Desh Exclusive

গুনগত মানে আমরা আপোষহীন, সঠিক পন্য এবং সঠিক সময়ে আপনাদের হাতে পৌছে দিতে আমরা অঙ্গিকারবদ্ধ।

" Desh Exclusive " পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রনঢালা অভিনন্দন। ❤

বর্তমান ডিজিটাল যুগের সেরা প্লাটফর্ম এ আমরা বসবাস করছি।কর্ম ব্যস্ততার এই যুগে মানুষের হাতে এখন সময় খুব কম।আগের যুগের মত বাজারে গিয়ে ৩/৪ ঘন্টা সময় খরচা করে কেনাকাটা করা বেশ কঠিন এবং সঠিক মানের সঠিক পন্যটি চেনাও বেশ দায়।

তাই আপনাদের চাহিদার কথা চিন্তা করেই আমাদের এই অনলাইন প্লাটফর্মের শুভ সুচনা।

আমাদের

19/01/2024

🔥🔥Offer Price ( For 24 hours)

🔥 ONLY 1111 TK

17/01/2024
13/01/2024
13/01/2024

পোশাক সিলেকশন করতে আপনারা কিছু টেকনিক ব্যবহার করতে পারেন👌👌

12/01/2024

👉👉👉 পোশাক মানুষের রুচির পরিচয় দেয় বলে ধারণা। আপনার পোশাক এবং পরিচ্ছদ আপনার আপনার ব্যক্তিত্ব বহন করে থাকে। যদিও আমার ব্যক্তিগত মতামত।

11/01/2024

✨ সুন্দর বা ভালো মানের পোশাক পরলেঃ

✅ নিজের কাছে ভালো লাগে, সবাই চায় নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করতে।
✅ মনের জোর পাওয়া যায়। আত্মবিশ্বাস বেড়ে যায়। কাজের প্রতি আগ্রহ/স্পৃহা বাড়ে।
✅ আশেপাশের মানুষ জন আপনাকে কিছুটা হলেও গুরুত্ব সহকারে দেখবে।
✅ পোশাকের ব্যাপারে যদি বলি, আমার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের পোশাক পরতে ভালো
✅ কোন পোষকে আমাদের সুন্দর দেখাবে বা আমাদের সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারেলাগে।

05/01/2024

প্রচন্ড শীত তাই শেষ হওয়ার আগেই নিজেরটা বুঝিয়ে নিন

03/01/2024

ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশে ধুলাবালি বেশি। তাছাড়া মানুষের শরীরও অতিরিক্ত ঘামে। তাই কাপড় ময়লা হয় বেশি। ফলে আমাদের নিয়মিত কাপড় ধুতে হয়।

কাপড় ধোয়ার আগে সাধারণ কিছু নিয়ম জেনে নিলে কাজটা আরও সহজ হয়ে যাবে। চলুন জেনে নেয়া যাক নিয়মগুলো।

১. বেশি ময়লা কাপড়ের সঙ্গে অপেক্ষাকৃত কম ময়লা কাপড় ভেজাবেন না। এতে সেই কাপড়গুলোতেও দাগ লাগার আশঙ্কা থাকে।

২. কোনো কাপড়ের ওপর সরাসরি ডিটারজেন্ট ব্যবহার করবেন না। প্রথমে কাপড় নিন, তারপর পানিতে ভেজান এবং সবার শেষে ডিটারজেন্ট দিন। ব্লিচ ব্যবহারের ক্ষেত্রে প্রথমে পানি, তারপর কাপড় এবং সবশেষে ব্লিচিং ডিটারজেন্ট দিতে হবে।

৩. সাদা কাপড় সব সময় আলাদা ধোয়ার চেষ্টা করুন। এতে করে অন্য কাপড়ের রং সাদা কাপড়ে লাগার আশঙ্কা থাকবে না।

