Grammo Somvar

গ্রামের শতভাগ খাঁটি ও বিশুদ্ধ খাবার সরবরাহ করছি আমরা organic food provider

09/06/2024

চলছে আম পাকা গরম😌
সারাদেশেই ভাপসা গরম। মাঝে মাঝে মেঘলা আকাশ হলেও, চাপা, বিদঘুটে গরম।
জৈষ্ঠের এই সময়ে আম,কাঠাল সহ অন্যান্য ফল পাকে এই গরমে। আমরা তাই এটাকে আম পাকা গরম বলি।

এই সময়ে হুটহাট অসুস্থতাও বেড়ে যায়। ডায়রিয়া,সর্দি-জ্বর, মাইগ্রেন পেইন সহ অন্যান্য। সরকারি ফ্রিজের পানি পান থেকে বিরত থাকা উচিৎ। লেবু পানি(পারলে চিনি ছাড়া) খাওয়া উচিৎ। এর পাশাপাশি যেহেতু এই গরমেই টসটসে রসালো ফল গুলো পেকে যায়, ন্যাচরাল এই ফলগুলো খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নেয়া যায়।

কেমিকেলমুক্ত থাকুন। প্রকৃতির আসল স্বাদ আস্বাদন করুন।

বাজারে শারীরিক, মানষিক সুস্থতার অনেক ডিমান্ড। এটার জন্য উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে,সুস্থতা নিয়ে আসতে হবে৷ আমরা জিতবোই🥰

আম এর জন্য Grammo Somvar
WhatsApp - 01730381865

09/06/2024

কেমিক্যাল কার্বাইড, ফরমালিন ব্যাবহার ও আম পঁচা সমস্যা..

08/06/2024

এগুলা গাছ পাকা আম🥰🥰

06/06/2024

আম চলে আসছে... হাতে পাবার পর কি করবেন?...

02/06/2024

আমরা ন্যাচারাল আম দিবো। চাঁপাইনবাবগঞ্জের আম দিবো।
যারা জানেন, তারা বুঝবেন-
*ক্ষেতের জমিতে, ছোট গাছের আম অনেক সময় সাইজ একটু বড় হলেও টেস্ট একটু কম হয়।
*বাগানের বড় গাছের আম মিক্স সাইজের হয়, কিন্তু জায়গা ভেদে এত টেস্টি হয়,বুঝানো যাবেনা। পাগল হয়ে যাবেন৷
* এবার অতিরিক্ত গরম পড়েছে,বৃষ্টির অভাব ছিলো গাছে পানির অভাব ছিলো,এজন্য সাইজ তুলনামূলক ছোট। তবে বড় সাইজের আম নেই তা বলা যাবেনা। এজন্য মুখস্থ সাইজ যেটা সবাই অনলাইনে প্রচার করছে বা এর আগে খেয়েছি, এই ভাবনা বাদ দিতে হবে। যদি কি না, ন্যাচারাল আম, টেস্টি আম, মিস্টি আম খেতে চান।
*একটা খিরসাপাত আম এর পারফেক্ট ওজন-২০০-৩০০ গ্রাম। কিন্তু গতবছর একটা আম ৭০০গ্রাম প্লাস পেয়েছিলাম৷ যেটা বড় ফজলি আম এর সমান বা বেশি। তাই বলে কি সেটা এক্সাম্পল হবে? না ওটাকে স্থানীয় ভাষায় আমরা ক্যাট আম বা বাছাইয়ের বাইরের আম বলি।

আমরা চাই- ন্যাচারাল ফল টা খান। আমাদের প্রকৃতির বর্তমান অবস্থা সবাই জানেন,বুঝেন। শীতকালে গরম,গরমকালে শীত এমন অবস্থা। সেই জায়গায় প্রাকৃতিকভাবে পরিপক্ক, টেস্টি ফল খেতে চাইলে প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে খেতে পারবেন না। তাই বলে আমরা দায় এড়িয়ে যাচ্ছিনা। সেরা জিনিসটা বেছে আপনাদের দিবো।

৫-৬ তারিখের চালানে যারা বুকিং দিয়েছিলেন তাদের অভিনন্দন। এখন ও যারা বুকিং করবেন,তাদের জন্য প্রতি ২০ কেজিতে ১ কেজি এক্সট্রা থাকছে ইনশাআল্লাহ। এই যে আবার কত কেজিতে মন,এটা নিয়ে কথা চলে আসে। সেটা নিয়ে পরের পোস্টে বলবো ইনশাআল্লাহ ।
সারাদেশেই দ্রুত ডেলিভারি হচ্ছে। অবশ্যই আগে পেমন্ট করে অর্ডার করবেন।
আমাদের আম নিয়ে কন্টেন্টগুলো দেখে নেয়ার অনুরোধ করছি।
WhatsApp - 01730381865

