগ্রহী কাস্টমার বাছাই করে, আপনার পণ্যের বিজ্ঞাপন পৌঁছানোর গ্যারান্টি তো আছেই।

তাছাড়া আপনার ব্যাবসার জন্য সঠিক পরামর্শ ও পাবেন , আপনার জন্য শুধু ফেসবুক পেজ দিয়ে এসএমএস ক্যাম্পেইন এর মাধ্যমে ব্যাবসা করা ভালো হবে নাকি ওয়েবসাইট এর মাধ্যমে purchase ক্যাম্পেইন ভালো হবে, আপনার পণ্য অনুযায়ী সঠিক গাইডলাইন আমরাই আপনাকে দিব ইনশাআল্লাহ।

আর হা আপনার ব্যাবসার জন্য জরুরি অন্যান্য সকল সেবা আমাদের কাছেই পাবেন তাই এখনই ইনবক্স করুন অথবা কল করুন আমাদের হটলাইন নম্বরে।
🎯 Contact Us -
📠 +88 01980807070
📲 +88 01794989888
📩 [email protected]

© Dream IT - An IT Development Sector ❣

Photos from Dream It's post 08/08/2023

"Dream It" এর কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল কিছু সমস্যার জন্য তার মধ্যে অন্যতম কারণ ছিল পেজ টি "Permanently Restricted" হয়ে যাওয়ার জন্য। অনেক চেষ্টার পর "আলহামদুলিল্লাহ" পেজ টির এডভার্টাইজিং অ্যাকসেস বাক এসেছে 😊।
তাই "Dream It" এর কার্যক্রম আবার শুরু আজ থেকে এখন থেকে সব সময় পাশে পাবেন আমাদের আগের মতই ।

যেকোন প্রয়োজনে 👇
🎯 Contact Us -
📠 +88 01980807070
📲 +88 01794989888
📩 [email protected]

© Dream IT - An IT Development Sector ❣

28/01/2023

#সুবহানআল্লাহ্

21/01/2023

বর্তমান পরিস্থিতি অনুযায়ী বেশি রেসপন্স আসার চিন্তা না করে অল্প আসলেও যেনো অথেনটিক আসে, সেল হয় সেই দিক টা গুরত্ব দাওয়া উচিত,অথেনটিক কাস্টমার জেনারেট করা টা বেশি দরকার । "Alhamdulillah" আমাদের কাস্টমার দের সেল তুলনামূলকভাবে ভালো আছে ☺️।

বর্তমান বাজারে যেখানে সবাই 140/135 টাকা মিনিমাম 130 টাকা প্রতি $ নিচ্ছে, সেখানে আমাদের কাছে এখনো পাবেন মাত্র 125 টাকা প্রতি $ আগের মূল্য। আপনার পণ্যের চাহিদা অনুযায়ী বিজ্ঞাপন পৌঁছানোর গ্যারান্টি তো আছেই ।

আর হা আপনার ব্যাবসার জন্য জরুরি অন্যান্য সকল সেবা আমাদের কাছেই পাবেন তাই এখনই ইনবক্স করুন অথবা কল করুন আমাদের হটলাইন নম্বরে।
🎯 Contact Us -
📠 +88 01680195205
📲 +88 01794989888
📩 [email protected]

© Dream IT - An IT Development Sector ❣

29/04/2021

#ফানেল মার্কেটিং কি? কেন করবেন ফানেল মার্কেটিং? বিস্তারিত
সেলস ফানেল কি?
Funnel (ফানেল) একটি ইংরেজি শব্দ। এই শব্দ দিয়ে যে জিনিসকে বুঝানো হয় টা হল আমরা যখন একটি বোতলে তেল ঢালি তখন একটি বন্তু ব্যবহার করি যা দ্বারা তেল খুব সুন্দর ভাবে বোতলে জমা হয় এবং পরে যাওয়ার সম্ভাবনা থাকে না।

মার্কেটিং এর জন্য ফানেল হচ্ছে ঠিক এটার মতই। যেমন, আপনি একটি অ্যাড ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিলেন কিন্তু এই ১০ লক্ষ মানুষের থেকে মাত্র বিক্রি হল ৫ হাজার টি। তাহলে বাকি যারা আগ্রহী ছিলো কিন্তু এক দেখাতেই ডিসিশন নিতে পারে নাই – তাদের কে কিভাবে আবার ডিসিশন নিতে সাহায্য করা যায়।
আর এই প্রসেসকেই বলা হয় ফানেল। অর্থাৎ, কোল্ড কাস্টোমারকে(Cold Customer) হট কাস্টোমারে(Hot Customer) রূপান্তর করে সেল কনফার্ম করার পদ্ধিতিকে সেলস ফানেল বলে।

