BNP

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNP, Political Party, Dhaka.

06/04/2024

৬ এপ্রিল ২০২৪, শনিবার
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি’র সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় ইফতার ও নৈশভোজে অংশ নেন।

06/04/2024
06/04/2024

06/04/2024
18/12/2022

পুলিশকে বিএনপির প্রশ্ন ! কাকে রক্ষা করতে বুকে গুলি চালাচ্ছেন ?

18/12/2022

আমাদের একজন মির্জা ফখরুল আছেন!

এই তো সেইদিনও ফেসবুকে ঢুকলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা দেখতে পেতাম। নিন্দুকেরা তাঁর নাম দিয়েছিল গান্ধী ফখরুল৷ কেউ ডাকতেন মির্জা শোকরুল! মির্জা ফখরুলের নদীর মত শান্ত আচরণ আর রাজনৈতিক শিষ্টাচার তাদের ভালো লাগতোনা।

এরা ভুলে গিয়েছিলো মির্জা ফখরুলের জন্যে লড়াইটা নতুন কিছুনা।।
তিনি তাঁর তরুণ বয়সে আমাদের জন্যে মুক্তিযুদ্ধ করতে গিয়েছিলেন। সেই তরুণ আজ পক্ককেশের বৃদ্ধ। কিন্তু তাঁর সাহস এবং দৃঢ়তা আজও সেই তরুন বয়সের মতই সতেজ। আজ দুই হাজার বাইশে এসেও মানুষটাকে লড়তে হচ্ছে সেই তরুণ বয়সের লড়াই। গণতন্ত্রের মুক্তির লড়াই।

আমি এই মানুষটাকে যত দেখি তত অবাক হই। তাঁর সাহস এবং দৃঢ়তা আমাকে মুগ্ধ করে। আমি অবাক হই যখন দেখি মানুষটা স্কুলের ছাত্রদের ছবি তোলার আবদারে শুধু তাদের সাথে ছবি তুলেই ক্ষান্ত হননা, তাঁদের সাথে গল্পেও মেতে উঠেন। অবাক হই যখন দেখি প্রতিপক্ষের অশালীন বক্তব্যের জবাবে তিনি তাঁর শিক্ষকসুলভ সৌজন্যতা নিয়ে তাদের বক্তব্য খন্ডন করেন।

গতকাল কর্মীরা যখন মার খাচ্ছিলো সাথেসাথে ছুটে এসেছিলেন তিনি। বসে পড়েছিলেন পার্টি অফিসের সামনে। কর্মীদের জন্যে কী প্রগাঢ় মমতা! মানুষটাকে যত দেখি কেবলই মুগ্ধ হই।

মির্জা ফখরুল এখন শুধু বিএনপির নন, তিনি গোটা বাংলাদেশের।এই অস্থির সময়ে আমাদের সবচেয়ে বড় আশা আর ভরসার জায়গা। মির্জা ফখরুল আমাদের গর্ব।

কার কাছে মুক্তি চাইবো? ফ্যাসিস্ট সরকারের কাছে মুক্তি চেয়েও লাভ নাই। স্যার, আপনাকে ভালোবাসি আল্লাহ ভরসা প্রিয় নেতা।✌️💝

22/05/2020

👉অধিকার করতে আদায়
লড়তে হবে সবকে বলো,,,,

এ লড়াই আসছে ঘনে
প্রস্তুতি নাও সামনে চলো।__✊✌✊

19/05/2020

যে কারণে বেগম খালেদা জিয়া ভালো নেই, জানালেন মির্জা আলমগীর

✍ বাবুল তালুকদার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসভবন ‘ফিরোজা’য় শারীরিকভাবে মোটও ভালো নেই, তবে মানসিকভাবে তিনি ‘একটু ভালো’ আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা আলমগীর বলেন, উনি (খালেদা জিয়া) আমাকে ডেকে ছিলেন, আমি গিয়েছিলাম। উনার অসুস্থতার খবরগুলো জানার চেষ্টা করেছি। বাসায় আসার কারণে নিঃসন্দেহে মানসিকভাবে তিনি মুক্তি পেয়েছেন। সে কারণে তিনি মানসিক দিক দিয়ে একটু বেটার আছেন। আর স্বাস্থ্যগত দিক থেকে এবং অসুখের দিক থেকে, মোটেও ইম্প্রুভমেন্ট হয় নাই। উনার তো চিকিৎসাই হচ্ছে না। কারণ হাসপাতাল তো বন্ধ প্রায়। হাসপাতালে গিয়ে তিনি পরীক্ষা করবেন, সেই সুযোগও নেই।

মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, শর্ত দিয়েছে যে, উনি বাইরে যেতে পারবেন না। অন্যান্য দেশগুলোতে একই অবস্থা। লকডাউন, যোগাযোগ সবই বন্ধ। সেই কারণে চিকিৎসার সুযোগটিও পাচ্ছি না। উনার ব্যক্তিগত যে সব চিকিৎসক রয়েছেন, তাদের সাথে পরামর্শ করে চিকিৎসা কনটিনিউ করছেন।

