Freelancer Jashimcse Friends Club

It is the best online Teaching platform for latest generation in the world.Specially we teach coding,online solution and so on

15/12/2023

We are hiring "Front-End Web Developer".

Job Description / Responsibility:
--------------------------------
- Expert in HTML5, CSS3, JavaScript (jQuery).
– Ability to Code PSD/Image to HTML.
– Proficiency with pixel-perfect design production.
– Experience with CSS Preprocessing (SASS or LESS).
– Expertise in developing and testing across multiple browsers, platforms, and devices.

Job Nature:
------------
- Full Time

Experience Requirements:
--------------------------
- At least one year of working experience.

Additional Job Requirements:
-----------------------------
- We prefer skill over Degree.
- Good skill over English language.
- Self-motivated and able to work under timeline.
- Determined and dedicated to work with a potential startup.

Job Location:
--------------
- Shirajgonj Sadar, Shirajgonj.

Salary Range:
--------------
- 20,000-35,000 (BDT)

Other Benefits:
---------------

- Unlimited Tea and Coffee
- Two festival bonus.
- Yearly Increment
- Friendly working environment

Deadline:
---------
31 December, 2023.

**Feel free to send your CV at

Google Forms: Sign-in Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

Photos from Freelancer Jashimcse Friends Club's post 16/08/2023

🎯ফাইভার আপডেট:
লেভেল আপগ্রেডেশনের জন্য ফাইভার এ মিনিমাম ৪.৭* রেটিং মেইনটেইন করতে হতো, এখন এটি কমিয়ে ৪.২* করা হয়েছে।
🎯ফাইভার আপডেট:
টপ রেটেড রিকুইরেমেন্ট এ আর্নিং ২০,০০০ ডলার থেকে কমিয়ে ১০,০০ ডলার করা হয়েছে।
🎯ফাইভার আপডেট:
সেলার টাইম এক্সটেনশন রিকোয়েস্ট দেয়ার ৪৮ ঘন্টার মধ্যে বায়ার এপ্রুভ না করলে অটোমেটিক্যালি টাইম এক্সটেন্ড হয়ে যাবে৷
🎯ফাইভার আপডেট:
Resolution Center থেকে এখন অর্ডার এর পার্টিয়াল রিফান্ড অপশন চালু হয়েছে। অর্ডার এমাউন্ট এর আপ-টু ৬০% পার্শিয়াল রিফান্ড করা যাবে। মিনিমাম ৫০ ডলার এর অর্ডার হতে হবে।
🎯রিভিউ ফর ক্যানসেলেড অর্ডার:
বায়ার অর্ডার করার পর চার্জব্যাক এর কারণে অর্ডার ক্যানসেল হলে বায়ার সেলারকে রিভিউ দিতে পারবেন না।
🎯রিভিউ ফর ক্যানসেলেড অর্ডার:
অর্ডার যদি ২৪ ঘণ্টার বেশি লেট স্ট্যাটাস এ যায়, সেলার যদি বায়ার কে রেস্পন্ড না করে, আর এই অবস্থায় বায়ার অর্ডার ক্যানসেল করলে রিভিউ দিতে পারবেন।
🎯রিভিউ ফর ক্যানসেলেড অর্ডার:
নতুন বায়ার প্রথম অর্ডারেই সেলারকে রিভিউ দিতে পারবেন না। যে বায়ার ফাইভার এ অন্তত একটি কাজ করিয়েছেন তিনি রিভিউ দিতে পারবেন।
🎯রিভিউ ফর ক্যানসেলেড অর্ডার:
বায়ার যদি নিজেই একজন - সেলার হন, তিনি কাউকে অর্ডার করলে বায়ার হিসেবে রিভিউ দিতে পারবেন না।
🎯রিভিউ ফর ক্যানসেলেড অর্ডার:
কোন কাজ ক্যানসেল হলে যদি সেই অর্ডার রিভিউ দেওয়ার জন্য এলিজিবল হয় বায়ার ৫ দিনের মধ্যে রিভিউ দিতে পারবেন, কিন্তু সেলার বায়ারকে রেটিং বা রিভিউ দিতে পারবেন না। তবে সেলার বায়ার এর রিভিউ তে রিপ্লাই করে ডিটেইলেড এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবেন।

15/07/2023

Course Details link:

freelancing with web.pdf

Freelancing with Jashimcse web 4 15/07/2023

https://forms.gle/wRNv4ieFgy8KdmtE7
যারা ফ্রিল্যান্সিং করতে চান রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন

Freelancing with Jashimcse web 4 Class Start Timing: July 16th, 2023 Address: Savar, Dhaka Contact us at What's apps: 01853549416, skypee:[email protected]

Photos from Freelancer Jashimcse Friends Club's post 31/03/2023

We just made history!
For the very first time, Bangladesh got the #2 position by contributors on a major WordPress release!
Congratulations to all the core contributors.
Also, WPDeveloper got the #2 position and AuthLab on #4 if you count by company.
🏆

21/03/2023

World's Most Powerful Passports in 2023.
Japanese and Singaporean Passports are the most Powerful passports in the world right now with visa-free access to 193 destinations.
South Korea, another asian nation is at number two position with 192 destinations.
The United States is at 7th positions with 187 destinations.