#আম

01/06/2024

😭

31/05/2024

কাঁচা ফজলি আম🥰🥰

31/05/2024

জুম্মা মুবারক🥰 গোপালভোগ চলছে..
খিরসাপাত এর অগ্রিম অর্ডার নেয়া হচ্ছে।
গত ২দিনে প্রায় ৪মন-১৬০ কেজি খিরসাপাত (হিমসাগর) এর অর্ডার হয়েছে। যারা ৬-৭তারিখের চালানে আম নিতে চান,দ্রুত জানিয়ে দিন।

23/05/2024

আম🥰🥰🥰
লোভ হচ্ছে? আমার ও হচ্ছে..
কিচ্ছু করার নাই। আরো কদিন অপেক্ষা করতেই হবে।

21/05/2024

আর কদিন পর আম পাকা শুরু করলে কাঁচা আম মাখানো খাওয়ার সুযোগ খুব কম থাকবে।
বাজারে পাকা আম চলে আসলেও, তা কেমিকেল যুক্ত আম অথবা খুলনা সাতক্ষিরা অঞ্চলের আম। চাঁপাইনবাবগন্জের আম আসতে কমপক্ষে জুন মাসের ১৪তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। যদিও প্রকৃতি সময় বেঁধে চলেনা। তারপরও সিজনের অবস্থা এমনটা ই বুঝাচ্ছে।

#আম

10/05/2024

ভাই, এবার চাঁপাইনবাবগঞ্জে আম নাই, খুব বাজে অবস্থা...
এটা অনেকের ই মুখস্থ কথা।
আসলে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, যারা আম এর জগতে বাস, আমরা ছোটবেলা থেকে অনেক অনেক আম গড়াগড়ি ছড়াছড়ি দেখে বড় হয়েছি। আম বাড়িতে গড়াগড়ি করে পঁচিয়ে ফেলে দেয়ার ঘটনা কোনো বাড়াবাড়ি নয়। সেই তুলনায়
-জনপদের বাসস্থান বৃদ্ধির জন্য বাগান কমে যাওয়া
-প্রাকৃতিকভাবেই কিছুটা উৎপাদন কমে যাওয়া
-ব্যাবসায়ীক উৎপাদন বৃদ্ধি
-ডিজিটালাইজেশনের ফলে বাগান থেকে কিছুটা দূরে থাকার ফলে,বর্তমান অবস্থা দেখে মনে হয় বর্তমান এই আম আসলেই কম।

অতএব আম নেই এই কথার বাস্তবতা কিছুটা থাকলেও, চাঁপাইনবাবগঞ্জে আম কম হবে এটা ভাবার সুযোগ নাই। আল্লাহ আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরিক্ষা করার পর ও যেটুকু রাখেন,তাতেই আমরা দেশের চাহিদা মিটাচ্ছি, বিদেশেও রপ্তানী করছি। সারা দেশ থেকে এই সময়ে অনেক মানুষ আসেন, আম এর ব্যাবসা করার জন্য। বিশাল এক কর্মযজ্ঞ 😍

এটাই আমাদের চাঁপাইনবাবগঞ্জের সৌন্দর্য্য🥰🥰

আম আছে, #আমআছে
#আম #চাঁপাইনবাবগঞ্জেরআম #চাঁপাইনবাবগঞ্জ

09/05/2024

আমরা এত আবেগী.... একটু নস্টালজিয়া মিশানো, একটু আবেগী কিছু পাইলেই শুরু হয়..

বেশ কয়েকজনকে দেখলাম, সেইম ক্যাপশনে সেম ছবি পোস্ট করতে৷
ভাই এভাবে এত সহজে আম পাওয়া যায়না। হয়তো,একসাথে আম গাছের নিচে দাঁড়িয়ে, উৎসবমুখর পরিবেশে আম কুড়ানো টা হয়না। কিন্তু এখানেও কারন হিসেবে বাগান মালিকদের সংকীর্ণতা(সংকীর্ণতা টা নেগেটিভ ভাবে নেয়া উচিৎ না। ব্যাবসায়ীক উৎপাদনে সবাই চাইবে সর্বোচ্চ প্রোডাকশন এর ব্যাবহার করতে), উন্মুক্ত বাগানের স্বল্পতা এগুলাই বড় কারন।

মাত্র ক'বছর আগেই ১টাকায় কয়েক কেজি ছোট কাচা আম কিনেছি।
এখন এতটাও সহজলভ্য না। অনেকেই এই কাচা আম চাইলেও দিতে পারিনা।

