SmartB
Nearby advertising & marketing companies
Mohammadpur
Salimullah Road
Komorpur
1207
1207
Tajmahal Road
Tazmahal Road
Mohammadpur
You may also like
Our mission: The development of the business environment by improving the quality of online communic Helping you to Build Your Digital Business
“আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশের, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের।”
“কত বড়ো আমি’ কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।”
দুঃখ ভুলিয়ে ,আনন্দ বিলিয়ে
ইদ হোক খুশি,ইদ হোক ইবাদত ❤️
মেহনতি মানুষের জয় হোক❤❤❤❤❤❤❤❤❤
Lets innovate a strategy to bring success in your online business.
নিয়মিত আপনার ব্যবসার স্বাস্থ্য পরীক্ষা করুন।।
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
সকিনা বিবির কপাল ভাঙল,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো
দানবের মতো চিৎকার করতে করতে
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস, বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র।
তুমি আসবে ব’লে ছাই হলো গ্রামের পর গ্রাম।
তুমি আসবে ব’লে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার
ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর।।
Deliver Your Product or Servive According to the attitude you Shown Before taking Order🤝
Or Inbox Your CV.
Job Location: Mohammadpur
Salary For Wordpress Developer: 20,000+
For Content Creator : Nego
For Web Admin : 10,000+
So Treat Your Possible Client's Mind🤝
একুশ আমাদের প্রথম অর্জন ।।
আহ মরি বাংলা ভাষা
বসন্তে ব্যবসার কোন উৎসব থাকলে ভালো হতো।
What would say if we consider digital marketing as modern version of radio communication?
Happy Birthday.Father of Modern sceince.
আচ্ছা মনে করুন আপনি আমি বা অন্য কেউ বা যারা ঢাকার আদি বাসিন্দা নয় ,তাদের সবার ঠিকানা দুইটি,ব্যাংক বিমা বা সরকারি কাগজ সংক্রান্ত যে কোন বিষয়ে দুইটি ঠিকানার দরকার হয়,একটি পার্মানেন্ট ঠিকানা আরেকটা বর্তমান ঠিকানা ।স্বভাবতই মূল ডকুমেন্টশনের ক্ষেত্রে পারমানেন্ট বা গ্রামের বাড়ি খুবই গুরুত্বপূর্ণ।তারপরেও যারা নানা কাজে স্বপরিবারেই ঢাকাতেই থাকেন তাদের পুরাতন বাড়িটা খুব অবহেলায় থাকতে থাকতে হয়ত একসময় পোড়াবাড়িতেই পরিনত হয়।
বিষয়টা এমনি বলিনি, অনলাইন ব্যবসার সাথে বিশেষ করে পণ্য বা সেবা বিক্রির সাথে যারা জড়িত তাদেরও দুই বা ততোধিক ঠিকানা রয়েছে।ওয়েবসাইট হচ্ছে তাদের জন্য পারমানেন্ট ঠিকানা আর ফেসবুক বা অন্য সোশাল মিডিয়া হচ্ছে ভাড়া বাড়ি বর্তমান ঠিকানার মত,যার কোন গ্যারান্টি নেই,কখন কোথায় কি হয় তার কোন ঠিক নেই।আবার ঘন ঘন বাসা পরিবর্তন করতে করতে হয়তো অনেক প্রয়োজনীয় জিনিস ফেলে রেখে যেতে হয়।
নতুন বাসায় নতুন করে গোছাতেও অনেক সময় লাগে।আর কোন দুর্ঘটনায় সব হারিয়ে বসলে তো পোড়াবাড়ি ছাড়া উপায় থাকে না।তাছাড়া সোশাল মিডিয়ার অ্যালগরিদম এমন যে আপনি প্রতিনিয়ত আপডেট না থাকলে হারিয়ে যাবেন।সেজন্যই আমরা মনে করি যে,আপনার ব্যবসার সব শ্রম,বিনিয়োগ আপনার গ্রামের বাড়ি মানে ওয়েব সাইটের জন্য হওয়া উচিত।তাই যত্টা সম্ভব সাজিয়ে গুছিয়ে ও সঠিক তথ্য দ্বারা আপনার ওয়েবসাইট পরিপূর্ণ করুন ।যাতে চাইলেই কাস্টমার পণ্যে বা সেবার সব প্রশ্নের উত্তর আপনার সাইটেই পায়।প্রয়োজনে কিছুটা গবেষণা করতে পারেন কি ধরনের তথ্য কাস্টমার যাচাই করে কেনার আগে। তা না করলে বাসায় দাওয়াত করে কারো সাথে খারাপ ব্যবহার করলে,যেমন সে কখনই ফিরে আসবে না,অগোছালো ওয়েবসাইটে একবার ঢূকে আপনার ক্রেতাও হারিয়ে যেতে পারে চিরতরে।।
Educate your customer to sale more ❤