উল্লেখ্য, গত ১১ মে রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। মুক্তির পর এটি তার প্রথম সাক্ষাত। গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাস সাজা স্থগিত রেখে সরকার খালেদা জিয়াকে মুক্তি দেয়। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থেকে নিজের বাসায় উঠেন অসুস্থ বেগম জিয়া। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে কোয়ারেনটাইনে চলে যান। ফলে নেতারা কেউ খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করছেন না।

19/05/2020

আমি গর্বিত আমি ছাত্রদলের কর্মী,
আমি গর্বিত এই মহতি কাজের অংশ হতে পেরে।
সারাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ৩,৬৯,৮৬২ টি পরিবারের নিকট খাদ্যসামগ্রী, মাস্ক, সাবান ও হ্যান্ডস্যানিটাইজার পৌঁছানো হয়েছে ।

আমি গর্বিত, আমি ছাত্রদল করি।

Photos from BNP's post 18/05/2020

#মানবতার_সেবায়_ছাত্রদল

দেশনায়ক #জনাব_তারেক_রহমানের নির্দেশে
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গুম, খুন ও নির্যাতিত ঢাকা মহানগর এর ৩১টি পরিবারকে আজ ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব #রুহুল_কবির_রিজভী

বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক #মোঃআমিনুল_হক

কেন্দ্রীয় ছাত্রদলের #সভাপতি_সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় ছাত্রদল এর নেতৃবৃন্দ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি
#মোক্তাদির_হোসেন_তরুর
সার্বিক ব্যবস্থাপনায় ত্রানকার্য পরিচালনাকরা হয়।

18/05/2020
16/05/2020

সম্ভাবনার তারুণ্য নিয়ে রয়েছে ভবিষ্যৎ
নিশ্চিত এসে গড়বে নতুন সোনালী আলোর পথ। জাগবে গর্ব মুখর স্বদেশ মহা দুর্যোগ শেষে .........।।

15/05/2020

একজন মা’কে জিজ্ঞেস করা হয়েছিল সন্তান নাকি দেশ?
উওর দিলেন দেশ!!
এর পর নেমে এলো তাঁর দুই সন্তান এর উপর অমানুষিক নির্যাতন।
এক সন্তানের পায়ের হাড়গুলো ভেঙ্গে দেওয়া হলো। আরেক সন্তান কে ইলেকট্রিকের সাহায্যে ব্রেন ড্যামেজ করে দেওয়া হলো। এরপর সেই মাকে জিজ্ঞেস করা হলো সন্তান না কি দেশ!!?
উনি কাঁদলেন!
চোখের পানি ফেলতে ফেলতেই বলছেন-এই দেশ আমার মা-এই দেশ আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বপ্ন! আমি আমার মায়ের কাছে থাকবো! আমার স্বামীর স্বপ্নের দেশেই থাকবো।
আমি আমার দুই সন্তান কে আল্লাহ্ কাছে সঁপে দিয়েছি! আমি বেঁছে থাকবো আমার ১৬কোটি সন্তান এর মাঁঝে!!

15/05/2020

অসাধারণ একটি ছবি মা এবং ছেলের

Photos from BNP's post 15/05/2020

"ইতিহাস বলে কথা"

শহীদ পপ্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্তর্জাতিক রাষ্ট্রের সাথে কিভাবে সু সম্পর্ক
গড়ে তুলেছিলেন?


রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর জিয়া বাংলাদেশের কূটনৈতিক নীতিমালায় বিশেষ পরিবর্তন আনেন । মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রতি বিভিন্ন আন্তর্জাতিক পারমাণবিক শক্তির দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বিশেষ একটি কূটনৈতিক অবস্থানের সৃষ্টি হয়, যার ফলে বাংলাদেশের সাথে প্রতিবেশী ভারত সহ সোভিয়েত ইউনিয়নের বন্ধুতা অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক নৈকট্য গড়ে তুলেছিল । রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক স্নায়ু যুদ্ধের তৎকালীন পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির উল্লেখযোগ্য সংস্কার করেন যার দুটি মূল দিক ছিল সোভিয়েত ব্লক থেকে বাংলাদেশের সরে আসা ও মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সুসম্পর্ক স্থাপন করা । জিয়াউর রহমান সোভিয়েত ইউনিয়ন ব্যাতীত প্রাচ্যের আরেক পারমাণবিক শক্তি চীনের সাথে সুসম্পর্ক স্থাপনে উদ্যোগী হন । তাঁর পররাষ্ট্রনীতি সংস্কার প্রক্রিয়ার আওতায় আরও ছিল বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের সাথে সম্পর্কের স্বাভাবিকীকরণ, যে সম্পর্কে স্বাধীনতার পর থেকেই শৈতল্য বিরাজ করছিল ।

মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের সুবিধা ও উপকারিতা বাংলাদেশ আজও পুরোমাত্রায় উপভোগ করছে, কেননা বর্তমানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যে বিপুল পরিমাণ বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে পরিণত হয়েছে তার রূপরেখা জিয়াই রচনা করে গিয়েছিলেন । এক্ষেত্রে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে স্থাপিত সম্পর্ক অনেকটা অর্থনৈতিক হলেও যুক্তরাষ্ট্র ও চীনের সাথে স্থাপিত সম্পর্কে সামরিক ও নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলোও প্রাসঙ্গিক ছিল । বিশেষ করে চীনের সাথে বন্ধুত্ব স্থাপন করার মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পূণর্গঠনের কাজ অনেকটা তরান্বিত করেছিলেন । বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারের দিকে তাকালে সেই সত্যই প্রতিফলিত হয় । সামরিক পূণর্গঠনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রর সাথে উন্নত কূটনৈতিক সম্পর্কের কারণে জিয়া রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমানের আধুনিকীকরণও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন । এছাড়াও প্রেসিডেন্ট জিয়ার পররাষ্ট্র নীতির সাফল্যে বাংলাদেশ ১৯৭৮ সালে শক্তিশালী জাপানকে হারিয়ে প্রথমবারের মত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ ।

মেজর, স্বাধীনতার ঘোষক , বীর-উত্তম মুক্তিযোদ্ধা #শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান"
কিভাবে আন্তর্জাতিক রাষ্ট্রের সাথে কুটনৈতিক কে অপেক্ষা করে, সু সম্পর্কে গড়ে তুলে ছিলেন, তরুণ প্রজন্ম জানুক!

আল্লাহ তুমি বাঙ্গালীর বীর মহান নেতাকে জান্নাতের উচ্চা স্থানে জায়গা দিয়ো!

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক
বাংলাদেশ চিরজীবী হোক

"বাংলাদেশ জিন্দাবাদ "

14/05/2020

১৯৮৮ সালের প্রলয়ঙ্করী বন্যায় বন্যাদুর্গত মানুষদের খোঁজ নিতে বহু প্রতিকূলতা অতিক্রম করে নিজেই গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণ্যের চিন্তা করতেন তার প্রমান এই ধরনের জনমুখী কাজ।

মহান আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে আমাদের মাঝে আবার সুস্থ ভাবে ফিরিয়ে দেন এই প্রত্যাশা করি।

নতুন প্রজন্ম একবারের জন্য হলেও দেখুক বেগম খালেদা জিয়া কেমন বন্যাদুর্গত সময় কিভাবে গরিব অসহায় মানুষের পাশে থাকতেন!

Want your organization to be the top-listed Government Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পুলিশকে বিএনপির প্রশ্ন ! কাকে রক্ষা করতে বুকে গুলি চালাচ্ছেন ?
পুলিশকে বিএনপির প্রশ্ন ! কাকে রক্ষা করতে বুকে গুলি চালাচ্ছেন ?

Website

Address


Dhaka

Other Political Parties in Dhaka (show all)
Socialist Party of Bangladesh Socialist Party of Bangladesh
23/2 Topkhana Road, Dhaka-1000
Dhaka

A genuine proletarian revolutionary party as well as an uncompromising revolutionary force.

Communist Party of Bangladesh Communist Party of Bangladesh
2, Comrade Moni Singh Road
Dhaka, 1000

The Party for the Working Class and Progressives.

Al Mamun Al Mamun
66, Pioneer Road Kakrail
Dhaka, 1000

President, Jatiyo Chatra Samaj Central Executive Committee

Ramna Thana Awamileague, Dhaka Mohanagar, Dokkhin Ramna Thana Awamileague, Dhaka Mohanagar, Dokkhin
Ramna
Dhaka, 1217

Ramna Thana Awamileague is a part of Dhaka Dokkhin Awamileague

BNP -বি এন পি BNP -বি এন পি
28/1 VIP Road, NAYA PALTON
Dhaka

- BNP Media Cell - Bangladesh Nationalist Party - Fighting for a democratic. Bangladesh.

Md Raju Chowdhury Md Raju Chowdhury
Dhaka

I am Raju Chowdhury, everyone follow me, thank you all for being with me,

Bangladesh Jatiyatabadi Gonotantrik Nagorik Dal Bangladesh Jatiyatabadi Gonotantrik Nagorik Dal
Dhaka
Dhaka

বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক নাগরিক দল এর অফিশিয়াল পেজ৷ Official page of Bangladesh Nationalist Democratic Citizens Party,

Toxic Gaming Toxic Gaming
কোনাপাড়া ডেমরা, ঢাকা।
Dhaka, 1362

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ----জয় বাংলা জয় বঙ্গবন্ধু---🫡

Rayhan Al Hasan Rayhan Al Hasan
Kapasia
Dhaka, 2022

Saifu rahaman Saifu rahaman
Dhaka

saifurahamanopcial