Cricket Highlight

Bangladesh cricket, led by the Tigers, has shown promise with notable wins but faces consistency

24/05/2022

একটা টিমের ২ জন ওপেনার সহ কয়জন ডাক মারলে ৩৬৫ রান হয়?
ক) ৬ জন
খ) ক

22/11/2021

Bangladesh Vs Pakistan 2021| 3rd T20I |Full Highlight

24/10/2021

অভিনন্দন বাংলাদেশ টিমকে💚🥰

24/10/2021

জাস্ট চিল🥴
Mention your Best Friend 🙊

27/09/2021

#ডিজিটাল_বাংলাদেশের

27/09/2021

যে ৫ জনের অধিনায়কত্বে কোনো ওয়ানডে ম্যাচ জিতেনি বাংলাদেশ!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক যাত্রার লম্বা এই পথ পাড়ি দেয়াটা সহজ ছিল না মোটেও। বহু কাটখড় পুড়িয়ে এই পথে আসা টাইগার ক্রিকেটের বর্তমান ওয়ানডে অধিনায়ক হচ্ছেন তামিম ইকবাল। টাইগারদের ১৪তম ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিমের নাম বর্তমানে থাকলেও এই ফরম্যাটে প্রথম অধিনায়কত্ব করেছেন গাজী আশরাফ হোসেন লিপু। তৎকালীন ক্রিকেটের সাথে বর্তমান ক্রিকেটের বিস্তর একটা ফারাক যে রয়েছে তা স্পষ্ট।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে পরিসংখ্যানের হিসেব দেখলে সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে যার নাম উঠে আসে তিনি হলেন মাশরাফি বিন মুর্তজা। ২০১৪ সালে অধিনায়ত্ব পাবার পর ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড বধের কাব্য যে লেখা হয়েছিল নড়াইল এক্সপ্রেসের হাত ধরেই। তবে সফল অধিনায়কত্বের হিসেব ছেড়ে যদি ব্যর্থ অধিনায়কের খোঁজ করা যায় তাহলে উঠে আসে ৫ জন অধিনায়কের নাম, যাদের অধীনে বাংলাদেশ দল জিততে পারেনি কোনো ওয়ানডে ম্যাচ! কারা সেই ৫ জন অধিনায়ক সেটা এবার দেখে নেয়া যাক

১। খালেদ মাহমুদ সুজন

২০০৩ সালে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব তুলে দেয়া হয়েছিল খালেদ মাহমুদ সুজনের হাতে। তার অধীনে বাংলাদেশ দল খেলেছিল ১৫টি ওয়ানডে ম্যাচ। যেখানে কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি বাংলদেশ দল। অধিনায়ক হিসেবে তার ম্যাচ জয়ের খাতাটা ছিল শূন্য!

২। রাজিন সালেহ

বাংলাদেশ দলে থাকাকালীন ব্যাট হাতে নিয়মিত সদস্য ছিলেন তিনি। যদিও তার ওয়ানডে ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ ছিল না, ২০০৩ সালে একদিনের ফরম্যাটে অভিষেক হওয়া রাজিন সালেহ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০০৬ সাল পর্যন্ত। ২০০৪ সালে সাময়িক সময়ের জন্য তার হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার অধীনে টাইগাররা ২টি ওয়ানডে ম্যাচে মাঠে নামলেও কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি।

৩। মিনহাজুল আবেদিন নান্নু

সাময়িক সময়ের জন্য মিনহাজুল আবেদিন নান্নুর কাছেও অধিনায়কত্বের ভার তুলে দেয়া হয়েছিল ২০০৪ সালে। তবে দুই ম্যাচে নান্নু কোনোটিতেই দলকে জয় এনে দিতে পারেননি। অধিনায়ক হিসেবে তাই তার জয়ের খাতাটা থেকে গেছে শূন্যই।

৪। নাইমুর রহমান দুর্জয়

বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। এই ক্রিকেটারের ওয়ানডে কিংবা টেস্ট কোনো ফরম্যাটেই ৫০ রানের গণ্ডি পেরতে পারেননি।
#ক্রিকেটার
#ক্রিকেট

26/09/2021

ওয়ানডেতে সর্বোচ্চ ফিফটি হাঁকানো পাঁচ বাংলাদেশী ব্যাটসম্যান,
১। তামিম ইকবাল

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতক হাঁকানো তামিম ইকবাল এখন পর্যন্ত বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অর্ধশতকের মালিক। একদিনের ফরম্যাটে তামিম ইকবাল দেশের হয়ে ৫০টি অর্ধশত রানের ইনিংস খেলেছেন এখন পর্যন্ত। ওয়ানডে ফরম্যাটে ১৩টি শতক হাঁকানো তামিম ইকবালের স্ট্রাইকরেট ৭৮.৩৫।

