Dr. Nitu Saha
Dr Nitu Saha working as a consultant Dermatologist treated all kind of skin, hair and sexual problem
|| শীতকালে খুশকি প্রতিরোধে করণীয় ||
খুশকি অতি পরিচিত চর্মরোগ, যা সাধারণত মাথার খুলির ত্বকে হয়। খুশকির সমস্যায় নারী-পুরুষ সমানভাবে ভোগেন। শীতকালে এর৷ প্রবণতা বেড়ে যায়।
1️⃣ খুশকি দূর করতে হলে খুশকি-প্রতিরোধী শ্যাম্পু ব্যবহার করতে হবে। যেই শ্যাম্পুতে জিংক পাইরোথিন, স্যালিস্যলিক এসিড, সেলেনিয়াম সালফাইড থাকে যেমন- জেডিপিটি অর্থাৎ জিংক পাইরিথিওন যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে।
অপরদিকে সালফারযুক্ত শ্যাম্পু এড়িয়ে চলতে হবে।
2️⃣ বাইরে বের হলে ধুলোবালু রোধে মাথায় স্কার্ফ বা ওড়না ব্যবহার করতে পারেন।
3️⃣ চুলের খুশকি নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। মাথার ত্বক ভালো রাখতে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। চর্বিজাতীয় খাবার খুশকি রোধে সহায়তা করে।
4️⃣ চুল খুশকিমুক্ত রাখার অন্যতম উপায় হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। চুল অপরিষ্কার থাকলেই খুশকি বেশি হয়।
✅'মাথার ত্বকে নানা রকমের খুশকি হয়ে থাকে। খুশকির কারণে মাথায় ফাঙ্গাসসহ নানা রকম সংক্রমণ দেখা দেয়। অনেক সময় মাথার ত্বকে ব্রণের মতো হয়ে প্রচণ্ড চুলকানিও হয়, পুঁজ-রক্তও বের হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
World Aids Day: আজ বিশ্ব এইডস দিবস
এ বছরের প্রতিপাদ্য: ‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’।
১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা বিশ্বে আজকের দিনে দিবসটি পালন করা হয়ে আসছে। বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয় ১৯৮৯ সালে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এইচআইভি সংক্রমিত এক হাজার ১০০ জন শনাক্ত হয়েছেন।
আসুন সকলে এইডস সমন্ধে সচেতন হয় এবং অন্যদেরও সচেতন করি।
লেজার চিকিৎসার সুবিধা
✅ দেহে অবাঞ্ছিত লোম ও চুল অপসারণে লেজার
✅ ব্রণ নির্মূলে লেজার রশ্মি
✅ ত্বকের দাগে লেজার
✅ ত্বকের টিউমার অপসারণে লেজার
সব পদ্ধতিরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। রোগীর বয়স, শরীরের অন্য রোগ বা ধরন বুঝেই চিকিৎসা করানো উচিত। তবে বিশেষজ্ঞের তত্বাবধায়ন ছাড়া করানো উচিত নয়।
👉 আপনার ত্বক সম্পর্কিত যেকোনো সেবা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন-
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist Consultant
Aesthetic & Dermatosurgeon
.
"কার্বন লেজার চিকিৎসা এবং এর প্রয়োজনীয়তা"
কার্বন লেজার বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় লেজার চিকিৎসা যা তৈলাক্ত ত্বকের জন্য বেশী উপকারী।
কারণ কার্বন লেজার ব্রণ জনিত ব্যাকটিরিয়া কমায় আর তার সাথে সাথে সেবোসিয়াস বা তেল গ্রন্থি সংকুচিত করে।
এছাড়াও ত্বকের –
✅ বলিরেখা কমায়
✅ ব্রণ ও দাগ কমায়
✅ রোদে পোড়া দাগ কমায়
✅ ত্বকের গঠন উন্নত করে
✅ মুখের যেকোন কালচে ছাপ দূর করে
✅ পিগমেন্টেশন দূর করে
✅ হোয়াইট হেডস্ এবং ব্ল্যাক হেডস্ দূর করে
✅ ত্বককে গভীর থেকে পরিষ্কার করে।
👉 ত্বক সম্পর্কিত যেকোনো সেবা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন-
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist Consultant
Aesthetic & Dermatosurgeon
.