অতএব আম কুড়ানোর মতো কেউ নাই, আম পড়ে আছে,এমন বলাটা ভুল। ডিমান্ড বেড়েছে,অবশ্যই বেড়েছে।

#আম #চাঁপাইনবাবগঞ্জ #চাঁপাইববাগঞ্জেরআম
#রাজশাহীরআম
#নওগাঁরআম

07/05/2024

বউ এর জন্য এই ফ্যাশন আইডিয়া টা কাজে লাগাতেই পারেন। তবে, নতুন বছরের টাটকা আম এর জন্য আরো ধৈর্য ধরা লাগবে। তাই চাঁপাইনবাবগঞ্জ এর পিওর আম এর স্বাদ নিয়ে তারপর এই ফ্যাশন করতে চাইলে, অপেক্ষা করুন😍

তাড়াহুড়ো করতে গিয়ে আগেই আম কিনতে চলে যান, হয়তো ফ্যাশন করতে পারবেন, তবে আম এর স্বাদ পাবেন না। আর অল্প কদিনের মাঝেই বাজারে যেতে চাইলে, তো আম এর আঁটিই পাবেন না৷

#আম #ফ্যাশন

01/05/2024

আম এর ভূমি, প্রিয় ভূমি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়,বিভিন্নমাত্রায় বৃষ্টি৷
আল্লাহ সহায়🥰

27/04/2024

আম এর যখন গুটি নিলো। বেশ কিছু এলাকায় আম ক্ষতিগ্রস্ত হলেও, আল্লাহ চাইলে - যা আছে তা দিয়েও চাহিদা মেটানো সম্ভব বলে আশা করা যায়।

25/04/2024

ফেব্রুয়ারী ২০২৪ এ, যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ তত্বাবধানে জি আই সনদ পেয়েছিলো, বিখ্যাত খেজুর গুড়৷

আমাদের কিছু গুড় স্টোর করা হয়েছিলো। যা এই তিব্র গরমেই প্রায় শেষ হয়ে গেলো।

13/04/2024

শুদ্ধতায় বিস্তৃত হোক বাংলার সংস্কৃতি 🥰
বাংলা নববর্ষের শুভেচ্ছা 💙

10/04/2024

শুদ্ধতা ছড়িয়ে যাক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক 🥰

13/03/2024

এখন আম এর মুকুল থেকে গুটি ধরার সময়। পাখিরা ডাকছে, মৃদু বাতাস বইছে, আমি দিন গুনছি...🥰
প্রতিবারের মতো, মতো এবার ও Grammo Somvar এ থাকছে চাঁপাইনবাবগন্জের আম এর বিশাল আয়োজন।

10/03/2024

আম এর ফুল, আম্রমুকুল..🥰

14/02/2024

গরম পড়ে গেছে... খেজুর গুড়ের ব্যাস্ততাও কমে যাবে।

30/01/2024

পাটালি তৈরীর জন্য গুড়ে বীজ দেয়া...

29/01/2024

জাবেদ ভাই খেজুরের গুড়ের পায়েস এর ছবি দিয়েছে..🥰🥰

28/01/2024

খেজুর রসের মাতাল করা ঘ্রান ও স্বাদটাই স্পেশাল। তাইতো শীতের এই সময়টাতে, খুব ইচ্ছে হয় একটু আসল গুড়ের স্বাদ নেয়ার৷

একটু পিঠা-পায়েসের আয়োজন ছাড়া শীতটা মানায় না। অনেকেই তো আমাদের থেকে সারাবছরের জন্য নিয়ে ফ্রিজিং করেও রাখছেন৷

সবার এই ভালবাসা পেয়ে আমরাও গর্বিত ও খুশি। আমাদের খেজুর গুড় সরবরাহের পুরো প্রসেসটা অনেক লাইভ/ভিডিওতে দেখিয়েছি,অনেক লিখেছি। খেজুর গুড় তৈরীর পুরো প্রক্রিয়াটাই প্রাকৃতিক।

খেজুর গুড়ের পাটালি ও ঝোলা তৈরী করা হয় কিভাবে,আসল উপভোগ্য সময়, আসল-ভেজাল চিনবেন কিভাবে, সংরক্ষণ ইত্যাদি বিষয়ে অনেক কন্টেন্ট রয়েছে আমাদের পেজ এ।

আমরা সারাদেশে কুরিয়ারে গুড় পাঠাচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন - 01730381865, 01741212864

