Neutral - নিউট্রাল
Nearby autos & automotive services
Apollo Hospital Road
Kuwait Masjid Road
Saudi Mosjid Road Norda
Dhalibari Kachabazar Vatara. Dhaka
Saudi Mosjid Road
Apollo Hospital Road, ঢাকা
Apollo Hospital Out Road
Saudi Mosjid Road Norda
417, Near DhaliBari Kacha Bazar (Apollo Link Road), Bashundara R/A, Vatara
Kuwaiti Mosque Road
Saudi Mosjid Road Nordda
Apollo Exit Road
Dhali Bari Kacha Bazar More Apoll Hospital Road Vatara Bashundara R/A
Ka-28/3/5'Apollo Exit Road'vatara'dhaka-1229
Apollo Link Road, Bhatara
You may also like
Motorcycle Repair Garage with All Kinds of Spare Parts for Your Bike.
নিউট্রালের শোরুমের জন্য অভিজ্ঞ মোটরসাইকেল ম্যাকানিক প্রয়োজন।
যোগাযোগ করুনঃ ০১৭৫০-৫৬৩১৩১
Neutral - নিউট্রাল Send a message to learn more.
New Member to Neutral Family.
টানা ৪০ মিনিট আকাশ পথে উড়ে বাজারে এল বিশ্বের প্রথম উড়ন্ত মোটরবাইক।🏍️
জাপানের একটি স্টার্টআপ সংস্থার হাত ধরে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল বিশ্বের প্রথম উড়ন্ত মোটরবাইক। এই মোটরবাইকে চেপে আপনি সর্বোচ্চ ৪০ মিনিট শূন্যে উড়ে যেতে পারবেন ✌️
-সংগৃহীত
মেট্রোরেলের ভাড়ার তালিকা প্রকাশ 🤝
ভাড়ার তালিকা অনুযায়ী, উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সাউথ স্টেশন পর্যন্ত ২০টাকা, মিরপুর ১১ নম্বর স্টেশন পর্যন্ত ৩০টাকা, কাজীপাড়া পর্যন্ত ৪০ টাকা, শেওড়াপাড়া পর্যন্ত ৫০ টাকা, বিজয়স্বরণী পর্যন্ত ৬০ টাকা, ফার্মগেট পর্যন্ত ৭০ টাকা, শাহবাগ পর্যন্ত ৮০ টাকা, সচিবালয় পর্যন্ত ৯০ টাকা এবং কমলাপুর পর্যন্ত ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এতে আরো বলা হয়, ভাড়ার হার একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটার পাঁচ টাকা। সর্বনিম্ন যাত্রী ভাড়া ২০টাকা। সর্বোচ্চ যাত্রীভাড়া ১০০ টাকা। মেট্রোরেলের ভাড়া স্মার্ট কার্ডের মাধ্যমে যাত্রীগণ পরিশোধ করলে ১০ শতাংশ রেয়াত প্রদানের বিষয়ে ডিএমটিসিএল ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ বিনা ভাড়ায় মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের প্রতিটি সিঙ্গেল ট্রিপের জন্য বিশেষ রেয়াতের ব্যবস্থা রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
🔥 পেট্রোল, মবিলের দাম বাড়লেও সার্ভিসিং হবে শায়েস্তা খাঁ আমলের দামে। 🔥
🛠️ ৩৯৯ টাকায় রেগুলার সার্ভিস 🛠️
🛠️ ৬৫০ টাকায় মাস্টার সার্ভিস 🛠️
⚠️ সার্ভিসটি নিতে চলে আসুন আমাদের সার্ভিসিং সেন্টারে।
ঠিকানাঃ নদ্দা, ঢালীবাড়ি কাঁচাবাজার, কুয়েতি মসজিদ সড়ক, এপোলো হাসপাতাল রোড, বসুন্ধরা, ভাটারা- ১২২৯।
🗒️অফারটি বুকিং করার জন্য আমাদের মেসেজ দিন।
বিঃদ্রঃ বুকিং ছাড়া অফার গ্রহণযোগ্য হবে না।
মোটরসাইকেল তেল বেশি খাওয়ার কারন । সমাধান কি ? জানুন বিস্তারিত
হঠাৎ করে মোটরসাইকেল তেল বেশি খাওয়ার কারন কি? এমন প্রশ্ন আমাদের সামনে প্রায় আসে। মেকানিকের কাছে গিয়ে কার্বুরেটর থেকে তেল কমিয়ে দিবেন ভাবছেন? ভুল সিদ্ধান্ত। বা মেকানিকের কাছে নিয়ে যাবার পরও মাইলেজ কমই থাকছে? সমস্যা কার্বুরেটরে নয়, অন্য কোথাও।
motorcycle low mileage
মোটরসাইকেল তেল বেশি খাওয়ার কারন । সমাধান কি ?
