Cholo xyz
This is the official page of Cholo xyz your source for news and conversation about Cholo xyz’s consumer products and services.
Services like “Lunch box”, “To let”, “Medicine” and “Rent a car” can make our busy life easy.
Treety
এবার ঘরে থেকেই বৈশাখী মেলা জমে উঠবে রমনার বটমূলে বাংলাদেশের ই-কর্মাস প্লাটফর্ম গুলোর মাধ্যমে। জমবে মেলা ঘরে ঘরে বৈশাখী ঝড়ে।
শুভ নববর্ষ।
মঙ্গল দিন আসবেই।
আপনার পছন্দের গাছের সাথে আকর্ষনীয় সব অফার পেতে আজই ডাউনলোড করুন আমাদের এপ।
সাওম হচ্ছে এমন একটি ইবাদাত যা আপনাকে ঘুমানোর সময়ও নেকী দিতে থাকবে।
-|হাফসা বিনতে উমার (রাদি)|
মাহে রমজান এর শুভেচ্ছা।
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা, যেটাকে আমরা মেগাসিটি বলি, তার জনসংখ্যা এখন ১ কোটি ৭০ লাখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) দেওয়া এই হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে, ঢাকা পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরগুলোর তালিকায় ১১তম। কিন্তু আয়তনের তুলনায় জনসংখ্যার হিসাবে এটিই এখন পৃথিবীর সবচেয়ে জনঘন শহর। এখানে প্রতি বর্গকিলোমিটার এলাকায় বাস করে ৪৩ হাজার ৫০০ মানুষ। এটা ভীষণ উদ্বেগজনক তথ্য।
জনসংখ্যা রেখে এবার আসি পরিবেশ দূষনের দিকে।দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ঢাকা। আমাদের ভবিষ্যৎ কতোটুকু নিরাপদ। আমাদের বর্তমান অবস্থাই বা কি! আমরা নিজেদের অবস্থান থেকে কি করছি এই বাস্তবতা বদলানোর জন্য?
প্রশ্ন গুলো এবার একটু অন্য ভাবে পর্যালোচনা করি।যেখানে আমাদের দেশে প্রতি বর্গকিলোমিটার এলাকায় ৪৩ হাজার ৫০০ মানুষ বাস করেন সেখানে দুই-তিন বা পাঁচ হাজার বর্গফুটের বাড়ির ছাদগুলো তালা বন্ধ করে ফেলে রাখা সত্যি বিলাসিতা। জার্মানিসহ গোটা ইউরোপের বেশির ভাগ দেশ যেখানে জনসংখ্যা নেগেটিভ আয়তন অনেক বড়, সেখানে শুধু ছাদেই নয় জানালার কোণা থেকে শুরু করে বাড়ির দেয়াল কোথাও বাকি নেই, যেখানে তারা গাছ লাগায় না। স্কুলের বাচ্চা থেকে শুরু করে বুড়োবুড়ি সবার প্রকৃতি প্রেম। ৮০-৯০ বছরের বয়স্ক পুরুষ-নারীও সারা দিন বাগানে কাজ করে গাছের পরিচর্যা করেন।
এসব উন্নত দেশগুলোতে মালি বা কাজের লোকের বিলাসিতা নেই। বাজার, রান্না, ধোয়ামোছা, বাগানের পরিচর্যা, সার-পানি দেওয়া, সব নিজেদের করতে হয়। আর এই সব গাছের বেড়ে ওঠার জন্য যে সার দরকার তাও তারা নিজেরাই ঘরে তৈরি করেন। অনেক বাড়ি থেকে কোনো পচনশীল আবর্জনা পাওয়া যায় না, মানে শূন্য পার্সেন্ট। বাংলাদেশে আগে গ্রামের বাড়িগুলোতে উঠোনের পাশে মাটিতে পচনশীল আবর্জনা পুতে রাখার ব্যবস্থা থাকলেও শহরের বাড়িতে তা অসম্ভব। জার্মানিতে বাড়ির বাগানে নেটের একরকম খাঁচা থাকে, যেখানে তারা প্রতিদিনের রান্না ঘরের পচনশীল বর্জ্যগুলো ফেলে রাখেন। সেগুলো পরে রোদে বৃষ্টিতে মাটিতে মিশে গিয়ে মাটি উর্বর করে।
আমাদের দেশেও বাড়ির ছাদে খোলা ড্রাম বা ইটের চারকোনা বাক্সে এক স্তর পচনশীল বর্জ্য এক স্তর মাটি বা বালি দিয়ে খুব সহজে জৈব সার বানানো যায়। যেটা ওই বাড়ির ছাদের বাগানের সারের চাহিদা মেটাতে পারে। বাড়ির প্রতিদিনের রান্নাঘরের উচ্ছিষ্ট থেকে যেমন জৈব সার পাওয়া যায়, বাইরে থেকে সার কেনার দরকার হয় না তেমনি বালিভর্তি অনুর্বর মাটির উর্বরা ফিরিয়ে দেওয়া যায়। সব উন্নত দেশ এমনকি ভারতেও এখন বায়োফুড বা কেমিক্যাল সার ও কীটনাশক মুক্ত খাবার বা শাকসবজি চাষাবাদ শুরু হয়েছে।
আমাদের পুরো ঢাকা শহর কংক্রিটে ঢাকা। কোথাও কোনো খালি জায়গা নেই। যেকোনো আবাসিক এলাকা যেমন বসুন্ধরার ১০০টি বাড়ির ৫০০০ বর্গফুটের ছাদ মানে পাঁচ লাখ বর্গফুট খালি জায়গা। ছাদগুলোর অর্ধেক খালি জায়গায় যদি শুধু কাঁচামরিচ লাগানো যায় তাহলে চাহিদার বিপুল অংশ গূরণ হতে পারে। বাংলাদেশে মসলাজাতীয় ফসলের মধ্যে মরিচের অবস্থান প্রথম সারিতে। তারপরেও দেশের চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকে আমদানি করতে হয়। কারণ মরিচ প্রতি বাড়িতে প্রতিদিন দরকার। একটি ৩০০০ বর্গফুটের ছাদে খালি ৩০ থেকে ৫০টি গাছ অনায়াসে লাগানো যায়। কাঁচা অবস্থায় প্রতি শতাংশে ১০০-১২০ কেজি মরিচ পাওয়া যেতে পারে। তাহলে পুরো ঢাকা শহরে বা দেশের বড় বড় শহরগুলোর ছাদে প্রচুর মরিচের সম্ভাবনা রয়েছে। ফুলের টবে না লাগিয়ে পিলার বরাবর দেড় থেকে দুই ফুট গভীর ইটের চৌবাচ্চার মতো হলে পানি বা সার দেওয়া সহজ এবং জায়গা বেশি পাওয়া যায়। পাশাপাশি চিলেকোঠার দেয়ালে একটি কবুতরের ঘর বানিয়ে দিলে ভাত ও অন্যান্য উচ্ছিষ্ট খেয়ে এক জোড়া কবুতর বাসায় নির্মল বিনোদন ও প্রশান্তি এনে দিতে পারে। সেই সঙ্গে বাড়ির শিশুদের কিছু সময়ের জন্য ভিডিও গেম থেকে দুরে রেখে ইট-কাঠ-পাথরের শহরেও প্রকৃতির প্রতি মায়া, মমতা ও ভালোবাসার জন্ম দিতে পারে। কবুতরগুলোও আকাশে ডানা মেলে ইকো-সিস্টেমের ভারসাম্য আনতে পারে।
