বিদ্যাময়ী তারিফ স্যার

লেখক:: অনুধাবন- বাংলা ব্যাকরণ ও সাহিত্য

21/06/2024

আজ ২১ জুন!
উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘতম দিন
এবং
ক্ষুদ্রতম রাত!

19/06/2024

প্রায় ৬০৮ পদের চলমান
সার্কুলার লিংক
কমেন্টে...!
বিদ্যাময়ী তারিফ স্যার

19/06/2024

বৃষ্টির পরে মাঠ, ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা সাধারণত যেমন হয়৷

একসময় বৃষ্টির পর এভাবে জাল দিয়ে প্রচুর দেশি মাছ পাওয়া গেলেও এখন আর তেমন মাছ পাওয়া যায় না.....৷

18/06/2024

কী ঝুম বৃষ্টি! এবছর মনে হয় এত বৃষ্টি দেখি নি....

16/06/2024

"ধর্ম যার যার, উৎসব সবার" এটি একটি অতি উৎসাহী বাক্য৷

এই বাক্যটি সেইসব #সামাজিক উৎসবের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন যেইসব উৎসব ধর্ম কেন্দ্রিক না৷
যেমন: #বিয়ে, #কোন_প্রতিষ্ঠানের_উদ্ভোধন, #কারো_ভালো_রেজাল্ট_সেলিব্রেশন, #চাকরিপ্রাপ্তি সংক্রান্ত সেলিব্রেশন বা উৎসব সমূহ৷ এগুলো সাধারণত সামাজিক উৎসব, কারো ধর্মের সাথে সাংঘর্ষিক না৷

ইভেন আমারা বাংলাদেশী বাঙালিরা এগুলো দল-মত নির্বিশেষে সবাই একত্রেই সেলিব্রেট করি এবং এসব উৎসবে অন্য ধর্মাবলম্বীদের জন্য সবাই প্রিফারেবল খাবারও আমরা সবাই সার্ভ করি৷

কিন্তু #সমস্যা হলো, ধর্মের বাহিরে পালিত এসব উৎসবের ক্ষেত্রে #ধর্ম_যার_যার এই বাক্যেটির তো প্রয়োজন নেই৷ তাহলে বুঝতে হবে প্রবলেম অন্য জায়গায়৷

আপনি বলতে পারেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সুকৌশলী একটি বাক্য৷ এর ফলে একটি নির্দিষ্ট গোষ্ঠী সবসময় ফায়দা লুটেন, অতি প্রগতিশীল সাজার ভান করেন৷

দেখুন, #ধর্মীয়_আচার_সম্বলিত ধর্মীয় উৎসবগুলো মূলত সেই ধর্মের মানুষের জন্যই সেই ধর্ম কর্তৃক স্বীকৃত৷
#যেমন: মুসলিমদের ইদ, কুরবানী, হজ্জ্ব ইত্যাদি৷ হিন্দুদের জন্য পূজা, পার্বণ৷ খ্রিস্টান ও অন্য ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্মীয় উৎসব৷

মূল ব্যাপার হলো, আমরা ইদের উৎসবে অনেক সময় অন্য ধর্মাবলম্বী শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত করি, তারা অনেকে সুযোগ থাকলে আসেন৷ আমরা তাদেরকে সেইসব খাবারে আপ্যায়নও করি যেগুলোতে তারা অভ্যস্ত৷

আবার অন্য ধর্মাবলম্বীগণ আমাদেরকে তাদের পূজা, পার্বণ, ক্রিসমাস, বড়দিনে দাওয়াত দেন৷ সুযোগ থাকলে আমরাও যাই এবং তারাও আমাদেরকে সেইসব খাবারেই আপ্যায়ন করেন যেটাতে আমরা অভ্যস্ত৷

তাহলে #সমস্য কোথায়?
সমস্যা অন্য জায়গায়৷

আমরা কুরবানীতে গরু জবাই করি, গরুর গোশত খাই৷ বাট একজন হিন্দু ধর্মাবলম্বী ভাইয়ের কাছে তার ধর্ম অনুযায়ী এটি গ্রহনযোগ্য নয়৷ তাই আমরা একজন হিন্দুধর্মাবলম্বী ভাইকে ইদে দাওয়াত দিই, কিন্তু তাকে কুরবানীতে অংশগ্রহনের দাওয়াত দেয়া মানে তাকে এবং তার ধর্মকে পরোক্ষভাবে ছোট করার শামিল৷

