Durbiin Book Shop

Online Book Shop

27/04/2023

"প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবেচিন্তে করো। কারণ, অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে
সবাই সুদসহ ফেরত দেয়।"

-চাণক্য

08/03/2022

মেডিকেল অফিসার হিসেবে ভুবন নগর স্বাস্থ্য কেন্দ্রে মাত্রই যোগ দিয়েছে লায়লা। কিছু দিনের ভেতরেই লায়লা বুঝতে পারলো যে স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে চলছে সীমাহীন দুর্নীতি আর অনিয়ম। এসব নিয়ে খোঁজ করতে গিয়ে অফিসের বড় কর্মকর্তাদের বিরাগভাজন হলো সে। জানতে পারলো ঝুমঝুমি নামের একজন মেডিকেল অফিসার এসবের প্রতিবাদ করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল।

এর মাঝে একদিন ভুবন নগরে আর ঝিনাইদহের কাছে একই সময় ভূপাতিত হলো দুটো যুদ্ধ বিমান। ঘটনার তদন্তে ভুবন নগর এলো গোয়েন্দা ইন্সপেক্টর লাবণি। একের পর এক বেরিয়ে আসতে থাকলো চাঞ্চল্যকর তথ্য। শর্ষে থেকে বেরিয়ে এলো ভুত, কেঁচো খঁড়তে বেরিয়ে এলো ভয়ংকর সাপ। #ঝুমঝুমি_কি_বেঁচে_আছে?

ঝুমঝুমি কি বেঁচে আছে?
এশরার লতিফ
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/UAmTRsf

13/02/2022

"নিলুফার ইয়াসমিন ঊষা"- এর নতুন বই "আজও ভালোবাসি" প্রি-অর্ডার করুন ৩০% ছাড়ে !

আজও ভালোবাসি
নিলুফার ইয়াসমিন ঊষা
TK.479
প্রি-অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/KPe7bgM

কিছু ভালোবাসার অন্ত কখনো মধুর হয় না। এমন ভালোবাসায় থাকে তো কেবল অপেক্ষা। তাকে পেয়েও না পাওয়ার যন্ত্রণা। আমাদের গল্পটা এমনই। আমি তার গল্পের অপ্রয়োজনীয় এক চরিত্র অথচ আমার সম্পূর্ণ গল্প জুড়ে কেবল সে। তার গানের সুরে আমার হৃদয় দোলে অথচ অন্যকারো হাসিতে তার মন জুড়ে। এ কোন মায়া নগরীতে হারিয়ে গেলাম আমি? আমি তো এই জন্মে কেবল তাকে ভালোবাসতে চেয়েছিলাম। হয়তো এই ভালোবাসাটাই অপরাধ আমার।

আর এই ভালোবাসাই আমার দণ্ড। ভালোবাসায় এই মন তার নামে লিখে বিসর্জন করলাম আমি নিজেকে। আচ্ছা, যারা হৃদয় থেকে ভালোবাসে তারাই কী দুঃখবিলাসে হারায়? এত বেদনা সহ্য করেও কেন আজও এই মন কেবল তাকেই ভালোবাসে? ও'গো শুনো, তোমার ভালোবাসায় আমি কেবল দুঃখে পুড়েছি তবুও তোমার ভালোবাসার বিসর্জন দেবার ক্ষমতা আমার নেই।

27/01/2022

ইতি স্মৃতিগন্ধা - সাদাত হোসাইন

19/01/2022

একটা জাতির সবচেয়ে মূল‍্যবান সম্পদ হলো তারুণ‍্য। তরুণদের পরিচর্যা করতে হয়। সমাজকে তাদের পাশে দাঁড়াতে হয়। তাদের ভিত তৈরি করতে হয় সততা, মেধা, দক্ষতা ও দায়িত্ববোধ দিয়ে। তাদের ভিতর থেকে বের করতে হয় সম্ভাবনা। তরুণদের সম্ভাবনা বের করতে সমাজে তৈরি করতে হয় যুগোপযোগী বিভিন্ন ক্ষেত্র। যে দেশে বৈশ্বিক চ‍্যালেঞ্জ নেয়ার মতো তরুণ সমাজ আছে, সে দেশটাই বিশ্বে উন্নত। আর এই তরুণদের গড়তে প্রয়োজন বিশ্বমানের শিক্ষা, বিদ‍্যালয় ও শিক্ষক। বিশ্বমানের প্রাতিষ্ঠানিক অবকাঠামো।