প্রথমেই লাগবে একটি ডোমেইন। আর সাথে লাগবে হোস্টিং। তারপর আসবে ডিজাইনের বিষয়। এক এক করে সব বলি। প্রশ্ন আসতে পারে ডোমেইন কি। সোজা উত্তর অনলাইনে আপনার ওয়েব সাইটের এড্রেসটাই হল আপনার ডোমেইন। আপনি যেমন ব্রাউজারে http://www.google.com লিখেন, এটা একটা ডোমেইন। আর হোস্টিং হল একটা ওয়েব সাইটে যা যা দেখতে পান, তা কোন না কোন কম্পিউটারে রাখা, আর ঐ কম্পিউটারের হার্ডডিস্কটাকেই বলা হয় আপনার হোস্টিং। আর ডিজাইন নিয়ে কিছু বলার আছে বলে মনে করিনা।
ডোমেইন কিনতে কি কি মাথায় রাখতে হবে: ডোমেইন একটি ওয়েব সাইটের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। একটি ওয়েব সাইট বানাবার সময় আপনাকে বেশ কয়েকটি জিনিষ মাথায় রাখতে হবে। আসেন লিষ্ট আকারে দেখি।
১. ডোমেইন নাম: ডোমেইন নাম টা আপনার ব্যবসা বা প্রতিষ্ঠান এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন একটি এসেট , ডোমেইন নেম সহজ হতে হবে , শর্ট হতে হবে , উচ্চারণ করা যাবে এমন হতে হবে , কিংবা আপনার পছন্দ মত নিবেন এতটুকু আমরা সবাই বুঝলে - ডোমেইন এর কন্ট্রোল যে একান্তই নিজের কাছে রাখতে হয় , এই ডোমেইন এর কন্ট্রোল না থাকা মানে যে মালিকানা না থাকা - তা আমাদের মধ্যে অনেকেই জানিনা কিংবা তেমন গুরুত্ব দিই না । আপনার ডোমেইন অবশ্যই আপনার ইমেইল আইডি দিয়ে নিবেন । সাথে ডোমেইন পোর্টাল এর এক্সেস সব সময় নিজের কাছে রাখবেন ।
২। হোস্টিংঃ আপনার ডোমেইন এ ঢুকলে আপনি আপনার কাস্টোমার কে যা দেখাতে চান সেগুলাকে ধারণ করে , অনেকটা জমির মত , চাইলে দোকান ও রাখতে পারেন আবার স্কুল ও বানাতে পারেন । আপনার ব্যবসার সাথে বা প্রতিষ্ঠান এর সাথে সামঞ্জস্যতা রেখে হোস্টিং নির্ধারন করা উচিত । হোস্টিং এর ক্ষেত্রে অনেক সময় দাম নিয়ে কথা হয় - অনেকাংশে আমাদের দেশে হোস্টিং এর প্রথম বিষয় দাম । না হয়ত প্রথম বিষয় দাম হত না, কিন্তু যারা অল্প অল্প করে জানেন তাদের জন্যই আগে বলা। আচ্ছা দামের বিষয়ে বলার আগে একটু বেসিকস বলি। হোস্টিং হল পৃথিবীর যেকোন প্রান্তে রাখা একটি কম্পিউটার (সার্ভার) এ রাখা হার্ডডিস্ক যাতে আপনার ওয়েব সাইটের কন্টেন্ট থাকে। এই সার্ভার গুলি ২৪/৭ চলতেই থাকে, এরও প্রোসেসর, র্যাম এবং অন্যান সব কিছু্ই লাগে। বরং একটি সাধারণ কম্পিউটার থেকে বেশিই লাগে। আর যেটি সব থেকে গুরুত্বপূর্ণ তা হল এর একটি হাইস্পিড ইন্টারনেট কানেকশন লাগে। স্বাভাবিক ভাবে সার্ভার গুলিতে বিভিন্ন সাইজ এর হার্ডডিস্ক/এস এস ডি থাকে , একটু চিন্তা করেন, এত সব কিছু দেবার পর যদি কেউ আপনাকে বলে যে ১/২ জিবি হোস্টিং মাত্র ৩০০ টাকা, বিষয়টা কেমন হবে? মোটেই ভাল বিষয় না। একারণে দামের দিকে ছুটবেন না। কম দামে কিনলে বিপদে পড়তেই হবে। হোস্টিং এ ওভার সেলিং এর একটা বিষয় আছে। ৫০০ জিবি স্পেস এর বিপরিতে যে কেউ গ্রাহকের কাছে ৫০০০ জিবিও বিক্রি করতে পারে, এটা করা হয় যেই গ্রাহক তার নিজের সম্পূর্ণ স্পেস ব্যবহার করতে পারছে না তার স্পেস অন্যকে ব্যবহার করতে দিয়ে। কিন্তু এতে করে এক সার্ভারে অনেক সাইট হওয়াতে পরে তা পড়ে রিসোর্সের প্রবলেমে। যার কারনে প্রায়ই সার্ভার ডাউন থাকে। সুতরাং হোস্টিং নেবার সময় অভিজ্ঞদের পরামর্শ নিয়ে আপনার ওয়েবসাইট এর জন্য বাস্তব সম্মত হোস্টিং নেয়া ভাল ।
আনলিমিটেড !: হোস্টিং এর ক্ষেত্রে আরও একটা বড় ভাওতাবাজী হল আনলিমিটেড সার্ভিস। অনেক নাম করা কম্পানি আনলিমিটেড সার্ভিস দিয়ে থাকেন, কিন্তু চিন্তা করেন, আপনার বাসার কম্পিউটারে কি আনলিমিটেড হার্ডডিস্ক/এস এস ডি বসাতে পারেন? যদি পেরে থাকেন, তবেই ঐ কম্পানিও পেরেছে। আর না পেরে থাকলে? ঐ কম্পানিও পারে নি। এটা এক প্রকার শুভঙ্করের ফাঁকি। যে কোন প্রতিষ্ঠান যারা আনলিমিটেড সার্ভিস প্রোভাইড করে, তাদের শুধু একটা কথা বলবেন, তা হল ওয়ার্ড প্রেস.কম বা ব্লগস্পট.কম এর মত একটি সার্ভিস চালু করতে কি আপনাদের আনলিমিটেড যথেষ্ট? দেখবে উল্টা দৌড় দিবে। তখন বলবে না, আপনাকে ডেডিকেটেড সার্ভার নিতে হবে, আরও এটা সেটা। আমার কথা যদি সব আনলিমিটেডই হয়, তাহলে কেন আমি ডেডিকেটেড সার্ভারের মত লিমিটেড জিনিষে যাব?
