Borno Creations
Nearby clothing stores
1212
Gulshan
Gulshan
Gulshan
Badda
Gulshan
Gulshan
Kawran Bazar
1212
Block-F
Gulshan
1212
1216
Gulshan, Ramna
Gulshan
The Borno Collection is a store mainly for women's Fashionable clothing.
শীত চলে আসছে.আলহামদুলিল্লাহ৷
তবে এ বছৱ সবাই সচেতন থাকবেন...
শুনলাম কোন কোন দেশ নাকি এরকম একটা জঘন্য বিষয়েও ফ্রান্সকে সমর্থন করে হ্যাশট্যাগ ব্যবহার করে আলোচনায় চলে আসছে!!
চলুন কমেন্ট এবং পোষ্টের মাধ্যমে বয়কট ফ্রান্সের হ্যাশট্যাগ গুলোই হোক বাংলাদেশে আজকের সব চাইতে ট্রেন্ড। তাহলে শুরু করা যাক?
❤️
❤️
💙💚💜
আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন,
" যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যাবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।"
কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না । তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে ।
কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, " ও আসলে আমরা কাছ থেকে কত টাকা আয় করলো ? "
বরং এটা কখনো ভাববে না যে,
"ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো ? "
আপনি যখন ব্যাবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ ।
সেই প্রথম সময়টায় আপনার খুব কাছের বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে । কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে । অন্যরা হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না ।
এরপর একটা সময় আসবে, যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন। হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন ।
দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব, কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন ।
শুধু সেই অপরিচিত মানুষগুলোই নেই ।
Alhamdulillah...❤
আমাৱ পেইজে কে কে ৱান্নাৱ বিজনেস কৱেন?ৱাধুনি আপুদেৱ দেখতে চাই...😀
আসসালামু আলাইকুম৷
কেমন আছেন সবাই?
অনেক দিন পৱে আমাৱ নিজেৱ পেইজে আসলাম৷আবাৱ নতুন কৱে শুৱু কৱবো....ইন শা আল্লাহ৷
আমাদেৱ পথচলা অল্পদিনেৱ৷ৱেগুলাৱ পোশাক নিয়েই কাজ কৱেছি৷আমৱা আমাদেৱ প্রোডাক্ট আৱ সার্ভিসে নতুনত্য আনতে চাই৷আবাৱ নতুন ভাবে আপনাদেৱ সামনে আসতে চাই৷তাই আমাদেৱ সময় দৱকাৱ..আৱ সেই জন্যই আমাদেৱ সার্ভিস এখন বন্ধ থাকবে...তবে সার্ভিস বন্ধ থাকলেও মাঝে মাঝে পোষ্ট কিন্তু কৱবো..এবং আল্লাহ চাইলে ইন শা আল্লাহ খুব অল্প সময়েৱ মধ্যেই আমৱা আবাৱ ফিৱে আসবো....
আশা কৱি আপনাৱা আমাদেৱ সাথেই থাকবেন৷সবাৱ জন্য অনেক দুয়া আৱ ভালোবাসা ৱইলো....
আল্লাহ আমাদেৱ সবাইকে ভালো ৱাখুক সুস্থ ৱাখুক...আমিন৷
🛑 কয়েক দিন আগের ঘটনা, আমাদের এলাকায় এক লোক প্রতিদিন পাশের রিকশার গ্যারেজ থেকে ভাতের ফ্যান/মাড় নিয়ে যায়। জিজ্ঞেস করলে বলে কাপড়ে দিবে। তো কয়েকদিন পর গ্যারেজ মালিকের সন্দেহ হয়, মাড় নিয়ে ফেরত যাওয়ার সময় এক পিচ্চিকে পিছন পিছন পাঠিয়ে দেয় দেখতে যে, ওই লোক প্রতিদিন এত মাড় দিয়ে কি করে। পিচ্চি এসে যা বলে, তা শোনার জন্য ওই রিক্সার গ্যারেজ মোটেই প্রস্তুত ছিলেন নহে। পিচ্চি বলে,মাড় নিয়ে তারা সপরিবারে খায়। ওটা খেয়েই দিনাতিপাত চলে। পরে জানা যায়, ভদ্রলোক চাকরি করতেন, চাকরি নেই, বাসা ভাড়া বাকি। খাওয়া খরচের টাকা নেই, ভিক্ষুক তো নন যে হাত পাতবেন। অগত্যা পেট বাঁচাতে এই ব্যবস্থা।
ঘটনাটি জানার পর বেশ কতক্ষণ বুকে চাপ লেগে ছিল, গলার কাছটায় মনে হচ্ছিল কিছু আটকে গেসে। ওই লোকের জায়গায় আপনি আমি যে কেউই থাকতে পারতাম। আল্লাহর সাথে আমাদের বিশেষ কি কোন চুক্তি আছে যে, তিনি আমাদের এরকম অবস্থায় ফেলবেন না?
