Saintmartin ship ticket

সেন্টমার্টিনগামী সকল শিপের টিকেট
সেন্টমার্টিনগামী বাসের টিকেট
সেন্টমার্টিন রিসোর্ট বুকিং
অথোরাইজ এজেন্ট

02/11/2024

জীবন্ত প্রবাল

01/11/2024

কিছু প্রশ্ন ও উত্তর

১. শিপ চালু হয়েছে?
-- আজকে থেকে চালু হবার কথা থাকলেও জেটি ভেঙে যাবার কারনে চালু হয় নি।

২. কবে থেকে চালু হবে?
-- ২২ নভেম্বর

৩. নভেম্বরে রাতে থাকা যাবে?
-- না

৪. কবে থেকে রাতে থাকা যাবে?
-- ডিসেম্বর ও জানুয়ারি

৫. টেকনাফ থেকে কোন শিপ চলে?
-- টেকনাফ থেকে কোন শিপ চলে না এবং চলার সম্ভাবনা ১% এর কম

৬. স্পিড বোট বা ট্রলারে যাওয়া যাবে টেকনাফ থেকে?
-- অফিসিয়ালি কোন পারমিশন নেই, যদি uno অফিস থেকে পারমিশন নিতে পারেন তাহলে যেতে পারবেন তবে সেক্ষেত্রে গুলি খাবার সদিচ্ছা নিয়ে যেতে হবে।

৭. কতদিন সেন্টমার্টিন যাওয়া যাবে?
-- ৩১ জানুয়ারি পর্যন্ত।

৮. কক্সবাজার কোথা থেকে শিপ চলবে ও কখন ছাড়বে?
-- ইনানী যেটি ঘাট
নভেম্বরে সকাল ৮ টা ও ৮:৩০ টায়
ডিসেম্বর ,জানুয়ারি ৯ টা ও ১০ টায়

৯. কোন রেজিস্ট্রেশন করতে হবে কি?
-- এখন পর্যন্ত না। প্রতিদিন ২০০০ যেতে পারবেন। ৩ টি শিপ চলবে যার ক্যাপাসিটি আনুমানিক ২০০০। কোন অতিরিক্ত লক যেতে পারবেনা সিট ক্যাপাসিটি এর বাহিরে এবং কোন স্ট্যান্ডিং টিকেট সম্ভবত বিক্রি ও করা যাবেনা। এভাবেই নির্ধারিত হবে ২০০০ জন এর যাওয়া এখন পর্যন্ত।

সেন্টমার্টিন সংক্রান্ত সকল সার্ভিস পাবেন আমাদের কাছে

১. শিপ টিকেট
২. রিসোর্ট বুকিং
৩. কক্সবাজার হোটেল বুকিং
৪. এয়ার টিকেট
৫. বাস টিকেট

অফিসে এসে বা ঘরে বসেই আমাদের সকল সার্ভিস গ্রহণ করতে পারবেন।
রয়েছে EMI সুবিধা।

Ruposi Bangla Tourism

ঢাকা অফিস:
ফ্ল্যাট: 2A, বাসা: 39, রোড: 02
জনতা কো অপারেটিভ হাউজিং সোসাইটি
মোহাম্মদপুর, ঢাকা

WhatsApp: 01622421392

Photos from Saintmartin ship ticket's post 31/10/2024

শুধু চেয়ারে বসে উন্নয়ন আর রক্ষার কথা বললেই হয় না, দরকার প্রয়োজনীয় পরিকল্পনা , দিক নির্দেশনা আর বাস্তবায়ন।

আপনার সেসব কোন উদ্যোগ নেই। তবু সেন্টমার্টিনবাসী বসে নেই।

দ্বীপবাসী নিজ উদ্যোগে সেন্টমার্টিন রক্ষার জন্য নেমে পড়েছে

30/10/2024

ডিসেম্বর জানুয়ারি বুকিং চলছে

১. শিপ টিকেট
২. রিসোর্ট
৩. বাস টিকেট
৪. এয়ার টিকেট

প্রতিদিন ২০০০ জন মানুষ যেতে পারবেন। তাই দ্রুত টিকেট কনফার্ম করে আপনার যাওয়া নিশ্চিত করুন।

