F S Aviation

We process Holy Hajj, Umrah, and Tour Visa. We sell worldwide air tickets.

11/02/2023

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন?

30/11/2022

থাইল্যান্ড (পাতায়া+ব্যাংকক) ট্যুর ৩রাত/৪দিন জনপ্রতি ৪৯০০০টাকা।
🌟প্যাকেজে অন্তর্ভুক্তঃ
১) রিটার্ন এয়ার টিকেট।
২) থ্রি ষ্টার মানের হোটেলঃ
*পাতায়া ১রাত শেয়ার রুম + ব্রেকফাস্ট।
*ব্যাংকক ২রাত শেয়ার রুম + ব্রেকফাস্ট।
৩) ট্রান্সফারঃ
*ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাতায়া হোটেল ড্রপ।
*পাতায়া হোটেল থেকে ব্যাংকক হোটেল ড্রপ।
*ব্যাংকক হোটেল থেকে ব্যাংকক এয়ারপোর্ট ড্রপ।
৪) সাইটসীনঃ
*ব্যাংকক ফুল-ডে সাফারি ট্যুর উইথ লাঞ্চ।
❌ ভিসা ফি প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।
প্যাকেজের গ্রাহকদের জন্য থাইল্যান্ড ভিসা প্রসেস ফি ৫০০০টাকা (ভিসা ফি অফেরৎযোগ্য)।
==========================
👯চাইল্ড পলিসিঃ
★বয়স ২ বছরের নিচে শুধু ট্যাক্স প্রযোজ্য।
★বয়স ২ বছর থেকে ১২ বছরের নিচে হলে ১০% ছাড়।
==========================
❌ উক্ত প্যাকেজ মূল্যের সাথে সার্ভিস চার্জ অথবা অন্য কোন হিডেন চার্জ নেই।
🤝বিঃদ্রঃ এই প্যাকেজের মূল্য এবং ভ্রমনের তারিখঃ নূন্যতম বিমান ভাড়ার ভিত্তিতে নির্ধারিত। সুতরাং আপনার পছন্দের তারিখে ভ্রমণ করতে চাইলে অতিরিক্ত বিমান ভাড়া যদি লাগে প্যাকেজ মূল্যের সাথে তা যুক্ত হবে।
✅এক গ্রুপে সফর সঙ্গী হবে কমপক্ষে দুই জন। তবে আপনি একা হলেও যেতে পারবেন, এক্ষেত্রে আমরা সফর সঙ্গী যুক্ত করে দেবো।
💥💥বিঃদ্রঃ ডলারের মূল্য পরিবর্তনের কারণে যখন তখন প্যাকেজের মূল্য পরিবর্তন হতে পারে।
👉 প্যাকেজ পেমেন্ট পলিসিঃ
* প্রথমে ৩৫০০০ টাকা দিয়ে প্যাকেজ বুকিং দিতে হবে।
* ভিসা হওয়ার পরে বাকি টাকা সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
* সম্পূর্ণ টাকা পরিশোধের পরবর্তী ১২ কর্মদিবসের মধ্যে ভ্রমণ শুরু হবে।
👉 প্যাকেজ কেনসেল/ রিফান্ড পলিসিঃ
* বুকিং দেওয়ার পর থেকে বিমান টিকেট ইস্যু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যেকোন কারণে প্যাকেজ কেনসেল করতে চাইলে কেনসেল ফি বাবদ ৫০০০ টাকা দিয়ে বাকি ৩০০০০টাকা রিফান্ডেবল।
👉 Attention‼️
প্যাকেজের বিমান টিকেট ইস্যু হওয়ার পরে যেকোন কারণে ভ্রমন করতে না পারলে প্যাকেজের মূল্য অফেরৎযোগ্য। তবে বিমান টিকেটের পলিসি অনুযায়ী জরিমানা/ রি-ইস্যু ফি ইত্যাদি দিয়ে যদি টিকেট পুনরায় ব্যবহার করা যায়, তবে টিকেট ও ট্যুরের জন্য অতিরিক্ত ফি প্রদান করে ভ্রমনের তারিখ পরিবর্তন করে নিতে পারবেন।
=======================
✅📃ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। পাসপোর্ট নূন্যতম ৮মাস মেয়াদ থাকতে হবে।
২। প্রত্যেক দেশের জন্য দুই কপি ম্যাট প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ডের রঙ্গিন ছবিঃ মালয়েশিয়া (৩৫x৫০ সাইজ), থাইল্যান্ড (৩৫ ৪৫ সাইজ) ও সিঙ্গাপুর (৩৫ ৪৫সাইজ)।
৩। ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট। নূন্যতম ব্যাংক ব্যালেন্স জনপ্রতি ১২০০০০টাকা। প্রত্যেক দেশের জন্য এক সেট করে (বিঃদ্রঃ প্যাকেজ বুকিং দেওয়ার সময় এক সেট ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট দিবেন। বাকি দুই সেট ৭দিন অন্তর দিবেন।)।
৪। আপনি বিজনেস করলে আপডেট ট্রেড লাইসেন্স ইংরেজিতে অনুবাদ সহ নোটারি কপি, ভিজিটিং কার্ড (৮টি/জনপ্রতি) ও লেটার প্যাড (৮টি)।
৫। চাকুরীজীবিদের জন্য কর্মরত প্রতিষ্ঠান থেকে NOC লেটার, ছয় মাসের Salary Statement অথবা Salary Payslip, ভিজিটিং কার্ড (৮টি/জনপ্রতি) ও জব আইডি কার্ড।
👌বাবা-মা, স্ত্রী-সন্তান সহ ভিসার আবেদন করতে চাইলে তাদের পাসপোর্ট, ছবি সহ নিচের ডকুমেন্টস দিতে হবে -
- স্ত্রীর জন্য ম্যারেজ সার্টিফিকেট/ নিকাহনামা ইংরেজিতে অনুবাদ সহ নোটারি কপি।
- সন্তানের জন্য জন্মনিবন্ধন সনদ ইংরেজিতে অনুবাদ সহ নোটারি কপি। এবং সে স্টুডেন্ট হলে উক্ত প্রতিষ্ঠানের আইডি কার্ড।

