নীলক্ষেত বই বিপণি - Nilkhet Boi Biponi

নীলক্ষেত বই বিপণি থেকে যেকোনো দেশ-বিদ?

12/09/2024

যুক্তরাষ্ট্রের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ পড়লো😱😱

22/08/2021

এ বছরের #এসএসসি ও #এইচএসসি সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টে নকল ঠেকানোর উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট নকল করছে কি না বা নিজ হাতে অ্যাসাইনমেন্ট করে জমা দিচ্ছে কি না, তা মনিটরিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

15/08/2021

'আগে বিশ্ববিদ্যালয় খুলতে পারে, মাধ্যমিক ধাপে ধাপে'

-দীপু মনি

15/08/2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল!

১৮ আগস্ট পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।

30/07/2021

#শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল!

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান, ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

30/07/2021

#খুলনা_বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু ১২ সেপ্টেম্বর...

30/07/2021

#এসএসসি_এইচএসসি ফলে স্নাতকে ভর্তি, আবেদন শুরু

অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।

30/05/2021

সমন্বিত #ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকারস সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের নিয়োগ হবে সমন্বিত পরীক্ষার মাধ্যমে। এই নিয়োগ পরীক্ষার পদ্ধতি ও প্রস্তুতি নিয়ে নিজেদের অভিজ্ঞতার আলোকে প্রস্তুতিমূলক পরামর্শ দিয়েছেন জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার মো. আলমগীর মাহমুদ পলাশ ও রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার মাহফুজ জামি। লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

যেভাবে পরীক্ষা

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা হবে তিন ধাপে। প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরে (এমসিকিউ পদ্ধতিতে)। দ্বিতীয় ধাপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং সব শেষে ২৫ নম্বরের ভাইভা (মৌখিক পরীক্ষা)। প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটারের ওপর মোট ১০০ নম্বরের প্রশ্ন হয়। এ ক্ষেত্রে গণিতে ৩০, ইংরেজিতে ২৫, বাংলায় ২০, সাধারণ জ্ঞানে ১৫ এবং কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিতে থাকবে ১০ নম্বর।


প্রিলির বিষয়ভিত্তিক প্রস্তুতি

♦ বাংলার প্রস্তুতি যেভাবে : সাধারণত বাংলা ব্যাকরণ ও সাহিত্যের ওপর প্রশ্ন করা হয়। তবে সবচেয়ে বেশি প্রশ্ন হয় ব্যাকরণের ওপর। ব্যাকরণের প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির বোর্ড ব্যাকরণ বইয়ের ওপর দখল থাকা জরুরি। এই প্রস্তুতি অন্যান্য চাকরির পরীক্ষায়ও কাজে দেবে। ভাষা, ধ্বনি, বর্ণ, সমাস, কারক ও বিভক্তি, সন্ধিবিচ্ছেদ, বচন, শব্দের প্রকারভেদ, লিঙ্গান্তর, বাক্য, বাগধারা, এককথায় প্রকাশ ইত্যাদির ওপর প্রশ্ন বেশি থাকে। তাই এই বিষয়গুলোয় বেশি মনোযোগ দিতে হবে। তবে কিছু কিছু বিষয় আছে, যেগুলো শুধু নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ের ওপর সীমাবদ্ধ থাকলে চলবে না, আরো বিস্তর পড়তে হবে। এ ক্ষেত্রে ড. হায়াৎ মামুদের ভাষা শিক্ষা বইটি পড়া যেতে পারে—সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, বানান, শব্দের প্রয়োগ-অপপ্রয়োগ, এককথায় প্রকাশ, প্রবাদ প্রবচন প্রভৃতি। ব্যাকরণ ও সাহিত্যের কিছু বিষয় মনে থাকে না। সেগুলোর কৌশলে বা ছন্দ আকারে মনে রাখার জন্য এম এম মহিউদ্দীনের লেখা ‘শর্ট টেকনিক’ বইটি পড়া যেতে পারে। সাহিত্য অংশে প্রস্তুতির জন্য বাজারের ভালো মানের একটি গাইড বই অনুসরণ করা যেতে পারে। সাহিত্য অংশে বিগত সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লে সাধারণত কমন পাওয়া যায়। কবি-সাহিত্যিকদের জীবনী, সাহিত্যকর্ম, তাঁদের বিভিন্ন কবিতা ও উপন্যাস, উক্তি, বিখ্যাত পত্রিকার সম্পাদকদের নাম ও প্রকাশের সাল, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, উপন্যাস প্রভৃতি সম্পর্কে প্রশ্ন হতে পারে।