20/03/2023

প্যারোগ্রীন_ফ্যালকন সর্বোচ্চ প্রায় 350 কিমি প্রতি ঘন্টা গতিতে বাতাসে উড়ে যেতে পারে।।
প্রচন্ড উচ্চতায় সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময়ে তাদের নাকের মধ্য দিয়ে যে গতিতে বাতাস প্রবেশ করে,, সেটা তাদের ফুসফুস ব্লাষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট।।
কিন্তু,, তাদের নাকের ঠিক ভিতরিভাগে হাড়ের একটা ট্যাপ দেওয়া রয়েছে।। যে ট্যাপের সাহায্যে তারা বাতাসের তীব্র গতিকে রুখে দিয়ে,, নিজেদের ফুসফুস তথা জীবন রক্ষা করে যেতে পারে।।
ঠিক একই টেকনোলজি ব্যাবহার করা হয়ে থাকে বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে।। বাতাসের তীব্র প্রেশার হতে বিমানের ইঞ্জিনকে সুরক্ষিত রাখতে প্যারোগ্রীন_ফ্যালকন টেকনলজি ব্যাবহার করা হয়ে থাকে।।
বিজ্ঞানের সমস্ত সাফল্য রহস্য,, সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির মধ্যে অন্তর্নিহিত রয়েছে।।
কেবলমাত্র খুঁজে নিতে হবে !!
সৃষ্টিকর্তার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে রয়েছে নির্ভূল আর নিখুঁত ইঞ্জিনিয়ারিং।। আর,, তিনিই হলেন সমগ্র বিশ্ব-ব্রম্ভ্রান্ডের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার।।

Bootstrap First Class 18/03/2023

If you know HTML and CSS then Start Bootstrap

Bootstrap First Class How to make Header and bootstrap 3.4 Offline integration and select button making

11/03/2023

Fiverr English Test Syllabus

U.S English Basic Skills Test
Test Syllabus

Conjunctions
Pronouns
Articles, quantifiers, and count/noncount nouns
Prepositions
Adjectives and adverbs
Verbs and tenses
Conditional
Gerunds and infinitives
Vocabulary
Questions
Punctuation
Modifiers
Capitalization
Spelling
Subject-verb agreement
Verb conjugation
Duration

40 minutes
Questions

40 multiple-choice questions.
Instructions

Each question has between 2 and 8 options; one or more may be correct.
There is no penalty for guessing if you don't know the answer; therefore, make sure you attempt all of the questions.
In order to pass, you will need to answer at least 70% of the questions correctly.
The clock timing of your test is located at the top of the test window.
This test is best viewed using Internet Explorer version 11.0 or higher or Mozilla Firefox 45.0 or higher or Google Chrome 48 or higher.
Questions will be displayed one at a time. A next button is provided at the bottom of the test page for navigating to the next question. Do not press the next button if you have not answered the question.
Once you have answered a question, you cannot go back and change your answer.
Do not use the shortcut menu options (mouse right-click) or the keyboard for navigating backward or forwards within the test.
There is a 1 day waiting period between test retakes. You can only take a test twice in a three months time window.

11/03/2023

some tips on how to create professional-looking Pinterest pins:

Use high-quality images: The first thing that catches the attention of a user on Pinterest is the image. Make sure to use high-quality images that are visually appealing and relevant to the content.

Choose a color scheme: Using a consistent color scheme helps create a visually cohesive look. Choose colors that complement your brand or the content you're sharing.

Use readable fonts: Choose easy-to-read fonts that are legible and match your brand. Avoid using too many fonts on one pin.

Keep it simple: Don't clutter your pin with too much text or too many images. Keep it simple and easy to understand.

Add a call-to-action: Encourage users to engage with your content by including a call-to-action, such as "Click here to learn more" or "Save this for later."

Follow Pinterest's best practices: Make sure to follow Pinterest's guidelines for pin dimensions, aspect ratio, and file size to ensure your pins look their best.

16/02/2023

‼️ Exploring the IT World‼️
-
শিরনামে বর্তমান সমসাময়িক আইটি ট্রেন্ড, রোবটিক্স, সাইবার সিকিউরিটি, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং-্এর ট্রেন্ডি সব ইনফরমেশন শেয়ার ও নেটওয়ার্কি ডেভেলপমেন্ট এর জন্য রিসডা ইনিস্টিটিউট অব টেকনোলজি তাদের নিজস্ব ক্যাম্পাসে ৪ দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে।
-
🟠 তারিখঃ ১৮ - ২১শে ফেব্রুয়ারি, ২০২৩
-
🟢
👉 রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/.../1FAIpQLSfV4Zu0.../viewform
-
Workshop schedule:
🟢 18.02.2023 :
🎯10:00AM-01:00PM “Latest Trends”
🎯02:30PM-05:30PM “Empowering Cyber security”
🟢 19.02.2023 :
🎯10:00AM-01:00PM “Microcontrollers and Robotics with Arduino Uno”
🎯02:30PM-05:30PM “Microbit showcase & Rubik’s world”
🟢 20.02.2023
🎯10:00AM-01:00PM “Unlocking the Power of Social media Marketing”
🎯02:30PM-05:30PM “Strategy of SEO and Affiliate Marketing”
🟢 21.02.2023
🎯10:00AM-01:00PM “Exclusive Web Design & Development”
🎯02:30PM-05:30PM “SMART Club Management Strategy”
-
🟡 Ahmed Shamim, IT Professional, USA সহ একঝাঁক তরুন ও প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা-বক্তা তাদের অভিজ্ঞতা ও দিক নিদের্শনা নিয়ে হাজির হবেন।
-
বিস্তারিত জানতে কল করুন : 01777765364, 01753270466
We’re hoping for your tremendous participation in our workshop
Organized by: RISDA Institute of Technology

Apply from Japan and Abroad 14/02/2023

Apply from Japan and Abroad Findy Global is a Job matching platform that infers your “Skill Score” based on your GitHub activity and matches you with the right companies. Let your skill score get you hired by Japanese tech companies!