একটি বাড়ির ছাদের চারদিকে দেয়ালের ধারের পিলার বরাবর বাগান করা হলে পিলার সহজে মাটির বাড়তি ওজনের ভার নিতে পারে। সিঁড়ি বা চিলেকোঠার একদিক বাদ রেখে বাকি তিন দিকে গাছ লাগানো যায়। এক পাশের দেয়ালের এই ইটের ঘর সব সময় খোলা রেখে এক স্তর বালি এক স্তর রান্নাঘরের পচনশীল বর্জ্য রোদে এবং বৃষ্টিতে ভিজে কম্পোস্ট হয়ে সার বানানোর জন্য রেখে বাকি দুই দিকে গাছ লাগানো যায়। বালি বা মাটি দেওয়ার ফলে এই পচনশীল বর্জ্য গন্ধ ছড়াবে না। এরপরে সেটি পুরোপুরি ভরে গেলে গাছ লাগানোর তৈরি হয়ে গেল। ফলে বাইরে থেকে মাটি আনার দরকার নেই। রান্না ঘরের বর্জ্য পচে অনুর্বর বালির সঙ্গে মিশে জৈবসার হয়ে গেল। এভাবে অন্য পাশের দেয়ালগুলো পর্যায়ক্রমে উর্বর মাটি তৈরি করে নিলে বাইরে থেকে সার বা মাটি আনার দরকার হয় না। অন্যদিকে পচনশীল বর্জ্য কাজে লাগানো গেল।
আমাদের দেশের আবহাওয়া উচ্চ তাপমাত্রা ও প্রচুর আর্দ্রতা শীতপ্রধান দেশগুলোর তুলনায় অনেক দ্রুত জৈবসার তৈরি করে। অন্যদিকে ঢাকার ৪ হাজার ৫০০ টন বর্জ্য থেকে যদি ৫০০ টন জৈব সার পাওয়া যায় (প্রতি কেজি ইউরিয়ার সমপরিমাণ দাম হলে ১ কোটি ৫০ লাখ টাকার সার উৎপাদন সম্ভব। ইউরিয়া আমদানি খরচ ৩০ টাকা প্রতি কেজি)। এতে একদিকে রাসায়নিক সারের ব্যবহার কমানো গেল অন্যদিকে অনুর্বর শুষ্ক মাটিতে উর্বরতা বাড়ানো যায়।
সরকারি কর্মকর্তা (সচিব) নজরুল ইসলাম খান তার মিন্টো রোডের সরকারি বাড়ির প্রতিটি কোণে সবুজ গাছ লাগিয়েছেন। পুরোটাই প্রাকৃতিক জৈব সার থেকে ইকো ব্যালেন্স করে।
ঢাকা শহরের অনেক এলাকা বিশেষ করে যেখানে বিশুদ্ধ পানির অভাব রয়েছে সেখানে ছাদে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা যায় খুব সহজেই। ছাদের চিলেকোঠা থেকে সরাসরি বাগানের গাছে পানি দেওয়া, কাপড় বা গাড়ি ধোয়ার জন্য একটি আলাদা স্থায়ী বা ব্যবস্থা করার না হলে অস্থায়ী প্লাস্টিকের পানির ট্যাংকে সংরক্ষণ করা গেলে পরে তা বিশুদ্ধ করে ব্যবহার করা যেতে পারে।
সবুজ চাষ করা মানে হলো বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাস আটকে আলাদিনের দৈত্যর মতো বোতলে আটকে ফেলা (কার্বন ট্র্যাকিং)। সেই সঙ্গে সুপ্ত তাপমাত্রা আটকে ফেলা। ঘরের ভেতরের মানি প্ল্যান্ট বা অন্য সবুজ গাছ যেগুলো রোদ ছাড়া বেঁচে থাকে তাও ঘরের ভেতরের বাতাস থেকে কার্বন বা বিষাক্ত গ্যাস শুষে নেয়। ঘরের ফ্রিজ, এসি, আইপিএসসহ অন্য সব ব্যাটারি প্রতিনিয়ত বাতাসে দূষিত কেমিক্যাল নিঃসরণ করে।
এ এক সত্যি বিস্ময় যেখানে আমরা শিশুদের খোলা আকাশ দেখাতে পারি না। জানালা খুলে তাকালে আর একটি জানালা। সেখানে ছাদগুলো তালা বন্ধ রেখে স্বপ্নগুলোকে সেই সঙ্গে স্বাধীনভাবে শ্বাস নেবার অধিকারটুকুও হত্যা করা হয়। ছাদে নিয়মিত সবজি বা ফুলের চাষাবাদের ফলে মুক্ত বাতাস আর প্রকৃতির স্পর্শ পাওয়া যেত। এটা না করে আমরা জোর করে শিশুদের পিষে ধরে টিভি সিরিয়াল, ভিডিও গেম বা ইন্টারনেটে আসক্ত করছি।
পৃথিবীর সব উন্নত দেশগুলোতে ভিন্ন ভিন্ন রঙের ব্যাগ ও ভিন্ন ভিন্ন রঙের ড্রামের ব্যবহার করে আলাদাভাবে পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহ করার হলেও আমাদের দেশে এখনো কোনো আধুনিক পদ্ধতির ব্যবহার দেখা যায় না।
সুতরাং এখন থেকে শুরু হোক সবুজের আন্দোলন। সেটা নিজের শোয়ার ঘর আর প্রতিটি বাড়ির বন্ধ ছাদ থেকে। নিজের আর নিজের সন্তানের সুস্থভাবে শ্বাস নেবার প্রতিজ্ঞায়। এর সঠিক বাস্তবায়নে সরকারের যথাযথ নীতিমালা প্রয়োজন। সরকারি উদ্যোগ বাড়ানোর পাশাপাশি রয়েছে জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকা। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ যেমন প্রয়োজন, তেমনি সাধারণ জনগণকে সচেতন করতে গণমাধ্যমগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা।
( সংগৃহীত )
Follow Treety for more gardening offers.
