Borkha Bari - বোরখা বাড়ি

Borkha Bari - বোরখা বাড়ি হচ্ছে আপনার পছন্দের রুচিশিল কোয়ালিটি সম্পন্ন নিত্য নতুন ডিজাইনের সমাহার

29/04/2024

Welcome to the less world 😆😆😆

27/03/2024
11/03/2024

"যুদ্ধ ছাড়া কোন জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ওই জাতির তরুণদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।"
----সালাউদ্দিন আইয়ুবী (রহঃ)

05/03/2024

আমরা যে আম্বানি আম্বানি করতেসি কতদিন ধরে, জাকার আজকে হালকা করে বুঝায় দিলো কার দাম বেশি।

03/03/2024

বেতন_কত ?
- - - - - - - - - - - - - -
আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে। ৩ কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে!
আমি বললাম, আপনার ভাইয়ের বেতন কত?
গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেলো।
দোস্তো বলিস না, এই শালা ট্রাফিক পুলিশ, শালারা দুই টাকারও ঘুষ খায়!
দোস্তো, তোদের ফ্লাটে কত খরচ পড়েছে?
-এই সব মিলে ৯৭ লাখ।
তোর বাবা তো ট্যাক্সে আছে, বেতন কত? চেহারা আবারও ছাই।
ওদিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলছে, কাবিন কিন্তু ৩০ লাখ টাকা হতে হবে। (বয়ফ্রেন্ড ২৮ হাজার টাকার বেতনের চাকুরি করে!) না হলে আমার প্রেস্টিজ পাংকচার! ফেবুতে পোস্ট দিয়েছে, "যে ছেলে যৌতুক চায়, তাদের না বলুন!"
এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে কলেজের টিচার, আরেকজন পিডাব্লিউতে চাকুরি করে। মেয়ের বাবা পরেরজনে মত দেয়ায় মেয়ে বলছে, " বাবা তোমার পছন্দ সেরা"!
এক আত্মীয়ের বাসায় গেলাম। সারা জীবন সততার বুলি আউড়িয়েছেন। মেয়ের জামাই চাকুরি করেন সিটি কর্পোরেশনে। খুব গর্ব করে বলছেন, তার মেয়ে ঘরের ফার্নিচার ৪/৫ বছর পরেই পাল্টায়। মেয়ে খুব সৌখিন। ৮০ লাখ টাকায় ফ্লাট কিনে আরও ৫০ লাখ টাকা খরচ করছে ইন্টেরিয়র কাজে!
জিজ্ঞেস করলাম, ভাইজান, জামাইয়ের বেতন কতো?
অফিসে বসে আছি। একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল। কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে।
-জিগ্যেস করলাম কোন পোস্ট?
ও বলল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। তার ভাই নাকি ৬/৭বছরে অনেক কিছু করেছে।
জিগ্যেস করলাম,তোমার ভাইয়ের বেতন কত?
আর কোন উত্তর নাই...।
আমরা এত নষ্ট হয়েছি, এত নষ্ট হয়েছি যে, আমাদের কোন লজ্জা নেই। ঘুষ আমার অধিকার, কিন্তু কন্ডাকটর ১৫ টাকার ভাড়া ১৫ টাকা চাইলেই, "এগুলা মানুষ না। এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারে না। মানুষের টাকা মেরে কিছুই করতে পারে না।" অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল, একটা বেসরকারি ব্যাংকে চাকুরির জন্য ৯ লাখ আর ১০ লাখের ঘুষের আলাপ!!
কন্ডাকটর গলা কাটছে। গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও। শিক্ষিতদের গলাকাটা বড় নির্মম, দেশটাকে এফোঁড় ওফোঁড় করে দেয়।
কন্ডাকটররা একটা নিদারুণ সত্যি কথা বলে,
"আফনেরা যে কলমের খোচায় কুটি কুটি টাকা মাইরা খান, হেই হিসাব তো আমরা নেই না!"
কথা সত্যি এবং নিদারুণ সত্যি।
কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও কালি দিচ্ছে, আটকাচ্ছে।
সেই অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেলো এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা। বিভিন্ন ঔষধ কোম্পানির দালালদের কথা, যারা অতি উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের পেছনে রাষ্ট্রের কোটি টাকা খরচ হয়। মেয়াদউত্তীর্ণ ঔষধ, আইসিইউতে রেখে গলা কাটার সেই সব অমানুষদের কথা।
মানুষ হয়তো আছে। সংখ্যাটা কম।
মেয়ের বিয়ে ঠিক হয়েছে।
তা কোথায় হলো, ছেলে কী করে?
যদি ঘুষের ডিপার্টমেন্টের হয়,
দেখবেন মেয়ের বাবা মা, ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে!!
অথচ এই যে অরাজকতা, এই যে ভেজাল জিনিস, এই যে উচ্চমূল্য, এই যে গলাকাটা সেবা, এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া, এই যে পরীক্ষায় ভালো করলেও চাকুরি না হওয়া, এই সবের মূলে তো ওই যে যেখান থেকে বিয়ের প্রস্তাব এলে জিহবা চকচক করে, চেহারায় (নোংরা) খুশির ঢেউ উঠে, সেই দুর্নীতিবাজ শুয়োরদের কারণে।
বিখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন, "শুয়োরের বাচ্চাদের অর্থনীতি"! এই শুয়োরের বাচ্চারা কারা?
এই লেখা পড়ে পরে যাদের চেহারায় চপেটাঘাত পড়বে, ছাই হয়ে যাবে, তারা৷"

Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 01/03/2024

গত রাতে ঢাকায় বেলিরোডের অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই ৪৫ জন জলজ্যান্ত মানুষ আগুনে পুড়ে শেষ! 🥺🥺
এমন বিপদ থেকে আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে রক্ষা করুন। হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তা'আলা আমাদেরকে হেফাজত করুন! আমিন।
যারা প্রাণ হারিয়েছেন, তাদেরকে আল্লাহ তা'আলা মাফ করুন। আমিন।

28/01/2024

মাগরিবের নামাজ চলাকালীন সামনের কারো ফোনে "হিন্দি/তেলেগু"টাইপের কোনো গান বেজে উঠলো।খুবই ডিস্টার্বিং এবং ইমাম সাহেবের তিলাওয়াতে সমস্যা হচ্ছিলো কিন্তু উনার রিং টোন বন্ধ করতেছেন না।কিছুক্ষন যাওয়ার পর হুট করে ফোন বন্ধ হওয়ার শব্দ শুনলাম।

নামাজ শেষে যা এক্সপেক্ট করতেছিলাম তাই...পুরো বৃদ্ধ আঙ্কেল সমাজ একযোগে ঝাপিয়ে পড়লো।উকি মেরে দেখলাম ১৮-২০ বছর বয়সী এক ছেলে।গায়ে গেঞ্জি,প্যান্ট খাচানো,হাতে ব্যাজ টাইপ কিছু একটা।একেবারে কাচুমাচু হয়ে আছে,দুয়া করার ভানে কিছুই শুনতেছে না মনে হচ্ছে।চেহারা দেখে অবশ্য বোঝা যাচ্ছে বেচারা বড্ড লজ্জা পাইছে,উপরের দিকে তাকাইতেও পারতেছে না।

ইমাম সাহেব দোয়া শেষ করলেন,মাইকটা নিলেন

"যদিও আমি নামাজের পর কিছু বলি না তবে এখন কিছু বলা জরুরী মনে করছি।কেউ যদি অনিচ্ছা ও অসতর্ক হয়ে কোনো ভুল করে ফেলে এবং এর দরুন লজ্জিত হয় তাকে কোনোভাবেই ভৎসর্না করা উচিত না।কারন সে লজ্জিত হয়েছে মানে সে ভুল সংশোধনের মেন্টালিটি রাখে।

