Sorder Air International
Nearby travel agencies
1000
Purana Paltan
Basabo
Fulbaria
Azad Center, Fulbaria
Level/3
Purana Paltan
1000
Purana Paltan
Purana Paltan
Palton Tower, Fulbaria
Purana Paltan
Purana Paltan
2nd Floor Purana Paltan
Shantinagar Bazar Road
Sorder Air International is a travel agency in Bangladesh. We offer all type of domestic & internat
ইউএস-বাংলা এয়ারলাইন্সের অপারেশনাল কারণে, ফ্লাইট BS-307 ঢাকা-সিঙ্গাপুর
11 তারিখে-জানুয়ারী'2024 পুনঃনির্ধারণ করা হয়েছে এবং রাত 11:35 এ ছাড়বে (বাংলাদেশের স্থানীয় সময়)
যাত্রীদের চেক-ইন করার জন্য ফ্লাইট ছাড়ার 03 ঘন্টা আগে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️
ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।
এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ।
ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।
ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।
তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।
Courtesy: The Daily Star.
আলহামদুলিল্লাহ। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় কতৃপক্ষের অনুমোদনে সিভিল এভিয়েশন লাইসেন্স হাতে পেলাম।
যাদের একবার সিঙ্গাপুরের ই-ভিসা করা আছে এবং আপনার ভিসাটি যদি ব্যবহার করা হয়ে থাকে তবে আপনি যতবার ইচ্ছা সিঙ্গাপুরের ভিসা করতে পারবেন। বিশেষ সুবিধা আপনি পাবেন সিঙ্গাপুর টুরিস্ট ভিসার জন্য। প্রথমত, আপনাকে ব্যাংক স্ট্যাটমেন্ট ও সলভেনসি সার্টিফিকেট দিতে হবেনা। প্রিভিয়াস ভিসা কপি, নতুন ছবি ও ব্যাসিক ডকুমেন্টস জমা সাপেক্ষে ৩ কর্ম দিবসের মধ্যে আপনি পূনরায় ভিসা পেয়ে যাবেন আশা করছি।
যারা সাম্প্রতিক কালে টুরিস্ট ভিসায় সিঙ্গাপুর যাওয়ার কথা ভাবছেন এবং ভিসা প্রসেসিং শুরু করবেন বলে মন করছেন তারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন।
🇸🇬 Singapore Tourist Visa: সিংগাপুর ট্যুরিস্ট ভিসার
জন্য কাগজপত্র নিয়ে আমাদের অফিসে অথবা যে কোন ভিসা প্রসেসিং অফিসে চলে গেলে কাগজপত্র ও টাকা জমা দেওয়া সাপেক্ষে আপনার ভিসা ফাইল জমা হয়ে যাবে ১ দিনের মধ্যে এবং উপযুক্ত হাতে ফাইল জমা দিলে ৩/৫ কর্ম দিবসের মধ্যেই ভিসা সহ পাসপোর্ট ফেরত পেয়ে যাবেন।
কল করুন: 01920-907299 (WhatsApp)
------------------------------------------------------------------------------
সহযোগিতায় :
Sorder Air International
আবহাওয়াজনিত কারণে বর্তমানে বিমানের কিছু ফ্লাইটের সময় পরিবর্তন হচ্ছে। যাত্রী সাধারণকে ফ্লাইটের ২৪ ঘন্টা পূর্বে সিডিউল ঠিক আছে কিনা চেক করে নেওয়ার জন্য অনুরোধ করা গেল।
দীর্ঘদিন বন্ধ থাকার পরে বাংলাদেশীদের জন্য খুলে গেলো মালদ্বীপের শ্রম বাজার।
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ১২টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো আশপাশের বিমানবন্দরে চলে যায়। সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকে প্রায় ছয় ঘণ্টা চলে এই অবস্থা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় অবতরণ করে। এছাড়া এয়ার এশিয়ার দুটি ফ্লাইট রওনা হয়েও কুয়ালালামপুর ফিরে গেছে, গালফ এয়ারের একটি ফ্লাইট ব্যাংকক ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে।
কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে থাই এয়ারওয়েজের একটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, সালাম এয়ারের একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
পরে ফ্লাইটগুলো মঙ্গলবার সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।
ইউএসবাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক সকল রুটের সকল দেশের প্রতিদিনের ফ্লাইট সিডিউল...