Money cant buy you happiness
Except at Treety xyz
Make your balconies more beautiful with Treety xyz Vertical Garden Package.
Starts from 1999. (Including maintenance policy)
Contact us for more information.
👉👉 To purchase any kind of indoor/outdoor plant
Plz Visit our Website - www.treety.xyz or Download Our App :- bit.ly/Treety-app
This basket full of happiness is just priced 150 taka in "Treety xyz” app.
Stock is limited.
So hurry up now, download the app from App Store or Google Play Store -
bit.ly/Treety-app
Follow Treety
Your First Digital Nursery App in Bangladesh
🌸
ফেব্রুয়ারি মাস - ভাষার মাস।
ভাষার মাসে সকল শহিদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ছোট্র একটি প্রয়াস –
‘’ Treety বর্ণমালায় গাছ চিনি।‘’
গাছের নাম ঃ আরিকা পামঃ
সুদুর মাদাগাস্কার থেকে আসা এই আরিকা পাম যেমন আপনার ঘরের এবং অফিস রুমের সৌন্দর্য বর্ধন করে দিতে পারে, সাথে সাথে বাতাসে থাকা ক্ষতিকারক উপাদান গুলি শুষে নেওয়া গাছটির সব চাইতে বড় গুন এর মধ্যে একটি। গাছটির নারিকেল পাতা আকৃতির সবুজ পাতার ঝাড় যে কারো মন কাড়বে।
ইনডোর প্লান্ট হিসেবে বাসা-বাড়ি এবং অফিসে ব্যবহারের জন্য গাছটির ভাল সু-নাম রয়েছে। প্রধান কারণ, গাছটি রক্ষনাবেক্ষন করা অনেক সহজ। খুব বেশি খেয়াল রাখয়ার প্রয়োজন হয় না। সহজ রক্ষনাবেক্ষন প্রক্রিয়াঃ * মাটিঃ সহজেই পানি নিচের দিকে গড়িয়ে চলে যায় এমন মাটির মিক্স ব্যবহার করা ভাল। টিবের পানি নিষ্কাশন ব্যবস্থার দিকে বেশি খেয়াল রাখতে হবে।
* আলোঃ আলো বাতাস আসে এমন জায়গায় রাখা ভাল। কিন্তু সরাসরি সূর্যের আলো যেন না লাগে সে দিকে খেয়াল রাখতে হবে। ১৬° থেকে ২৪° তাপমাত্রার মধ্যে সব চাইতে ভাল ভাবে বেচে থাকে এই গাছ। পানিঃ দিনে একবার করে পানি দিলে ভাল হয়। পানি দেওয়ার আগে টবের মাটি ধরে দেখে নিলে ভাল হবে৷ খুব বেশি ভেজা থাকলে পানি দেওয়ার প্রয়োজন নেই।
আরিকা পাম ইনডোর প্লান্ট হিসেবে যেমন অনেক উপকারি তেমন দেখতেও অনেক সুন্দর। ঘরের ভেতরে দূষণ মুক্ত বাতাসের সরবরাহ বাড়াতে আরিকা পাম অবশ্যই রাখতে পারেন৷
👉👉যেকোন ইনডোর বা আউটডোর গাছ কিনতে- আজই ভিজিট করুন আমাদের ওয়েব সাইট
bit.ly/treetyxyz অথবা
এ্যাপ ডাউনলোড করতে পারেন :- bit.Ly/treetyapp
শুভ সকাল 🌻
আজ রবিবার।
১০ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।
২৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
২৫শে পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃 ১০ই জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের নবম দিন। বছর শেষ হতে আরো ৩৫৫ (অধিবর্ষে ৩৫৬) দিন বাকি রয়েছে।
🌸 আজকের এই দিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীঃ
👉 ১০৭২ - রবার্ট গিসকার্ড পালেরমো দখল করেন।
👉 ১৬১৬ - রাজদূত স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হন।
👉 ১৬৪২ - রাজা প্রথম চার্লস সপরিবারে লন্ডন থেকে অক্সফোর্ডে পালিয়ে যান।
👉১৬৬৩ - ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস রাজকীয় আফ্রিকান উপনিবেশের সনদ মঞ্জুর করেন।
👉 ১৮১১ - যুক্তরাষ্ট্রের নিউ অরলেন্স অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ দাসদের এক বিদ্রোহ নিষ্ঠুরভাবে দমন করা হয়।
👉 ১৮১৫ - ব্রিটেনে সিলোনে (বর্তমান শ্রীলঙ্কা) ক্যান্ডির রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
👉 ১৮২৪ - ব্রিটিশ নাগরিক জোসেপ অ্যাসপডিন এক জাতের সিমেন্ট তৈরি করেন।
👉 ১৮৩৯ - ভারত থেকে প্রথম যুক্তরাজ্যে চা আসে।
👉 ১৮৬১ - ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়।
👉 ১৮৬৩ - লন্ডনে প্রথম পাতাল রেল চালু হয়।
👉 ১৮৮৯ - আইভরি কোস্টের ওপর ফ্রান্সের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
👉 ১৯০১ - টেক্সাসে তেল শ্রমিকরা মহা ধর্মঘটে শামিল হয়।
👉 ১৯০১ - যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি এলাকায় খনন চালানোর সময় প্রচন্ড বেগে অপরিশোধিত জ্বালানি তেল বের হয়ে আসতে থাকে।
👉 ১৯২০ - লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়েছিল।
👉 ১৯২৩ - ফ্রান্স আর বেলজিয়ামের সৈন্যবাহিনী জার্মানীর লুয় অঞ্চল দখল করে।
👉 ১৯৪০ - বিশ্ব ট্রেড ইউনিয়নের যুক্ত সমিতি প্রতিষ্ঠিত হয়।
👉 ১৯৪৬ - জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়।
👉 ১৯৪৮ - জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বমানবাধিকার দিবস ঘোষণা গৃহীত হয়।
👉 ১৯৫৭ - মেকমিলেন এডেনের স্থলাভিষিক্ত হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।
👉 ১৯৬৪ - পানামা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করে।
👉 ১৯৬৮ - চাঁদে মহাশূন্য যানের পদাপর্ণ এবং পৃথিবীতে ছবি প্রেরণ শুরু হয়।
👉 ১৯৬৪ - চীন আর তিউনিসিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
👉 ১৯৭২ - পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
👉 ১৯৭৫ - ৫শ বছরের পর্তুগিজ শাসন থেকে এঙ্গোলার স্বাধীনতা লাভ।
👉 ১৯৭৭ - অগ্ন্যুৎপাতে জায়ারে ২ সহস্রাধিক লোকের মৃত্যু হয়।
👉 ২০০২ - ১০ জানুয়ারী ডাভি আন্তর্জাতিক টেবিল-টিনিস ভ্রাম্যমান প্রতিযোগিতা চীনের থিয়েচিং শহরে অনুষ্ঠিত হয়।
💘 জন্মগ্রহণঃ
👉 ১৫৫৪ - জার্মান জ্যোতির্বিজ্ঞানী সাইমন মারিয়াসের জন্ম।
👉 ১৮৮৩ - রুশ ঔপন্যাসিক আলেক্সেই নিকলাইয়েভিচ তল্স্তোয় জন্মগ্রহণ করেন।
👉 ১৯১০ - শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর জন্ম।
👉 ১৯৭০ - সার্বিয়ান দাবা গ্রান্ডমাস্টার আলিসা মারিখ জন্মগ্রহন করেন।
👉 ১৯৭২ - আমেরিকান মুস্টিযোদ্ধা ব্রায়ান ললার জন্মগ্রহন করেন।
👉 ১৯৭৩ - আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় গ্লেন রবিনসন জন্মগ্রহন করেন।
