Ador

I am sorry to say that I won't be able to accept your invitation/messages/association because I spend most of my time in solitude.

To be straightforward, I am not interested in anything at all whatever your offer is.

12/03/2024

এই বছর গরম কেমন হবে? বহু সংস্থা পূর্বাভাস ও প্রচার করছে এই বছরে রেকর্ড করা তাপমাত্রা হবে। আসলে তেমনটা হওয়ার সম্ভাবনা কম।
নিচে দেখে নেওয়া যাক 👇

1️⃣ পর পর ৩ বছর লা লীনার ফলে, উপ ক্রান্তীয় এলাকায় বাতাস হ্রাস পাওয়ায় বাতাসের বাষ্পীকরণ কম হয়েছে, উপ ক্রান্তীয় ঝড় হ্রাস এবং সরাসরি সৌর বিকিরণ বৃদ্ধি করেছে। ফলে উক্ত স্থানগুলোতে প্রচুর তাপ তৈরি হয়েছিল।

2️⃣ কিন্তু লা লীনার ঠিক পরের বছরই এল নিনো তৈরি হয় ফলে উপ ক্রান্তীয় এলাকাসহ ক্রান্তীয় এলাকা প্রচুর গরম বা তাপ তৈরি হয় যেটার ফলে ২০২৩ সালে আমরা শক্তিশালী তাপপ্রবাহ দেখেছি। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে চলা তাপপ্রবাহ এবং রেকর্ড করা তাপমাত্রা।

3️⃣ কিন্তু ২০২৩ প্রাক বর্ষা থেকে আমরা দেখেছি উপ ক্রান্তীয় এলাকার বাতাস বৃদ্ধি পেতে এবং আমরা দেখেছি বর্ষা ও তার পরবর্তীকালীন সময়ে আকাশ মেঘলা থাকায় সরাসরি সৌর বিকিরণে ব্যাঘাত হতে। ফলাফল আমরা শীতকালে সূর্যের কিরণ কম পেয়েছি তাছাড়া আমরা শীতকালে স্বাভাবিক থেকে কম তাপমাত্রা পেয়েছি যেটা এল নিনো বছরের সম্পূর্ণ বিপরীত।

4️⃣ অর্থাৎ সাধারণত এল নিনো বছরগুলোর শীতকালের তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি থাকে। কিন্তু এই বছর এল নিনো থাকা সত্বেও সেটা বিপরীত ছিল মানে স্বাভাবিক থেকে কম তাপমাত্রা ছিল!

➡️ #মোটকথা: আমরা আবহাওয়ার সার্কুলেশন ধরনের জন্য ২০২৩ এর গ্রীষ্মের ও বর্ষার পর থেকে তাপমাত্রা হ্রাস পেতে থাকে এবং যেটা অব্যাহত থাকতে পারে। ফলে আমরা এই বছরের গ্রীষ্মকালে স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ জলবায়ু হিসাবে গ্রীষ্মকালের যেই স্বাভাবিক তাপমাত্রা বা তাপ সেটাই এই বছর পেতে পারি। এবং অন্যান্য আবহাওয়া সংখ্যাগুলোর মত অতিরঞ্জিত তাপমাত্রা ও সব কিছু পুড়ে যাওয়ার মত কিছু হওয়ার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে কম।

=> বিশ্লেষণকারী: Ador & পি. রাউন্ডি

09/06/2023

Welcome to SouthWest Monsoon or Rainy Season!
বর্ষাকালে আপনাকে স্বাগতম!
বর্ষা ৭ তারিখ রাতে টেকনাফ দিয়ে দেশে প্রবেশ করে যা আজ চট্রগ্রাম শহর পর্যন্ত প্রসারিত হয়েছে। 🌧️

08/06/2023

পূর্বাভাস অনুয়ায়ী, ভোর থেকে চট্রগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় বেশকিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তাছাড়া দুপুরের পর অন্য বিভাগের গুটিকয়েক অল্প কিছু স্থানে বজ্র বৃষ্টি হতে পারে।

