Samrat Zain
Communication Strategist | Learner | Entrepreneur | Renowned Speaker | Video Blogger I'm popularly known as a renowned speaker & Presenter.
Welcome to the official page of Samrat Zain.
-My full name is Muhammad Samrat Zain. I'm a content creator and vlogger at YouTube (The name of the channel is Samrat Zain). I am well known for my presentation skill. I can speak very well both in Bengali, English, Hindi & Français. Another quality of me that I feel proud of is- I’m a quick learner and self-motivated person. I was born and br
I am celebrating the Eid-ul-Fitr with my family and relatives in my remote village home | In a beautiful and natural environment | I wish that your Eid-day and everyday would be filled with sunshine | Eid Mubarak Dear Audience & Haters. ❤️🖤
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
Taqaballahu minna wa minkum
Eid Mubarak
ঈদ মোবারাক 🌙
কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.
Vous parlez français? 😎
Oui, je parle le français. Je m'appelle Samrat Zain, je suis étudiant à l'Alliance française de Dhaka. Je suis fier d’être francophone 😌. Bonne fête des francophones 🥳
La JournÉe De La Francophonie.
Each year on 20th March the Journée internationale de la Francophonie is celebrated across France. It is a day where the 220 million francophones, across five different continents, celebrate their language and celebrate the sharing of diversity and the love of the French language. This celebration takes form in the presentation of plays, poetry readings, film festivals, food festivals and art exhibitions.
This date has been chosen specifically in celebration of the historic date of 20th March 1970 marked itself by the creation of the Agence de coopération culturelle et technique (ACTT) in Niamey in Niger, which is now known as the Organisation Internationale de la Francophonie.
Journée internationale de la Francophonie 2024
Fête de la Francophonie - Francophonie Festival- Mars 22-23 Française de Dhaka.
̧ais Organisation internationale de la Francophonie (OIF)
আমাদের কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।
আমরা দুনিয়ার মোহে এত বেশি পড়েছি যে আমাদের আখিরাত যে বরবাদ হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই,,, এমনভাবে জীবনযাপন করছি যেনো কখনো আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে না!!
দুনিয়াতে আপনি যা কিছু করেন,, মনে রাখবেন,এর জন্য অবশ্যই আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে,,নিজের সমস্ত কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে।
আল্লাহ তাআলা বলেন, ‘আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব; তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।
(সূরা ইয়াসিন :৬৫)
দুনিয়ার প্রিয় মানুষগুলোর সাথে যেখানে আমাদের সবচেয়ে উত্তম রি-ইউনিয়ন হতে পারে, সেটা হলো জান্নাত। যেটা নিঃসন্দেহে দুনিয়ায় তাদের সাথে আমাদের ক্ষণিকের বিচ্ছেদকে ভুলিয়ে দেবে। কেননা জান্নাত থেকে আমরা আর কোনোদিন আলাদা হবো না।
সূত্র- বই: কালা পাখিরা আবার আকাশে উড়বে।
কেউ যদি রোজা রেখে মিথ্যা বলা ও অপকর্ম ত্যাগ না করে, তাহলে তার পানাহার বর্জন করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই।
- (আবু দাউদ : ২৩৬২)
رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ
Rabbi innee limaaa anzalta ilaiya min khairin faqeer
"হে আমার রব! আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার কাঙ্গাল"
নিশ্চয়ই সাফল্য লাভ করে সে, যে নিজেকে পরিশুদ্ধ করে। আর ব্যর্থ হলো সে, যে নিজেকে কলুষিত করে।
[সূরা শামস : ০৯-১০]
ঠিক বুঝে উঠতে পারছি না, বাসা আমার নাকি মশার 🤔 মশারির বাহিরে বের হলেই আক্রমণ করতেছে 🥺
আপনি নামাজ পড়লেন, কিন্তু নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাঁচালো না। আপনি নামাজও পড়েন, আবার সময়ে অসময়ে পাপের রাজ্যে ডুবে থাকেন। তার অর্থ হলো - আপনার নামাজের হক যথাযথ আদায় হচ্ছে না। কোথাও না কোথাও কোনো একটা কমতি থেকেই যাচ্ছে। কেননা নামাজ অবশ্যই মানুষেকে খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
ভালোবেসে কেউ পাঞ্জাবী গিফট করলে না করতাম না 🫣
হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর; যাতে তোমরা মুত্তাকি হতে পার।
[আল-বাকারাহ, আয়াত: ১৮৩]
❗️SCAM ALERT❗️
Someone has created a fake account with my name and profile photo on Facebook & Instagram.
Multiple people have reached out to me informing me about this scam.
Please be careful and report immediately if you encounter any scam.
Please don't share any of your confidential information or send money to anyone asking for on behalf of me.
-Muhammad Samrat Zain
Special Note: FYI, I am not using any Facebook profile other than this verified profile, this is my only personal Facebook profile. Below are links to my page and other social media profiles through which you can reach me.