👉 ১৯৭৪ - ভারতীয় অভিনেতা ঋত্বিক রোশন জন্মগ্রহন করেন।
👉 ১৯৭৫ - আমেরিকান ফুটবল খেলোয়াড় জ্যাক ডেলোমি জন্মগ্রহন করেন।
👉 ১৯৭৬ - আমেরিকান বেসবল খেলোয়াড় এডাম কেনেডী জন্মগ্রহন করেন।
👉 ১৯৭৮ - আমেরিকান গায়ক ব্রেন্ট স্মিথ জন্মগ্রহন করেন।
💝 মৃত্যু:
👉 ১৮৬২ - পিস্তল আবিষ্কারক শ্যামুয়েল কোল্ট মৃত্যুবরণ করেন।
👉 ১৯৫১ - নোবেলজয়ী [১৯৩০] মার্কিন ঔপন্যাসিক সিনক্লেয়ার লুইস মৃত্যুবরণ করেন।
👉 ১৯৫৭ - চিলির নোবেলজয়ী [১৯৪৫] মহিলা সাহিত্যিক গ্যাব্রিয়েল মিস্ত্রালের মৃত্যুবরণ করেন।
👉 ১৯৮২ - সঙ্গীত শ্রষ্টা সুধীন দাশগুপ্ত মৃত্যুবরণ করেন।
👉 ১৯৮৬ - নোবেলজয়ী [১৯৮৪] চেক কবি-সাংবাদিক ইয়ারোস্লাভ সেইফের্ত মৃত্যুবরণ করেন।
🌐 দিবস:
👉 আজ জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
আপনাদের সাথে আছে, সব সময়- প্রতিদিন। ভাল থাকুন। সুস্থ থাকুন।
শুভ সকাল 🌻
আজ শনিবার।
৯ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।
২২ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
২৪শে পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃 ৯ই জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের নবম দিন। বছর শেষ হতে আরো ৩৫৬ (অধিবর্ষে ৩৫৭) দিন বাকি রয়েছে।
👉 আজকের এই দিনে ১৭৯২ সালে তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য এবং রাশিয়ার মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
👉 আজকের এই দিনে ১৮১১ সালে প্রথম মহিলা গলফ টুর্নামেন্ট শুরু হয়।
👉 আজকের এই দিনে ১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের স্থপতি মোহন দিবেস করম চাঁদ গান্ধীর স্বদেশ প্রত্যাবর্তন করেন।
👉 আজকের এই দিনে ১৯১৫ সালে ব্রিটিশ সৈন্যবাহিনী গালিবুলি যুদ্ধে যোগ দেয়।
👉 আজকের এই দিনে ১৯৫১ সালে নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
👉 আজকের এই দিনে ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মির্জাপুর ক্যাডেট কলেজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
👉 আজকের এই দিনে ১৯৬৮ সালে মার্কিন মহাশূণ্যযান সার্ভেয়ার চাঁদে অবতরণ করে।
👉 আজকের এই দিনে ১৯৯২ সালে বাংলাদেশের জাতীয় সংসদে বিভক্তি ভোটে সরকারি দলের পরাজয় ঘটে।
👉 আজকের এই দিনে ১৯৫৯ সালে নোবেল পুরস্কার বিজয়ী গুয়াতেমালার সমাজ কর্মী রিগবারটা মেঞ্চু জম্মগ্রহন করে
👉 আজকের এই দিনে ১৯৬৫ সালে ভারতীয় অভিনেত্রী, পরিচালক ও কোরিওগ্রাফার। ফারহা খান জম্মগ্রহন করেন।
👉 আজকের এই দিনে ১৯৭৪ সালে ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক ফারহান আখতার জম্মগ্রহন করেন।
চলো আছে আপনার পাশে,
সব সময়, প্রতিদিন।
শুভ মধ্যাহ্ন 🌻
আজ শুক্রবার।
৮ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।
২১ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
২৩শে পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃 ৮ই জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের অষ্টম দিন। বছর শেষ হতে আরো ৩৫৭ (অধিবর্ষে ৩৫৮) দিন বাকি রয়েছে।
👉 ৮ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের অষ্টম দিন। বছর শেষ হতে আরো ৩৫৭ (অধিবর্ষে ৩৫৮) দিন বাকি রয়েছে।
👉 আজকের এই দিনে ১৯৪২ সালে ইংরেজ পদার্থবিদ যুক্তরাজ্যর অক্সফোর্ডে এ স্টিভেন হকিং, ইংরেজ পদার্থবিদ জম্মগ্রহন করেন।
👉 আজকের এই দিনে ১৯৪২ সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইযুমি জম্মগ্রহন করেন।
👉 আজকের এই দিনে ১৯৪৫ সালে বাংলাদেশি কৌতুক অভিনেতা টেলি সামাদ জম্মগ্রহন করেন ।
👉 আজকের এই দিনে ১৬৫৪ সালে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দেয়।
👉 আজকের এই দিনে ১৭৮০ সালে ইরানের তেবরিজ শহরে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। প্রায় ৮০,০০০ মানুষ নিহত হয়।
👉 আজকের এই দিনে ১৮৬৭ সালে আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার লাভ করে।
👉 আজকের এই দিনে ১৯২৬ সালে বাদশা হোসেন বহিষ্কার হন। ইবনে সাউদ হেজাজের নতুন বাদশা হন। দেশের (হেজাজ) নাম পরিবর্তন করে সৌদি আরব করা হয়।
👉 আজকের এই দিনে ১৯৫৯ সালে জেনারেল চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট হন।
👉 আজকের এই দিনে ১৯৬৩ সালে প্রথমবারের মতো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারী অব আর্টে প্রদর্শিত হয়।
👉 আজকের এই দিনে ১৯৭২ সালে পাকিস্তানের কারগার থেকে বাঙ্গালী নেতা শেখ মুজিবকে মুক্তি দেওয়ায় হয়, তিনি আজ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
👉 আজকের এই দিনে১৯৭৩ সালে সোভিয়াতের মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি-২১ উৎক্ষেপিত হয়।
চলো আছে আপনার পাশে,
সব সময়, প্রতিদিন।
শুভ মধ্যাহ্ন 🌻
আজ বৃহষ্পতিবার।
৭ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।
২০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
২২শে পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃 ৭ই জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ষষ্ঠ দিন। বছর শেষ হতে আরো ৩৫৮ (অধিবর্ষে ৩৫৯) দিন বাকি রয়েছে।
👉 আজকের এই দিনে ১৫৫৮ সালে সিপাহি বিদ্রোহে সংশ্লিষ্টতার অভিযোগে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর বিচার শুরু হয়।
👉 আজকের এই দিনে ১৬১০ সালে গ্যালিলিও গ্যালিলি প্রথম তার আবিস্কৃত চারটি চাঁদকে পর্যবেক্ষণ করেন।
👉 আজকের এই দিনে ১৮৩৮ সালে স্যামুয়েল মোর্স প্রথমবারের মতো তার ইলেক্ট্রনিক টেলিগ্রাফের পরীক্ষা চালান।
👉 আজকের এই দিনে ১৯২৪ সালে আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রতিষ্ঠা হয়।
👉 আজকের এই দিনে ১৯৩০ সালে ডিজেল ইঞ্জিন চালিত প্রথম অটোমোবাইলের সফল যাত্রা সম্পন্ন হয়।