ভ্রমন পিপাসুদের জন্য সু -খবর
এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ। ইউরোপের শেনজেন ভিসার মতো এবার নতুন ভিসা পদ্ধতি চালু হচ্ছে মধ্যপ্রাচ্যেও। সর্বসম্মতিক্রমে এ অঞ্চলের জন্য প্রস্তাবিত ‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা একক ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলো। এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে সূচনা হলো নতুন এক যুগের।
যে ভিসায় আরব দেশ গুলো অনেকটা সেনজেন ভিসার ন্যায় পদ্ধতি অনুসরন করছে।
ইউরোপের ২৭টি দেশে ‘শেনজেন ভিসা’ চালু রয়েছে, যার মাধ্যমে এই দলভুক্ত যেকোনো একটি দেশের ভিসা দিয়ে বাকি ২৬টি দেশে ভ্রমণ করা যায় ও যে কোনো কাজে একটি দেশে সর্বোচ্চ ৯০ দিন থাকা যায়। ইউরোপ ভ্রমণকারীদের কাছে এই ভিসা সোনার হরিণের মতো।
শেনজেনভূক্ত দেশগুলো হলো- জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, মাল্টা, লুক্সেমবার্গ, লাটভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, লিচেনস্টাইন, সুইডেন, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া।
কোন কারনে পানিতে অবতরন করলে একটি উড়োজাহাজ পানিতে প্রায় ১ ঘন্টা ভেসে থাকতে পারে যদি ভেঙ্গে না যায়। ৯০ সেকেন্ডের মধ্যে ৪০০ বা ৫০০ যাত্রীকে লাইফ জ্যাকেটসহ বের করে আনতে হবে । কেবিন ক্রুরা এ কাজটি করেন। মাটিতে চাকা ছাড়া নামতে গেলে এটাকে বলে স্লাইড আর পানিতে নৌকার মত ভেসে থাকাকে বলে রেফ্ট।
How long will a plane float on water?
Aircraft not designed to float sink within seconds for small aircraft; for a fair part of an hour for large passenger aircraft like Boeing jets; but Airbuses are designed to ditch and have provisions to seal against water ingress, so they continue floating for periods longer than an hour.
What is the difference between escape slide and slide raft?
Evacuation systems cover slides and slides raft. The main differences between these two products are: - A slide has for function to evacuate aircraft occupants from the aircraft doors or overwing exits onto the ground. If the aircraft has ditched, the slide can be used as a flotation device.
© Cap Abdullah
সৌদি ১ বছর মাল্টিপল বিজনেস ই-ভিসা
ভিসা কনফার্ম হইতে সময় লাগবে ১২/১৪ ঘন্টা।
(No Visa No Fee)
ভিসা পেতে এখনি কল করুন:
✅সৌদি ১ বছর মাল্টিপল বিজনেস ই-ভিসার সর্বনিম্ন মূল্য
২৮,০০০ টাকা মাত্র
✅(ই-ভিসা করতে শুধুমাত্র ডকুমেন্টস্ এর স্ক্যান PDF/JPG কপি whatsapp এ সেন্ড করলেই হবে)
✅প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১. পাসপোর্ট কপি।
২. ফটো সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড।
এক ভিসায় যাওয়া যাবে উপসাগরীয় ৬ দেশে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত— কেবল একটি টুরিস্ট ভিসা থাকলেই যাওয়া যাবে এই ৬ দেশে....
সু খবর
ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য সুখবর!!
এখন থেকে ভিসা ফি প্রদান করে একদিন পরই ঢাকা ভিসা সেন্টারে জমা দিতে পারবেন ।
Absulately true 👍
So sad news
China visa korun
No visa no fees
2 countries minimum visit thakte hobe.