30/11/2022

😍মাত্র-১৬,৯৯৯ টাকায় ৬ রাত ৭ দিনের রিল্যাক্স সিকিম ট্যুর।😍

👓 সিকিমে আপনি যা যা দেখতে পাবেনঃ
🪵 মেঘমালা
🪵 পাহাড়
🪵 নদী
🪵 ড্যাম
🪵 ঝর্ণা
🪵 লেক
🪵 ভ্যালি অব ফ্লাওয়ার
🪵 ভাগ্য ভালো থাকলে বরফের দেখাও পেতে পারেন।

🗓 ট্যুর এর তারিখঃ ১৫-২১ ডিসেম্বর-২০২২ ইং।

পাসপোর্ট এ ইন্ডিয়ান ভিসার মেয়াদ আছে, ভ্রমণ পিপাষু যেকেউ আমাদের সাথে এই ট্যুরে জয়েন করতে পারবেন।

ট্যুর প্লান এর বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেখুন।

বুকিং কনফার্ম করার জন্য যা যা করতে হবেঃ
৩০০০ টাকা বুকিং মানি দিয়ে আপনার বুকিং কনফার্ম করতে হবে। বুকিং মানি অফেরতযোগ্য।

📍 আমাদের ঠিকানাঃ
এফ এস এভিয়েশন
২৮/২, টয়নবি সার্কুলার রোড,হোটেল হাসান ইন্টারন্যাশনাল এর নীচতলা, মতিঝিল, ঢাকা-১০০০।
মোবাইলঃ ০১৭৮৬-২২৩৩৪৭,০১৭১১-৪২৬৯৯৭

আমাদের সাথে নিশ্চিন্তে ছেলে, মেয়ে ও কাপল সবাই অংশগ্রহণ করতে পারবে। রিলাক্স ট্যুর হলেও আনন্দের কোন কমতি থাকবেনা।

🕒 কনফার্ম করার শেষ সময়ঃ সিট থাকা সাপেক্ষ।

তাই দেড়ি না করে আজই বুকিং করে ফেলুন আমাদের সাথে সিকিম ট্যুরের জন্য। মজা হবে, আনন্দ হবে, সাথে রিফ্রেশিং একটি ট্যুর হবে আগামী ১৫-২১ ডিসেম্বর।

27/11/2022

😍🥰মাত্র- ৩১০০ টাকায় ৮ ও ৯ই ডিসেম্বর ৩ রাত ২ দিন সাজেক ভ্যালি ঘুরে আসুন এফ এস এভিয়েশন এর সাথে।😍🥰

শহুরে জীবনের অবসাদ ও ক্লান্তিকে দূরে ফেলে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার আমাদের সাথে ঘুরে আসুন প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য এক ভূমি "সাজেক ভ্যালি"।