তাছাড়া দেশের মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। ফলে দেশের সরাসরি সূর্য আলো পৌঁছাতে বাধা প্রাপ্ত হচ্ছে। তবে যেহেতু বর্ষা আমাদের খুবই নিকটে এই সময়ে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দেশে প্রবেশ করে থাকে ফলে সূর্যের আলো প্রভাব না রাখলেও বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প থাকায় এক ধরনের ভ্যাপসা গরম অনুভুত হতে পারে।

এদিকে আজ ভারতের কেরালায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু। তাছাড়া এর উত্তর অংশ মায়ানমারের উত্তর-পশ্চিম বা উত্তর রাজ্য Sittwe উপকূল বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপের কাছে পৌড়ছেছে বর্ষা। যা আগামীকাল টেকনাফ উপকূল দিয়ে দেশে প্রবেশ করতে পারে। আর এটার পরবর্তী ৪৮-৭২ ঘন্টায় বর্ষা চট্টগ্রামের বাকি অংশ ঢাকার পূর্বাংশ ও সিলেট বিভাগে প্রবেশ করতে পারে। (আনঅফিসিয়াল)

বর্ষার প্রবেশ প্রক্রিয়া ও দেশে পর্যাপ্ত জলীয়বাষ্প এবং অন্যান্য কারণে সময়ের সাথে সাথে দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে থাকবে। তবে মূলত ১১/১২ তারিখ থেকে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের বেশ কিছু স্থানে মূলত মাঝারি ও কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত এবং মধ্যস্থানে হালকা থেকে মাঝারি ও দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্ষা প্রবেশ করার সাথে সাথে Break Monsoon পরিস্থিতি বিরাজমান করবে সেটার ফলে বজ্রবৃষ্টি ধরনের চলমান বৃষ্টিপাত হতে পারে।

19/05/2023

#বর্ষার_আগমন_যাত্রা

আমরা XP WEATHEAR TEAM অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, এই বছরের (২০২৩ সালের) দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা আজ দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর ও আশেপাশ পর্যন্ত অগ্রসর হয়েছে!

• বর্ষার আগমন প্রক্রিয়া: প্রতি বছর মে মাসের ৩য় সপ্তাহে বর্ষা উত্তর মেরুতে প্রবেশ ঘটিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে অগ্রসর হয়। পরবর্তীতে এটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হতে থাকে। মূলত স্বাভাবিকভাবে এটি পহেলা জুন ভারতের কেরেলা রাজ্যে প্রবেশ করে। তবে আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী সেটা আগে বা পিছিয়ে প্রবেশ করতেও যেখা যায়। বর্ষা মূলত বাংলাদেশের টেকনাফ দিয়ে প্রথমে প্রবেশ করে যা পরবর্তীতে সময়ের সাথে সাথে দেশের অনন্যাও স্থানেও প্রবেশ করতে দেখা যায়।

• বর্ষার আগমন সময়কাল: বর্ষা মূলত ভারতের কেরেলা রাজ্যে পহেলা জুনে আগমন ঘটায় এবং জুনের ২-৩ তারিখ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের টেকনাফ দিয়ে প্রবেশ করতে দেখা যায়। এবং ৫ তারিখ বরিশাল ঢাকা ও ময়মনসিংহের বেশ কিছু স্থানে প্রবেশ করে এবং ১২ তারিখের মাঝে সম্পূর্ণ বাংলাদেশ বর্ষা প্রবেশ করতে দেখা যায়। মূলত এই সময় থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষাকাল পরিলক্ষিত হয়।

• বর্ষা প্রবেশের লক্ষণ ও নির্ণায়ক: মূলত পরপর ২-৩ দিন নির্দিষ্ট মাত্রার বৃষ্টি, তাছাড়া নিচে স্তরের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু যেটা মধ্য স্তর পর্যন্ত বিস্তীর্ণ থাকবে এবং উপরের স্তরের পূবালী বায়ু পরিলক্ষিত হলে এবং এর পাশাপাশি ঋণাত্মক OLR মাত্রা পরিলক্ষিত হলেই তখন মনসুন (বর্ষা) প্রবেশ করেছে বলে ঘোষণা করা হয়।