New chamber location
||কেমিক্যাল পিলিং এর উপকারিতা||
✓ ত্বকের তৈলাক্ততা হ্রাস করে, ব্যাকটেরিয়াকে রোধ করে, প্রদাহ হ্রাস করে।
✓ মুখের ত্বকের ছিদ্র বা পোর্স অপসারণ করে।
✓ হাইপারপিগমেন্টেশন যেমন অসম ত্বকের স্তর, মেলাসমা, ফ্রিকেলস, অস্ত্রোপচারের দাগ, আঘাতের চিহ্ন ও সূর্য রশ্মির কারণে ক্ষতিগ্রস্ত ত্বক নিরাময় করতে সাহায্য করে।
✓ ব্রনের গর্ত যা কোনভাবেই দূর করা যাচ্ছে না, কেমিক্যাল পিলিং এর মাধ্যমে খুব সহজেই মুক্তি পেতে পারেন।
👉 ত্বক সম্পর্কিত যেকোনো সেবা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন-
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist Consultant
Aesthetic & Dermatosurgeon
.
|| ব্রণ থেকে মুক্তি পাবেন চিরতরে! মেনে চলুন এই নিয়মগুলো ||
✔️সব সময় ত্বক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
✔️নিজের জন্য আলাদা তোয়ালে, চিরুনি রাখুন
✔️দিনে দু-তিনবার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন।
✔️মুখে পানির ঝাপটা দিন।
✔️মাথা খুশকিমুক্ত রাখার চেষ্টা করুন।
✔️রাতে পর্যাপ্ত ঘুমান। অপ্রয়োজনে রাত জেগে অনলাইনে থেকে ঘুম নষ্ট করবেন না।
✔️দুশ্চিন্তামুক্ত থাকুন, মানসিক চাপ পরিহার করুন।
✔️ফলমূল, শাকসবজি বেশি খান ও প্রচুর পানি পান করুন।
✔️কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করুন।
✔️পেঁপে, ইসবগুলের শরবত খান।
✔️তেলযুক্ত ক্রিম বা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকুন।
✔️তেলযুক্ত মেকআপ ব্যবহার করবেন না।
✔️রোদে বের হবেন না, অতিরিক্ত রোদ, অতিরিক্ত শুষ্ক আবহাওয়া এড়িয়ে চলুন।
✔️ব্রণে হাত ও নখ লাগাবেন না, খুঁটবেন না।
👉 ত্বক সম্পর্কিত যেকোনো সেবা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন-
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist Consultant
Aesthetic & Dermatosurgeon
.
|| ব্রণ এর আধুনিক চিকিৎসা ||
ব্রণ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, চিকিৎসা না করলে অনেক সময় ছোট সমস্যা অনেক বোরো হতে পারে যেমন-
✔️ব্রণ থেকে ত্বকে গর্তের সৃষ্টি হতে পারে,
✔️দাগ সৃষ্টি হতে পারে,
✔️হাইপার প্রিগমেন্টেশন হতে পারে।
বর্তমানে আধুনিক চিকিৎসায় ব্রণ দূরে লেকরা খুব সহজ হয়েছে।
✔️লেজার ট্রিটমেন্ট
✔️মাইক্রোনেডলিং ট্রিটমেন্ট
✔️পিআরপি থেরাপি
✔️কেমিক্যাল পিলিং
এছাড়াও চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ, হরমোনজনিত ভারসাম্য ফিরিয়ে আনা, কেমিক্যাল পিলিংসহ নানাভাবে ব্রণের আধুনিক চিকিৎসা ও সমাধান সম্ভব।
👉 ত্বক সম্পর্কিত যেকোনো সেবা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন-
👉 ত্বক সম্পর্কিত যেকোনো সেবা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন-
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist Consultant
Aesthetic & Dermatosurgeon
.
