নবকুঞ্জ-Nobokunjo
Nearby clothing stores
Mohammadpur Dhaka
Mohammadpur
Mohammadpur
Narayanganj
Mohammadpur
Tazmohol Road
1207
Mohammadpur, Ammi Moussa
Mohammadpur
Mohammadpur, Ammi Moussa
1207
Tajmahal Road
Salimullah Road
Mohammadpur
You may also like
অন্তরে বাঙালিয়ানা আর কাজে ষোলআনা ভালোবাসা নিয়ে আছি দেশীয় তাঁত, জামদানি,বাটিক,সিল্ক ও সুতি পন্য নিয়ে।
রুচিশীল পোশাকের নির্ভরযোগ্য পেজ নবকুঞ্জ।অনলাইন এবং অফলাইন দুভাবেই নবকুঞ্জ সাহায্য করে আসছে।সাধ ও সাধ্যের মাঝে নবকুঞ্জের আয়োজন। আমরা ক্রেতা সন্তুষ্টিতে বিশ্বাসী তাই ক্রেতার পছন্দ ও রুচিকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। তাই আসুন এবং কেনাকাটা করুন নবকুঞ্জ থেকে।
💐অনেকেরই একটা প্রশ্ন থাকে ব্লক বা হ্যান্ডপেইন্টের কাপড়ের ওয়াস করার পদ্ধতি নিয়ে।আজ কিছু আলোচনা করছি---
💐ব্লক অথবা হ্যান্ডপেইন্ট যেহেতু কাপড়ের উপরে আলাদা করে রঙ করা হয়, তাই এর সংরক্ষন কিছুটা যত্ন সহকারে করতে হয়।
💐এধরনের কাপড় পড়ার পরে হালকা করে বাতাসে ছড়িয়ে রাখা ভাল।
💐সাধারন পানি দিয়েই ধোয়া যায় তবে বেশি ডলাডলি করে না ধোয়াই ভাল।
💐অতিরিক্ত রোদে শুকানো উচিত না।
আয়রন করার সময় অবশ্যই উল্টো করে করা উচিত নাহলে গরমে রঙ গলে যাবার সম্ভাবনা থাকে।
💐এছাড়া সাধারন কাপড়ের মতই স্বাচ্ছন্দে পড়া যায় এগুলো।
💐ছবিতে উডব্লকের অসাধারন একটা থ্রীপিস দুটো ভিন্ন কালারে💐💐
🌻পৌষ কিন্তু শেষের দিকে।সামনেই মাঘ মাস।আর যে কয়দিনই শীত থাকে,শীতের তীব্রতা কিন্তু ভালোই বোঝা যায়।
🌻এই শীতে নিজেকে উষ্ণতায় জড়িয়ে রাখতে একটা সুন্দর শালই কিন্তু যথেষ্ট।আর সেই শালটা যদি হয় হ্যান্ডপেইন্টের, তাহলে তো কোন কথাই নেই।
🌻আড়ং কোয়ালিটির এই ভিস্কস শাল গুলো হ্যান্ডপেইন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
💚🧡সুপ্রভাত বাংলাদেশ💚🧡
আজ
২ জানুয়ারি ২০২৪
১৮ পৌষ ১৪৩০
১৯ জামাদা উস সানি ১৪৪৫
ধৈর্য,আস্থা ও বিশ্বাস মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার দিনটি অনেক সুন্দর কাটুক💚🧡
খুলনায় রিপিট কাস্টমারের কাছে চলে গেল আরো দুইটা ভিস্কস হ্যান্ডপেইন্ট শাল এবং একটা ব্লকের থ্রীপিস💐💐💐
💥পুরাতনকে বিদায় জানানো সবসময়ের জন্যই কষ্টের, কিন্তু নতুন সম্ভাবনা যেখানে উঁকি দেয় সেখানে পুরাতনকে জায়গা ছেড়েই দিতে হয়।
💥নতুন বছর সবার জন্য শান্তি বয়ে আনুক।
💐সুন্দর সবসময়ই সুন্দর।আধুনিক পোশাকে এসেছে নানা বৈচিত্র। থ্রি পিস, কুর্তি, লং শার্ট, টপস, শাড়ি ওয়ান পিস ইত্যাদি পোশাকের ক্ষেত্রে এনেছে বৈচিত্র্যময়তা।আর গজ কাপড়গুলো তো হ্যান্ড পেইন্ট আর ব্লকের কারুকার্যে হয়ে উঠেছে নাবরূপা।
💐স্কুল, কলেজ অথাবা বাইরে যে কোন কাজে ব্লকের কাজ করা সালোয়ার কামিজ গুলো দিবে আরাম এবং স্বাচ্ছন্দ।