বৈশ্বিক চ‍্যালেঞ্জ নেয়ার মতো তরুণ জনগোষ্ঠী কালক্রমে সামাজের সবচেয়ে ত‍্যাগী এবং অভিজ্ঞ একটা জনশক্তিতে পরিণত হয়। তাদের হাত দিয়ে আবার গড়ে উঠে অনাগতকালের নতুন প্রজন্ম। গড়ে উঠে কালোত্তীর্ণ তারুণ‍ সমাজ তৈরির এক সংস্কৃতি। স্বাধীনতার অর্ধশত বছরে দাঁড়িয়ে, বাংলাদেশের স্বপ্ন চোখে সেই তারুণ‍্যকে গড়ার ফোকাস থাকতে হবে গভীর। থাকতে হবে সুস্পষ্ট ও নির্দিষ্ট রূপরেখা। অণুপ্রবন্ধের এই বইটিতে, পাঠক সেই রূপরেখারই কিছু সাবলীল বর্ণনা খুঁজে পাবেন।

বাংলাদেশের স্বপ্নচোখ
রউফুল আলম
TK. 210
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/YIYoE9H

14/01/2022

বিছানা ছেড়ে ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ায় রুপকথা। দূর আকাশে শুকতারাটা জ্বলজ্বল করছে। সেদিকেই চেয়ে একমনে ভাবে সে। দুটো বছর কেমন তড়িৎগতিতে কেটে গেল। ভালোই তো চলছিল সব। জীবনে হঠাৎ এমন ভয়ানক ঝড় না এলেও তো পারতো। এই বুঝি স্রষ্টার নিয়ম! শব্দ,ছন্দ,বেগ,আবেগের মাঝে এক টুকরো বিষম কালো মেঘ এনে জড়ো করা।

‘ষড়ঋতুর মতো
বুকের মাঝেও ঋতু বদলায়,
রঙ পালটায়।
আর তার সাথে পাল্টায় মানুষ।‘

ঠিক যেমন ঋতুভেদে রুচির সাথে সাথে শরীরের পোশাকের পরিবর্তন হয়। আচ্ছা, মানুষের জীবনে কি অমন পরিবর্তনের সত্যিই দরকার আছে? জীবন নিশ্চয় পোশাক নয়। কিছু রুচি, কিছু অনুভূতি আজীবনের জন্য তো ধরে রাখা চায়। নাহলে শেষ বয়সে এসে মানুষ কী আঁকড়ে ধরে বাচবে?

তবু বেধে রাখি মন
সুহাসিনী
TK. 210
প্রি-অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/JIgQ1es

28/12/2021

সময় ১৯৫৬। মতিউর পড়তে যাবেন পশ্চিম পাকিস্তান বিমানবাহিনী স্কুলে। প্রথমবারের মতো আমাদের দুর্মর পাইলট চড়বেন বিমানে। জড় প্লেন সি-১৩৩ জানে না, কাকে নিয়ে টেকঅফ করবে আজ এই শেষরাতে!

মতিউরের এই উড়াল একটি নতুন ইতিহাসের জয়যাত্রার দিকে। যেখানে শত বছরের পুরোনো কাজলদীঘিতে ফুটবে টকটকে লাল শাপলা। জয়ের জন্য মুখিয়ে থাকা জাতির হাতে সোনালি বিকেলে ধরা দেবে স্বাধীনতার অনন্য ফুল। শত্রুর ঘাঁটিতে ফেলে আসা প্রিয়মুখ মাহীন, তুহিন, মিলি। জীবন বাজি রাখা এক অবিশ্বাস্য পরিকল্পনা। মাতৃভূমির স্বাধীনতার জন্য এক রুদ্ধশ্বাস অভিযান। উত্তেজনার পারদের বারংবার ওঠানামা। ভয়ংকর রোমাঞ্চকর এক যাত্রা। আর মাত্র মিনিট দুইয়ের দূরত্ব! দুর্মর পাইলট সেই রুদ্ধশ্বাস ও গতিময় সময়ের উপাখ্যান।