মোটরসাইকেলে প্রত্যাশিত মাইলেজ পাওয়ার জন্যে কিছু টিপস শেয়ার করছি আজকে। আপনি যদি এইগুলো মেনে চলেন এবং আপনার বাইকের ইঞ্জিনে যদি কোন সমস্যা না থাকে তাহলে আপনি বাইক থেকে ভালো মাইলেজ পাবেন।
১: চেক করুন মোটরসাইকেলের চাকা freely ঘুরছে কিনা। অনেক সময় ব্রেক অতিরিক্ত টাইট থাকার কারনে চাকা জ্যাম হয়ে থাকে। আবার চাকার বেয়ারিং ভেংগে গেলেও চাকা জ্যাম হয়ে থাকে। আর চাকা জ্যাম থাকলে একই গতিতে ইঞ্জিনে বেশি চাপ বহন করতে হবে। আর ফলাফল স্বরুপ মাইলেজ কমে আসবে।
যদি চাকা জ্যাম থাকে তাহলে অবশ্যই তার সমাধান করুন। অনেক সময় চাকার মেইন নাট মাত্রাতিরিক্ত টাইট করার কারনেও চাকা জ্যাম হতে পারে। সাবধান থাকুন কারন অতিরিক্ত টাইট নাট যেকোন সময় গোড়া থেকে ভেঙ্গে আসতে পারে। যার ফলাফল শুভ হবেনা।
আরো পড়ুনঃ বাইকের চাকা টাল কোথায় ঠিক করা যায় ? এমনটা কেন হয় ? সমাধান
২: চেইন অতিরিক্ত টাইট থাকাও চাকা জ্যামের কারন। সেই সাথে চেইন নিয়মিত পরিস্কার না করা বা লুব্রিকেন্ট না দেয়া হলেও মাইলেজে কিছু কমতি দেখা যায়। ম্যানুয়ালে উল্লেখিত মাত্রায় চেইন টাইট রাখুন।
নোটঃ অতিরিক্ত টাইট চেইন থাকলে স্প্রোকেট খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায় আর চলন্ত অবস্থায় ছিড়ে যাবার সম্ভাবনাও থাকে।
৩: দূর্বল পিস্টন-রিং কম মাইলেজের আরেকটি কারন। এ সমস্যা থাকলে ইঞ্জিন অয়েল পিস্টন চেম্বারে (combustion chamber) এ চলে আসে আর পেট্রলের দাহ্যগুন কমিয়ে দেয়। ফলাফলঃ কম মাইলেজ + কম শক্তি।
৪: ভালভ ক্লিয়ারেন্স মাইলেজ ও শক্তি কম দেয়ার সবচেয়ে বড় কারন বলে আমি মনে করি। (সাধারনত মেকানিকরা একে টেপিট মিলানো বলে।) অতিরিক্ত টাইট ভালভ ইঞ্জিনের শব্দ কমিয়ে দেয় ঠিকই, কিন্তু টাইমিং চেইনের উপর এর প্রভাব পড়ে। এতে করে ইঞ্জিনের মধ্যকার ফ্রিকশন বেড়ে যায়। সহজভাবে বললে ইঞ্জিন সহজভাবে ঘুরতে বাধা পায়। এতে অতিরিক্ত জ্বালানী খরচ হয়। সেই সাথে টাইমিং চেইনটাও বেশিদিন টিকেনা।
একইভাবে বেশি ভালভ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে early অথবা late combustion হয় যা কাম্য নয়। সোজা কথা ভালব ক্লিয়ারেন্স যতটা নিখুঁত হবে, মোটরসাইকের পারফর্মেন্স এবং মাইলেজ ততটা বৃদ্ধি পাবে।
৫: কার্বুরেটর। এইবার আসা যাক এখানে। হ্যা এটা দিয়ে তেল বাড়ানো কমানো যায়। কিন্তু এখানে যত কম হাত দিবেন ততই মঙ্গল। কার্বুরেটর এবং এর adjustment স্ক্রু গুলি অত্যন্ত sensitive হয়ে থাকে। অনভিজ্ঞ মেকানিক দ্বারা কখনও কার্বুরেটর টিউন করাবেন না। এতে এটি নষ্ট হবার সম্ভাবনা বাড়ে আর তখন উচ্চমূল্যে আরেকটি কেনা ছাড়া উপায় থাকেনা।
৬: কোম্পানি নির্ধারিত গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যাবহার করুন। এতে আপনার মোটরসাইকেলের ইঞ্জিনের স্থায়ীত্বও বৃদ্ধি পাবে।