♦ ইংরেজিতে জোর দিন : অন্যান্য চাকরি পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নের সঙ্গে ব্যাংকের ইংরেজি প্রশ্নের কিছুটা ব্যতিক্রম লক্ষ করা যায়। এ জন্য বুঝে-শুনে প্রস্তুতি নিতে হবে। ব্যাংকে ইংরেজি অংশে মূলত দুই ধরনের প্রশ্ন হয়—1. Vocabulary Based,

2. Grammar Based

আবার Vocabulary-তেও দুই ধরনের প্রশ্ন হয়, যেমন—1. General Vocabulary, 2. Contextual Vocabulary.

যে ধরনের প্রশ্নই হোক না কেন, মূলত কিছু কমন টাইপ প্রশ্নই করা হয়। Vocabulary-নির্ভর টপিকগুলো হলো—Synonyms & Antonyms, One word Substitution, Replacing underlined word, Analogy, Odd man out, Spelling, Sentence Completion Group verb, Appropriate preposition, Idioms & Phrase.

আর গ্রামারের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো—Error Finding, Sentence Correction, Correct Sentence Choice, Rearrange Sentence Parts, Grammar Based Fill in the blanks।

প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটারের ওপর মোট ১০০ নম্বরের প্রশ্ন হয়। এ ক্ষেত্রে গণিতে ৩০, ইংরেজিতে ২৫, বাংলায় ২০, সাধারণ জ্ঞানে ১৫ এবং কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিতে থাকবে ১০ নম্বর

ভোকাবুলারির প্রস্তুতির জন্য প্রথমে মহিউদ্দীনের লেখা Mini Job Vocabulary বইটি থেকে সব ভোকাবুলারি মুখস্থ করতে পারেন। বইটা ছোট, তবে ভোকাবুলারির সবই গুরুত্বপূর্ণ। দেখবেন হয়তোবা অনেকগুলোই আপনি পারেন। এরপর Word Smart বই থেকেও ভোকাবুলারি দেখতে পারেন। গ্রামার অংশের জন্য Cliff’s toefl বই পুরোটা পড়ে ফেলুন। ইংরেজিতে লেখা হলেও বইটির ভাষা সহজ ও সাবলীল। ভালো করে পড়তে পারলে গ্রামারের কাজ অনেকটাই হয়ে যাবে। তা ছাড়া গ্রামারের বিগত সালের প্রশ্ন অনুশীলন করার জন্য বাজারের ভালো মানের একটা গাইড বই অনুসরণ করা যেতে পারে।

