HW Services Limited.
Nearby businesses
Kawran Bazar
Kawran Bazar
Room/306
Kawran Bazar
Karwan Bazar
1215
(Mob-Wtap-Imo
Karwan Bazar
Tejgaon
Kawran Bazar
3/D Kawran Bazar
You may also like
This company is a Consultation, Digital survey, Research international and national organisations.
কোম্পানী, পার্টনারশীপ ফার্ম, সোসাইটি, ক্লাব, ট্রাস্ট ও ট্রেড অর্গানাইজেশন নিবন্ধন ও রিটার্ণ ফাইলিং, গেজেট এবং পত্রিকায় বিজ্ঞাপন।
ভ্যাট ও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং ও অনলাইন নিবন্ধন, আই. আর. সি, ই. আর. সি, ইনডেন্টিং, বিএসটিআই, ডিএলএম, ব্রয়লার লাইসেন্স, ভ্যাট, ই-টিন, ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস, পরিবেশ ছাড়পত্র, বিনিয়োগ বোর্ড, কলকারখানা লাইসেন্স, এসোসিয়েশন মেম্বারশীপ ও বন্ড লাইসেন্স।
ট্রেড মার্ক, পেটেন্ট ডিজাইন ও কপিরাইট।
২০২৩-২৪ আয়কর বছরে নির্ধারিত সময়ে ব্যক্তিশ্রেনীর আয়কর রিটার্ন দাখিলের আর মাএ কিছু দিন বাকি আছে।
তাই করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩০শে নভেম্বর,২০২৩ মধ্যে রিটার্ন দাখিল করুন।
অনলাইন আয়কর রিটার্ন দেওয়া চালু হয়েছে। যাদের জিরো রিটার্ন এবং শুধুমাত্র সঞ্চয়পত্র আয় আছে, তারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়ে সঙ্গে সঙ্গে আয়কর রিটার্ন সনদ পেতে পারেন।
ব্যক্তি শ্রেণির কর সম্পর্কিত যেকোনো সেবা পেতে অথবা ঘরে বসেই নিশ্চিন্তে আমাদের সাথে ই-মেইলে যোগাযোগ করে নির্ভুল রিটার্ন ফাইল তৈরি করতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
আমাদের সেবা পেতে যোগাযোগ করুন।
হেড অফিস
ঠিকানা : ৩৩ কারওয়ান বাজার, শাহ আলী টাওয়ার
( লিফট – ১১ ) , তেজগাঁও ,ঢাকা -১২১৫।
ফোন : 02-55013937
01725061262 , 01677306540
ইমেল : [email protected]
বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট), 02 জুন 1991 সালে প্রবর্তনের পর থেকে বাংলাদেশে কর রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। বর্তমানে ভ্যাট হল সরকারের একটি মূল উৎস। 179 টিরও বেশি দেশে রাজস্ব। 4 বিলিয়নেরও বেশি মানুষ, বিশ্বের জনসংখ্যার 75%, এখন ভ্যাট ব্যবস্থা সহ দেশগুলিতে বাস করে এবং এটি 19 ট্রিলিয়ন ডলারেরও বেশি কর রাজস্ব বাড়ায়৷
স্থানীয় সম্পদ একত্রিত করার কার্যকারিতার কারণে উন্নয়নশীল এবং পরিবর্তনশীল অর্থনীতিতেও ভ্যাটের গুরুত্ব বাড়ছে। ভ্যাটের মৌলিক সুবিধাগুলি এর নিরপেক্ষতা, স্বচ্ছতা, নিশ্চিততা এবং স্ব-পুলিশিং ব্যবস্থা হিসাবে বলা যেতে পারে।
মূল্য সংযোজন কর (ভ্যাট) এর মূল ধারণাটি 1920-এর দশকে একজন জার্মান ব্যবসায়ী, ভন সিমেন্সের লেখার মাধ্যমে উদ্ভূত হয়েছিল বলে মনে হয়। অ্যাডামস (1920) এর ইনভয়েস-ক্রেডিট পদ্ধতির পরামর্শ সহ 1920 এর দশকে অন্যান্য উন্নয়ন হয়েছিল।
ভ্যাট প্রবর্তনের প্রাথমিক প্রস্তাবগুলি 1920 সালে ফ্রান্সে এবং 1949 সালে জাপানে শপ মিশন দ্বারা তৈরি করা হয়েছিল। ব্যবহৃত সংজ্ঞাটি গ্রহণ করে, ভ্যাট প্রথম 1948 সালে ফ্রান্সে উপস্থিত হয়েছিল, এই কর, যা প্রাথমিকভাবে উত্পাদন পর্যায়ে প্রযোজ্য ছিল এবং মূলধনী পণ্যের উপর ট্যাক্সের জন্য কোন ক্রেডিট দেয়নি, এটির নিজস্ব পার্ট 19 টারভেরা টাইপ 1949 দ্বারা একটি কনজাম্পশন সিস্টেমে রূপান্তরিত হয়েছিল। এটি ছিল ফ্রান্সের কর যুগ্ম পরিচালক 'মরিস লর' দ্বারা বিশ্বে প্রথম প্রবর্তিত আধুনিক ভ্যাট।
HW SERVICES LIMITED খুব অল্প সময়ে ব্যবসায়ীদের সেবা দিয়ে ইতিমধ্যে সাফল্য অর্জন করেছে।
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
আমাদের সেবা পেতে যোগাযোগ করুন।
হেড অফিস
ফোন : 02-55013937
01725061262 , 01677306540
ইমেল : [email protected]
ঠিকানা : ৩৩ কারওয়ান বাজার, শাহ আলী টাওয়ার ( লিফট – ১১ ) , তেজগাঁও ,ঢাকা -১২১৫।
আজ থেকে "আয়কর সেবা মাস" শুরু হয়েছে যেটা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। ৩০ নভেম্বরের পরে রিটার্ন দাখিল করলে করদাতা কর রেয়াত, কর অব্যাহতি সহ বেশ কিছু সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।
রিটার্ণ জমা করলেই দুই হাজার টাকা ট্যাক্স
কোন প্রকার কর যোগ্য আয় না থাকলেও ২০২৩-২০২৪ কর বর্ষ থেকে আয়কর রিটার্ণ জমা করলে ২০০০ টাকা আয়কর দিতে হবে। বর্তমানে করযোগ্য আয় না থাকলে রিটার্ন জমা করতে কোন প্রকার আয়কর দিতে হয় না । স্লিপ বা প্রাপ্তি স্বীকারপত্র পেতে শূন্য রিটার্ন জমা (করযোগ্য আয় না দেখিয়ে রিটার্ন জমা) দিলেও দুই হাজার টাকা আয়কর দিতে হবে।
সূত্রগুলো জানিয়েছে, আগামী বাজেটে কোনো ব্যক্তি শূন্য আয় দেখিয়ে রিটার্ন জমা দিলে স্লিপ পেতে ন্যূনতম দুই হাজার টাকা কর দিতে হবে। অন্যদিকে আয় ব্যক্তিশ্রেণির করদাতাদের নির্ধারিত সীমা অতিক্রম করলে নির্ধারিত হারে আয়কর দিতে হবে। বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এ প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।
যারা এতদিন কোন প্রকার ট্যাক্স না দিয়েও শূণ্য কর রিটার্ণ ( জিরো রিটার্ন) দিয়েছেন তাদের আগামী অর্থবছর থেকে কর যোগ্য আয় না থাকলেও শুন্য রিটার্ন জমা দিয়ে স্লিপ পেতে দুই হাজার টাকা আয়কর দিতে হবে।