|| ব্রণ, বলিরেখা বা ত্বকের খুঁত ঢাকতে সুরক্ষিত পদ্ধতি মাইক্রোনিডিলিং ||
মাইক্রোনিডিলিং থেরাপির মূল উদ্দেশ্য হল ত্বকের কোলাজেন তৈরি করা। ছোট ছোট গর্তমুখ গুলোতে আপনা থেকেই কোলাজেন তৈরি হয়। মাইক্রোনিডিলিং-এর সময় ত্বকের মরা কোষ বাইরে বেরিয়ে আসে। আবার নতুন করে ত্বকের কোষ তৈরি হয়। চামড়া টানটান দেখায়। ত্বকের ঔজ্জ্বল্যও বাড়ে।
মাইক্রোনিডিলিং এর সুবিধা-
এটি ত্বকের অনেকগুলি সমস্যার একটি সমাধান হিসেবে কাজ করে যেমন-
☑️ ত্বকের রং ও মসৃণতার উন্নতি হয়
☑️ ত্বকের সূক্ষ্ম লাইন (fine lines) ও বলিরেখা কমায়
☑️ ত্বককে টানটান ও উজ্জীবিত করে তোলে
☑️ ব্রণর ক্ষত, কালো দাগ, উন্মুক্ত পোরস
☑️ স্ট্রেচ মার্কস কমায়।
👉 ত্বক সম্পর্কিত যেকোনো সেবা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন-
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist Consultant
Aesthetic & Dermatosurgeon
.
|| সোরিয়াসিস (Psoriasis): রোগ সংক্রমণের স্থান ও এর বিস্তার ||
সোরিয়াসিস ত্বকের একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এতে ত্বকের কোষগুলোর জীবনচক্র দ্রুত শেষ হতে থাকে। ফলে ত্বকের ওপর বাড়তি কোষের একটি বোঝা জমে ওঠে। এটি শরীরের যেসব স্থানে হয় তা হলো-
🔹 সোরিয়াসিস কেবল ত্বক নয়, আক্রমণ করতে পারে শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গেও।
🔹 সাধারণত কনুই, হাঁটু, মাথা, হাত ও পায়ের নখ আক্রান্ত হয়। কোন কোন ক্ষেত্রে মাথার ত্বক আক্রান্ত হতে পারে এবং হাতের নখের রঙ নষ্ট হয়ে যায় এবং গর্ত হয়ে যায়।
🔹 কোন কোন ক্ষেত্রে হাতের নখের রঙ নষ্ট হয়ে যায় এবং গর্ত হয়ে যায়।
🔹 কিছু কিছু শারীরিক অবস্থায় এই রোগ পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে।
🔹 কোনো কোনো পরিস্থিতিতে সোরিয়াসিস পুরো শরীরে ছড়িয়ে ইরাইথ্রোডার্মার মতো মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে।
👉 ত্বক সম্পর্কিত যেকোনো সেবা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন-
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist Consultant
Aesthetic & Dermatosurgeon
.
|| সোরিয়াসিস (Psoriasis): জেনে রাখা ভালো ||
সোরিয়াসিস ত্বকের একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এতে ত্বকের কোষগুলোর জীবনচক্র দ্রুত শেষ হতে থাকে। ফলে ত্বকের ওপর বাড়তি কোষের একটি বোঝা জমে ওঠে।
যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাঁদের মূলত এই রোগটি হয়ে থাকে।
এতে ত্বকের স্থানে স্থানে খসখসে, লাল বা সাদাটে হয়ে যেতে পারে, ফেটে যায়। ত্বক মাছের আঁশের মতো খসখসে হয়ে পড়ে। এটি একটি অটো ইমিউন প্রদাহ।
যাঁদের এই রোগটি হয় তাঁদের অধিকাংশের মাথাতে এই সমস্যা দেখা গিয়েছে। শুধু মাথা নয়, কান, ঘাড়ে হাঁটুতে, কোমড়ের পিছনে, কনুই থেকে।
শীতকালে এই রোগ বেশি বাড়ে। এর সঙ্গে শরীরের আরও নানা রোগের সম্পর্ক রয়েছে। যেমন ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হৃদ্রোগ, অন্ত্রের রোগ ইত্যাদি। বংশগত রোগের সম্পর্কও আছে।
তবে অল্পতেই একজন চর্মরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব।
👉 ত্বক সম্পর্কিত যেকোনো সেবা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন-
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
.
