Infoluent
জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। Thoughtful
🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨এইজন্যই এইজন্যই বলে উপকার করতে নাই। উপকার করলে বাঁশ খাইতেই হবে। নো ছাড়াছাড়ি
বাহ!!! শিক্ষা সফর তাহলে একেই বলে।এতদিন ভুল জেনে এসেছি তাহলে🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
হইল?🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
বললে বিশ্বাস করবেন বেলা ২টা বেজে ৩০মিনিট ঘড়িতে?
আমি অবশ্য ভিডিও এডিটিং শিখতে চাই🤣🤣🤣🤣🤣
২০২৪ থেকে আত্মসমালোচনা বাড়িয়ে দিব। নিজের ভুল,দোষ চোখে না দেখলে নিজেকে শোধরানো যায় না। অন্যের দোষ নিয়ে পড়ে থাকলে আমার লাভ কি?
পাওয়া না পাওয়ার হিসাব এক পাশে সরিয়ে একটু হাসুন চক্কোত্তি মশাইয়ের সাথে।
লন্ডন।আপনি বড়দিন পালন করুন বা না করুন, এই আলোকিত নগরীর আলো থেকে নিজেকে দূরে রাখা এক প্রকার অসম্ভব। কেবল এই আলোকসজ্জা দেখতে মানুষজন প্রতিদিন ভিড় করে সেন্ট্রাল লন্ডনের এই অংশগুলোয়।🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
এই সেই বই। এই বইটার জন্যই নতুন কোন ভিডিওর কাজ শুরু করতে পারছি না। গোগ্রাসে গিলছি বইটা। ইতিহাস যদি আগ্রহের বিষয় হয়ে থাকে, তাতে পড়তে পারেন "বাদশাহ নামদার"
বসন্তের অপেক্ষায়......
আবার ডালে ডালে, শাখায় শাখায় প্রাণ জেগে উঠবে। তার আগ পর্যন্ত মন খারাপ করা বিষন্নতায় দিন পার হবে।
Perfect love does that to a person, it changes you forever - The Notebook by Nicholas Sparks
বর্তমান সময় অনুযায়ী কথা ঠিক আছে। সত্য বলা মানেই বিপদে পড়া🥹🥹🥹🥹🥹🥹
আমার কলিগদের সাথে।
যখন দেখি ভারত-বাংলাদেশ, পাকিস্তান-ভারত, ভারত-অস্ট্রেলিয়া ইত্যাদি নানান দেশের মধ্যে ঠোকাঠুকি হচ্ছে তাও আবার ক্রিকেট নিয়ে, আবার সেই ঠোকাঠুকির জন্য ফেসবুক গরম হয়ে গেছে তখন হাসি পায়🤣🤣🤣 ছবিগুলোতে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল,নাইজেরিয়ার মানুষজনকে দেখতে পাচ্ছেন। কে ক্রিকেটে হারলো,কে জিতল সেটা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করার সময় আমাদের নাই। আমরা যার যা কাজ সেটা করে মাস শেষে বেতন নিয়ে ঘরে ফিরি।জীবনে এমনিতেই নানান ঝক্কি ঝামেলা লেগে থাকে, এর মধ্যে ভারত ওইটা বললো আমাকেও পালটা বলতে হবে, এইসব ছেলেমানুষি করার মত ধৈর্য্য আসলে আমাদের(যারা বাইরের দেশে থাকি) নাই।
বলা হয় লন্ডনের সবচেয়ে উঁচু বিল্ডিং এটা। অবশ্যই সাম্প্রতিককালের ছবি এটা নয়। কোন একটা গ্রীষ্মকালের ছবি।
এ কথা আমি কাহারে বলিব?🥹🥹🥹🥹🥹🥹🥹
আমিও বেহুঁশ😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
বাংলার তামা,পিতল,লোহার ছেলেদের থেকে বিশ্ব যা শিখতে পারে...।
একটা ফোন কেনা দরকার। আগেরটা পুরানা হয়ে গেছে। এই ডিজাইনটা কেমন হবে?