29/10/2024

#সেন্টমার্টিন_পর্যটন_সীমিত

বৈধ পথে ইনকাম যখন বন্ধ হয়ে যায়, মানুষ তখন অবৈধ পথে ইনকাম শুরু করে।
আর অবৈধ পথে ইনকামের পথ শুরু হলে অবস্থা আরও খারাপ হবে বৈ ভালো হবেনা।

তর্ক করতে আসার আগে সেন্টমার্টিনের অতীত জেনে আসুন, তাদের জীবিকার উৎস কি ছিল আগে সেটা জানুন।

28/10/2024

নিঃসন্দেহে কক্সবাজার বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন স্থান। আর কক্সবাজার ভ্রমন করেতে নিচের সেবাগুলো নিতে পারেন

১. হোটেল বুকিং
২. এয়ার টিকেট
৩. বাস টিকেট

28/10/2024

আপনার কি অনেক টাকা?
টাকা খরচ করার জায়গা পাচ্ছেন না?

তাহলে হেলিকপ্টারে ভ্রমণ করুন সেন্টমার্টিন 🚁
বাংলাদেশের টুরিজম সেক্টরে প্রথমবারের মত কক্সবাজার থেকে সেন্টমার্টিন হেলিকপ্টার রাইড চালু হতে যাচ্ছে।
মাত্র ৯ মিনিটে কক্সবাজার থেকে সেন্টমার্টিন ।

Chittagong Helicopter & Air Service, Fly Taxsee Aviation ও বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে পরিচালিত হবে।

সমুদ্র যাত্রার ভোগান্তি কমাবে আর ভ্রমণ হবে সবচেয়ে আরামদায়ক ও রোমাঞ্চকর ।

ইনানি কক্সবাজার - সেন্টমার্টিন।
রাউন্ড ট্রিপঃ ২০,০০০টাকা জনপ্রতি
ওয়ান ওয়েঃ ১৫,০০০টাকা জনপ্রতি।

Photos from Saintmartin ship ticket's post 27/10/2024

জেলেদের নীল সাগরে মাছ ধরার দৃশ্য

ডুবে যেতে পারে মালদ্বীপ, বাঁচতে ভাসমান শহর 26/10/2024

একেই বলে যথাযথ গবেষণা, পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন।

ডুবে যেতে পারে মালদ্বীপ, বাঁচতে ভাসমান শহর ভাসমান শহরের কথা শুনলেই চোখের সামনে ভাসতে থাকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মানবসৃষ্ট শহর পাম দ্বীপের কথা। মূল....

Photos from Saintmartin ship ticket's post 26/10/2024

নভেম্বরে তো সেন্টমার্টিন বন্ধ
তাই ঘুরে আসুন সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। আর আমাদের মাধ্যমে বুকিং করলেই পাচ্ছেন সর্বোচ্চ ৫০% ডিসকাউন্ট।

হোটেল নাম: কল্লোল
লোকেশন: লাবনী পয়েন্ট

ROOM AMENITIES
24/7 Reception
24/7 Room Service
Free Wifi
HD TV
Breakfast Included
Private Parking
Open Buffet
Mini-Bar
Smoking Room

Room FEATURES
Tea bags with sugar in room
High-Speed Internet Access
LED Televisions
Mini bar
Hair dryer
RFID digital lock
Digital safety locker
Work Desk With Chair
Telephone
Bathroom
Sofa

COMPLIMENTARY
Buffet Breakfast 2 pax
Welcome drink (on arrival)
An Hour Swimming pool facilities with safety lockers
An Hour GYM facilities
Airport Pick-Drop (on demand with extra payable)
Mineral water 500ml x 2 bottles
Internet in the rooms & lobby