২। সাকিব আল হাসান

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ব্যক্তিগত কারনে ছুটিতে ছিলেন সাকিব। ফলে ৩ ম্যাচে মাঠে নামা হয়নি তার। এছাড়া এক বছরের নিষেধাজ্ঞায় থাকার কারনেও বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি দেশের জার্সিতে। বাংলাদেশের হয়ে ২০৯ ওয়ানডে খেলা সাকিব আল হাসানের ব্যাট থেকে এখন পর্যন্ত এসেছে ৪৮টি অর্ধশত রানের ইনিংস। ৩৮.০৮ গড়ে রান করা সাকিব শতরানের দেখা পেয়েছেন ৯টি। অপরাজিত ১৩৪ রানের সর্বোচ্চ ইনিংস খেলা সাকিবের স্ট্রাইকরেট ৮২.৩৫।

৩। মুশফিকুর রহিম

তালিকার তিন নম্বরে থাকা মুশফিকুর রহিম দেশের হয়ে ২২৪ ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন ২১০ ইনিংসে। এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান করা মুশফিক এই ফরম্যাটে হাঁকিয়েছেন ৩৯টি। মিস্টার ডিপেন্ডেবলের ব্যাট থেকে এসেছে ৭টি শত রানের ইনিংসও। ৩৬.৪৫ গড়ে ব্যাটিং করা মুশির স্ট্রাইকরেট ৭৮.৭৩।

৪। মাহমুদউল্লাহ রিয়াদ

সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ দেশের জার্সিতে ১৯৪ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ছেন ১৬৮ ইনিংসে। দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানের ব্যাট থেকে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত এসেছে ২৩টি অর্ধশত রানের ইনিংস। ৩টি সেঞ্চুরি হাঁকানো মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংস সর্বোচ্চ রান হচ্ছে অপরাজিত ১২৮।

৫। মোহাম্মদ আশরাফুল

একটা সময় জাতীয় দলকে নেতৃত্ব দেয়া মোহাম্মদ আশরাফুল আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন বেশ লম্বা সময় ধরে। ১৭৫টি আন্তর্জাতিক ওয়ানডে খেলা আশরাফুল বাংলাদেশের জার্সিতে অর্ধশতক হাঁকিয়েছেন ২০টি। যা তাকে ঠাই করে দিয়েছে সর্বোচ্চ অর্ধশতক হাঁকনো বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ নম্বরে। আশরাফুল এখন পর্যন্ত দেশের জার্সিতে ৩টি শতকও হাঁকিয়েছেন।

25/09/2021

ক্রিকেট প্রেমিক রা কি জানেন,
পুরুষ বিশ্বকাপের আগে হয়েছিল মহিলা ক্রিকেট বিশ্বকাপ!
পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ (১৯৭৩) এর ২ বছর আগে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ (১৯৭৫) অনুষ্ঠিত হয়েছিল।

24/09/2021

চরম বাস্তবতা!!

24/09/2021

অবাক বিষয়!
যেই পাহাড়ে দড়ি ব্যবহার করেই উঠা মুশকিল হয়ে যায়,সেই পাহাড়ে এই ব্যক্তি কোন কিছু ব্যবহার করা ছাড়া উঠে যাচ্ছে!!

23/09/2021
07/08/2021

পিএসজির সঙ্গেই চুক্তিবদ্ধ হচ্ছেন মেসি!
তথ্যঃ The Daily Campus
মেসি আর বার্সেলোনায় থাকছেন না, সেটি ক্লাবটি নিজেই জানিয়ে দিয়েছে। শেষ হয় মেসির বার্সা যুগ। এর পরই এগিয়ে আসে পিএসজি। ফরাসি ক্লাবটির মালিক নাসির এল খেলাইফির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানাই নিশ্চিত করেছেন যে, মেসি পিএসজির সঙ্গেই চুক্তিতে আবদ্ধ হচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পিএসজির জার্সি পরা ছবি আপলোড করেছেন পিএসজির মালিকের ভাই। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘দুপক্ষই সমঝোতায় পৌঁছে গেছে। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
অনেক আগে থেকে মেসিকে চাইতেন পিএসজির মালিক। এবার বিনে পয়সায় তাকে পাওয়ার সুযোগটা হাতছাড়া করতে চান না কোনোভাবে। আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো এরই মধ্যে যোগাযোগ করেছেন মেসির সঙ্গে। পিএসজির নতুন প্রকল্প নিয়ে আশাবাদী মেসিও। এদিকে পেপ গার্দিওলাও জানিয়েছেন মেসিকে নিয়ে ভাবছে না ম্যানসিটি। তাই নাটকীয় কিছু না ঘটলে আবারও নেইমারের সঙ্গে জুটি গড়তে চলেছেন এই কিংবদন্তি।