Only india visit pasport e contuct a china visa kora jabe. no visa no fees
🏠 2/c Shaon tower lev 10 purana palton
জীবনে সফলতাই সবচেয়ে বড় প্রতিশোধ 🫶
হজ্জব্রত পালনের উদ্দেশ্য যারা নিয়ত করেছেন যেনে রাখতে পারেন।
জেনে রাখতে পারেন✅
বিদেশ থেকে ব্যাগেজ সুবিধায় একজন যাত্রী নিম্নে বর্ণিত ১টি করে পণ্য বিনা শুল্কে (ট্যাক্স ফ্রি ) সাথে আনতে পারবেন।
** ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও ২০০ গ্রাম ওজনের রৌপ্য অলংকার (এক প্রকার অলংকার ১২ টির অধিক হবে না)
** ২টি মোবাইল ফোন
** ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
** ক্যাসেট প্লেয়ার/টু-ইন-ওয়ান
** সিডি প্লেয়ার
** ডিস্কম্যান/ওয়াকম্যান (অডিও)
** ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার (একটি UPS সহ)
** কম্পিউটার স্ক্যানার
** সাধারণ ও বৈদ্যুতিক টাইপরাইটার
** প্রিন্টার, ফ্যাক্স মেশিন, টেলিফোন সেট
** ভিডিও ক্যামেরা (Hd Cam, DV Cam, BETA Cam যেমন পেশাদারি কাজে ব্যবহৃত হয় এরূপ ক্যামেরা ব্যতীত)
** স্টিল ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা
** ওভেন রাইস কুকার
** প্রেসারকুকার/গ্যাস ওভেন (বার্নারসহ)
* টোস্টার/স্যান্ডউইচ মেকার
** ব্লেন্ডার/জুসার
** কফি মেকার
** ফুড প্রসেসর
** গৃহস্থালি সেলাই মেশিন
** টেবিল/প্যাডেস্টাল ফ্যান/গৃহস্থালি সিলিং ফ্যান
** স্পোর্টস সরঞ্জাম (ব্যক্তিগত ব্যবহারের জন্য)
বাংলাদেশে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার এয়ারলাইন্স জিন এয়ার।
আগামী ২৩ অক্টোবর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোরিয়ার সিউলের ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করবে তারা। সপ্তাহে একটি সিডিউল ফ্লাইটের ঘোষণা দিয়েছে জিন এয়ার।
হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৩ নম্বর কেনো ৩০ নম্বর টার্মিনাল উদ্ভোধন করেও কোন লাভ হবেনা!
কেননা সবার আগে এয়ারপোর্টে কর্মরতদের আচরনবিধি শেখানো জরুরি। এয়ারপোর্টের প্রতিটা কর্মকর্তা এবং কর্মচারীদের ভদ্র আচরণ এবং সহযোগীতা মূলক মনোভাব শিখতে হবে।
এয়ারপোর্টের প্রতিটা কর্মচারীদের মনে রাখতে হবে তারা জনগনের সেবক। তাদের বেতনের টাকা আসে দেশের জনগনের ট্যাক্সের টাকায়। তাই নিজেকে রাজা না ভেবে জনগনের সেবক ভাবেন।
বিমানবন্দর দিয়ে যারাই যাতায়াত করবে সবাইকেই একই চোখে দেখুন।
VIP রা কোটি টাকার Tax ফাকি দিয়ে গ্রীন চ্যানেল দিয়ে বের হয়ে যাবে। আর গরিব জনগনকে হয়রানী করবেন। তাদের লাগেজ কেটে কম্বল চুরি করবেন।
যতদিন না এই মনোভাব চেঞ্জ হবে ,ততদিন থার্ড টার্মিনাল ক্যান? ১০০ তম টার্মিনাল উদ্বোধন করেও কোনো লাভ হবেনা।
২ জন সিঙ্গাপুর প্রবাসী ভাইরাল ভিডিও প্রসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য
