𝙏𝙝𝙚 𝙢𝙖𝙞𝙣 𝙙𝙞𝙧𝙚𝙘𝙩𝙞𝙤𝙣 𝙤𝙛 𝙎𝙪𝙣𝙣𝙞- সুন্নীয়তের মূল দিশা
Nearby non profit organizations
Floor, Sylhet
Sylhet
Bishawnath, Sylhet
Uposhohor, Sylhet
Sylhet 3100
Sylhet ৩১০০
Sylhet 3100
Sylhet
Sylhet 3100
আমার সিলেট, Sylhet
Sylhet, Sylhet
Elaygonj, Sylhet
Sylhet
৯ নং দয়ামির ইউনিয়ন, Sylhet
Sylhet 3100
Welcome To Our Page - আমাদের পেইজে আপনাকে মোবারকবাদ।
তাওহীদ- রেসালাত- আহলে বায়েত - খেলাফত ও ইনসানিয়াতের আসল ইসলামে অটল থাকুন। ওয়াবি- সালাফি- শিয়া- মওদুদি- তাবলীগি ইত্যাদি ভূয়া ইসলাম থেকে বেঁচে থাকুন।
==============
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
মাওলায়ে আলা হজরত আলী রাদিআল্লাহু আনহু থেকে বর্নিত, দয়াময় আল্লাহতাআলার প্রিয়তম হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম দ্বীন ও উম্মতদের রক্ষা এবং সতর্কতায় এরশাদ করেছেনঃ
” يُوشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى مِنَ الْإِسْلَامِ إِلَّا اسْمُهُ، وَلَا يَبْقَى مِنَ الْقُرْآنِ إِلَّا رَسْمُهُ، مَسَاجِدُهُمْ عَامِرَةٌ وَهِيَ خَرَابٌ مِنَ الْهُدَى، عُلَمَاؤُهُمْ شَرُّ مَنْ تَحْتَ أَدِيمِ السَّمَاءِ مِنْ عِنْدِهِمْ تَخْرُجُ الْفِتْنَةُ وَفِيهِمْ تَعُودُ-
"ভবিষ্যতে মানুষের সামনে এমন একটা যুগ আসবে যখন নাম ব্যতিরেকে ইসলামের আর কিছুই অবশিষ্ট থাকবে না, আল-কুরআনের আক্ষরিক তিলাওয়াত ছাড়া আর কিছুই থাকবে না। তাদের মসজিদ গুলো হবে বাহ্যিক দিক দিয়ে জাঁকজমকপূর্ণ কিন্তু প্রকৃতপক্ষে তা হবে হেদায়াত শূণ্য। আর তাদের আলেমগণ হবে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট। কারণ তাদের মধ্য থেকে ইসলাম/দ্বীন সম্পর্কে ফিতনা প্রকাশ পাবে। অতপর সেই ফিতনা তাদের দিকেই প্রত্যাবর্তন করবে"
(বায়হাকী শরীফ ও শোয়াবুল ঈমান শরীফ থেকে মেশকাত শরীফ প্রথম খন্ডঃ হাদিস শরীফ নংঃ ২৫২)
গুরুত্বপূর্ণ এ হাদিস শরীফে ইসলামের নামধারী বাতিল ফেরকা ও শানে রেসালাতের খেলাফ ঈমানহীন দ্বীন বিকৃতিকারী বাতিল জালিম অপশক্তি দালাল পেশাদার স্বার্থন্বেষী আলেম বেশধারীদের সম্পর্কে সতর্ক করা হয়েছে।
যাদের ঈমান থাকবেনা কিন্তু ভ্রষ্ট বিভ্রান্তকর এলেম ও বাহ্যিক আমল থাকবে প্রচুর এবং তারাই হবে ঈমান ধ্বংস ও দ্বীন বিকৃতির উৎস।
সমাজ রাষ্ট্র সব জায়গায় ইসলামের নাম লাগানো হবে। দ্বীন বিকৃতি, শরীয়তের অপব্যবহার, আইন আমল ফতোয়ার বাড়াবাড়ি জবরদস্তি, কোরআনুল করীম ও হাদিস শরীফের অপব্যাখ্যা করা হবে।
ঈমান দ্বীনের প্রকৃত পূর্ণাংগধারা তথা প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম, প্রাণপ্রিয় পবিত্র আহলে বায়েতের ভালবাসা, মহান আওলিয়া কেরামের শ্রদ্ধা, মানবতার কল্যাণ-নিরাপত্তা-অধিকার থাকবেনা বরং ভূয়া ইসলামের নামে সব হরণ করে দয়াময় আল্লাহতাআলার পবিত্র নামে মানুষকে ধোকা দিবে এবং জুলুম করবে।
শান্তিময় রহমতময় প্রকৃত ও পূর্ণাংগ ইসলাম উৎখাত করে খুন- জুলুম- অন্যায়- দস্যুতা- পাশবতা- বর্বরতা- স্বৈরতা কায়েম করা হবে। আলেমের বেশে নবী- অলি- ইমামদের শানে বেয়াদবী করবে।
বাতিল ফেরকা বস্তুবাদি মতবাদ ও জুলুম স্বৈরদস্যু রাষ্ট্রব্যবস্থা তথা এজিদবাদের সহায়ক হয়ে দ্বীনের প্রকৃতধারা আহলে সুন্নাতের বিরুদ্ধে কাজ করবে, সকল কূফর জুলুম চালিয়ে দিবে ইসলামের নামেই।
মহান হাদিস শরীফের নির্দেশনা আলেম বেশে ও ইসলামের নামে যত কিছুই করা হোক কিম্বা যত আমলই থাকুক বাহ্যিক দেখে কোন বাতিল অপশক্তির দালাল ও ঈমানী আকিদা বিচ্যুত ও দ্বীনের পূর্ণাংগতা হানিকর কোন বাতিল ফেরকার বিকৃত কোন পথে না যাওয়া এবং ঈমান দ্বীনের প্রকৃত পূর্ণাংগ ধারায় ঐক্যবদ্ধ থাকা ও রক্ষা করা।
- আল্লামা ইমাম হায়াত
World sunni movement - বিশ্ব সুন্নী আন্দোলন
World humanity revolution - বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
আল্লামা ইমাম হায়াতের হয়ে ঐক্যবদ্ধ থাকার সরাসরি নির্দেশ আল্লামা সাইফুর রাহমান নিজামী শাহ'র
সূরা দোখান
حمٓ (১)
وَٱلْكِتَـٰبِ ٱلْمُبِينِ(২)
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ(৪)
رَحْمَةً مِّن رَّبِّكَ إِنَّهُ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ(৬)
শবে বরাত সংক্রান্ত সরাসরি সুরা সুরা দোখান শরীফের শুরুতে আল্লাহতাআলা হামীম নাম মোবারকের মাধ্যমে প্রথমে তাঁর বিশেষ রহমতের কেন্দ্র তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্মরণ ও অতঃপর কোরআনুল করীমের স্মরণ করেছেন।
এরপর চতুর্থ আয়াত শরীফে আমরিন হাকীম বা আদেশ নাজিল ও ষষ্ঠ আয়াত শরীফে রাহমাতাম মির রাব্বিকা অর্থাৎ বিশেষ রহমত নাজিলের উল্লেখ করেছেন।
অতএব কোরআনুল করীমের নির্দেশনা মোতাবেক শবে বরাতের মূল বিষয় চারটিঃ
* প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
* কোরআনুল করীম
* আদেশ
* রহমত
হাদিস শরীফের সমস্ত কিতাবে শবে বরাতের আরো একটি মহান বিষয়ের উল্লেখ রয়েছে-
মাগফিরাত বা আল্লাহতাআলার অশেষ ক্ষমা, যার পূর্বশর্ত ঈমান।
অতএব কোরআনুল করীমের ভিত্তিতে প্রমাণিত হলো,
সকল বরাতের উৎস আল্লাহতাআলার হাবীব রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হয়ে যাওয়া। দোজাহানের সকল বরাতের পথ কোরআনুল করীমের নির্দেশিত পথ ও প্রক্রিয়া। শবে বরাত অস্বীকার কোরআনুল করীম অস্বীকার।
================
সৈয়দ আল্লামা ইমাম হায়াত
(ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রকৃত ধারার এ যুগের পূণরূজ্জীবনকারী এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)
World sunni movement - বিশ্ব সুন্নী আন্দোলন
ঈমানের পর জীবনের সকল রহমত ও বরাত লাভের নির্ধারিত উপায় পবিত্র কলেমা প্রদত্ত জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার মালিকানা খেলাফতে ইনসানিয়াত (representative authority of life & humanity beyond any discrimination, flow of truth & wealth, structure of right & freedom, state and world of peace-safety & universal humanity under light of divine values; given by beloved holy Rasul, the source of all blessing-love-humanity)
- আল্লামা ইমাম হায়াত
World sunni movement
World humanity revolution
সত্য ও মানবতার দৃষ্টিতে
বর্ডার অপরাধ,
বর্ডার জীবন বিরোধী অপরাধ ও
পরাধীনতার অপর নাম।
- আল্লামা ইমাম হায়াত
World humanity revolution
শুধু আলেম নন,
বস্তুবাদ ও মুলুকিয়ত
তথা মিথ্যা ও জুলুম এবং
স্বৈরদস্যুতন্ত্র সমর্থন করে
ঈমানদার বা মানুষ দাবিও
বিপরীত ও মিথ্যা হয়ে যায়।
- আল্লামা ইমাম হায়াত
World sunni movement
World humanity revolution
আল্লামা ইমাম হায়াতের উপস্থাপিত ইসলামের মূল ধারা আহলে সুন্নতের বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ চিরন্তন ধারা ও প্রচলিত ধারার বৈপরিত্য ।
==============
আল্লামা ইমাম হায়াত সুন্নীয়তের দিশারী, আল্লামা ইমাম হায়াতের সাথে কোনো প্রকৃত সুন্নীর দ্বন্দ্ব থাকার প্রশ্নই আসে না । সুন্নী নামধারী বিভিন্ন বাতিলের দালাল ভূয়া জালিয়াতদের সাথে অবশ্যই হকের চিরন্তন ধারার যে অনিবার্য দ্বন্দ্ব তাই আছে।
ব্যক্তিগতভাবে হকের অনেক বিশ্বস্ত পীর আলেম মুমিন আছেন যারা প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমে প্রাণপণ বিশ্বস্ত অটল তথা হকের ধারায় একাকার এবং শানে রেসালতে বেইমানি তথা হকের নামে ভেজাল - বাণিজ্য- মোনাফেকি ঘৃনা করেন, আমরা তাঁদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে এখানে কেবল প্রাতিষ্ঠানিক ধারার কথা উল্লেখ করছি । ব্যক্তি ও ব্যক্তির বিচ্ছিন্ন প্রচেষ্টা আল্লাহতায়ালা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে মূল্যবান হলেও ইতিহাসের আলোচনায় আসেনা এবং ইতিহাসের গতিধারা পরিবর্তনে দৃশ্যমান ভূমিকা রাখতে পারে না ।
হক ও বাতিলের ধারা একাকার করে আহলে সুন্নাত বা সুন্নিয়তের নামে প্রচলিত ভেজাল ধ্বংসাত্মক ধারা আর আল্লামা ইমাম হায়াতের অনুস''ত ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের চিরন্তন বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ ধারার দ্বন্দ্ব আছে ।
সুন্নিয়তের নামে প্রচলিত আঁধার ধারা বস্তুবাদী মতবাদের মধ্যে নিমজ্জিত এবং প্রায় সবাই বস্তুবাদী মতবাদের সহযোগী । প্রচলিত ধারার মাদ্রাসা মসজিদ খানকায় বস্তুবাদী মতবাদের ধারক প্রতিষ্ঠাতাদের বিভিন্ন দিবসে অনুষ্ঠান পালন করে তাদের মতাদর্শের দীক্ষা দেয়া হয় । পান্তরে আল্লামা ইমাম হায়াত বলেছেন বস্তুবাদী মতবাদ ঈমানী সত্তার যেমন বিপরীত তেমনি মানবসত্তা বিনাশী ধ্বংসাত্বক ।
আল্লামা ইমাম হায়াত বস্তুবাদী মতবাদকে ঈমানের কলেমার চেতনার সম্পূর্ণ বিপরীত হিসেবে প্রমাণ করে তুলে ধরেছেন । বস্তুবাদী মতবাদের বিরুদ্ধে প্রচলিত ধারা এক শব্দও বলে না । আল্লামা ইমাম হায়াত বস্তুবাদী মতবাদকে নাস্তিক্যউদ্ভূত কুফরি হিসেবে প্রমাণ করে তুলে ধরেছেন এবং প্রতিরোধ করছেন।
প্রচলিত বিকৃতি ধারা ইসলাম বা আহলে সুন্নাতকে অরাজনৈতিক মনে করে পান্তরে আল্লামা ইমাম হায়াত বলেছেন ইসলাম আকিদার ভিত্তিতে আধ্যাত্মিক রাজনৈতিক সবদিকে পূর্ণাঙ্গ এবং অরাজনৈতিক কিম্বা বাতিলের অপরাজনীতির অংগ হওয়া ধ্বংসাত্বক ।
প্রচলিত ভ্রষ্ট ধারা যে কোনো বাতিল জালিম শাসকগোষ্ঠীর সহযোগী হয়ে থাকে তথা মুলুকিয়তের অনুসারী, অপরদিকে আল্লামা ইমাম হায়াত ইসলামের নির্দেশিত রাষ্ট্রব্যবস্থা খেলাফতে ইনসানিয়াতের বিপরীতে কোনো বাতিল জালিম শাসকগোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়াতের সমর্থন সহযোগিতা মহান শাহাদাতে কারবালার সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা করে কলেমার বিরুদ্ধে অবস্থান মনে করেন।
প্রচলিত মূর্খতার ধারা কেবলাভূমির উপর সৌদি গোত্রবাদি ওহাবীবাদি স্বৈরদস্যুতন্ত্রের কোনো প্রতিবাদ ও প্রতিরোধ করে না এবং সৌদি আরব নামকরণ মেনে নিয়ে তাই বলে, পান্তরে আল্লামা ইমাম হায়াত সৌদি আরব নামকরণ অবৈধ ঘোষণা করে আল-আরব নাম পুনরুজ্জীবিত করে তুলে ধরেছেন এবং সৌদি গোত্রবাদী ওহাবীবাদি স্বৈরদস্যুতন্ত্রের জবরদখল থেকে কেবলাভূমির উদ্ধারের কর্মসূচী ঘোষণা করে পালন করে যাচ্ছেন ।
ঈমানের মৌলিক আকিদাগত দিকে আল্লামা ইমাম হায়াতের অনুসৃত ইসলাম বা সুন্নিয়ত আর প্রচলিত ধারার বৈপরীত্য আছে --
আল্লামা ইমাম হায়াত কোরআনুল কারীমের ঈমানী দিশা মোতাবেক আল্লাহতাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহতাআলার নূর ঈমান রাখেন এবং মেরাজ শরীফে আল্লাহতাআলার প্রত্যদর্শী চাক্ষুষ সাক্ষী হিসেবে ঈমান রাখেন, কিন্তু প্রচলিত ধারারা কেউ কেউ এভাবে ঈমান রাখলেও অনেকের আকিদা বিপরীত ।