📖 এমন কে আছে, যে তোমাদেরকে রিযিক দান করবে, যদি তিনি তাঁর রিযিক বন্ধ করে দেন? বরং তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে। - মূলক :২১
হে ভাইয়েরা! আসুন শুকরিয়া আদায় করি,এই কঠিন পরিস্থিতেও আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন, উত্তম রিজিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ!
আপনার প্রতিবেশীর পরিচিতদের খোঁজ নিন, হতে পারে তারা কষ্টে আছে, মুখ ফুটে বলছে না। এরকম লোককে খুঁজে সাহায্য করা ভিক্ষুককে শত গুন দানের থেকে উত্তম বলে মনে করি।
⚛Collected post⚛
Few pieces available....
আমি যেহেতু লাইভ করি না,তাই ড্রেসের যেকোন খুটিনাটি এবং যেকোন এঙ্গেল থেকে ছবি চাওয়ার অধিকার অবশ্যই আপনার আছে৷আপনি টাকা দিয়ে ড্রেস কিনবেন,তার দাম ৫০০ হোক বা ৫০০০,১০০ টা প্রশ্ন করার অধিকার আপনার আছে৷আমি বিরক্ত হই না৷মাঝে মাঝে কিছু আপু দাম জিজ্ঞেস করে,খুটিনাটি প্রশ্ন করে আমিও উত্তর দেই,পরে তারা অর্ডার করেন না৷আমি বিরক্ত হই না৷যেমনটা অনেক সময় মার্কেটে গিয়ে কোন জিনিস পছন্দ হলে আমরা দেখি,পরে আর কেনা হয় না অনেকটা তেমনই৷আপনার ড্রেস সম্পর্কে হাজারটা প্রশ্নের উত্তর আমি দিবো,কারন সম্পর্ক শুধু বিজনেসের না ভালোবাসা আর শ্রদ্ধারও৷ঠিক তেমন ভাবে আমিও আশা করবো ভালোবাসা আর শ্রদ্ধাটুকু যেনো আপনাদের থেকে আমিও পাই.....😊💗
Cute akta Pink...
কাতান ড্রেস কার কার পছন্দ?....
Get Well Soon Captain...
আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।
আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।
আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি।
করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
পরিবার পৃথিবীর সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান৷
আপনি যত বড় বিশ্ববিদ্যালয়ের যত বড় সার্টিফিকেটধারী হন না কেন,আপনার ব্যবহার বলে দিবে আপনি কোন ধরনের পরিবার থেকে এসেছেন৷
Stock out
Available
Block Collection for regular use...
আমারতো এমন হয়৷😃😁
আর কার কার এমন হয়??😂😆😂
সত্যি বলতে ড্রেস হিসেবে সবুজ রংটা আমার তেমন পছন্দ না,আমি সবসময়ই এই রংটা এভয়েড করেছি৷কিন্তু এই দুইটা ড্রেস দেখার পর আমি এদের প্রেমে পরে গেছি৷আমার সবথেকে বেশি সেল হওয়া ব্লক কালেকশনের মধ্যেও এই ড্রেস ২ টা অন্যতম৷
মেয়েদের অরেন্জ কালারের প্রতি আলাদা একটা দুর্বলতা থাকে সম্ভবত৷এই কালারটা পরলে গায়ের রংটা বেশ উজ্জল দেখায়,এটাও কারন হতে পারে৷কার কার অরেন্জ কালারের ওপর দুর্বলতা আছে?
অল্প কিছু ব্লক কালেকশন আছে৷পেইজে আপডেট দেয়া হবে৷কারোও লাগলে ইনবক্স করবেন...