ইভেন্ট ফিঃ ৩৪৯৯ টাকা (কোন প্রকার অতিরিক্ত খরচ নেই)
৬৫০০ টাকা প্রতিজন (কাপলদের জন্য)

যাত্রা শুরুঃ ৭ই ডিসেম্বর রাত ১০ টা বাজে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে।
যাত্রা শেষঃ ১০ই ডিসেম্বর ভোর ৬ টার মধ্যে আমরা সায়েদাবাদ বাস টার্মিনালে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।

ট্যুর প্লান ও বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে দেখুন।

যা যা থাকবে এই টাকার মধ্যেঃ
🚌 ঢাকা- খাগড়াছড়ি- ঢাকা নন-এসি রিজার্ভ বাসের টিকেট।
🚙 খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি রিজার্ভ চাঁদের গাড়ি।
🏕 শেয়ার বেসিসে হোটেল রুমে ১ রাত সাজেক ভ্যালিতে রাত্রি যাপন।
🍽 পাঁচ বেলা উন্নত মানের খাবার।
⛩ সকল প্রকার এন্ট্রি টিকেট।
অর্থাৎ ব্যাক্তিগত খরচ বাদে সকল খরচ আমাদের।

যা যা থাকবেনা এই টাকার মধ্যেঃ
❌ হাইওয়েতে যাত্রা বিরতির খাবার খরচ।
❌ কোন প্রকার ব্যাক্তিগত খরচ।
❌ প্যাকেজের বাহিরে অতিরিক্ত কোন খরচ।
❌ মিনারেল ওয়াটার।
(এছাড়া সকল খরচ আমাদের)

বুকিং এর জন্য কল করুনঃ
০১৭৮৬-২২৩৩৪৭, ০১৮৭৯-৬৩৭৬০৫ নাম্বারে।

27/11/2022

দুবাইয়ে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ
---------------------------------
কোম্পানির নামঃ TRANSGUARD GROUP UAE
ইন্টারভিউ তারিখঃ ২৯ ও ৩০শে নভেম্বর-২০২২ইং।

কাজের ধরন ও বিস্তারিত ছবিতে দেওয়া রয়েছে।

আগ্রহী প্রার্থীগণ যেসকল কাগজপত্র নিয়ে আমাদের অফিসে উপস্থিত থাকবেনঃ
* মূল পাসপোর্ট সাথে আনতে হবে।
* সাদা ব্যাকগ্রাউন্ডের ১০ কপি পাসপোর্ট সাইজ ছবি।
* প্রার্থীর বয়স ২১ থেকে ৩৯ বছর হতে হবে।
* শিক্ষাগত যোগ্যতার ফটোকপি জমা দিতে হবে এবং মূল সনদ সাথে নিয়ে এসে দেখাতে হবে।

আগ্রহী প্রার্থীগণ সকল ডকুমেন্টস সাথে নিয়ে এসে আগামী ২৯শে ও ৩০শে নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত আমাদের অফিসে সাক্ষাত করতে পারবেন।

আমাদের অফিসের ঠিকানাঃ
২৮/২, টয়নবি সার্কুলার রোড, হোটেল হাসান ইন্টাঃ এর নীচতলা, মতিঝিল, ঢাকা-১০০০।

27/11/2022

যেকোন ভ্রমণ প্যাকেজ, ভিসা প্রসেসিং ও বিমান টিকেট কম মূল্যে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।

যোগাযোগের ঠিকানাঃ
২৮/২, টয়নবি সার্কুলার রোড, হোটেল হাসান ইন্টাঃ এর নীচতলা, মতিঝিল, ঢাকা-১০০০।

মোবাইলঃ ০১৭৮৬-২২৩৩৪৭, ০১৭১১-৪২৬৯৯৭

27/11/2022

উন্নত মানের সেবায় তুলনামূলক কম খরচে "এফ এস এভিয়েশন" এর সাথে উমরাহ কাফেলার সঙ্গী হয়ে পালন করুন পবিত্র উমরাহ।