09/02/2023
Chat GPT কি || Chat GPT কিভাবে কাজ করে || What is Chat GPT ? 08/02/2023

ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় সবচেয়ে আলোচিত একটি বিষয়।
ChatGPT কি?
সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI (Artificial Intelligence) language model যা কিনা ট্রেইন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেয়ার জন্যে। ভবিষ্যতে এই ChatGPT ইন্টারনেটের সাথে কানেক্টে করলে এবং আরো আপডেট করলে সেটা Google কেও টেক্কা দিতে পারেবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়।
কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে কোনো দক্ষ মানুষের কাছে পেতেন।
ধরুন, আপনি e-Mail লিখায় অদক্ষ। এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম এবং বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ChatGPT কে একটি ফরমাল মেইল লিখতে বললেন। এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে। বাকিটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর।
সোজা কথায় বলতে গেলে, আপনার মনে যা চায় তাই তাকে জিজ্ঞাসা করুন।
এটা প্রায় নিখুঁতভাবে সব বলে দিতে পারছে। এটা দিয়ে Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা, ডিজাইন করা, কোডিং লিখা, গল্প লিখা, কবিতা লিখা, বিজ্ঞান, পরিসংখ্যান ইত্যাদি কাজে ব্যাবহার করা যায়। কঠিনসব বিষয়কে সহজবোধ্য করে উপস্থাপন করছে এই ChatGPT.
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে বিশ্ব! এটি একদিকে জীবন সহজ করলেও বেকারত্ব সমস্যাকে প্রকটভাবে বাড়িয়ে দিতে পারে। তাই টিকে থাকতে দৌঁড়ের গতি বাড়ানো ছাড়া উপায় থাকছে না।
যারা গ্রাফিক্স ডিজাইনার, ওয়েবসাইট বিল্ডার, কোডিং মাস্টার, আর্টিকেল রাইটার আছেন। তাদের ভবিষ্যত অনেকটা হুমকি রয়েছে।
অবশ্য ChatGPT -এর ফ্রি ভার্সন ও থাকবে। কিন্তু ফ্রি ভার্সনে সবরকম সুবিধা পাওয়া যাবে না।
আবার এইদিকে, Google এর প্রধান নির্বাহী কর্মকর্তা Sundar Pichai এক টুইট বার্তায় জানিয়েছেন, শিঘ্রই ChatGPT এর মতো GoogleAI নিয়ে আসতেছে Google.
More Details Please Visit

Chat GPT কি || Chat GPT কিভাবে কাজ করে || What is Chat GPT ? ChatGPT is an AI-powered language model developed by OpenAI. You can use ChatGPT in the following ways:In a conversational UI: You can integrate ChatGPT into...

07/02/2023

বিশাল সার্কুলার কম্পিউটার টেকনোলজির জন্য।
পোষ্ট:৭১
আবেদনের শেষ তারিখ: ০৭/০৩/২০২৩
রেলপথ মন্ত্রণালয়

03/02/2023

Anyone want to work content in freelancing this is the best tools for you ..https://youtu.be/DS8CSa7UENc

Chat GPT কি || Chat GPT কিভাবে কাজ করে || What is Chat GPT ?