৩১ মে থেকে সীমিত আকারে সব প্রতিষ্ঠান খুলে যাচ্ছে৷আমরাও ভাবছি পেইজের কার্যক্রম আবার শুরু করবো৷
আপনাদের মতামত জানতে চাচ্ছি??
এবারের ইদ নতুন পোশাকের না...
এবারের ইদ ভোজন বিলাসিতার না...
এবারের ইদ ঘোরাফেরারও না...
এবারের ইদ বেঁচে থাকার...এবারের ইদ সুস্থ্য থাকার ইদ......ইদ মোবারাক..
এবার ইদে শপিং করেনি,এমন কেউ কি আছে??
আলহামদুলিল্লাহ৷
আরো একদিন রমজান মাস পাবো৷
ঘূর্নিঝড়ের বা ঝড়ো বাতাশ চলাকালীন
সময় পড়ার দোয়া....
"আল্লাহুম্মা ইন্নি
আসআলুকা
খাইরাহা ওয়া
আউযুবিকা মিন
শাররীহা" ।
অর্থঃ হে আল্লাহ
আমি তোমার
নিকট ( ঝড় ও
বাতাসের )
কল্যাণটুকু চাই,
আর আমি
তোমার নিকট
আশ্রয় চাচ্ছি
উহার
অনিষ্ট হতে ।
_____[ আবু
দাউদ,৪/৩২৬ ]
আমরা আজ রাত থেকেই শবে ক্বদর তালাশ করি৷নিজের জন্য আর পৃথিবীর জন্য দুয়া করবো৷ইনশা আল্লাহ,আল্লাহ আমাদের সবাইকে মাফ করবেন৷
#শবে_ক্বদরের_জন্য_কিছু_আমল
আজ রাত থেকে লাইলাতুল ক্বদর তালাশ করুন। যদি লাইলাতুল কদর পেয়ে যান তবে সে রাত্রের আমল হবে টানা ৮৩ বছর ৪ মাসের সমান। কারন এই রাত হাজার মাস ইবাদত করার চেয়েও উত্তম। ছোট ছোট কিছু আমল প্রতি রাতে করতে পারেন।
১) সূরা ইখলাস (কুলহু আল্লাহু আহাদ) বেশিবেশি বুঝে বুঝে পড়বেন। তিনবার পড়লে একবার পুরো কোরআন পড়ার সাওয়াব পাবেন। (সহীহ বুখারি ৫০১৫)
২) মসজিদে/ অন্য কোথাও নিজে সাধ্যের আলোকে প্রতিরাতে ২ টাকা হলেও দান করুন। যদি রাতটি লাইলাতুল ক্বদর হয় তবে আপনি লিটেরালি ৮৩ বছর টানা ২ টাকা দানের সাওয়াব পাবেন। বোনেরা আপনার ভাই/হাজবেন্ডের মাধ্যমে টাকা পৌছাতে পারেন।
৩) কয়েক পৃষ্টা কোরআন তেলোয়াত করুন। রাতের বেলায় যে ১০০ আয়াত কোরআন পাঠ করবে তাঁকে সারারাত তাহায্যুদ পড়ার সাওয়াব দিবেন। (সহিহুল জামে ৬৪৬৮)
সূরা কদর থেকে সর্বশেষ সূরা নাস পর্যন্ত পড়তে পারেন। কম সময়ে অতি সহজে ১০০ আয়াত পূর্ন করতে পারবেন।
৪) সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি বেশি পাঠ করবেন। কারন এটি একবার পাঠ করা আল্লাহর রাস্তায় পাহাড় পরিমান স্বর্ণ দান করার চেয়েও উত্তম। [তাবরানি ফিল কাবির: (৭৭৯৫)]
৫) বেশি দুরুদ, ইস্তেগফার ও অন্যান্য যিকির করবেন।
৬) মসজিদে ফরয নামায পড়তে গেলে বাসা থেকে ওযু করে যাবেন। তাহলে পুরোপুরি একটি কবুলযোগ্য হজ্বের সাওয়াব পাবেন। (মিশকাত ৭২৮) বোনেরা আপনার পরিচিত সবাইকে আমলটিতে উদ্বুদ্ধ করুন। ইনশাআল্লাহ, আপনি সমান সাওয়াব পাবেন।
৭) আর বিশেষ করে লাইলাতুল কদরের ছোট্ট এই দোয়াটি পড়বেন।
"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি"...