২০০০ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার ইয়ুথ দলে যোগদান করেছিলেন মেসি। এরপর ২০০৩ সালের নভেম্বরে তার অভিষেক হয় মূল দলে। বার্সার জার্সি গায়ে ৭৭৮টি ম্যাচ খেলে ৬৭২টি গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচে এবং গোলে বার্সেলোনার ইতিহাসের রেকর্ড গড়েছেন তিনি। শুধু তাই নয়, এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও মেসির। ক্লাবটির হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন মেসি।

07/08/2021

অবিশ্বাস্য!!
আস্ট্রেলিয়ার বিপক্ষে 2nd T20i এবং 3rd T20i তে সাকিবের এই বিষয়টা ছিলো পুরোপুরি কাকতালীয় ছিলো!!
The victory clinched their first series triumph against Australia in any format.

05/08/2021

আপনি কি জানেন, পৃথিবীর সেরা ক্রিকেটার কে?
যদি না জেনে থাকেন তবে জেনে রাখুনঃ
-শচীন টেন্ডুলকার : ভারতীয় ক্রিকেট অঙ্গনে তাকে ক্রিকেট ঈশ্বর বলা হয়। ... তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়।

24/05/2021

ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ ২ জন ব্যাটসম্যান🔥
সারা বিশ্বে ক্রিকেট অতি জনপ্রিয় এক খেলা। ক্রিকেট জগতে ব্যাটিং ও বোলিং বেশি জনপ্রিয়। তারও বেশি জনপ্রিয় বোলারের চেয়ে ব্যাটসম্যানের। বিশ্বের ক্রিকেট জগতে কয়েকজন ব্যাটসম্যান তাদের মহান ক্রিয়াকাণ্ডের দ্বারা ইতিহাসের পাতায় এখনও বেঁচে আছেন। তাদের মধ্যে থেকে সব সময় শীর্ষ ২ জন শ্রেষ্ঠ ব্যাটসম্যানের নাম নিন্মে উল্লেখ করা হল-
১. ডন ব্র্যাডম্যান 🔥
স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান, (২৭ আগস্ট ১৯০৮ - ২৫ ফেব্রুয়ারি ২০০১) যিনি প্রায়শই দ্য ডন নামে অভিহিত, ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ডন ব্র্যাডম্যানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বলে অভিহিত করা হয়। টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের ৯৯.৯৪ ব্যাটিং গড়কে বড় ধরণের যে কোন খেলাধুলার সব থেকে বড় অর্জন বলে অভিহিত করা হয়।২৩৪ ফার্স্টক্লাস ম্যাচে ৯৫.১৪ গড়ে ২৮০৬৭ রান এবং ৫২ টেস্ট ম্যাচের ক্যারিয়ারে ৬৯৯৬ রান। গড় ৯৯.৯৪।২৭ আগষ্ট, ১৯০৮ সালে নিউ সাউথ ওয়েলসের বাউরালে জন্ম তার।
১৯ বছর বয়েসে ফার্স্টক্লাস অভিষেকের পর নিউ সাউথ ওয়েলসের হয়ে ব্যাট হাতে ম্যাচের পর ম্যাচ পারফর্ম করে যাচ্ছিলেন 'বাউরালের বিস্ময়-বালক', অবশেষে সুযোগ এলো জাতীয় দলের হয়ে মাঠে নামার। ডাক পেলেন ২৮-২৯ মৌসুমের সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে। ব্রিসবেনের সে টেস্টে অস্ট্রেলিয়া পরাজিত হলো ৬৭৫ রানে। ডন করলেন দু ইনিংসে ১৮ এবং ১। বাদ পড়লেন দ্বিতীয় টেস্টের দল থেকে- সেই প্রথম এবং সেই শেষ। তৃতীয় টেস্টের দলে ডাক পেয়ে করলেন ৭৯ এবং ১১২।
৯২ বছর বয়সে জীবনের সেঞ্চুরি পুরোবার আগেই ব্রাডম্যান মারা যান ২৫ ফেব্রুয়ারী,২০০১। তার আগে ১৯৪৯ সালে অর্জন করলেন সম্মানসুচক 'নাইটহুড'।