৩। এপ্লিকেশন রিসোর্সঃ আপনার ওয়েবসাইট এ কি কি কাজ সম্পন্ন হবে , কি কি ফ্যাংশন তৈরি হবে , কত গুলা ইউজার রোল থাকবে ইত্যাদির উপর বেজ করে - আপনার সাইট টি ডেভেলপার দিয়ে তৈরি করাতে কিছু রিসোর্স এর প্রয়োজন হতে পারে । যেমন টেম্পলেট , এপি আই , মডিউল ইত্যাদি ।
৪। প্রসেসঃ ওয়েবসাইট বানাবার সময় প্রপার ডকুমেন্টেশন মেইন্টেইন করে ডেভেলপ করা অত্যন্ত জরুরী বিষয় কেননা এই ডকুমেন্টেশণ এর উপর ভিত্তি করে সাইট করলে তা আপনার ব্যবসা বা প্রতিষ্ঠান এর কর্মকান্ডের ধারা অনুযায়ী কাজ করবে , কখনো কোন কিছু এড বা মডিফাই করতে চাইলে সহজে করা যাবে । এই ডকুমেন্টেশন এর মধ্যে - ফ্লোচার্ট , ফ্যাংশন লিস্ট , এক্টীভিটি লিস্ট ইত্যাদি থাকতে পারে ।
৫। সময়ঃ ওয়েবসাইট এর ধরন অনুযায়ী সময় লাগতে পারে , তবে এক্ষেত্রে মডিউল বাই মডিউল সময় নির্ধারন করে নিলে আপনার ওয়েবসাইট টি নিখুঁত ও লক্ষ্যমাত্রা অনুযায়ী সময়ের মধ্যে ডেভেলপ করা সহজ হয় । আমাদের দেশে সাধারণত এই সময় নির্ধারন না করার কারণেই ওয়েবসাইট প্রজেক্ট শুরু হয়ে অনন্তকাল চলতে থাকে ।
৬। দামঃ ওয়েবসাইট এর দাম উপরের ব্যপারগুলির উপর নির্ভর করে , কত সময় লাগছে , কি ধরনের রিসোর্স এবং কত সময় লাগছে ইত্যাদি বিষয় বিবেচনা করে দাম ফিক্স করে কাজ শুরু করা ভাল ।
ওয়েবসাইট বানাবার সার্ভিস কোথা থেকে নিবেন সেটা ঠিক করবার আগে আপনাকে জানতে হবে বেশ কিছু তথ্য! আপনাকে বুঝতে হবে আপনার প্রাথমিক দরকার গুলিকে।
সংক্ষেপে ( আবার) যা জানতে হবেঃ
১. ডোমেইনের সাথে ডোমেইন কন্ট্রোল প্যানেল থাকে এবং এটা আপনার হাতেই থাকতে হবে
২. হোস্টিং এর সাথে হোস্টিং কন্ট্রোল প্যানেল (সিপ্যানেল) থাকে এবং এটাও আপনার হাতেই থাকতে হবে
৩. আপনার হোস্টিং প্রোভাইডার কি কনফিগারেশনের সার্ভার ব্যবহার করে ( আমাদের ফ্রি সহায়তা নিতে পারেন )
৪. আপনার হোস্টিং এর হার্ডড্রাইভ SSD কিনা
৫. সার্ভার আপটাইম কত এবং ২৪ ঘন্টা সাপোর্ট আছে কি না
৬. ম্যানিব্যাক গ্যারান্টি কতদিনের এবং তার শর্ত সমূহ
৭. একটি সার্ভারে কতগুলি করে সাইট হোস্ট করা থাকে ( এ ক্ষেত্রে বিশ্বস্থ ব্রান্ড ইউজ করা ভাল )
যা দেখে প্রতারিত হবেন নাঃ
সাধারণ মানের ওয়েবসাইট বানাবার সার্ভিস প্রোভাইডাররা তাদের সাইট এর জন্য হোস্টিং এর দাম অনেক কম রেখে থাকে, তার একটি কারণ হচ্ছে তারা এক সার্ভারেই প্রচুর সাইট হোস্ট করে, যা উচিত নয়। তারা চুরি করা টেম্পলেট ( রিস্কি ) ব্যবহার করে । অথবা রেডি থিম হাল্কা এডিট করে আপনার সাইট ডেভেলপ হয়ে গেছে মর্মে চালিয়ে দ্যায় । এধরনের সাইট আপনার ব্যবসার সুনামের চেয়ে বদনাম বেশি আনে । সাইট এর ইম্প্রেশন কাস্টোমার কে আপনার ব্রান্ড সম্পর্কে ধারনা দেয় , তাই ওয়েব সাইট বানানোর সময় সতর্ক হওন ।
