Jhongkar iT ঝংকার আইটি
Jhongkar IT has come a long way since its establishment in 2018.
From small beginnings as a provider of internet services now we have covered Dhaka, Mymensingh & Chottogram Division through Fiber@Home & Summit NTTN service.
শুভ নববর্ষ।
আসুন, পয়লা বৈশাখের আনন্দে মেতে উঠি সকলে।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন।
🌙 ** ঈদ মোবারক **
এই ঈদ আপনার হৃদয়ে আনন্দ এবং ভালোবাসা নিয়ে আসুক এবং আপনার সাফল্যের সমস্ত সুযোগ তৈরি হোক! ঈদ মোবারক সকলকে ।
Jhongkar iT গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করছি ,
আপনার রাউটারের ওয়াইফাই সিগন্যাল কত হলে, কেমন ইন্টারনেট স্পিড পাবেন। আপনি আপনার রাউটারটি একটু চেক করে নিয়েন কোন ওয়াইফাই সিগন্যাল আছে।
> - 50 dBm: ওয়াইফাই সিগন্যাল যখন -50 dBm থাকে, তখন তা খুব ভালো পাওয়ারফুল সিগন্যাল হিসেবে ধরা হয়। তখন ইন্টারনেট স্পিড খুব ভালো পাবেন।
-51 To-60 dBm: ওয়াইফাই সিগন্যাল যখন -51 To-60 dBm এর মধ্যে হয়, তখন ইন্টারনেট স্পিড মোটামুটি ভালো পাবেন।
-61 To-70 dBm: ওয়াইফাই সিগন্যাল যখন -61 To-70 dBm এর মধ্যে হয় তখন এটাকে দুর্বল সিগন্যাল হিসেবে ধরা হয়। তখন ইন্টারনেট স্পিড খুব খারাপ পাবেন।
< - 70 dBm: ওয়াইফাই সিগন্যাল যখন < - 70 dBm হয়, তখন এটাকে খুবই দুর্বল সিগন্যাল হিসেবে ধরা হয়। তখন ইন্টারনেট আর ব্যাবহার করতে পাবেন না।
ধন্যবাদান্তে Jhongkar iT ফ্যামিলি ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। বছরের ১২ টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে এই রমজান মাস। এ মাসের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। তাই আসুন আমরা রমজানের জন্য প্রস্তুতি নিই।
২১ শে ফেব্রুয়ারির গুরুত্ব: এই দিনটি আমাদের মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।
আপনার জন্য একটি নিরাপদ এবং সমৃদ্ধ নতুন বছর কামনা করছি! খুব ভালো কাটুক আপনার আগামী দিনগুলি।
হ্যাপি নিউ ইয়ার ২০২৪...
"Jhongkar iT" পরিবার
স্মুথ ইন্টারনেট কানেকশন পেতে রাউটারের প্লেসমেন্ট অত্যন্ত জরুরী, আসুন জেনে রাখি আপনার রাউটার বাসার কোথায় এবং কীভাবে রাখা উচিৎ।
রাউটার প্লেসমেন্টঃ
রাউটার সবসময় এমন স্থানে রাখবেন যাতে সেটি আপনার বাসার ঠিক মাঝে এবং মোটামুটি উপরে থাকে। আশেপাশে ইলেক্ট্রো ম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স না থাকা ভালো (যেমনঃ ওভেন, ফ্রিজ ইত্যাদি) এতে বাসায় কভারেজ ভালো থাকবে।
বছর ঘুরে আবার এসেছে বাঙালির অহংকার বিজয়ের মাস ডিসেম্বর। হাজার বছরের ইতিহাসে বাঙালি তার আত্মপরিচয়, স্বাধীনতা ও স্বাধীন পতাকা পেয়েছিল যে মাসে, তার নাম ডিসেম্বর।
কম বেশি আমরা সবাই একটা সমস্যা প্রতিনিয়ত ফেস করি; আর তা হলো রাউটারের নেট ছেড়ে দেওয়া‼
অনেক সময় দেখাযায় 10-15Mbps ইন্টারনেট কানেকশনেও জুম মিটিং ডিসকানেক্টেড বা সম্পূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে, বাসার অন্যরাও একই নেটওয়ার্ক ব্যবহার করে একই সময়ে হয়তো HD বা 4k মুভি স্ট্রিম করতেছে এবং অনলাইনে গেম খেলতেছে। ঠিক এর বিপরীতটাও হতে পারে। মুভি স্ট্রিমিং ব্যাহত হতে পারে.. আপনার গেমের বারোটা বেজে যেতে পরে। একেই বলা হয় ব্যান্ডউইথের স্বল্পতা !