স্ট্যান্ডার্ড এই প্যাকেজটিতে যা যা থাকছেঃ
* উমরাহ ভিসা ও ইন্সুরেন্স।
* ট্রান্সিট ফ্লাইট (এয়ার আরানিয়া/কাতার/ফ্লাই দুবাই এয়ারলাইন্স)।
* দুই বেলা উন্নত মানের সুস্বাদু বাঙ্গালি খাবার।
* মক্কায় হোটেলঃ ৫০০-৮০০ মিটার।
* মদীনায় হোটেলঃ ২০০-৩০০ মিটার।
* সকল প্রকার ট্রান্সপোর্ট সুবিধা।
* মক্কা ও মদীনার দর্শনীয় স্থান পরিদর্শন।
* মোট ১৪ দিনের প্যাকেজ, ২ টি জুম'আ আমরা থাকবো।
* মক্কায় ৮ দিন ১ জুম'আ ও মদীনায় ৬ দিন ১ জুম'আ।
* সার্বক্ষণিক অভিজ্ঞ, আন্তরিক ও দায়িত্বশীল মুয়াল্লিম থাকবেন ইনশাআল্লাহ।

প্যাকেজের সময়কালঃ ১৪ দিন ২ টি জুম'আ।

প্যাকেজর মূল্যঃ ১৩০,০০০ টাকা।

যোগাযোগের ঠিকানাঃ
২৮/২, টয়নবি সার্কুলার রোড, হোটেল হাসান ইন্টাঃ এর নীচতলা, মতিঝিল, ঢাকা-১০০০।
মোবাইলঃ ০১৭৮৬-২২৩৩৪৭

এফ এস এভিয়েশন এর সাথে যেকোন প্যাকেজে ভ্রমণ করুন নিশ্চিন্তে। আমরা কম খরচে সর্বোত্তম সেবা দিতে অঙ্গীকারবদ্ধ।

বিগত বছরগুলোতে আমাদের কাছ থেকে উমরাহ প্যাকেজে উমরাহ করেছেন হাজারেরো অধিক হাজী সাহেব আলহামদুলিল্লাহ। তাই আমাদের সাথে উমরাহ করতে যেতে পারবেন নিশ্চিন্তে ইনশাআল্লাহ।

08/08/2022

হজ্ব, উমরাহ ও বিমান টিকট বিষয়ক সেবা কম খরচে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।

08/08/2022

অভ্যন্তরীন ও ইন্টারন্যাশনাল সকল রুটের টিকেট সাশ্রয়ী মূল্য পেতে নক দিন পেইজে অথবা কল করুন আমাদের নাম্বারে।

আমাদের অফিস ঠিকানাঃ
২৮/২, টয়নবি সার্কুলার রোড, হোটেল হাসান ইন্টাঃ গ্রাউন্ড ফ্লোর, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোনঃ ০২-৯৫৬৯৬৬১।
মোবাইল- ০১৭১১-৪২৬৯৯৭,০১৭২৯-৭৯২৫৮৭

08/08/2022

দুবাই ভিজিট ভিসা ও ফুল প্যকেজ

ধামাকা অফার😱 !!! ধামাকা অফার😱 !!!

দুবাইয়ের ভিজিট ভিসা
( একদম নতুন পাসপোর্টেও ভিসা হবে।)
* ৯০ দিনের ভিসা- BDT ২১,৬৯৯/- মাত্র)
* ৩০ দিনের – BDT ১৩,১৯৯/- মাত্র৷
জামানতের/ডিপোজিটের প্রয়োজন নাই

জামানতের/ডিপোজিটের প্রয়োজন নাই।
এজেন্টদের জন্য স্পেশাল DISCOUNT PRICE PRICE

এছাড়াও আমাদের কাছেঃ-
ভিসা এবং টিকেট, এয়ারপোর্টে সেবা সহ ফুল প্যাকেজ রয়েছে
যারা আমিরাতে এসে ব্যবসায়ীক লাইসেন্স পার্টনার ভিসা করতে চান৷
ভিসার জন্য যে ডকুমেন্ট প্রয়োজনঃ
1. পাসপোর্ট কপি
2. সদ্য তোলা পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি
Visa Time 24 hours * Depend on Emigration

আমাদের অফিস ঠিকানাঃ
২৮/২, টয়নবি সার্কুলার রোড, হোটেল হাসান ইন্টাঃ গ্রাউন্ড ফ্লোর, মতিঝিল, ঢাকা-১০০০।

ফোনঃ ০২-৯৫৬৯৬৬১।
মোবাইল- ০১৭১১-৪২৬৯৯৭,০১৭২৯-৭৯২৫৮৭

05/08/2022

নবী কারীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম শোনা মাত্রই যে দুরুদ পড়েনা তার উপর আল্লাহর লানত।
তাই সবাই বেশি বেশি দুরুদ পড়ি আল্লাহর হাবিব রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি।