♦ চাকরির জন্য গণিত : ব্যাংকে চাকরি পাওয়ার জন্য গণিতে দক্ষ হওয়ার বিকল্প নেই। তাই গণিতকে হেলাফেলা না করে দুর্বলতা থাকলে তা কাটিয়ে ওঠার জন্য আজ থেকেই চেষ্টা করতে হবে। পাটিগণিত অংশে সময় ও কাজ, সময় ও দূরত্ব (নৌকা, ট্রেন), লাভ-ক্ষতি, বয়স, নল ও চৌবাচ্চা, অনুপাত-সমানুপাত, শতকরা, সুদকষা, পরিমাপ ও একক, গড়, অংশীদারিত্ব ও ভাজ্য, মিশ্র ও দ্রবণ, বিন্যাস-সমাবেশ প্রভৃতি। বীজগণিতের রাশিমালা, সূচক, সমীকরণ, লগারিদম, সেট, সিরিজ প্রভৃতি টপিক থেকে প্রশ্ন বেশি এসে থাকে। জ্যামিতির ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, স্থানাঙ্ক ও দূরত্ব প্রভৃতি। এ ছাড়া পরিমিতি ও ত্রিকোণমিতি থেকেও মাঝে মাঝে কিছু প্রশ্ন এসে থাকে। ব্যাংকের গণিতের প্রস্তুতির জন্য আগারওয়ালের Quantitative Aptitude for competitive Examinations বইটা দারুণ কাজে দেয়। যেসব টপিক থেকে প্রশ্ন বেশি আসে, শুধু সেসব টপিক থেকেই গণিত অনুশীলন করতে হবে। এ ছাড়া ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকেও প্রস্তুতি নেওয়া যেতে পারে। আর যাঁদের গণিতের বেসিক বেশি ভালো না, তাঁদের সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড গণিত বই প্রথমে অনুশীলন করে গণিতের বেসিক ঝালাই করে নিতে হবে। এ ছাড়া বাজারের ভালো মানের অন্যান্য গণিত বইও অনুশীলন করা যেতে পারে। তবে ব্যাংকে যেহেতু গণিত ইংরেজি মাধ্যমে আসে তাই ইংরেজি মাধ্যমে গণিত অনুশীলন করলে পরীক্ষার হলে সহজে উত্তর দেওয়া যাবে।


♦ সাধারণ জ্ঞান অসাধারণ কিছু নয়

সাধারণ জ্ঞান বিষয়টা সাধারণই। তবে বিষয়টাকে হেলাফেলা করা যাবে না। সাধারণ জ্ঞানে দুই ধরনের প্রশ্ন হয়। এক ধরনের প্রশ্ন হয় সাম্প্রতিক বিষয়গুলো থেকে, আরেক ধরনের প্রশ্ন হয় স্থায়ী বিষয়গুলোকে নিয়ে। সাধারণ জ্ঞানের ক্ষেত্র বিশাল, তাই নির্দিষ্ট টপিক বলাটা কষ্টকর। তার পরও বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা গেছে—কিছু বিষয় থেকে বেশি প্রশ্ন আসে। সেগুলো হলো—সমসাময়িক রাজনীতি, নারীনীতি, সমাজনীতি, পরিবেশনীতি, নির্বাচন, খেলাধুলা, পুরস্কার প্রভৃতি। এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষাবিষয়ক তথ্য, বিভিন্ন দেশের অর্থনীতিবিষয়ক তথ্য (জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রা), জাতীয় ব্যাংকের নাম, জাতিসংঘ ও বিশ্বব্যাংকসহ এদের সব অঙ্গসংগঠন, বিভিন্ন অর্থনৈতিক ও ব্যাবসায়িক চুক্তি এবং বাংলাদেশের ইতিহাস ১৯৪৭-১৯৭১ সাল পর্যন্ত। সাধারণ জ্ঞানে ভালো প্রস্তুতির জন্য দৈনিক পত্রিকার বাণিজ্য ও অর্থনৈতিক পাতা, আন্তর্জাতিক পাতা, উপসম্পাদকীয় পাতা ও খেলাধুলার পাতা নিয়মিত পড়তে হবে। গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত খাতায় নোট করে রাখা যেতে পারে। বিবিসি ও সিএনএনের খবর শুনতে পারলে ভালো কাজে দেবে। এ ছাড়া বাজারে প্রচলিত সাধারণ জ্ঞানের ভালো মানের একটি বই পড়া যেতে পারে।