read more -https://blog.smartb.com.bd/2020/01/29/%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87/
আমাদের দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা মানসিকতা আছে কোন কন্সার্ন থেকে যদি আয় হয় তার মানে সেটা পুরোপুরি ফিট আছে এবং তার আর কোন উন্নয়ন কিংবা রক্ষণাবেক্ষণ এর দরকার নেই । যেমন আমাদের দেশের ট্র্যাডিশনাল ব্যবসা গুলি নিজেদের ব্যবসা কে ডিজিটালাইজ করার ক্ষেত্রে অনেকটাই অনীহা প্রকাশ করে । অনেক ক্ষেত্রে আমাদের দেশের অনেক সচল ও স্বচ্ছল ব্যবসা প্রতিষ্ঠানেরও ওয়েবসাইট খুঁজে পাওয়া যায় না - ওয়েবসাইট কেন দরকার এটা উপলব্ধি করতে করতে কোন এক স্টার্টাপ নামক প্রতিষ্ঠান এসে গিলে খায় এই সুপ্রতিষ্ঠিত ব্যবসাগুলোকে ।
ওয়েবসাইট আপনার প্রতিষ্টান এর পরিচিতি কিংবা প্রতিষ্ঠান সম্পর্কে মানুষকে কি জানাতে চান তার সবচেয়ে বড় মাধ্যম । আপনার ব্যবসার ধরন , কোম্পানি সম্পর্কে , ব্যবসায়িক যোগাযোগ , পণ্যের স্টক প্রদর্শন , বিভিন্ন অফার , ঘোষণা ইত্যাদি প্রদান করতে ওয়েবসাইট হতে পারে আপনার প্রধান হাতিয়ার ।
ওয়েবসাইট থাকলে এবং সেটার যথাযত ব্যবহার করলে আপনার ব্যবসায়িক ট্রাকশন , ইতিহাস ইত্যাদি অত্যন্ত সুগোছালো ভাবে পেতে পারেন , এতে করে আপনার বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়া সহজ হয়ে উঠবে ।
ওয়েবসাইট অনেকটা আপনার সাথে ক্রেতা আর সাপ্লায়ার সংযোগ এর ব্রিজ হিসেবে কাজ করে থাকে , আপনি যেখানেই থাকুন ওয়েবসাইট এ একটিভ থেকে আপনার ব্যবসা পরিচালনা অনেকটায় সহজ করে তুলতে পারেন ।
ওয়েবসাইট এ পণ্যের বা সেবার বর্ননা , নিয়মাদি , কিভাবে ব্যবহার করতে হয় ইত্যাদি সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন ।
ওয়েবসাইট এর একটি লিংক এর মাধ্যমে আপনার ব্যবসা আপনার লোকাল এরিয়ার গণ্ডি পেরিয়ে চলে যেতে পারে দুর বহুদূর ।
তবে ওয়েব সাইট এর সুফল পেতে হলে আপনাকে ওয়েবসাইট বানাবার সময় অবশ্যই সচেতন হতে হবে , ঠিক তেমন সচেতন যেমন সচেতন আপনি আপনার নিজের দোকান বানাবার ক্ষেত্রে । আপনি কি ব্যবসা করেন ঐ ব্যবসার ধরন কি , ব্যবসাতে কি কি এক্টিভিটি আছে - কোথায় কোথায় ক্রেতা সংযোগ প্রয়োজন ইত্যাদি সিংক করে সাজানর ব্যাপারে হতে হবে সুপার এলার্ট ।
যে কোন সময় আপনার ওয়েবসাইট এর ব্যাপারে আলোচনা করতে যোগাযোগঃ 01712428287/01736212525
Save your client & agency 💪
আপনি কি একজন ব্যস্ত কর্পোরেট প্রফেশনাল অথবা একজন ইনভেস্টর?যথেষ্ট আইডিয়া থাকার পরও ডিজিটাল ব্যবসা শুরু করতে পারছেন না? শুরু করলেও এগিয়ে নিতে পারছেন না?