👉 আজকের এই দিনে ১৯৪২ সালে বিশ্বজুড়ে চলাচলকারী প্রথম বাণিজ্যিক উড়োজাহাজ হিসেবে আত্মপ্রকাশ করে প্যান আমেরিকান এয়ারলাইন্স।
👉 আজকের এই দিনে ১৯৫২ সালে আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুমেন হাইড্রোজেন বোমা তৈরির কথা জানান।
👉 আজকের এই দিনে ১৯৫৯ সালে আমেরিকা কিউবার ফিদেল কাস্ত্রোর নতুন সরকারকে স্বীকৃতি দেয়।
👉 আজকের এই দিনে ১৯৬৮ সালে বৈরুত বিমান বন্দররে ইসরাইলীকমান্ডো হামলার পর লেবানন সরকারের পদত্যাগ করে।
👉 আজকের এই দিনে ২০১১ সালে বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সদস্যরা ফেলানী খাতুন নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করে।
👉 আজকের এই দিনে ১৮০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি মিলার্ড ফিল্মোর জম্মগ্রহন করেন।
👉 আজকের এই দিনে ১৯৭৯ সালে বলিউডের অভিনেত্রী বিপাসা বসু জম্ম গ্রহণ করেন।
চলো আছে আপনার পাশে,
সব সময়, প্রতিদিন।
শুভ সকাল 🌻
আজ বুধবার
৬ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।
১৯ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
২১শে পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃 ৬ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ষষ্ঠ দিন। বছর শেষ হতে আরো ৩৫৯ (অধিবর্ষে ৩৬০) দিন বাকি রয়েছে।
👉 আজকের এই দিনে ১৮৩৮ সালে হাতে কলমে টেলিগ্রাফের কার্যকারিতা প্রদর্শন করেন স্যামুয়েল মোর্স।
👉 আজকের এই দিনে ১৩৬৭ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড জম্মগ্রহন করেন।
👉 আজকের এই দিনে ১৩৮৪ সালে এডমুন্ড হল্যান্ড ইংরেজ সাহিত্যিক জম্মগ্রহন করেন।
👉 আজকের এই দিনে ১৯৫৯ সালে ভারতীয় ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার ও সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব জম্মগ্রহণ করেন।
👉 আজকের এই দিনে ১৯৬৭ সালে অস্কার জয়ী একজন ভারতীয় তামিল প্রবল জনপ্রিয় সঙ্গীত পরিচালক এ আর রহমান জম্মগ্রহন করেন।
চলো আছে আপনার পাশে,
সব সময়, প্রতিদিন।
শুভ মধ্যাহ্ন 🌻
আজ মঙ্গলবার
৫ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।
১৮ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
২০ ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃 ৫ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের তৃতীয় দিন। বছর শেষ হতে আরো ৩৬০ (অধিবর্ষে ৩৬১) দিন বাকি রয়েছে। এই তারিখের মধ্যেই অনুসূর তথা পৃথিবী তার কক্ষপথে সূর্যের নিকটতম অবস্থান গ্রহণ করে।
👉 আজকের এই দিনে ১৯০৯ সালে কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষণা করে।
👉 আজকের এই দিনে ১৯১৮ - জার্মান ওয়ার্কার পিস গঠিত হয় যা পরে নাৎসি পার্টি হিসাবে পরিচিত হয়।
👉 আজকের এই দিনে ১৯৭১ সালে প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
👉 আজকের এই দিনে ১৯৯৬ সালে ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা হামাস কর্মী ইয়াহিয়া আয়াস ইসরায়েলি বোমা হামলায় নিহত হন।
👉 আজকের এই দিনে ২০১৪ সালে বাংলাদেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
👉 আজকের এই দিনে ১৫৯২ সালে মুঘল সম্রাট শাহজাহান জম্মগ্রহন করেন।
👉 আজকের এই দিনে ১৯২৮ সালে পাকিস্তানি প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো জম্মগ্রহন করেন।
👉 আজকের এই দিনে ১৯৩৮ সালে বাংলাদেশী ছড়াকার সুকুমার বড়ুয়া জম্মগ্রহন করেন।
👉 আজকের এই দিনে ১৯৫৫ সালে পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জম্মগ্রহণ করেন।
চলো আছে আপনার পাশে,
সব সময়, প্রতিদিন।
শুভ মধ্যাহ্ন 🌻
আজ রবিবার
৩ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।
১৬ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
১৮ ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃৩ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের তৃতীয় দিন। বছর শেষ হতে আরো ৩৬২ (অধিবর্ষে ৩৬৩) দিন বাকি রয়েছে। এই তারিখের মধ্যেই অনুসূর তথা পৃথিবী তার কক্ষপথে সূর্যের নিকটতম অবস্থান গ্রহণ করে।
🌍আজকের এই দিনে ১৪৩১ সালে জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।
🌍আজকের এই দিনে ১৪৯২ সালে রানী ইসাবেলা ও ফার্ডিনান্ডের বাহিনীর নিকট যুবরাজ আবু আবদিলের বিশ্বাসঘাতকতায় মুসলিম স্পেনের রাজধানী গ্রানাডার পতন। স্পেনের শেষ উমাইয়া রাজা আবুল হাসানের রাজ্য ত্যাগ করে।
🌍আজকের এই দিনে ১৪৯৬ সালে লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
🌍আজকের এই দিনে ১৫২১ সালে পোপ দশম লিও এক ডিক্রি বলে বিখ্যাত খৃষ্ট ধর্মবিদ মার্টিন লুথারকে ক্যাথলিক চার্চ থেকে বহিস্কার করেন
🌍আজকের এই দিনে ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজ উদ দৌলা।
🌍আজকের এই দিনে ১৭৭৭ সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।
🌍আজকের এই দিনে ১৭৮০ সালে ডেনমার্কের জাতীয় সংগীত ‘কং ক্রিশ্চিয়ান’ প্রথম গাওয়া হয়।
🌍আজকের এই দিনে ১৭৮২ সালে সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।
🌍আজকের এই দিনে ১৭৯৫ সালে পোলান্ডের তৃতীয় বিভাজনে রাশিয়া-অষ্ট্রিয়ার মধ্যে গোপন চুক্তি স্বাক্ষর।
🌍আজকের এই দিনে ১৮৬১ সালে আমেরিকার গৃহযুদ্ধ: ডেলওয়্যার যুক্তরাষ্ট্র থেকে বিভক্ত হতে অনিচ্ছা জানায়।
🌍আজকের এই দিনে ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে তৎকালীন পাকিস্তান সরকারের আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের।
🌞আজকের এই দিনে ১৭৩২ সালে ভারতীয় বাঙালি মুসলমান শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর হাজী মুহম্মদ মুহসীন জম্মগ্রহন করেন।
🌑আজকের এই দিনে ২০১৯ সালে বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করেন ।