অর্থঃ হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ কর।তাই আমাকে ক্ষমা করো। (আহমাদ ৬/১৮২)
৮) কিছু সময় পিতামাতার খেদমত করতে পারেন।
৯) কয়েক রাকাত নফল সালাত আদায় করবেন। সেহরির পূর্বে অন্তত দুই রাকাত তাহায্যুদ পড়বেন।
১০) সুন্দর করে দু রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তওবা করবেন।
রামাদানের এই শেষ দশ রাতের একটা মুহূর্তকেও অপচয় করবেননা। কারন রাতটি যদি শবে ক্বদর হয়ে যায় তবে আপনি অনেক সাওয়াব থেকে বঞ্চিত হবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তাওফিক দান করুক..আমিন৷
[কপি-পেস্ট/শেয়ার করুন। কারন আপনার পোস্টের কারনে কেউ আমল করলে আপনি সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ]
সমগ্র পৃথিবীর যুদ্ধ করোনা ভাইরাসের বিরুদ্ধে আর আমাদের যুদ্ধ তার থেকেও ভয়ংকর ক্ষুধার বিরুদ্ধে..
আমরা কম-বেশী সবাই শপিং করতে পছন্দ করি৷
সারা বছর ইচ্ছামতো শপিং করলেও প্রতি বছর ইদেই আমরা কম হলেও ৪/৫ টা ড্রেস তো কিনিই৷
আমাদের একটা ইদের ড্রেসের টাকা দিয়ে হয়তো কোন কোন পরিবারের এক মাসের ডাল-ভাতের চাহিদা মিটবে৷
তাই অন্তত এবার ইদের ড্রেসটা কেনার আগে একটা বার চিন্তা করবেন প্লিজ৷
পরের বছর আল্লাহ চাইলে আবার শপিং হবে৷এ বছরটা অভুক্ত কোন পরিবারের ডাল-ভাতের ব্যবস্থা হোক৷
শপিং মলগুলো খুলে যাচ্ছে৷অনলাইনে যারা অফ ছিলেন তারাও আবার অন হয়ে যাচ্ছেন৷
সবকিছুর আগে জীবনের দাম অনেক বেশী৷যেখানে জীবন-মৃত্যু নিয়ে লড়ছি,সেখানে শপিং!!
এবছর বেঁচে থাকলে আগামী বছর জমিয়ে শপিং হবে ইন শা আল্লাহ৷
সবকিছু ঠিক হলে ইন শা আল্লাহ বিজনেস আবার হবে৷আবার নতুন নতুন ড্রেস নিয়ে আপনাদের সামনে আসবো৷
For people in business, 2020 is really just a year for staying alive. Don’t even talk about your dreams or plan. Just make sure you stay alive, then you would have made a profit already.
~ Jack Ma
Alibaba Group
InshaAllah...
রমজান মাস আমার খুব প্রিয় মাস৷আমার মতো আরো অনেকের কাছেই প্রিয়৷
যদিও কোনদিন ভাবি নি,এই ভাবে গৃহবন্দী রমজান মাস কাটাবো!তারপরও আল্লাহ যা করেন,তা অবশ্যই আমাদের ভালোর জন্যই৷
হয়তো আল্লাহ-তায়ালার ইচ্ছা এবার আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান মাস পালন করাবে৷যেই রমজানে থাকবে না অতিরিক্ত খাবারের আধিখ্যেতা,হয়তো আল্লাহ চাইছেন এই রমজান হবে শুধুই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আর শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের৷ইফতার পার্টি,সাহরি পার্টির জন্য নামাজের গাফিলতি হবে না৷শপিংয়ের উদ্দেশ্য ইবাদাত মিস হবে না৷
আমি-আপনি আমরা কেউই ইফতার পার্টি,সাহরি পার্টি,বুফে বা রমজানের ৩০ দিনই মার্কেটে ঘোরার লোভ থেকে মুক্ত না৷
তাই এবার লকডাউনের উছিলায় হলেও আমাদের জীবনে প্রথম কোন সহিহ শুদ্ধ রমজান পালন করতে যাচ্ছি ইনশা আল্লাহ৷আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক৷আমিন৷
আল্লাহ চাইলে অবশ্যই আমরা খুব শ্রীঘ্রই আবার স্বাভিবক জীবনে ফিরবো,ইনশা আল্লাহ৷তবে অবশ্যই এই সময়ের শিক্ষাটা যেন কাজে লাগাতে পারি৷
আল্লাহ আমাদের সবাইকে মাফ করে পুরো পৃথিবীকে করোনা ভাইরাস থেকে রক্ষা করুক...আমিন৷
সবাই মাহে রমজানের শুভেচ্ছা৷
কাল থেকে রমজান,জুম্মার দিন,আর বৃষ্টি,এই সবগুলো রহমতের উছিলায় মহান আল্লাহ আমাদের পৃথিবীকে করোনা ভাইরাস মুক্ত করুক...আমিন৷
রাস্তায় বাঘ ছেড়ে দিলেও আমাদের দেশের কিছু মানুষ সেই বাঘের সাথে সেলফি তোলার জন্য হলেও বাইরে বের হবে..