কেন করবেন সেলস ফানেল?
মনে করুন, আপনি 10 ডলার দিয়ে একটি পোস্ট বুস্ট করলেন। সেই পোস্টে 10000-এর মত engagement হলো। তার মধ্যে ধরলাম ৫% বা 500 জন আপনার ইনবক্সে আসলো। এর মধ্যে সর্বোচ্চ ৫০জন আপনার প্রডাক্ট বা সার্ভিসটি কিনবে। আপনার সার্ভিস বা প্রডাক্টটি নিতে আগ্রহী বাকি 9500 জনের কাছে কিন্তু আপনি সেল করতে পারেননি। আপনি তাদের কাছেই সেল করতে পেরেছেন যারা আপনার সার্ভিস বা প্রডাক্টটির হট কাস্টমার(Hot Customer)। তাহলে বাকি 9700 জন কিন্তু আপনার কোল্ড কাস্টোমার। তারা হয়তো একবারের দেখায় তখন ডিসিশন নিতে পারেনি অথবা টাকা ছিলো না তখন বা তার তখন প্রয়োজন ছিলো না কিন্তু, তারা আপনার সার্ভিস বা প্রডাক্টটি নিতে আগ্রহী ছিলো। পরে হয়তো তারা আপনার পোস্ট খুজে পায় নি। আপনি শুধুমাত্র রি-মার্কেটিং না করার কারনে 9700 জন কাস্টমার হারালেন। আপনি যদি সেলস ফানেল তৈরি করে এড রান করতেন তাহলে খুব সহজেই তাদের রি-টার্গেট করতে পারতেন। রি-টার্গেট করে বার বার আপনার এড দেখিয়ে খুব সহজেই তাদের হট কাস্টমারে পরিণত করে সেল কনফার্ম করতে পারতেন।
একবার ভেবে দেখুন, আপনি কত বড় লস করলেন..?
কেন সেলস ফানেল জরুরি?
১ ) ফানেল করলে আপনি যে ডাটা পেতেন সেই ডাটা দিয়ে যা ইনস্ট্যান্ট ক্রয় করে নি তাদের আবার রিটার্গেট করতে পারতেন।
২) ফানেল করলে আপনি ফলোআপ এ রাখতে পারবেন কাস্টোমারদের।
৩) ক্রমান্বয়ে প্রায় সকল কাস্টোমারদের কাছে প্রডাক্ট/সেবা সেল করা যাবে।
৪) আপনাকে বুঝতে সাহায্য করে, কাস্টমারেরা আপনার কাছে থেকে কেনাকাটা করতে কখন কি ধরনের ইনফরমেশন প্রত্যাশা করে।
৫) ডাটা(Information) ছাড়া বুস্ট করলে কখনোই সফল হওয়া যায় না।
৬) আপনার কাছে থাকা ৫০০০ পটেনশিয়াল কাস্টোমারদের ইচ্ছে করলেই ম্যাসেজ করে আপডেট জানাতে পারেন তাহলে কেন বুস্ট করে ডলার নষ্ট করবেন।

আপনি কেন বুস্টিং না করে মার্কেটিং করবেন ?
বুস্টিং হচ্ছে পেইজের নির্দিষ্ট কোন পোস্টকে নির্দিষ্ট সময়ের জন্য মানুষের কাছে পৌছে দেওয়া। এতে করে আপনি ইন্সট্যান্ট কিছু সেল আর কিছু পেইজ লাইক পেলেও পরবর্তীতে এটি আপনার কোন কাজে আসবে না।
ধরুন,আপনি একটি নেকলেস সেল দিতে চাচ্ছেন। তার জন্য আপনার নেকলেসের পোস্টটি বুস্ট করলেন। আপনার পোস্ট করা নেকলেসটি অনেকেরই পছন্দ হলো। আপনার ভালই সেল হলো। কিন্তু এমন অনেকেই রয়ে গেল যারা আপনার নেকলেসটি পছন্দ করেছে কিন্তু কিনতে পারেননি। হয়তো তাদের কাছে তখন টাকা ছিলো না অথবা কেনার মত সময় ছিলো না অথবা কেনার সিদ্ধান্ত নিতে পারছিলো না। বুস্ট করে কিন্তু আপনি আর তাদের রি-টার্গেট করতে পারছেন না। যার ফলে আপনি আপনার এমন অনেক কাস্টমার হারিয়ে ফেললেন। আপনি শুধু তাদের কাছেই সেল করতে পেরেছেন যারা এই প্রোডাক্টটির হট কাস্টোমার(Hot Customer)।