বর্তমানে দেশে কর সংক্রান্ত প্রয়োজনেপ্রায় ৮৬ লাখ করদাতা টি আই এন নিয়েছেন । যার মধ্য থেকে ২০২২-২০২৩ করবছরে মোট রিটার্ণ জমা করেছেন প্রায় ৩২ লাখ এবং এবং ৩২ লাখ রিটার্ণ জমাকারীর মধ্যে প্রায় ৮ লাখ ট্যাক্স রিটার্ণ জমা হয়েছে কোন প্রকার ট্যাক্স ছাড়া অথবা জিরো ট্যাক্স যা রিটার্ণ জমার ২৫ ভাগ ।
বর্তমানে ৩৮টি সরকারি-বেসরকারি সেবা পেতে রিটার্ন জমার স্লিপ বাধ্যতামূলক। এগুলো হচ্ছে-ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকা বেশি ঋণ নিলে; কোম্পানি পরিচালক বা শেয়ারহোল্ডার হলে; আমদানি-রপ্তানি নিবন্ধন সনদ (আইআরসি-ইআরসি) নিতে; সিটি করপোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিতে; সমবায় সমিতি নিবন্ধন নিতে; বিমা কোম্পানির সার্ভেয়ার হতে; ১০ লাখ টাকা বেশি মূল্যের জমি-ফ্ল্যাটের দলিল করতে; ক্রেডিট কার্ড নিতে; পেশাজীবী সংগঠনের সদস্যপদ নিতে; ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র পেতে; গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিতে; ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চা ভর্তি করতে; কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিতে; অস্ত্রের লাইসেন্স নিতে; ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে; ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে; নির্বাচনে অংশ নিতে; সরকারি চাকরিজীবীদের বেতন ১৬ হাজার টাকা হলে; এমপিওভুক্ত শিক্ষকরা ১৬ হাজার টাকার বেশি বেতন গ্রহণ করলে; পণ্য আমদানি-রপ্তানির বিল অফ এন্ট্রি জমা দিতে রিটার্ন জমার স্লিপ বাধ্যতামূলক। আগামী বাজেটে এর সঙ্গে আরও কয়েকটি সেবা যুক্ত হচ্ছে। আগে শুধু টিআইএন দিয়ে এসব সেবা নেয়া যেত। ২০২২ এর বাজেটে টিআইএনের পরিবর্তে রিটার্ন জমার স্লিপ বাধ্যতামূলক করে এনবিআর।
অন্যদিকে আগামী বাজেটে টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) বাতিলের সুযোগ দেওয়া হবে। যেসব করদাতা কাজের প্রয়োজনে টিআইএন নিয়েছিলেন, তারা উপযুক্ত কারণ দেখিয়ে টিআইএন বাতিলের আবেদন করতে পারবেন।
ফলে টিআইএন নিয়ে প্রতি বছর আয়-ব্যয়ের বিবরণী জানিয়ে রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে মুক্তি মিলবে। প্রকৃত করদাতাদের ওপর নজর দিতে এ বিধান করতে যাচ্ছে এনবিআর। মৃত করদাতা অবসর প্রাপ্ত চাকুরিজীবি করদাতা শিক্ষার্থী গৃহিণী, এককালীন জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রয়োজনে অনেকেই টি আই এন গ্রহণ করেছেন অনেক করদাতা স্থায়ীভাবে বিদেশে পাড়ি জমিয়েছেন বা নিজ প্রয়োজনেও অনেকে টিআইএন নিয়েছেন এ সব ক্ষেত্রে টি আই এন বন্ধ করার বিধান চালু হলে প্রকৃত করদাতাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের জনবল অধিকতর সময় দিতে সক্ষম হবে।
কর রেয়াতযোগ্য বিনিয়োগের খাত।
আয়কর ও ভ্যাট বিষয়ক পরামর্শ এবং রিটার্ণ দাখিলের জন্য যোগাযোগ করুন:
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
Head office:
Office Address: 33 Karwan Bazar, Shah Ali Tower ( lift -11), Tejgaon, Dhaka-1215.
E_Mail: [email protected]
[email protected]
Tel: 02 55013937
Cell:. 01725 06 12 62
Cell , What's app and Imo :
01677 30 65 40
কপিরাইট আইন :
কপিরাইট অর্থ হলো লেখস্বত্ব ধরুন, আপনি স্কিল সম্পর্কিত কিছু লেখা নিয়ে একটি বই বের করলেন। সেই বইয়ের মুদ্রণ,পুণঃমুদ্রণ এবং প্রকাশ সম্পর্কিত সকল বিষয়েই একমাত্র আপনার অর্থাৎ লেখকের অধিকার বজায় থাকবে।
পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সৃজনশীল কর্মের কপি বা পুনরুৎপাদনের,অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধ রাখার জন্য যে আইন-কানুন প্রয়োগ করা হয় তাকে কপিরাইট আইন বা কপিরাইট বলা হয়।
শুধু তাই নয় ,যে কোনো সাহিত্য,শিল্পকর্ম,গল্প,নাটক,প্রবন্ধ,কবিতা,চিত্রকর্ম,চলচ্চিত্র,সঙ্গীত,ভাস্কর্য,স্থাপত্যেকলা প্রভৃতি কপিরাইট আইনের মাধ্যমে সংরক্ষিত হয়।
কপিরাইট চুক্তি :
কপিরাইট চুক্তিপত্র হলো প্রধানত প্রকাশক এবং লেখকের মধ্যকার চুক্তি। কোন লেখক তার লেখা প্রকাশকের মাধ্যমে প্রকাশ করতে চাইলে সেক্ষেত্রে লেখক এবং প্রকাশকের মধ্যে লেখা মুদ্রণ এবং বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের চুক্তি হয়। এই চুক্তিপত্রই হলো মূলত কপিরাইট |
বাংলাদেশে ২০০০ সালে কপিরাইট আইন প্রচলিত হয় | যা ২০০৫ সালে সংশোধিত হয়। প্রকৃত পক্ষে কপিরাইট চুক্তি বাজারজাতকরণের একটি জনপ্রিয় উপায় ।
কপিরাইট আইন , ২০০৫ অনুযায়ী কোনো লেখক বা শিল্পীর জীবিতকালে এবং মৃত্যুও পর ৬০ বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে ।
একমাত্র HW SERVICES LIMITED অল্প সময়ে ব্যবসায়ীদের সেবা দিয়ে আসছে ।
HW SERVICES LIMITED খুব অল্প সময়ে ব্যবসায়ীদের সেবা দিয়ে ইতিমধ্যে সাফল্য অর্জন করেছে।
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
Head office:
Office Address: 33 Karwan Bazar, Shah Ali Tower ( lift -11), Tejgaon, Dhaka-1215.