কিন্তু এরপরও যদি কেউ মেজাজ দেখাতে গিয়ে পাব্লিক শেমিং করে,অপমান করে সমূহ সম্ভাবনা আছে এ ছেলেটা কামব্যাক করার শেষ আগ্রহটুকুও হারিয়ে ফেলবে।এই বয়সী একটা ছেলের লজ্জাবোধ আছে মানে তার শ্রেষ্ঠ সম্ভাবনাটাই জীবিত আছে।আমরা গলা টিপে তাকে হত্যা না করি।

যখন তার বয়সী আর দশটা ছেলেরা নামাজের সময়ে বাইরে ঘুরতেছে সে যে এই বৃদ্ধদের কাতারে নামাজের জন্য এসে দাড়িয়েছে এটা কি প্রমান করে না সে আল্লাহর কাছে অনেক প্রিয়!!!!!! "

ইমাম সাহেব ছেলেটাকে ঈশারায় ডাকলেন।দুইজনের মধ্যে কি জানি কথা হলো।দূর থেকে দেখলাম ছেলেটা ফিক করে হেসে দিয়েছে।

After ages I see a great Imam who remind me the prophetic time.How he had given tarbiyah his sahaba! 💓
Collected

27/01/2024

আমি নিজে প্রোপারলি পর্দা করতে না পারলেও, মাহরাম- নন মাহরাম ম্যান্টেইন করতে না পারলেও কখনো পাবলিক প্ল্যাটফর্মে এসে এটা বলবো না যে নিকাব না করলেও হবে, মাহরাম ম্যান্টেইন না করলেও হবে।
প্রেমের ক্ষেত্রে যেখানে আল্লাহ স্পষ্টত কুরআনে বলে দিয়েছেন বিয়ের আগের যেকোনো সম্পর্কই যিনাহ্'র অন্তর্ভুক্ত, আমি কখনোই "everything is fair in love and war" দিয়ে সেটাকে জাস্টিফাই করবো না। এমনকি যদি আমি নিজেই সেই গুনাহে লিপ্ত থাকি তারপরেও না৷
আমি যখন আল্লাহ'র অবাধ্য হই আল্লাহ আমাকে ক্ষমা করার আশা থাকে, কিন্তু আমি যখন আল্লাহকে অস্বীকার করি সেখানে ক্ষমা পাওয়ার আশা খুবই ক্ষীণ।

Please, remember that being a Muslim means changing yourself, not changing Islam.

আপনি নিজেকে মুসলিম দাবী করছেন ঠিকই কিন্তু ইসলামের কিছুই আপনার কাছে ভালো ঠেকে না। আপনি ইসলামকে কাস্টমাইজ করতে চান। আপনি বলতে চান ইসলামের এই জিনিসটা যদি এমন না হয়ে তেমন হতো তাহলে আপনি ইসলামকে এপ্রুভ করতেন। যেখানে ইসলামের আপনাকে দরকার নেই, আপনারই ইসলামকে দরকার।
ব্যক্তিজীবনে আপনি ইসলামকে ধারণ না করতেই পারেন, কিন্তু পাবলিকলি যখন আপনি ইসলামকে কটাক্ষ করে একের পর এক পোস্ট করতেই থাকেন তখন আপনার থেকে সরে আসা আমার জন্যে ঈমানি দায়িত্ব হয়ে যায়।

আমি আপনাকে কাট অফ করছিনা। আপনার কাছ থেকে নিজেকে বাঁচাচ্ছি জাস্ট।
জীবনের অর্ধেক পার করে এসে আমি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাকে চিনেছি।
Anything that costs me my relationship with Allah, is too expensive for me :')