jashimcse-homepage - Portfolio 22/01/2023

ওয়েব ডিজাইন শিখতে চাইলে কিছু স্টেপ ফলো করা যেতে পারে। এই ফলোয়াপ টা অন্যান্য ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই মিলে যায়।
১/ প্রথমে বেসিক html ,css ,css3 এর ব্যবহার গুলো শিখে ফেলা এবং অবশ্যই প্র‍্যাক্টিস করা। কোনটা কি কাজে লাগে জেনে নেয়া। জাস্ট বেসিক ইউজেস টা জেনে নেয়া।
২/ তারপর আরকেটু এডভান্স দিকে যাওয়া যেমন হতে পারে ,কাস্টম কলাম করা শেখা ,নেভিগেশন মেনু এর ড্রপডাউন করা এরকম কিছু কাজ।
৩/ জেকুয়েরি রিলেটেড কিছু বিষয় জেনে নেয়া ,jquery প্লাগিন নিয়ে টুকটাক কিছু করে ফেলা। সেটা হতে পারে কাউন্টডাউন প্লাগিন ব্যবহার করা।
৪/ যেকোন এক্টা ফ্রেমওয়ার্ক শেখা যেমিন বুটস্টাপ। অনেকের প্রশ্ন Bootstrap নাকি Tailwind। শুরুতে bootstrap ধরে আগানো যায় যেহেতু এখনো বেশিরভাগ প্রজেক্ট এই ফ্রেমওয়ার্কে। Tailwind জনপ্রিয় হচ্ছে সো এটাও জেনে নেয়া যেতে পারে। এক্টা ফ্রেমোয়ার্ক বুঝে গেলে অন্য গুলো অনেকটাই সহজ মনে হয়।
৫/ এবার আসেন আরো প্র‍্যাক্টিক্যাল কাজ করি। বিভিন্ন সেকশন এই যে ফ্রেমওয়ার্ক শিখলেন বা বেসিক গ্রিড শিখলেন সেগুলো দিয়ে করে ফেলা।। প্রথম বেসিক সেকশন গুলো করলেন। পরে এডভান্স দিকে আগালেন। এডভান্স বলতে কঠিন সেকশন গুলো।
এখানে কমেন্টিং করে কাজ করতে পারেন।
৬/ এর পাশাপাশি বেসিক ফটোশপ, ফিগমা ,এক্সডি এর ব্যাপারগুলো হাল্কা জেনে নিবেন। যেমন ছবি কিভাবে এক্সপোর্ট করে। কালার নেয়া ফন্টের ব্যাপারগুলো কিভাবে নিয়ে কাজ করবেন। একটা টুলস জানলে বাকিগুলো বুঝতে সহজ হয়।
৭/ সেকশন ডেভেলপমেন্ট করতে করতে এক্টা পূর্ণাংগ ওয়েবসাইট রেডি করার চেষ্টা করা। অন্যের কাজ দেখে এগুলো প্র‍্যাক্টিস করেন। শুরুতে নিজে আইডিয়া পাওয়া যায়না বরং হতাশ লাগে।
এভাবে আগাতে থাকেন। আর জাভাস্ক্রিপ্ট ভালো করতে এভাবেই বেসিক দেখেন। ছোট ছোট প্র‍্যাক্টিস করেন।
এই পুর জার্নিটায় সেকশন ডেভেলপমেন্ট বা ফুল সাইট করলে বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। ফিডব্যাক নিতে পারেন। নেগেটিভ কমেন্ট আসলেও থেমে যাওয়া যাবেনা।
চাইলে নিজের ডোমেইন হোস্টিং থাকলে প্রোজেক্টগুলো লাইভ করে রাখতে পারেন কিন্তু নিজের বলে চালিয়ে দেয়া যাবেনা। আস্ট পোর্টফলিও করা। ক্রিয়েটিভ কাজ কর্ম করতে পারলে সেগুলো দেখানো গেলে আরো ভালো।
তারপর বিভিন্ন মার্কেটপ্লেস সম্পর্কে আইডিয়া নিতে পারেন। যাতে করে কাজ শুরু করতে চাইলে বিষয়গুলো সহজবোধ্য হয়।
মার্কেটপ্লেসগুলোতে কিছু স্টান্ডার্ড থাকে যেমন থিমফরেস্ট এ থাকে এগুলো ধরেও কাজের ইম্প্রোভমেন্ট আনতে পারেন।
তবে হ্যা, স্কিল ডেভেলপমেন্ট এর বিকল্প নেই। দিন যাবে ভালো কাজ হবে। হতাশ হবেন, ধ্যর্য কুলাবেনা কিন্তু থেমে থাকা যাবেনা।
Happy Freelancing

jashimcse-homepage - Portfolio About Me I Make Perfect Solution for your Business Hello & Welcome I am Jashim. A Professional Web Developer and freelancer. Working as Front End Developer and WordPress Developer since 2016 in different marketplace Such as Fiver, Up work, Truelancer, Theme forest and Others. Have Completed my B.Sc....

26/12/2022

Well Python is cool 🤓 isn’t it

19/12/2022

জীবন বদলাতে হয়। বদলানোর জন্য উদ্যেগ নিতে হয়৷ যেটা আমার অভাব।
মতিঝিলে একজন ব্যাংক কর্মকর্তার গাড়ীর ড্রাইভারকে দেখে সেটা শিখতে শুরু করেছি। ড্রাইভার নিজের মালিককে নামিয়ে দিয়ে গাড়ীটাকে অস্থায়ী দোকান বানিয়ে ফেলেন। ফুটপাতের জায়গা নষ্ট না করেই তিনি সাজিয়ে বসেন কাপড়ের পসরা। কাস্টমারও মেলে। কম বাজেটের অনেকেই গাড়ী দোকান থেকে কিনে নেন জামা কাপড়।
গাড়ীর মালিক তাকে এ নিয়ে কখনোই কিছু বলেনা। চারটে বাড়তি পয়সার জন্য মানুষ কত কি করে! আবার কেউ কেউ এমন ভাবেই করে যা হয়ে উঠে উদাহরণ। এই গাড়ীর মালিক+ড্রাইভার দুজনেই দারুণ একটা কম্বিনেশন সেট করেছেন। হাত পা থাকতে একটু নাড়ালে আর পয়সার একটু ব্যাকআপ থাকলেই প্রত্যেক মানুষই পারে বদলানোর গল্পের লেখক হতে।