Cholo xyz আছে আপনার, পাশে সবসময় প্রতিদিন।
শুভ সকাল 🌻
আজ শনিবার
২ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।
১৫ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
১৭ ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃২ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের দ্বিতীয় দিন। বছর শেষ হতে আরো ৩৬৩ (অধিবর্ষে ৩৬৪) দিন বাকি রয়েছে।
🌍আজকের এই দিনে ১৪০৯ সালে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
🌍আজকের এই দিনে ১৪৯২ - গ্রানাডার মুসলিমদের পতন। রানী ইসাবেলা ও রাজা ফার্ডিন্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন।
🌍আজকের এই দিনে ১৭৫৭ - ব্রিটিশদের কলকাতা দখল।
🌍আজকের এই দিনে ১৭৭৭ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব আমেরিকান বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর হামলার মুখে পড়ে।
🌍আজকের এই দিনে ১৭৮৮ - জর্জিয়া আমেরিকার চতুর্থ রাজ্য হিসাবে যুক্ত।
🌍আজকের এই দিনে ১৮৩৯ - লুই দাগের প্রথম চাঁদের আলোকচিত্র তোলেন।
🌍আজকের এই দিনে ১৮৪৩ - অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজকের দিনে আমরা যে ডাকব্যবস্থার সাথে পরিচিত তার সূচনা হয় এবং প্রথম ডাকবাক্স স্থাপন করা হয়।
🌍আজকের এই দিনে ১৮৫২ - লুই নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন। এর আগে তিনি সেকেন্ড রিপাবলিককে উৎখাত করেন।
🌍আজকের এই দিনে ১৯৬৫ সালে পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খান জয়ী।
🌞আজকের এই দিনে ১৯১৭ সালে বাংলাদেশি কবি ও শিশু সাহিত্যিক আহসান হাবীব জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৯১৭ সালে বাংলাদেশি ঔপন্যাসিক ও ছোটগল্পকার শওকত ওসমান জম্মগ্রহন করেন।
🌑আজকের এই দিনে১৯৭৬ সালে ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
Cholo xyz আছে আপনার, পাশে সবসময় প্রতিদিন।
শুভ সকাল 🌻
আজ শুক্রবার
১ 'লা জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।
১৫ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
১৭ ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃জানুয়ারি ১ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১ম দিন। বছর শেষ হতে আরো ৩৬৪ দিন (অধিবর্ষে ৩৬৫ দিন) বাকি।
🌍গ্রেগরীয় বর্ষপঞ্জীতে মাসগুলো হলো জানুয়ারি থেকে ডিসেম্বর। তবে মধ্যযুগে অন্য দিনকে জুলীয় পঞ্চিকার প্রথম দিন হিসাবে ধরা হতো। ১৪৫০ থেকে ১৬০০ সালের মধ্যে পশ্চিম ইউরোপের বেশির ভাগ দেশ এই দিনকে বছরের প্রথম দিন হিসাবে গ্রহণ করে।
🌍আজকের এই দিনে ৪৫ খ্রিস্টপূর্ব সালে জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।
🌍আজকের এই দিনে ৪০৪ সালে রোমে সর্বশেষ গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতা অনুষ্ঠিত।
🌍আজকের এই দিনে ৬৩০ সালে নবী মুহাম্মাদ (সঃ)এর মক্কা জয়ের জন্য যাত্রা শুরু।
🌍আজকের এই দিনে ৯৯০ সালে কিয়েভীয় রুস জুলিয়ান পঞ্জিকা গ্রহণ করে।
🌍আজকের এই দিনে ১৪৩৮ সালে হ্যাবসবার্গ বংশের দ্বিতীয় আলবার্ট হাঙ্গেরীর রাজা হিসাবে অধিষ্ঠিত হন।
🌍আজকের এই দিনে ১৬০০ সালে স্কটল্যান্ড এ জুলিয়ান পঞ্জিকার প্রচলন হয়।
🌍আজকের এই দিনে ১৬৫১ সালে ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ড-এর রাজা হিসাবে অভিষিক্ত হন।
🌍আজকের এই দিনে ১৬৭৩ সালে নিউ ইয়র্ক ও বোস্টন শহরের মধ্যে নিয়মিত ডাক যোগাযোগ শুরু হয়।
🌍আজকের এই দিনে ১৮৮০ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর "সি.আই.এ" উপাধি লাভ করেন।
🌍আজকের এই দিনে ১৯৭৫ সালে "হলদিয়া তৈল সংশোধনাগার" থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়।
🌞আজকের এই দিনে ১৯৩০ সালে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা , মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী এ.কে. খন্দকার জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৯৫২ সালে বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৯৫৬ সালে বাংলাদেশি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৯৬৩ সালে বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৯৭৮ সালে ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা বালান জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৯৯০ সালে বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড় রুবেল হোসেন জম্মগ্রহন করেন।
🌑আজকের এই দিনে ১৯২১ সালে বাঙালি বাঙালি লেখক ও সাহিত্য সমালোচক সুরেশচন্দ্র সমাজপতি মৃত্যুবরণ করেন ।
Cholo xyz আছে আপনার পাশে।
শুভ সকাল 🌻
আজ বৃহস্পতিবার
৩১ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।
১৪ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
১৬ ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃৩১ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬৫তম (বছরের শেষ দিন) দিন।
🌍আজকের এই দিনে ১৬০০ সালে ইংল্যান্ডের রাণী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের চার্টার প্রদান করেন।
🌍আজকের এই দিনে ১৮০২ - পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।
🌍আজকের এই দিনে ১৮২৭ - ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।
🌍আজকের এই দিনে ১৮৩১ - কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
🌍আজকের এই দিনে ১৯০৬ - চীনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে নিহত হন।
🌍আজকের এই দিনে ১৯১৬ - রাশিয়ার যাজক রাসপুটিন নিহত হন।
🌍আজকের এই দিনে ১৯২৫ - রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারোল পুত্রের স্বপক্ষে সিংহাসন ত্যাগ করেন।
🌍আজকের এই দিনে ১৯৪২ - স্টালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করেন।