দাউদ একটি ছত্রাক জনিত রোগ। সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে, স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে, অতিরিক্ত ঘামানো শরীরে, পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে এবং অতিমাত্রায় স্টেরয়েড বা এন্টিবায়োটিক ওষুধ সেবনে এই রোগটি বেশি হয়।
দাউদ শরীরের বিভিন্ন স্থানে হতে পারে যেমন -মাথায়, মুখে, দাঁড়িতে,শরীরে, চিপায়, হাতে,পায়ে ও নখে। সেই সাথে এটি একটি ছোঁয়াচে রোগও।
অধিকাংশ মানুষ মনে করে সামান্য দাউদের জন্য ডাক্তার দেখানোর কী প্রয়োজন! আগে ফার্মেসি থেকে ওষুধ খেয়ে নেই, তারপর ভালো না হলে ডাক্তারের কাছে যাবো। এটা একটা প্রচলিত ভুল ধারণা। যার কারণে দাউদ অধিকাংশ ক্ষেত্রে ভয়াবহ রূপ নিচ্ছে, চিকিৎসা ব্যয় বাড়ছে, লিভার ডিজিজ সহ অন্যান্য জটিলতা দেখা দিচ্ছে।
👉 সুতরাং দাউদের সংক্রমণ দেখা দেয়ার সাথে সাথেই খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।
👉 ত্বক সম্পর্কিত যেকোনো সেবা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন-
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
|| ব্রণের দাগ দূর করতে নানা ধরনের চিকিৎসা ||
ব্রণ নিয়ে যন্ত্রণার শেষ নেই। মুখের সৌন্দর্য নিমিষেই শেষ হয়ে যায় ব্রণে। অনেক সময় ব্রণ ভালো হয়ে যাওয়ার পরেও গর্ত থেকে যায়।
এই দাগ নিয়ে চিন্তায় পড়ে যান অনেকেই। আর চিকিৎসকের কোনো পরামর্শ ছাড়ায় নানা রকম কসমেটিকস ব্যবহার শুরু করে দেন।
ত্বকের গর্ত ও দাগ দূর করার জন্য বর্তমানে বিভিন্ন কর্মের চিকিৎসা আছে।
যেমন-
✅ ক্যামিকেল পিলিং
✅ লেজার
✅ মাইক্রোনিডিলিং
✅ পিআরপি ইত্যাদি।
এছাড়া ত্বক বুঝে বিভিন্ন ধরনের থেরাপিও দেওয়া হয়।
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
|| খুশকি প্রতিরোধে করণীয় ||
খুশকি অতি পরিচিত চর্মরোগ, যা সাধারণত মাথার খুলির ত্বকে হয়। খুশকির সমস্যায় নারী-পুরুষ সমানভাবে ভোগেন।
1️⃣ খুশকি দূর করতে হলে খুশকি-প্রতিরোধী শ্যাম্পু ব্যবহার করতে হবে। যেই শ্যাম্পুতে জিংক পাইরোথিন, স্যালিস্যলিক এসিড, সেলেনিয়াম সালফাইড থাকে যেমন- জেডিপিটি অর্থাৎ জিংক পাইরিথিওন যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে।
অপরদিকে সালফারযুক্ত শ্যাম্পু এড়িয়ে চলতে হবে।
2️⃣ বাইরে বের হলে ধুলোবালু রোধে মাথায় স্কার্ফ বা ওড়না ব্যবহার করতে পারেন।
3️⃣ চুলের খুশকি নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। মাথার ত্বক ভালো রাখতে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। চর্বিজাতীয় খাবার খুশকি রোধে সহায়তা করে।
4️⃣ চুল খুশকিমুক্ত রাখার অন্যতম উপায় হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। চুল অপরিষ্কার থাকলেই খুশকি বেশি হয়।
✅'মাথার ত্বকে নানা রকমের খুশকি হয়ে থাকে। খুশকির কারণে মাথায় ফাঙ্গাসসহ নানা রকম সংক্রমণ দেখা দেয়। অনেক সময় মাথার ত্বকে ব্রণের মতো হয়ে প্রচণ্ড চুলকানিও হয়, পুঁজ-রক্তও বের হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
|| একনে নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা ||
একনে নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে, যা উপকারের থেকে অনেক বেশি ক্ষতিকর ।
✅ টুথপেষ্ট এর ব্যবহার
আমাদের বড় একটা অংশ মনে করে টুথপেস্ট একনে কমানোর মহা ঔষধ কিন্তু টুথপেষ্টের ফ্লোরাইড উপাদান একনে আরো সিভিয়ার অবস্থায় নিয়ে যায়। যা অত্যন্ত ক্ষতিকর।
✅ পুজ বের করে ফেললে দাগ পড়ে না
অনেকেই মনে করে সুই বা ধারালো কিছু দিয়ে পুঁজ বের করে ফেললে ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায় এবং ব্রনের দাগ পড়ে না তা সম্পূর্ণ ভুল ধারণা। কেননা পুঁজ বের করে ফেলার ফলে জায়গাটিতে গর্ত হয়ে যায়।
✅এমনি এমনি হয়েছে, এমনি এমনি চলে যাবে
সবচেয়ে বেশি মানুষ এই ধারণাটি মনের মধ্যে রেখেছেন। যে সম্পূর্ণ ভুল কেননা বিভিন্ন কারণে একনে হয়ে থাকে এবং তার ট্রিটমেন্ট না করলে তা বেড়ে চলে। যার ফলে দেখাতে অন্যান্য নানা সমস্যা।
একনে হলে ধরন বুঝে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। বর্তমানে একনের অনেক অত্যাধুনিক ট্রিটমেন্ট আছে , যার মাদ্ধমে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
সবাইকে শারদীয় শুভেচ্ছা
|| ত্বক এর যত্নে পিআরপি ||
ত্বক ও চুলের যত্নে আজকাল অত্যন্ত জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি হচ্ছে Platelet Rich Plasma (PRP).