দুর্মর পাইলট
রাহাত রাস্তি
TK. 420
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/wUbmtkz

28/12/2021

সঞ্জীব চৌধুরীর গানকবিতা সমগ্র "তোমাকেই বলে দেব"। এই গ্রন্থে তাঁর প্রকাশিত সকল লিরিক একসাথে স্থান পেয়েছে। গ্রন্থটি সংকলন ও সম্পাদনা করেছেন জয় শাহরিয়ার।
সঞ্জীব চৌধুরী তাঁর ব্যান্ড দলছুটের মাধ্যমে জয় করেছিলেন শ্রোতাদের হৃদয়। ২০০৭ সালের ১৯ নভেম্বর ইহলোক ত্যাগ করেন এই ক্ষণজন্মা সংগীত ব্যক্তিত্ব।

তোমাকেই বলে দেব
সঞ্জীব চৌধুরী
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/zUbe4rq

23/12/2021

আপনি যদি মনে করেন আপনি একজন পার্সন, তবে আপনি একটা ব্র্যান্ড। প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি আপনার ব্র্যান্ড ম্যানেজ করছেন ? আপনি একজন চাকুরীজীবি, পেশাজীবী বা উদ্যোক্তা হলে আপনার পদোন্নতি, সাফল্য বা মুনাফার সাথে আপনার ব্যাক্তিগত সুনামের সম্পর্ক সমানুপাতিক।

ব্যাক্তি ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার পরীক্ষিত, প্রমাণিত মূলনীতি ও আদর্শ চর্চা নিয়ে লেখা এ বই আপনার ব্যক্তি ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে অরুচি এবং আলস্য দূর করবে। আত্মউন্নয়ন এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ে বিনিয়োগে উদ্যোগী করবে। নতুন উদ্যোগে অনুপ্রাণিত করবে। এছাড়া এ বই থেকে সোশ্যাল কন্টেন্ট তৈরি ও মার্কেটিংয়ের কিছু গুপ্ত জ্ঞান অর্জন করবেন যা জনসম্মুখে বলা যায় না।

পার্সোনাল ব্র‍্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া
সজল রোশন
TK. 319
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/aUaqb7r

09/12/2021

www.durbiin.com

05/12/2021

আধুনিকতা নামক অসম মানসিকতার পরিমন্ডলে বেড়ে ওঠা তরুণী মিমলি। যে পরিবারে দায়বদ্ধতার দেয়াল নেই। একেবারে নিজের মত করে বেড়ে ওঠা এই বুনোপাখি জনারণ্যে নিজেকে একা আর আনকোরা দেখতে পায়। প্রভাবশালী বাবার উদাসিনতা আর মায়ের অতিমাত্রার উন্নাসিকতার মাঝে নিজের অবস্থান নিয়ে নিজেই বিভ্রান্ত বোধ করে৷ জীবনটাকে কোন ছকে ফেলতে পারেনা।

ফলে খামতিগুলো ঢাকতে প্রয়োজন হয়ে পড়ে বেপরোয়া আচরণের। তখনও জানেনা এর খেসারত কতটা ভয়াবহ। ফলে সভ্য সমাজের পাতা ফাঁদগুলোতে পা রাখার সময় বুঝে উঠতে পারেনা। যখন পারে তখন প্রচন্ড দিশেহারা বোধ করে। জনারণ্যের কিছু বাজপাখির ধারাল নখর থেকে বাঁচতে গিয়ে ভুল করে ঢুকে পড়ে কারো হৃদয়ারণ্যে। ওটা অভয়ারণ্য বুঝতে পারলেও বসত গাড়ার অনুমতি পায়না। দিশেহারা বুনোপাখি এখন কোথায় যাবে ! এমনই এক পোষমানা দুষ্ট বুনোপাখির গল্প নিয়ে রচিত রোমাঞ্চকর উপন্যাস হৃদয়ারণ্যে বুনোপাখি।
হৃদয়ারণ্যে বুনোপাখি
মোর্শেদা হোসেন রুবি
TK. 300
প্রি-অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/GYgFRuv