আল্লামা ইমাম হায়াত পবিত্র আহলে বায়াত রাদিয়াল্লাহু তা'আলা আনহুমের খুনি অভিশপ্ত এজিদকে মুসলিম মনে করেন না বরং ইসলামের শত্রু কাফের মনে করেন । আল্লামা ইমাম হায়াত খেলাফত উৎখাত করে কলেমার বিপরীত কাঠামো মুলুকিয়াতের প্রতিষ্ঠাতা এবং অবৈধভাবে কাফের এজিদকে ক্ষমতা তুলে দিয়ে কারবালার হত্যার পথ তৈয়ারকারি মোয়াবিয়াকে অনুসরণীয় মকবুল সাহাবি বা হক মনে করেন না, কিন্তু প্রচলিত ধারার অনেকের অবস্থান এর বিপরীত ।
আল্লামা ইমাম হায়াত বলেছেন মহামান্য খোলাফায়ে রাশেদীন রাদিয়াল্লাহু আনহুমের সবাইকে শ্রদ্ধা ভালোবাসা নীতিগত অনুগত্য রাখা ঈমানের অবিচ্ছেদ্য বিষয়, কিন্তু প্রচলিত ধারার অনেকে কোনো একজনকে স্বীকার করে বাকিদের অস্বিকার করে।
আল্লামা ইমাম হায়াত বলেছেন ইসলাম বা আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র রাজনৈতিক দিকদর্শন খেলাফতে ইনসানিয়াত তথা সর্বজনীন মানবতার রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্র ইসলাম বা কোন একক ধর্মের নামে কিম্বা একক জাতীয়তাবাদের নামে ভিত্তিতে হবে না, বরং ধর্মের মানবিক আদর্শ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে হবে, পান্তরে প্রচলিত ধারা ইসলাম বা কোনো একক ধর্মের সরাসরি নামে একক ধর্মের রাষ্ট্র ও জাতীয়তাবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করে যা আল্লামা ইমাম হায়াত ধর্মের জন্য ধ্বংসাত্মক ও মানবতা বিরোধী মনে করেন ।
ইসলাম বা আহলে সুন্নাত ওয়াল জামায়াত তথা সুন্নীয়তের নামে প্রচলিত ভেজাল ও অপূর্ণাঙ্গ এবং মূর্খতার ধারা আর আল্লামা ইমাম হায়াত এর অনুসৃত সুন্নীয়তের চিরন্তন পবিত্র নির্ভেজাল বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ ধারার সাথে আরও শত প্রশ্নের দ্বন্দ্ব বৈপরীত্য আছে ।
আক্ষিতা আধ্যাত্বিক রাজনৈতিক মানবিক সবদিকে আল্লামা ইমাম হায়াত এর চিরন্তন বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ অনুসারী এবং ধারক-বাহক রক্ষক ও দিশারী। ধন্যবাদ ।
======================
আল্লামা শেখ রায়হান রাহবার
মহাসচিব, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।
আলোকময় ঈদে মেরাজ শরীফ উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সম্মেলন
সভাপতিত্বঃ #আল্লামা_ইমাম_হায়াত
(ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রবর্তক)
স্থানঃ ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট দরবার হল, গুলশান, ঢাকা।
“My Rasul is upraised & reached up to me & become very near to about a bow & become further nearest than that (of no distance)
(Al Quran: 53:8,9)
HOLY GRAND CELEBRATION OF GLORIOUS EID E MERAJUN NABI Sallallahu alaihe wa alihe wa sallam
The glorious Meraj Sharif is ever kind Allah’s onlyest supreme favor & incomparable highest kindness of seeing, meeting & eye witnessing him directly to his beloved holy great Rasul sallallahu alaihe wa sallam.
Glorious Meraj sharif is unimaginable, beyond human knowledge & happened beyond universe, beyond time & space, but a basic imanic point which is blessing for all of mankind to understand the truth of life & destination of life.
This is our proud & fortune that our beloved holy Rasul sallallahu alaihe wa sallam is the one and only one who seen & eye witnessed Allah directly, talk directly, meet directly.
None of creation even holy Nabi-Rasul-Malaika (Angels) none of one could able to see Allah directly. Holy Meraj Shorif is not only seeing but unimaginable merge with ultimate truth, ultimate power & ultimate knowledge.
Our beloved holy Rasul’s visit, seeing, meeting directly to kind Allahtaala is on behalf of all Nabi-Rasul-Malaika (Angels) and on behalf of all mankind & whole of creation, with which we all are related.
No blessing is comparable with this supreme blessing & greatest kindness of Allah’s revealing himself directly to his beloved holy Rasul sallallahu alaihe wasallam, which is indirect revelation to us all. This tremendous great event is ever joyous, ever glorious, ever lightful, ever guideful & the most important achivement for all of us given by Allah & his beloved Rasul sallallahu alaihe wasallam.
Giving opportunity to seeing & meeting him directly to his beloved Rasul sallallahu alaihe wasallam is favor & blessing to all of us, making closest all of us, glorified all of us.
Every mumin have must to believe in Meraj Sharif which is the heighest prove of Towhid & Resalat. Holy Meraj sharif is the practical prove of Towhid through Resalat. Believe in holy Meraj Sharif is belongs to Iman, is an unseparable part of Iman, unseparable subject of faith in Resalat of our beloved Rasul sallallahu alaihe wasallam.
Who disbelieve in holy Meraj become disbeliever of holy Quran & holy Hadis & get out of Islam, can’t be called a Muslim. Not only believing but we every mumin will must have to celebrate holy Meraj sharif with heighest gratefulness.