কিংবা আপনি একজন নারী উদ্যোক্তা বা দূরদেশে থাকা প্রবাসী বাঙালি? খুব উদ্দ্যোম নিয়ে ডিজিটাল ব্যবসা শুরু করলেও থমকে গেছে অজানা কারনে।
তাহলে আপনার মূল্যবান কিছু সময় ব্যয় করে এই লেখাটি পড়বেন আশা করি।
উপরে যে চার ধরনের মানুষের কথা বলা হয়েছে আমাদের অভিজ্ঞতা বলে তাদের সবার উদ্যেশ্য ই এক। নিজেদের চলমান পেশার পাশাপাশি একটা ডিজিটাল ব্যবসা করে নিজের একটা সেকেন্ড ইনকামের ব্যবস্থা করা সাথে দেশের আর্থসামাজিক উন্নয়নের অংশীদার হওয়া । একটা গোপন কথা বলে রাখি করোনার এই সময়ে সেকেন্ড ইনকাম
চাই এরকম অনেক ক্লায়েন এসেছে আমাদের কাছে। অনেকে শুরু করার আগে এসেছিলতারা এখন ভালো করছে, মাঝামাঝি পর্যায়ে যারা এসেছে তারা ঘুরে দারানোর সঠিক পথ খুজে পেয়েছে। কিন্তু শেষ পর্যায়ে যারা এসেছিল তারা এখনো আইসিইউ তে আছে ,সবাই যে ঘুরে দাড়াতে
পারবে এ কথা জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে SmartB টিম তাদের সবার মাঝে একটা মিল খুজে পেয়েছে তা হচ্ছে তাদের প্রত্যেকেই অনলাইন বিজনেস ইনভায়রনমেন্ট নিয়ে খুব বেশি অসচেতন।অনেকের টেকনিক্যাল ও মার্কেটিং দক্ষতা তেমন নেই বা থাকলেও সময়ের অভাবে সেভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন নাই। এবং অনেকের মাথায় প্রিম্যাচিউরড আইডিয়া তাদের মাথায় জোকের মত সেট হয়ে
আছে যে অনলাইন ব্যবসা অনেক সহজ । আর কিছু সস্তা এজেন্সির কাছ থেকে গতানুগতিক ধারার ওয়েবসাইট ও অন্যান্য সলিউশন নিয়ে ব্যবসা করতে চাইছে বা চেয়েছে।
মোটাদাগে তাদের সমস্যাগুলো নিম্নরুপঃ
১. যথাযথ মার্কেট রিসার্চ না করা।
২. প্রজেক্ট বা সেবার মার্কেট স্কোপ নির্ধারন না করা।
৩. ইউজার ফ্রেন্ডলি বা বিক্রয়বান্ধব ওয়েবসাইট না করা ।
৪. ওয়েব ও সোস্যাল স্ট্রাটেজি নিয়মিত আপডেট না করা ।
৫. মার্কেটিং প্লান না করা ।
৬. ওয়েব প্লাটফর্ম গুলোর সাথে আপডেট না থাকা।
৭. অভিজ্ঞ টিম মেম্বার সংযুক্তি না করা।
৮. কাস্টমারদের সাথে নিয়মিত যোগাযোগ না করা
৯. ব্রান্ড ভ্যাল্যু ক্রিয়েট না করা ।
১০. সঠিকভাবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট না করা ।
১১. সঠিক টার্গেট মার্কেট চিহ্নিত না করা।
১২. বা তাদের কালচার ভাবনা উপযোগী কন্টেন্ট না করা ।
১৩. সঠিক মিডিয়া স্ট্রাটেজির অভাব।
১৪. খরচের ভয়ে সঠিক টেকনোলজিতে অনীহা।
১৫. বিজনেস অটোমোশন না করা।
১৬. কাস্টমারদের কাছে বিশ্বস্ত হতে না পারা।
১৭. পরিচালননা ব্যয় অনেক বেশি হওয়া ।
হয়ত আমাদের কথা শুনে মন খারাপ করবেন কিন্তু এটাই বাস্তবতা । আরে ভাই ব্যবসা করতে হলে একটু পরিশ্রম করতেই হবে। আর সুনির্দিষ্ট কাঠাম ও কর্মপরিকল্পনা ছাড়া কোনদিনই একটা লং টাইম ব্যবসা দাড় করানো সম্ভব না। আপনি ই কমার্স, ট্রাভেল, এডুকেশন, কোর্স সেইল, বিটুবি সার্ভিস ব্যবসা যাই করেন তার জন্যে সার্বক্ষনিক পরিচর্যা লাগবে। কেননা গুগল, ফেইসবুকসহ প্লাটফর্মগুলো এখন প্রতিনিয়ত চেইঞ্জ হচ্ছে। সেই সাথে কম্পিটিটরদের সাথে টেক্কা দিয়ে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ডাটা সম্পর্কে জানতে হবে যা এখন মার্কেটিং এর প্রধান ফাংশান। অথবা আপনাকে এমন কাউকে খুজে বের করতে হবে যে বা যারা আপনার হয়ে এসব কাজ করবে। আপনার কাস্টমার সংখ্যাকে .১ থেকে ২, ২থেকে ১০ এ পরিনত করবে। অটোমোশনের মাধ্যমে সার্বক্ষণিক লিড সংগ্রহ করবে।