পেইজটি লাইক দিয়ে জানান দিন আপনার ভালোবাসা আল্লাহর রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি।

Photos from F S Aviation's post 29/07/2022

🕋 আলহামদুলিল্লাহ্, বাংলাদেশীদের জন্যও তিন মাসের উমরাহ্ ভিসা চালু করলো সৌদি আরব, (ভিসা বাংলাদেশ, ইরাক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভারত)

✅ আপনার উমরাহ্ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
👇
MOHAMMAD SAIFULLAH
F S AVIATION

MALEK TOWER, HOTEL HASAN INT.
GROUND FLOOR, 28/2 TOYENBEE CIRCULAR ROAD, MOTIJHEEL, DHAKA 1000.
Mob: +88 01711426997, ➡️ (IMO+WhatsApp)
[email protected]
[email protected]

09/07/2022

Eid-Ul-Adha Mubarak 🌙

18/06/2022

Dhaka to Dubai
Air Ticket
Special Fare Available
For Contact:
☎️+8801711426997
+8801760765370

27/01/2022
20/11/2021

Winter in Kashmir falling of snow flakes like a star filling the darkness covered of whiteness everywhere people feel it full of love and throwing up at each other...
Book now
+880 1711426997
+880 1872-320448

18/11/2021

ভারতীয় টুরিস্ট ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট:
১) ১৫ ই নভেম্বর থেকে বাংলাদেশের অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার থেকে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট দেওয়া ভিসা শুরু হয়েছে, এবং আমাদের সম্মানিত ভ্রমণার্থীরা টুরিস্ট ভিসা পাওয়া শুরু করেছেন।
২) তবে এক্ষেত্রে কিছু নিয়ম কানুন পরিবর্তন করা হয়েছে। এখন টুরিস্ট ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে ১২০ দিনের মধ্যে ভারতে প্রবেশ করতে পারবেন এবং ভিসার মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে সর্বোচ্চ ৩০ দিন ভারতে থাকতে পারবেন।
২) টুরিস্ট ভিসায় কেবলমাত্র বাই এয়ারে ভ্রমণ করা যাবে।
৩) বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ফ্লাইট ছাড়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন (ডবল ডোজ ভ্যাকসিন থাকলেও রিপোর্ট প্রয়োজন না থাকলেও প্রয়োজন)। কেবলমাত্র ২ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই।
৪) ভারত থেকে বাংলাদেশ ফেরত আসার সময় ফ্লাইট ছাড়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন (ডবল ডোজ ভ্যাকসিন থাকলেও রিপোর্ট প্রয়োজন না থাকলেও প্রয়োজন)। কেবলমাত্র ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই।
৫) এছাড়া ভারতে প্রবেশ করার পূর্বে সবাইকে বাধ্যতামূলক AIR SUBIDHA পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তামিলনাড়ুর ক্ষেত্রে অতিরিক্ত TN E-Pass রেজিস্ট্রেশন করতে হবে।
৬) টুরিস্ট ভিসায় ভারতে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকার ২টি ডোজ নেওয়া থাকতে হবে, এবং টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ন্যূনতম ১৫ দিন পরে ভারতে প্রবেশ করতে পারবেন। WHO এপ্রুভড যেকোনো টিকা হলেই চলবে। তবে বাচ্চাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
৭) তবে ভারত সরকারের ১১.১১.২০২১ তারিখে প্রকাশিত নতুন ট্রাভেল গাইড লাইন অনুসারে নন ভ্যাকসিনেটেড টুরিস্টরাও ভারতে প্রবেশ করতে পারবেন। সে ক্ষেত্রে ১ম দিন এবং ৮ম দিনে করোনা টেস্ট করতে হবে, এবং প্রথম ৭ দিন হোম কোয়ারেনটাইনে থাকতে হবে।
------------------------------------------------------------------------------------

17/11/2021

আলহামদুলিল্লাহ!!! ঢাকা-ব্যাংকক-ঢাকা সরাসরি বাংলাদেশ বিমান BG 88 -89 ফ্লাইট আগামী ২ ডিসেম্বর হতে চালুর অনুমোদন দিয়েছে ।

থাইল্যান্ডের ভিসা, হোটেল ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা পেতে আমাদের সহযোগিতা ও সেবা নিন।

প্রয়োজনে যোগাযোগ করুন:
01873631879
01760765370

17/11/2021

Good Evening Lovely Himachal Pradesh ❤️🏔️

03/10/2021

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামীকাল রোববার থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে ২টি এবং ৪ অক্টোবর থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে।