Collected from -Shamsun Nahar Priya

Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 25/01/2024

স্টুডেন্ট আপুদের জন্য দারুন সুখবর 🧑‍🏫🧑‍🏫
মাত্র ৯৯৯ টাকায় পাচ্ছেন অসম্ভব সুন্দর এই বোরখা কালেকশন।
তাও আবার অরিজিনাল দুবাই চেরি কাপড়।
শীতে আরাম দায়ক সুন্দর সুন্দর বোরখা গুলো পাচ্ছেন শুধুমাত্র বোরখা বাড়িতে। (হিজাব এর দাম আলাদা)
আমাদের নিজস্ব ফ্যাক্টরি তে তৈরি। তাই আমরা দিতে পাড়ছি-
১) উন্নত মানের অরিজিনাল চেরি ফেব্রিকস
২) আকর্ষণীয় ডিজাইন
৩) উন্নত মানের সেলাই কোয়ালিটি
এবং সেই সাথে কম দাম তো থাকছে।
বোরখার সাইজ-
লং ৫০,৫২,৫৪,৫৬
বডি (৩৬-৪৬)
বি:দ্র: লাইটিং এবং ডিভাইসের ভিন্নতার কারণে প্রডাক্টস এর কালার ১০% লাইট ডিপ হতে পারে। তবে অরিজিনাল কালার সেইম থাকবে।
#বোরখা

Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 28/08/2023

#স্টোন পাতা আবায়া
#ডুবাই চেরি কাপড়
পাথরের কাজ করা
#হিজাবসহ ফুলসেট
#সাইজ-৫২,৫৪,৫৬
Inbox for Order

Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 28/08/2023

#রানী গাউন -৩বোরকা
#ডুবাই চেরি কাপড়
#লং ৫২,৫৪,৫৬
#বডি-৩৬-৪৬
Inbox for order,,

Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 23/08/2023

Kohinoor borkha
Long 52/54/56
Body 44
Fabrics: original Dubai Cheri
অন্যদের মত মিক্সড ফেব্রিকস দেই না ।
Order for inbox

Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 18/08/2023

এই হচ্ছে অগ্রিম ছাড়া অর্ডার দেয়ার ফল। সকালে অর্ডার করলে।রাতে ক্যানসেল । রাতে করলে সকালে কেনসেল । অথচ আমরা ততক্ষণে প্রোডাক্ট পাঠিয়ে দেই। কি কারণে অগ্রিম ছাড়া পাঠাতে চাই না তাতো দেখলেন।

12/08/2023

আসসালামু আলাইকুম।
ডেলিভারি কোম্পানি ডেলিভারি চার্জ কাটে ১৩০-১৫০ টাকা। আর আমরা সে ক্ষেত্রে আপনাদের থেকে নিচ্ছি মাত্র ১১০ টাকা । আমাদের নিজের থেকে ৪০ টাকা লস দিতে হচ্ছে শুধুমাত্র আপনাদের বিশ্বাস অর্জনের জন্য। তারপরও আপনারা চার্জ দিতে চাচ্ছেন না , এই টাকা ডেলিভারি কোম্পানি আমাদের থেকে প্রডাক্টস নেয়ার সময় কেটে নেয়। তাই আমরাও অগ্রিম নিচ্ছি। ডেলিভারি চার্জ ছাড়া প্রডাক্টস পাঠালে প্রচুর ফেইক অর্ডার আসে। এতে আমরা অনেক লস এর সম্মুখিন হই। তাই দয়া করে ঢাকার বাইরে কেউ ডেলিভারি চার্জ ছাড়া প্রডাক্টস পাঠানোর জন্য অনুরোধ করবেন না ।

Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 10/08/2023

হিজাবী আপুদের জন্য সুখবর।
Borkha Bari - বোরখা বাড়ি নিয়ে এসেছে অসাধারন সব কালেকশন আকর্ষণীয় দামে।
👉 ২টা নিলে ঢাকা শহরে ডেলিভারি চার্জ ফ্রি--
👉 ৩টা নিলে সাড়া বাংলাদেশে চার্জ ফ্রি--
▶️হাজারের অধিক কাস্টমারের আস্থার প্রতিদান হিসেবে "বোরখা বাড়ি " আপনাদের জন্য নিয়ে আসল কোয়ালিটি সম্পন্ন এই পোস্ট এর সমস্ত প্রডাক্টস অবিশ্বাস্য কম দামে।
➡️ নিজেদের ফ্যাক্টরিতে খুবই নিখুঁত ভাবে অভিজ্ঞতা সম্পন্ন কারিগর দিয়ে এই ডিজাইন গুলো তৈরি করা হয়ে থাকে। তাই আমাদের বোরখাঃ-
👉 Export quality material
👉Premium Stitching
👉 Summer friendly
👉Super Comfortable and
👉Non transparent
➡️সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ।
➡️ তাই দেরি না করে এখনই ছবি সহ ইনবক্স করুন।
🌹🌹 সততাই ব্যবসার মূলধন।🌹🌹
তাই সৎ থেকে কম মুনাফায় অধিক কাস্টমারের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। তাই কোয়ালিটি সম্পন্ন প্রডাক্ট নিতে অবশ্যই আমাদের নক করবেন ।
বিঃদ্রঃ ডিভাইস এবং লাইটিং কন্ডিশনের ভিন্নতার কারণে প্রডাক্টস এর কালার ১০% লাইট ডিপ হতে পারে। এবং শুধু মাত্র এই পোস্টের বোরখা গুলোই এই অফারের আওতাভুক্ত।

29/07/2023

আপনারা পিক দেয়া ছাড়া দয়া করে দাম জিজ্ঞাসা করবেন না

28/07/2023

কোন এক নদীর ঘাটে অচেনা আমি😆😆

Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 28/07/2023

❤️নামঃ মহুয়া বোরকা ৫
👉লং : ৫০/৫২/৫৪/৫৬
👉বডি : ফ্রী সাইজ
👉রেডি হিজাব, নিকাব, বোরকা ৩ পার্ট
👉ফেব্রিক্স : দুবাই চেরি

Inbox for Order...

Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 28/07/2023
Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 24/07/2023

Our New collections.. plz inbox us for more details

Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 13/07/2023

পর্দা সৌন্দর্য্যের প্রতীক ।
আপনার সোনামনিকে ছোট থেকে পর্দা করায় অভ্যাস করুন।
আমাদের কাছে পাচ্ছেন ছোট্ট মনিদের জন্য অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের বোরকা।
অরিজিনাল দুবাই চেরি কাপড়ের তৈরি। তাই ব্যবহার করতে খুবই আরাম উপভোগ করবে।
৩-১২ বছর বয়সের বাচ্চাদের জন্য এ বোরখা গুলো পাচ্ছেন অত্যন্ত কম দামে।

অর্ডার করতে আপনার পছন্দের বোরখার স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেজ করুন।
বিঃদ্রঃ ডিভাইস ও লাইটিং এর ভিন্নতার কারণে কালার ১০% লাইট ডিপ হতে পারে।

Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 19/06/2023

👉আলাদা বোরকা+আলাদা লং আবায়া / ক্যাপ + আলাদা ৩ পার্ট হুডি নেকাব + হুডি নেকাবের সাথে এডজাস্ট ওরনা সিস্টেম করা আছে। যাতে গলা না দেখা যায়। ফুল সেট থাকবে। (আলাদা আলাদা পড়া যাবে)
ফেব্রিক্সঃ দুবাই চেরী কাপড়।
👉 লং : ৫০/৫২/৫৪/৫৬

19/06/2023

"বাসেই যখন হঠাৎ বিয়ে"!!

