Qari Mahedi Hasan
facebook.com/QariMahediHasanOfficial
Assalamualikum, I'm Qari Mahedi Hasan. Welcome To My Official page
ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
রমজান মাস আমাদেরকে জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা দেয়। যেখানে আমরা সবাই আল্লাহর বিধি নিষেধ মান্য করার চেষ্টা করি।
নামায পড়তেই থাকুন। হতাশ হবেন নাহ। বিশ্বাস রাখুন আল্লাহ সব কষ্ট দূর করবেন।
বছরের সেরা দিনগুলো হচ্ছে রমজান মাসের দিন। যেখানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাযিল হতে থাকে।
ইফতারের আগে দোয়া কবুল হয়। তাই দোয়া কবুলের এই সময়কে কাজে লাগান। আল্লাহ আমাদের সিয়াম-ক্বিয়াম কবুল করুন।
'PHP কোরআনের আলো' এর চেয়ারম্যান
মুহতারাম Abu Yousuf (রহি.)
আজ বাংলাদেশ সময় সকাল 7:30টায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
রোজা এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক।
ভোরের প্রার্থনা.. 🕊
যে ফজরের নামাজ পড়ে ঘুমায় সে মনে করে সে একটু বিশ্রাম নিয়েছে! .. আর সে জানে না যে, আরামই সব আরাম, এটা আল্লাহর হাতে দাঁড়িয়ে ।। অভিনন্দন অন্তরগুলোকে যারা তাদের পালনকর্তার উদ্দেশ্যে ভোরে সিজদা করেছে ♥️
আল্লাহর দরবারে শুকরিয়া
তিনি আমাদের আরও একটি রমজানে পৌছে দিয়েছেন
আলহামদুলিল্লাহ ।
আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে 🌙
রামজানুল মোবারক
রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তায়ালা এবং তার বান্দাদের মধ্যকার সম্পর্ক সবচেয়ে দৃঢ় হয়।
বর্ষিয়ান আলেমে দীন ও দায়ী ইলাল্লাহ মাওলানা লুতফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁর নেক আমলগুলো কবুল করে নিন, ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। তাঁর শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন।
প্রবীণ আলেমেদ্বীন ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ ব্রেইন স্ট্রোক করে চিকিৎসারত রয়েছেন।
সকলের নিকট এই প্রবীণ আলেমের জন্য দোয়ার আবেদন রইল।
আবূ বকর সিদ্দীক (রাঃ) থেকে বর্ণিতঃ
একদা তিনি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আরয করলেন, আমাকে সালাতে পাঠ করার জন্য একটি দু’আ শিখেয়ে দেন। তিনি বললেন, এ দু’আটি বলবে
اللَّهُمَّ إِنّيِ ظَلَمتُ نَفسيِ ظُلماً كَثِراً وَّلاَ يَغفِرُ الذُّنوبَ إِلاَّ أَنتَ فاَغفِرليِ مَغفِرَةً مِن عِندِكَ وَارحَمنيِ إِنَّكَ أَنتَ الغَفورُ الرَحيمُ
“হে আল্লাহ! আমি নিজের উপর অধিক যুলম করেছি। আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। আপনার পক্ষ হতে আমাকে তা ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত বর্ষন করুন। নিশ্চয়ই আপনি ক্ষমা শীল ও দয়াবান।”
সহিহ বুখারী, হাদিস নং ৮৩৪।
জানি না এটা দূর্বলতা কিনা! কিন্তু আমি মুখের ওপর অন্যদের মতো যা ইচ্ছা তাই বলে দিতে পারি না। সবসময় এই চিন্তাটাই থাকে, যে মানুষ কষ্ট পাবে না তো। কাউকে Hurt করা আমার স্বভাবে নেই। শুধু খারাপদেরকে একটু avoid করে চলি। তাছাড়া সবার সাথে মিলেমিশে থাকতেই আমি বেশি ভালোবাসি।🤍
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যাক্তি জ্ঞানার্জনের জন্য কোন পথে চলে, আল্লাহ্র তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।” (মুসলিম ২৬৯৯)
আল্লাহ আপনি কুরআনের পাখিদের কে কবুল করেন,
যুক শ্রেষ্ঠ সন্তান, এবং হাফেজ, ও হাফেজা,
আলেম, ও আলেমা, হিসেবে কবুল করুন।
#পঞ্চকরন গুলবোনীয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা।
আরো একটি ইংরেজি বর্ষের সমাপ্তি। স্বভাবতই ঘরের কোণে পুরাতন ক্যালেন্ডারের বদলে শোভা পাবে নতুন ক্যালেন্ডার। আচ্ছা! এমন করলে কেমন হয়? যদি নতুন বছরে— ঘরে শুধু নতুন ক্যালেন্ডারই নয় বরং নতুন একটি চর্চারও সূচনা হয়? যেটা পরিবারের সকল সদস্যদের ইহকাল ও পরকালের জন্য কল্যাণকর হবে? ঘরটা হবে রহমতের চাদরে আবৃত!