18/05/2023

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বাংলার কলকাতার পর পরবর্তীতে খুলনা বিভাগের বেশ কিছু স্থানেও ঝড় ও বজ্র বৃষ্টি দ্বারা আক্রান্ত হয়েছে। রাতের অংশে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে ঝড় বা বজ্র বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে।

18/05/2023

এখন থেকে আগামী ৬ ঘণ্টায়, প্রথমে পশ্চিম বাংলার কলকাতা ও তার আশেপাশে এবং পরবর্তীতে খুলনা বিভাগের কিছু স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে।

17/05/2023

পূর্বাভাস অনুয়ায়ী, দিনের অংশে মূলত বরিশাল ও চট্রগ্রাম বিভাগের কিছু স্থানে তাছাড়া পরবর্তীতে রাজশাহী বিভাগের কিছু স্থান এবং বর্তমানে খুলনা বিভাগের উত্তর অঞ্চলের কিছু স্থানে বজ্রবৃষ্টি ও ঝড় হাওয়া দ্বারা আক্রান্ত হচ্ছে।

তাছাড়া রাতের অংশে দেশের উত্তরাঞ্চলের কিছু স্থানে বজ্র বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে।

#নোট: গত দুদিন দেশের অধিকাংশ স্থানে বজ্র বৃষ্টি দ্বারা আক্রান্ত হওয়ায়, পরিবেশ থেকে কিছু এনার্জি নষ্ট হয়ে গেছে যার কারণে সকল স্থানে বজ্রবৃষ্টি নাও হতে পারে।

17/05/2023

এখন থেকে আগামী ১২ ঘণ্টায়, প্রথমে রাজশাহী এবং পরবর্তীতে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে।

16/05/2023

এখন থেকে আগামী ১২ ঘণ্টায়, প্রথমে বরিশাল এবং পরবর্তীতে খুলনা বিভাগের উপকূলীয় এবং সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অল্প কিছু স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে।

15/05/2023

খুলনা ও বরিশাল বিভাগের পর, চট্রগ্রাম বিভাগ বজ্র বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে যাচ্ছে! তাছাড়া রংপুর ও ময়মনসিংহ বিভাগের অল্প কিছু স্থান আক্রান্ত হচ্ছে।

15/05/2023

#কালবৈশাখীর_সতর্কতা২:

পূর্বাভাস অনুযায়ী, তীব্র কালবৈশাখী পশ্চিম বাংলায় ও খুলনা বিভাগে আঘাত হানে! এইবার বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণাঞ্চল এবং মেঘ গুলো টিকে থাকলে দক্ষিণ পূর্বাঞ্চল গুলো আক্রান্ত হতে পারে !

পূর্ব পূর্বাভাস অনুযায়ী সবাই কি প্রস্তুত? তীব্র বজ্রপাত ও ঝড় বৃষ্টি হতে পারে। 🌧️🌩️

15/05/2023

#কালবৈশাখীর_সতর্কতা:

পূর্বাভাস অনুযায়ী, তীব্র কালবৈশাখী পশ্চিম বাংলায় আঘাত হানে! এখন খুলনা বিভাগের পালা! পূর্ব পূর্বাভাস অনুযায়ী সবাই কি প্রস্তুত? তীব্র বজ্রপাত ও ঝড় বৃষ্টি হতে পারে। 🌧️🌩️

পরবর্তীতে বরিশাল বিভাগ প্রস্তুত থাকা উচিত!

15/05/2023

এখন থেকে আগামী ১২ ঘণ্টায় দেশের বেশকিছু স্থান দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বিশেষ করে প্রথমে পশ্চিম বাংলায় এবং পরবর্তীতে খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগসহ আরো অন্যান্য বিভাগেও সম্ভাবনা থাকে।

14/05/2023

মিয়ানমার থেকে পাঠানো ঘূর্ণিঝড় মোখার একটি ভিডিও ফুটেজ! সেখানে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি!

