Abdullah ibn Zubayer

لَا اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله

03/10/2023

,,,,লাখে কোটি শুকরিয়া ঐ রবের প্রতি!!
'''''''''''''''""''''''""”""""""""""""""""""'আলহামদুলিল্লাহ 🥰

22/08/2023

আজকে তুমি তোমার হিসাব দেওয়ার জন্য যথেষ্ট ‼️

17/08/2023

শুভকামনা রইলো তোমার জন্য

16/08/2023

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের মৃত্যুতে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে😥😓😭
আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

31/05/2022

وَ لَئِنۡ اَذَقۡنٰہُ نَعۡمَآءَ بَعۡدَ ضَرَّآءَ مَسَّتۡہُ لَیَقُوۡلَنَّ ذَہَبَ السَّیِّاٰتُ عَنِّیۡ ؕ اِنَّہٗ لَفَرِحٌ فَخُوۡرٌ ﴿ۙ۱۰﴾
ওয়ালাই আযাকনা-হু না‘মাআ বা‘দা দাররাআ মাছছাতহু লাইয়াকূলান্না যাহাবাছ ছাইয়িআ-তু‘আন্নী ইন্নাহূলাফারিহুন ফাখূর।

আর তাকে বিপদ-আপদ স্পর্শ করার পর আমি যদি তাকে নি‘আমাতের স্বাদ গ্রহণ করাই তখন সে বলতে শুরু করেঃ আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। (আর) সে গর্ব করতে থাকে, আত্মপ্রশংসা করতে থাকে।

28/06/2021

তুমি কি দেখনি-
যে,আসমান ও যমীনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবীহ পাঠ করে?-🕋
প্রত্যেকেই তাঁর সালাত ও তাসবীহ জানে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত!
~
সূরা : (আল-নূর ২৪ : ৪১)📖

18/05/2021

আমরা তো আর চিরকাল বেঁচে থাকবো না।🤔🙄

আমাদের কি হয়েছে?😥😳

আমরা মৃত্যুকে ভয় পাই না।🙃😴

আমাদের দেখলে মনে হয়,🤔🙄

হাজার বছর বাঁচার জন্য এসেছি।😭😢

17/05/2021

عبدلله إبن زبير
Abdullah ibn Zubayer

17/05/2021
16/05/2021

কেন আল-আকসা এত গুরুত্বপূর্ণ?

14/05/2021

পাখিদের নিয়ে চিন্তা করলে কোন মানুষ নাস্তিক হতে পারে না।
♠মিজানুর রহমান আজহারী♠

14/05/2021

বাবা মানে হাজার বিকেল । Jaima Noor
Credit: Rbm tv
💝❤😍😘💖

13/05/2021

সুবাহানাল্লাহ! কত সুন্দর করে আকাশ হতে পানি ঢালা হচ্ছে❤️

13/05/2021
13/05/2021

মুসলমান কখনো আল্লাহকে ছাড়া মাথা নত করে না' এই তার প্রমান দশজন ইহুদি একজন মুসলমান☝️

13/05/2021
12/05/2021

মুসলমানরা কখনো আল্লাহকে ছাড়া করো সামনে মাথা নত করে না।
এই তার প্রমান দশজন ইহুদি একজন মুসলমান।

11/05/2021

কাউকে_বিদায়_দেয়ার_দোয়া

‎أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ
_
উচ্চারন- "আসতাদিউল্লাহ দিনাকা, ওয়া আমানাতাকা, ওয়া খাওয়াতিমা আ'মালিকা"
_
[মেশকাত/২৪৩৫, তিরমিজি, আবু দাউদ, ইব্ন মাজাহ]
_

11/05/2021

😍😘💖💝

07/02/2021

প্ৰতিশোধ না!🙂
ক্ষমা করা হলো হযরত মুহাম্মদ (সঃ)
এর আদর্শ !❤

14/12/2020

আল্লাহ তোমার নামেরি গান! গাই সকাল সন্ধ্যা`🌅❤🌃
তোমার নামে তোমার সনে এই অধম বান্দা~🥰🥀