E_Mail: [email protected]
[email protected]
Tel: 02 55013937
Cell:. 01725 06 12 62
Cell , What's app and Imo :
01677 30 65 40
আপনি যদি ইতিপূর্বে রিটার্ণ জমা করে থাকেন ৩০ নভেম্বর এর মধ্যে চলতি বছরের ইনকাম ট্যাক্স রিটার্ণ জমা করুন ।
# সঠিক ভাবে রিটার্ণ ফরম পূরণ করুন
# সঠিক আয় নির্ধারন করে আয়ের উপর কর প্রযোজ্য হলে কর পরিশোধ করুন ।
# সঠিক ভাবে সম্পদ ও বিনিয়োগের হিসাব উপস্থাপন করুন
# সঠিক ভাবে আয় ব্যয় এবং সম্পদ অর্জনের স্থিতি নির্ধারন করুন
# সম্পদ যা নেই তা রিটার্নে উল্লেখ বা প্রদর্শন করবেন না
# সম্পদ যা আছে তা কোন ভাবেই বাদ দিবেন না
# সঠিক ভাবে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করুন
# অপ্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্টস প্রদান থেকে বিরত থাকুন
# প্রয়োজনে দক্ষ কারো সহযোগিতা নিন
# সঠিক সময়ে ট্যাক্স রিটার্ণ জমা নিশ্চিত করুন
# জমা কৃত সমস্ত ডকুমেন্টস এর কপি কমপক্ষে ৭ বছর সংরক্ষণ করুন
# ট্যাক্স রিটার্ণ সারা জীবনের তাই নিজের রিটার্ণ নিজে প্রস্তুত করা শিখে নিন
ট্যাক্স রিটার্ন সংক্রান্ত দক্ষ সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
Head office:
Office Address: 33 Karwan Bazar, Shah Ali Tower ( lift -11), Tejgaon, Dhaka-1215.
E_Mail: [email protected]
[email protected]
Tel: 02 55013937
Cell:. 01725 06 12 62
Cell , What's app and Imo :
01677 30 65 40
HW SERVICES LIMITED VISIT OUR PAGE AND TAKE YOUR SERVICES
গ্রুপ অফ কোম্পানিজ ও কোম্পানি প্রোফাইল কি ?
কি কি গুরুত্ব রয়েছে গ্রুপ অফ কোম্পানির ও কোম্পানি প্রোফাইল এর,
কি কি সুবিধাদি রয়েছে গ্রুপ অফ কোম্পানির ও কোম্পানি প্রোফাইল এর,
কিভাবে করবেন গ্রুপ অফ কোম্পানি ও কোম্পানি প্রোফাইল,
কি কি কাজে লাগে গ্রুপ অফ কোম্পানি ও কোম্পানি প্রফাইল
কেন করবেন গ্রুপ অফ কোম্পানি ও কোম্পানি প্রফম্পান
৫ টি কোম্পানির একটি গ্রুপ অফ কোম্পানি নিবন্ধন ও প্রতিটি কোম্পানির জন্য
১৫০-২০০ পেজের কোম্পানি প্রফাইল কিভাবে করবেন
বিস্তারিত জানতে ও
বিস্তারিত জানতে ও প্রয়োজনীয় তথ্য পেতে বা
ফ্রি পরামর্শ নিতে এপয়েন্টমেন্ট নিন
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
Head office:
Office Address: 33 Karwan Bazar, Shah Ali Tower ( lift -11), Tejgaon, Dhaka-1215.