সত্যি অসাধারণ খবর..শুনে এত ভাল লাগছে😍

সন্ধ্যা ৬টায় হানিফ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দ্যেশ্যে কিছু যাত্রী নিয়ে টেকনাফ থেকে রওনা দেয়।
দমদমিয়া-সেন্টমার্টিন ঘাট থেকে অনেক যাত্রী উঠে।
হ্নীলা,হোয়াইকং,উখিয়া এর পর লিঙ্ক রোড,চকরিয়া,চট্টগ্রাম থেকে অনেক যাত্রী উঠানামা করে।
রাত ১টা।
চট্টগ্রাম শহর ছাড়িয়ে হু হু করে বাস এগিয়ে চলেছে ঢাকার দিকে।
সদ্য বানানো মসৃণ রাস্তা। বেশির ভাগ যাত্রী সিটে বসে ঢুলছে। সামনের সিটে এক বৃদ্ধ তাঁর মেয়েকে নিয়ে বসেছেন। অভিজাত জামাকাপড় পরে আছেন তাঁরা।

হঠাৎ উঠে দাঁড়িয়ে অন্য সব যাত্রীর দিকে মুখ করে বলতে শুরু করলেন তিনি —
‘প্রিয় যাত্রী মহোদয়, আমার পোশাক-আশাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ভিখারি নই। প্রভু আমাকে অনেক দিয়েছেন, কিন্তু কেড়ে নিয়েছেন আমার স্ত্রী সাবিহাকে। বিধির বিধান কে খণ্ডাতে পেরেছে, বলুন?
কিছুদিন আগে আমার ফ্যাক্টরিতে আগুন ধরে সব ছারখার হয়ে যায়। এর কিছু দিনের মধ্যে আমার এক্সপোর্ট-ইম্পোর্টের ব্যবসাও লাটে ওঠে। হঠাৎ করে এতটা ক্ষতি আমি সইতে পারিনি। তাই হয়তো কিছুদিন পরই আমার হার্ট অ্যাটাক করে। যেসব আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব আগে আমার কাছে এসে বসে থাকত, তারা আমার এই দুর্দিনে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। আমি দিন দিন হতাশ হয়ে পড়ি। শরীরও খারাপ হতে থাকে। একসময় ডাক্তার জানায়, আমার জীবনে খুব বেশি দিন অবশিষ্ট নেই। যেকোনো সময় ডাক এসে যেতে পারে। আমার এই যুবতী মেয়ে মিথিলা। দেখতেই পাচ্ছেন আপনারা। সে বেশ সুন্দরী। আমার অবর্তমানে এই মেয়ে নিষ্ঠুর পৃথিবীর বুকে একলা থাকলে তার কী যে দুর্দশা হবে, সে কথা ভেবেই আমি শিউরে উঠি!’ এই কথা কয়েকটি বলতে বলতেই বৃদ্ধের হেঁচকি ওঠা শুরু হয়। মেয়ে মিথিলা বাবাকে ধরে আবার সিটে বসিয়ে দেয়।

এমন সময় বাসের পেছনের সিটে বসা এক ভদ্রলোক দাঁড়িয়ে পড়েন এবং বাসে বসে থাকা লোকদের সম্বোধন করে বলা শুরু করেন -
ভদ্র মহোদয়গণ, আমি পেশায় ব্যবসায়ী। আমার দুই ছেলে। বড় ছেলে ডাক্তার, বিবাহিত। এই আমার ছোট ছেলে। দুই বছর হলো ইঞ্জিনিয়ারিং পাস করে একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করছে। আমি এর বিয়ের জন্য পাত্রী খুঁজছি। প্রভুর অশেষ দয়া, আমি এই বাসে এক সুন্দরী সুশীলা পাত্রীর দেখা পেলাম। আমি ওই বৃদ্ধকে অনুরোধ করছি, তিনি যদি আমার ছোট ছেলেকে উপযুক্ত মনে করেন, তবে আমি তাঁর মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে রাজি আছি। আপনাদের সবার সামনে শপথ করছি, ওনার মেয়ে আমার বাড়িতে আমার পুত্রবধূ নয়, মেয়ে হয়েই থাকবে।’এ পর্যায়ে সুপুরুষ ছোট ছেলে নিজের সিট ছেড়ে দাঁড়িয়ে বলে উঠল, ‘মেয়ে আমার পছন্দ হয়েছে। আমি বিয়েতে রাজি।’