04/12/2021

কিছু প্রতিশ্রুতি ও সুসংবাদ নিয়ে আলোচনার প্রয়াস যা কোনো মানুষের প্রতিশ্রুতি নয়, বরং সেই সত্তার প্রতিশ্রুতি, যিনি কখনো তা ভঙ্গ করেন না এবং স্বীয় বান্দাদের নিরাশ করেন না। তবে আজ তারা সেসব প্রতিশ্রুতি কেন বিস্মৃতির গহ্বরে নিক্ষেপ করেছে! অথচ কুরআনের অসংখ্য আয়াত ও নবিজির হাদিস এসব প্রতিশ্রুতিতে ভরপুর। এটা কি কুরআন-সুন্নাহ বিষয়ে অজ্ঞতার কারণে নাকি প্রতিশ্রুতির শর্তসমূহ পূরণে আলস্যের কারণে?

প্রতিশ্রুতি বিষয়ে সন্দেহ নাকি যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তাঁকে নিয়ে কোনো সংশয়? নাকি পথের দীর্ঘতা তাদের হাঁপিয়ে তুলেছে বা শত্রুদের উপর্যুপরি আক্রমণ তাদের ক্লান্ত করে দিয়েছে? অথবা অত্যাচারীদের প্রভাব-প্রতিপত্তি তাদের সন্ত্রস্ত করে দিয়েছে? কিংবা শত্রুদের সংখ্যাধিক্য ও উলামায়ে কিরামের কৌশলগত ত্রুটি তাদের অকৃতার্থ করে দিয়েছে? যদি এগুলো কিছুই না হয়, তাহলে কেন এই নীরবতা!

সামনে অগ্রসর হও, আঘাত করো শক্ত পদে ধূসর ভূমিতে, আকাশসম সাহস নিয়ে হতাশার উপত্যকা থেকে ফিরে এসো। তোমার আশাগুলো শুধু তোমার রবের সাথে সংযুক্ত করো তাঁর উপত্যকার শীতল পানিতে গোসল ও পান করার জন্য। এটি আম্বিয়ায়ে কিরামের পথ। এ পথে রয়েছে উত্তম সাথিদের পদচিহ্ন। তাই এ পথ আগলে ধরো। কারণ, এটি নাজাতের চাবিকাঠি। তোমার অন্তরকে তা দ্বারা সিঞ্চিত করো। এটি জীবনের অমৃত সুধা। এ দুনিয়ায় তোমাকে স্বাগত।

মুমিনের সুসংবাদ
ড. খালিদ আবু শাদি
TK. 175
প্রি-অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/WYsQQvZ

03/12/2021

পাকিস্তানি সৈন্যরা বন্দী করে নিয়ে যাচ্ছে শেখ মুজিবকে। নিয়ে যাচ্ছে অজানার উদ্দেশে। ৩২ নম্বরের বাড়ি থেকে দেয়াল টপকে বেগম মুজিব আশ্রয় নিয়েছেন পাশের বাড়িতে। হত্যাকাণ্ড চলেছে বাংলাজুড়ে। প্রতিরোধ গড়ে তুলছে বাঙালি সৈন্য, পুলিশ, ইপিআর, আনসার আর ছাত্রজনতা। শেখ মুজিবকে নেওয়া হলো পশ্চিম পাকিস্তানের কারাগারে, গোপন সামরিক আদালতে তাঁর মৃত্যুদণ্ড ঘোষণার আয়োজন চলছে।

সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত হলো প্রবাসী বাংলাদেশ সরকার। লাখ লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিল ভারতের মাটিতে। মুক্তিবাহিনী গঠিত হলো। মুজিবনগর সরকারের বিরুদ্ধে চলছে নানা ষড়যন্ত্র। এরই মধ্যে মুক্তিযোদ্ধারা সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনীর নাভিশ্বাস তুলে ফেলেছে। পারমাণবিক অস্ত্রবাহী মার্কিন সপ্তম নৌবহর রওনা হয়েছে বঙ্গোপসাগরের দিকে। মুক্তিবাহিনী মিত্রবাহিনী এগিয়ে চলেছে ঢাকা অভিমুখে। বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও যুদ্ধ এক অনিঃশেষ মহাকাব্য। আনিসুল হকের উপন্যাসধারা যারা ভোর এনেছিল-এর ষষ্ঠ ও শেষ পর্ব রক্তে আঁকা ভোর সেই মহাকাব্যিক বিশালতা ধরার প্রয়াস।

রক্তে আঁকা ভোর
আনিসুল হক
TK. 788
অর্ডার লিঙ্কঃ https://durbiin.com/book/durbin-rokte-aka-vor

30/11/2021

জনপ্রিয় লেখক ‘‘সজল রোশন’’-এর নতুন বই ‘‘পার্সোনাল ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া’’ প্রি-অর্ডার করুন নিশ্চিত ২৫% ছাড়ে!

পার্সোনাল ব্র‍্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া
TK. 319
প্রি-অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/YT72okg

আপনি যদি মনে করেন আপনি একজন পার্সন, তবে আপনি একটা ব্র্যান্ড। প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি আপনার ব্র্যান্ড ম্যানেজ করছেন ? আপনি একজন চাকুরীজীবি, পেশাজীবী বা উদ্যোক্তা হলে আপনার পদোন্নতি, সাফল্য বা মুনাফার সাথে আপনার ব্যাক্তিগত সুনামের সম্পর্ক সমানুপাতিক। ব্যাক্তি ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার পরীক্ষিত, প্রমাণিত মূলনীতি ও আদর্শ চর্চা নিয়ে লেখা এ বই আপনার ব্যক্তি ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে অরুচি এবং আলস্য দূর করবে। আত্মউন্নয়ন এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ে বিনিয়োগে উদ্যোগী করবে। নতুন উদ্যোগে অনুপ্রাণিত করবে। এছাড়া এ বই থেকে সোশ্যাল কন্টেন্ট তৈরি ও মার্কেটিংয়ের কিছু গুপ্ত জ্ঞান অর্জন করবেন যা জনসম্মুখে বলা যায় না।

30/11/2021

এই বইয়ে তাই আমরা কুরআনে বর্ণিত বনী ইসরাইলের কাহিনী ধারাবাহিকভাবে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি কিভাবে আমরা এক উম্মাহ থেকে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম- এই তিনটা ভাগে ভাগ হয়ে গেলাম।

এই বইটা তাই ‘শিকড়ের সন্ধানে’ লিপ্ত হওয়ার একটা বিনম্র প্রচেষ্টা; আমরা কেন মুসলিম, ইহুদি বা খ্রিস্টানদের সাথে আমাদের বিশ্বাস ও আচারের পার্থক্যটা কোথায়, সেটা আবিষ্কারের একটা যাত্রা। এটা আয়নার সামনে দাঁড়িয়ে কুরআনের ঘটনাগুলোর একটা নির্মোহ বিশ্লেষণ। নিজের অজান্তেই আমরাও কি ধারণ করে চলেছি সেই একই বৈশিষ্ট্যসমূহ, যার জন্যই আল্লাহ পূর্ববর্তীদের তিরষ্কার করেছেন? আমরা কি তাদের অন্তর্ভুক্ত, কিয়ামতের দিন তাদের যাদের ব্যাপারে অভিযোগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে। (সূরা ফুরক্বান, আয়াত : ৩০)

শিকড়ের সন্ধানে
হামিদা মুবাশ্বেরা
TK. 300
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/PT7jjZC