বিস্তারিত
WhatsApp 01622-421392

25/10/2024

ডিসেম্বর জানুয়ারি যারা যেতে চাচ্ছেন দ্রুত টিকেট করে ফেলুন।

সেই সাথে রিসোর্ট বুকিং ও করতে পারবেন আমাদের মাধ্যমে

25/10/2024

সম্মানিত কাস্টমারবৃন্দ আসসালামু আলাইকুম।

*অত্যান্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, ঘূর্ণিঝড় ডানার কারনে ক্ষতিগ্রস্ত ইনানীজেটি সংস্থাপন ও মেরামতের জন্য ১লা নভেম্বর হতে* *ইনানী-সেন্টমার্টিন-ইনানী রুটে আমামাদের ক্রুজ শিপ এমভি কর্ণফুলি এবং এমভি বারোআউলিয়া চালানো সম্ভব হচ্ছে না,* *ইনশাআল্লাহ আগামী ২২/১১/২৪ তারিখ হতে আমাদের এমভি কর্ণফুলি এক্সপেস ও এমভি বারোআউলিয়া* *ইনানী-সেন্টমার্টিন-ইনানী রুটে নিয়মিত চলাচল শুরু করিবে।*
যদি উপরোক্ত তারিখের পূর্বে জেটি সংস্কার সম্পন্ন হয় তাহলে গ্রুপে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
চোখ রাখুন কর্ণফুলি ক্রুজলাইনের সাথে।

সাময়িক এই অসুবিধার জন্য কর্ণফুলি ক্রুজলাইন কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।


*আপনারা নভেম্বর ২২/১১/২৪ হতে ৩০/১১/২৪, ডিসেম্বর এবং জানুয়ারি পুরো মাসের টিকেট ক্রয় করতে পারবেন।*

25/10/2024

মেঘলা সকাল

24/10/2024
24/10/2024

৩ নাম্বার সিগনালেও সেন্টমার্টিনে দ্বীপের মানুষ আজ পথে নেমেছে। তাদের আয়ের একমাত্র উৎস হচ্ছে এই পর্যটন।

এই মানুষগুলোর সারাবছর চলে ৪-৫ মাসের আয়ের উপর।

আপনারা বলবেন যে সেন্টমার্টিন এ গলা কাটা দাম রাখে, কিন্তু কেন রাখে সেসব বিষয়ে কি কোন জানার চেষ্টা করেছেন?

আসুন কিছু তথ্য জানি

১. সেন্টমার্টিন গেলে যে আপনি বিদ্যুৎ সুবিধা উপভোগ করেন তার দাম প্রতি ইউনিট ৬৫ টাকা।
আপনি ঢাকা শহরে এভারেজ যে বিল দিন তার দাম ৭-৮ টাকা প্রতি ইউনিট।
যদি ৬০০+ ইউনিট ব্যবহার করেন তাহলেও দাম আসে ১৪.৬১ টাকার । বানিজ্যিক ভবনে দাম ১৫.৬২ টাকা

সেন্টমার্টিনে বিদ্যুৎ সরবরাহ করে একটি বেসরকারি প্রতিষ্ঠান। সরকার বিগত ৫০ বছরে কি ছিঁড়েছে !!!

২. সেন্টমার্টিনে কোন প্রতিষ্ঠান প্রোডাক্ট সাপ্লাই করেনা।
ব্যবসায়ীদের নিজ খরচে টেকনাফ গিয়ে প্রোডাক্ট নিয়ে আসতে হয়, তাও পাইকারি দোকান থেকে। কিন্তু ঢাকা শহরে দোকানে দোকানে কোম্পানীগুলো নিজেদের খরচে প্রোডাক্ট দিয়ে আসে। ফলে সেন্টমার্টিন এর ব্যবসায়ীরা একে প্রোডাক্ট কিনছেই বেশি দামে, সেই সাথে তাদের পরিবহন ও শ্রম যুক্ত হচ্ছে প্রোডাক্ট এর সাথে।
সরকার কি উদ্যোগ নিয়েছে তাদের বেঁচে থাকার জন্য? জীবন যাত্রার মান উন্নয়নের জন্য?