PRP এর উপকারিতাঃ
💉 ত্বকের ভাজ দূর করে
💉 বয়সের ছাপ দূর করে
💉 চোখের নিচের কালো দাগ দূর করে
💉 চুল পড়া রোধ করে
💉 নতুন চুল গজাতে সাহায্য করে
💉 বিদ্যমান চুলকে শক্ত, মোটা ও স্বাস্থ্যোজ্জল করে
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
|| হেয়ার পিআরপি চিকিৎসার সুবিধা ||
এ চিকিৎসায় রোগীর শরীর থেকে রক্ত নিয়ে যন্ত্রের মাধ্যমে কিছু উপাদান আলাদা করা হয়। তারপর এই প্লাজমা সমৃদ্ধ রক্তের অংশ সিরিঞ্জ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, চুলের ত্বক বা চুলের গোড়ায় ।
পিআরপি থেরাপি একটি দীর্ঘ প্রক্রিয়া। দুটি বা তিনটি সেশনে পরিচালিত হয়। প্রতিটি সেশন ২-৬ সপ্তাহ ব্যবধানে করা হয়। পুরো ফলাফল পেতে রক্ষণাবেক্ষণ সেশন প্রতি ২-৬ মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে হতে পারে।
হেয়ার পিআরপি চিকিৎসার ফলে-
✓ প্রাকৃতিকভাবে মাথার ত্বক পুনরুজ্জীবিত করে
✓ চুলের গুণমান উন্নত করা
✓ চুল বৃদ্ধি ও ঘন করে
✓ চুল পড়া প্রতিরোধ করে
✓ দীর্ঘমেয়াদী সমাধান
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
কেমিক্যাল পিলিং -
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
|| চুলকানি প্রতিরোধের উপায় ||
চুলকানি থেকে নিজেকে রক্ষা করা খুব একটা কঠিন কাজ নয়, শুধু বিশেষ কিছু বিষয়ের যত্ন নিলেই নিজেকে চুলকানি থেকে দূরে রাখতে পারেন।
🔹 প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে গোসল করতে হবে।
🔹 সিন্থেটিক কাপড়ের তৈরি পোশাক একেবারেই পরবেন না। এগুলো ত্বকে ঘষে, এবং চুলকানির কারণ হয়।
🔹 ঠান্ডা আবহাওয়া থাকলেও খুব গরম পানি দিয়ে গোসল করা উচিত নয়।
🔹 শুধুমাত্র ত্বকের ধরনের জন্য উপযোগী পণ্য ব্যবহার করা উচিত। যে পণ্যগুলিতে প্রচুর রাসায়নিক উপাদান থাকে সেগুলি ত্বকের ক্ষতি করতে পারে।
🔹 শুষ্ক-রুক্ষ ত্বক এর কারণে চুলকানি হলে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
চলে এলো Hair PRP প্যাকেজের দারুন অফারটি।
সম্পূর্ণ PRP ট্রিটমেন্ট অর্থাৎ ৬ টি সেশন নিতে পারবেন ৫ টি সেশনের মূল্যে, ১টি সেশন পাচ্ছেন একেবারে বিনামূল্যে। সাথে বোনাস হিসেবে আরো পাচ্ছেন ডাক্তারি পরামর্শ ফি-তে ৫০% ডিসকাউন্ট।
এই অফারটি নিতে পুরো প্যাকেজের মূল্য ৩০% অগ্রিম পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।
আরো বিস্তারিত
TWC হটলাইন:
+8801841745026, +8801406516131
ঠিকানাঃ গ-৯৫/সি, এম এফ টাওয়ার, বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ, লেভেল-৭(লিফট-৬), ঢাকা-১২১২, বাংলাদেশ।
WhatsApp : +8801841745026, +8801406516131
YouTube - https://youtube.com/
|| মোল বা তিল অপসারণ ||
মোল এক ধরণের স্কিন গ্রোথ। এটি বাদামি বা কালো রঙের হতে পারে।
ত্বকের যেকোন অংশেই হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে মোল-ও পরিবর্তিত হয়ে যেতে পারে যেমন –
☑️ রঙের পরিবর্তন