কিন্তু, আপনি যদি সঠিক মাধ্যমে আপনার ক্যাম্পেইন লঞ্চ করতেন তাহলে আপনি চাইলেই তাদের রি-টার্গেট করে (Cold Customer)কোল্ড কাস্টোমারকে (Hot Customer)হট কাস্টোমারে পরিণত করলে আপনার সেল বহুগুণ বৃদ্ধি করতে পারতেন।
সেলস ফানেলের বিভিন্ন স্টেজ সমূহ,
একজন অপরিচিত ব্যক্তিকে কাস্টমারে রুপান্তর করার জন্য সেলস ফানেলের স্টেজ গুলো ব্যাবহার করা হয়। যেমন- Awareness, Interest, Decision, Action…
Awareness
একজন নতুন কাস্টোমার আপনার ব্র্যান্ড বা বিজনেস সম্পর্কে কিছুই জানেনা এজন্য আপনার প্রথম কাজটি হচ্ছে তাকে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানানো।
এই ষ্টেজে কাস্টোমার একটি নির্দিষ্ট সমস্যার সম্মুখীন হয় এবং তার সমাধান খুঁজতে থাকে। ঠিক এই মুহূর্তে একটি ব্র্যান্ড তার সামনে উপস্থিত হয় সেই সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে।
এজন্য, কাস্টোমারদের পেইন পয়েন্ট গুলো তুলে ধরুন এবং তাঁর সাথে সমাধানের জন্য আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে তুলে ধরুন।
Interest
এই ষ্টেজে এসে কাস্টোমাররা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান। প্রোডাক্ট ও সার্ভিস কাস্টোমারের সমস্যাগুলো কীভাবে সমাধান করতে সক্ষম সে সম্পর্কে ধারণা প্রদান করে। কাস্টোমাররা একটি ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস এর প্রতি আগ্রহ বোধ করে।
এজন্য, এই ষ্টেজে কাস্টোমারদের আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে এমন সব বিস্তারিত কনটেন্ট/তথ্য প্রদান করুন যা সেই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তাকে আগ্রহী করে তুলবে।
Decision
এই ষ্টেজে কাস্টোমার প্রোডাক্ট ও সার্ভিস কেনার জন্য প্রস্তুত থাকে এবং একাধিক ব্র্যান্ডকে তার কনসিডারেশন এর মধ্যে রাখে। লিস্টে থাকা বিভিন্ন ব্র্যান্ডগুলো থেকেই যাচায়-বাছায় করে প্রডাক্ট বা সার্ভিস নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে।
এজন্য, তাকে এমনভাবে প্রভাবিত করতে হবে সে যেন মনে করে অন্যান্য দের থেকে একমাত্র আপনিই বেস্ট(Best)।
*** আপনি কাস্টমারদের ফ্রি স্যাম্পল প্রোডাক্ট অফার করতে পারেন বা সার্ভিসের ক্ষেত্রে ডেমো অফার করতে পারেন।
এই ষ্টেজে যে ধরনের কনটেন্ট/তথ্য কাস্টমারদের প্রদান করতে হবে,
Product Description
Pricing pages
Product comparisons
Customer reviews and product recommendations
Demo Services or Product Samples
Consultations
Offer
Action
এই স্টেজে এসে কাস্টোমার একটি নির্দিষ্ট ব্যান্ড থেকে পছন্দ করা প্রডাক্ট বা সার্ভিস কেনাকাটা সম্পন্ন করে। একজন কাস্টোমার যেন ঝামেলা মুক্ত ভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার করতে পারে সেজন্য তাকে সেরা অভিজ্ঞতা প্রদান করতে হবে।
এজন্য, কাস্টোমারের কেনাকাটার সময়কে ত্বরান্বিত করার জন্য অর্ডার প্রসেস কে সংক্ষিপ্ত করতে হবে ও প্রয়োজনে বিভিন্ন আকর্ষনীয় অফার, ডিস্কাউন্ট বা কুপন দেওয়া যেতে পারে।
কোন কোন ক্ষেত্রে সেলস ফানেল ছাড়া মার্কেটিং করা উচিত না?
– কোন প্রতিষ্ঠান বা বিজনেস এর ব্রান্ডিংয়ের জন্য মার্কেটিং করলে।
– যেসব প্রোডাক্ট বা সার্ভিস কিনার জন্য খুব সহজে কাস্টোমাররা সিদ্ধান্ত নেয় না।
– কাস্টোমারের জন্য এটি যদি ব্যয়বহুল হয়ে থাকে।
– যেটি কাস্টোমারের জন্য খুব গুরুত্বপূর্ন না, পরে কিনলেও হবে এমন প্রডাক্ট বা সার্ভিস।
– মার্কেটে পণ্য বা সার্ভিসটির ব্যাপারে নেগেটিভ ধারণা থাকলে।
– প্রডাক্ট বা সেবার খুব বেশি কম্পিটিশন থাকলে।
যেসব ক্ষেত্রে সেলস ফানেল ছাড়াও মার্কেটিংয়ে সফল হওয়া সম্ভব,
১. যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য বা সেবা। যেমন: সিগারেট, চাল-ডাল, কলম-খাতা, ইত্যাদি যা আমরা দৈনন্দিন ব্যাবহার করি এবং দাম ও কম।
২. খুব বেশি চাহিদাসম্পন্ন পণ্য বা সার্ভিস। যেমন: যখন FIFA WORLD CUP চলে তখন টিকেটের চাহিদা অনেক বেশি থাকে।