৩. নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শিপ চলে (তাও রোজার জন্য গতবছর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে।
বাকি ৭-৮ মাস এই দ্বীপের মানুষের জন্য সরকার কি যাতায়াত ব্যবস্থা তৈরি করেছে? কেন ১২ মাস শিপ চলাচল এর ব্যবস্থা নেই?

৪. ২-৩ মাসে ট্যুরিজম এর জন্য সীমাবদ্ধ না করে ১২ মাসের জন্য ওপেন করে দিলে একই সময় পর্যটক এর চাপ যেমন বাড়ত না, তেমনভাবে দাম ও তখন সহনীয় পর্যায়ে চলে আসতো। কারণ
আমার ১২ মাস চলতে যদি suppose ১২ লাখ টাকা লাগে
তাহলে ৪ মাসে ১২ লাখ টাকা ইনকাম এর জন্য আমি কাস্টমারকে চার্জ করব ৩ লাখ টাকা, আর ১২ মাসে ইনকামের জন্য কাস্টমারকে চার্জ করব ১ লাখ টাকা।

৫. যে যার মত ব্যক্তিগত উদ্যেগে রিসোর্ট বানিয়েছে। কিভাবে বানাতে পারল? কেন সরকারিভাবে কোন দিক নির্দেশনা নেই?
কেন সরকারিভাবে কোন উদ্যোগ নেই? এসব নিয়ে বোট গেলে অনেক হাড়ির খবর ফাঁস হয়ে যাবে।

৬. পরিবেশ বিপর্যয় ও রক্ষার অজুহাতে আপনি পর্যটনকে বন্ধ করে দিলেন?

ঢাকা শহরে ৪০ বছরের পুরোনো গাড়ি চলে ফিটনেস বিহীনি, সেগুলো দিয়ে পরিবেশের ক্ষতি হয় না?
ইটভাটা, কলকারখানা দিয়ে প্রতিনিয়ত পরিবেশের দূষণ হচ্ছে? সেগুলো চোখে পড়েনা?
ঢাকা সারাবিশ্বে বসবাসের অযোগ্যদের মধ্যে টপ ৩ এ। সেখানে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা?
ঢাকা থেকে পেরেছেন মানুষকে সরাতে না পেরেছেন ঢাকায় নতুন মানুষ আসা বন্ধ করতে?

24/10/2024

প্রিয় গ্রাহকগণ,

আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে ১লা নভেম্বর থেকে আমাদের ক্রুজ শিপের যাত্রা শুরু হবে। শিডিউল অপরিবর্তিত থাকবে।

ইনানি নেভি জেটি থেকে যেখানে আমাদের জাহাজ উঠবে, সেই স্থানটি নিরাপদ। আপনারা নিশ্চিন্ত থাকুন।

পাশাপাশি, ইনানি নেভি জেটির ক্ষতিগ্রস্ত জায়গাটির মেরামতের কাজ চলমান থাকবে।

24/10/2024

প্রবল ঢেউয়ে ভেঙে পড়ল নেভির ইনানী যেটি ঘাট

23/10/2024

শুধু পর্যটক সীমিত করলেই কি পরিবেশের সুরক্ষা হয়?

১. সেন্টমার্টিন বন্ধ থাকে বছরের ৮ মাস, তাহলে এই ৮ মাসে কি উন্নতি হয়েছে আর ৪ মাসে কি অবনতি হয়?
২. বন্ধ থাকলেই যদি উন্নতি হতো তাহলে করোনার দুই বছর তো ব্যাপক উন্নতি হবার কথা পরিবেশের তাই না?