৪. ডেনিমজাতীয় কাপড় যেমন জিনসের প্যান্ট, শার্ট, জ্যাকেট আলাদা ধোয়াই ভালো।

৫. উলের পোশাক কখনও গরম পানিতে ধোবেন না। এ ছাড়া এ ধরনের পোশাক বেশিক্ষণ ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে না রাখাই ভালো। এতে উল নষ্ট হয়ে যেতে পারে।

৬. সাদা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে চাইলে আধা কাপ ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার মিশ্রণটি দিয়ে কাপড় ধুয়ে ফেলুন।

৭. কাপড় বেশিক্ষণ দড়িতে ঝুলিয়ে রাখলে কাপড়ের সাইজ নষ্ট হয়ে যায়। এ ছাড়া রঙিন কাপড় অতিরিক্ত রোদে শুকাতে দেবেন না। বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত জায়গায় শুকাতে দিন। কেননা রোদে রং নষ্ট হয়ে যায়। শুকাতে দেয়ার আগে কাপড় উল্টে নিন।

৮. জিনস, শার্ট এবং প্যান্টের মতো ভারী কাপড় ধোয়ার সময় উল্টো করে নেয়া ভালো। এতে ভিতরের ময়লাও পরিষ্কার হবে।

৯. যেকোনো কাপড় ধুতে দেয়ার আগে এর ট্যাগ চেক করে নিন। বিশেষ করে দামি কাপড়ের ক্ষেত্রে এটি বেশি প্রয়োজন। ট্যাগে কাপড় ধোয়ার নিয়ম দেয়া থাকে।

১০. ওয়াশিং মেশিন ব্যবহার করেন? ফিল্টার বছরে অন্তত একবার পরিষ্কার করুন। পরিষ্কারের পর শুকিয়ে নিতে হবে।

১১. কোনো কাপড় প্রথমবারের মতো ধোয়ার সময় অবশ্যই আলাদাভাবে ধুয়ে পরীক্ষা করে নেবেন। কারণ নতুন কাপড় থেকে রং ওঠার আশঙ্কা থাকে।

১২. সাদা সুতির কাপড় ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করা ভালো। হালকা গরম পানিতে ডিটারজেন্ট গুলে কিছুক্ষণ কাপড় ভিজিয়ে রাখুন।

02/01/2024

#নিচে পলো শার্টের বিভিন্ন অংশের নাম দেয়া হল:-
1) Collar
2) Collar Stand
3) Shoulder
4) Level
5) Placket
6) Arm Hole
7) Sleeve
8) Sleeve Cuff
9) Side Seam
10) Body Hem
#বিবরণ:

(কলার):কলার হলো শার্ট, পোশাক, কোট বা ব্লাউজের অংশ যা চারপাশে শক্ত করে বা ঘাড়কে ফ্রেম করে।
stand:এটি প্রায় 1 ইঞ্চি প্রশস্ত চামড়ার একটি স্ট্রিপ, কলারটি যথাযথ এবং জ্যাকেটের শরীরের মধ্যে (আস্তরণের সাথে)।

:কাঁধ শরীরের বৃহত্তম এবং জটিলতম জয়েন্টগুলির মধ্যে একটি। একটি ঢালু কাঁধের ফিট পুরো চেহারা নষ্ট করতে পারে, তাই আমরা শার্টের এই অংশে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ দিই।

:আমরা যখন মার্কেট থেকে কোন পোশাক ক্রয় করি তখন আমরা পোশাকের গায়ে কিছু কাপড়ের টুকরো অ্যাটাচ করা দেখি, সেটা শুধু কাপড়ের টুকরো নয় এটা হচ্ছে একটা লেবেল, এর মধ্যে পোশাকের কোম্পানির নাম, আকার, সাইজ, ধৌতকরণ পদ্ধতি, পোশাকের ধরন ইত্যাদি লিপিবদ্ধ করা থাকে।

:স্কার্টের শীর্ষে খোলা বা চেরা, বা পোশাক বা ব্লাউজ, যা এটি লাগানো এবং তা বন্ধ করতে সহায়তা করে।