🌍আজকের এই দিনে ১৯৪৮ - কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।
🌍আজকের এই দিনে ১৯৫৫ - যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে নারী রোসা পার্ক বাসে আসন বরাদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে কারাগারে নিক্ষিপ্ত হন, যার প্রেক্ষিতে কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্ব আন্দোলনের সূচনা করেন ও জয়ী হন।
🌍আজকের এই দিনে ১৯৫৯ - একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূণ্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।
🌍আজকের এই দিনে ১৯৮৩ – ব্রুনাইর স্বাধীনতা ঘোষণা হয়।
🌍আজকের এই দিনে ১৯৮৭ - চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবু জাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সঙ্গে সমাপ্ত হয় ।
🌍আজকের এই দিনে ১৯৮৮ - পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর।
🌍আজকের এই দিনে ১৯৮৯ - সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আজারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সঙ্গে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে।
🌍আজকের এই দিনে ১৯৯০ সালে ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে খনন কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ তৈরি করে বৃটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হন।
🌍আজকের এই দিনে ১৯৯৩ সালে হাংচৌ শহরে চীনের প্রথম ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্ম হয় ।
🌍আজকের এই দিনে ১৯৯৬ সালে ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।
🌍আজকের এই দিনে ১৯৯৯ সালে আমেরিকা কর্তৃক পানামা খাল পানামার কাছে হস্তান্তর।
🌍আজকের এই দিনে ১৯৯৯ সালে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন।
🌍আজকের এই দিনে ২০০২ সালে জার্মানীতে প্রথম দ্রুতগামী ম্যাগনেটিক ট্রেনের যাত্রা।
🌍আজকের এই দিনে ২০০৯ সালে এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।
🌍আজকের এই দিনে ২০১৪ সালে চিনের সাংহাই এ বর্ষবরণ অনুষ্ঠানে আতঙ্কবাদীদের হামলায় ৩৬ লোক নিহত ও ৪৯ জন আহত হয়।
🌞আজকের এই দিনে ১৮৮০ সালে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রাজনীতিবিদ জর্জ মার্শাল জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৯৮৬ সালে বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড় নাঈম ইসলাম জম্মগ্রহন করেন।
🌑আজকের এই দিনে ১৯৮৩ সালে বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান মৃত্যুবরণ করেন ।
Cholo xyz আছে আপনার, পাশে সবসময় প্রতিদিন। সারাদিন আনন্দময় সময় কাটুক আপনার। ❤
শুভ সকাল 🌻
আজ বুধবার
৩০ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।
১৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
১৫ ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃৩০ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬৪তম (অধিবর্ষে ৩৬৫তম) দিন। বছর শেষ হতে আরো এক দিন বাকি রয়েছে।
🌍আজকের এই দিনে ১৭৩০ সালে জাপানের হোক্কাইদোতে প্রচন্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু হয়।
🌍আজকের এই দিনে ১৮০৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে।
🌍আজকের এই দিনে ১৮০৩ সালে গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
🌍আজকের এই দিনে ১৯৪৩ সালে সুভাষ চন্দ্র বসু কর্তৃক পোর্ট ব্লেয়ারে ভারতের পতাকা উত্তোলন হয়।
🌍আজকের এই দিনে ১৯৪৭ - দুটি ইহুদীবাদী সশস্ত্র সংগঠন ফিলিস্তিনের বালাদুশ শেইখ গ্রামে হামলা চালায়।
🌍আজকের এই দিনে ১৯৫৯ সালে চীনের প্রথম ব্যাল্লে দল; পেইচিং হত্যকলা কলেজের পরীক্ষামূলক ব্যাল্লে দল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়।
🌍আজকের এই দিনে ১৯৯৩ সালে ইসরায়েল ও ভ্যাটিকান সিটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
🌍আজকের এই দিনে ২০০৬ সালে ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
🌞আজকের এই দিনে ৩৯ সালে রোমান সম্রাট টাইটাস জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৬৭৩ সালে উসমানীয় সুলতান তৃতীয় আহমেদ জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৮৬৫ সালে ইংরেজ লেখক ও কবি, নোবেল বিজয়ী রুডইয়ার্ড কিপলিং জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৮৮৪ সালে জাপানি সেনাপতি ও রাজনীতিবিদ, জাপানের ৪০তম প্রধানমন্ত্রীহিদেকি তোজো জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৯২১ সালে লেবানিজ আইনজীবী ও রাজনীতিবিদ, লেবাননের ৩২তম প্রধানমন্ত্রী রশিদ কারামি জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৯৫০ সালে ডেনীয় কম্পিউটার বিজ্ঞানী বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৯৬৮ সালে জাতিসংঘের প্রথম মহাসচিব হ্যালডান লীর মৃত্যু হয়।
🌑আজকের এই দিনে১৯৭৯ সালে আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট বাঙালি কবি অজিতকুমার দত্ত মৃত্যুবরন করেন।
Cholo xyz আছে আপনার, পাশে সবসময় প্রতিদিন। সারাদিন আনন্দময় সময় কাটুক আপনার। ❤
শুভ অপরাহ্ন 🌻
আজ মঙ্গলবার
২৯ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।
১২ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
১৪ ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃২৯ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬৩তম (অধিবর্ষে ৩৬৪তম) দিন। বছর শেষ হতে আরো দুই দিন বাকি রয়েছে।
🌍আজকের এই দিনে ১৫০৩ সালে ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়।
🌍আজকের এই দিনে ১৭৭৮ সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিনহাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন।