অতএব, “ই-কমার্স বিজনেসে সঠিক মার্কেটিং এর বিকল্প নেই।”
এজন্য, আপনার বিজনেসকে সঠিক স্টাটেজির মাধ্যমে সামনে এগিয়ে নিতে আমাদের সাথে কথা বলতে পারেন তাছাড়া মার্কেট রিসার্চ,মার্কেটিং প্লান, ইমেইল মার্কেটিং, সোসাইল মিডিয়া মার্কেটিং, বাল্ক এসএমএস সহ ডিজিটাল মার্কেটিং এর সকল সাপোর্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
🎯 Contact Us -
📠 +88 01680195205
📲 +88 01794989888
📩 [email protected]
© Dream IT - An IT Devlopment Sector ❣

09/04/2021

ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার ব্যবসাকে বৃদ্ধি করুন! 💵ডলার রেট মাত্র 125 টাকা ।
প্রফেশনাল ভাবে প্রোপার প্ল্যানিং এর সাথে আপনার অনলাইন/অফলাইন সব রকম ব্যাবসার প্রচার/পণ্যের বিজ্ঞাপন সঠিক কাস্টমার এর কাছে পৌঁছান।শুধু বুস্ট করে দিলেই দায়িত্ব শেষ নয় 24 hour মনিটরিং করা এবং কাস্টমার রেসপন্স অনুযায়ী অডিয়েন্স/লোকেশন চেঞ্জ করা প্রয়োজন সল্প খরচ এ বেশি রেসপন্স পাওয়ার জন্য যা সবাই করেনা বর্তমানে সবাই বুস্ট করে টাকা নিয়ে উধাও হয়ে যায় তাই পরিপূর্ণ সার্ভিস নিতে দক্ষ মার্কেটের দিয়ে মাকেটিং করান।

আমাদের সেবাসমূহ 👇
👉 ফেসবুক পেজ প্রমোশন এবং পোস্ট বুস্টিং।
👉 ফেসবুক পেইজ প্রমোশন এর মাধ্যমে রিয়েল টার্গেটেড কাস্টমার বাড়ানো।
👉 ফেইসবুক বিজনেস কে আপডেটেড করার জন্য ফেসবুক পেজে বিজনেস শপ সেট আপ।
👉ফেসবুক এর মাধ্যমে পেজের ই-কমার্স ওয়েবসাইট ট্রাফিক/ভিউ বাড়ানো।
👉 প্রোপার প্ল্যানিং ফানেল মার্কেটিং এর মাধ্যমে স্থায়ী অডিয়েন্স তৈরি করে সেল দ্বিগুণ করা।
👉 আপনা'র অবর্তমানে কাস্টমার কে রেসপন্স করার জন্য অটোমেটেড চ্যাট- বট সেট আপ ।
👉২৪ ঘণ্টা মার্কেটিং Assistant দ্বারা মনিটরিং (CPM,CPV,CPC Optimization, Audience Monitoring/Fixing) সার্ভিস চার্জ প্রযোজ্য।

বুস্ট বা প্রমোট দেয়ার পর একটিভ হলে পেমেন্ট নিই। এর আগে কোনো পেমেন্ট নিই না আমরা।