Hole:আর্মহোল হল একটি শার্টের এমন একটি অংশ যে অংশ দিয়ে আপনার বাহু ডোকানো বা বাহু খোলার জন্য ব্যাবহার করা হয়।

:একটি হাতা হলো একটি পোশাকের অংশ যা আর্মকে coversকে দেয় বা বাহুটি পাস হয় বা পিছলে যায়।

Cuff:একটি হাতা কাফ হিম এ হাতা দেওয়া একটি সমাপ্তি - এটি হাতা প্রান্তে ফ্যাব্রিক একটি অতিরিক্ত স্তর যোগ করা হয়।

Seam:পোশাকের পাশের অংশে পড়ার জন্য কৌশলগতভাবে রাখা পোশাকটিতে একটি পার্শ্বযুক্ত seam.

Hem:কাঁধ থেকে হেম পরিমাপটি কাঁধ থেকে নীচে হেম পর্যন্ত পোশাকের মোট দৈর্ঘ্য পরিমাপ করে।

30/12/2023

#নিচে পলো শার্টের বিভিন্ন অংশের নাম দেয়া হল:-
1) Collar
2) Collar Stand
3) Shoulder
4) Level
5) Placket
6) Arm Hole
7) Sleeve
8) Sleeve Cuff
9) Side Seam
10) Body Hem

#বিবরণ:

(কলার):কলার হলো শার্ট, পোশাক, কোট বা ব্লাউজের অংশ যা চারপাশে শক্ত করে বা ঘাড়কে ফ্রেম করে।
stand:এটি প্রায় 1 ইঞ্চি প্রশস্ত চামড়ার একটি স্ট্রিপ, কলারটি যথাযথ এবং জ্যাকেটের শরীরের মধ্যে (আস্তরণের সাথে)।

:কাঁধ শরীরের বৃহত্তম এবং জটিলতম জয়েন্টগুলির মধ্যে একটি। একটি ঢালু কাঁধের ফিট পুরো চেহারা নষ্ট করতে পারে, তাই আমরা শার্টের এই অংশে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ দিই।

:আমরা যখন মার্কেট থেকে কোন পোশাক ক্রয় করি তখন আমরা পোশাকের গায়ে কিছু কাপড়ের টুকরো অ্যাটাচ করা দেখি, সেটা শুধু কাপড়ের টুকরো নয় এটা হচ্ছে একটা লেবেল, এর মধ্যে পোশাকের কোম্পানির নাম, আকার, সাইজ, ধৌতকরণ পদ্ধতি, পোশাকের ধরন ইত্যাদি লিপিবদ্ধ করা থাকে।

28/12/2023

পোশাক সিলেকশন করতে আপনারা কিছু টেকনিক ব্যবহার করতে পারেন:

1. ওয়েদার অনুযাই পোশাক পরিধান করুন । যেমন: খুব গরমে কটনের পাতলা কাপড় পড়ুন, কাপড়ের রং লাইট কালার গুলো বেছে নিন।
2. পোশাকের ফিটনেস খুবই গুরুতবপূর্ণ। আপনি যে পোশাকটি পড়বেন, এটি শারীরিক গঠনের সাথে সঠিক ভাবে ফিট হতে হবে।
3. পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরার চেষ্টা করুন। আয়রন করা থাকলে আরো ভালো।
4. পোশাক সিলেকশন করতে আপনার মুড এবং পরিবেশ পরিস্থিতির অবস্থার দিকে খেয়াল রাখুন। যেমন: সমূদ্র স্নান করার সময় বীচ প্যান্ট পরিধান করুন, ১০০% polyester অথবা নাইলন কাপড় বেছে নিন।
5. পোশাক মানুষের রুচির পরিচয় দেয় বলে আমার ধারণা। আপনার পোশাক এবং পরিচ্ছদ আপনার আপনার ব্যক্তিত্ব বহন করে থাকে। যদিও আমার ব্যক্তিগত মতামত।

6. পোলো শার্ট তাদের বহুমুখিতা এবং আরামের জন্য মোটামুটি জনপ্রিয়। তারা আপনাকে একটি স্ট্যান্ডার্ড টি-শার্টের চেয়ে বেশি স্টাইল দেয়,