💐ছবিতে রুবিয়া ভয়েলের ব্লকের থ্রীপিস🌿🌿
সুপ্রভাত বাংলাদেশ
আজ
৩১ ডিসেম্বার ২০২৩
১৬ পৌষ ১৪৩০
১৭ জামাদি আস সানি ১৪৪৫
সকল পাপাচার,দৈন্যতা, হীনতা এবং পরাজয় মুছে গিয়ে নতুন দিনের সুচনা হোক।
মাশআল্লাহ শালের দারুন রেস্পন্স পেয়েছি।sold out শালগুলো
🌻শুভ সকাল বাংলাদেশ
আজ
১২ পৌষ ১৪৩০
২৭ ডিসেম্বার ২০২৩
সবার দিনটা অনেক সুন্দর কাটুক,সমস্ত বিপদ থেকে আল্লাহ রক্ষা করুন।
🪷🌿বয়সের সাথে মানুষের একাকিত্বের সাথে বন্ধুত্ব হয়ে যায়।একটা সময় পরে মানুষ নিজেকে একান্ত একা রাখতেই ভালবাসে।
🌿🪷একাকিত্বের ভাললাগায় নিজেকে বিলিয়ে দেয় যারা, তারা জীবনে হয়ত অনেক আঘাত পেয়েছে।শারীরিক আঘাত থেকে মানসিক আঘাত অনেক বড় প্রভাব ফেলে মনের উপর।জীবনের না পাওয়া কষ্ট,অবহেলা এবং মানসিক যন্ত্রনা থেকেই একাকিত্বের ভালবাসা তৈরি হয়।
🪷🌿ছবিতে রুবিয়া ভয়েলের উড ব্লকের থ্রীপিস 🪷🌿
নিজের উদ্যোগের পোশাকে ঘুরে বেড়ানোর মজাই আলাদা।বিশেষ করে কেউ যখন জিজ্ঞেস করে--- জামাটা কোথা থেকে নেয়া❤️❤️
যশোর স্টিচের হাতের কাজের থ্রীপিসে আমি❤️❤️
💥UNESCO এর শিল্প ও সংস্কৃতি বিভাগ থেকে বাংলাদেশের রিকশাচিত্র বিশেষ মর্যাদা পেয়েছে। রিকশাচিত্র বা হ্যান্ড পেইন্ট আমার খুব প্রিয়। ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে রিকশা পেইন্ট এবং হ্যান্ড পেইন্ট।
🌹কাপড় বা ক্যানভাসে বিশেষ রূপ আনতে রিকশা পেইন্ট,হ্যান্ড পেইন্টএবং পটচিত্র অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
💥থ্রিপিস বা শাড়ি রাঙাতে হ্যান্ড পেইন্ট এবং রিক্সা পেইন্ট অথবা পট চিত্র আমার ভীষণ প্রিয়। মনে হয় কাপড়কে একটা ভিন্ন লুক দেয়া যায়।
🌹বেঁচে থাক ঐতিহ্য বেঁচে থাকুক বাংলাদেশ।
ভিস্কস হ্যান্ডপেইন্ট শাল,রঙ তুলিতে আর শিল্পের ছোঁয়ায় সাধারন শাল যেন হয়ে উঠেছে প্রানবন্ত💚
কয়েকদিনের ব্রেক নিচ্ছি,তবে আছি-- হয়ত প্রোডাক্ট না,অন্যকিছু নিয়ে।
আড়ং হ্যান্ডপেইন্ট ভিস্কস শাল
আড়ং কোয়ালিটি ভিস্কস হ্যান্ডপেইন্ট শাল
আমার বাগানের স্নিগ্ধ ফুলে সবাইকে শুভ সকাল
আজ বেগম রোকেয়া দিবস।নারী শিক্ষার অগ্রদূত এই মহীয়সী নারীকে জানাই অজস্র সম্মান ও শ্রদ্ধা-- আজ অনেক নারীই তার দেখানো পথে স্বপ্ন দেখতে সাহস পায়।
🪷🌿একটা টিনের এ্যাডের কথা মনে আছে? খয়েরি কালারের পাঞ্জাবি পড়েছিল শশুর এবং জামাই। জামাই খুব গর্বের সাথে বলেছিল যে পাঞ্জাবি টা কিনে শশুর ঠকেছেন, কারণ একই কোয়ালিটির পাঞ্জাবি সে কম দামে কিনেছে।কিন্ত এক দুইদিন পরেই জামাইয়ের পাঞ্জাবির রং উঠে যায় যদিও সে কম দামে কিনেছিল।
🌿🪷কি বুঝলাম আমরা? কোয়ালিটি ম্যাটারস।একটা কাপড়ের রঙ একই হলেও গুনগত মান ভিন্ন হতেই পারে। তাই চোখে দেখে সকিছুই এক কাতারে ফেলা ঠিক না।জেনে বুঝে দাম বেশি রেখে কেউ পেজ বেশিদিন টিকিয়ে রাখতে পারে না।সাময়িক লাভ হয়ত হবে, কিন্তু তারপরে কি হবে?