কোনো কল, ই মেইল, এসএমএস এর মাধ্যমে সেসব লিডকে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার করার চেষ্টায় থাকবে । সঠিক প্রযুক্তি ও কাস্টমার জার্নি মাথায় রেখে আপনার ওয়েবসাইটসহ অন্যান্য সফটওয়্যার সলিউশন তৈরি করবে। সার কথা হলো এমন একটা টিম লাগবে যাদেরকে আপনি ফুল টাইম হায়ার না করেও কোন অফিস মেইন্টেইন বা কোনো কলের ঝামেলা ছাড়াই আপনি ব্যবসা করতে পারেন এবং আপনার মুল কাজে আরো বেশি মনোযোগ দিতে পারেন। এতে করে আপনার পরিশ্রম, সময় ও অর্থ বেচে যাবে।আপনার সময় বাঁচানোর এই পুরো পদ্ধতিটাকেই আমরা BPM /business process management বলছি।
details -https://smartb.com.bd/business-process-managment/
আচ্ছা বলুনতো বিশেষ কোন দিনে ছোট ভায়ের বা বড় ভায়ের পোশাক টেনেটুনে পরার দিন কি এখন আছে ? অথবা সেই ১৯৮০ সালের ঢিলেঢালা ফ্যাশন অনুসরন করে কি মানুষের হাসির পাত্র হওয়ার মত বোকামি করবেন আপনি?
তাহলে কেন আপনার জীবিকার বাহন ,আপনার স্বপ্নের ব্যবসা নিয়ে এরকম অবহেলা বা বোকামি করার দুঃসাহস দেখান আপনারা। যেখানে প্রতিটি ব্যবসায়ই আলাদা এবং প্রত্যেকেরই প্রফিট মেকিং সিস্টেম আলাদা ,সেখানে অন্য কারো ওয়েবসাইট আইডিয়া বা ব্যাকডেটেড ট্যাকনলজি দিয়ে যদি আপনার ব্যবসার অনলাইন প্রেজেন্স তৈরি করতে চান তাহলে তা তো সেই আপনার ভায়ের পোশাক পরা বা ১৯৮০ সালের ফ্যাশন অনুসরন করার শামিলই হোল।
মনে রাখবেন আপনার পোশাক ,কথাবার্তা ও আচার আচরণ যেমন আপনার ব্যক্তিত্ব ও সমাজে গ্রহণযোগ্যতা তৈরি করে ঠিক তেমনি অনলাইনে আপনার ব্যবসার উপস্থিতি কেমন এবং আপনার ওয়েবসাইট ও অন্যান্য টুলস কতটা ক্রেতাবান্ধব তার উপর নির্ভর করেই সাধারনের মাঝে আপনার ব্যবসার প্রতি বিশ্বাস বা অন্য ধারনা জন্ম নেয়।
এখন প্রশ্ন হল
১। কি ধরনের ওয়েবসাইট বানাবেন ?
২।ওয়েবসাইট বানাবার আগে কি কি তথ্য জানা থাকলে আপনার সাফল্যের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় ?
৩। আপনার ওয়েবসাইট কেন এবং কাদেরকে দিয়ে বানাবেন?
তিন নাম্বার প্রশ্নের উত্তর হল যারা আপনার ব্যবসার ধরনের সাথে সম্পর্কযুক্ত ইন্ডাস্ট্রি এক্সপার্ট দের সাথে আলচনা করে ,সমসাময়িক ও ভবিষত্যের পরিবর্তনকে মাথায় রেখে বিক্রয়বান্ধব ওয়েবসাইট বানাতে পারবে ,তাদের কাছ থেকে।
এখন আপনি সত্যিই ওয়েবসাইট নিয়ে চিন্তা করে থাকলে বা ওয়েবসাইট করে ঠকতে না চাইলে নিচের লিংকে ক্লিক করুন , আপনার মূল্যবান পাচটি মিনিট খরচ করেই বাকি উত্তর গুলো পেয়ে যাবেন।।
https://smartb.com.bd/websites/
যোগাযোগ -০১৭১২৪২৮২৮৭ অথবা ০১৭৩৬২১২৫২৫
১|এ, ব্লক বি, মোহাম্মদপুর ।।
Clean your brain as well to start something special ❤
Type your business goal with the correct letter 🧐💪
ব্রান্ড ভয়েস ছড়িয়ে দেওয়ার সুযোগ:
মার্কেটিং সার্পা নামের একটি জরিপ সংস্থার মতে ১৮ থেকে ৩৪ বেশির ভাগ তরুন তরুণী অনন্দ ও বিনোদনের পাশাপাশি তাদের পছন্দের ব্রান্ডকেও অনুসরণ করে ।আমাদের দেশে এই সংখ্যা ৩ কোটি হবে বলে আমার বিশ্বাস ।এটা বিশাল সুযোগ ,শুধু তাদের চাহিদা মতো কনটেন্ট ব্যবহার করে আপনি খুব সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারেন ।যদি আপনি এখন কোন কনটেন্ট তৈরি করতে পারেন যা আপনার ব্রান্ড ভ্যালু তৈরির পাশাপাশি ,সোশাল মিডিয়া বাসির জন্য উপকারি বা ইমোশনাল এটাসমেন্ট বা মোটিভেশন তৈরি করে ।তাহলে আপনার কাজ শেষ ,বাকী যা করার ইউজাররাই করবে ।এভাবে খুব সহজে এবং দ্রুততম উপায়ে কাস্টমারের সাথে আপনার কোম্পানির অর্থনৈতিক কানেকশন তৈরি হয় ।
Hope this will be more than a number 💪❤
আমরা যারা ওয়েব সাইট করতে যাই তারা সাধারনত বলে থাকি আমার একটা ওয়েব সাইট দরকার , কেউ কি কম দামে করে দিতে পারবেন ? ওয়েব সাইট বানাবার সময় আমাদের অনেক গুলি দিক খেয়াল রাখা দরকার যা আমারা কি ধরনের ওয়েব সাইট বানাতে চাই তা বেছে নিতে সাহায্য করবে ।