🌍আজকের এই দিনে ১৯১১ সালে খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ করে।
🌍আজকের এই দিনে ১৯৯২ সালে কেনিয়ায় ২৫ বছর পর প্রথম রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
🌍আজকের এই দিনে ১৯৯৬ সালে গুয়েতামালা সরকারের সাথে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভুলেশন ইউনিয়নের নেতাদের সাথে শান্তি চুক্তি করা হয় এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।
🌍আজকের এই দিনে ২০০৪ সালে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক যাত্রা শুরু করে।
🌍আজকের এই দিনে ২০০৮ সালে বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়।
🌍আজকের এই দিনে ৭৬৫ সালে দ্বাদশী শিয়া মুসলমানদের অষ্টম ইমাম আলী আর-রিদা জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৭০৯ সালে পিটার দ্য গ্রেটের কন্যা এলিজাবেথ পেত্রোভনা জন্মগ্রহণ করেন।
🌞আজকের এই দিনে ১৯১৪ সালে বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদীন জন্মগ্রহণ করেন।
🌞আজকের এই দিনে ১৯২৬ সালে নোবেলজয়ী পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী) জন্মগ্রহণ করেন।
🌞আজকের এই দিনে ১৯৪২ সালে ভারতীয় ফিল্ম তারকা রাজেশ খান্না জম্মগ্রহন করেন।
🌑আজকের এই দিনে ১৮৯১ সালে জার্মান গণিতবিদ লিওপল্ড ক্রোনেকারের মৃত্যু হয়।
Cholo xyz আছে আপনার, পাশে সবসময় প্রতিদিন। সারাদিন আনন্দময় সময় কাটুক আপনার। ❤
শুভ সকাল 🌻
আজ সোমবার
২৮ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।
১১ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।
১৩ ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
এখন শীতকাল।
🍃২৮ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬২তম (অধিবর্ষে ৩৬৩তম) দিন। বছর শেষ হতে আরো তিন দিন বাকি রয়েছে।
🌍আজকের এই দিনে ১৮৩৬ সালে দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড প্রতিষ্ঠিত হয়।
🌍আজকের এই দিনে ১৮৮৫ সালে ভারতের মুম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
🌍আজকের এই দিনে ১৯০৮ সালে সিসিলি, ইতালিতে ভয়াবহ ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, এতে ৭৫ হাজারের বেশি মানুষ নিহত হয়।
🌍আজকের এই দিনে ১৯১০ সালে ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।
🌍আজকের এই দিনে ১৯২১ সালে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল উদ্বোধন হয়।
🌍আজকের এই দিনে ১৯০৮ সালে সিসিলি, ইতালিতে ৭.২ মাত্রার ভূমিকম্পনের ফলে ৭৫০০০-এরও অধিক লোক নিহত হয়।
🌍আজকের এই দিনে ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।
🌍আজকের এই দিনে ১৯৮৪ সালে ত্রিশতম সেঞ্চুরিটি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার কর্তৃক ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।
🌞আজকের এই দিনে ১৮৫৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।উড্রো উইলসন, জম্মগ্রহন করেন।
🌞আজকের এই দিনে ১৯৪৪ সালে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবন-রসায়নবিজ্ঞানী ক্যারি মুলিস জম্মগ্রহন করেন।
🌑আজকের এই দিনে ১৯৯৩ সালে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার আব্দুল জব্বার খান মৃত্যুবরণ করেন।
Cholo xyz আছে আপনার, পাশে সবসময় প্রতিদিন। সারাদিন আনন্দময় সময় কাটুক আপনার। ❤
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
12/B, 12/231, 4th Floor, Pallabi, Mirpur
Dhaka
1216
Ground Floor, House # 302 Road # 4, Baridhara DOHS
Dhaka, 1212
Complete web solutions including domain, hosting, design, development & digital asset management.
House 7/9 (4th Floor), Block B, Lalmatia
Dhaka, 1230
A team of developers creating unique web applications.
Mirpur DOHS
Dhaka, 1216
Guest blogger for Search Engine Journal, Social Media Today and more. Pioneering internet marketing professional from Bangladesh. SEO, PPC, SMM Consultant.
Suite 2A, House 231, Road 06, Mohammadi Housing Limited
Dhaka, 1207
An industry-leading complete web solution & online infrasturcture service provider with a human touch
Suvastu Warda, House-20 (8th & 10th Floor), Road-Shahjalal Avenue, Sector-4, Uttara
Dhaka, 1230
An ISO 9001:2015 and ISO/IEC 27001:2013 certified R&D and Full Stack Software Development Company.
Plot# 592, Lift# 03, Road# 08, Avenue# 05, Mirpur DOHS
Dhaka, 1216
To change the world, how it communicates and how flow of Information could change our entire Human ra
Wakil Tower (8th Floor), Gulshan-Badda Link Road, Gulshan-1
Dhaka, 1212
JhoroTEK has been established to provide IT Consultancy, Software Design & Development, SMS Solution
Dhaka
Dhaka, 1205
46-48 New Elephant Road Suvastu Arcade IT Park Near BATA Signal Opposit of South East Bank Level :5,
Apt. 5-B, 75/C Asad Avenue Salimullah Road, Mohammadpur
Dhaka, 1207
A global web design and development company specializing in WordPress themes and plugins development
102/1, Shukrabad, Mirpur Road, Dhanmondi
Dhaka, 1207
Largest Education & ICT Conglomerate in Bangladesh. 102/1, Shukrabad, Mirpur Road, Dhanmondi, Dhaka
House-4, Road-21, Gulshan/1
Dhaka, 1212
Mir Telecom is the first International Gateway Operator of Bangladesh and came into operation on 21st August 2008 after being awarded the International Gateway License by Banglades...