নিষিদ্ধ কোন সমাধান না।
প্রয়োজন যথার্থ পরিকল্পনা, সংস্কার, উদ্যোগ ও বাস্তবায়ন।

পৃথিবীতে অনেক কোরাল দ্বীপ আছে, কোনটি ই নিষিদ্ধ নয়, সেগুলোতে ১২ মাস পর্যটক যাতায়াত করে। সেগুলো কি ধ্বংস হয়ে গেছে নাকি নিষিদ্ধ করেছে পর্যটকদের।

তো পরিবেশ উপদেষ্টার কাছে প্রশ্ন
১. কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন আপনারা?
২. কি কি পন্থা অবলম্বন করবেন আপনারা?
৩. নাকি শুধু পর্যটক নিষিদ্ধ আর প্রকৃতির উপর ছেড়ে দিয়ে আপনারা আপনাদের দায়িত্ব শেষ করবেন?
৪. যেসব দ্বীপবাসী আছে, যেসব রিসোর্ট মালিক আছে তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করছেন আপনারা?
৫. আগামী ১ বছরের মধ্যে, ২ বছরের মধ্যে কি কি পরিবেশগত উন্নয়ন হবে এই নিষিদ্ধের কারণে?

23/10/2024

বিশ্বজুড়ে কোরাল দ্বীপ ভিত্তিক পর্যটন ব্যবসা একটি দ্রুত বর্ধনশীল খাত, যেখানে প্রকৃতির সৌন্দর্য, সামুদ্রিক জীববৈচিত্র্য, এবং ক্রিস্টাল-ক্লিয়ার পানির আকর্ষণ পর্যটকদের প্রতি বছর প্রচুর পরিমাণে আকর্ষণ করছে। কোরাল দ্বীপগুলো সাধারণত উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত, এবং সেগুলো তাদের জীবন্ত প্রবালপ্রাচীর, সুন্দর সৈকত, এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত।

বিশ্বের বিভিন্ন প্রান্তে কোরাল দ্বীপ ভিত্তিক পর্যটন গড়ে উঠেছে। এদের মধ্যে কিছু প্রধান কেন্দ্র হচ্ছে:
✅মালদ্বীপ
✅গ্রেট ব্যারিয়ার রীফ
✅বাহাম
✅ফিজি
✅পালাউ
✅সেশেলস
✅মার্শাল দ্বীপপুঞ্জ
✅কুক আইল্যান্ড
✅মৌরিতাস
✅রেড সী কোরাল রীফ

বিশ্বের সর্ববৃহৎ একক কোরাল দ্বীপ:
✅ফ্রেজার দ্বীপ

এশিয়ার সর্ববৃহৎ একক কোরাল দ্বীপ:
✅টুববাতা রীফ

দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ একক কোরাল আইল্যান্ড:
✅সেন্টমার্টিন

দ্বীপের নামগুলো দিলাম যাতে আপনারা একটু গুগল করে দেখতে পারেন আমাদের সেন্টমার্টিনের সাথে অন্যান্য কোরাল আইল্যান্ডগুলোর ট্যুরিজমের তফাত কোথায়।

আমি অন্য কোন তুলনা বা কি ঠিক বা বেঠিক সেই হিসাবে যাবো না। শুধু এতটুকুই বলব একমাত্র আমরাই পৃথিবীতে পরিবেশ সচেতন, আর সবাই পরিবেশ রক্ষা নিয়ে অচেতন।

দিন দিন কার্বন নি:সরণের কারনে হিমবাহ গলে সী লেভেল বেড়ে যাচ্ছে। সেই দিকে আমরা কোন নজরই দেই না, অথচ নাচানাচি করি পর্যটন বন্ধ/লিমিটেড করা নিয়ে।

সো, সবাইকে ধন্যবাদ। হাগতে গেলে বদনা ফুটাদের দেশে আবার কিসের ট্যুরিজম।

আদিখ্যেতা দেখে বাচি না🤬

22/10/2024

সম্মানিত কাস্টমারবৃন্দ আসসালামু আলাইকুম।

*সরকারি নির্দেশনা মোতাবেক নভেম্বর মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না।*

*ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে।*

*আপনাদের সবার সুবিধার কথা চিন্তা করে এবং ভ্রমণ কে আরো প্রানবন্ত করতে কর্ণফুলি ক্রুজলাইন কর্তৃপক্ষ* *জাহাজের টাইম শিডিউল কিছুটা পরিবর্তন এনেছে।*