তেমনি হিন্দু ধর্মাবলম্বীদের পূজানুষ্ঠান- একজন মুসলিমের কাছে তার ধর্ম অনুযায়ী অগ্রহণযোগ্য৷ এখন একজন মুসলিমকে পূজানুষ্ঠানে শামিল থাকা বা তাতে অংশ নেয়ার জন্য দাওয়াত দেয়া মানে তার ধর্মকে হেয় করার শামিল৷ কারণ ইসলামি বিধান অনুযায়ী কোনভাবেই এটা একজন মুসলিমের জন্য গ্রহনযোগ্য না৷
মজার ব্যাপারটা হলো, কোন হিন্দু ভাই কখনো কোন মুসলিমকে তাদের পূজানুষ্ঠানে অংশ নেয়া বা সেলিব্রেট করার জন্য দাওয়াত দেয় না৷ দাওয়াত দেয় পূজানুষ্ঠান উপলক্ষ্যে সামাজিক আয়োজন বা উৎসবে৷ যেমন আমরা কুরবানীতে অংশগ্রহনের জন্য আমাদের অন্য ধরের বন্ধুদের দাওয়াত দিই না৷ দাওয়াত দিই, ইদ পরবর্তী সাসাজিক উৎসব বা আয়োজনে৷

আবার খ্রিস্ট ধর্মসহ অনেক ধর্মাবলম্বীগণ কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানের দিন কোন মুসলিম কিংবা হিন্দু ধর্মাবলম্বীদের চার্চে গিয়ে প্রার্থনা করতে বলেন না৷ কারণ চার্চে গিয়ে পার্থনা কিংবা অন্যান্য ধর্মীয় আচারগুলো মুসলিম কিংবা হিন্দু ধর্মের আচার বিরোধী৷

কিন্তু তথাকথিত কিছু প্রগতিশীল নাস্তিক সরাসরি পূজা, পার্থনা সংক্রান্ত তাদের ধর্মীয় আচারে সরাসরি অংশ নেয়, নাচ-গান করে৷ কারণ তার কাছে তো ইসলামী মূল্যবোধের কোন গুরুত্ব নেই৷ আর তারাই সুকৌশলে প্রগতির নামের এই এই অনুষ্ঠানে অংশ নেয়াকে ধর্মের বাহিরের উৎসব বলে চালিয়ে দেবার অপচেষ্টায় এই বাক্যটির সুন্দর ব্যবহার করে থাকেন৷

যখন পূজা, পার্বণ, ক্রিসমাস আসে তখন তারা সুকৌশলে তাদের ধর্মানুষ্ঠানে অংশগ্রহন কে জাস্ট উৎসব হিসেবে বর্ণনা করে থাকেন৷

তাই এখন একটি গোষ্ঠী আবার এসব প্রগতিশীলদের উদ্দেশ্যেই বলতেছেন, তাহলে মুসলিমদের গরু কোরবানিওতো উৎসব৷ তাহলে এখানেও সবাই আসুক৷ আসলে এটি মূলত কোন হিন্দু ভাই কিংবা খ্রিষ্টান ভাইয়ের ধর্মকে হেয় করার জন্য বলা না, বরং ঐসব ভন্ড সেকুলারদের জন্য এটি বলা৷

আর এসব সেকুলার ভন্ডদের জন্য অনেকে এইসব পাল্টাপাল্টি বাক্য ব্যবহার করছে যা আবার আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিতে কিছুটা হলেও আঘাত করছে৷

তাহলে বিশেষ কোন ধর্মীয় অনুষ্ঠানে পূর্বে কেন ফলাও করে এটা প্রচার করা হয় যে, "ধর্ম যার যার, উৎসব সবার"?

আর ধর্মীয় আচার সম্বলিত উৎসবগুলো কিভাবে সবার হতে পারে? কখনোই সবার হতে পারে না৷
এটি মূলত রাজনৈতিক ফায়দা লুটার ও তথাকথিত প্রগতিশীল সাজার মুখোশ মাত্র৷

অতএব এখন পাবলিক অনেক সচেতন৷ এসব ভণ্ডামি এখন পাবলিক আর খায় না৷

তাই "ধর্ম যার যার, তেমনি ধর্মীয় আচার সম্বলিত উৎসবও তার তার"

আর ধর্মীয় আচার বহির্ভূত সামাজিক সকল উৎসব সবার৷

অতএব, সকল ধর্মপ্রাণ ভাইবোনদের কাছে অনুরোধ এসব কাঁদা ছুড়াছুড়ি বন্ধ করে ঐসব ভন্ড সেকলারদের ফায়দা লুটার সুযোগ বন্ধ করুন৷ ধন্যবাদ....৷

সবাইকে ইদ মুবারক৷
ইদ সংক্রান্ত ধর্মীয় আচার পরবর্তী সামাজিক উৎসব আয়োজনে সকলের দাওয়াত৷

বিদ্যাময়ী তারিফ স্যার

16/06/2024

ইদ মুবারক সবাইকে....