✅ ব্যবসায় সাফল্য পেতে আপনার টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখান এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অধিক মানুষের কাছে আপনার প্রোডাক্টের পরিচিতি বাড়ান!
✅ পেজ প্রমোট বা পোস্ট বুস্টের সুবিধাঃ
👉 আপনার পণ্যের ইন্টারেস্টেড টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 আপনার পণ্যের বিজ্ঞাপন উপযুক্ত কাস্টমার এর কাসে দাওয়ার মাধ্যমে সেল বৃদ্ধি করার সুবিধা।
👉 সম্পূর্ণ বিশ্বের বাঙালি মানুষের কাছে আপনের ব্যাবসা প্রচারণার সুবিধা।
👉 কতজন মানুষ আপনার বিজ্ঞাপনটি দেখলো তা সরাসরি দেখার সুযোগ।
👉 বিজ্ঞাপন শেষে বিজ্ঞাপন রিপোর্ট দেখার সুবিধা।
👉 ২৪ ঘণ্টা লাইভ সাপোর্ট।
আমরা আমাদের দক্ষ ডিজিটাল মার্কেটিং এক্সপার্টদের দ্বারা কাজ করে থাকি। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
☎️ 01680195205
আমাদের অন্যান্য সার্ভিস সমুহঃ
Website Design & Development
Software Development (Android, Web, Desktop)
Graphics design
page bl-ue bad'ge ver'ify service
Google ads( YouTube, Website Traffic, App promotion, Shopping ad All kinds of google ads service Available)

আর হ্যা আমরা আপনার ব্যাবসার ব্যাবসার সম্পূর্ণ হিসাব নিকাশের জন্যে সফটওয়্যার ভাড়া দিয়ে থাকি।আপনার ব্যাবসার জন্যে সকল সার্ভিস আমাদের কাসেই পাচ্ছেন তাই এখনই ইনবক্স করুন অথবা কল করুন আমাদের হটলাইন নম্বরে।
💳 পেমেন্ট পদ্ধতিঃ
বিকাশ, রকেট, নগদ, DBBL/CITY ব্যাংক অ্যাকাউন্ট।
🎯 Contact Us -
📠 +88 01680195205
📲 +88 01794989888
📩 [email protected]

© Dream IT - An IT Devlopment Sector ❣

Want your business to be the top-listed Computer & Electronics Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Gulshan Centre Point House# 23-26 Road# 90, Level/15, Gulshan – 2 Dhaka, ঢাকা
Dhaka
1212

Other Information Technology Companies in Dhaka (show all)
Right Brain Solution Ltd. Right Brain Solution Ltd.
House 7/9 (4th Floor), Block B, Lalmatia
Dhaka, 1230

A team of developers creating unique web applications.

XeonBD XeonBD
Suite 2A, House 231, Road 06, Mohammadi Housing Limited
Dhaka, 1207

An industry-leading complete web solution & online infrasturcture service provider with a human touch

Analyzen Analyzen
Level 1, House 1A, Road 16/A, Gulshan 1
Dhaka, 1213

The Creative Multiverse of Transforming Brands since 2008

DNSGroup DNSGroup
House 60, Road 8 & 9, 2nd Floor
Dhaka, 1212

Every problem is unique..so is our solution..

SSC &HSC exam 2022 Update BD News 24 SSC &HSC exam 2022 Update BD News 24
Dhaka
Dhaka, 5640

I Love MY Allah

Largeit Solution Largeit Solution
H#41, R#09, PC Culture Housing Society, Adabor, Mohammadpur
Dhaka, 1207

We Develop eCommerce, Dynamic Website, Software, Android & iOS Apps also provide IT Support.

Eurosia Technologies Limited Eurosia Technologies Limited
Eurosia, 144/5G, Matikata, N:B: (Near By ECB Circle)
Dhaka, 1206

Eurosia Technologies Limited is an ITES company in the worldwide , We are once kinds of Digital Mar

Global Brand Pvt Ltd ECS Global Brand Pvt Ltd ECS
ECS Computer City, Multiplan Center, Shop #706-707, Level #7, 69-71, New Elephant Road
Dhaka, 1205

With our fundamentally strong and robust business model spread across Five business verticals. Component, Peripherals, Personal Computing, Mobile and other market verticals, like R...

Wegrapps Wegrapps
Town Hall, Mohammadpur
Dhaka, 1207

WEGRAPPS is an IT company and its mission to help all types of companies from startups to Multinational companies with various kinds of services. WEGRAPPS makes apps, websites, sof...

The Resale Company The Resale Company
Banani
Dhaka, 1230

We reduce carbon emission and waste of hundreds of gallons of water by extending the life cycle of p

Robi Cloud Robi Cloud
Dhaka, 1229

Robi Cloud is Your One-Stop IT Solution for Domain, Hosting, Web Development & Software Solutions.

CHOOL TECH WORLD CHOOL TECH WORLD
Moghbazar
Dhaka, 1217

I am not fan of technology.I am a fan pedagogy, of understanding how people learn and the most effective learning methods. But technology enables some exciting changes.