আজ শনিবার বিমান বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

যাত্রীগণ আজ থেকেই এ ২টি রুটের টিকেট কিনতে পারবেন।

ঢাকা-আবুধাবি রুটে প্রতি রোববার ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

29/09/2021

Connect Your Desire Destinations
Fly Now!
Traveling anywhere soon or later, book your desired flight at the Best Rate only from F S Aviation.
You can save your time by book air ticket from us. we will give you the best fare of any air tickets (Domestic or International).
For further information,
Contact us through inbox:
https://www.facebook.com/fsaviationbd
Hotline: +880-1711426997 | 01872320448
Email: [email protected]

29/09/2021

ঢাকা বিমানবন্দরের ল্যাবের এসওপির অনুমোদন দিয়েছে আরব আমিরাত কতৃপক্ষ।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ৬টি প্রতিষ্ঠানের ল্যাব বসানো হয়েছে তার এসওপি অনুমোদন দিয়েছ সংযুক্ত আরব আমিরাত

Photos from F S Aviation's post 27/09/2021

Test of sikkim

27/09/2021

দীর্ঘ লকডাউনের ক্লান্তি ও অবসাদ দূর করতে পরিবার/ বন্ধুদের নিয়ে চলুন ঘুরে আসি বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ/ লবণাক্ত ফরেস্ট সুন্দরবনে প্রতিষ্ঠানের নিজস্ব টুরিস্ট জাহাজ ও অভিজ্ঞ টুরিস্ট গাইডের সাথে। প্রতি সপ্তাহে আমাদের সুন্দরবন প্যাকেজ ট্যুর রয়েছে।বাণিজ্যিক, কর্পোরেট, শিক্ষাপ্রতিষ্ঠান সহ সকল ধরনের প্যাকেজ ট্যুর আমরা সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সহিত পরিচালনা করে থাকি।

"স্বল্প খরচে মানসম্মত ভ্রমণ
সেবা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ"

(বি:দ্র: করোনা সংক্রান্ত সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রত্যেকটি ট্যুর নিরাপত্তা ও সর্তকতার সহিত পরিচালনা করে থাকি।)

#সুন্দরবন প্যাকেজ ট্যুর এ আপনার বুকিং এর জন্য যোগাযোগ করুন : ০১৮৭২৬৩১৮৭৯ অথবা ০১৭১৫০১০৬১৯

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১.সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
২. বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। ০১৭১৫০১০৬১৯ পার্সোনাল
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং দেওয়া যাবে।
#সুন্দরবন ভ্রমণের সম্ভাব্য তারিখ সমূহ: - ===========================
👉১৫-১৭ অক্টোবর-২০২১

(এছাড়াও অক্টোবর ও নভেম্বর মাসে আপনার কাঙ্খিত ভ্রমণের তারিখ অনুযায়ী আগে থেকে বুকিং দিতে পারবেন।)

✅ভ্রমনের সময় :
||০২ রাত এবং ০৩ দিন||

✅ভ্রমণপথ :
||খুলনা – সুন্দরবন – খুলনা||

◼️ভ্রমণ খরচঃ-
◾জনপ্রতি:৭,৫০০/- টাকা
(3/4 Bed bunker cabin)
◾জনপ্রতি: ৯০০০/- টাকা
(Couple attached bathroom cabin)

✳️সুন্দরবন ভ্রমণের দর্শনীয় স্থান সমূহ:
১. হাড়বাড়িয়া
২.কটকা অফিস পাড়।
৩.জামতলা সমূদ্র সৈকত
৪.কচিখালি
৫.ডিমের চর
৬.করমজল কুমির প্রজনন কেন্দ্র।

✅প্যাকেজের অন্তর্ভুক্তঃ

🟩 তিন দিনের জন্য (খুলনা- সুন্দরবন- খুলনা) অভিজ্ঞ মাস্টার দ্বারা পরিচালিত টুরিস্ট জাহাজ, অভিজ্ঞ রাধুনী দ্বারা তৈরি প্রত্যেক বেলার খাবার ও ক্যানেল ক্রুজের এর জন্য সাইলেন্ট বোট।
🟩তিন বেলা রকমারি বিভিন্ন আইটেম খাবারের পাশাপাশি থাকছে দুই বেলা স্ন্যাকস এবং প্রতিবেলা খাবারে থাকবে ভিন্নতার ছোঁয়া। আরও থাকছে সবসময় চা এবং কফির ব্যবস্থা।বিশেষ আকর্ষণ হিসাবে বার- বি- কিউ নাইট।আরও সাথে থাকছে অভিজ্ঞ গাইড সার্ভিস।