15/06/2024

দ্বিত্ব ব্যঞ্জন ও অভিশ্রুতি সহজে মনে রাখার কৌশল....

15/06/2024

ও আচ্ছা আচ্ছা, এজন্যই তাহলে ৩০% এর ব্যবস্থা চায়....😜

14/06/2024

সমীভবন....

14/06/2024

উত্তর দেন....

14/06/2024

এর দায় কি প্রজাতন্ত্র কোনোভাবে এড়াতে পারেন....?

13/06/2024

শুধু লিজেন্ডরা-ই বুঝবে....😜

11/06/2024

ব্রেকিং নিউজ
-----------
৫৬% কোটা বহাল রাখার পক্ষে রায় দেওয়া হাইকোর্টের সেই বিচারক নিজেই মুক্তিযোদ্ধা কোটা ধারী!!!

11/06/2024
10/06/2024

বিজ্ঞানের চরম উৎকর্ষ ডিজটাল যুগ পেরিয়ে পৃথিবীর একমাত্র #স্মার্ট দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তির জন্য ব্যাংকে টাকা জমা দেয়ার কী অনিন্দ্য সুন্দর লাইনের চিত্র৷ আহ্ দিল ঠান্ডা হয়ে যায় একবরে৷😜

শিক্ষা, শান্তি, সুশাসন, প্রযুক্তি, ইন্টারনেটের গতিসহ অগণিত পজিটিভ সেক্টরে যেই দেশটির অবস্থান সাধারণত ১০০ এর পরে থাকে, সেই দেশ নাকি #ডিজিটাল যুগ পেরিয়ে #স্মার্ট যুগ অতিবাহিত করছে?

তাহলে এর আগে থাকা শত শত দেশের কর্তৃপক্ষ কী টাইটেল ব্যবহার করেন?

08/06/2024

এলাকার/ক্যাম্পাসের পাতি নেতারা যদি কোনভাবে একটু সিনিয়র কোন নেতার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারে, তাহলে ভাবে তাদের #নাক, মুখ, গাল, গলা, পেট সব ফুলে যায়...😃

08/06/2024

অভিনন্দন #মায়ের দোয়া ক্রিকেট টিম...😜

07/06/2024

পড়াশোনা বাদ দিয়ে কোন ৩০% এর নাতনীর মন পাবার
চেষ্টা করুন৷

তবেই জীবনে সফলতা আসবে৷

04/06/2024

ই > ঈ > ই-কার সূত্র দিয়ে বানান শুদ্ধিকরণের #টেকনিক!!!

শেয়ার & ফলো দিয়ে সঙ্গেই থাকুন৷

04/06/2024

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের #ত্রয়ী_উপন্যাস মনে রাখার কৌশল!!

#বিসিএস #জব #অ্যাডমিশন #প্রাইমারি #ব্যাংক #নিবন্ধন #বাংলা #প্রস্তুতি
#ফলো #শেয়ার

04/06/2024

PSC-এর নতুন পরিকল্পনা :
এক আবেদনেই সব বিসিএস দিতে পারবেন চাকরিপ্রার্থীরা!

📣সোর্স - প্রথম আলো।

03/06/2024

ব্যঞ্জন ধ্বনি- #পার্ট_৩

স্পর্শ ধ্বনি, বর্গীয় বর্ণ, অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য বর্ণ, অন্তঃস্থ বর্ণ, পার্শ্বিক বর্ণ, কম্পনজাত ধ্বনি, তাড়নজাত ধ্বনি, শিশ ধ্বনি, স্পৃষ্ট বর্ণ, ঘর্ষনজাত ধ্বনি, পরাশ্রয়ী বর্ণ, অনুনাসিক্য ধ্বনি সব একসাথে মাত্র ৩ মিনিটে!!!