30/11/2021

রাফাতের বয়সী ছেলেমেয়েরা যখন ভিডিও গেম খেলে, মুভি দেখে, বসে বসে গল্প করে সময় কাটায়, রাফাত তখন গণিতের বিভিন্ন মজার বিষয় নিয়ে গবেষণা করে। সে গণিতের অনেকগুলো ম্যাজিক ট্রিক্স আবিষ্কার করে। রাফাত প্রায়ই এই ম্যাজিক ট্রিক্সগুলো তার বন্ধুদের দেখায়। এগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। রাফাতের দেখানো ম্যাজিকগুলো বন্ধুদের এতটাই মুগ্ধ করে যে একদিন বন্ধুরা তাকে ‘গণিতের জেমসবন্ড’ উপাধি দেয়।

প্রকৃতপক্ষে রাফাত এখানে একটি প্রতীকী নামমাত্র। গণিত ভালোবেসে যারাই গণিতকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তারা সবাই গণিতের জেমসবন্ড।

গণিতের জেমস বন্ড
মোত্তাসিন পাহলভী
TK. 225
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/OT4G6FJ

28/11/2021

Think Like CEOs - What is it?

Many individuals aspire to be a CEO but very few turn into one. To unravel the mystery of why some corporate executives go on to become leaders and some don't, The Daily Star conducted a candid series of talks with 20 eminent business leaders of Bangladesh over Facebook LIVE sessions from September 2020 to February 2021. It's called 'The Chief Executive Show', and the series informs well on the vital traits that make a CEO — the leader responsible for making the high-stakes decisions, guiding teams, nurturing talent, selling ideas, managing crises and moving mountains for the company. 'Think like CEOs' bottles up the in-depth interviews and presents the business and life lessons of the corporate trailblazers. This is how CEOs run the show, and this will guide you to prepare yourself to have a mindset of a CEO.

Think Like CEOs
মো. তাজদীন হাসান , শুভাশীষ রায়
TK. 80
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/IT0Huhx

27/11/2021

আল্লাহর রাব্বুল আলামীন এ দুনিয়ার জীবন মানব জাতির জন্য পরীক্ষার ক্ষেত্র হিসেবে সৃষ্টি করেছেন। দুনিয়ার জীবন পরিসমাপ্তি হয়ে যাওয়াকে বলা হয় কিয়ামত। কিয়ামত সংঘটিত হবার পূর্বে বিশেষ কিছু আলামত প্রকাশ হবে।

যা আলামতে কুবরা ও আলামতে সুগরা নামে পরিচিত। কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পর অনন্ত যে জীবনর শুরু হয়ে যাবে তাকে বলা হয় আখিরাতের জীবন। দুনিয়ার জীবনের শেষ আছে আর আখিরাত জীবনের শুরু আছে। কিয়ামত ও আখিরাতের অনন্ত জীবন সম্পর্কে একজন ঈমানদার হিসেবে পূর্ণ একটি ধারণা থাকা চাই।

মৃত্যুর পর অনন্ত যে জীবন
প্রফেসর মুহাম্মদ ইকবাল কিলানী
TK. 210
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/0TMdbQ0

25/11/2021

ইচ্ছে ছিল গল্প খুঁজব। বেদনার বেনোজলে ভাসতে ভাসতে মৃত্যু, জরা, হতাশা, কষ্টের গল্পের জন্য ছুটব। হারাব। সেই জাদুর ট্রেনটা কোথায় ? কিশোরীর চোখের পলকের মতন তিরতির করে কাঁপা কুপির আলোয় পার করে দিতে চাই গল্পে গল্পে রাত। মায়ের খবর, বাবার খবর, বোনের খবর, ভাইয়ের খবর, পোষা বেড়ালের খবর নিতে হবে। এই, তুমি কেমন আছো? তোমার খবর নেওয়া হলো না। তোমার গল্পটা? আমি ভালো নেই। কষ্টে আছি। দুঃখ ফেরি করি। কত গল্প করার ছিল ! #কিস্‌সাপূরণ

অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/ATCtf54

25/11/2021

বঙ্গবন্ধু বাঙালি জাতির কাছে মহামানবতুল্য। তাঁর বৈপ্লবিক জাগরণ ও আন্দোলনে বাংলাদেশের স্বাধীন সত্তার অভ্যুদয় ঘটে। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ।