This celebration expresses our love & realtion with Allah & his beloved Rasul, our commitment with truth & life. We will be destroyed if can’t achieve the truth of life, which is based on love & relation with Allah through his beloved Rasul. Without this love & relation our life is meaningless, where everything will go in vein.
Everkind Allah’s revealing himself & meeting to his beloved Rasul sallallahu alaihe wasallam directly without any distance is the opening of great door of real knowledge, deep mysteries & spiritual light of soul.
Meraj Sharif is the source of knowledge, light of holy Kalema, knowing Allah Rasul & knowing the truth of life. Without knowing the teachings of holy Meraj no one can understand the direction & substance of holy Kalema & object of life.
It is our imanic duty & necessity to keep our soul alive with love of Allah & his beloved Rasul sallallahu alaihe wa sallam & to keep our real Islam alive by observing & celebrating holy Meraj Sharif with our heartiest effort & enthusiasm.
If we love Allah & dearest than life Rasul we are bound & must have to celebrate the glorious occasion of their direct holy meeting, with which our soul, life & fate is related, by which we all are enlighted, glorified & fortuned.
Seeing Allah by our beloved Rasul is seeing by us all if we are belongs to our beloved Rasul, if our soul & heart is attached to our beloved Rasul sallallahu alaihe wa sallam.
If we observe & celebrate the Eid–E-Meraj we are the fortunate part of this holy great event. If we ignore avoid this imanic celebration we are the unfortunate & our soul will be drown in darkness, will breakup our relation & connection with Tawhid & Resalat.
Glorious Meraj is the document of our relation with Allah through his beloved Rasul & manifestation of Allah’s love & kindness through his beloved Rasul sallallahu alihe wa sallam, inorder to make us close up to him, to his forgiveness & blessings.
The tremendous teaching of Eid-E-Meraj is to speed forward to the ultimate destination of soul, unification of soul with Allah through his beloved Rasul.
The significance & direction of Eid-E-Meraj is to build up our life, society, state, world & the whole mankind with the light of beloved Rasul, the source of truth, justice, humanity, peace, love, security & getting liberation of mankind from all falsehood, darkness, misleading, deviation, ignorance, tyrannism, oppression, terrorism & destruction.
-Allama Imam_Hayat
Founder: World sunni movement &
World humanity revolution
ঈমান দ্বীনের প্রাণ পবিত্র আহলে বায়েত রাদিআল্লাহু আনহুমের খুনি ও
ইসলামের খেলাফত উৎখাতকারী বাগী মোয়াবিয়া হকের দুশমন মোনাফেক।
World sunni movement
الخلافة ثلاثون سنه ثم تكون ملكا
আল খিলাফাতু সালাসুনা সানাতুন সুম্মা তাকুনু মুলুকান
(মেশকাত শরীফ, ৪৬৩ পৃষ্ঠা, কিতাবুল ফিতান, হাদিস শরীফ নং ৫৩৮৫)
অবিতর্কিত ও প্রশ্নাতীত ভাবে অভিশপ্ত কাফের এজিদের বাপ কাতিলে সাহাবির ক্ষমতা গ্রহন ও শাষণ ইসলামের নির্দেশিত আদর্শের বিপরীত অবৈধ জবরদখল বা মুলুকিয়ত। এটা এমন স্পষ্ট ও প্রকাশ্য যে অস্বীকার বা বিতর্কের অবকাশ নেই।
সবচেয়ে বড় দলিল হাদিস শরীফ যে, আমার জাহেরি পরবর্তীতে খেলাফত ত্রিশ বছর এবং এরপরের অধ্যায় খেলাফত নয় গোত্রবাদি মুলুকিয়ত, অন্য হাদিস শরীফে জুলুমের মুলুকিয়ত ,অন্য আরেক হাদিস শরীফে রক্তচোষা মুলুকিয়ত বিভিন্ন শব্দে এসেছে।
খলিফাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলায়ে আলা সাইয়েদেনা মাওলা আলী রাদিআল্লাহু আনহু পর্যন্ত উনত্রিশ বছর ছয়মাস হয়, খলিফাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমামে আকবার সাইয়েদেনা হজরত ইমাম হাসান রাদিআল্লাহু আনহু পর্যন্ত ত্রিশ বছর পূর্ণ হয়।
হাদিস শরীফে ত্রিশ বছরকে খেলাফতে ইসলাম হিসেবে স্বীকৃতি দিয়ে কবুল করে দ্বীনের দলিল হিসেবে সার্টিফাই অথরাইজ করা হয়েছে এবং এর পরের অধ্যায়কে খেলাফত নয় বরং বিপরীত মুলুকিয়ত ঘোষণা করে বাতিল ও অনুসরণীয় নয় এবং ইসলামের দলিল নয় বরং বিপরীত হিসেবে সতর্ক করা হয়েছে।
=================
#আল্লামা_ইমাম_হায়াত
( ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রকৃত ধারার এ যুগের #পূণরূজ্জীবনকারী এবং বিশ্ব সুন্নী আন্দোলনের #প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের #প্রবর্তক)
প্রাণাধিক প্রিয়নবীর আশেক
সব মুমিনদের অনুরোধ করা হচ্ছে-
মিলাদ শব্দটি উপযুক্ত নয় বিধায়
ঈমানী শব্দ ঈদে আজম মোবরক
ব্যবহার করুন।
ঈদে আজম মোবরকের সব কর্মসূচী
প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লামের শুভাগমনের সঠিক লক্ষ্যে
উদযাপন করুন।
==============
- আল্লামা ইমাম হায়াত
প্রতিষ্ঠাতাঃ World sunni movement
প্রবর্তকঃ World humanity revolution
সিরাতুন্নবী নামে ১২ ই রবিউল আউয়াল পালন শানে রেসালাতের বিরুদ্ধে ওয়াবি সালাফি শিয়া মওদুদি ও খারেজি কুফরি মোনাফেকি চক্রান্ত।