৭: প্রস্তুতকারক কতৃক নির্ধারিত মাপের থেকে মোটা চাকা ব্যবহার করলে মাইলেজ কমে আসে।
৮: টায়ার প্রেশার প্রস্তুতকারকের পরামর্শ অনুযায়ী রাখুন এবং প্রতি দুই সপ্তাহে একবার চেক করুন
৯: উন্নতমানের স্পার্ক প্লাগ ব্যাবহার করুন। বাজারে ngk irridium plug পাওয়া যাচ্ছে এখন।
১০: এয়ার ফিল্টারের কথা একেবারেই ভুলে গেছিলাম। অবশ্যই মনে করে প্রতি সার্ভিসিং এ এয়ার ফিল্টার পরিস্কার করুন এবং নির্ধারিত সময় পর পর বদলে ফেলুন। একটি ময়লা হয়ে যাওয়া এয়ার ফিল্টার কম মাইলেজের অন্যতম প্রধান কারন।
এসব কারন ছাড়াও RPM অতিরিক্ত বাড়িয়ে রাখা, বার বার ব্রেক করে আবার গতি বাড়িয়ে চালানো, সিগনালে স্টার্ট বন্ধ না করা, নিম্নমানের পেট্রল/অকটেন ব্যাবহার প্রভৃতি কারনেও মাইলেজ কমে আসে। ভবিষ্যতে আরও কোন কারন মনে হলে জানানোর চেষ্টা করা হবে।
আপনার মোটরসাইকেলের যত্ন নিন। সেও আপনাকে সর্বোচ্চ পারফর্মেন্স দিবে।
ধন্যবাদ।
-Mahbub Alam Mithun
আসুন জেনে নেই কেস স্লিপ হারিয়ে গেলে কি করবেন?
কেস স্লিপ হারিয়ে গেলে করনীয়:
১। জিডি (সাধারন ডায়েরী) করা- সবার প্রথমে আপনাকে থানায় যেতে হবে এবং জিডি করতে হবে। নিকটস্থ থানায় গিয়ে গাড়ীর নাম্বার উল্লেখপূর্বক কেস স্লিপ হারানোর বর্ননা দিয়ে জিডি (সাধারন ডায়েরী) করবেন।
অনেকের কাছে মনে হতে পারে এটা খুব ঝামেলার কাজ, কিন্তু এমনটা আসলে না। আপনি থানায় গেলে পুলিশের কাছ থেকে সহায়তা পাবেন।
২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে রাখা- এই কাজগুলো করতে গেলে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিবেন। কারন এটি আপনার ভেরিফিকেশনের জন্য কাজে লাগবে। যদি সম্ভব হয় নিজের অরজিনাল জাতীয় পরিচয়পত্র টি সাথে রাখুন।
৩. সংশ্লিষ্ট ট্রাফিক অফিসে যাওয়া- প্রথমে আপনাকে জানতে হবে আপনার বাইকের কাগজ কোন জোনের ট্রাফিক অফিসে আছে। ট্রাফিক অফিস সনাক্তেরপর সংশ্লিষ্ট ট্রাফিক অফিসে জিডি কপি ও পরিচয়পত্রের কপি দিয়ে জানিয়ে দিন আপনার কেস স্লিপ হারিয়ে গেছে।
৪. ট্রাফিক অফিস আপনার গাড়ির মামলার তথ্য যাচাই করবে।
৫। জরিমানার পরিমাণ জানিয়ে দেয়া- তথ্য যাচাই শেষ হয়ে গেলে ট্রাফিক অফিস মামলার আইডি ও জরিমানার পরিমাণ আপনাকে জানিয়ে দেবে। আপনার যদি এটা নিয়ে অন্য কোন প্রশ্ন থাকে তাহলে সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন।
৬। জরিমানা পরিশোধ- আপনি ইউক্যাশে জরিমানা পরিশোধ করে আসলে জিডি ও পরিচয়পত্রের কপি জমা দিয়ে আপনার ডকুমেন্টটি পেয়ে যাবেন।