১৫ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টা ১১ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুর হতে ফ্লাইট BG-585 অবতরণ করে। বেল্ট থেকে লাগেজ সংগ্রহের পরে ৪ জন সম্মানিত যাত্রীর মূল্যবান সামগ্রী লাগেজ থেকে খোয়া গিয়েছে বলে অভিযোগ করেন। ৪ জন যাত্রীর তাৎক্ষনিক অভিযোগের প্রেক্ষিতে বিমানবন্দর কর্তৃপক্ষ সেসময়ই বিষয়টি সম্পর্কে অবগত হয়। যদিও পরবর্তীতে সামাজিক মাধ্যমে একটি আংশিক ভিডিও ছড়িয়ে পরে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। অনেকেই সেই ভিডিওটি বিমানবন্দর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মূলত সিঙ্গাপুর বিমানবন্দরে নিয়মমাফিক চেকিং কাউন্টার, ইমিগ্রেশন ও নিরাপত্তা তল্লাশিতে এই ৪জন সম্মানিত যাত্রী হাতে ৫টি লাগেজ ছিলো। হাত ব্যাগ হিসেবে এয়ারলাইনের নির্ধারিত ওজন ও আকারে বড় ছিলো সেই ৫টি লাগেজ।
পরবর্তীতে বিমানে উঠার পূর্ব মূহুর্তে এই ৪ জন যাত্রীর ৫টি লাগেজ সাইজে বড় ও অতিরিক্ত ওজনের হওয়ায় তা নিয়ে বিমানে উঠতে দেয়া হয়নি। যাত্রীদের জানিয়ে ৫টি লাগেজে চেক ইন লাগেজ হিসেবে লাগেজ হোল্ডে পাঠানো হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পরে ৪ জন যাত্রী অভিযোগ করেন তাদের লাগেজ খোলা অবস্থায় পাওয়া গেছে। বিমানবন্দরের র্যাম্প সিকিউরিটি সদস্যরাও বিমান অবতরনের পরে লাগেজ খোলা অবস্থায় পাওয়া গেছে বলে কর্তৃপক্ষকে জানায়।
এ ঘটনায় সম্মানিত যাত্রীরা লিখিত অভিযোগ করেন এবং এই লিখিত অভিযোগের ভিত্তিতে সিঙ্গাপুর বিমানবন্দরের সাথে যোগাযোগ করা হচ্ছে । হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরেও বিষয়টি নিখুতভাবে খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে সংশ্লিষ্ট এয়ারলাইনের কাছ থেকেও তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
২৪ শে অক্টোবর থেকে সিউল- ঢাকা- সিউল সরাসরি ফ্লাইট এর কার্যক্রম চালু হচ্ছে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
এয়ার টিকেট সার্ভিস
✅সকল প্রকার ডোমেস্টিক টিকেট ইস্যু করা হয়
✅সকল প্রকার ইন্টারন্যাশনাল টিকেট ইস্যু করা হয়
ভিসা সার্ভিস (ভিজিট) শুধুমাত্র
✅🇲🇾মালেশিয়া ই-ভিসা
✅🇸🇬সিঙ্গাপুর ই-ভিসা
✅🇹🇭থাইল্যান্ড ভিসা
✅🇮🇳ইন্ডিয়া ভিসা প্রসেসিং
✅🇶🇦কাতার হায়া কার্ড
✅🇨🇳চায়না ভিসা
✅🇳🇵নেপাল ভিসা
✅🇰🇭কম্বোডিয়া ভিসা
✅🇻🇳ভিয়েতনাম ভিসা
✅🇵🇭ফিলিপাইন ভিসা
🤝দ্রুত সময়ে স্বল্প মূল্যে আমাদের থেকে সহযোগিতা পেতে আজই ☎যোগাযোগ করুন 01920-907299 whatsapp
অফিস : শাওন টাওয়ার পুরানা পল্টন
লিফটের ১০
যে কোন আন্তর্জাতিক গন্তব্যে যেতে ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে ৩ ঘন্টা সময় হাতে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করুন।
ফ্লাইট ছাড়ার ১ ঘন্টা আগে এয়ারলাইনের চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যায়। আপনার টিকিটে ফ্লাইটের নির্ধারিত সময় লেখা আছে। সেই সময়ের এক ঘন্টা আগে চেক ইন কাউন্টারে না গেলে, আপনি চেক ইন করতে পারবেন না, ফ্লাইট মিস করবেন।
বিমানবন্দরে এয়ারলাইনের কাউন্টার নির্ধারিত নয়। শুধু মাত্র ফ্লাইটের আগে কাউন্টার চালু হয় । আপনার টিকিটে এয়ারলাইনের নাম ও ফ্লাইট নাম্বার লেখা আছে। আপনার কোন কাউন্টারে চেক ইন হবে, তা বিমানবন্দরের নির্দেশনার মনিটরে দেখানো হবে। সেই মনিটরে ফ্লাইট নাম্বারসহ চেক ইন কাউন্টারের নাম্বার উল্লেখ করা হয়। তাই বিমানবন্দরে প্রবেশ করে নির্দেশনা মনিটর লক্ষ্য রাখুন।