06/11/2022

বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার সিএসই, সিএস, আইটি গ্র্যাজুয়েট বের হয়, কিন্তু ১০% এর ও কম প্রোগ্রামিং এ আসে।
এই ১০% এর মধ্যে ২-৩% সফটওয়্যার ডেভেলপমেন্ট এ আসে, আর বাকিরা ওয়েব ডেভেলপমেন্ট (ওয়ার্ডপ্রেস, জুমলা, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি) এ আসে। বাকি ৯০% অন্য সেকটর এ জবে চলে যায়।
রেশিও কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু খুব বেশি +- হবেনা।
আমার প্রশ্ন আপনি কেন আইটি তে পড়লেন? যেভাবেই হোক যেহেতু পড়েছেন, সেটাকে কাজে লাগাতে চাইলে কাজে লাগাতে পারেন।
আইটি সেক্টর সমুদ্র নয়, এটি একটি মহা সমুদ্রের চেয়ে অনেক বড় কিছু, যার একূল আছে, অকূল নেই। আপনার প্রোগ্রামিং করতে যদি ভালো না লাগে, আপনি অন্য অপশন গুলো নিতে পারেন, এখন ক্লাউড কম্পিউটিং এর যুগ, আপনি ক্লাউড এ নিজেকে এক্সপার্ট করতে পারেন, সব কিছুতেই হালকা পাতলা কোডিং আছে, যা আপনি সহজেই আয়ত্ব করতে পারবেন। ব্লকচেইন আছে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আছে, এরকম হাজারো অপশন রয়েছে। কিন্তু মনে রাখবেন, কোনটাই সহজ নয়, বা সহজে আয়ত্ব করার মত জিনিষ নয়। কেন ডক্টর, ইঞ্জিনীয়ার, আইটি প্রফেশন কে প্রথম কাতারে রাখেন জানেন? কারণ এখানে শিখার কোন শেষ নেই, আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, পড়তে হবে, নাহলে আপনি হারিয়ে যাবেন।
আপনি কম্পিউটার সায়েন্স এ পড়েছেন বলেই আপনি নিজেকে কম্পিউটার ইঞ্জিনীয়ার বলে বেড়াচ্ছেন, তাহলে যে মানুষটা জীবনের অসংখ্য বছর এর পেছনে ব্যয় করেছে, তাকে আপনি কী বলবেন?
আপনি সিএসই তে পড়া মানে আপনি একজন সিএস গ্র্যাজুয়েট, আপনি নিজেকে সে পরিচয় টাই দেন, আপনি ভাবছেন "সিএস গ্র্যাজুয়েট" এর চেয়ে "কম্পিউটার ইঞ্জিনীয়ার" মনেহয় বেশি আপনাকে সম্মান দিবে, কিন্তু এটা ভুল। আপনি নিজে একজন কোডার ই না, অথচ আপনি নিজেকে "সফটওয়্যার ইঞ্জিনীয়ার" বলে বেড়াচ্ছেন, এটা কতটা আন ইথিক্যাল, তা আপনি বুঝলে নিজেকে সেভাবে পরিচয় দিতেননা। একজন সফটওয়্যার ইঞ্জিনীয়ার হওয়ার আগে অনেক গুলো ধাপ রয়েছে, তাই নিজেকে এরকম পরিচয় দিয়েননা। বরং এগুলো বলে নিজেকে মানুষের কাছে ছোট করছেন। বিষয়টা অনেকটা এরকম কেউ ৫-৭ বছর পড়ালেখা করে নামের আগে ডাক্তার ব্যবহার করছে, আবার কেউ ৩-৬ মাসের কোর্স করে ও নামের আগে ডাক্টার ব্যবহার করছে।
আমি বলবো যারা এখনো নিজের ক্যারিয়ার ঠিক করতে পারেননি, কোডিং ভালো লাগেনা, তাদের জন্য এই অপশন গুলো আশির্বাদ হতে পারে।
১- ক্লাউড কম্পিউটিং (AWS, AZURE)
২- এআই, মেশিন লার্ণিং
৩- গেম অ্যানালাইটিক্স (ইসলামের দিকে দিয়ে এটা না করাই ভালো)
৪- নেটওয়ার্ক ইঞ্জিনীয়ার
৫- ডেটা অ্যানালাইটিক্স
৬- সফটওয়্যার টেস্টিং
৭- আইটি সাপোর্ট স্পেশালিষ্ট
৮- প্রজেক্ট ম্যানেজমেন্ট
৯- কিউএ অ্যানালাইটিক্স
১০- সিস্টেম অ্যানালিষ্ট
১১- ব্লকচেইন
১২- আইওটি

How to bid data entry project in freelancing platform/How to write Freelancing Project proposal. 13/10/2022

https://youtu.be/yOqud9GKyNQ

How to bid data entry project in freelancing platform/How to write Freelancing Project proposal in any freelancing marketplace /How to write Graphic Design Project proposal like Banner design/HTML Project proposal in any market place (Truelancer,Freelancer,Fiver,Upwork etc.)

How to bid data entry project in freelancing platform/How to write Freelancing Project proposal. How to bid data entry project in freelancing platform/How to write Freelancing Project proposal in any freelancing marketplace /How to write Graphic Design P...

03/10/2022

আলহামদুলিল্লাহ $38 Tips for $50 task

Photos from Freelancer Jashimcse Friends Club's post 17/08/2022

BTCL Domain Buying Process

15/08/2022

আলহামদুলিল্লাহ Level -2 Seller after long time

How to make theme from html Design part 2 13/08/2022

https://youtu.be/7-3wyS6Wkow

How to make theme from html Design part 2 1. Make a Theme folder in themes write theme Name2. Create 4 filesa. functions.phpb. style.cssc. take a screenshot from htmld. screenshot.pnge. index.php3. ...