Profile - https://www.facebook.com/muhammadrakibhasanofficiel
Page - https://www.facebook.com/muhammadsamratzain
Instagram - https://www.instagram.com/muhammadsamratzain
YouTube - https://youtube.com/
X - https://x.com/samrat_zain
Linkedin - https://www.linkedin.com/in/samratzainofficial
Threads - https://www.threads.net/
Snapchat - https://t.snapchat.com/samrat_zain
TikTok - https://www.tiktok.com/
“তোর লজ্জা শরম ভাসবে ঐ নদীর জল, করবে সে তোরে দাসী - ভালবাসার মায়াবলে"
En tant qu'étudiant, j'aime beaucoup l’Alliance Française de Dhaka ❤️
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ بِطَانَةً مِّن دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا۟ مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ ٱلْبَغْضَآءُ مِنْ أَفْوَٰهِهِمْ وَمَا تُخْفِى صُدُورُهُمْ أَكْبَرُ ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ ٱلْءَايَٰتِ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
O you who have believed, do not take as intimates those other than yourselves, for they will not spare you [any] ruin. They wish you would have hardship. Hatred has already appeared from their mouths, and what their breasts conceal is greater. We have certainly made clear to you the signs, if you will use reason.
হে মুমিনগণ, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না। তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে। তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে। আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ। অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি। যদি তোমরা উপলব্ধি করতে।
হে মু’মিনগণ! তোমরা তোমাদের নিজেদের লোক ছেড়ে অন্য কাউকেও বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা তোমাদেরকে নষ্ট করতে ত্রুটি করবে না, তারা কেবল তোমাদের দুর্ভোগ কামনা করে, বস্তুতঃ তাদের মুখেও শত্রুতা প্রকাশিত হয়ে পড়ে এবং তাদের অন্তর যা লুকিয়ে রাখে তা আরও ভয়ঙ্কর, আমি তোমাদের কাছে তাদের লক্ষণগুলো স্পষ্ট করে দিলাম, যদি তোমরা অনুধাবন কর।
সূরা আল-ইমরান: আয়াত ১১৮
অসৎ লোক কাউকে সৎ মনে করে না,
সকলকেই সে নিজের মত ভাবে।
____হযরত আলী ( রাঃ)
Dinner 🥗
এমন জায়গায় নিজেকে নিয়ে যাও, যেন মানুষ ফ্রেন্ডলিস্ট থেকে তোমায় Unfriend না করে উল্টো Friend Request পাঠায় তোমার ফ্রেন্ডলিস্টে থাকার জন্য।
Life is too short to be unhappy. If you're not happy with your life, make a change. Don't be afraid to step outside of your comfort zone and pursue your dreams. You only have one life to live, so make the most of it.
For the information of all my well wishers, due to special reasons from today for an indefinite period, I am not able to receive anyone's call & reply to anyone's message. Except from 04 :00pm to 06 :30 pm (16 :00 to 18 :30) Bangladesh time. So please call or message me within that time to contact me.
I am sorry for such a situation. Thank you!
How can that person be wise, who has sold Paradise for the enjoyment of some time?
When a woman has a man who takes care of her physically, emotionally, financially & spiritually, that’s when you’re gonna get the best version of her. And when you get the best version of her, she’s going to contribute to your growth. Because she now has a solid man in her life who she knows she can depend on and she’s no longer in survival mode. She can be your backbone. But if you do wrong with her, just know a woman becomes a reflection of how you treat her. And if you don’t like how she’s acting, look at how you’re treating her.
ইমাম ইবনুল কাইয়্যিম রহ.বলেন,
আপনার নিজ অন্তর কে খুঁজে পেতে চেষ্টা করুন তিনটি স্থানে–
১) যখন কুরআন তিলাওয়াত শুনবেন,
২) যে সব মজলিশে (আল্লাহর) যিকির হয়,
৩) এবং যখন (একাকী) গোপনে থাকবেন।
এই জায়গাগুলোতে যদি আপনি তা খুঁজে না পান, তাহলে আল্লাহর কাছে দু’আ করুন যেন তিনি আপনাকে একটি অন্তর দান করেন, কেননা আপনার আসলে সেটি নেই।
[ফাওয়াইদুল-ফাওয়াইদ, পৃ ৪৭৯]
স্বপ্ন অনেক বড়, কাজ সবই বাকি, সময় খুবই কম।
When you leave something for Allah
You will never be deceived,,never be discouraged,,never be worried,,because your Lord will guide you.
He gives something better than this.
Your Lord will give you so much that you will not be able to finish thanking him,,then thinking about the days of despair will bring tears to your eyes.These tears are not of pain,,,these tears are of happiness.
A word will come out of your heart, Alhamdulillah.....
Please wait- after long time my video gallery is opening soon. Inshallah 😇
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Address
Dhaka
1320
Nayapaltan
Dhaka
Regardless of Shaquie Ahmed's various contribution towards the music scenario of Bangladesh, he has brought before some amazing and soothing lyrics which has been instantly appreci...
Dhaka
The journey of being a RJ from 2007 to till 2016 will always amaze me. I will always cherish the mem
Dhaka
‘Hanif Sanket’ has been the popular name in every walk of life throughout the country
Dhaka
http://jobsdhaka.com [email protected] join JobsDhaka.com http://www.facebook.com/group.php?gid=105384333345