Photos from Desh Exclusive's post 27/12/2023

24/12/2023

আপনাদের জন্য প্রস্তুত হচ্ছে
Desh Exclusive এর বক্স

24/12/2023

Website order 10% discount
https://deshexclusive.com

Photos from Desh Exclusive's post 23/12/2023

চমৎকার ইউনিফর্ম পোশাক.
এমব্রয়ডারি করা পোলো শার্ট ইউনিফর্মের জন্য সেরা পোশাক পছন্দগুলির মধ্যে একটি। একটি ব্র্যান্ডেড পোলো আপনার ভাল ধারণা তৈরি করতে হবে। এই কারণেই অনেক ব্যবসা এটিকে ইউনিফর্ম পরিধান হিসাবে বেছে নেয়,

আরাম এবং পরিধানযোগ্যতা।
পোলো শার্ট আসলেই স্মার্ট, কিন্তু আপনাকে আরামের সাথে আপস করতে হবে না। একটি ইমেজ সচেতন ব্র্যান্ডের জন্য; আমরা বেছে নিতে পাতলা ফিট পোলোর একটি নির্বাচন আছে. যেখানে ফ্যাব্রিক পারফরম্যান্স গুরুত্বপূর্ণ - আমাদের কাছে পোলো শার্ট রয়েছে এবং উষ্ণতা বা স্থায়িত্বের জন্য ভারী ওজনের শৈলীও রয়েছে।

22/12/2023

পোলো টি শার্টের কিছু বৈশিষ্ঠ্য
পোলো টি শার্টের মূল আকৃতি সাধারণ টি শার্টের মত হলেও এদের মধ্যে বেশ কিছু উল্লেখ যোগ্য পার্থক্য রয়েছে।
১। পোলো শার্ট হলো এক ধরনের কলার বিশিষ্ট টি শার্ট যার বুকে শার্টের আকার অনুযায়ী ২ থেকে ৩ টি বোতাম ও প্ল্যাক্ট থাকে। কিন্তু সাধারণ টি শার্টে এমন কোনো ডিজাইন দেখা যায় না। আর কলার এর পরিবর্তে থাকে গোল গলা বা ভি কাট নেক।
২। সাধারণ টি শার্ট নিটেড বা উভেন কটন, পলিয়েস্টার, মিক্সড ফেব্রিক ইত্যাদি হতে পারে। তবে পোলো টি শার্ট তৈর হয় শুধু মাত্র নিটেড কটন ও লিলেন কাপড় দিয়ে।
৩। পোলো টি শার্টে অনেক সময় বাম দিকে ছোট পকেট বা নিজস্ব কোম্পানির লোগো দেখতে পাওয়া যায়। যা সাধারণ টি শার্টে থাকেনা।
৪। পোলো শার্টের সেলাই বা হেম কাজের রয়েছে নিজস্বতা। সেলাইগুলো মূলত বাম থেকে ডান দিকে হয় আর সাইডের কাটা অংশ গুলোর ক্ষেত্রে পেছনের অংশটি সামনের অংশের থেকে ৫ সেমি বেশি দীর্ঘ থাকে।
৫। পোলো শার্ট অতি নকশাবর্জিত, এক কালার বা প্লেইন সলিড রঙের হয়ে থাকে, যেখানে সাধারণ টি শার্টে বিভিন্ন ডিজাইন বা প্রিন্ট বেশ উল্লেখযোগ্য।
৬। ফ্যাশনের ক্ষেত্রে পোলো টি শার্ট বেশ মার্জিত, ক্লাসিক এবং ফরমাল লুক দেয়। তবে ক্যাজুয়াল লুক পাতে চাইলে আপনাকে পরতে হবে নরমাল টি শার্ট।
৭। পোল টি শার্টের সাথে খেলাধূলার একটা গভীর সম্পর্ক রয়েছে। নরমাল টি শার্ট গুলো ট্রেন্ড ফলো করার জন্যই বেশি মানানসই।
৮। কোনও অফিসিয়াল মিটিং এ আপনি যত সহজেই পোলো টি শার্ট পড়ে আপনার বসের সামনে বসতে পারবেন সাধারণ টি শার্ট পরে তা কখনই সম্ভব না।
৯। স্লিভের ডিজাইনেও পোলো টি শার্ট আর সাধারণ টি শার্টের মধ্যে পার্থক্য দেখা যায়। পোলো টি শার্টের স্লিভ হয় ছোট বড়জোড় কনুই পর্যন্ত, তবে অন্যান্য টি শার্টের ক্ষেত্রে এমন কোন সীমাবদ্ধতা নেই।
১০। পোলো টি শার্টের কাপড় হয় খুব ইলাস্টিক এবং স্ট্র্যাচেবল। সব দিক থেকে সমান পুরুত্ব বজায় থাকে।