চেক ইন কাউন্টারে গিয়ে লাগেজ জমা দিয়ে চেক ইন সম্পন্ন করে বোর্ডিং কার্ড সংগ্রহ করুন। আপনার লাগেজ ট্যাগ বুঝে নিন। নিজের পাসপোর্ট ফেরত নিন।
চেক ইন করার পর ইমিগ্রেশন সম্পন্ন করুন। ইমিগ্রেশন সম্পন্ন করার পর কোন গেট দিয়ে আপনি বিমানে উঠবে তা সেখানেও মনিটরে প্রর্দশন করা হয়। আপনার বোর্ডিং কার্ডে লেখা আছে আপনি কোন গেট দিয়ে বিমানে উঠবেন।
বিমানবন্দরে অবস্থান করার সময় ইনফরমেশন মনিটিরে লক্ষ্য রাখুন। প্রয়োজনে বিমানবন্দরের হেল্প ডেস্কের সহায়তা নিন।
Curtsey : civil aviation authority
বিশ্বের অনেক বড় বড় দেশ তাদের এয়ারপোর্ট কে সাজিয়ে রেখেছে তাদের কোনো সংস্কৃতি বা ঐতিহ্য এর নিদর্শন হিসাবে যা দেখে চোখ জুড়িয়ে যেতো এবং অনেক আফসোস হতো কবে হবে আমাদের!অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমার দেশেও গড়ে উঠেছে অত্যাধুনিক ও ঐতিহ্যের নকশায় চোখ জুড়ানো সপ্নের টার্মিনাল ৩।
🇧🇩
Alhamdulillah. Third terminal has partially inaugurated today.We hope the aviation sector of Bangladesh will be raised
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Palton
Dhaka
1000
House # 05, 3rd Floor, Road # 17, Block # E, Banani
Dhaka, DHAKA-1213
Tour Operator, Travel Service Provider, Travel Agent, Hotel Booking and Car Rental in Bangladesh
House: 57, Road: 5, Ground Floor, Banani Old DOHS
Dhaka, 1206
::::: Our Services ::::: >> Airline Ticketing >> City Sightseeing >> River Cruise >> Domestic Packag
30, Purana Paltan Lane, Gulf Tower (7th Floor), Nayapaltan
Dhaka, 1000
We are a visa consultancy firm. Our aim is to increase job opportunities abroad.
31/1, 7th Floor, Sharif Complex, Purana Paltan
Dhaka, 1000
Foorti Tours & Travel is working with maximum efficiency to make your travel easier than ever. We al
80/3, Siddheswari Circular Road (Opposite Of CID Headquarter), Malibagh
Dhaka, 1217
All Airlines Air-Ticket(International & Domestic),Air Ticket Date Change,Visa Processing,Hajj & Umrah
74/B/1, Green Road
Dhaka, 1207
We are a travel agency catering to all your travel need anywhere in the world.
Ka-42, J. B Tower, Pragati Sarani, Nadda Bus Stand, Baridhara, Vatara
Dhaka, 1229
Raju auto tours and travels for all your travel solution.
3/A/1 Patuatuli Lane
Dhaka, 1100
Book National-International Tours, Experiences, Hotels, Airtickets, Visa Services from our TVB agency
106/Ka, Box Culvert Road, Cosmic Tower, Nayapaltan
Dhaka, 1000
We do domestic and international flight bookings of any country very efficiently and do visa process
5/5 Chankarpul Lane
Dhaka
Best agency and tour operator in Bangladesh provides domestic bus, launches, air tickets & hotel/res