E_Mail: [email protected]
[email protected]
Tel: 02 55013937
Cell:. 01725 06 12 62
Cell , What's app and Imo :
01677 30 65 40
HW SERVICES LIMITED VISIT OUR PAGE AND TAKE YOUR SERVICES
দেশে বর্তমানে ৩৮ ধরনের সেবায় আয়কর রিটার্নের প্রমাণপত্র জমা দেয়া বাধ্যতামূলক। আসন্ন বাজেটে এর সঙ্গে যুক্ত হচ্ছে আরো নতুন ছয় সেবা। সব মিলিয়ে আগামী অর্থবছর থেকে মোট ৪৪ ধরনের সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন যেসব সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেয়া বাধ্যতামূলক হতে পারে সেগুলো হলো স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্ট্রিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন ও লাইসেন্স বা তালিকাভুক্তি ও তা বহাল রাখা; ভূমি, ভবন এবং অ্যাপার্টমেন্ট লিজ রেজিস্ট্রেশন; পৌরসভা এলাকায় ১০ লাখ টাকা মূল্যের জমি বিক্রয়, হস্তান্তর বা লিজ রেজিস্ট্রেশন; ট্রাস্ট, ফান্ড, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রোক্রেডিট অর্গানাইজেশন, সোসাইটি এবং সমবায়ের ব্যাংক হিসাব খোলা ও চালু রাখা; সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের এবং কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর ক্ষেত্রে।
কর-জিডিপি অনুপাতের দিক থেকে নিচের সারি অবস্থানের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সর্বশেষ আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) ঋণ দেয়ার সময় কর-জিডিপির অনুপাত বাড়ানোর শর্ত দিয়েছে। বর্তমানে দেশে কর-জিডিপির অনুপাত ৭ দশমিক ৮ শতাংশ। আইএমএফের শর্ত অনুযায়ী, ২০২৬ সালের জুনের মধ্যে এনবিআরকে এ অনুপাত তুলতে হবে ৯ দশমিক ৫ শতাংশ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকার এখন এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আয়কর থেকে আগামী তিন অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৪ লাখ ৯৫ হাজার ৭০০ কোটি টাকা।
এনবিআর-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া রাজস্ব আদায় বাড়াতে আরো কিছু সংস্কার ও পদক্ষেপের বিষয়েও আইএমএফকে জানিয়েছে এনবিআর। গত কয়েক বছরে এনবিআরের রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। তাই আইএমএফের প্রোগ্রামের আওতায় বাড়তি রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিছু সংস্কার পদক্ষেপ নিলেই তা পূরণ করা সম্ভব। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ই-পেমেন্ট, ই-রিটার্ন ফিলিং, ই-টিডিএস, ই-অফিস ম্যানেজমেন্ট ও ই-টিআইএন সিস্টেম। এসব খাতে পর্যাপ্ত বিনিয়োগ ও দক্ষ জনবল নিয়োগ করলে এনবিআরের রাজস্ব আদায় বাড়বে।
এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত ৩১ লাখ ৯৬ হাজার ৭১৬ রিটার্ন জমা পড়েছে। এর আগে ২০২১-২২ অর্থবছরে রিটার্ন জমা পড়েছে ২৫ লাখ ৫৪ হাজার ২১৫। সে হিসাবে এক বছরেরও কম সময়ে সাত লাখের বেশি রিটার্ন জমা পড়েছে। এনবিআর কর্মকর্তারা বলেন, রিটার্ন জমার প্রমাণপত্র দেয়ার আওতা বাড়লে মোট রাজস্বে আয়করের অংশ বাড়বে।
এনবিআর মনে করছে, বর্তমানে ৩৮ ধরনের সেবায় রিটার্ন জমার প্রমাণপত্র দেয়া বাধ্যতামূলক করায় আয়করদাতার সংখ্যা বেড়েছে। এর আওতা আরো বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে এনবিআর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সঙ্গে যৌথভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) চালুর বিষয়টিও কর আহরণ বাড়াতে ভূমিকা রাখছে।
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
Head office:
Office Address: 33 Karwan Bazar, Shah Ali Tower ( lift -11), Tejgaon, Dhaka-1215.
E_Mail: [email protected]
[email protected]
Tel: 02 55013937
Cell:. 01725 06 12 62
Cell , What's app and Imo :
01677 30 65 40
HW SERVICES LIMITED VISIT OUR PAGE AND TAKE YOUR SERVICES
অবশ্যই রিটার্ণ জমা দিতে হবে ।
আসুন আয়কর আইনের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করি ।
এই বিষটি স্পস্ট হতে আমাদের কিছু ধারা রেফারেন্স হিসেবে জেনে নেইঃ
১. আয়কর আইন ২০২৩ এর ধারা ২ (২৭) “করমুক্ত সীমা” অর্থ মোট আয়ের কোনো সীমা যাহা শূন্য করহার বিশিষ্ট ।
২. ধারা ৭৬ (৫) অংশ ৬ এবং এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কোনো ব্যক্তি কোনো করবর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হইবেন না যদি তিনি নিম্নবর্ণিত শর্তাবলির পরিপালনে ব্যর্থ হন, যথা:- (ক) করদিবসের মধ্যে রিটার্ন দাখিল;
৩. ধারা ১৬৬ (১) প্রত্যেক ব্যক্তি উপকর কমিশনারের নিকট সংশ্লিষ্ট আয়বর্ষের জন্য রিটার্ন দাখিল করিবেন, যদি-
(ক) সংশ্লিষ্ট আয়বর্ষে তাহার আয় এই আইনের অধীন করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে;
(ঘ) উক্ত ব্যক্তি, কেবল দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান ব্যতীত, সংশ্লিষ্ট আয়বর্ষে এইরূপ কোনো আয় প্রাপ্ত হন, যাহা অংশ ৬ এর প্রথম অধ্যায়ের অধীন কর অব্যাহতি বা হ্রাসকৃত করহার সুবিধাপ্রাপ্ত;
৪. ষষ্ঠ তফসিল অংশ -১ এর ধারা ২০ঃ কোনো স্বাভাবিক ব্যক্তির “কৃষি হইতে আয়” খাতের আওতাভুক্ত অনধিক ২ (দুই) লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়, যদি উক্ত ব্যক্তি (ক) পেশায় একজন কৃষক হন;
এখন প্রথমেই যেই বিষটি স্পস্ট হওয়া দরকার তা হচ্ছে শূণ্য কর হার এবং কর অব্যাহতি দুটো বিষয় এক নয়। চলতি ২০২৩ এর অর্থ আইন অনুযায়ী একজন স্বাভাবিক কর দাতার কর শূন্য সীমা ৩৫০,০০০/- আর আয়কর আইন ২০২৩ এর ধারা ২(২৭) এ বলা হয়েছে করমুক্ত সীমা নিয়ে এবং একমাত্র কৃষি আয়ের ক্ষেত্রে ২ লক্ষ টাকার অব্যাহতি দেয়া হয়েছে ষষ্ঠ তফসিল অংশ -১ এর ধারা ২০এর মাধ্যমে । মানে হচ্ছে কৃষি আয়ের ক্ষেত্রে ২ লাখ টাকার সুবিধা অব্যাহতি হিসেবে কর পরিগননা থেকে বাদ যাবে ষষ্ঠ তফসিল অংশ -১ এর ধারা ২০এ অব্যাহতি দেয়ার কারনে।
যদি ধারা ৭৬(৫) মোতাবেক কর দিবসের মধ্যে রিটার্ণ জমা না করা হয় অব্যাহতি বাতিল হবে অর্থাৎ অতিরিক্ত ২ লক্ষ টাকার অব্যাহতি প্রাপ্ত সুবিধা বাতিল হবে। তার মানে হচ্ছে কর অব্যাহিতি পেতে হলে অবশ্যই কর দিবসের মধ্যে রিটার্ণ দিতে হবে ।
ধারা ১৭৬ (১)(ক) অনুযায়ী এই করদাতা কর মুক্ত সীমার চেয়ে অতিরিক্ত ২ লক্ষ টাকা আয় থাকায় রিটার্ণ জমার বাধ্যবাদকতা রয়েছে এবং
১৭৬ (১)(ঘ) অনুযায়ী কর অব্যাহতি বা সুবিধা প্রাপ্ত আয় থাকার কারনেও রিটার্ণ জমার বাধ্যবাদকতা রয়েছে ।
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
Head office:
Office Address: 33 Karwan Bazar, Shah Ali Tower ( lift -11), Tejgaon, Dhaka-1215.