*আপনারা যারা টিকেট রি-শিডিউল করতে চাচ্ছেন তারা অতি দ্রত যোগাযোগ করে টিকেট ক্যানসেল করে নিতে পারবেন।*

*সকল ক্রুজ শিপের টাইম শিডিউলের পরিবর্তিত সময়*
*কর্ণফুলি টাইম শিডিউলঃ কর্ণফুলি ইনানী ছাড়বে সকাল ৮:০০ ঘটিকায়।*
*সেন্টমার্টিন ছাড়বে বিকাল ৫:০০ ঘটিকায়।*

*বারো-আউলিয়া টাইম শিডিউলঃ*
*বারোআউলিয়া ইনানী ছাড়বে সকাল ৮:৩০ ঘটিকায়।*
*সেন্টমার্টিন ছাড়বে বিকাল ৫:৩০ ঘটিকায়।*

আগামীকাল থেকে ডিসেম্বর ও জানুয়ারি এর অগ্রিম টিকেট করতে পারবেন।

যেকোন প্রয়োজনে
WhatsApp 01622421392

22/10/2024

আপনার ভ্রমণে এরকম একটা রুম হলে কেমন হবে ভাবুনতো?

Photos from Saintmartin ship ticket's post 21/10/2024

Book by us and avail upto 2000 tk discount on November

𝗨𝗻𝗽𝗹𝘂𝗴 𝗔𝗻𝗱 𝗖𝗼𝗻𝗻𝗲𝗰𝘁 𝗧𝗼 𝗧𝗵𝗲 𝗦𝗲𝗮.
Memories made by the sea are ones never to forget. Invest in time with your dearest and nearest in our heavenly beach resort.

The sea water touches the feet of the resort during the tide. Also the resort offers mesmerising candle light dinner.

Resort details
Chander bari beach resort
Location: golachipa, saintmartin
Facilities
-- duplex exclusive couple cottage
-- direct access to beach
-- complementary breakfast
-- in house restaurant
-- candle light dinner
-- beach chair
-- swing
-- Bar b Q
-- continental foods

Our other services
-- ship ticket
-- bus ticket
-- air ticket

House 39, Road 02,
Janata Cooperative housing society
Mohammaadpur, dhaka

WhatsApp: 01622-421392
Call 01810688211
01810688210
01810688212

Photos from Saintmartin ship ticket's post 20/10/2024

Book by us and get 50% discount

Are you looking for a luxurious resort in Saintmartin with your budget??
Here we are with Sampan beach resort.

We've 3 types of rooms.

1. Premium Infinity Sea View room- 2nd floor (Eco)
2. Exclusive Sea View room- 1st floor (Eco)
3. Studio Delux room- ground floor (Brick)

Facilities :
*Complementary Breakfast
*Mineral Water
*Branded Toiletries
*Clean and well decorated
*24 hours room service
*24 hours Electricity & Generator service
*CCTV security

Discount offer is valid from 1st November to 10th November only

Call for booking:
01810688211
01622421392 (WhatsApp)

19/10/2024

৭৫-৭৬ বছর পর পর দেখা যায় ধুমকেতু এবং কক্সবাজার এক ফ্রেমে!

ধুমকেতু C/2023 A3 (Tsuchinshan-ATLAS) এর এই ছবিটি কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে তুলেছে জুবায়ের কাওলিন নামক এক চিত্র গ্রাহক৷ ছবিটি তোলা হয়েছে ১৪ অক্টোবর৷ ছবিটি রাতে তোলা হলেও চাঁদের উজ্জ্বল্য বেশি থাকায় এবং লং এক্সপোজারে ছবি তোলায় মনে হচ্ছে যেন দিনে তোলা হয়েছে৷