18/01/2024

গ্রাম বাংলার পথে- প্রান্তরে, ঘন কুয়াশার বাঁধ ভেঙে এগিয়ে যাচ্ছে গাছী ভাই।

আমাদের দেশীয় স্বাদ আস্বাদনের মাধ্যম কিন্তু উনারাই।

দৃশ্যগুলোই গল্প❤️

Want your business to be the top-listed Food & Beverage Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আম মানেই ভালো লাগা🥰🥰#আম #চাঁপাইনবাবগঞ্জ #ল্যাংড়া #আম্রপালি #mango #grammosomvar
লক্ষনভোগ আম  #grammosomvar #chapainowabganj #Khirsapat #আম #summer #ripemango #fruit
কেমিক্যাল কার্বাইড, ফরমালিন ব্যাবহার ও আম পঁচা সমস্যা..
আম চলে আসছে... হাতে পাবার পর কি করবেন?...
ঝড়-বৃষ্টি,রোদ.. আম সবসময় সুপারহিট😍😍#himsagar #mangolover #khirsapat #food #chapainowabganj #ripemango #fruit #আম #cityso...
আর কদিন পর আম পাকা শুরু করলে কাঁচা আম মাখানো খাওয়ার সুযোগ খুব কম থাকবে। বাজারে পাকা আম চলে আসলেও, তা কেমিকেল যুক্ত আম অথ...
আম এর যখন গুটি নিলো। বেশ কিছু এলাকায় আম ক্ষতিগ্রস্ত হলেও, আল্লাহ চাইলে - যা আছে তা দিয়েও চাহিদা মেটানো সম্ভব বলে আশা করা...
নির্জন আম বাগানে,পাখিদের ডাক আর শুকনো পাতার গান ...
আম এর ফুল, আম্রমুকুল..🥰
পাটালি তৈরীর জন্য গুড়ে বীজ দেয়া...
খেজুর রসের মাতাল করা ঘ্রান ও স্বাদটাই স্পেশাল।
গ্রাম বাংলার পথে- প্রান্তরে, ঘন কুয়াশার বাঁধ ভেঙে এগিয়ে যাচ্ছে গাছী ভাই। আমাদের দেশীয় স্বাদ আস্বাদনের মাধ্যম কিন্তু উনার...

Category

Telephone

Address


Dhaka
1207

Other Greengrocers in Dhaka (show all)
Mangowali Mangowali
Concept Tower
Dhaka, 6341

বাগানের সেরা আম পেতে আমাদের সাথেই থাকুন।

Easy হাঁটবাজার Easy হাঁটবাজার
Dhaka, 1214

আপনার নিত্যদিনের ফ্রেশ এবং ভেজাল মুক্ত বাজারের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান।

ফলের বেপারী-folerbepari.com ফলের বেপারী-folerbepari.com
122, West Kafrul
Dhaka, 1205

ফলের বেপারী সতেজ ও ভেজালমুক্ত ফলমুলে?

সবজি বীজ কেনা বেচা ডট কম ।। sabji beej kena-becha সবজি বীজ কেনা বেচা ডট কম ।। sabji beej kena-becha
Dhaka

...যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তা

KnocK2BuY. KnocK2BuY.
Dhaka Jatrabari
Dhaka, 1236

A trust online shopping

Organic Planet Organic Planet
M-14 Block D Noorjahanroad, Mohammadpur
Dhaka, 1207

Fresh, Safe and Pure Food straight form our firm to your doorstep within 12 hours.Any compalints you

Fruits House BD Fruits House BD
16/A Ahsanullah Road, Badamtoli, Kotwali
Dhaka, 1100

Assalamuwalaiku Shorbashi, Apnader jonno amra hajir 100% taja o vejal muktto fresh fruits niye. Ekon theke ghre bosei paben apnar pochondo mto fresh fruits.

Fruit Queen Fruit Queen
Dhaka

please support my page.

Arabian Dates Arabian Dates
House #67, Bamnartek Road, Turag
Dhaka, 1230

Arabian Dates is a Premium quality dates supply brand based in Uttara, Dhaka, Bangladesh.Over a shor

SOBJI HUT SOBJI HUT
Khilkhet
Dhaka

sobji hut is a online store where people purcess varyous kind vegetables. we are provide door step.t

F***y zone F***y zone
Dhaka

কীটনাশক, ফরমালিন মুক্ত, প্রাকরিতিক ভাবে উৎপাদিত পাহাড়ী ফলঃ আম,কাঠাল,আনারস, তেঁতুল, লিচু, কমলা,

Puremangobd.com Puremangobd.com
Khilgaon Goran Bazar Road, ঢাকা
Dhaka

This is an unique place for searching pure mangoes .Honesty is our main product .Please our website https://puremangobd.com/ for more.