E_Mail: [email protected]
[email protected]
Tel: 02 55013937
Cell:. 01725 06 12 62
Cell , What's app and Imo :
01677 30 65 40
HW SERVICES LIMITED VISIT OUR PAGE AND TAKE YOUR SERVICES
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্
উদ্যোগতা ও ব্যবসায়ীদের দীর্ঘ ১০ বছর যাবত সততার সাথে ও সময়ের গুরুত্ব দিয়ে আমরা নিন্মে উল্লেখিত সেবা দিচ্ছি।
এর সেবা সমুহ:
#কোম্পানী( প্রাইভেট, পাবলিক, ফরেইন ) #পার্টনারশীপ_ফার্ম, #সোসাইটি, #ক্লাব, #ট্রাস্ট #ট্রেড_অর্গানাইজেশন_নিবন্ধন #রিটার্ণ_ফাইলিং, #গেজেট #পত্রিকায়_বিজ্ঞাপন,
#ট্রেড_লাইসেন্স,
#ভ্যাট #ইনকাম_ট্যাক্স_রিটার্ন_ফাইলিং #অনলাইন_নিবন্ধন, ি, ি, #ইনডেন্টিং, #বিএসটিআই, #ডিএলএম, #ব্রয়লার_লাইসেন্স, #ভ্যাট, িন #ফায়ার_সার্ভিস, #পরিবেশ_ছাড়পত্র, #বিনিয়োগ_বোর্ড, #কলকারখানা_লাইসেন্স, #এসোসিয়েশন_মেম্বারশীপ #বন্ড_লাইসেন্স।
#ট্রেড_মার্ক, #পেটেন্ট_ডিজাইন #কপিরাইট।
#ডিজিটাল_লান্ড_সার্ভে, #ম্যানুয়াল_ল্যান্ড_সার্ভে, #ল্যান্ড_লোকেশন_চিহ্নিত_করন, #ব্যাংকিং_সার্ভে, #ভ্যালুয়েশন, #প্লানিং_কাজ।
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
Head office:
Office Address: 33 Karwan Bazar, Shah Ali Tower ( lift -11), Tejgaon, Dhaka-1215.
E_Mail: [email protected]
[email protected]
Tel: 02 55013937
Cell:. 01725 06 12 62
Cell , What's app and Imo :
01677 30 65 40
HW SERVICES LIMITED VISIT OUR PAGE AND TAKE YOUR SERVICES
আপনি নিজে ট্যাক্স অফিসে রিটার্ন জমা করেছেন !
রিটার্ন জমার স্লিপও আছে !
জটিল আইনী প্রক্রিয়ায় আপনার জমা কৃত ট্যাক্স রিটার্ণ এমন ভাবে বাতিল হতে পারে যেন রিটার্ণ জমা হয়নি !
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৬ এ এমনই বিধান রাখা হয়েছে ।
কি এমন আছে আয়কর আইনের ধারা ১৭৬ এ ?
আসুন জেনে নেই ……
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৬ এর উপধারা ৩ বলছে যখন আপনার কোন জমাকৃত রিটার্ণ ধারা ১৭৬ এর উপধারা ২ এর অধীনে নোটিশের আওতায় আসবে এবং সেই নোটিশে অনুসৃত যথাযত পদক্ষেপ নিতে করদাতা ব্যার্থ হন তবেঃ ইতিপূর্বে জমা করা রিটার্ণ এইরুপ ভাবে বাতিল বা অকার্যকর বলিয়া বিবেচিত হবে যে রিটার্ণ জমা করা হয় নাই ।
বিষয়টি পরিস্কার ভাবে বুঝতে হলে আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৬ টি ভালো করে জানতে হবে । আসুন দেখে নেই কি আছে ধারা ১৭৬ এ ।
ধারা ১৭৬ এর মুল উপজীব্য বিষয় হচ্ছেঃ “অসম্পূর্ণ রিটার্ণ দাখিলের ফলাফল” এই ধারায় মোট ৫ টি উপধারা রয়েছে ।
১৭৬( ১) এ বলা হয়েছে ধারা ১৬৯ ধারা অনুসারে বোর্ড কর্তৃক জারীকৃত কোনো নির্দেশনা অনুসরণ না করিলে উক্ত রিটার্ন বা সংশোধিত রিটার্ন অসম্পূর্ণ বলিয়া বিবেচিত হইবে।
ধারা ১৬৯ এ কি বলা হয়েছে বিষয়টি জেনে নিলে উপধারা ১ এর বিষয়েটি বুঝতে সহজ হবেঃ
ধারা ১৬৯ মুলত রিটার্ণ দাখিলের সাধারন নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয়েছে যেমন বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে প্রয়োজনীয় বিবরণ ও তথ্যাদি প্রদান করিয়া নির্ধারিত তফসিলসমূহ, বিবৃতি, হিসাব, পরিশিষ্ট বা দলিলাদিসহ রিটার্ন দাখিল করিতে হইবে।
অর্থাৎ ধারা ১৬৯ হচ্ছে কিভাবে রিটার্ণ প্রস্তুত করতে হবে, কি কি তথ্য প্রদান করতে হবে, কি কি সংযুক্তি এবং প্রমাণাদি জমা করতে হবে তার বিস্তারিত নিয়ে।
১৭৬ (২) এ বলা হয়েছে রিটার্ন বা সংশোধিত রিটার্নটি অসম্পূর্ণ বলিয়া বিবেচনা করা হইলে, উপকর কমিশনার, কারণ উল্লেখপূর্বক, করদাতার নিকট সংশ্লিষ্ট তথ্যাদি, যাচাইকরণ, বিবৃতি বা দলিলাদি নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে দাখিল করিবার জন্য নোটিশ প্রেরণ করিবেন।
অর্থাৎ রিটার্ণ প্রস্তুতে কোন ভুল হলে বা কোন তথ্য উপস্থাপনে ভুল হলে সংযুক্তিতে অসম্পূর্ণ থাকলে ট্যাক্স অফিস থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে উক্ত চাহিদা মোতাবেক তথ্য উপাত্ত সরবরাহ করতে বলা হবে ।
১৭৬(৩)এ বলা হয়েছে কোনো করদাতা উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত নোটিশ সম্পুর্ণরূপে অনুসরণ করিতে ব্যর্থ হইলে, রিটার্ন বা সংশোধিত রিটার্ন, যাহা অসম্পূর্ণ বলিয়া বিবেচিত হইয়াছিল তাহা এইরূপভাবে বাতিল বা অকার্যকর বলিয়া বিবেচনা করা হইবে যেন উহা দাখিল করা হয় নাই।
অর্থাৎ ট্যাক্স অফিস থেকে নোটিশ করার পর আপনি যদি যথা সময়ে যথাযতভাবে তথ্য উপাত্ত সরবরাহ না করেন সেক্ষেত্রে আপনি রিটার্ণ দাখিল করেন নাই হিসেবে বিবেচনা করা হইবে ।
১৭৬(৪)এ বলা হয়েছে কোনো করদাতা উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত নোটিশের বিষয়বস্তু সম্পূর্ণ বাস্তবায়ন করিলে রিটার্ন বা সংশোধিত রিটার্ন তাহা দাখিলের তারিখে সম্পূর্ণ হইয়াছে বলিয়া বিবেচিত হইবে।
অর্থাৎ রিটার্ণের সঠিক তথ্য উপাত্তের জন্য ট্যাক্স অফিসের নোটিশের আলোকে যথাযত সন্তোষ জনক উপস্থাপনের ভিত্তিতে দাখিলের তারিখে রিটার্ণ দাখিল হইয়াছে বলিয়া বিবেচিত হইবে ।
১৭৬ (৫) এ বলা হয়েছে কেবল প্রাপ্তি স্বীকারের কারণে রিটার্নটি সম্পূর্ণ বলিয়া বিবেচিত হইবে না।
অর্থাৎ উপধারা ২,৩,৪ এর আলোকে যথাযত বাস্তবায়ন না করিলে রিটার্ণ জমার প্রাপ্তি স্বীকারের কপি থাকলেও রিটার্ণ দাখিল হিসাবে গণ্য হইবে না ।
এখন আসি শিরোনামের বাস্তবতায়ঃ আমাদের দেশের প্রেক্ষাপটে চাকুরিজীবির চাকুরি পরিবর্তন, বদলি, বাসার ঠিকানা পরিবর্তন সহ এমন অনেক কারন ছাড়াও ঢাক বিভাগের অনেক চিঠি যাহা ট্যাক্স অফিসের নোটিশ তাহা করদাতার হস্তগত নাও হতে পারে । আবার অনেক সময় এমন হয় যে সময় পার হওয়ার পর চিঠি হাতে আসে ।