♦ কম্পিউটার ও তথ্য-প্রযুক্তির প্রস্তুতি হোক জোরালো

কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি অংশে প্রস্তুতির জন্য মাধ্যমিকের কম্পিউটার বইটি পড়া যেতে পারে। তা ছাড়া উচ্চ মাধ্যমিকের তথ্য-প্রযুক্তি বইটা পড়তে পারলে ভালো হয়। আর গাইড বইয়ের ক্ষেত্রে ইজি কম্পিউটার বা বাজারের ভালো মানের যেকোনো বই পড়া যেতে পারে। কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ, ক্রমবিবর্তন, সংগঠন, সিস্টেম ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি, স্টোরেড ডিভাইস, কম্পিউটার বাস, কম্পিউটার সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ডাটাবেইস, ডিজিটাল লজিক, সেলুলার ফোন, কমিউটার নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট, ই-মেইল, ই-কমার্স, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিলিটি প্রগ্রাম, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল প্রভৃতি টপিক থেকে প্রশ্ন এসে থাকে। বিগত সালে ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো বেশি চর্চা করতে হবে। এ ছাড়া দৈনিক পত্রিকাগুলোর তথ্য-প্রযুক্তি পাতা পড়া যেতে পারে।



কোথায় কত পদ

সোনালী ব্যাংক-২৩৭টি, জনতা ব্যাংক-৪৪০টি, রূপালী ব্যাংক-৭৭টি, বাংলাদেশ কৃষি ব্যাংক-৯টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-৩৪টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৩২টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-২৪টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-১৫টি।

-দৈনিক কালের কণ্ঠ / চাকরি আছে
©এম এম মুজাহিদ উদ্দীন
#টপটেনলার্নিংএকাডেমি

23/05/2021

২৪/০৫/২০২১
রোজ,সোমবার হতে,অর্ধেক আসন খালি রেখে চালু হচ্ছে গণপরিবহন

11/05/2021

বেকারত্বকে গুড-বাই জানাতে... এই মহামারী পরিস্থিতিতে বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন বই বাজার নীলক্ষেত বই বিপণি [এনবিবি] তার ইন্টার্নশিপ প্রোগ্রামটি পুনরায় শুরু করছে যা ইন্টার্নদের উদ্ভাবনী ধারণা এবং
কর্মের মাধ্যমে ব্যবসায়িক উদ্যোক্তাদের অর্থনীতিতে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করার প্রাসঙ্গিক দক্ষতা বাড়িয়ে তুলবে।

এনবিবি আমাদের দেশ ও সমাজের সকল স্তরে সম্প্রদায়ের অংশগ্রহণকে উত্সাহ দিয়ে এসডিজি লক্ষ্য অর্জনেও মনোনিবেশ করছে।

এনবিবির লক্ষ্য প্রভাবশালী যুব-নেতৃত্বাধীন উদ্যোক্তা গড়ে তোলার পাশাপাশি দেশ জুড়ে বেকারত্ব সমস্যাগুলি সমাধান করা এবং সমাজে অর্থনৈতিক ও লিঙ্গ বৈষম্য ব্যবধান দূর করার দিকে কাজ করবে।

তদুপরি, আমাদের এই ধরণের বেকারত্ব পরিস্থিতি সংশোধন করার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আরও বেশি উদ্যোক্তা দরকার।
আমরা শক্তিশালী এবং সম্ভাব্য যুবকদের সন্ধান করছি যারা ব্যক্তিগত প্রত্যাবর্তন নির্বিশেষে তাদের সৃজনশীলতা, ব্যবসায়িক চিন্তাধারায় প্রতিজ্ঞাবদ্ধ
এবং চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে এবং নতুন অন্তর্দৃষ্টি দিয়ে নিজেকে উন্নত করতে আগ্রহী।

ছয় মাসজুড়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিতে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে হবে।
গ্রাফিক ডিজাইন, সামাজিক মিডিয়া বিপণন ও ব্যবসায় উন্নয়ন, ভিডিও সম্পাদনা, পণ্য বিশ্লেষণ ও এসইও, গ্রাহক সমর্থন সহ বিভিন্ন ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হচ্ছে। যে কোনো পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষায় দক্ষতা ও মাইক্রোসফট অফিস সুটে দখল থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

আবেদন করতে হবে ১০ই জুন এর মধ্যে। বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন: https://forms.gle/6sbjiGj69Dmh2ULs5

11/05/2021

িসিএসের প্রিলি আবারও পেছাচ্ছে...