🪷🌿ভার্চুয়াল জগতে টিকে থাকার একটা শক্ত মাধ্যম হলো বিশ্বাস। উদ্যোক্তাকেও বিশ্বস্ততার সাথে কাজ করতে হবে। ক্রেতাকেও বিশ্বাসের উপর ভিত্তি করে ক্রয় করতে হবে।
🌿🪷স্বাধীন মতামত থাকতেই পারে তবে সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়।
🪷🌿বাজারে যেটা হাজার হাজার পিস পাওয়া যায়, সেটা যদি আমি বিশেষ কোয়ালিটি মেইনটেইন করে তৈরি করি, তাহলে তার মূল্যায়ন নিশ্চয়ই আলাদা হবে ---এটা সম্মানিত ক্রেতারা বুঝবেন আশা করি।
🌺🌺ছবিতে আড়ং কোয়ালিটির নবকুঞ্জ পেজ থেকে করা নিজস্ব ডিজাইনে হ্যান্ডপেইন্ট করা শাল।
🍀শালের কাব্য কথা🍀
🌹একটা শাল হতে পারে মায়ের স্মৃতি, বাবার ছোঁয়া। হতে পারে প্রিয় মানুষের উপহার অথবা প্রিয় কোন মুহূর্তের সাক্ষী।
🌹একটা শালে জড়ানো থাকে মায়া,মমতা আর ভালবাসার উষ্ণতা।
🌹আমাদের দেশে শাল বেশ জনপ্রিয়। শাড়ী বা সালোয়ার কামিজ সবকিছুর সাথে শাল যেন লাগবেই।
🌹আমাদের দেশে বিভিন্ন ধরনের শাল পাওয়া যায়।এর মাঝে ভিস্কস শাল বেশ জনপ্রিয়। এর কারন শালগুলো পাতলা,অল্প শীতে মানানসই,যেকোন ধরনের হাতের কাজ করা যায়।
🌹নবকুঞ্জের ভিস্কস শালগুলো একান্তই নিজস্ব ডিজাইনে হ্যান্ডপেইন্ট করা।
🍀আমাদের ডেলিভারি সিস্টেম🍀
ঢাকা সহ সারা দেশে ক্যাশ অন ডেলিভারি।ঢাকায় ডেলিভারি চার্জ ৮০ টাকা।ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ ১৫০ টাকা।
💜বাঙালি সুন্দরের পিয়াসী--- সেই সাথে আরামেরও।আর সৌন্দর্য এবং আরাম যদি একসাথে পাওয়া যায় তাহলে তো কোন কথাই নেই।
💙রুবিয়া ভয়েল উড ব্লক থ্রীপিস.....
🍀🌷মনোমুগ্ধকর সব রং-- যা সত্যিই মন কাড়ে।সুতি কাঠ ব্লকের এই থ্রীপিসগুলো সত্যিই অনেক সুন্দর।গরমে বা শীতে সুতি ড্রেসই সবসময় আরামদায়ক।আর তা যদি হয় হাতের নাগালে তাহলে তো কথাই নেই।
🍀🌷চাই নাকি একটা.........