এক অনাবিল মুহূর্তের সাক্ষী হতে পেরে সবার ঘুম গেছে ছুটে! বাসের অন্য যাত্রীরা হাততালি দিয়ে এই সম্বন্ধকে স্বীকৃতি জানাল। এরই মধ্যে

নাটকীয়ভাবে এক লোক দাঁড়িয়ে বললেন -আপনাদের সবাইকে অনেক অভিনন্দন! বাসেই যদি এই বিয়ের কার্যক্রম হয়ে যায়, তাহলে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। আমি পেশায় কাজি। বিয়ে পড়াই। আমি এই বিয়েটা পড়াতে পারলে মনে করব জীবনের সবচেয়ে আকর্ষণীয় বিয়ে পড়াতে পারলাম।’

যাত্রীরা একসঙ্গে বলে উঠল, দারুণ! মারহাবা...সেই উত্সাহপূর্ণ হট্টগোলের মাঝে কাজি সাহেব বিয়ের কাজ শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে সব আচার-অনুষ্ঠান শেষ হয়ে গেল।

এ পর্যায়ে এক মধ্যবয়স্ক যাত্রী তাঁর সিটে দাঁড়িয়ে বললেন -‘অনেক দিন পর আমি আমার মেয়ে-জামাইয়ের বাড়িতে যাচ্ছি। নাতি-নাতনিরা মিষ্টি পছন্দ করে। তাদের জন্য পাঁচ কেজি রসগোল্লা নিয়েছি। কিন্তু এই আনন্দের মুহূর্তে এই মিষ্টির সদ্ব্যবহার এই বাসেই হোক। পাত্রী তো আমার কন্যাসম।’

বক্তব্য শেষ করে ভদ্রলোক কন্যার বাবার দিকে চেয়ে তাঁর অনুমতির অপেক্ষা করতে লাগলেন। মেয়ের বাবা ড্রাইভারের উদ্দেশে বলেন, ‘ড্রাইভার সাহেব, পাঁচ মিনিটের জন্য গাড়ি থামান দয়া করে। সবাই আগে মুখ মিষ্টি করুন। তারপর আমরা আবার যাত্রা শুরু করব ঢাকার দিকে।’
ঠিক আছে স্যার’ বলে ড্রাইভার বাস থামিয়ে দিলেন।

আনন্দে উদ্বেলিত মেয়ের বাবার নির্দেশে সেই মধ্যবয়সী ভদ্রলোক একে একে বাসযাত্রীদের মুখে রসগোল্লা পুরে দিলেন। ড্রাইভার আর কন্ডাক্টর যখন চোখ মেলে তাকাল, তখন ভোর ৫টা।

নববিবাহিত বর-বউ, দুই পিতা, কাজি আর মিষ্টি বিতরক বাদে বাসে সবাই আছে।
তবে হ্যাঁ, কারোরই মানিব্যাগ, হাতঘড়ি, গলার সোনার চেইন, হাতের ব্যাগ আর নেই।

Photos from Borkha Bari - বোরখা বাড়ি's post 18/06/2023

আপনি কি পার্টি স্টোন বোরখার দাম নিয়ে চিন্তিত ?
মাত্র ১৫৯৯ টাকায় আপনাদের দিচ্ছি হিজাবসহ গর্জিয়াস পার্টি স্টোন বোরখা। আমাদের এই স্টোন বোরখা প্রিমিয়ার চেরি ফেব্রিক্স দিয়ে তৈরি যার ফলে দুদিন পর কাপড়ের ববলিন উঠার চান্স একেবারেই নেই ।
প্রিমিয়াম চেরি হওয়ার ফলে গরমেও ব্যবহার করতে পারবেন আরামে।
নিজেদের ফ্যাক্টরিতে খুবই নিখুঁত ভাবে অভিজ্ঞতা সম্পন্ন কারিগর দিয়ে এই ডিজাইন গুলো তৈরি করে থাকি। তাই আমাদের বোরখাঃ-
Export quality material
Premium Stitching
Summer friendly
Super Comfortable and
Non transparent
সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ।
তাই দেরি না করে এখনই ছবি সহ ইনবক্স করুন। .
সততাই ব্যবসার মূলধন।
তাই সৎ থেকে কম মুনাফায় অধিক কাস্টমারের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। তাই কোয়ালিটি সম্পন্ন প্রডাক্ট নিতে অবশ্যই আমাদের নক করবেন । আর একটা কথা , এই দামে এই কোয়ালিটি প্রডাক্টস আপনারা আর কারো কাছে থেকেই পাবেন না ।
বিঃদ্রঃ ডিভাইস এবং লাইটিং কন্ডিশনের ভিন্নতার কারণে প্রডাক্টস এর কালার (১০-১৫)% লাইট/ডিপ হতে পারে।