সিরাত মাহফিলগুলোর মূল চেতনা চরম কুফরি ইনতেকাল দিবস পালন আর এজন্য ঈদ শব্দটি উল্লেখ করে না।
যারা জেনে বুঝে সিরাত মাহফিল সমর্থন করে তারা ঈমানের বিপরীত ও হকের দুশমন।
মিলাদ বা সিরাত নামে নয়, সত্য ও মানবতার প্রতিষ্ঠায় আল্লাহতাআলার নুর ও হাবীব রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নুরানী শুভাগমনের লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে একমাত্র ঈদে আজম নামে উদযাপন করতে হবে।
==============
- আল্লামা ইমাম হায়াত
World sunni movement
দয়াময় আল্লাহতাআলার হাবীব
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
মানবীয় অসুস্থতা ও আরোগ্যের উর্ধ্বে।
=======================
চাহার শোম্বা নামে এই ধরণের কিছু ইসলামে নেই। এসব পালনের শরিয়তগত ভিত্তি কোনো ভিত্তি নেই। কোরআনুল করীম ও হাদিস শরীফে এটা পালনের কোনো নির্দেশ নেই। মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম এ দিবস পালনের কোনো নজির নেই। কিছু মূর্খ লোক যা বলে এটা পালনের কথা বলে তা ভুল বর্ণনা ও ভুল ব্যাখ্যা।
কিছু দলিলহীন দোয়ার বইতে এ দিবসে কিছু দোয়া দরুদ শরীফ পড়ার কথা বলা আছে, দোয়া দরুদ শরীফ সবসময় পড়া ভালো, দোয়া দরুদ শরীফ প্রতিদিন প্রতি মুহূর্ত পড়া যায়। এ দিবস ঘটনা করে কোনো পালনের বিষয় নয়। এটা পালনের উপলক্ষ হিসেবে কিছু মূর্খ লোক যা রটনা করেছে তা ঠিক নয়।
ঈমানদারকে নবী রাসুল আলাইহিমুস সালামদের সবকিছু শাণে নবুওয়াত শাণে রেসালাতের দৃষ্টি ও ভিত্তিতে দেখতে হয়, বাহ্যিক মানবীয় স্থুল জড় দৃষ্টিতে নয়।
মহান শাণে রেসালাতের অতুলনীয় মহিমা বুঝতে অক্ষম কিছু জাহেল মোল্লা বলে থাকে যে, আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দিন সুস্থ হয়েছেন। নাউজুবিল্লাহ
কিন্তু সত্য এই যে, আল্লাহতাআলার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো মানবীয় অসুস্থতা নেই এবং আরোগ্যের প্রশ্নও নেই।
বাহ্যিকভাবে যেটা দেখা গেছে সেটা রোগজনিত অসুস্থতা নয়, তা কেবলমাত্র দুনিয়া থেকে জাহেরী অন্তরালের পূর্বে নিজের প্রিয় উম্মতের সীমাহীন প্রেম আর মায়ায় ও দ্বীন মিল্লাত মানবতার প্রতি অসীম দয়ায় ভবিষ্যতের চিন্তায় কষ্ট ও অধীরতা এবং জাহেরী শেষ সময়ে আল্লাহতাআলা অতুলনীয় নিকটবর্তী ও অশেষ তাজাল্লিতে আবৃত করে রাখার মকামে রেসালাতগত এক অতুলনীয় প্রতিক্রিয়া; যা মানব জ্ঞানের অতীত।
জাহেরী ভাবে অসুস্থ মনে হলেও সেটা অসুস্থতা নয়, সে অবস্থাকে মাআরেফাতের ভাষায় এস্তেগরাকে তাজাল্লিয়ে ইলাহি বলা হয়।
হাকীকতের জগতে এ সময় ও অবস্থা কোরবতে জাতে ইলাহীর এক অসীম হাল, যা প্রশান্ত হয় “বালির রাফিকিল আলা” তথা আল্লাহতাআলা তাঁর নিজের কুদরত রহমত মহাব্বতের অতুলনীয় অসীম মোবারক বুকে নিজের নুর ও পরম মাহবুবকে একাকার মিলিত করে নেয়ার মাধ্যমে; যা আগেও ছিলো কিন্তু এটা আরো খাস হাল ও শাণ।
আল্লাহতাআলার হাবীব রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারকের বরকতে মানুষ সকল রহমত ও শেফা লাভ করে।
আল্লাহতাআলা কোরআনুল করীমকে শেফা ও রহমত উল্লেখ করেছেন,
আর কোরআনুল করীমেরও মূল ও সকল নূরের মূল ধারক আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আল্লাহতাআলার হাবীব রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রহমত ও নাম মোবারকের অসিলায় সবাই জাহেরী বাতেনি শেফা লাভ করেন।
সব শেফা ও রহমতের মূল কারণ ও উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
হজরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্র জামা মোবারক পর্যন্ত আল্লাহতাআলা শেফার অসিলা হিসেবে কোরআনুল করীমে উল্লেখ করেছেন। সুরা ইউসুফ আয়াত শরীফ নং 93
চার শোম্বার নামে প্রচলিত এসব কাহিনী আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানের খেলাফ ঈমান বিরোধী কল্প কাহিনী।
আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহতাআলার নুর এবং বাহ্যিক সব অবস্থার উর্ধ্বে মানবীয় অবস্থার উর্ধ্বে।
চাহার শোম্বা বলতে কিছু কোরআনুল করীম ও হাদিস শরীফে নেই। এটা এমনিতেই ফার্সি টার্ম, যার অর্থ মাসের শেষ বুধবার যার সাথে আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বা ইসলামের কোনো বিষয়ের সম্পর্ক নেই।
এসব পালন ঈমানসম্মত ভাবে শাণে রেসালাতে ইলাহি বুঝতে অক্ষমতা ও বস্তুবাদি দৃষ্টিকোণ। এসব পালন গোমরাহী ও ঈমান হানিকর। নাউজুবিল্লাহ।
=============
-আল্লামা ইমাম হায়াত
(ইসলামের মূল ধারা আহলে সুন্নাত
ওয়াল জামায়াতের প্রকৃত ধারার
এ যুগের পূণরূজ্জীবনকারী এবং
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও
বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)
আহলে সুন্নাতের মূখোশে ধ্বংসাত্মক
খারেজি মোনফেকি ষড়যন্ত্র সম্পর্কে
সতর্ক থাকুন।
======================
হাদিস শরীফে হকের মানদন্ড হিসেবে ঘোষিত মাওলা আলী রাদিআল্লাহু আনহু থেকে বিচ্ছিন্ন তথা ইসলামের মূল ধারা থেকে বিচ্যুত হওয়ার মাধ্যমেই খারেজিদের সব শাখার প্রদুর্ভাব।
খারেজিদের সব শাখাই মহামান্য খলিফাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলা আলী রাদিআল্লাহু আনহু ও ঈমান দ্বীনের প্রাণ পবিত্র আহলে বায়েত রাদিআল্লাহু আনহুমের বিরুদ্ধে তথা হকের বিরুদ্ধে অবস্থান ও কাজ করে।
সব মতবাদ ই সময়ের সাথে বিবর্তন ঘটে কিন্তু মূলে একই ধারা।
বর্তমান যুগে খারেজিদের মোয়াবিয়া শাখাই টিকে আছে আর সালাফি ওয়াবিদের দুই শাখা টিকে আছে, যারা মূলে একই কুফরি আকিদার ধারক।