HSC পরীক্ষায় উত্তীর্ণ সকলকে অভিনন্দন
💙হেমন্তের সকালটা বেশ।হিম হিম কুয়াশা,ছোট্ট ঘাসের ডগায় এক ফোঁটা শিশির বিন্দু।একটু একটু ঠান্ডায় মিষ্টি মিষ্টি অনুভুতি।
💙শীত আসছে।আগের মত ঠান্ডা এখন আর পড়ে না।তারপরেও এখনকার বাচ্চাদের কাছে এটাই ঠান্ডা।ইট পাথরের দেয়াল ঘেরা শহরে ঠান্ডা খুব একটা জাঁকিয়ে বসে না।ঠান্ডার সত্যিকার অনুভুতি পেতে চলে যেতে হবে গ্রামে।
💙চোখে ভাসে এখনও-- নানুবাড়ীতে খড়ের গাদায় আগুন পোহানোর কথা,গোসল সেরে ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে থাকা।
💙একসময় অনুভুতিই বেঁচে থাকার সম্বল হয়।দিন যত এগুতে থাকে, অনুভুতিও প্রবল হয়।ফিরে পেতে ইচ্ছে হয় দুরন্ত শৈশব।
ডিস্কাউন্ট অফারে তিনটা শাল এবং ১টা লুঙ্গি sold out
আমি দেখার আগেই প্রোডাক্ট সেল
🥰🥰
ব্লকের কাজ শেষ হবার পরে এভাবেই
রোদে শুকানো হয়......
এক কালার কাপড় দেখিয়েছিলাম কিছুদিন আগে।কাজ উঠে এসেছে। কাজ দেখে আমিই মুগ্ধ 🥰--- মাশ আল্লাহ।ছবি তুলতে হবে, যেটা এক বিশাল প্যারা😇
💙পোশাকেও কিন্তু রুচির পরিচয় পাওয়া যায়। একটা মানুষ কি ধরনের পোশাক পরল, কি রং পোশাকের জন্য বেছে নিল,তাতে কিন্তু সেই ব্যক্তিটির ব্যক্তিত্ব ফুটে ওঠে💙💙
💙তাই পোশাক নির্বাচনে রং একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটা স্নিগ্ধ কালার,যে কারো মন কাড়বে। রুবিয়া ভয়েলের এই থ্রীপিসটির কালার ঠিক সেরমকমই💙💙
💚সব সময় ব্যবহারের জন্য ব্লকের ড্রেস কিন্তু অসাধারন।ঘরে বা বাইরে, গরমে বা শীতে রুবিয়া ভয়েলের এই ব্লকের ড্রেস কিন্তু খুবই মানানসই।
💛ঝুল-৪৮
💚হাতা - আলাদা
💛সালোয়ার-আড়াই গজ
💚ওড়না-৫ হাত, টারসেল লাগানো
❤️আমাদের ডেলিভারি পদ্ধতি :
ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি ৮০ টাকা ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি ১৫০ টাকা। এক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে।
❤️আমার কাস্টমারদের জন্য ❤️
🌿বর্তমান দুনিয়া ঝলমলে আলোর নেশায় চলে। চারিদিকে তাকালেই আলোর ঝলকানি, সুন্দর সুন্দর বাতি, সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর পোশাকের সমারোহ।
🍁যেহেতু আমি পোশাক নিয়ে কাজ করি, পোশাকের কথাই বলব। আমাদের দেশে পাকিস্তানি, ইন্ডিয়ান, ওয়েস্টার্ন ড্রেসের কোন কমতি নেই। বেশিরভাগ মানুষকেই দেখা যায় অনেক দাম দিয়ে ইন্ডিয়ান,পাকিস্তানি ড্রেস পড়ছে।
🌿কিন্তু আমি সেই মানুষদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই মনের কোণ থেকে যারা দেশী পণ্য ভালোবাসেন। আসলে দেশী পণ্য ভাল লাগাটা এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা।বাইরের পোশাক পড়বো না কেন,পড়বো--- কিন্তু দেশী পোশাকের পাশে। এ ভাবেও কিন্তু দেশকে ভালোবাসা যায়।
🍁আমাদের দেশের পোশাক শিল্প অনেক উন্নত।একটা বড় অনুষ্ঠানে একটা জামদানি বা একটা রাজশাহী সিল্ক অথবা একটা একটা মনিপুরি---অসাধারন মানাবে।
🌿আমাদের দেশীয় শাল গুলো অসাধারন।দেশীয় অনেক শালের ভীরে কারো সংগ্রহে কাশ্মীরি শাল থাকতেই পারে।
🍁যারা ভালবেসে দেশী পোশাক পড়েন,তাদের আমার ভিন্ন লাগে।এটা একান্তই আমার অনুভূতি। অন্যরকম ভালোলাগা কাজ করে তাদের প্রতি।