✅নিরাপত্তাঃ
বনবিভাগ থেকে থাকবে সশস্ত্র দুই জন নিরাপত্তা কর্মী।

⛔প্যাকেজে যা অন্তর্ভুক্ত নয়ঃ
🚫ঢাকা টু খুলনা লঞ্চঘাট ও খুলনা টু ঢাকা যাতায়াত ও কোন প্রকার ঔষধের খরচ।
🚫প্যাকেজে উল্লেখ হয়নি,এমন কোন খরচ।

📢কনফার্মেশন সিস্টেম :
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে ৫০% টাকা অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য)। অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও টাকা জমা দিতে পারেন।

📢 শিশু পলিসি :

✪ ০-৩ বছরের শিশুদের জন্য কোন টাকা লাগবে না।
✪ শিশু ০৪-০৭ বছর প্যাকেজ প্রাইস ৳৪,০০০/- ( শুধু অভিভাবকদের সাথে রুম শেয়ার করবে ,বাকী সকল সুবিধা পাবে ) বাসে/ট্রেনে সিট নিলে ভাড়া প্রযোজ্য।
✪ ০৭ বছরের উপর শিশুদের প্যাকেজ প্রাইস দিতে হবে।

⛔সুন্দরবন ভ্রমণের করনীয়🙏
১. উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
২. কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
৩. পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
৪. এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
৫. জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
৬. যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
৭. জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
৮. পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
৯. স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
১০.গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

✅সাথে কি কি নিবেন:
১. প্রয়োজনীয় ঔষধ।
২. টুথ ব্রাশ ও পেস্ট।
৩. ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন।
৪. ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক।
৫. সাবান,শ্যাম্পু।
৬. রেইন কোর্ট বা ছাতা।
৭. ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

✅বি. দ্রঃ জাহাজে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

ইনক্রেডিবল ভ্যাকেশন
হোটেল হাসান ইন্টারন্যাশনাল, গ্রাউন্ড ফ্লোর,
২৮/২ টোয়েনবী সার্কুলার রোড, মতিঝিল,
ঢাকা-১০০০, বাংলাদেশ |
ফোন: +৮৮-০২-২২৩৩৮৯৬৬১,
মোবাইল: +৮৮০-১৮৭২৬৩১৮৭৯, ০১৭১৫০১০৬১৯
[email protected]
facebook: incredabilevacationbd

26/09/2021

Few places in this world are more dangerous than home. Fear not, therefore, to try the mountain passes. They will kill care, save you from deadly apathy, set you free, and call forth every faculty into vigorous, enthusiastic action.

24/09/2021

Nepal Is ready to received all Bangladeshi Tourists, Plan your next vacation to Nepal

-No quarantine for fully vaccinated Traveller
-Government can do antigen test at airport.
- Need pcr report with in 72 hours
- Need proff that he / she is vaccinated atleast 15 days before
- Hotel bookings
- Package booking
- CCMC online form
-non vaccinated can come to nepal with visa from dhaka with pcr report
- no vaccine required for 5 or below 5 years child
- 5 to 18 need pcr report with in 72 hours