04/12/2020

🔴 হাদিসে বর্ণিত তাওবা ও ইস্তেগফার এর কতিপয় দোয়া প্রদান করা হল:

⚛ দোয়া-১:

আরবীঃ أَستَغْفِرُ اللهَ
উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হ।
অনুবাদঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।
প্রতি ওয়াক্তের ফরয সালাতে সালাম ফিরানোর পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এই দোয়া ৩ বার পড়তেন। [মিশকাত-৯৬১]

⚛ দোয়া-২:

আরবীঃ أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ
উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হা ওয়া আতূবু ইলাইহি।
অনুবাদঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর দিকে ফিরে আসছি।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রতিদিন ৭০ বারের অধিক তাওবা ও ইসতিগফার করতেন। [বুখারী-৬৩০৭]

⚛ দোয়া-৩:

আরবীঃ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণঃ আস্‌তাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলাইহি।
অনুবাদঃ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তাওবাহ করে) ফিরে আসি।

এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন-যদিও সে যুদ্ধক্ষেত্র হতে পলায়নকারী হয়। [আবু দাউদ-১৫১৭, তিরমিযী-৩৫৭৭, মিশকাত-২৩৫৩]

⚛ দোয়া-৪:

আরবীঃ رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ (أنْتَ) التَّوَّابُ الرَّحِيْمُ / الغَفُوْرُ
উচ্চারণঃ রাব্বিগ্ ফিরলী, ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম। দ্বিতীয় বর্ণনয় “রাহীম”-এর বদলে: ‘গাফূর’।
অনুবাদঃ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। দ্বিতীয় বর্ণনায়: তাওবা কবুলকারী ও ক্ষমাকারী।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া ১০০ বার পড়েছেন। [আবূ দাঊদ-১৫১৬, ইবনু মাজাহ-৩৮১৪, তিরমিযী-৩৪৩৪, মিশকাত-২৩৫২]

⚛ দোয়া-৫: (সাইয়েদুল ইস্তিগফার-বা আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দু’আ):
আরবীঃ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
উচ্চারণঃ আল্লাহুম্মা আনতা রব্বী লা-ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী ওয়া আনা আ'বদুকা ওয়া আনা আ'লা আহদিকা ওয়া ও’য়াদিকা মাসতাত’তু আ'উযুবিকা মিন শার্রি মা ছা’নাতু আবূউলাকা বিনি'মাতিকা আ'লাইয়্যা ওয়া আবূউলাকা বিযানবী ফাগ্ফির্লী ফাইন্নাহু লা-ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা।

অনুবাদঃ হে আল্লাহ তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও। কারন তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।

এই দোয়া সকালে পড়ে রাতের আগে মারা গেলে অথবা রাতে পড়ে সকালের আগে মারা গেলে সে জান্নাতে যাবে। [বুখারী-৬৩০৬]

📖 পবিত্র কোরআনুল কারীমে তাওবা করার ব্যপারে তাগিদঃ

⚛ যে কেউ দুষ্কর্ম করে অথবা স্বীয় জীবনের প্রতি অত্যাচার করে পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হয়, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পাবে। [সূরা নিসা ৪/১১০]

⚛ নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনও তাদের জন্য সাহায্যকারী পাবে না। কিন্তু যারা তওবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত। [সূরা নিসা ৪/১৪৫-১৪৬]

⚛ যারা ঈমানদার নর-নারীর উপর যুলুম-নির্যাতন করেছে এবং পরে তওবা করেনি, তাদের জন্যে জাহান্নামের আযাব ও দহন যন্ত্রণা রয়েছে’ (সূরা বুরূজ ৮৫/১০)।

⚛ আল্লাহ অন্যত্র বলেন, وَتُوْبُوْا إِلَى اللهِ جَمِيْعاً أَيُّهَا الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ‘হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, যাতে তোমরা সফলকাম হ’তে পার। [সূরা নূর ২৪/৩১]

আল্লাহ তাআলা আমাদের সকল অপরাধ ক্ষমা করে তার প্রিয় বান্দাদের অন্তর্ভূক্ত করে দিন, আমীন।

🛑Collected post🛑

03/12/2020

ভাস্কর্য আর মূর্তির মাঝে পার্থক্য কি?
ইসলামে ভাস্কর্য কি হারাম !!