12/08/2022

When client leave Tips $25 order for $25 Tips $10
Happy Freelancing

27/07/2022

BTCL Domain Buying Process

25/07/2022

ফ্রিল্যান্সিং ।
যার অর্থ হচ্ছে - মুক্ত পেশা। যেখানে আপনার কোন সীমাবদ্ধতা নেই।
যেখানে আপনি ইচ্ছামত কাজ করে পরিবারের হাল ধরতে পারেন।
যারা আগ্রহী তারা সারা দেন।
আমি আপনাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারব-
কিন্তু
পরিশ্রমটা আপনাকেই করতে হবে।
01853549416

27/04/2022

প্রোগ্রামারদের স্বাস্থ্য সচেতনতা রিলেটেড ১২ টি টিপস।
১. চোখ
একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা যাবে না। ২০-২০-২০ রুল ফলো করতে পারো। ২০ মিনিট পরে, ২০ ফিট দুরুত্বে কোন কিছুর দিকে ২০ সেকেন্ড বা তার বেশি সময় তাকিয়ে থাকবে। আমি সাধারণত দেড় দুই ঘন্টা বা মাঝে মধ্যে তিন ঘন্টা পর পর গিয়ে চোখে পানি দিয়ে আসি। মুখ ধুয়ে আসি। ফ্রেশও লাগে। চোখও কিছুটা বিশ্রাম পায়। মনিটর এর ব্রাইটনেস এর দিকে খেয়াল রাখতে হবে। সম্ভব হলে ভালো একটা মনিটর কিনে নিতে পারো। অনেকে ল্যাপটপ এর কীবোর্ড এ টাইপ করে এতে মনিটর খুব কাছে থাকে। এবং আমার কাছে মনে হয় স্ক্রিন এসে চোখে লাগে। তাই আমি এক্সট্রানার কীবোর্ড এবং মাউস ইউজ করি যেন স্ক্রিন কিছুটা দূরে থাকে। এইটা ভালো কি খারাপ জানি না। তবে আমার ভালো লাগে।
২. Carpal Tunnel Syndrome
প্রচুর টাইপ করতে করতে প্রোগ্রমারদের Carpal Tunnel Syndrome হয়। হাতের শক্তি কমে যায়। আঙুলে সমস্যা হয়। এইটা নিয়ে মাঝে মধ্যে ভয়ে থাকি। কাজ যা করি তা তো সব টাইপিং দিয়েই। এইটা বন্ধ হলে কি হবে? ভয়েস টাইপিং দিয়ে কি কাজ চলবে? নাকি ব্রেইনের নিউরন এর থিংকিং দিয়ে টাইপিং এর সিস্টেম এর জন্য অপেক্ষা করতে হবে?
Carpal Tunnel কমানোর জন্য আমি মাঝে মধ্যে বাম হাতে মাউস ইউজ করি আবার ডান হাতে ইউজ করি। মাঝে মধ্যে এক হাতে টাইপ করার চেষ্টা করি। একটু স্লো হয়। তাও চেষ্টা করি। কব্জি বা আঙুলের গোড়ায় ব্যাথা এর ফিলিংস আসলে ব্রেক নেই। মাসাজ করি।
৩. ব্যাকপেইন
অনেকেই দামি আর্গোনমিক চেয়ার ইউজ করে। আমি সিম্পল প্লাস্টিক এর (IKEA চেয়ার) ইউজ করি। যদিও এইটা করা উচিত না। তারপরেও ভালো লাগতেছে। একবার দুইবার গদিওয়ালা চেয়ার ইউজ করার ট্রাই করছিলাম। কেন জানি ভালো লাগে নাই। তাই আবার সিম্পল চেয়ার এ ব্যাক করেছি। সাধরনত কাঠের শক্ত চেয়ার আমার ভালো লাগে। ঘুমও পায় না 😃
একবার কোমর এবং ব্যাক সাপোর্ট এর জন্য ছোট একটা এক্সট্রা কুশন কিনছিলাম এমাজন থেকে। এইটা দিলে আরাম পাওয়া যায়। তবে কোন এক সময় বাসা পাল্টাতে গিয়ে হারিয়ে ফেলেছি সেটা আর কিনা হয়নি।
৪. বসার স্টাইল (sitting posture)
পিঠ সোজা করে বসার চেষ্টা করি। মনিটর এঙ্গেল ঠিক রেখে বসার চেষ্টা করি। আগে রেগুলার টেবিল ইউজ করতাম। পরে একজন টিম মেম্বারের পরামর্শে ফেইসবুক মার্কেটপ্লেস থেকে একটা হাইট এডজাস্টেবল টেবিল কিনেছি ($১২০) দিয়ে। রোজার মাসে খুব কম দাঁড়িয়ে কাজ করি। অন্য সময় দেখা যায় ডেইলি ৩-৪ ঘন্টা দাঁড়িয়ে কাজ করি। আগে যখন হাইট এডজাস্ট করার টেবিল ছিল না। তখন ল্যাপটপ এর নিচে বই দিয়ে। কীবোর্ড এর নিচে বই দিয়ে দাঁড়িয়ে কাজ করতাম। চেইঞ্জ করতে জাস্ট এক মিনিট সময় লাগতো। এর বেশি কিছু না।
৫. খাবার দাবার (Obesity / ওয়েট গেইন )
অনেক প্রোগ্রামার এর নড়াচড়া করে কম। সারাদিন বসেই থাকে কম্পিউটারের সামনে। এক্সারসাইজ এর বালাই নাই। সারাদিন যা পায় তাই খায়। ফলে ওয়েট গেইন করে ফেলে। এই ক্ষেত্রে আমি। তিনটা রুলস ফলো করার চেষ্টা করি। এক, রাতে ভাত খাই না। রুটি, পরোটা বা রোল টাইপের কিছু খাই। (কেউ দাওয়াত দিলে সেদিন মাফ) দুপুরে ভাত বা সালাত। সকালে নাস্তা। গরুর মাংস অনেক কম খাওয়ার চেষ্টা করি। খাবার অনটাইমে খাই। মানে দুপুর ১২.০০ হলেই লাঞ্চ। কোন মাফ নাই। রাতের খাবার সাধারণত ৬-৭টার মধ্যে খেয়ে ফেলি। (রাতে কিন্তু আর ক্ষিধা লাগে না।)
ভাজাপোড়া, বার্গার, পিজ্জা, বিরানি অনেক কমিয়ে দিয়েছি। ইফতারও ভাঁজাপোড়া অনেক কমিয়ে দিয়েছি।
৬. এক্সারসাইজ