স্লিপ হারিয়ে গেলে আপনি কাগজ ফেরত পাবেন, কিন্তু যদি ঝামেলা এড়িয়ে চলতে চান সব সময় নিজের বাইকের ডকুমেন্ট নিয়ে সচেতন থাকুন। যত্র দ্রুত সম্ভব মামলার টাকা জমা দিয়ে বাইকের কাগজ পত্র বুঝে নিন। সবচেয়ে ভালো হয় মামলা হওয়া মাত্র ইউক্যাশে টাকা জমা দিয়ে কাগজ নিয়ে নিতে পারলে। নিরাপদ হউক আপনার পথচলা।
🔥 MOTUL 3000 4T PLUS 10W30🔥
✅ Wholesale
✅ Retail Sale
➡️ Shop Pickup
➡️ Online Sell (Delivery All Over Bangladesh)
🚦For Motorbike Service or Original Spare Parts Please Visit Neutral: Nadda, Dhalibari Mor ( Kuwaiti Mosjid Sarak) Apollo Hospital Road, Vatara, Dhaka- 1229
📱Call for Emergency +880 1750 563 131
হাইওয়েতে মোটরসাইকেল রাইডিং এর অভিজ্ঞতা না থাকায় কিংবা অসাবধানতায় অনেকসময় বেশ কিছু ভুল হয়ে যেতে পারে। যার পরিণাম দুর্ঘটনা। জেনে নিন হাইওয়েতে বাইক রাইড করার সঠিক কিছু নিয়মঃ https://tinyurl.com/yc7m6vws
হাইওয়েতে মোটরসাইকেল চালানোর সঠিক নিয়ম - BikesGuide ট্রাফিকের মাঝে কম স্পিডে চালিয়ে পরে খোলা রাস্তায় পরিস্থিতি না বুঝে স্পিডিং করে ফেলেন অনেকে, যা দুর্ঘটনায় রূপ নিত.....
🎉মাত্র ১৩৯০ টাকায় সারা মাসের পুরো পরিবারের কাপড় ধোলাই! অবিশ্বাস্য এই অফার নিয়ে এসেছে আপনাদের "ধোলাইঘর"। ঢাকার যেকোনো প্রান্ত থেকে আমাদেরকে কল অথবা ম্যাসেজ করুন, আর বাকি সব কিছু আমাদের হাতে ছেড়ে দিন। কাপড় সংগ্রহ, ধোলাই, আয়রন এবং
বাসায় পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের।
📲 বিস্তারিত জানতে এখনি কল করুন আমাদের নম্বরেঃ 01710078040 অথবা ম্যাসেজ করুন আমাদের পেইজে।
❄️ আজই লন্ড্রি, ড্রাই ওয়াশ এবং আইরন করাতে ভিজিট করুন আমাদের নতুন সাজে সজ্জিত ওয়েবসাইট এ, লিঙ্ক কমেন্টে।
💝মনে রাখবেন, ধোলাইঘর "আপনার সেবায় সবসবসময়"
"শখের পর্দাগুলো যেন নষ্ট হয়ে না যায়, যার-তার হাতে" প্রতিটি ঘরের সৌন্দর্য বহুগুন বাড়িয়ে তোলে আপনার শখের দামি পর্দাগুলো। আপনার মনকে ভালো করে তোলে যে কোনো সময়। আর সেই পর্দাগুলি যার তার হাতে ধুতে দিয়ে নষ্ট করে ফেলতে কি মন চাইবে? নষ্ট হয়ে গেলে নতুন কিনতে পারলেও ওই পর্দাগুলো আর হাজার চাইলেও ফিরে পাবেন না। আর তাই আপনার প্রতিটি পর্দা আমরা পরিস্কার করে দেব পরম যত্ন আর ভালোবাসায়। কেননা পর্দাগুলোর প্রতি আপনার আবেগ আমরা বুঝি।
তাই আর দেরি না করে আজই ফ্রী পিক এন্ড ডেলিভারির জন্য কল করুন আমাদের নিম্নে লিখিত নাম্বারে। ৪৮ ঘন্টার মধ্য ঢাকার যেকোনো প্রান্ত থেকে আপনার পর্দাগুলো হাতে পেয়ে যান ঠিক নতুনের মতো।
মনে রাখবেন, "ধোলাইঘর"- আপনার সেবায় সবসময়।
আজই লন্ড্রি, ড্রাই ওয়াশ এবং আইরন করাতে ভিজিট করুন আমাদের নতুন সাজে সজ্জিত ওয়েবসাইট এ
যেকোনো তথ্য সংগ্রহ করতে ইমেইল করুনঃ [email protected] এ
আমাদের গ্রাহক সেবা পেতে ডায়াল করুনঃ ০১৭১০০৭৮০৪০ এই নাম্বার এ।
কাল অফিসের জন্য সব রেডি তো?