✅ কিভাবে এর সমাধান করবেন ?
এই সমস্যার পসিবল সমাধান হচ্ছে আপনাদের বাসার প্রত্যেকটা ডিভাইসের কার কি কাজ সেই অনুসারে টোটাল ব্যান্ডউইথটা ক্যালকুলেশন করে নেওয়া এবং আইএসপির কাছ থেকে সেই পরিমাণ ব্যান্ডউইথ এর সংযোগ নেওয়া।
এছাড়াও রাউটার Wireless Issue আছে কিনা তা চেক করিয়ে নেওয়া।
✅ এমনই সব সমস্যার সমাধান এবং ২৪/৭ অনলাইন সাপোর্টের মাধ্যমে দ্রুতগতি ইন্টারনেট সেবা নিয়ে আমরা আছি আপনার পাশে।
✅
অথবা আমাদের কল করুন:👉📲
☎ 01751136912
☎ 01611364606
Jhongkar iT ঝংকার আইটি, ময়মনসিংহ
ফেসবুকে অনিচ্ছাকৃত ন''গ্ন ছবি এবং স্পর্শকাতর বিষয় বস্তু হঠাৎ চলে আসে। সেইসব না দেখার জন্য সেটিংস টা করে রাখতে পারেন। আপনার ভালো কাজের ভারসাম্য রক্ষা করুন। 😊
https://www.youtube.com/watch?v=0O5uERly9BE
যে কারণে ইন্টারনেটে ধীরগতি | Internet Slow | Bandwidth Limited | BTRC | Kalbela ...
আলহামদুলিল্লাহ !
BSCCL এর ২য় দিনের মেইনটেনেন্স এর কাজ সফল ভাবে সম্পর্ন্ন হয়েছে।
আজ থেকে ইন্টারনেট রিলেটেড সমস্যা গুলোর সমাধান দ্রুত পাওয়া যাবে ইনশাআল্লাহ।
BSCCL এর ১ম দিনের পরিকল্পিত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে!!
ইন্টারনেট স্বাভাবিক পেতে আমাদের একটু কষ্ট করতেই হচ্ছে ...
https://www.youtube.com/watch?v=YtChcD8Zi0w
'৪০ লাখের বেশি ব্রডব্যান্ড সংযোগ ব্যাহত' | Internet Slow | Mohakhali Fire | Ekhon TV #এখনটিভি িভি #...
ঢাকা খাজা টাওয়ারে আগুন লাগছে তাই আমাদের কয়েকটা upstream down! সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
https://www.youtube.com/watch?v=uiz4pOqCj0A
Archer C54 নিবেন নাকি Archer C24? TP-Link Archer C54 vs Archer C24 Comparison| Best Dual Band Router TP-Link Archer C54 vs TP-Link Archer C24 ComparisonTP-Link Store: https://click.daraz.com.bd/e/_6RuhqTP-Link Archer C24 AC750 Dual-Band Wi-Fi RouterHigh-Spee...
প্রায় সময় User রা কমপ্লেইন দেই আমার লাইন স্লো...সমাধান কি?
এর মধ্যে কারণ হতে পারে:
1. আপনার ওয়াই ফাই খারাপ জায়গায় রাখা:
ওয়াই ফাই রাউটারটিকে খোলা জায়গায় রাখার চেষ্টা করুন। দেখবেন এতে ইন্টারনেটের স্পিড বেড়ে গেছে।
2. উইন্ডোজ আপডেট :
আমরা বাসা বাড়িতে Wifi LAN Port থেকে or wifi এর মাধ্যমে ল্যাপটপ use করি..এর ব্যাক এন্ড্ এ উইন্ডোজ আপডেট হচ্ছে কিনা চেক করা ।
3.ফুল ইউসেজ অফ ব্যান্ডউইডথ:
আমরা আপস্ট্রিম থেকে 5Mbps এর প্যাকেজ নেয়ার পর wifi থেকে অনলি একজন ইউসার থাকার পর ও ফেইসবুক,ইউটুবে সমস্যা করে... সমাধান কি?