জিম এ যাইতে আমার কাছে ভালো লাগে না। যেহেতু মাসল বিল্ড করার কোন ইচ্ছা বা অপশন নাই। তাছাড়া ট্রেডমিলও বোরিং লাগে। তাই আমার জন্য এক্সারসাইজ এর তিনটা পার্ট আছে। আমি চেষ্টা করি ডেইলি ১০হাজার স্টেপ নিতে। স্মার্ট ওয়াচ এ ট্রাক করি। বেশিরভাগ দিন এ ১০ হাজার স্টেপ হয়ে যায়। মাঝে মধ্যে মিটিং করতে করতে হাটি। আর সপ্তাহে ৩ দিন দৌড়ানোর চেষ্টা করি। সাধারণত ৩-৫ মাইল দৌড়াই। আর মাঝে মধ্যে বা ঘুম পাইলে পুশআপ দিয়ে দেই।
বাইরে দৌড়াতে আমার ভালো লাগে। দৌড়ানোর সময় আমি অনেক প্ল্যান/স্ট্রাটেজি নিয়ে চিন্তা করি। আমার অনেক স্ট্রাটেজি বা থিংকিং এ আসে দৌড়ের অংশ থেকে
৭. মাথা ব্যাথা, ঘাড় ব্যাথা
আমি পর্যাপ্ত পানি খেতে থাকি (পান করতে থাকি)। তারপরেও কোনদিন বেশি দৌড়ালে (সেদিন ঘাম বেশি হয়ে) এবং মাথা ধরে। যদিও খুব বেশি দৌড়লে-- হাফ ম্যারাথন টাইপের বা ১০ মাইল তখন গেটরেট টাইপের ভিটামিন ওয়াটার বেশি খাওয়ার চেষ্টা করি। কারণ লবণ এবং মিনারেল শূন্যতা কমে যায়। তারপরেও দেখি সেদিন মাথা ধরে। এবং নরমাল দিনগুলোতে পর্যাপ্ত ঘুম আর পানি খাওয়ার জন্য মাথা ব্যাথা প্রব্লেম আমার কম হয়। এবং মনিটর এর হাইট লেভেল এডজাস্ট করার কারণে ঘাড় ব্যাথার প্রব্লেম বেশি হয় না। কদাচিৎ ঘুম বা বালিশের উল্টাপাল্টা হলে হয়। যেটা দুই একদিন এর মধ্যে সেরে যায়।
৮. Imposter Syndrome
যদিও আমি অনেক দিন কাজ করার কারণে এইটা অনেক দিন ধরে আমার হয় না। তবে ফার্স্ট যখন চাকরিতে জয়েন করি। তখন এইটা ছিল। এই Imposter Syndrome হচ্ছে-- আমি হয়তো পারবো না। অন্য সবাই কত কত বড়। কত কিছু জানে। আমি কিছুই জানে না। এমন অনেক মনে হতো। আমার কপাল ভালো ছিল আমার একজন কলিগ খুব ভালো ভাবে আমাকে গাইড করেছিল। সেও যে জানে না অনেক কিছু সেটা শেয়ার করতো। আমি ধীরে ধীরে শেখানোর কাজে জড়িয়ে পড়ি। মিটআপ এ টক দেয়া শুরু করি। তারপর এই Imposter Syndrome চলে গেছে।
৯. ঘুম
একটা সময় ছিল রাত ১০.০০ বাজলেই লাইট অফ করে দিতাম আর ভোর ৫টায় উঠে যেতাম। এখন আর সেটা পসিবল হয় না। তবে মিনিমাম ৭ ঘন্টা ঘুম মেইনটেইন করার চেষ্টা করি। কোনদিন একটু কম হলে পরের দিন পুষিয়ে দেয়ার চেষ্টা করি। আমি কখনোই দিনে ঘুমাই না। রাতে একবারে ঘুমাতে যায় (এখন সেহেরি এর জন্য একটু ব্রেক পড়ে) তারপরেও ৭ ঘন্টা ঘুম নিশ্চিত করার চেষ্টা করি
১০. ক্যাফেইন (চা, কফি, কোল্ড ড্রিঙ্কস/সোডা, এনার্জি ড্রিঙ্কস)
আমি গত এক যুগ ধরে চা-কফি খাই না। এক চুমুকও খাই নাই। কোল্ড ড্রিঙ্কস গত ৮-৯ বছর ধরে খাই না। এক চুমুকও না। আর এনার্জি ড্রিঙ্কসও না। সো, আমার ক্যাফেইন রিলেটেড সমস্যা নাই। কেউ কেউ কফি বা চা আসক্ত। না হলে চোখ খুলতেই পারে না। বা কেউ কেউ পরিমিত খাওয়ার চেষ্টা করে। কিন্তু আমি সেই লাইনে নাই। এমনকি কেউ কেউ বলে গ্রিন টি ভালো বলে তাদের কথা শুনি। কিন্তু খাই না। কেউ কেউ বলে পিজ্জা বা বিরানি খাইলে নাকি কোক লাগে। আমি তাদের সাথে তর্কে যাই না। তবে আমার কোক ছাড়া ভালোই চলতেছে।
১১. স্ট্রেস / মেন্টাল হেলথ
ক্যারিয়ার শুরুর দিকে অনেক স্ট্রেস ছিল। প্রথম এক দেড় বছর। ধীরে ধীরে আমি যখন কাজগুলো ধরে ফেলতে পারছি। প্রসেস ধরে ফেলতে পারছি তারপর থেকে আর স্ট্রেস তেমন হয় না। খুবই রিলাক্স মুডে চলতে থাকে।
তবে কারো কারো বিশেষ করে জুনিয়রদের এইটা বেশি হয়। প্রজেক্ট ডেডলাইন নিয়ে ভালো প্যারা হয়। তাদেরকে বলবো কাজ করতে থাকো। এইগুলা লাইনে চলে আসবে।
১২. ভিটামিন D এর ঘাটতি।
এইটা আমার আছে। আমি ঘরকুনো ফার্মের মুরগি টাইপের। তাই ভিটামিন ডি এর ঘাটতি আছে। ডাক্তার বলেছে এইটা যদি আরো কমে তাহলে ট্যাবলেট দিবে। কমানোর জন্য মাঝে মধ্যে বাইরে হাঁটার চেষ্টা করি। কিছু মাছ আছে সেগুলা মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করি।
ডিসক্লেইমার: আমি কোন স্বাস্থ্য বিশেষজ্ঞ না। নিজে নিজে যেগুলা ভালো মনে হয় সেগুলা নিয়ে সচেতন থাকার চেষ্টা করি। কারো এই স্বাস্থ্য রিলেটেড সিরিয়াস ইস্যু হলে সেটা নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপণ্য হওয়া উচিত।