পুরো সপ্তাহের সবগুলো দিন পরিষ্কার কাপড় বাড়িয়ে দিক আপনার কনফিডেন্স।
সেই কনফিডেন্স বাড়ানোর যাত্রায় আমরা সবসময় আছি আপনার পাশে।
আজই লন্ড্রি, ড্রাই ওয়াশ এবং আইরন করাতে ভিজিট করুন আমাদের নতুন সাজে সজ্জিত ওয়েবসাইট এঃ www.dholaighor.com
যেকোনো তথ্য সংগ্রহ করতে ইমেইল করুনঃ [email protected] এ
আমাদের গ্রাহক সেবা পেতে ডায়াল করুনঃ ০১৭১০০৭৮০৪০ এই নাম্বার এ।
পরিষ্কার চাদরে ঘুমাতে কার না ভালো লাগে বলুন? তাই আপনার চাদরের খেয়াল রাখার জন্য আমরা আছি সবসময়।
আজই লন্ড্রি, ড্রাই ওয়াশ এবং আইরন করাতে ভিজিট করুন আমাদের নতুন সাজে সজ্জিত ওয়েবসাইট এঃ www.dholaighor.com
যেকোনো তথ্য সংগ্রহ করতে ইমেইল করুনঃ [email protected] এ
আমাদের গ্রাহক সেবা পেতে ডায়াল করুনঃ ০১৭১০০৭৮০৪০ এই নাম্বার এ।
ধোলাইঘরের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ-ঊল-আযহা- এর শুভেচ্ছা।
আজই লন্ড্রি, ড্রাই ওয়াশ এবং আইরন করাতে ভিজিট করুন আমাদের নতুন সাজে সজ্জিত ওয়েবসাইট এঃ www.dholaighor.com
যেকোনো তথ্য সংগ্রহ করতে ইমেইল করুনঃ [email protected] এ
আমাদের গ্রাহক সেবা পেতে ডায়াল করুনঃ ০১৭১০০৭৮০৪০ এই নাম্বার এ।
"প্রশান্তির ঘুম হোক পরিষ্কার চাদরে"
অপরিষ্কার চাদরের জন্য আপনার প্রশান্তির ঘুমের যেন কোন ব্যাঘাত না ঘটে, সেই চিন্তা থেকেই আমরা আছি "আপনার সেবায় সবসময়"।
আপনার চাদরকে পরিষ্কার করে দেয়ার দায়িত্ব দিয়ে দিন নিরদ্বিধায় আর সেই চাদরে আপনার চোখে নেমে আসুক প্রশান্তির ঘুম।
আজই লন্ড্রি, ড্রাই ওয়াশ এবং আইরন করাতে ভিজিট করুন আমাদের নতুন সাজে সজ্জিত ওয়েবসাইট এঃ www.dholaighor.com
যেকোনো তথ্য সংগ্রহ করতে ইমেইল করুনঃ [email protected] এ
আমাদের গ্রাহক সেবা পেতে ডায়াল করুনঃ ০১৭১০০৭৮০৪০ এই নাম্বার এ।
"ফোনে ফোনে হয়ে যাক অর্ডার"
যান্ত্রিক ত্রুটির জন্য অনলাইনে ডুকতে পারছেন না? নাকি কাজের প্রেশারে কাপড়ের অর্ডারের জন্য ওয়েবসাইটে ডুকতে পাড়ছেন না। চিন্তা নেই, আমাদের কল সেন্টার এক্সিকিউটিভ সবসময় আছে আপনার সেবায়। ফোন করুন নিচে দেখানো নাম্বারে। আমাদের কল সেন্টার এক্সিকিউটিভ আপনার নির্দেশনায় আপনার প্রয়োজনীয় অর্ডার করে দিবে।
কেননা, ধোলাইঘর "আপনার সেবায় সবসময়।
আজই লন্ড্রি, ড্রাই ওয়াশ এবং আইরন করাতে ভিজিট করুন আমাদের নতুন সাজে সজ্জিত ওয়েবসাইট এঃ www.dholaighor.com
যেকোনো তথ্য সংগ্রহ করতে ইমেইল করুনঃ [email protected] এ
আমাদের গ্রাহক সেবা পেতে ডায়াল করুনঃ ০১৭১০০৭৮০৪০ এই নাম্বার এ।
সংসার-অফিস, অফিস-সংসার করে করে সারা সপ্তাহে নিজেকে বা নিজের প্রিয়জনকে একটুখানি সময় দেয়া হয়ে উঠে না। এর পর যদি বন্ধের দিনটাতে কাপড় ধোয়ার ঝামেলায় ফ্যামিলিকে সময় দেয়া না হয়ে উঠে তবে কি আর সব ঠিকঠাক থাকে?