ফলো & শেয়ার প্লিজ

03/06/2024

সহজে শিখে নিন #কমা'র ব্যবহার....৷

02/06/2024

খুবই গুরুত্বপূর্ণ, পড়বেন দয়া করে৷
প্রশ্ন হল, কেন ট্রেন আসার ঠিক পূর্ব মুহূর্তে গাড়ি যখন রেল লাইনে উঠে, তখনই চাকা অচল হয়ে থুবড়ে দাঁড়িয়ে যায়। অথচ দূরত্ব মাত্র তিন হাত জায়গা। এখানে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রয়োজন আছে! বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক বলরাম ভৌমিক। তিনি বললেন, যখন ট্রেন লেভেল ক্রসিং এর প্রায় কাছাকাছি চলে আসে অর্থাৎ সীমার মধ্যে এসে যায়, তখন লাইনের মধ্যে চাকার ঘর্ষণের ফলে ইলেকট্রো ম্যাগনেটিক পাওয়ার বা তড়িৎ চুম্বকীয় শক্তির কারণে পুরো রেল লাইন আবিষ্ট হয়ে যায়। যার ফলে সে সময়ে লাইনে অন্য কোন গাড়ি উঠলে সাথে সাথে তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ কারণে কম সময়ে গাড়িটি রেল লাইন থেকে সরে যেতে পারে না। অথচ যখন রেল গাড়ি নির্দিষ্ট রেঞ্জের বাইরে থাকে তখন লেভেল ক্রসিং পার হওয়াতে কোন সমস্যাই নেই। এজন্য অনেকের মুখে আমরা প্রায় শুনে থাকি, রেল লাইনে কেন মোটর গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়?

একবার ভাবুনতো দুটো রেল লাইনের মধ্যে বিস্তারটা কত! আড়াই বা তিন হাতের বেশি নয়। এই তিন হাত অনেক পুরুষ লাফিয়ে পার হতে পারে। কিন্তু ট্রেন খুবই কাছাকাছি চলে এলে, তখন লাফিয়ে পার হবার চেষ্টা করা মানেই মৃত্যু নিশ্চিত! তখন তড়িৎ চুম্বকীয় শক্তির কারণে মানুষ লাফানোর শক্তি হারিয়ে ফেলবে বলেই মৃত্যু নিশ্চিত। এ চুম্বকীয় শক্তির কারণে মানুষকে টেনে রাখবে বলে সমস্ত শরীর অধিক ভার (ওজন) হয়ে যাবে। এই কারণেই লেভেল ক্রসিং এ গেইট বন্ধ করে ট্রেন আসার প্রায় ১০ মিনিট আগে, যাতে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হতে না পারে। কিন্তু আমাদের সাধারণ জনগন প্রায় বলতে শুনেছি, "ট্রেন আসার আগেই গেইট ফেলে সে চুপচাপ বসে আরাম করে। মানুষকে কষ্ট দেয়।” (সংগৃহীত)

বিদ্যাময়ী তারিফ স্যার
বিদ্যাময়ী- এডমিশন & ক্যারিয়ার কেয়ার, রংপুর

02/06/2024

বাংলা বর্ণমালার #ব্যঞ্জন ধ্বনির প্রথম ২৫টি বর্ণের বিভিন্ন প্রকরণ মনে রাখার #টেকনিক!

#স্পর্শ_ধ্বনি, #বর্গীয়_বর্ণ, #অঘোষ, #ঘোষ, #অল্পপ্রাণ, #মহাপ্রাণ, #নাসিক্য বর্ণ মনে রাখার সহজ #কৌশল৷!!

ব্যঞ্জন ধ্বনি- #পার্ট_২

ফলো & শেয়ার: বিদ্যাময়ী তারিফ স্যার

31/05/2024

রেলওয়ের #পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ পাওয়া সকলেই স্নাতকোত্তর ডিগ্রীধারী!!

দেশের অর্থনীতি কিংবা উন্নয়নের সকল বুলি এখানে নিস্তব্ধ৷

31/05/2024

স্বভাবতই #ষ হয় এমন শব্দ মনে রাখার #টেকনিক৷

ফলো & শেয়ার: বিদ্যাময়ী তারিফ স্যার

31/05/2024

ব্রেকিং নিউজ:
---------
আগামী বছর থেকে ৪ আঞ্চলিক কেন্দ্রে হবে #রাবির ভর্তি পরীক্ষা!!

30/05/2024

ফরাসি শব্দ মনে রাখার #টেকনিক.....