21/04/2022

এমন অফিস কোথায় পাবো?

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Freelancer Jashimcse

In fiverr.com Completed 47 Projects and True-lancer 12,Up-work 19 Projects .Others local project more than 100+ Total project 200+ and Income(Approximately) $5k.

http://jashimcse.info/

More details :Google Jashimcse

Category

Address


Dhaka
1216

Other Tutors/Teachers in Dhaka (show all)
Dr. Anis Ahmed Dr. Anis Ahmed
1st Floor, Dept. Of App. Physics, Electronics & Comm. Engg, University Of Dhaka
Dhaka

Professor, Dept. of Electrical and Electronic Engineering, University of Dhaka, Bangladesh

Professor Dr. M. R. Sarkar Professor Dr. M. R. Sarkar
Department Of Anatomy
Dhaka

Shuvo Rahman Shuvo Rahman
Dhanmondi Road #01, Please Ask Him For More Details. .
Dhaka, 1205

Nusrat Ahmad Chaudhury Nusrat Ahmad Chaudhury
43 Mohakhali C/A
Dhaka, 1212

M H T M H T
House 9, Road 9, Sector 3
Dhaka, 1230

MHT is a reputed institution providing quality academic training since 1998.

Ramvadrapur Reboti Mohon High school Ramvadrapur Reboti Mohon High school
Ramvadrapur, Bhedarganj, Shariatpur
Dhaka, 8030

Education is the backbone of a nation. Please help our school page to go ahead. Stay Connect & Stay Close.

ALAM SIR ALAM SIR
Uttara
Dhaka, 1230

Md Ahsan Ul Alam (Born on August 26, 1957) is a Bangladeshi scholar, teacher and now working as Principal at the Amzad Ideal College.

Tommy Miah's Hospitality Management Institute Tommy Miah's Hospitality Management Institute
840-841, Ring Road, Baitul Aman Tower (5th Floor), Shamoly
Dhaka, 1207

A sincere welcome and a grateful thank you for considering Tommy Miah’s Hospitality Management Ins

E͜͡n͜͡g͜͡l͜͡i͜͡s͜͡h͜͡ B͜͡o͜͡o͜͡s͜͡t͜͡e͜͡r͜͡Plus E͜͡n͜͡g͜͡l͜͡i͜͡s͜͡h͜͡ B͜͡o͜͡o͜͡s͜͡t͜͡e͜͡r͜͡Plus
Wari
Dhaka

𝗧𝗵𝗶𝘀 𝗽𝗮𝗴𝗲 𝗶𝘀 𝗰𝗿𝗲𝗮𝘁𝗲𝗱 𝘁𝗼 𝘁𝗲𝗮𝗰𝗵 𝗲𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 𝗴𝗿𝗮𝗺𝗺𝗮𝗿 𝗳𝗼𝗿 𝘁𝗵𝗲 𝗯𝗲𝗻𝗴𝗮𝗹𝗶 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀!

Tutor's Aid Tutor's Aid
Mirpur
Dhaka, 1216

১ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অভিজ্ঞ টিচার দিয়ে থাকি।

Kids TV Kids TV
G Blog Ganeva Camp Mohammadpur
Dhaka, 1207

Kids TV ABC learning abcd a for apple b for ball phonics song ABCD Alphabet Song Rhymes ABCD Learning for Children abc song Nursery Rhymes

English Reading Habit English Reading Habit
Tajmohal Road
Dhaka, 1207

The aim of this page is to improving people’s English sense by reading habit.