🎙️ ডঃ জাকির নায়েক।

21/11/2020

- হুজুর গত রাত চলে গেলেন দুনিয়ার মায়া ত্যাগ করে 💔
- ইন্না-লিল্লাহির ওয়া ইন্না ইলাহির রাজিউন ☹️

- দোয়া করি আল্লাহ যেন আমার প্রিয় হুজুর 🖤
- কে জান্নাতুল ফেরদৌস নসিব করে। (আমিন) 🤲

17/11/2020

নতুন রূপে যশোরের আল্লাহু ভাষ্কর্য

স্থানঃ জিরো পয়েন্ট মোড় যশোর

31/10/2020
29/10/2020

ফ্রান্সে মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গ চিত্র। কঠিন হুশিয়ারী দিলেন

25/10/2020

আল-কুরআন উপদেশ বানী নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেযগার এবং যারা সৎকর্ম করে।
(সূরা- আন নাহল-১২৮)

23/10/2020
21/10/2020

একজন স্বামীর প্রতি স্ত্রীর ১০ টি দায়িত্ব এবং কর্তব্য। যে দায়িত্বগুলো নারীরা ভুলে যায়!

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আজকে তুমি তোমার হিসাব দেওয়ার জন্য যথেষ্ট ‼️
لَا اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله😭😢
لَا اِلَهَ اِلاَّ الله
কেন আল-আকসা এত গুরুত্বপূর্ণ?
পাখিদের নিয়ে চিন্তা করলে কোন মানুষ নাস্তিক হতে পারে না।♠মিজানুর রহমান আজহারী♠
বাবা মানে হাজার বিকেল । Jaima Noor  Credit:  Rbm tv
সুবাহানাল্লাহ! কত সুন্দর করে আকাশ হতে পানি ঢালা হচ্ছে❤️
لَا اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله
মুসলমানরা কখনো আল্লাহকে ছাড়া করো সামনে মাথা নত করে না।এই তার প্রমান দশজন ইহুদি একজন মুসলমান।
মুসলমান কখনো আল্লাহকে ছাড়া মাথা নত করে না' এই তার প্রমান দশজন ইহুদি একজন মুসলমান☝️

Category

Telephone

Address


Dhaka
2001

Other Public Figures in Dhaka (show all)
Shaquie Ahmed Shaquie Ahmed
Nayapaltan
Dhaka

Regardless of Shaquie Ahmed's various contribution towards the music scenario of Bangladesh, he has brought before some amazing and soothing lyrics which has been instantly appreci...

Prof. Dr. Mohar Ali Prof. Dr. Mohar Ali
BUET
Dhaka

Dhaka Guitar Workshop Dhaka Guitar Workshop
Ramna
Dhaka

marjuk russel marjuk russel
Dhaka, 1239

Sports Reporter, Presenter & Talk Show Host

Strictly Business Collective Strictly Business Collective
Dhaka, 1344

আমার অফিসিয়াল পেইজে আপনাদের সবাইকে স্বাগতম।

RJ Jacklin RJ Jacklin
Dhaka

The journey of being a RJ from 2007 to till 2016 will always amaze me. I will always cherish the mem

Hanif Sanket Hanif Sanket
Dhaka

‘Hanif Sanket’ has been the popular name in every walk of life throughout the country

Faria Faria
Dhaka

Kazi Arif Kazi Arif
78/C, Indira Road, Dhaka
Dhaka, 1221

Meena Meena
Dhaka

http://jobsdhaka.com [email protected] join JobsDhaka.com http://www.facebook.com/group.php?gid=105384333345

Nasrin Bithy Nasrin Bithy
Dhaka