সেসব ক্ষেত্রে ট্যাক্স অফিস আইনানুগ ভাবে রিটার্ণ প্রসেস করবে এবং সেই আইনের জটিলতায় রিটার্ণ জমা না হওয়ার আইন আরোপ হয়ে যেতে পারে।
সুতরাং এই আইনে করদাতার সাথে যোগাযোগ স্থাপন না হওয়া পর্যন্ত রিটার্ণ প্রসেস প্রক্রিয়ায় শুরু না করা উচিৎ । আমরা এমন কর আইন চাই যাতে করদাতা কর প্রদানে উৎসাহী হয় এমন আইন চাই না যা করদাতাকে ভীত করে ।
রিটার্ণ দাখিল এর পূর্বে সাবধানতা অবলম্বন করুন, পার্ফেক্ট রিটার্ণ জমা করুন এবং যাবতীয় জটিলতা থেকে মুক্ত থাকুন ।
বিঃ দ্রঃ যেহেতু এখনো আয়কর নির্দেশিকা বা কোন গাইড লাইন আসেনি তাই আলোচনা পর্যলোচনার মাধ্যমে আমাদের অস্পষ্টতা গুলো নিয়ে আপনার গঠনমূলক আলোচনা প্রত্যাশা করছি যাতে জাতীয় রাজস্ব বোর্ড বিষয়গুলো নিয়ে স্পস্ট করতে আগ্রহী হয় ।
সবাইকে ধন্যবাদ ।
HW SERVICES LIMITED দীর্ঘদিন যাবত অল্পসময়ে Online/Offline সেবা দিয়ে আসছে বছরের পর বছর।
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
আমাদের সেবা পেতে যোগাযোগ করুন।
হেড অফিস
ঠিকানা : ৩৩ কারওয়ান বাজার, শাহ আলী টাওয়ার ( লিফট – ১১ ) , তেজগাঁও ,ঢাকা -১২১৫।
ফোন : 02-55013937
01725061262 , 01677306540
ইমেল : [email protected]
HW SERVICES LIMITED VISIT OUR PAGE AND TAKE YOUR SERVICES
যাদের বাধ্যতামূলক জীবন যাপন ব্যয় বিবরণী জমা করতে হবে:
১ . প্রত্যেক স্বাভিক করদাতারক রিটার্নে আবশ্যিকভাবে জীবন যাপন সংশ্লিষ্ঠ ব্যয় বিবরণী দাখিল করিতেই হইবে,যদি-
ক. সংশ্লিষ্ঠ আয়বর্ষে উক্ত ব্যক্তির আয় 5 লক্ষ টাকার অধিক হয়।
খ. সংশ্লিষ্ঠ আয়বর্ষে কোন সময় উক্ত ব্যক্তি মোটরযানের মীলিকানা লাভ করেন।
গ. উক্ত ব্যক্তি ব্যবসা হতে কোন আয় করেন ।
ঘ. উক্ত ব্যক্তি কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হন।
২. উপকর কমিশনার ,লিখিত নোটিশ দ্বারা,কোন ব্যক্তিকে আয়বর্ষে জীবনযাপন সংশ্লিষ্ঠ ব্যয় বিবরণী দাখিল করিতে বলিতে পারিবেন,যদি-
ক. উক্ত ব্যক্তি সংশ্লিষ্ঠ আয়বর্ষে উক্ত ব্যয় বিবরণী দাখিল না করিয়া থাকেন,বা
খ. উক্ত করদাতা সংশ্লিষ্ঠ আয়বর্ষে করদায় নির্ধারণের জন্য উক্ত ব্যয় বিবরণী আবশ্যক বলিয়া প্রতিয়মান হইয়া থাক।
HW SERVICES LIMITED দীর্ঘদিন যাবত অল্পসময়ে Online/Offline সেবা দিয়ে আসছে বছরের পর বছর।
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
আমাদের সেবা পেতে যোগাযোগ করুন।
হেড অফিস
ঠিকানা : ৩৩ কারওয়ান বাজার, শাহ আলী টাওয়ার ( লিফট – ১১ ) , তেজগাঁও ,ঢাকা -১২১৫।
ফোন : 02-55013937
01725061262 , 01677306540
ইমেল : [email protected]
এস আর ও ২৫৩- আইন/আয়কর-০৯/২০২৩ এর মাধ্যমে আয়কর আইন ২০২৩ এর ১০২ ধারায় উৎসে কর্তিত আয়ের বিপরীতে ধারা ১৬৬(২) অনুযায়ী নিন্মউল্লেখিতঃ
(ক) কোনো শিক্ষা প্রতিষ্ঠান-
(অ) যাহা বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক-প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বা যাহা মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) শিক্ষা প্রতিষ্ঠান; এবং
(আ) যাহার ইংরেজি ভার্সন কারিকুলাম নাই;
(খ) সরকারি বিশ্ববিদ্যালয়;
(গ) বাংলাদেশ ব্যাংক ;
(ঘ) স্থানীয় কর্তৃপক্ষ;
(ঙ) সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সায়ত্বশাসিত সংস্থা, যাহার সরকারের নিকট হইতে প্রাপ্ত তহবিল ও সুদ আয় ব্যতীত অন্য কোনো আয় নাই ;
(চ) আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত যেকোনো সত্তা যাহাদের সরকারের নিকট হইতে প্রাপ্ত তহবিল ব্যতীত অন্য কোনো আয় নাই;
(ছ) সরকারি ভবিষ্য তহবিল এবং সরকারি পেনশন তহবিল;
(জ) কোনো অনিবাসী স্বাভাবিক ব্যক্তি যাহার বাংলাদেশে কোনো নির্দিষ্ট ভিত্তি (fixed base) নাই; বা
(ঝ) বোর্ড কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, রিটার্ন দাখিল করা হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ। গনের সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানত এর অর্জিত সুদ আয় চুরান্ত কর দায় হিসেবে গণ্য হইবে ।
২। সঞ্চয় পত্র হইতে অর্জিত মুনাফা সকল স্বাভাবিক করদাতার জন্য চুরান্ত কর দায় হিসেবে গণ্য হইবে ।
৩। ধারা ১১২ এর অধীনে উৎসে কর্তনকৃত রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি চুরান্ত কর দায় হিসেবে গণ্য হইবে ।
যেই ৪৩ টি ক্ষেত্রসমূহে “রিটার্ন দাখিলের প্রমাণ” PSR দাখিল করিতে হইবে
১. করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে, ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;
২. কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হইতে হইলে;
৩. আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখিতে;
৪. সিটি কর্পো রেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রা প্তি ও নবায়ন করিতে;
৫. সমবায় সমিতির নিবন্ধন পাইতে;
৬. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হইতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে;
৭. সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ (দশ) লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা ফ্ল্যাট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করিতে;
৮. ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখিতে;
৯. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখিতে;