☑️ আকৃতির পরিবর্তন
☑️ ত্বক থেকে উঁচু হয়ে যাওয়া
☑️ লোম জন্মানো ইত্যাদি।
মোল সাধারণ ভাবে ক্যান্সার নয়। তেমন কোন ক্ষতি-ও করে না, সৌন্দর্যের ব্যাপারটি ছাড়া। তবু কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার হতে পারে যেমন- যদি দেখেন আপনার মোলটি ৩০ বছরের পর আবির্ভূত হয়েছে অথবা মোলের রং, আকার-আকৃতি, উচ্চতায় পরিবর্তন হয়েছে, মোল থেকে রক্তপাত হচ্ছে, ব্যথা বা চুলকানি হচ্ছে তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় খুব অল্প সময়ে এবং নিরাপদে এটি অপসারণ করা হয়ে থাকে।
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
ব্রণের দাগ দূর করতে কিছু পরামর্শ-
✅ অতিরিক্ত রোদে যাওয়া যাবে না। এতে দাগ আরও বেশি ফুটে ওঠে। ঘর থেকে বের হলেই সানব্লক ব্যবহার করুন।
✅ ত্বকের ধরণ অনুযায়ী প্রসাধনী ব্যবহার করতে হবে। আলফা হাইড্রক্সি অ্যাসিড (এএইচএ), গ্লাইকোলিক অ্যাসিড, বেটা হাইড্রক্স অ্যাসিড (বিএইচএ) ও স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ প্রসাধনী বেছে নিন। এসব উপাদানসমৃদ্ধ ক্লিঞ্জার থেকে শুরু করে এক্সফলিয়েটর নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ দূর হবে।
✅ ত্বকের দাগ দূর করতে ভিটামিন সি খুবই কার্যকর। অ্যাসকরবিক অ্যাসিড, ভিটামিন সি ত্বকে খুব ভালো কাজ করে। এটা ত্বক পরিষ্কার করে, ত্বকের ক্ষতি ও দাগছোপ কমাতে সহায়তা করে।
✅ ত্বকের দাগ খুব বেশি গভীর হলে এবং কোনো কিছু ত্বকে ঠিক মত কাজ না করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ত্বক ও দাগের ধরন বুঝে চিকিৎসা নিতে হবে।
✅ ত্বকের দাগ দূর করার জন্য কোনো কসমেটিকস ব্যবহার করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
কার্বন লেজার বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় লেজার চিকিৎসা যা তৈলাক্ত ত্বকের জন্য বেশী উপকারী।
কারণ কার্বন লেজার ব্রণ জনিত ব্যাকটিরিয়া কমায় আর তার সাথে সাথে সেবোসিয়াস বা তেল গ্রন্থি সংকুচিত করে।
এছাড়াও ত্বকের –
✅ বলিরেখা কমায়
✅ ব্রণ ও দাগ কমায়
✅ রোদে পোড়া দাগ কমায়
✅ ত্বকের গঠন উন্নত করে
✅ মুখের যেকোন কালচে ছাপ দূর করে
✅ পিগমেন্টেশন দূর করে
✅ হোয়াইট হেডস্ এবং ব্ল্যাক হেডস্ দূর করে
✅ ত্বককে গভীর থেকে পরিষ্কার করে।
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon
Hair Tips
7 Negative effects of not wearing Sunscreem
The worst mistake that can aggravate a Fungal Infaction
খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগন।
এপয়েন্টমেন্ট নিতে কল করুন: 01776606262
সবাইকে জানাই #নববর্ষের_শুভেচ্ছা
ভালো থাকুন সুস্থ থাকুন
Dr. Nitu Saha
Aesthetic Dermatologist
Cell: +8801712739234
এই গরমে ত্বকের যত্ন নিয়ে চিন্তিত ???🤔🤔🤔
Dr. Nitu Saha
Consultant - Aesthetic Dermatologist
Cell: +8801712739234
একজিমা কি আসলেই একেবারে সেরে যায় ?