বঙ্গবন্ধুর বংশ পরিচিতি, শৈশব-কৈশোর, শিক্ষা, রাজনৈতিক জীবন ইতিহাস সৃষ্টিকারী বিচিত্র ঘটনা, ভাষা-আন্দোলন, ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, কারা-জীবন, ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, স্বদেশ প্রত্যাবর্তন, রাষ্ট্রপরিচালনা-রাষ্ট্রদর্শন, অবদান, আন্তর্জাতিক খ্যাতি-সন্মান অর্জন, ৭৫-এ সপরিবারে মহাপ্রয়াণ, তাঁকে নিয়ে উপলব্ধি ইত্যাদি বিষয়ে অধিক গুরুত্বারোপ করা প্রবন্ধগুলো এখানে সংকলিত ও সম্পাদিত হয়েছে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে অর্থাৎ মুজিব বর্ষে তাঁর বহুমাত্রিক মূল্যায়নের উপর দেশ-বিদেশের প্রথিতযশা বুদ্ধিজীবি, রাজনৈতিক, লেখক ও গবেষকদের বাছাইকৃত ১০২টি প্রবন্ধ-নিবন্ধ গ্রন্থটিতে ধারাবাহিকভাবে সন্নিবেশিত হয়েছে যা তথ্যনিষ্ঠ ও গবেষণালব্ধ । গ্রন্থটি পাঠক, গবেষক, রাজনীতিক ও নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞানার্জনে সহায়ক এবং সমাদৃত হবে এমনটিই প্রত্যাশা।

মুজিববর্ষের শতভাবনা
হরেন্দ্রনাথ বসু
TK. 487
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/1TXRCgm

24/11/2021

ফেসবুক মার্কেটিং টিপস যা আপনার সেল বাড়াবে ...........

১) ফেসবুক এলগোরিদম কীভাবে কাজ করে, রিচ কীভাবে বাড়বে সেটা জানতে পারবেন
২) ফেসবুকে অ্যাডের খরচ কীভাবে নির্ধারণ কারা হয়
৩) ফেসবুকে অ্যাড দেওয়ার ৫ টা দারুণ কৌশল
৪) পেজ ম্যানেজার টিপস ও ট্রিক্স
৫) অল্প টাকায় ব্যাবসা করার কিছু উপায়
৬) ফেসবুক আপডেট ২০২০, কিভাবে কাজ করতে হবে সামনের দিনগুলিতে ইত্যাদি
৭) প্রোডাক্ট ডেলিভারি হতে সময় লাগলে ক্লাইন্টকে কিভাবে সামলাবেন।
প্রোডাক্ট রেডি, কাস্টোমার রেডি, কিন্তু ডেলিভারি দেরি, এটা একদম একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অনেকগুলা ডেলিভারি কোম্পানি আছে বাজারে তারপরও এই সমস্যার সমাধান হচ্ছে না।

ফেসবুক মার্কেটিং
মোঃ আরিফুল ইসলাম
TK. 150
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/9TKeuok

23/11/2021

আমার হাওয়াই মিঠাই, চলো আমরা আবার ৯-১০ বছর পেছনে ফিরে যাই। কথা দিচ্ছি, এবার আর ভালোবাসা শেখাব না তোমায়। তোমার কাকচক্ষু জলের ওই দিঘিসুলভ চোখেও মরব না আর। তোমার প্রেমে...

শিকদার সাহেবের দিনলিপি
মৌরি মরিয়ম
TK. 170
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/qTHrb9f