৪৩ তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) সম্ভাব্য তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর পুনঃ নির্ধারণ করা হয়েছে।

#তথ্যসূত্র: প্রথমআলো

05/05/2021

সব সরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হতে পারে অনলাইনে...

তথ্যসূত্র: প্রথমআলো

30/04/2021

#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়ের_ভর্তি পরীক্ষার আবেদন ১ জুন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আগামী ১ জুন থেকে শুরু হবে। প্রাথমিকভাবে এ আবেদন চলবে ১৫ জুন পর্যন্ত। প্রাথমিক আবেদনে নির্বাচিত ভর্তি-ইচ্ছুকেরা ২৪ জুন থেকে ২৯ জুন পর্যন্ত প্রথম ধাপে এবং ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।

#তথ্যসূত্র: প্রথমআলো

NB:
প্রস্তুতির সকল বই কিনুন সব চেয়ে কম দামে।
যে কোন বই অর্ডার করতে ইনরক্স করুন আমাদের নীলক্ষেত বই বিপণি ফেজবুক পেজে...

30/04/2021

টোফেল–আইইএলটিএস ছাড়াই #বাংলাদেশিদের_বৃত্তি_দেবে_ভারত, বাড়ল আবেদনের সময়😳😳😳

বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)। ২০২১-২২ শিক্ষাবর্ষেও বৃত্তি দেবে আইসিসিআর। এ জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে এ বৃত্তির জন্য। এ বৃত্তির আবেদনের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানোর কথা বলা হয়েছে।

#তথ্যসূত্র: প্রথমআলো
NB:
/ Varsity প্রস্তুতির সকল বই কিনুন সব চেয়ে কম দামে।
যে কোন বই অর্ডার করতে ইনরক্স করুন আমাদের নীলক্ষেত বই বিপণি ফেজবুক পেজে...

Photos from নীলক্ষেত বই বিপণি - Nilkhet Boi Biponi's post 29/04/2021

সবচেয়ে কম মুল্যে, বিশ্বস্থতার সাথে দ্রুত ডেলিভারি সার্ভিস প্রদানে, সারা দেশে আমরাই প্রথম...
👉যে কোন বই অর্ডার করতেঃ ইনবক্স করুন নীলক্ষেত বই বিপণি ফেজবুক পেজে।

29/04/2021

#চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ল 😲😲😱

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৭ দিন বাড়ানো হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এ সিদ্ধান্ত হয়।

গত ১২ এপ্রিল অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারতেন। এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে। এখন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ৭ মে রাত ১২টা পর্যন্ত।

#তথ্যসূত্র: প্রথমআলো
NB:
#চাকরি/ Varsity প্রস্তুতির সকল বই কিনুন সব চেয়ে কম দামে।
যে কোন বই অর্ডার করতে ইনরক্স করুন আমাদের নীলক্ষেত বই বিপণি - Nilkhet Boi Biponi ফেজবুক পেজে...

29/04/2021

করোনায় পেছাল #ঢাবির_ভর্তি_পরীক্ষা !

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখগুলো পেছানো হয়েছে। আগামী ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো হবে ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত।

#তথ্যসূত্র: প্রথমআলো

NB:
#চাকরি/ Varsity প্রস্তুতির সকল বই কিনুন সব চেয়ে কম দামে।
যে কোন বই অর্ডার করতে ইনরক্স করুন আমাদের নীলক্ষেত বই বিপণি ফেজবুক পেজে...

24/04/2021

মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ !

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে দেশে চলছে লকডাউন। এর মধ্যে দেশের মাধ্যমিক (৬ষ্ঠ-৯ম) শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

তথ্যসূত্র: প্রথমআলো

17/04/2021

ঐ পাড়ে ভাল থাকবেন...শ্রদ্ধেয় তারেক শামসুর রেহমান স্যার!

বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি💕💕

13/04/2021
13/04/2021

কঠোর লকডাউন বিধির কারণে আগামীকাল থেকে আমাদের ডেলিভারী সেভা বন্ধ রাখা হয়েছে!
পাঠক বন্ধুরা...বই কিনুন প্রি-অর্ডার করে।

12/04/2021

‘সর্বাত্মক লকডাউনের’ দুদিন আগে শেষ হচ্ছে বইমেলা !

‘অমর একুশে গ্রন্থমেলা’ নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হচ্ছে। ১৪ এপ্রিল থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরুর কথা হয়েছে। এ কারণে বইমেলা দুদিন কমানোর সিদ্ধান্ত হয়েছে।

তথ্যসূত্র: প্রথমআলো

12/04/2021

Delivery Offer Closed!
Inside Dhaka City, Delivery Cost: 60/- | Outside Dhaka City, Delivery Cost: 80/-

Photos from নীলক্ষেত বই বিপণি - Nilkhet Boi Biponi's post 12/04/2021

সবচেয়ে কম মুল্যে, বিশ্বস্থতার সাথে দ্রুত ডেলিভারি সার্ভিস প্রদানে, সারা দেশে আমরাই প্রথম...
👉যে কোন বই অর্ডার করতেঃ ইনবক্স করুন নীলক্ষেত বই বিপণি ফেজবুক পেজে।

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Nilkhet Boi Biponi
#NilkhetBoiBiponi
বঙ্গবন্ধু জন্মেছিলেন তাই আমরা স্বাধীন।
পৃথিবীটা বইয়ের হোক, সমৃদ্ধ হোক আমাদের সাহিত্য...| Nilkhet Boi Biponi |

Category

Address


Nilkhet
Dhaka
1205

Other Book Stores in Dhaka (show all)
3C Book Store 3C Book Store
Dhaka, 1207

Book Shop

ফেমাস অনলাইন শপ ফেমাস অনলাইন শপ
বাংলাবাবাজ, ঢাকা-১১০০
Dhaka, 1100

e-commerce, online book shop,

পুঁথি কুটির পুঁথি কুটির
Dhaka, 1217

Assalamu Alaikum. Welcome to পুঁথি কুটির. Do you like to read books in your spar

Boimela Online Boimela Online
Shop-3, 40/41 Ahamed Complex Banglabazar
Dhaka, 1100

যে কোনো বই সহজেই অর্ডার করতে ভিজিট করুন 👇 https://boimelaonlinebd.com

Priyo Boi- প্রিয় বই Priyo Boi- প্রিয় বই
Modhubag Moghbazar
Dhaka

Isra Book Isra Book
Plot # 286 & 288, Apt # D-1, Road # 04, Avenue # 03, Mirpur DOHS
Dhaka, 1216

ISRA Book is a Bangladeshi online bookstore. Our main aim is selling and promoting Islami books.

MaktabahBd MaktabahBd
2nd Floor, 33/1-A, Opposite To Post Office, Banglabazar
Dhaka

পছন্দের বই সর্বাধিক ছাড়ে পেতে আমাদের ইনবক্স করুন..

Books From Yeasmin Books From Yeasmin
১০২/২/বি পুলপার বটতলা, কাটাসুর, মোহাম্মদপুর
Dhaka, 1207

Old & New Books (Depends on stock)

Ayan Book Gallery & Stationary Ayan Book Gallery & Stationary
38 Banglabazar
Dhaka, 1100

bookdoorbd.com bookdoorbd.com
Dhaka

bookdoorbd.com একটি বিশ্বস্ত অনলাইন বুকশপ

সায়েম বুক হাউজ এন্ড প্রিন্টিং সায়েম বুক হাউজ এন্ড প্রিন্টিং
Nilkhet Dhaka
Dhaka, 1205

সায়েম বুক হাউজ এন্ড প্রিন্টিং