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বৃষ্টির পরে মাঠ, ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা সাধারণত যেমন হয়৷একসময় বৃষ্টির পর এভাবে জাল দিয়ে প্রচুর দেশি মাছ পাওয়া গ...
কী ঝুম বৃষ্টি! এবছর মনে হয় এত বৃষ্টি দেখি নি....
দ্বিত্ব ব্যঞ্জন ও অভিশ্রুতি সহজে মনে রাখার কৌশল....
সমীভবন....
ই > ঈ > ই-কার সূত্র দিয়ে বানান শুদ্ধিকরণের #টেকনিক!!!শেয়ার & ফলো দিয়ে সঙ্গেই থাকুন৷
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের #ত্রয়ী_উপন্যাস মনে রাখার কৌশল!!#বিসিএস #জব #অ্যাডমিশন #প্রাইমারি #ব্যাংক #নিবন্ধন #বাংলা #প্...
ব্যঞ্জন ধ্বনি- #পার্ট_৩স্পর্শ ধ্বনি, বর্গীয় বর্ণ, অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ,  মহাপ্রাণ, নাসিক্য বর্ণ, অন্তঃস্থ বর্ণ, পার্শ্বি...
সহজে শিখে নিন #কমা'র ব্যবহার....৷
বাংলা বর্ণমালার #ব্যঞ্জন ধ্বনির প্রথম ২৫টি বর্ণের বিভিন্ন প্রকরণ মনে রাখার #টেকনিক!#স্পর্শ_ধ্বনি, #বর্গীয়_বর্ণ, #অঘোষ, #...
পরিস্কার নাকি #পরিষ্কার? পুরষ্কার নাকি #পুরস্কার? কোনটি সঠিক? জাস্ট ২৭ সেকেন্ডের ভিডিওতে জেনে নিন৷ ফলো & শেয়ার: বিদ্যাময়...
স্বভাবতই #ষ হয় এমন শব্দ মনে রাখার #টেকনিক৷ফলো & শেয়ার: বিদ্যাময়ী তারিফ স্যার
ফরাসি শব্দ মনে রাখার #টেকনিক.....

Telephone

Website

Address


University Of Dhaka
Dhaka
UNIVERSITYOFDHAKA

Other Educational Consultants in Dhaka (show all)
Flexi Edu Flexi Edu
Dhaka, 1216

Right place for Business student .... BBA/MBA .... Accounting, Finance and as well as Business Studies for O/A level student.

Bangladesh Skill Development Institute (BSDI) Bangladesh Skill Development Institute (BSDI)
House #2B, Road #12, Mirpur Road, Dhanmondi, Dhaka/
Dhaka, 1209

As the country’s largest skills development center, BSDI has been working since 2003 to develop the necessary skills for the youth of Bangladesh.

WebAnalysis WebAnalysis
Dhaka
Dhaka, 1215

Provides a simple and practical way of understanding the

Neophyte School & College Neophyte School & College
Luxmibazar Campus: 3/1, Nobodip Bosak Lane, Luxmibazar, Dhaka-1100, Bangladesh. Addmission Hot Line :01191791067 Lalmatia Campus: 6/5, Lalmatia, Block#F, Kazi Nazrul Islam Road, ( Physical More, Behin
Dhaka

Our mission is to make skilful & educated manpower by giving world standard education. We provide each student a diverse education in a safe, supportive environment that promotes s...

Executive Study Abroad Executive Study Abroad
Concord Royal Court (3rd Floor), House: 40, Road: 27 (old) 16 (new), Dhanmondi
Dhaka, 1209

Embark on your academic journey overseas with Executive Study Abroad.

Dream Abroad Educational Consultancy Dream Abroad Educational Consultancy
House 17, Level-2 (F-4), Road 14, Sector-13, Uttara
Dhaka, 1230

Dream Abroad Educational Consultancy (DAEC) place for interested people those who dream of studying abroad and we are here to catch dreams together. Our dream is to assist a studen...

Xayan Shakib ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ Xayan Shakib ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ
Tongi, Gazipur
Dhaka

Certified Digital Marketer with 4year+ Experience. Expert in Facebook ads & Google Merchant center 💥

BCS Math with Neerob Hasan BCS Math with Neerob Hasan
Dhaka

BCS & Job Math এর বেসিক, ছোটো-বড়ো সব সমস্যার সলভ, প্রয়োজনীয় তথ্য জানার জন্য এই পেইজ-এ সবাইকে স্বাগতম ☺️

Professional Institute of Business- Bangladesh Professional Institute of Business- Bangladesh
Siddeshwari
Dhaka

Facilitate the students to get admission for higher study to overseas Universities and colleges.

Greenhouse Tutorial Greenhouse Tutorial
Ka, 74, Shahjadpur, Gulshan, Dhaka. 1212
Dhaka, 1212

Greenhouse tutorial is an uncompromising endeavour for the academic and moral development of our next leaders of the nation.

Scholarship Aid Scholarship Aid
Dhaka

আমাদের লক্ষ্য বাংলাদেশী শিক্ষার্থীদ

STT It Institute STT It Institute
Dhaka

We leading CPA marketing education agency that helps individuals and businesses develop the skills