আমি আবার বেশি গরম খেতে পারি না। তাই ফু দিয়ে ঠাণ্ডা করছি।
এরা কারা ভাই?🤔🤔🤔🤔🤔🤔🤔 কোন গ্রহের প্রাণী?
১ মিনিটে অনর্গল ইংরেজি!!!! 🙄🙄🙄🙄 তাইলে IELTS এর জন্য মানুষ এত কষ্ট করে কেন?
যদি নিজের ছায়া থেকে এভাবে হেঁটে চলে যেতে পারতাম!!! মাঝে মধ্যে নিজের ছায়াটাকে খুব ভারি মনে হয়🥹🥹🥹🥹🥹🥹
আবেগ আর বাস্তবতার ফারাকটা বুঝতে হবে। কেবল আবেগী হলেই হবে?
সেই দিনগুলো আর ফিরে আসবে না। চাইলেও আসবে না।
শিল্পী মোস্তফা মনোয়ারের জায়গায় এ প্রজন্মের কাছে পরিচিত করে তুলেছি হিরো আলমদের🥹🥹🥹🥹🥹
কোচের জানালা দিয়ে যতটুকু দেখা যায়
ঠিক ততোটুকুই
সমুদ্র আমাদেরকে দেখছিলো।
গাছপালায় বাড়িঘরে আটকে যাচ্ছিলো
তার চোখের প্রেম।
..... কবি আসাদ চৌধুরী লেখা কবিতা "আমার পক্ষপাত"
ছবিটা স্কটল্যান্ড থেকে লন্ডন ফেরার পথে ট্রেনে বসে তোলা।
সুয়েজ খালের জায়গা নিতে পারবে কি বেন গ্যোরিন খাল? কেন বেন গ্যোরিন এত গুরুত্ব পাচ্ছে বর্তমান সময়ে?
জানেন কি সুয়েজ খালের জায়গা নিতে চলেছে Ben Gurion Canal?
উৎসাহ দিয়ে যান। আরও আঁকতে চাই
এরকম কোন কাজ কখনো করিনি
করব না কোনদিনই-
যে কাজ সমূহভাবে আমূল আমাকে টানবে না;
চাইনে এমন কোন নারী,যে মানবে না
আমার সমস্ত দাবি;
সেরকম তালাবদ্ধ ঘরে লোভ নেই
যে ঘরের সবগুলো চাবি
আমার পকেটে থাকবে না।
---- রফিক আজাদ
কাক কাকের মাংস খায় না।কিন্তু মানুষ....
মানুষ আবার হল গিয়ে সৃষ্টির সেরা জীব।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Dhaka
1205
Ground Floor, House # 302 Road # 4, Baridhara DOHS
Dhaka, 1212
Complete web solutions including domain, hosting, design, development & digital asset management.
Dhanmondi
Dhaka
HI, I am Lihan. like to make friends...love to traval and ride motorcycle also make moto vlog....
All The Funny Turn
Dhaka
This is all about fun. We are gathering all the funny moments of life....
Cricket@BD24/7
Dhaka
This page was created long ago for no reason & its still looking for its Path ? Let's give it one :)
Haragach, Rangpur. Bangladesh
Dhaka
ব্যার্থতা একটা পরিক্ষা মাত্র। শক্তি রেখে যারা চলে, তারা কখনো হারে না। আল্লাহ ভরসা❤️
Dhaka
"দুনিয়াতে আপনি আল্লাহকে খুশি করতে এসেছেন মানুষকে নয়।" ~ ড. বিলাল ফিলিপ্স হাফিজাহুল্লাহ
Munshiganj
Dhaka, 1505
_________চিরন্তন সত্যি কথা!___________ কখনো যদি নির্দোষ হয়ে ও দোষি হোন। প্রমাণ কিংবা বুঝানোর চেষ্টা