মোয়াবিয়া খারেজিদের অংশ। খারেজিদের অনেক শাখা আছে। মোয়াবিয়া নিজেও খারেজি। বাগী খারেজিদের মোয়াবিয়া শাখাকে খারেজি নাসেবি শাখা বলা হয় সংক্ষেপে খারেজি।
খারেজি মানে হকের ধারক পবিত্র আহলে বায়েত ও মহামান্য খোলাফায়ে রাশেদীন এবং খেলাফতের ধারা থেকে বিচ্যুত ও বিচ্ছিন্ন হয়ে দ্রোহীতায় লিপ্ত হওয়া।
ঈমান দ্বীনের প্রাণ পবিত্র আহলে বায়েতের খুনি দুশমন ও ইসলামের খেলাফত উৎখাত করে বাতিল উমাইয়া মুলুকিয়ত কায়েমের মাধ্যমে কেয়ামত পর্যন্ত ইসলামের সীমাহীন ধ্বংসকারি মোয়াবিয়া এজিদের দল খারেজিদের মধ্যে সর্বনিকৃষ্ট ও সবচেয়ে ক্ষতিকর।
সুন্নী বেশধারী অধিকাংশ মোল্লা ই খারেজি, সুন্নী নয়। মোয়াবিয়ার পক্ষ মানেই তাওহীদ রেসালাত আহলে বায়েত দ্বীন খেলাফতের বিপরীত পক্ষ কুফরি খারেজি পক্ষ।
প্রাণপ্রিয় পবিত্র আহলে বায়েত, মহামান্য খোলাফায়ে রাশেদীন ও মহান মকবুল সাহাবায়ে কেরামের জামায়াত ত্যাগকারি বিচ্ছিন্ন ও খেলাফতের বিপরীত মুলুকিয়তের অনুসারী সবাই খারেজি, যাদের বিভিন্ন পরস্পর বিরোধী শাখা আছে।
শুরুতে মূল খারেজি ও মোয়াবিয়ার খারেজি গ্রুপ আলাদা ছিলো, যা পরে মোয়াবিয়ার সাথে মিশে যায় এবং উমাইয়া মুলুকিয়তের সাথে একাকার হয়ে যায়।
বর্তমান সময়ে মোয়াবিয়ার অনুসারীরাই আহলে বায়েত ও খোলাফায়ে রাশেদীন তথা ইসলামের মূল ধারার বিরুদ্ধে খারেজি কুফরি ধারা কায়েম রেখেছে।
বর্তমান যুগে আহলে বায়েত ও খেলাফতের দুশমন খারেজি চিনার প্রধান উপায় মোয়াবিয়ার সমর্থন। মোয়াবিয়ার সমর্থক মানেই এখন খারেজি কুফরিয়াত।
ইসলামের ধ্বংসাত্মক শত্রু খারেজিদের সব শাখাই প্রথম তিন খলিফা সম্পর্কে আপত্তি করে না, কিন্তু মাওলা আলী রাদিআল্লাহু আনহু ও পবিত্র আহলে বায়েত রাদিআল্লাহু আনহুমের বিরুদ্ধাচরণ করে; যা বাস্তবে কার্যকর করেছে মোয়াবিয়া এজিদ চক্র।
মোয়াবিয়ার সমর্থন মানেই হকের প্রাণকেন্দ্র মাওলা আলী রাদিআল্লাহু আনহু ও পবিত্র আহলে বায়েত রাদিআল্লাহু আনহুম এবং খেলাফতের বিরুদ্ধে মুলুকিয়তের পক্ষে কুফরি অবস্থান।
সুন্নীদেরকে ধোকা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত ধ্বংস করার জন্য মোয়াবিয়াপন্থী খারেজিরা বর্তমানে সুন্নী দাবি করে আহলে সুন্নাতের মূখোশে ষড়যন্ত্র করে যাচ্ছে।
আহলে সুন্নাতের মূখোশে মোয়াবিয়া এজিদ মুলুকিয়তের খারেজি ধারাকে চালিয়ে দিয়ে আহলে সুন্নাতকে খারেজিকরণের কুফরি ষড়যন্ত্রই বর্তমানে আহলে সুন্নাতের মূল ধারার প্রধান ধ্বংসাত্মক সংকট।
মহামান্য খোলাফায়ে রাশেদীন ও মহান মকবুল সাহাবায়ে কেরামের আলোকময় সমগ্র জামায়াতের সবার প্রতিনিধিত্ব, ইসলামের খেলাফতের উত্তরাধিকার, সর্বোপরি খেলাফতে রেসালাত ও সমগ্র উম্মতের জন্য ঈমানী মাওলা হিসেবে মাওলা আলী রাদিআল্লাহু আনহু এবং আল্লাহতাআলা ও তাঁর হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষিত হকের মানদন্ড ও প্রাণকেন্দ্র হিসেবে প্রাণপ্রিয় আহলে বায়েত রাদিআল্লাহু আনহুম ই ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মূল কেন্দ্র।
ঈমান দ্বীনের প্রাণ পবিত্র আহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মহামান্য খোলাফায়ে রাশেদীন রাদিআল্লাহু আনহুম এবং কলেমা- কোরআন- দ্বীনের কাঠামো ও মহান শাহাদাতে কারবালার আমানত খেলাফতের ধারার বিপরীতে কোন ইসলাম বা আহলে সুন্নাত নেই। এ মূল ধারার বিপরীত সব ই যে নামেই হোক ধোকা ও মোনাফেকি ষড়যন্ত্র মাত্র।
আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিশার আলোকে-
আল্লামা আরেফ সারতাজ, আল্লামা অধ্যাপক ডঃ কাওসার আমীন,
আল্লামা রায়হান রাহবার, আল্লামা জাকির আহসান, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আল্লামা গোলাম সাদেক, আল্লামা রেজাউল মোস্তাফা কাওসার, মাওলানা হাসান আহমাদ, মুফতি সিবগাতুল্লাহ এরশাদ, মাওলানা হামিদুল হক পারভেজ, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা শওকাত মাহমুদ।
==============
World sunni movement - বিশ্ব সুন্নী আন্দোলন
আহলে সুন্নাত ওলামা ফেডারেশন
Ahle Sunnat World Scholar Federation
World humanity revolution - বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব জীবনের সংজ্ঞা ও জীবনের রূপরেখা এবং জীবনের দল, মানবতার দল, সব মানুষের অধিকার স্বাধীনতা কল্যাণের দল। মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া গড়ার দল।
জীবনের সত্য ও জীবনের স্বাধীনতার ভিত্তিতে মানবতার রাজনীতির দিশারী ও ধারক ইনসানিয়াত বিপ্লব।
এটা ধর্মের নামে অধর্ম ও বস্তুবাদি জাতীয়তাবাদি সকল প্রকার জংগীবাদ উগ্রবাদ থেকে মুক্তির সংগঠন।
এটা জীবন নীতির ভিত্তিতে মানবতার রাজনীতির দিকদর্শন।
এটা একক ধর্মভিত্তিক দল নয় তবে ধর্মের সত্য ও মানবিক মূল্যবোধ ভিত্তিক সর্বজনীন মানবতার দল।
বস্তুর উর্ধে মানবসত্তা ও মুক্ত মানব জীবন এবং সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখন্ড দুনিয়ায় বিশ্বাসী যে কোনো ধর্মের মানুষ এ দলের সদস্য হতে পারেন।
এ দলের রাজনৈতিক দিশা হলো রাষ্ট্র এক ধর্ম এক জাতি তথা এক গোষ্ঠীর নয় সব মানুষের জন্য আল্লাহতাআলা ও তাঁর হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দান ও বিধান।
বস্তুবাদি মতবাদের আঁধার গ্রাস থেকে মানবসত্তা ও মানবিক অস্তিত্বের পূণরুদ্ধার এবং চলমান দুঃসহ একক গোষ্ঠীবাদি অপরাজনীতির সৃষ্ট স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ধ্বংসযজ্ঞ থেকে মানবতার মুক্তির লক্ষ্যেই ইনসানিয়াত বিপ্লব।
============
Allama Imam Hayat.
humanity revolution.