সাধারনত আপনি যখন আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তখনই প্রতিষ্ঠান কি ধরনের হবে তা নির্ধারন করে ফেলেন । ধরুন একটি স্কুল করবেন আপনি জানেন আমি কিন্ডার গার্ডেন করব , নাকি ইংলিশ মিডিয়াম নাকি মাধ্যমিক বা অন্যান্য । দোকান করতে গেলে ভাবেন যে আমি বড় দোকান দিব । নাকি ছোট দোকান দিব । তেমনি আপনি আপনার ওয়েব সাইট তৈরির আগেই আপনার প্রয়োজন বা আপনার প্রতিষ্ঠান এর জন্য কোন ধরনের ওয়েব সাইট প্রয়োজন তা জানা থাকলে তা আপনার ওয়েব সাইট তৈরির উদ্দেশ্য অনেকাংশেই সফল হবে।
১।প্রোমো ওয়েব সাইট ( স্টাটিক ওয়েবসাইট)
২।সিস্টেমেটিক বা ডাইনামিক ওয়েবসাইট
৩।ইকমার্স
🏳️জেনারেল ইকমার্স
🏳️নিস ইকমার্স
🏳️সেবা ভিত্তিক ইকমার্স
🏳️মার্কেটপ্লেস
৪।সিস্টেম ভিত্তিক
৫।তথ্য ভিত্তিক
বিস্তারিত https://cutt.ly/xUbiXTd
লক্ষ্য নির্ধারণ করুণঃ
আপনার কাস্টমার এবং পণ্য সম্পর্কে জানা হয়ে গেলে ,এখন আপনার কাজ সোশ্যাল মিডিয়াতে আপনার লক্ষ্য নির্ধারণ ।মানে এই মিডিয়া ব্যবহার করে আপনি কি অর্জন করতে চান ।ওয়েবসাইট ট্রাফিক হলে ,একটি সুনির্দিষ্ট সময়ে কি পরিমান ,তেমনি ইমেইল ,লিড বা ফলোয়ার পেতে হলে চাইলে ,অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের সীমানা তৈরি করতে হবে ।এটা অবশ্য ধাপে ধাপে বিশ্লেষনের মাধ্যমে পরিবর্তিত হতে পারে ।
কিন্ত প্রাথমিক গোল যেমন ,কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি বা সচেতনতা তৈরি ,কনভার্সন বা ব্রান্ড লয়ালিটি এগুলোর জন্য অবশ্যই গোছানো পরিকল্পণা তৈরি করতে হবে ।কারণ আপনি কে বা কি সেটা কাস্টমার জানে না ।আপনাকে কনটেন্ট এর মাধ্যমেই তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে ।আর একটি সফল কনটেন্টের জন্য অবশ্যই লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সুনির্দিষ্ট ও সু স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন ।
যত গর্জে তত বর্ষে না , এই কথাটির মর্মার্থ খুব ভালোভাবে বুঝবেন সেই সকল তরুনেরা যারা ফ্রিলেন্সিং নামক মূলার পিছনে ঘুরে নস্ট করেছেন জীবনের অনেকটা মুল্যবান সময়। পাশের বাড়ীর বড় ভাই বা চলতি পথের পরিচিত কোন ব্যক্তির উৎসাহে এলোমেলো লক্ষ্যহীন ভাবে সময় ব্যয় করে যারা ক্লিকে ক্লিকে লাখ লাখ ডলার আয় করতে চেয়েছেন তারা শুধু নিজেদেরই হতাশ করেননি বরং ক্ষতি করেছেন এই সম্ভাবনাময় খাতটির। প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকা জনসংখ্যা আর নাগালের অনেক বাইরে দিয়ে চলা জীবন যাত্রার মানই আমাদের তরুনদের এই এলোমেলো পথে চলতে বাধ্য করে । ঘুম থেকে ঊঠেই যারা বিল গেইটস কিংবা জ্যাক মা হবার অভিপ্রায় করে । ঠিক এই সুযোগ টা কাজে লাগিয়েই ঢাকা সহ দেশের সব বড় বড় শহরে টং চায়ের দোকানের ন্যায় আইটি ট্রেইনিং সেন্টার গড়ে তুলে নিজেদের বেকারত্ব ঘুচিয়েছেন কিছু স্বার্থন্বেষী লোক। চাকরী যখন সোনার হরিণ, তখন বেকারত্ব ঘুচানোর কথা বলে আমাদের সম্ভাবনাময় তরুণদের করে ফেলছে জাতীয় বেকার । সব শেষে তরুনরা ডুবে যাচ্ছে হতাশায় আর তাদের ক্যারিয়ার অনিশ্চয়তার দড়িতে ঝুলন্ত । অথচ প্রকৃত পক্ষে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেরা যেমন
স্বাবলম্বী হতে পারে তেমনি কর্মসংস্থান করতে পারে তাদেরই মত আরো দশ জনের। সে জন্য দরকার সঠিক দিক নির্দেশনা , লক্ষ্যে পৌছানোর অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রম কে বশ করার অদম্য কৌশল ।