প্রথমে দেখতে হবে ওই ইউসার এর 5Mbpsপ্যাকেজ ফুল হচ্ছে কিনা তারপর দেখতে হবে ওই ইউসার এর অজান্তেই অন্য কেউ wifiব্যবহার করতেছে কিনা ।
4.আপনার রাউটারটি ভালো না হওয়ায়:
রাউটার ভালো মানের না হলে আপনার কানেকশন স্লো হতে পারে। একটু বেশি দামের এবং বেশি ওজনের রাউটার আসলে আপনাকে ভালো ইন্টারনেট স্পিড দিতে পারে।
রাউটার কেনার সময়ে এদিকে খেয়াল রাখুন।আমরা চেষ্টা করবো ভালো মানের রাউটার use করা ।
5.ডাটা লস: প্যাচ কার্ড,অনু ওর শর্ট ক্যাবল চেক করা লাগবে,ফাইবার পাওয়ার চেক দেয়া লাগবে ।
6.ওয়েবসাইট ঘুরে(Slow):
প্রথমে দেখতে হবে মোবাইল ডাটা দিয়ে ওয়েবসাইট এ ঢুকা যাচ্ছে কিনা তারপর
পিসি থেকে পিং দিয়ে দেখতে হবে পিং কোটো পাওয়া যায় ।
7. ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম সমস্যা করছে:
গেমস বা ভিডিও আছে এমন প্রোগ্রামগুলো নেটওয়ার্কের ওপর প্রভাব ফেলতে পারে ও ইন্টারনেট স্লো করে দিতে পারে। অনেকেই এসব প্রোগ্রাম চালিয়ে আবার বন্ধ করতে ভুলে যান। এ কারণেও ইন্টারনেট স্লো হয়ে যায়।
8. ডিভাইস হ্যাং:
Wifi রাউটার এ ভিতরে Memory এন্ড core থাকে, এমতা অবস্থায় রাউটার এর কংকাররেন্স রিসোর্স বেড়ে গেলে wifi রাউটার গরম হয়েযায়..বেশি ডিভাইস এক সঙ্গে যুক্ত থাকলে এমনটা হয় ।
যার ফলে রাউটার ভালো পারফর্ম করতে পারেনা--সমাধান হলো wifi রাউটার টি কে ৫মিন্ট এর জন্য অফ রাখা ।
9. অন্যান্য যন্ত্র সমস্যা করছে:
কিছু ইলেকট্রনিক ডিভাইস যেমন রেডিও, টিভি, মনিটর ওয়াই ফাই সিগন্যাল খারাপ করতে পারে। আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে এগুলো দূরে সরিয়ে দেখুন ইন্টারনেটের সমস্যাটি ঠিক হয় কিনা।
https://m.facebook.com/story.php?story_fbid=691212886384675&id=100064879086507&mibextid=CDWPTG
ওয়াই-ফাই স্পিড নিয়ে চিন্তিত? চলুন দেখে নেওয়া যাক কীভাবে রাউটারের গতি বাড়ানো যেতে পারে তার কয়েকটি দুর্দান্ত টিপস।
নতুন বা ব্যবহৃত রাউটার কিনতে ভিজিট করুনঃ https://tinyurl.com/ycmnu25u
ঈদের ছুটিতে বৃষ্টির কারনে বাহিরে যেতে পারছেন না। ঈদের আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে, সমাধান "ঝংকার" ইন্টারনেট এ !!!
ঈদের সকল নতুন নাটক দেখুন একটি
প্লে লিষ্টেঃ https://shorturl.at/fNQV0
"ঝংকার" ইন্টারনেট এ কানেক্ট থেকে ঈদ আনন্দ হোক বাধাহীন।
প্রিয় গ্রাহক,
প্রচণ্ড গরমে আমাদের অনেক গ্রাহকদের রাউটার হ্যাং এবং হ্যাং জনিত কারণে কানেকশন স্লো, পিং লস ইত্যাদি ধরণের সমস্যা সম্মুক্ষীন হচ্ছেন। সঙ্গত কারণেই সকল গ্রাহকের বাসায় আমাদের সাপোর্ট টিম পাঠানো সম্ভব হচ্ছেনা। আপনাদের নিকট আহব্বান করছি যাদের এইধরনের সমস্যা হচ্ছে তারা দিনে অন্তত এক-দুইবার রাউটার ও অনু ডিভাইস ১-৩ মিনিট পওয়ার অফ রেখে অন করবেন। আশা করি সেলফ সাপোর্ট নেওয়ার মাধ্যমে এই সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ।
Jhongkar iT
সর্বোচ্চ গতি, নিরবিচ্ছিন্ন সংযোগ ও সুলভ মূল্যের ইন্টারনেট প্যাকেজ নিয়ে –
"ঝংকার ইন্টারনেট " রয়েছে আপনার কানেক্ট হওয়ার অপেক্ষায়!
সার্বক্ষণিক সাপোর্ট ও বাধাহীন ইন্টারনেট সেবার মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যবহারের এক্সপেরিয়েন্স হবে আরও অসাধারণ !