23/11/2021

আদিম সমাজে যখন মানুষের মধ্যে পারস্পরিক বিনিময় প্রথার প্রবর্তন হয়, তখন থেকেই মানব জীবনের প্রতিটি পর্যায়ে বিশেষ করে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে নেগোসিয়েশন প্রক্রিয়ার অদৃশ্য হাত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লেখক এই বইয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিখ্যাত বিজনেসম্যানদের দৃষ্টান্ত তুলে ধরেছেন। প্রমাণ করার চেষ্টা করেছেন যে, কর্পোরেট জগতে একজন ব্যক্তির (ব্যবসায়িক কিংবা ক্যারিয়ারের ক্ষেত্রে) সফলতা লাভের জন্য নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি কার্যকর নেগোসিয়েশন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ।
যে-কোনো ব্যবসায়িক চুক্তিতে সফল হওয়ার ক্ষেত্রে কীভাবে সফলভাবে নেগোসিয়েশন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট অনুসরণীয় নীতিমালা এ গ্রন্থে বর্ণনা করেছেন। বইটি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এবং ব্যবসায়িক ক্ষেত্রে উত্তরোত্তর সফলতা লাভের জন্য একটি দৃষ্টান্তমূলক গাইডলাইন।
নেগোসিয়েশন
ব্রায়ান ট্রেসি
TK. 150
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/wTGPaEW

23/11/2021

ওর সাথে অন্তত আর একবার দেখা না হলে এই যন্ত্রণা লাঘব হবে না। কিন্তু কোথায় আছে সে? কেমন আছে? তার অস্তিত্বের একটুখানি সংবাদ পাবার জন্য আমার অতৃপ্ত মন ছটফট করে অহর্নিশি। কিন্তু সে আছে ধরা ছোঁয়ার বাইরে। তার পরিবারের সদস্যরাও নাকি তার কোনো হদিশ জানে না। এই রহস্যের সমাধান আমি কী করে করি? কে আমাকে সাহায্য করবে? কে আমার মনটাকে বুঝার মতো করে বুঝবে যে পাঁচ বছর কেন, পাঁচ শতাব্দী পার হয়ে যাবার পরেও ওকে আমি ভুলতে পারব না।

হৃদয়াক্ষী
ওয়াসিকা নুযহাত
TK. 585
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/XTGhfrG

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ইতি স্মৃতিগন্ধা - সাদাত হোসাইন
www.durbiin.com

Category

Telephone

Address


107/A New Elephant Road
Dhaka
1205

Other Book Stores in Dhaka (show all)
3C Book Store 3C Book Store
Dhaka, 1207

Book Shop

ফেমাস অনলাইন শপ ফেমাস অনলাইন শপ
বাংলাবাবাজ, ঢাকা-১১০০
Dhaka, 1100

e-commerce, online book shop,

পুঁথি কুটির পুঁথি কুটির
Dhaka, 1217

Assalamu Alaikum. Welcome to পুঁথি কুটির. Do you like to read books in your spar

Boimela Online Boimela Online
Shop-3, 40/41 Ahamed Complex Banglabazar
Dhaka, 1100

যে কোনো বই সহজেই অর্ডার করতে ভিজিট করুন 👇 https://boimelaonlinebd.com

Priyo Boi- প্রিয় বই Priyo Boi- প্রিয় বই
Modhubag Moghbazar
Dhaka

Isra Book Isra Book
Plot # 286 & 288, Apt # D-1, Road # 04, Avenue # 03, Mirpur DOHS
Dhaka, 1216

ISRA Book is a Bangladeshi online bookstore. Our main aim is selling and promoting Islami books.

MaktabahBd MaktabahBd
2nd Floor, 33/1-A, Opposite To Post Office, Banglabazar
Dhaka

পছন্দের বই সর্বাধিক ছাড়ে পেতে আমাদের ইনবক্স করুন..

Books From Yeasmin Books From Yeasmin
১০২/২/বি পুলপার বটতলা, কাটাসুর, মোহাম্মদপুর
Dhaka, 1207

Old & New Books (Depends on stock)

Ayan Book Gallery & Stationary Ayan Book Gallery & Stationary
38 Banglabazar
Dhaka, 1100

bookdoorbd.com bookdoorbd.com
Dhaka

bookdoorbd.com একটি বিশ্বস্ত অনলাইন বুকশপ

সায়েম বুক হাউজ এন্ড প্রিন্টিং সায়েম বুক হাউজ এন্ড প্রিন্টিং
Nilkhet Dhaka
Dhaka, 1205

সায়েম বুক হাউজ এন্ড প্রিন্টিং