২. স্যার শচীন রমেশ টেন্ডুলকার (জন্ম এপ্রিল ২৪, ১৯৭৩)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। শচীনের মাত্র ষোলো বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় এবং এরপর থেকে প্রায় চব্বিশ বছর তিনি আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে ক্রিকেট খেলেন। তিনি টেস্ট ক্রিকেট ওএকদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় সর্বোচ্চ সংখ্যক শতকের মালিকসহ বেশ কিছু বিশ্বরেকর্ড ধারণ করে আছেন। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা ও টেস্ট ক্রিকেট ম্যাচ মিলিয়ে শততম শতক করেন। বাংলাদেশের বিপক্ষে ২০১২ সালের এশিয়া কাপ চারদেশীয় ক্রিকেট ম্যাচে তিনি এই রেকর্ড করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইতিহাসে প্রথম দ্বিশতরানের মালিক তিনি। ২০১৩ খ্রিষ্টাব্দের ৫ই অক্টোবর, তিনি সমস্ত ধরণের স্বীকৃত ক্রিকেট খেলায় প্রথম ভারতীয় হিসেবে মোট ৫০,০০০ রানের মালিক হন।২০০২ সালের উইসডেন এর একটি নিবন্ধে তাকে স্যার ডন ব্র্যাডম্যানের পরে বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট ক্রিকেটার এবং ভিভ রিচার্ডসের পরে বিশ্বের দ্বিতীয় সেরা একদিনের ক্রিকেটার বলে অভিহিত করা হয়েছে। তিনি ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলেরসদস্য ছিলেন। ২০১৩ খ্রিষ্টাব্দে উইসডেনের দেড়শ বছর উপলক্ষ্যে সর্বকালীন সেরা বিশ্ব টেস্ট একাদশের দলে এক্মাত্র ভারতীয় হিসেবে তাঁর স্থান হয়।তিনি ১৯৯৭ - ১৯৯৮ সালের জন্য ভারতের খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং ১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন। ২০০৮ খ্রিষ্টাব্দে তাঁকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ প্রদান করা হয়। ২০১০ খ্রিষ্টাব্দে আইসিসির পক্ষ থেকে শচীনকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি প্রদান করে।২০১২ খ্রিষ্টাব্দে তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হন। শচীন প্রথম ভারতীয় খেলোয়াড় যাকে ভারতীয় বিমানবাহিনী মর্যাদাসূচক ক্যাপ্টেন পদ প্রদান করে।
২০১২ খ্রিষ্টাব্দের ২৩শে ডিসেম্বর শচীন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং ২০১৩ খ্রিষ্টাব্দের মে মাসে আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নেন। ২০১৩ খ্রিষ্টাব্দের ১৬ই ডিসেম্বর মুম্বই শহরের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০তম টেস্ট ম্যাচ জয়লাভ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের কিছুক্ষণ পরেই ভারত সরকার শচীনকে ২০১৪ খ্রিষ্টাব্দের ২৬শে জানুয়ারী ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন প্রদান করা হবে বলে ঘোষণা করেন।ম্যাচ জয়লাভ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের কিছুক্ষণ পরেই ভারত সরকার শচীনকে ২০১৪ খ্রিষ্টাব্দের ২৬শে জানুয়ারী ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন প্রদান করা হবে বলে ঘোষণা করেন।

13/03/2021

Top 1 Fast Ball wicket in Cricket History

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Category

Website

Address

Dhaka
1212

Other Digital creator in Dhaka (show all)
Ðesign Phenomena Ðesign Phenomena
Ground Floor, House # 302 Road # 4, Baridhara DOHS
Dhaka, 1212

Complete web solutions including domain, hosting, design, development & digital asset management.

Rj Raju Rj Raju
Gulshan 1
Dhaka, 1212

Official Page of Rj Raju. The Vocal Of band ONTOPUR ( Bangladesh)

Ghash Foring Ghash Foring
Dhaka, 1216

•♥•♥•♥ ☜ Most exclusive video channel ☞ ♥•♥•♥•

LIHAN LIHAN
Dhanmondi
Dhaka

HI, I am Lihan. like to make friends...love to traval and ride motorcycle also make moto vlog....

Infoluent Infoluent
Dhaka, 1205

জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।

Funny World Funny World
All The Funny Turn
Dhaka

This is all about fun. We are gathering all the funny moments of life....

Abida's Design Abida's Design
Dhaka

গায়ে হলুদের ডেকোরেশন এর জন্য যোগাযোগ করতে পারেন - 01712636042

Syed Faiyaz Rabbi Syed Faiyaz Rabbi
Dhaka

+++ page is still under construction +++

Tiger Critics BD Tiger Critics BD
Cricket@BD24/7
Dhaka

This page was created long ago for no reason & its still looking for its Path ? Let's give it one :)

দেশের হালচাল দেশের হালচাল
Dhaka, 1215

দেশের হালচাল নিয়ে আপনার পাশে আমরা

The Special LTD. The Special LTD.
Haragach, Rangpur. Bangladesh
Dhaka

ব্যার্থতা একটা পরিক্ষা মাত্র। শক্তি রেখে যারা চলে, তারা কখনো হারে না। আল্লাহ ভরসা❤️

Sobor-ধৈর্য Sobor-ধৈর্য
Dhaka

"দুনিয়াতে আপনি আল্লাহকে খুশি করতে এসেছেন মানুষকে নয়।" ~ ড. বিলাল ফিলিপ্স হাফিজাহুল্লাহ