হাই স্পিড অপটিক্যাল ফাইবার দিয়ে কানেকশন দেয়া হয়
GPON টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ (1GE) স্পিড নিশ্চয়তা
সর্বনিম্ন অনলাইন গেম পিং ও স্ট্যাবল কানেকশন
লাইভ টিভি এপস, মুভি সার্ভার, FTP সার্ভার
আজই কানেক্ট করুন, ঝংকার ইন্টারনেট !
বিস্তারিত জানতে ও সংযোগ নিতে কল করুনঃ
📷 ০১৭ ৫১ ১৩ ৬৯ ১২ / ০১৬ ১১ ৩৬ ৪৬ ০৬
📷 ০৯৬ ৩৯ ১৩ ৬৯ ১২
প্রিয় গ্রাহক সঠিক তথ্য জানতে ঝংকার আইটির অফিসিয়াল পেইজে লাইক দিন :
📷 https://www.facebook.com/jitmymensingh
📷 https://jhongkar.net
📷 [email protected]
📷 01751136912 (WhatsApp)
ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখবেন যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করেন, আপনার রাউটারে ব্রডব্যান্ড কানেকশন লাগিয়েছেন। তা আপনার রাউটার থেকে আপনার ডিভাইস মানে মোবাইল* ট্যাব* ল্যাপটপ* স্মার্ট টিভি যত ভালো Wifi সিগন্যাল পাইবেন তত ভাল ইন্টারনেট পাবেন। Wifi সিগন্যাল আপনার রাউটার থেকে আসে এটি ইন্টারনেট কোম্পানি থেকে আসে না। নিচের ছবি থেকে বিবেচনা করুন আপনি কি পাচ্ছেন। ভালো স্পীড পেতে ডুয়াল ব্যান্ড রাউটার ব্যবহার করুন।
ঈদের সকল নাটক দেখুন একই প্লে লিষ্টে।
এখানে ক্লিক করুনঃ https://shorturl.at/hmGO6
ঈদের নাটক চলুক বাফারহীন, ঝংকার
ইন্টারনেটে কানেক্ট থেকে প্রতিদিন !
বাফারিং -এর বাঁধন ছিড়ে,
আজই আসুন ঝংকার ইন্টারনেটে ফিরে !
ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
প্রিয় গ্রাহক,
প্রচণ্ড গরমে আমাদের অনেক গ্রাহকদের রাউটার হ্যাং এবং হ্যাং জনিত কারণে কানেকশন স্লো, পিং লস ইত্যাদি ধরণের সমস্যা সম্মুক্ষীন হচ্ছেন। সঙ্গত কারণেই সকল গ্রাহকের বাসায় আমাদের সাপোর্ট টিম পাঠানো সম্ভব হচ্ছেনা। আপনাদের নিকট আহব্বান করছি যাদের এইধরনের সমস্যা হচ্ছে তারা দিনে অন্তত এক-দুইবার রাউটার ও অনু ডিভাইস ১-৩ মিনিট পওয়ার অফ রেখে অন করবেন। আশা করি সেলফ সাপোর্ট নেওয়ার মাধ্যমে এই সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ।
Jhongkar iT
01751136912
নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর আনন্দময় ! এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ !!!
প্রিয় সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় ইন্টারনেট এখন প্রায় নিত্যপ্রয়োজনীয় সেবা। আপনার ইন্টারনেট বিল প্রতি মাসের ০৫ থেকে ১০ তারিখ সঠিক সময়ে নিজ দায়িত্বে পরিশোধ করুন। এখনো যারা চালতি মাসের ইন্টারনেট বিল পরিশোধ করেননি দয়া করে ২০/০৭/২০২২ইং তারিখের মধ্যে বিল পরিশোধ করুন, অন্যথায় আপনার ইন্টারনেট সংযোগ সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হবে। দয়া করে বিল বিকাশ/রকেট অথবা অফিসে এসে পরিশোধ করুন। JHONGKAR IT সাথে থাকার জন্য ধন্যবাদ ।
ইন্টারনেট সংক্রান্ত টেকনিক্যাল নলেজ লোডশেডিং হলে বা বিদ্যুৎ চলে গিয়ে আবার আসলে আপনার রাউটার (5 মিনিট OFF রেখে ) ON করে ইন্টারনেট ব্যবহার করুন। অনেক সময় অনেক রাউটারের নতুন করে রিকানেক্ট করার ক্ষমতা থাকে না বা হ্যাং করে ফেলে ওয়াইফাই শো করলেও ইন্টারনেট কোম্পানির সার্ভার এর সাথে কানেক্ট করতে পারেনা।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1212