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Welcome to the less world 😆😆😆
#eid #eidshopping #borka
#borkhacollection #borkha #borkacollection #borka
Inbox for order#borkhacollection #borkhafashion #modestfashion #borka
অফার পেতে এখনই মেসেজ করুন👍👍👍#borkhacollection #borka #borkhafashion #modestfashion
অফার পেতে এখনই মেসেজ করুন ।#borkacollection #borkafashion #borka
#borkacollection #babies #babygirlfashion
#borkhacollection #borkhabari Imbox for aordee
Order For Details ,,, #borkhabari#borka#borkacollection#newcollection

Website

Address


Alom Tower, Kholamora Road, Kamrangir Char
Dhaka
১২১৩

Other Clothing (Brands) in Dhaka (show all)
North Bengal Silk North Bengal Silk
Dhaka

Rajshahi silk clothing Manufacturer, Wholesaler & Exporter

ARIYAN'S ARIYAN'S
RAK Tower, Jasim Uddin, Uttara
Dhaka, DHAKA-1230

For your valuable family, Ariyan's is the right choice for shopping ready made product.

Tanjim Tanjim
Bashundhara City, Lifestyle Store LEVEL#7, BLOCK#C, BASHUNDHARA CITY, 3 NO WEST TEJTURY BAZAR, DHAKA
Dhaka, 1205

Men's wear brand Tanjim offers an array of shirts, t-shirts, trousers, formal wear, denims, footwear and accessories.

RANG...........Fan Club RANG...........Fan Club
Dhaka

Bishwo Rang Leading Fashion Brand in Bangladesh www.bishworang.com Hot Line: 01819257768, 01730068063

Regency International/Shipment canceled Garments stocks Exporter. Regency International/Shipment canceled Garments stocks Exporter.
House-29 GF, Road-10/B, Sector-11, Uttara, Dhaka. Bangladesh
Dhaka, 1230

Known for quality goods & comitted services.

Export & import (Bangladesh) Export & import (Bangladesh)
UTTARA-DHAKA
Dhaka, 1230

Export & import Bangladesh is 24 hours open online platform. Let us know your requirements...

Shopnomela Shopnomela
, Baily Road, Dhaka
Dhaka, 1100

Our Contact Information: +8801987799633 ( what's app,viber ,imo) +8801714090297( BKash) Shopnomela, Shop No-06,Navana Baily Star, 9 No Baily Road,Dhaka-1100.

NASR NASR
Dhaka, 1230

A name of trust.

O2 O2
Level-2, House-76, Road-12, Block-E, Banani
Dhaka, 1213

From the last 19 years, 02 is known for launching its design with its unique collections.

Lilaboty Boutique Lilaboty Boutique
Plot#29, Road#13, Sector#11, Uttara
Dhaka, 1230

Original designer boutique based in Dhaka. Estd. 2010

Mansha Mansha
Takia Center, House: 39, Shonargaon Janapath Road, Sector: 07, Uttara
Dhaka, 1230

Official Page of Mansha

NFS NFS
Dhaka, 1216

Fashion is your inferiority, Style For Your Superiority