Hello
Everyone!!!
চারপাশের মানুষগুলো অনেকে অনেক অসহায় অবস্থায় আছে৷তারা কিন্তু গরীব না৷শুধু এখন তাদের কাজ নাই তাই তারা অসহায়৷
ঠিক এমনই একজন মানুষের ফোন পেলাম,একটু সাহায্যের আবেদন৷মানুষ হিসেবে মানুষের অসহায়ত্ব দেখে নিজেরও খুব অসহায় লাগে৷মানুষিক ভাবে দুমড়ে মুচড়ে যাই৷
বারবার সর্বশক্তিমানের কাছে একটাই দোয়া- আমাদের মাফ করে দাও৷আমাদের পৃথিবীটাকে আবার ঠিক করে দাও৷আমাদের আর শাস্তি দিও না আল্লাহ৷আর সহ্য হচ্ছে না৷রহমতের মাস রমজান,এই মাসটাতে আমাদের উপর রহমত দান করো আল্লাহ৷
আমার/আপনার মন খারাপ,আমরা বাইরে যেতে পারছি না৷আমাদের সন্তানদের বার্গার পিৎজার আবদার মেটানো যাচ্ছে না,কিন্তু আমাদের আশে-পাশেই এমনও অনেক বাবা-মা আছে,যারা তাদের সন্তানদের একবেলা খেতে দিতে পারছে না৷
ঠিক এই জায়গায় নিজেকে একটা বার কল্পনা করে দেখেন৷কি অদ্ভূত কষ্ট হচ্ছে তাই না??!!!
তাই প্লিজ প্লিজ যার ঠিক যেমন সামর্থ্য ঠিক তেমন করেই সেই অসহায় মানুষটার পাশে থাকেন৷আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন৷
বাংলা নববর্ষের শুভেচ্ছা
সবাই ঘরে থাকুন,সুস্থ্য থাকুন৷
ইনশা আল্লাহ, মহান আল্লাহ-তায়ালা আবার সব কিছু আগের মত স্বাভাবিক করে দিবেন৷
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Gulshan, Badda
Dhaka
1212
Plot#29, Road#13, Sector#11, Uttara
Dhaka, 1230
Original designer boutique based in Dhaka. Estd. 2010
Takia Center, House: 39, Shonargaon Janapath Road, Sector: 07, Uttara
Dhaka, 1230
Official Page of Mansha
Dhaka
Shahnaz Hamza (Lipi) established "Virgo" in 1991. The label specializes in ethnic and indo-western wear developed by an innovative blend of variety of fabrics and colours. "Virgo" ...
Dhaka
PURPLE is an online boutique • an only pre-order basis • It's an online shop for designer collection
Dhaka, 1212
♥ ♥ ♥ Fashion refers to the styles and customs prevalent at a given time. In its most common
Dhaka, 1207
"Hawkeri" is a place where you will find some of unique eye caching product which developed with extensive care, love, and passion to maximize satisfaction of yours.
Modhubag, Konapara, Jatrabari
Dhaka, 1362
SOMOY Fashion Shop is a reputed online shop. all kinds of fashionable products are available here for you.
Level_4, Block_c, Shop No_93-96, Bashundhara City Shopping Mall. Panthapath
Dhaka, 1215
Sharee Centre" for Everyday Every Occasion. Exclusive collection, inexpensive price and of course ex