এমনই একটি প্রচেষ্টা নিয়ে এর একঝাক স্বপ্নবাজ তরুন কাজ করে চলেছে । মূলত একটি বিগ ডাটা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট জগতে বাংলাদেশীয় অংশীদারিত্ব বাড়ানোর উদ্যেশে একটি দূরদর্শী প্রজেক্টে কাজ করতে শুরু করেছে SmartB। বিভিন্ন ধরনার তরুনদের মেধা কে একত্রিত করার মাধ্যমেই সফল কোন দেশীয় প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব বলে।এই টিমে যারা কাজ করছেন তারা সকলেই স্কিল কম্বিনেশন এর উপর জোর প্রচেস্টা চালিয়ে আসছেন। কোন একজন তরুন যাতে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন কিংবা ওয়েব ডিজাইন অথবা শুধুমাত্র এস ই ও বা কন্টেন্ট রাইটিং শিখেই নিজেদেরকে উদ্যোক্তার কাতারে না ফেলেন সে প্রচেষ্টায় এই তরুন দলটির । প্রজেক্টি পরিচালনা করতে আরো কিছু তরুনকে সাথে নেবার প্রত্যাশা আমাদের ,যেখানে দলগত ভাবে নিজেদের প্লাটফর্ম এ নিজেরাই কাজ করে দক্ষতা অর্জন করতে পারবে । দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন প্রকার রিসোর্স সম্পূর্ন বিনামুল্যে প্রদান করবে , SmartB। যেকোন তরুন দলটিতে যোগ দিতে পারবেন , কিংবা তাদের কাছ থেকে ভিশন শুনে সিদ্ধান্ত নিতে পারবেন তিনি তার ক্যারিয়ারে এ ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করতে চান কিনা।
Learning Outcome: Training will be provided on,strategy,content development, monitoring and analysis tools, advance paid social and google ad ,business manager, analytics ,web master, tag manager and social media marketing,
Basic Requirements :
• Fresh Graduates / ongoing University students.
• Strong interpersonal and communication skills
• Good In Adobe illustrators, Facebook and Google Marketing
APPLICATION Process:
--------------------------------------------
Serious Candidates are requested to email their cv
Click here to claim your Sponsored Listing.
SMART B
Our mission is the development of the business environment by improving the quality of online communication and Technology Services.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
House-13, Road-1/A, NoboDoy Housing, Mohammadpur
Dhaka
1212
Plot# 592, Lift# 03, Road# 08, Avenue# 05, Mirpur DOHS
Dhaka, 1216
To change the world, how it communicates and how flow of Information could change our entire Human ra
Apt. 5-B, 75/C Asad Avenue Salimullah Road, Mohammadpur
Dhaka, 1207
A global web design and development company specializing in WordPress themes and plugins development
147/B6 Green Road, Apt 1B
Dhaka, 1205
Good design is one thing...and design that's good for your business is another...
19 New Eskaton Road (2nd Floor) Boro Mogbazar, Ramna, Dhaka.
Dhaka, 1000
SWAPNOLOK A Relation Between Dream & True
South Banasree
Dhaka, 1219
You can divert your mind from analog to digital anytime. It's just a few seconds away...
সরদার কান্দি, গরীবেরচর, আলাওলপুর, গোসাইরহাট, শরীয়তপুর/৮০৫০
Dhaka, 8050
Professional Freelancer Digital Marketing Experts Founder-Business Grow Agency Trainer -SkillGrow-IT
Dhaka, Dhaka Division
Dhaka, 1000
☎ হট লাইন: 01814-739293 (what's app) অর্ডার করতে এবং আরো বিস্তারিত জানতে সরাসরি ✉️ইনবক্স করুন