23/09/2021

Nepal is Open!!!
Nepal government has decided to provide a Visa on Arrival (VOA) for vaccinated travelers and one among them is removing quarantine policy for fully-vaccinated foreign travellers. People who have received both doses of COVID-19 vaccine are not required to quarantine any more. The decision was taken to boost tourism in the pandemic-hit country.
As per new travel protocols, Nepal's Tourism Ministry said that vaccinated foreign tourists entering Nepal need to submit a negative PCR test report form within 72 hours prior to departure. They also need to submit documents proving that both doses of vaccines have been taken.
People arriving by land can also obtain a Visa on Arrival but need to follow the guidance. All the travellers have to fill in online departure form.
Those who are not vaccinated but have a PCR negative report can also enter the country but Quarantine policy will imply.
VOA was stopped in March 2021, but those who had a pre arrival recommendation letter from the Department on Immigration were permitted to enter without visa into Nepal.
করোনাভাইরাসের টিকা গ্রহণকারী পর্যটকদের বিনা বাধায় নেপাল ভ্রমণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নেপালের পর্যটনমন্ত্রী জানিয়েছেন,ভিসা অন এরাইভাল চালুর ফলে যে পর্যটকরা ভ্যাকসিনের উভয় ডোজ পেয়েছেন তাদের আর কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। মহামারী-আক্রান্ত দেশে পর্যটন বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভ্রমণকারীদের কেবলমাত্র টিকা নেওয়ার প্রমাণপত্র দাখিল করতে হবে। সেই সাথে হোটেল বুকিং করে যেতে হবে। এই সুবিধা স্থল বন্দরের ক্ষেত্রেও প্রযোজ্য। পর্যটন নির্ভর দেশ নেপালের জাতীয় আয়ের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে করোনা মহামারি। গত বছর দেশটিতে বিদেশি পর্যটকদের ভ্রমণ ৮০ শতাংশের বেশি কমে যায়। এমন পরিস্থিতিতে সংকট কাটিয়ে উঠতে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
নেপালের পর্যটনমন্ত্রী জানান, যেসব বিদেশি পর্যটক করোনার টিকা গ্রহণের প্রমাণ উপস্থাপন করতে পারবেন তাদের অবাধ ভ্রমণের সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারি শুরু হওয়ায় গত বছরের মার্চে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়া বন্ধ করে দেয় নেপাল।
Sources:Nepal Tourism Board

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

নবী কারীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম শোনা মাত্রই যে দুরুদ পড়েনা তার উপর আল্লাহর লানত। তাই সবাই বেশি বেশি দুরুদ...
Eid-Ul-Adha Mubarak 🌙
Kashmir

Category

Telephone

Address


28/2, Toynbee Circular Road, Hotel Hassan Int. Ground Floor, Motijheel
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Other Ticket Sales in Dhaka (show all)
Keari Cruise and Dine Teknaf-Saint Martin Ship Ticket Keari Cruise and Dine Teknaf-Saint Martin Ship Ticket
Mohakhali DOHS
Dhaka, 1206

We are authorized agent of keari tours and travels

Vromon Vromon
Dhaka

Vromon is the name of a comprehensive online ticketing platform. We offer tickets for various bus services, Inland water transportations, domestic airlines and also best hotel room...

R.M.Ariyan R.M.Ariyan
কসবা
Dhaka, 01749594837

আমি কসবার ছেলে

SpiceJet Ticket  office Dhaka SpiceJet Ticket office Dhaka
141/4 Lake Circus (Abed Dhali Road)Kalabagan
Dhaka, 1205

SpiceJet Ticket agency office Dhaka

Cholo Jai.com.bd Cholo Jai.com.bd
Mirpur DOHS, House# 646 (Main Road)
Dhaka, 1216

helo

𝗧𝗮𝗻𝗶𝘀𝗵𝗮 𝗥𝗲𝗰𝗿𝘂𝗶𝘁𝗺𝗲𝗻𝘁-𝗥𝗟-𝟭𝟭𝟴𝟰 𝗧𝗮𝗻𝗶𝘀𝗵𝗮 𝗥𝗲𝗰𝗿𝘂𝗶𝘁𝗺𝗲𝗻𝘁-𝗥𝗟-𝟭𝟭𝟴𝟰
69, Gulfesha Plaza, Level-10, Suite-O, Sangbadik Salina Parvin Road, Mogbazar
Dhaka, 1217

This is a Manpower Recruitment Company. We Sent Manpower All over Countries in the World. Thanks

Air Ticket Service Air Ticket Service
Dhaka

International and Domestic Air Ticket & Visa Processing Agent. Head of Collected Service.

Khan_Enterprise Khan_Enterprise
Dhaka, 1212

আমরাই একমাত্র দিচ্ছি খুচরা ও পাইকারি ?

Saintmartin ship ticket Saintmartin ship ticket
Dhaka

সেন্টমার্টিনগামী সকল শিপের টিকেট পাবেন

Stress Free Travels Stress Free Travels
36/E Purana Paltan
Dhaka, 1000

Stress Free Travels is here to assist you regarding tourist product – destinations, cheapest air t

Ticket Mart- টিকেট মার্ট Ticket Mart- টিকেট মার্ট
Dolipara, Turag
Dhaka, 1230

আমাদের মাধ্যমে আপনারা পাচ্ছেন আকর্ষণীয় মূল্য বিমান টিকেট।

Go Bus Go Bus
Dhaka, 1215

Our Mission is to optimum use of Digital Bangladesh Platform in personal level.