14/05/2023
14/05/2023

মিয়ানমার থেকে পাঠানো ঘূর্ণিঝড় মোখার একটি ভিডিও ফুটেজ! সেখানে এই মুহূর্তে বাতাস বৃদ্ধি পেয়েছে!

ঘূর্ণিঝড় মোখা আর অল্প কিছুক্ষণের মাঝে টেকনাফ ও মিয়ানমারের Sittwe রাজ্যের মাঝ দিয়ে স্থলভাগে আঘাত প্রক্রিয়া শুরু করবে!

Photos from Ador's post 14/05/2023

মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত অতি তীব্র ঘূর্ণিঝড়টি গড়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরো শক্তি অর্জন করে বর্তমানে উচ্চট ক্যাটাগরি ৪ সম্পূর্ণ ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে। এটা আগামী ০৬ ঘণ্টায় মাঝে আরো কিছুটা শক্তি অর্জন করে মূলত উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এটি আজ ১৪ তারিখ, রোজ রবিবার দুপুর থেকে বিকালের মাঝে মূলত বাংলাদেশ টেকনাফ ও মায়ানমারের Sittwe রাজ্যের মধ্য মূলত টেকনাফ উপকূলের দক্ষিণ দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। আঘাত কালে বাতাসের গতি থাকতে পারে ১৮০-১৯০ কিমি/ঘ.

=> সিস্টেমের মধ্যস্থত থেকে ৭০ কিমি ব্যাসার্ধে

13/05/2023

মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত অতি তীব্র ঘূর্ণিঝড়টি গড়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরো শক্তি অর্জন করে বর্তমানে ক্যাটাগরি ৪ সম্পূর্ণ ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে। এটা আগামী ১২ ঘণ্টায় মাঝে আরো কিছুটা শক্তি অর্জন করে মূলত উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এটি আগামী ১৪ তারিখ দুপুর থেকে সন্ধায় মাঝে মূলত বাংলাদেশের কক্সবাজার থেকে মায়ানমারের Sittwe অঞ্চলের মধ্যে, টেকনাফ উপকূলের কাছাকাছি দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।

=> সিস্টেমের মধ্যস্থত থেকে ৭০ কিমি ব্যাসার্ধে

12/05/2023

সাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় "মোখা" আরো কিছুটা উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শক্তি অর্জন করে ক্যাটেগরি ৩ শক্তি সম্পন্ন ঘূর্ণিঝড়ে উপনীত হয়েছে! বিস্তারিত আসতেছে...

12/05/2023

ঘূর্ণিঝড় মোখা বিষয় নিয়ে রাত ১০:৪৫ থেকে ১১ টায় লাইভে আসার চেষ্টা করবো। আপনারা আপনাদের সকল প্রশ্ন গুলো তৈরি করে রাখেন। 😍😍

12/05/2023

• Very Severe Cyclonic Storm is Intensifying and moving North-NorthEast Direction Towards East Center Bay of Bengal. It's likely to cross between Cox Bazar (Bangladesh) to Sittwe (Myanmar) very Close to Teknaf on 14th May Noon to Evening.

=> MAXIMUM WIND SPEED: 75 KT (135 KM/H)

• অতি প্রবল ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বৃদ্ধি করে গড়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্য পূর্ব বঙ্গোপসাগরের দিকে আগাচ্ছে। একটি ভবিষ্যতে আরো শক্তি বৃদ্ধি করে গড়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী ১৪ তারিখ দুপুর থেকে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের Sittwe এর মধ্যে, টেকনাফের অতি কাছাকাছি দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।

=> বর্তমান বাতাসের সর্বোচ্চ গতি: ১৩৫ কিমি/ঘ.