🌿দেশীয় পোশাক ভালবাসি আর সুবিধাবঞ্চিত তাঁতিদের সাহায্য করি।এটাও সমাজ সেবা,এটাও দেশপ্রেম।
কাতান বাটিক।নতুন ডিজাইন।খেয়াল করে দেখবেন কাপড়ের উপরে সুতি সুতা দিয়ে কাতান মোটিফে কাজ করা আছে-----
"ভালোবাসা একটা পাখি। যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়। আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দী করতে চায়।”
মনের প্রশান্তি, সহজবোধ্য বাক্যের ব্যবহার আর অনবদ্য চরিত্রের রুপকার হুমায়ন আহমেদের আজ ৭৫ তম জন্মদিন।
🌹আধুনিক বিশ্বে নতুনত্ব কোন বিশেষ ব্যাপার না। প্রতিনিয়ত মানুষ চলেছে নতুনের খোঁজে। নতুন সবকিছুই মানুষের মন কাড়ে।
🌹পোশাকের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্যতা। সেরকম বাটিকের জগতে নতুন একটি নাম হলো কাতানবাটিক।
🌹সুতি কাতান কাপড়ের উপরে বাটিক করা থ্রিপিস। কাতান কাজটিও সুতি সুতার তৈরি। এই ভিন্নধর্মী বাটিক, বাটিকের জগতে নিয়ে এসেছে নতুন বৈচিত্র।
🍀জামার ঝুল-৪৮
🌹হাতা -আলাদা
🍀সালোয়ার- আড়াই গজ
🌹ওড়না- ৫ হাত, টারসেল লাগানো
🍀রঙ যাবার ভয় নেই
🌹তবে এই বাটিগুলো যারা ভাল মানের বাটি খুঁজেন।
🍀🍀আমাদের ডেলিভারি পদ্ধতি 🍀🍀
🌹সারা দেশে ক্যাশ অন ডেলিভারি। ঢাকায় ডেলিভারি চার্জ ৮০ টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ১৫০ টাকা। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেয়া হয়। ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ করতে হবে।
💜💜আজ শুধু বেগুনীর মধ্যেই দিলাম,আমার খুব প্রিয় রঙ,জানি আমার মত এটা অনেকেরই প্রিয় রঙ💜💜
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka Uddan, Mohammodpur
Dhaka
1207
Plot#29, Road#13, Sector#11, Uttara
Dhaka, 1230
Original designer boutique based in Dhaka. Estd. 2010
Takia Center, House: 39, Shonargaon Janapath Road, Sector: 07, Uttara
Dhaka, 1230
Official Page of Mansha
Dhaka
Shahnaz Hamza (Lipi) established "Virgo" in 1991. The label specializes in ethnic and indo-western wear developed by an innovative blend of variety of fabrics and colours. "Virgo" ...
Dhaka
PURPLE is an online boutique • an only pre-order basis • It's an online shop for designer collection
Dhaka, 1212
♥ ♥ ♥ Fashion refers to the styles and customs prevalent at a given time. In its most common
Dhaka, 1207
"Hawkeri" is a place where you will find some of unique eye caching product which developed with extensive care, love, and passion to maximize satisfaction of yours.
Modhubag, Konapara, Jatrabari
Dhaka, 1362
SOMOY Fashion Shop is a reputed online shop. all kinds of fashionable products are available here for you.
Level_4, Block_c, Shop No_93-96, Bashundhara City Shopping Mall. Panthapath
Dhaka, 1215
Sharee Centre" for Everyday Every Occasion. Exclusive collection, inexpensive price and of course ex