১০. Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ রেজিস্ট্যার,হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি বা, ক্ষেত্রমত, নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে;
১১. টেড্র বডি বা পেশাজীবী সংস্থার র সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখিতে;
১২. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে;
১৩.গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখিতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখিতে;
১৪. লঞ্চ,স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, কার্গো ও ডাম্ব বার্জসহ ভাড়ায় চালিত সকল নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখিতে;
১৫. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে;
১৬. সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত’ ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তির ক্ষেত্রে ;
১৭. সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখিতে;
১৮. কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখিতে;
১৯. আস্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখিতে;
২০. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;
২১. ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়;
২২. ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখিতে;
২৩. ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;
২৪. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;
২৫. মোটরযান, স্পেস বা স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগহনে;
২৬. ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
২৭. গণকমর্চারীর বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
২৮.মোবাইলব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তররের মাধ্যমে এবং মোবাইলের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন,ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তিতে
২৯. অ্যাডভাইজরি বা কন্সান্টেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কতৃর্ক কোনো কোম্পানি হইতে কোনো অর্থ প্রাপ্তিতে;
৩০. MPO বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হইতে মাসিক ১৬ (ষোল) হাজার টাকার ঊর্ধ্বে কোনো অর্থপ্রাপ্তিতে;
৩১. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে;
৩২. দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;
৩৩. এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থা’র বিদেশি অনুদানের অর্থ ছাড়ে;
৩৪. বাংলাদেশে অবস্থিত’ ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া পণ্য বা সেবা বিক্রয় ;
৩৫. কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860),
এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভের আবেদনের ক্ষেত্রে;
৩৬. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশে নিবাসী কতৃর্ক টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে;
৩৭. কোনো কোম্পানি বা ফার্ম কতৃর্ক কোনো প্রকার পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে
৩৮. পণ্য আমদানি বা রপ্তানির উদ্দ্যেশ্যে বিল অব এন্টি দাখিলকালে;
৩৯. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কতৃর্পক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কতৃর্পক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে;
৪০. স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ, ভেন্ডর বা দলিল লেখক হিসাবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তি করতে এবং বহাল রাখিতে;
৪১. ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রোক্রেডিট , সোসাইটি এবং সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে এবং চালু রাখিতে;
৪২. কোনো নির্দিষ্ট ব্যক্তি কতৃর্ক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের;
৪৩. কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর।
HW SERVICES LIMITED দীর্ঘদিন যাবত অল্পসময়ে Online/Offline সেবা দিয়ে আসছে বছরের পর বছর।
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
আমাদের সেবা পেতে যোগাযোগ করুন।
হেড অফিস
ঠিকানা : ৩৩ কারওয়ান বাজার, শাহ আলী টাওয়ার ( লিফট – ১১ ) , তেজগাঁও ,ঢাকা -১২১৫।
ফোন : 02-55013937
01725061262 , 01677306540
ইমেল : [email protected]
HW SERVICES LIMITED VISIT OUR PAGE AND TAKE YOUR SERVICES
যাদের বাধ্যতামূলক রির্টান জমা দিতে হবে:
• সংশ্লিষ্ট আয়বর্ষে তাহার আয় এই আইনের অধীন কর মুক্ত আয়ের সীমা অতিক্রম করে
• সংশ্লিষ্ট আয়বর্ষের অব্যহতি পূববর্তী ৩ (দিন ) বৎসরের মধ্যে কোন বৎসর তাহার কর নির্ধারন কর হয়।
• উক্ত ব্যক্তি একটি কোম্পানি, কোন শেয়ার হোল্ডার পরিচালক বা কোন কোম্পানির শেয়ারহোল্ডার কর্মচারী, কোন র্ফাম, র্ফামের অংশীদার, কোন ব্যক্তিসংঘ, কোন ব্যবসায় নির্বাহী
বা ব্যবস্থাপকের পদধারী কোন কর্মচারী, কোন গণকর্মচারী হন যাহার বাংলাদেশে স্থায়ী স্থাপনা রহিয়াছে।
• উক্ত ব্যক্তি কেবল দাতব্য উদেশ্য প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠান ব্যতীত,সংম্লিষ্ঠ আয়বর্ষে এইরুপ কোন আয় প্রাপ্ত হন, অংশ ৬ এর প্রথম অথ্যায়ের অধীন কর অব্যহতি বা হ্রাসকৃত করহার সুবিধাপ্রাপ্ত
• ধারা ২৬১ অনুসারে করদাতা হিসাবে নিবন্ধনযোগ্য কোন ব্যক্তি