Dr. Nitu Saha
Consultant - Aesthetic Dermatologist
For Appointment -
+8801712739234
এই গরমে আপনার ত্বকের পরিচর্যায় সহজ কিছু টিপস।
Dr. Nitu Saha
Consultant - Aesthetic Dermatologist
Cell - 01729820557
আপনি কি আপনার ত্বক নিয়ে চিন্তিত ???
আমি আছি আপনার ত্বকের যেকোনো সমস্যার সমাধান নিয়ে
Dr. Nitu Saha
Consultant - Aesthetic Dermatologist
Cell - 01729820557
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Telephone
Website
Address
128kolabagan Dhanmondi Laser Center
Dhaka
1207
Opening Hours
Monday | 11:00 - 15:15 |
Tuesday | 11:00 - 15:16 |
Wednesday | 11:00 - 15:00 |
Thursday | 11:00 - 15:00 |
Saturday | 11:00 - 15:00 |
Dhaka
Dermatologist, development health & social worker, human rights activist, columnist, and researcher.
Beside Pubali Bank, Eastern Housing Main Road, Extension Pallabi, Adjacent To Duaripara Bus Stand, Rupnagar, Mirpur 11. 5
Dhaka, 1216
This page demonstrates the activities of the center which is popularly called as ABC. It gives child
Dhaka
Skin, VD, Laser & Hair transplant surgeon Prof. Dr. Reza Bin Zaid MBBS, PhD, DDV (Skin & VD) Chamber: Skin Square (Panthapath, Dhaka)
1/24/B , South Mugda
Dhaka, 1214
Dr.Md.Nasiruddin Molla Bulbul Skin,Allergy and Hair Specialist MBBS(D,U) DDV ( Skin & VD, Ex PG hospital) MCPS (Skin & VD) Senior Consultant ( Skin & VD) NHN, Bashabo,Dhaka Bangla...
Digilab Medical Services, Rampura
Dhaka, 1219
অধ্যাপক ডা. মোঃ সাইফুল কবীর, অধ্যাপক ও ?
Nurjahan Tower, 2 Link Road, Banglamotor
Dhaka, 1000
Prof. M.N. Huda is a legendary dermatologist in Bangladesh. This world-renowned doctor has bagged the overflowing respect and love for his excellent work and selfless services in t...
Bashundhara
Dhaka, 1229
BioCare is a womens' related page. Here You can buy original Make up & Lifestyle products. It is a tr
Ibn Sina D. Lab And Consultation Center. House No-47, Road No-9/A, Satmasjid Road, Dhanmondi
Dhaka, 1209
Professor Dr. Masuda Khatun MBBS, MD (Dermatology & VD) Skin, Allergy & VD Specialist. Professor, Skin & VD Dept. Dhaka Medical College Hospital, Dhaka
বাড়ি নং-২২৫, উত্তর গোড়ান(সিপাহীবাগ টেম্পোস্ট্যান্ড), খিলগাঁও
Dhaka, 1219
We provide all kinds of skin solutions for yours better,flawless skin. Our services : 1.Anti aging 2.skin Whiting 3.Acne 4.Psoriasis 5.Burn scar,Acne scar,sun burn 6.Eczema 7.Sc...
63/1 Jafrabad, Sadek Khan Road, Mohammadpur
Dhaka, 1207
Infusion Serum hair oil is organically formulated to naturally nourish dry and damaged hair. Infusio
Dhaka, 1201
All kinds of skin, hair and nail problems are treated here along with Modern anti-aging treatments like BOTOX, Fillers, PRP, Chemical peels, Mesotherapy, laser, skin whitening, etc...