তাই বলছি "একটি ব্যস্ত সপ্তাহের পর নিজেকে ছুটি দিন, আর আপনার কাপড় ধোয়ার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন।"
মনে রাখবেন ধোলাইঘর "আপনার সেবায় সবসময়"
ভালো কাটুক আপনাদের ছুটির দিনগুলো পরিবারের সবার সাথে।
আজই লন্ড্রি, ড্রাই ওয়াশ এবং আইরন করাতে ভিজিট করুন আমাদের নতুন সাজে সজ্জিত ওয়েবসাইট এঃ www.dholaighor.com
যেকোনো তথ্য সংগ্রহ করতে ইমেইল করুনঃ [email protected] এ
আমাদের গ্রাহক সেবা পেতে ডায়াল করুনঃ ০১৭১০০৭৮০৪০ এই নাম্বার এ।
ধোলাই ঘরের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা 😍
ধোলাই ঘরের পক্ষ থেকে সকল ভাষা শহীদের বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।
শীত শেষে বসন্তের ছোঁয়া,
রঙিন সাজে ঋতুরাজের আগমনী বার্তা।
এমন শুভক্ষণে আপনাদের জানাই ধোলাইঘরের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন আর শুভেচছা।
আপনার কাপড় থাকুক নতুনের মতই। মনে রাখবেন ধোলাইঘর "আপনার সেবায় সবসময়"।
আজই লন্ড্রি, ড্রাই ওয়াশ এবং আইরন করাতে ভিজিট করুন আমাদের নতুন সাজে সজ্জিত ওয়েবসাইট এঃ www.dholaighor.com
যেকোনো তথ্য সংগ্রহ করতে ইমেইল করুনঃ [email protected] এ
আমাদের গ্রাহক সেবা পেতে ডায়াল করুনঃ ০১৭১০০৭৮০৪০ এই নাম্বার এ।
বিঃদ্রঃ মেম্বারশিপ একদম ফ্রি (সীমিত সময় এর জন্য)। মেম্বারদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। পাবেন ফ্রি লন্ড্রি সহ আরো অনেক ছাড়। অফারগুলো পেতে ফ্রি মেম্বারশিপ নিয়ে আমাদের সাথেই থাকুন।
****আমাদের সুবিধা নিতে উপরের নাম্বারে এখনি কল করুন****
সবাইকে জানাই ধোলাই ঘরের পক্ষ থেকে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
অভিনন্দন অনুর্ধ ১৯ ক্রিকেট দল।
তোমাদের জানাই ধোলাই ঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
One Of the Reputed Fastest Growing Online Laundry Services In the Town is Knocking at Your Door.
We are Coming to your door steps.
Stay Tuned
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Nodda, Dhalibari Kacha Bazar, Apollo Hospital Road
Dhaka
1229
Dhaka, 1236
All Type of Motorbike's Master Service,Genuine Spare Parts,After Market Parts,Gadget,Decoration
Dhaka, 1100
ALL KINDS OF BIKES STICKERS MODIFICATIONS LIGHT DECORATION ITEMS & RETAILERS
Eastern Housing Pallabi 2nd Phase
Dhaka, 1216
Welcome to Bike Bazar - বাইক বাজার. Here you can buy a reconditioned motorcycle an
Bongshal Road
Dhaka, 1100
Hey! guys welcome to Bike Graphics BD you can find here all type of sticker design and others...
House No 428, Near Sahi Masjid, 8 No Road Cng Stand , Khilgaon
Dhaka, 1219
Grab quality product & services in lowest price!!! Bikers are Brothers . #ajourneythatneverends