• উক্ত ব্যক্তিধারা ২৬৪ অনুযায়ী ৪৩ টি সেবা গ্রহণের ক্ষেত্রে রির্টান দাখিল এর প্রমাণ
আমাদের সেবা পেতে যোগাযোগ করুন।
হেড অফিস
ঠিকানা : ৩৩ কারওয়ান বাজার, শাহ আলী টাওয়ার ( লিফট – ১১ ) , তেজগাঁও ,ঢাকা -১২১৫।
ফোন : 02-55013937
01725061262 , 01677306540
ইমেল : [email protected]
প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন বা ট্রেড লাইসেন্স, টিন, বিন, পরিবেশ, ফায়ার, লে-আউট প্লান, ওয়ার্ড কাউন্সিলর এর অনাপত্তি পত্র,
ভাড়ার চুক্তি, সিভিল সার্জন এর অনাপত্তিপত্র,
মালিক কতৃক সীকারক্তি পত্র ইত্যাদি প্রয়োজন হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার এর জন্য যেগুলোর অধিকাংশ করতে আমরা সহায়তা করি. এছাড়া এনজিও, সোসাইটি, ফাউন্ডেশন, কোম্পানি ট্রেডমার্ক, কোম্পানি প্রোফাইল, ইত্যাদি করে থাকি।
যোগাযোগ-
একমাত্র HW SERVICES LIMITED দীর্ঘদিন যাবত অল্পসময়ে Online/Offline সেবা দিয়ে আসছে বছরের পর বছর।
Please Registration Here :
https://forms.gle/2PsiJTXM5jXpeorn9
আমাদের সেবা পেতে যোগাযোগ করুন।
হেড অফিস
ঠিকানা : ৩৩ কারওয়ান বাজার, শাহ আলী টাওয়ার ( লিফট – ১১ ) , তেজগাঁও ,ঢাকা -১২১৫।
ফোন : 02-55013937
01725061262 , 01677306540
ইমেল : [email protected]
HW SERVICES LIMITED VISIT OUR PAGE AND TAKE YOUR SERVICES
যাঁদের অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে:
১. যাঁর ১২ ডিজিটের টিআইএন আছে;
২. করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে;
৩. আয় বছরের পূর্ববর্তী তিন বছরের যেকোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকলে;
৪. করদাতা যদি কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডারের এমপ্লয়ি বা কর্মচারী হন;
৫. করদাতা যদি কোনো ফার্মের অংশীদার হন;
৬. করদাতা যদি সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, করপোরেশন, সত্তা বা ইউনিটে বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, করপোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী হয়ে আয় বছরের যেকোনো সময় ১৬ হাজার টাকা বা এর বেশি মূল বেতন পান;
৭. করদাতা যদি কোনো ব্যবসায় বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হন;
৮. করদাতার আয়কর অব্যাহতি পাওয়া বা হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে;
৯. করদাতা যদি মোটর গাড়ির মালিক হন (মোটর গাড়ি বলতে জিপ বা মাইক্রোবাসকেও বোঝাবে);
১০. করদাতা যদি কোনো সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা করেন
১১. করদাতার যদি মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ থাকে
১২. করদাতা যদি চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধিত হন;
১৩. করদাতা যদি আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধিত হন;
১৪. করদাতা যদি কোনো বণিক বা শিল্পবিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হন;
১৫. করদাতা যদি কোনো পৌরসভা বা সিটি করপোরেশনের কোনো পদে বা সাংসদ পদে প্রার্থী হন;
১৬. করদাতা যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো স্থানীয় সরকারের কোনো টেন্ডারে অংশগ্রহণ করেন;
১৭. করদাতা যদি কোনো কোম্পানির বা কোনো গ্রুপ অব কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকেন;
১৮. করদাতা যদি মোটরযান, স্পেস বা স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন; এবং
১৯. করদাতা যদি লাইসেন্সধারী অস্ত্রের মালিক হন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
33, Karwanbazar, Shah Ali Tower (lift-11)
Dhaka
1215
Nikunja
Dhaka, 1229
RS CORP. is a business process outsourcing firm that utilizes global resources to provide our client
Mirpur DOHS
Dhaka, 1216
Guest blogger for Search Engine Journal, Social Media Today and more. Pioneering internet marketing professional from Bangladesh. SEO, PPC, SMM Consultant.
Suite 7A, House 31, Road 10, Block G, Banani
Dhaka, 1213
FutureLeaders™ is arguably the best firm in BD to facilitate Team building and Leadership workshops.
Concord Royal Court (4th Floor), House # 40, Suite # 4/B-3, Road # 27 (Old), 16 (New), Dhanmondi
Dhaka, 1209
'One of the leading and most trusted Canadian Immigration Law Firm representing clients from all ove
45/1 New Eskaton, 2nd Floor
Dhaka, 1000
CCN provides consultancy services to national and international organizations in policy and program
71 Purana Paltan
Dhaka, 1000
STxCON provides consultancy services for all ICT and other IT technology related business, economics,
Central Raoad
Dhaka
Printing| Office Stationeries| Corporate & Promotional Gifts| Corporate Videos| Web design & Hosting
Concept Tower, Suite-5k(4th Floor), 68-69 Green Road, Panthapath
Dhaka, 1205
An academic centre for medical professionals
61/B, Malibagh DIT Road, Chowdhury Para
Dhaka, 1219
deals with products & services mainly Technology Products Meet with us for Next technology, Best sol
Dhaka, 1206
Here you will find all information about my STOCK GARMENTS ready for sale with low price!
Gopalgonj Dhaka
Dhaka, 8140
this page is for boosting and improvement your page using proper digital marketing