১৯৩২ সালের ২৩ শে সেপ্টেম্বর কেবলাভূমি পবিত্র আল আরবে সৌদি গোত্রবাদি ওয়াবিবাদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার (আঁধার দিবস) প্রেক্ষাপটে এবং ইরানে ইসলামী রাষ্ট্রের ছদ্মনামে দ্বীন বিকৃতিকারী বাতিল শিয়াবাদি উত্থান ও বিভিন্ন স্থানে ইসলাম ধ্বংসাত্মক বাতিল সালাফি মতবাদ ও অভিশপ্ত এজিদবাদি বাতিল খারেজি মতবাদের প্রাদুর্ভাব, দুনিয়ার বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদি হিংস্র পাশবতার রাষ্ট্রীয় প্রতিষ্ঠা ও মানবতা বিধ্বংসী বস্তুবাদি বর্ণবাদি জাতীয়তাবাদি উগ্রবাদি অপশক্তির রাষ্ট্রীয় প্রতিষ্ঠার প্রেক্ষাপটে আকিদা- আধ্যাত্মিক- রাজনৈতিক সব ক্ষেত্রে সৃষ্ট দ্বীন- জীবন- মানবতার মহাসংকট ও মহা বিপর্যয়ের প্রেক্ষিতে--
ঈমান-দ্বীন-জীবন-রাষ্ট্র এবং সব ধর্মের মানবিক মূল্যবোধ ও মানবতা রক্ষায় ঐক্যবদ্ধ হউন।
একক ধর্ম ও একক জাতীয়তাবাদ ভিত্তিক সাম্প্রদায়িক উগ্রবাদি অপরাজনীতি ও একক গোষ্ঠীবাদি স্বৈর রাষ্ট্রব্যবস্থা মুলুকিয়তই সত্য ও মানবতার বিরুদ্ধ সকল ধ্বংসাত্মক অপশক্তি উৎস
এবং মুক্তির উপায় -
ধর্মের মানবিক মূল্যবোধের ধারায় সর্বকল্যাণময় মানবতার রাজনীতি ও বস্তুর উর্ধ্বে মানবজীবন ও সব মানুষের জীবনের স্বীকৃতি অধিকারের ভিত্তিতে একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত
(representative authority of life & humanity beyond any discrimination, flow of truth & wealth, structure of right & freedom, state and world of peace-safety & universal humanity under light of divine values; given by beloved holy Rasul, the source of all blessing-love-humanity)।
- আল্লামা ইমাম হায়াত
প্রতিষ্ঠাতাঃ World sunni movement - বিশ্ব সুন্নী আন্দোলন
প্রবর্তকঃ World humanity revolution - বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
দ্বীনের কেন্দ্রস্থল পবিত্র কেবলাভূমি
আল আরবে তাওহীদদ্রোহী রেসালাতদ্রোহী
সৌদি গোত্রবাদি ওয়াবি মুলুকিয়ত প্রতিষ্ঠার দিবস-
প্রলয়ংকর ২৩ সেপ্টেম্বর ১৯৩২
আঁধার দিবস - Dark Day - يَوْمُ الظُّلُمَاتِ
===============
দ্বীনের কেন্দ্রস্থল পবিত্র কেবলাভূমি আল আরবে-
তাওহীদদ্রোহী রাসুলদ্রোহী অপশক্তির জবরদখলের মহাবিপর্যয়ের দিবস,
মিল্লাত মিথ্যা-আঁধারের গ্রাসে নিপতিত হওয়ার মহাদূর্যোগের দিবস,
মিল্লাতের হাজার বছরের সব অর্জন নিশ্চিহ্ন হওয়ার চরম বেদনার দিবস,
হকের কলেমার চেতনার বিপরীত নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদি গোত্রবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত কায়েমের দিবস,
বদর-ওহোদ-কারবালার শিক্ষা আদর্শ উৎখাত করে আইয়ামে জাহেলিয়াতের প্রাদুর্ভাব দিবস,
মিল্লাতের জাতীয় স্বাধীনতা অধিকার লুন্ঠিত হওয়া এবং শত্রুদের সব চক্রান্ত বাস্তবায়নের দিবস,
দ্বীন বিকৃত ও কলংকিত হওয়া এবং মিল্লাত পরাজিত ও অপমানিত হওয়ার দিবস,
সত্যের শত্রু ও শয়তানের প্রতিষ্ঠা এবং সমগ্র বিশ্ববাসী ও মানবসভ্যতা বিপন্ন হওয়ার দিবস।
==============
- আল্লামা ইমাম হায়াত
প্রতিষ্ঠাতাঃ World sunni movement - বিশ্ব সুন্নী আন্দোলন
প্রবর্তকঃ World humanity revolution - বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
23RD SEPT (1932),
THE ILLEGAL OCCUPY OF AL ARAB
BY SAUDI WAHABI TYRANISM IS
THE DARK DAY
FOR ISLAM & WHOLE HUMANITY
================
- ALLAMA IMAM HAYAT
FOUNDER: WORLD SUNNI MOVEMENT &
WORLD HUMANITY REVOLUTION
নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবীবিহিল কারীম
==================
هُنَاكَ الزَّلاَزِلُ وَالْفِتَنُ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ
“আরবের নজদ থেকে বের হবে শয়তানের শিং ও ভূমিকম্প”
(এখানে শয়তান বাতিল-জালেম-পথভ্রষ্টকারী অর্থে, শিং আঘাতকারী অনিষ্টকর ক্ষমতাসীন অপশক্তি অর্থে এবং ভূমিকম্প দ্বীন-মিল্লাত-মানবতার জন্য ধ্বংসাত্মক অর্থে)
সকল মুমিনের ঈমানী রাজধানী ও দ্বীনের প্রাণকেন্দ্র প্রাণপ্রিয় মদীনাতুল মুনাওয়ারা ও সত্য ও মানবতার মুক্তিসূর্য্যের উদয়স্থল মক্কাতুল মোকাররমা ও ঈমানী জীবন অবিচ্ছিন্ন। কেবলাভূমির সুরক্ষা সব মুমিনের ঈমানী দায়িত্ব।
ইসলামের নির্দেশিত খেলাফত উৎখাত করে বাতিল মুলুকিয়ত কায়েমকারি সত্যদ্রোহী মোয়াবিয়া ও অভিশপ্ত কাফের এজিদের ধারায় ইসলামের শত্রু খারেজি ওয়াবি সৌদি গোত্রবাদি অপশক্তি ১৯৩২ এর ২৩শে সেপ্টেম্বর কেবলাভূমি আল আরব জবরদখল ও স্বৈরদস্যুতন্ত্র কায়েম এবং অবৈধ গোত্রবাদি মুলুকিয়ত ‘সৌদি আরব’ ঘোষণা ইসলাম ও মুসলিম মিল্লাত ও মানবতার সকল সংকট ও ধ্বংসের প্রধান কারণ এবং দ্বীন-মিল্লাত-ইনসানিয়াতের বিরুদ্ধে
প্রলয়ংকর আঁধার দিবস - Dark Days - يَوْمُ الظُّلُمَاتِ