আসুন, নতুন বছরের নতুন প্ল্যান সাজাই। প্রতি মাসে একটি সূরা, বারো মাসে বারোটি। তিলাওয়াত, একে অপরকে তিলাওয়াত শুনানো এবং তাদাব্বুরে কুরআন তথা অর্থ অনুধাবন। এভাবেই শুরু হোক কুরআনের সাথে সম্পর্কের সূচনা। সখ্যতা গড়ে উঠুক আল্লাহর বাণীর সাথে। নতুন বছর হোক কুরআনময়। কুরআনের আলোয় আলোকিত হোক আমাদের প্রতিটি পরিবার।
আলহামদুলিল্লাহ
#পঞ্চকরন গোলবুনিয়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন ও বই বিতরন অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হলো।
আল্লাহ যদি আপনাকে প্রতিকূল পরিবেশে এগিয়ে দিতে চায়, তবে কেউ আপনাকে থামাতে পারবে না।কোন বাঁধাই আপনার কাছে বাঁধা হবে না।
কিছু কিছু সময় আমি এমনভাবে আটকে গেছি জীবনে যে, পথই খুঁজে পাচ্ছিলাম না, এমনভাবে আল্লাহ আমাকে উদ্ধার করেছেন, যা আমি কল্পনা করতে পারিনি।এটাই আল্লাহর প্লান।♥️😊
আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে।
(মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
শীতের সকালে ফজরের সালাতেই আসল তৃপ্তি
আলহামদুলিল্লাহ
ভালো মানুষগুলোই প্রকৃত সুন্দর।
সুন্দর করে সেজেগুজে থাকলেই মানুষ সুন্দর হয়না,
সুন্দর হয় তার চরিত্রে, আখলাকে, চিন্তায়।
এসব গুণ অর্জন করুন।
আপনি সবার কাছে সুন্দর হয়ে উঠবেন,
ইনশা আল্লাহ।❤️
عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ عَنْهُمَا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَنْ أَخَذَ شِبْرًا مِنْ الأَرْضِ ظُلْمًا فَإِنَّهُ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِيْنَ.
সাঈদ ইবনু যায়েদ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি অত্যাচার করে অর্ধহাত যমীন দখল করেছে, নিশ্চয়ই ক্বিয়ামতের দিন অনুরূপ সাতটি যমীন তার কাঁধে ঝুলিয়ে দেয়া হবে’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৯৩৮)।
عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم إِنَّ اللهَ تَعَالَى حَرَّمَ الْخَمْرَ وَالْمَيْسِرَ والكُوْبَةَ.
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন’ (বায়হাক্বী, হাদীছ ছহীহ, মিশকাত হা/৪৫০৩; বাংলা মিশকাত ৮ম খণ্ড হা/৪৩০৪)
উমার ইবনে খাত্তাব (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের মধ্যে যে কেউ সুন্দর করে অযূ করে বলে, ‘আশহাদু আনলা ইলাহা ইল্লা-ল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আ’বদুহু ওয়া রাসূলুহ’ তাঁর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।” (মুসলিম ২৩৪)
عَنْ عَائِشَةَ رَحِمَهَا اللهُ قَالَتْ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يَقُوْلُ إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ.
আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ
আমি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি, ‘ঈমানদার ব্যক্তিরা তাদের উত্তম চরিত্র দ্বারা নফল ছিয়াম পালনকারী ও রাতে ইবাদকারীর মর্যাদা লাভ করবে’ (আবুদাঊদ, মিশকাত হা/৫০৮২, সনদ ছহীহ)।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Address
Gulbunia Khalpar Morelgng Bagerhat
Dhaka
9320