Al-Haqq
আমাদের একটাই লক্ষ ও উদ্দেশ্য, বাংলাভা?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আহলি আরব হসপিটালে যখন হাজারো মানুষ চিকিৎসা নিচ্ছিল ঐ সময়ের বিমান হামলার ফুটেজ। নিহত প্রায় হাজারের কাছাকাছি। আল্লাহ হেফাজত করুন।
উসমানী খেলাফত আবার প্রতিষ্ঠিত হোক ❤️
মাল্টার বন্দিশালায় শায়খুল হিন্দ রহ. দৈনন্দিন আমল -
এক- এশার নামাজের পর সূরা মুলক ও বিভিন্ন অজিফা পাঠ করে রাত দশটার মধ্যেই শুয়ে যেতেন এবং দুইটার মধ্যে উঠে যেতেন। (আমাদের অনেকে দশটায় রাতের খানা খেয়ে দুইটাই ঘুমাতে যাই)
দুই- এরপর দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ ও ফজরের আজারে আগ পর্যন্ত নিম্নস্বরে জিকির করতে থাকতেন।
(তাহাজ্জুদের আমল আমাদের থেকে প্রায় উঠে গেছে)
তিন- ফজরের নামাজের পর থেকে ইশরাকের আগ পর্যন্ত একই জায়গায় বসে কুরআন কারীম তেলাওয়াত করতেন। তারপর ইশরাকের নামাজ পড়তেন
চার- ইশরাক নামাজ পড়ে পর সিদ্ধ ডিম ও এক কাপ চা দিয়ে নাস্তা করতেন। (তিনি অত্যন্ত শুকনো দেহের অধিকারী ছিলেন)
পাঁচ- এরপর জোহর পর্যন্ত মাওলানা আহমদ ওয়াহিদকে (যিনি মাওলানা হুসাইন আহমাদ মাদানী রহ. এর ভাতিজা) সুনানে আবু দাউদ, মিশকাতুল মাসাবীহ ও জামে তিরমিজি পড়াতেন।
ছয়- জোহরের নামাজের পর অল্প সময় হালকা বিশ্রাম করতেন। এরপর আসর পর্যন্ত কুরআন তেলাওয়াত করতেন। (আমাদের অধিকাংশ আকাবির দিনে ঘুমাতেন না। ফলে তাদের সময় অনেক বরকত হতো। আর আমাদের রাতের সব ঘুম দিনে কাফফারা আদায় করি।)
জালিম হু ইনসান বানাদে ইয়া আল্লাহ
ঘর মেরি দেওয়ার হঠা দে ইয়া আল্লাহ
হিন্দু মুসলিম বৈঠ খায়ে থালিমে
এইসা হিন্দুস্থান বানা-দে ইয়া আল্লাহ
মাওলানা সা’দ। যিনি এতো সুন্দর হিন্দু-মুসলিম ঐক্যের গান গাইলেন তাকেই মসজিদে নির্মমভাবে শহীদ করে দেয়া হলো।
মুসলমানের দোকান মনে করে রাতের অন্ধকারে এই হিন্দু ব্যক্তির রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দেয়। সব টাকা-পয়সা চুরি করে নিয়ে যায়।
আপনি রিজিকের সংকটে খুব কষ্টে আছেন?
তাহলে এই ভিডিওটি আপনার জন্যই?
মুফতি তাকি উসমানী দা.বা. এর আলোচনা।
বিশিষ্ট দাঈ জাকির নায়েক ব্যবসা করতেন । তার বিজনেস সম্পর্কে একটি গোপন কথা তিনি উল্লেখ করেছেন এভাবে -
আমাদের ব্যবসায় আমরা আল্লাহকে অংশীদার করি! ব্যবসার ৫১ ভাগ মুনাফা আল্লাহর রাস্তায় দান করতাম।
ব্যবসায় যদি আল্লাহকে অংশীদার বানাই, সেই ব্যবসা আল্লাহই দেখাশোনা করবেন। আমরা হাতেনাতে তার প্রমাণ পাই ।
আপনি যদি ব্যবসায় ১০০০ টাকা মুনাফার্জন করেন, ১০০ টাকা আল্লাহর রাস্তায় দান করেন। তারপর ২০০ টাকা, ৩০০ টাকা দান করেন ।
ব্যবসায় অর্জিত মুনাফার অর্ধেকের বেশি আল্লাহর রাস্তায় দান করলে দেখবেন যা দান করেছেন সেটার বরকত পাবেন। আমার সহকর্মীদেরকে আমি এই পরামর্শ দিই ।
আমরা দাওয়াতি কাজ থেকে এক টাকাও গ্রহণ করিনি । এমনকি যত অ্যাওয়ার্ড পেয়েছিলাম, তার সবগুলোই ওয়াক্ফ করে দিই। পুরস্কারের টাকা পর্যন্ত আমি গ্রহণ করিনি । আল্লাহ যখন আপনাকে সরাসরি দিচ্ছেন, আপনি কেন দাওয়াতের টাকা গ্রহণ করবেন?
এখানে একটি বিষয় পরিষ্কার করে নিই । দাওয়াতি কাজে টাকা গ্রহণকে আমি হারাম বলছি না। এটা জায়েজ। কিন্তু, আল্লাহ তো আমাদেরকে সরাসরি দান করছেন, তাহলে আল্লাহর কাজ করে কেন বেতন নেব?
- আমার জীবনের গল্প, ডা, জাকির নায়েক।
Alhamdulillah ❤️
What a cutie ❤️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Mohammdpur
Dhaka
Nayapaltan
Dhaka
Regardless of Shaquie Ahmed's various contribution towards the music scenario of Bangladesh, he has brought before some amazing and soothing lyrics which has been instantly appreci...
Dhaka
The journey of being a RJ from 2007 to till 2016 will always amaze me. I will always cherish the mem
Dhaka
‘Hanif Sanket’ has been the popular name in every walk of life throughout the country
Dhaka
http://jobsdhaka.com [email protected] join JobsDhaka.com http://www.facebook.com/group.php?gid=105384333345