Photos from Ador's post 11/05/2023

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সাধারণ ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে কিছুটা শক্তি অর্জন করে তীব্র ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে। এটা আগামী ১২ ঘণ্টায় মাঝে আরো কিছুটা শক্তি অর্জন করে মূলত উত্তর দিকে অগ্রসর হয়ে খুব তীব্র ঘূর্ণিঝড় রূপে উপনীত হতে পারে। ঘূর্ণিঝড়টি শক্তিশালী ক্যাটাগরি ২ এর বেশি সম্পন্ন ঘূর্ণিঝড় হতে পারে। এবং এটি আগামী ১৪ তারিখ বাংলাদেশের কক্সবাজার থেকে মায়ানমারের Sittwe অঞ্চলের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।

=> সিস্টেমের মধ্যস্থত থেকে ৭০ কিমি ব্যাসার্ধে

Photos from Ador's post 11/05/2023

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সাধারণ ঘূর্ণিঝড়টি কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই সাধারণ ঘূর্ণিঝড় "মখা/মোখা" আকারে অবস্থান করছে। এটা আগামী ১২ ঘণ্টায় মাঝে আরো কিছুটা শক্তি অর্জন করে মূলত উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র ঘূর্ণিঝড় রূপে উপনীত হতে পারে।

=> সিস্টেমের মধ্যস্থত থেকে ৭০ কিমি ব্যাসার্ধে

10/05/2023

পরিশেষে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মখা বা মোখা! সকালের গভীর নিম্নচাপটি গড়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সাধারণ ঘূর্ণিঝড়ে উপনীত হয়েছে।
বিস্তারিত আসছে..

10/05/2023

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটা আগামী ১২ ঘণ্টায় মাঝে আরো কিছুটা শক্তি অর্জন করে মূলত উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সাধারণ ঘূর্ণিঝড় "মখা/মোখা ( ) তে রূপ ধারণ করতে পারে।

• সর্বোচ্চ বাতাসের গতি: ৫০-৫৫ কিমি/ঘ.
• সর্বনিম্ন বাতাসের চাপ: ৯৯৯ মিবা.

বাতাসের পর্যবেক্ষণ তথ্য:

সিস্টেমের মধ্যস্থ থেকে ১৫০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, ১৮০ কিমি দক্ষিণ পূর্বে ৩০ নটস (৫০-৫৫ কিমি/ঘ.) বাতাস লক্ষ করা গেছে। এবং মধ্যস্থ নিম্ন বাতাসের চাপ ৯৯৯ মিবা পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

09/05/2023

#লঘুচাপ_আপডেট

• দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সাগরের অবস্থানরত লঘুচাপটি পরবর্তীতে শক্তি অর্জন করে সুস্পষ্ট লঘুচাপ আকারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো কিছুটা শক্তি অর্জন করে আজ সন্ধায় নিম্নচাপ ও আগামীকাল মূলত সাধারণ ঘূর্ণিঝড় "মখা/মোখা( ) তে উপনীত হতে পারে। সিস্টেমটি মূলত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরে পতিত হতে পারে।

=> বর্তমান সিস্টেমের পর্যবেক্ষণ অবস্থা সকাল ৯ টার XDT তথ্য অনুযায়ী স্বাভাবিক বাতাসের গতি: ৩৫ কিমি/ঘ.
> যার দমকা বাতাসের গতি: ৫০ কিমি/ঘ.
> যার মধ্যস্থ বায়ুর নিম্নচাপ: ১০০৩ এমবি।

* মেঘমালায় সিস্টেমটি টি ১.০ শক্তিতে রূপ নিয়েছে।
* IMD মতে বাতাসের গতি ৩৫ কিমি/ঘ. রয়েছে।

08/05/2023

#লঘুচাপ_আপডেট

• দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তথা দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে আজ সকাল একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি বর্তমানে (৭.০°উ, ৯২.২°পূ অক্ষাংশে) অর্থাৎ প্রায় একই এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি আগামীকাল আরো কিছুটা শক্তি অর্জন করে নিম্নচাপ ও পরশুদিন সাধারণ ঘূর্ণিঝড় "মখা/মোখা( ) তে উপনীত হতে পারে। সিস্টেমটি মূলত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরে পতিত হতে পারে।