ধুমকেতুটির ব্যাসার্ধ প্রায় ২ লাখ ৯ হাজার কিলোমিটার এবং লেজের দৈর্ঘ্য প্রায় ২৯ মিলিয়ন কিলোমিটার। পৃথিবীর বিভিন্ন স্থানের অক্টোবরের বেশ কয়েক দিন জুড়েই খালি চোখে দেখা গেছে ধুমকেতুটি৷ এছাড়া পরের মাসেও কিছু সময়ের জন্য দূরবীন দিয়ে দেখা যাবে এটি৷ ২০২৩ সালে এই ধুমকেতুটি পৃথক ভাবে আবিষ্কার করে চীন এবং আফ্রিকার বিজ্ঞানীরা৷ ধুমকেতুটি খুবই বিরল৷ এবং নাসার মতে ৮০০০০ বছরের আগে এই ধুমকেতুটি আর দেখা যাবে না!

Photos from Saintmartin ship ticket's post 19/10/2024

সব থেকে lowest fare এ এয়ার টিকেট করুন
দেশে বিদেশে সব জায়গায়।

Base fare এর উপর 12% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি একমাত্র আমরাই।

বি: দ্রঃ বিমান টিকেট ভাড়া প্রতিনিয়ত পরিবর্তন হয় তারিখ, সময় এর উপর নির্ভর করে।

বিস্তারিত
01810688211
01810688212

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Road 2, Janata Co Operative Housing Society, Mohammadpur
Dhaka

Other Ticket Sales in Dhaka (show all)
Keari Cruise and Dine Teknaf-Saint Martin Ship Ticket Keari Cruise and Dine Teknaf-Saint Martin Ship Ticket
Mohakhali DOHS
Dhaka, 1206

We are authorized agent of keari tours and travels

Vromon Vromon
Dhaka

Vromon is the name of a comprehensive online ticketing platform. We offer tickets for various bus services, Inland water transportations, domestic airlines and also best hotel room...

R.M.Ariyan R.M.Ariyan
কসবা
Dhaka, 01749594837

আমি কসবার ছেলে

SpiceJet Ticket  office Dhaka SpiceJet Ticket office Dhaka
141/4 Lake Circus (Abed Dhali Road)Kalabagan
Dhaka, 1205

SpiceJet Ticket agency office Dhaka

Cholo Jai.com.bd Cholo Jai.com.bd
Mirpur DOHS, House# 646 (Main Road)
Dhaka, 1216

helo

আজমেরী ট্যাুর এন্ড ট্রাভেলস্ আজমেরী ট্যাুর এন্ড ট্রাভেলস্
Dhaka, 1209

আমরা বিশ্বের যে কোন দেশের ও টিকেটিং সার্ভিস দিয়ে থাকি

𝗧𝗮𝗻𝗶𝘀𝗵𝗮 𝗥𝗲𝗰𝗿𝘂𝗶𝘁𝗺𝗲𝗻𝘁-𝗥𝗟-𝟭𝟭𝟴𝟰 𝗧𝗮𝗻𝗶𝘀𝗵𝗮 𝗥𝗲𝗰𝗿𝘂𝗶𝘁𝗺𝗲𝗻𝘁-𝗥𝗟-𝟭𝟭𝟴𝟰
69, Gulfesha Plaza, Level-10, Suite-O, Sangbadik Salina Parvin Road, Mogbazar
Dhaka, 1217

This is a Manpower Recruitment Company. We Sent Manpower All over Countries in the World. Thanks

F S Aviation F S Aviation
28/2, Toynbee Circular Road, Hotel Hassan Int. Ground Floor, Motijheel
Dhaka, 1000

We process Holy Hajj, Umrah, and Tour Visa. We sell worldwide air tickets.

Air Ticket Service Air Ticket Service
Dhaka

International and Domestic Air Ticket & Visa Processing Agent. Head of Collected Service.

Khan_Enterprise Khan_Enterprise
Dhaka, 1212

আমরাই একমাত্র দিচ্ছি খুচরা ও পাইকারি ?

Stress Free Travels Stress Free Travels
36/E Purana Paltan
Dhaka, 1000

Stress Free Travels is here to assist you regarding tourist product – destinations, cheapest air t