Photos from Desh Exclusive's post 18/12/2023

ওয়েবসাইট থেকে অর্ডার করলে ১০% ডিসকাউন্ট
https://deshexclusive.com

17/12/2023

Congratulations ✌️🇧🇩🐅

16/12/2023

কেমন হবে যদি জিন্স প্যান্ট এবং পোলো- শার্ট একটি কম্ব অফারে পাওয়া যায়

10/12/2023

New Arrival

21/11/2023

20/11/2023

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#customerreview
পোশাক সিলেকশন করতে আপনারা কিছু টেকনিক ব্যবহার করতে পারেন:
@

Telephone

Address


Uttar Badda, Thana Road, Misri Tola, House 15, Muktijudda House
Dhaka
1212

Other Clothing (Brands) in Dhaka (show all)
North Bengal Silk North Bengal Silk
Dhaka

Rajshahi silk clothing Manufacturer, Wholesaler & Exporter

ARIYAN'S ARIYAN'S
RAK Tower, Jasim Uddin, Uttara
Dhaka, DHAKA-1230

For your valuable family, Ariyan's is the right choice for shopping ready made product.

Tanjim Tanjim
Bashundhara City, Lifestyle Store LEVEL#7, BLOCK#C, BASHUNDHARA CITY, 3 NO WEST TEJTURY BAZAR, DHAKA
Dhaka, 1205

Men's wear brand Tanjim offers an array of shirts, t-shirts, trousers, formal wear, denims, footwear and accessories.

RANG...........Fan Club RANG...........Fan Club
Dhaka

Bishwo Rang Leading Fashion Brand in Bangladesh www.bishworang.com Hot Line: 01819257768, 01730068063

Regency International/Shipment canceled Garments stocks Exporter. Regency International/Shipment canceled Garments stocks Exporter.
House-29 GF, Road-10/B, Sector-11, Uttara, Dhaka. Bangladesh
Dhaka, 1230

Known for quality goods & comitted services.

Export & import (Bangladesh) Export & import (Bangladesh)
UTTARA-DHAKA
Dhaka, 1230

Export & import Bangladesh is 24 hours open online platform. Let us know your requirements...

Shopnomela Shopnomela
, Baily Road, Dhaka
Dhaka, 1100

Our Contact Information: +8801987799633 ( what's app,viber ,imo) +8801714090297( BKash) Shopnomela, Shop No-06,Navana Baily Star, 9 No Baily Road,Dhaka-1100.

NASR NASR
Dhaka, 1230

A name of trust.

O2 O2
Level-2, House-76, Road-12, Block-E, Banani
Dhaka, 1213

From the last 19 years, 02 is known for launching its design with its unique collections.

Lilaboty Boutique Lilaboty Boutique
Plot#29, Road#13, Sector#11, Uttara
Dhaka, 1230

Original designer boutique based in Dhaka. Estd. 2010

Mansha Mansha
Takia Center, House: 39, Shonargaon Janapath Road, Sector: 07, Uttara
Dhaka, 1230

Official Page of Mansha

NFS NFS
Dhaka, 1216

Fashion is your inferiority, Style For Your Superiority