=> বর্তমান সিস্টেমের পর্যবেক্ষণ অবস্থা দুপুর ১২ টার XDT তথ্য অনুযায়ী স্বাভাবিক বাতাসের গতি: ৩০ কিমি/ঘ.
> যার দমকা বাতাসের গতি: ৪০ কিমি/ঘ.
> যার মধ্যস্থ বায়ুর নিম্নচাপ: ১০০৪ এমবি।

* মেঘমালায় সিস্টেমটি টি ০.৫ শক্তিতে রূপ নিয়েছে।
* IMD মতে বাতাসের গতি ২৫ কিমি/ঘ. রয়েছে।

08/05/2023

সাগরে তৈরি হয়েছে লঘুচাপ, যা আগামীকাল নিম্নচাপ ও পরশু ঘূর্ণিঝড় "মখা/মোখা ( ) তে রূপ ধারণ করতে পারে।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মিয়ানমার থেকে পাঠানো ঘূর্ণিঝড় মোখার একটি ভিডিও ফুটেজ! সেখানে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি!
Cyclone Mocha is effecting Myanmar Sitwee and SouthEast Bangladesh. #cyclonemocha #Sittwe #cyclone #bmd #Myanmar #LPA #X...
মিয়ানমার থেকে পাঠানো ঘূর্ণিঝড় মোখার আরেকটি ভিডিও ফুটেজ! সেখানে এই মুহূর্তে বাতাস বৃদ্ধি পেয়েছে! মোখা Sittwe  রাজ্যে আ...
মিয়ানমার থেকে পাঠানো ঘূর্ণিঝড় মোখার একটি ভিডিও ফুটেজ! সেখানে এই মুহূর্তে বাতাস বৃদ্ধি পেয়েছে! ঘূর্ণিঝড় মোখা আর অল্প ...
একটি বিজ্ঞানিক রিসার্চ পেপার পড়েছি, উপক্রান্তীয় থেকে একটি গতিবেগ ক্রান্তীয় এলাকায় এসে তীক্ষ্ণ অগ্রভাগের মাধ্যমে নতুন...

Category

Telephone

Address


Tengra, Sreepur, Gazipur
Dhaka
1740

Other Video Creators in Dhaka (show all)
Bangladesh Knowledge Hub Bangladesh Knowledge Hub
Dhaka

Bangladesh Knowledge Hub-বাংলাদেশ জ্ঞান কেন্দ্র

Regan71 Regan71
Dhaka
Dhaka, 1214

Hi everyone! I'm just another person with a camera on my helmet and making videos, lol. I travel videos will also help to prepare yourself for your next tour ;-) So, stay and wat...

Biker Bro Vlogs Biker Bro Vlogs
Dhaka

Hi Biker. It's BikerBro for Moto vlogger & video content. Follow fb.com/bikerbro.com.bd. Thanks.

Have tea & get fresh for work Have tea & get fresh for work
Tea House
Dhaka, 1205

This page is basically for tea lovers......who are very much fond of tea....

Food Doctor Food Doctor
Dhaka
Dhaka, 1212

Life Is Like a camera

Imtiaj Mahmud Imtiaj Mahmud
Dhaka

Content creator, Comedian & Entrepreneur

Abdullah Al Mamun - Rushow Abdullah Al Mamun - Rushow
Dhaka, 5310

This is my personal page.

Travel & Lifestyle By Neil Travel & Lifestyle By Neil
Dhaka

Whatever you’ve got in mind, we’ve got inside

বিশ্ব বাংলা বিশ্ব বাংলা
Dhanmondi
Dhaka, 1217

বাংলাদেশ ও বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে নতুনপ্রজন্মের সামনে তুলে ধরতে বদ্ধ পরিকর।

Rj Shubro Rj Shubro
Khilkhet
Dhaka, 1229

Rj Shubro

Masfiq editz # Masfiq editz #
Kamrangir Chor
Dhaka

I love video creating

M ALAMIN 2.0 M ALAMIN 2.0
Dhaka
Dhaka, 1204

I Love My FOLLOWERS.....