কেবলাভূমিতে ঈমান দ্বীনের শত্রু সৌদি গোত্রবাদি ওয়াবিবাদি স্বৈরদস্যুতা কায়েমের আঁধার, পরম সত্য তাওহীদদ্রোহীতার আঁধার, প্রাণাধিক রেসালাতদ্রোহীতার আঁধার, প্রাণপ্রিয় আহলে বায়েত বিদ্বেষের আঁধার, মহামান্য খোলাফায়ে রাশেদীন ও মহান মকবুল সাহাবায়ে কেরামের অবমাননা ও খেলাফত ধ্বংসের আঁধার, দ্বীন বিকৃতির আঁধার, দ্বীনের মহান নিদর্শন ধ্বংসের আঁধার, কুফরের আঁধার, মোনাফেকির আঁধার, মিথ্যার আঁধার, বস্তুবাদের আঁধার, মুলুকিয়তের আঁধার, পরাধীনতার আঁধার, খুন-জুলুম রূদ্ধতার আঁধার ও মহাবিপর্যয়।
কোন মুমিন বাতিলকে কবুল করতে পারে না, কোন মানবিক মানুষ অন্যায় অবৈধ গোত্রবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তকে স্বীকৃতি দিয়ে মিথ্যা ও জুলুমের অংশ হতে পারে না। কুফর-জুলুম-মুলুকিয়তের অবৈধ প্রতিশব্দ ‘সৌদি আরব’ না বলে আল আরব বলুন। ‘সৌদি আরব’ নিছক শব্দ নয়, কুফরি মতবাদ। এটা ঈমানী অস্তিত্ব ও মানবিক অস্তিত্বের বিপরীত।
কেবলাভূমি আল আরবকে ‘সৌদি আরব’ বলা সত্যের কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক ঈমানী চেতনার বিপরীত বস্তুবাদি জাতীয়তাবাদি গোত্রবাদি কুফরি চেতনা কবুল করা, ভুয়া ইসলামকে স্বীকৃতি দেয়া ও হকের ধারা উৎখাতে শরিক হওয়া, কোরআনুল করীম ও দ্বীনের নির্দেশিত রাষ্ট্রব্যবস্থা খেলাফতে ইনসানিয়াতের বিপরীত গোষ্ঠীবাদি জুলুম দস্যুতার মুলুকিয়ত কবুল করা, বদর ওহোদ ও কারবালার শাহাদাতের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজেকে হকের বিরুদ্ধে কুফর জুলুমের অংশ করা।
ইসলামের নির্দেশিত রাষ্ট্রব্যবস্থা একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের রূপরেখায় মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (representative authority of life & humanity beyond any discrimination, flow of truth & wealth, structure of right & freedom, state and world of peace-safety & universal humanity under light of divine values; given by beloved holy Rasul, the source of all blessing-love-humanity)
কেবলাভূমি আল আরব নিছক একটি রাষ্ট্র নয়, সত্য ও জীবনের কেবলাভূমি এবং দ্বীনের প্রাণকেন্দ্র। কেবলাভূমি বিশেষ কোন সম্প্রদায়ের নয়, সমগ্র মিল্লাতের ঠিকানা। কেবলাভূমি সব মুমিনের ঈমানী নাগরিকত্ব।
কেবলাভূমি বাতিল জালিম অপশক্তির গ্রাসে রূদ্ধ থাকা দ্বীন- মিল্লাত- মানবতার জন্য মৃত্যু সমতুল্য পরাধীনতা ও পরাজয়। কেবলাভূমিতে সত্য ও মানবতার ধারা কায়েম থাকা বা না থাকার উপর সমগ্র দ্বীন- মিল্লাত- ইনসানিয়াতের অস্তিত্ব জড়িত।
হকের কলেমার অংগীকার ও বদর-ওহোদ-শাহাদাতে কারবালার আমানত ও ঈমানী হৃদয়ের দায়িত্ব হিসেবে কুফর-জুলুম-মুলুকিয়তের আঁধার ও রূদ্ধতা জবরদখল থেকে কেবলাভূমি তথা দ্বীন-মিল্লাত-ইনসানিয়াতের মর্যাদা ও স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে আঁধার দিবস পালন করুন।
==============
- আল্লামা ইমাম হায়াত
প্রতিষ্ঠাতাঃ World sunni movement - বিশ্ব সুন্নী আন্দোলন
প্রবর্তকঃ World humanity revolution - বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the organization
Website
Address
Moulvibazer, Sylhet
Dhaka
3100
NAC 107, North South University, Plot # 15, Block # B, Bashundhara R/A
Dhaka, 1229
Dept Of EEE, BUET
Dhaka, 1000
It is the IEEE Student branch of BUET. IEEE is the world's leading professional association for the advancement of technology. Follow us on Facebook: https://www.facebook.com/IEEE...
31 Green Corner, Green Road, Dhanmondi
Dhaka, 1205
Run by students. Devoted to AUTISM awareness and members' self-development.
Bangladesh Scouts, National Headquarter, 60, Anjuman Mufidul Islam Road, Kakrail
Dhaka, 1000
Bangladesh Scouts (Bengali: বাংলাদেশ স্কাউট্স) is the national Scouting organization of Bangladesh.
66, Mohakhali
Dhaka, 1212
𝐋𝐞𝐚𝐝 | 𝐄𝐦𝐩𝐨𝐰𝐞𝐫 | 𝐑𝐞𝐝𝐞𝐟𝐢𝐧𝐞 One of the prestigious clubs in Bangladesh #20YearsGlory
Central Office: 48/1, South Mugdapara
Dhaka, 1214
অনুসন্ধিৎসু চক্র (Science Seekers Group)
Crysta
Dhaka, 1000
VOLUNTEERS toward peace! Crystal Open Scouts is a group of young minds in Scouting. Plz like us to s
197, Judge Goli, New Elephant Road
Dhaka, 1205
Jolputul puppet is a community-based cultural team who play puppet aimed with the entertainment and child development through their stories and activities.
519/A, Road No. 1, Dhanmondi
Dhaka, 1205
Please visit our website for detailed updated information on UNYSAB. For applying, Go www.unysab.org
E-27/A West Agargaon
Dhaka, 1207
ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের ছাত্রছাত্রী বন্ধুদের মিলনক্ষেত্র
408/1, Kuratoli, Khilkhet
Dhaka, 1213
AIUB Business Club is one of the most pioneering club of American International University-Bangladesh
408/1, Kuratoli, Khilkhet
Dhaka, 1229
Official page of AIUB Oratory Club (AOC)