Cherish-চেরিশ

Cherish-চেরিশ

Cherish gives you the freedom to order your favorite products, quality baby toys, vast collection of

Photos from Twinkle's post 19/06/2022

আপনাদের আশ্চর্যজনক উৎসাহ জাগানিয়া রিভিউগুলো আমাদের মানসিক শক্তি বাড়িয়ে যাচ্ছে। 🥰🥰 সেই সাথে দায়িত্বটাও বেড়ে যাচ্ছে বহুগুণ। 😇😇

টুইঙ্কেলের প্রতি আগ্রহ প্রকাশ করা প্রত্যেকের কাছে আমাদের মনের গভীর থেকে কৃতজ্ঞতা এবং অবিরাম ভালোবাসা। 💖💖

#রিভিউ_টুইঙ্কেল

15/04/2022

চেরিশে চলছে ক্লিয়ারেন্স সেল।
কোয়ালিটি প্রোডাক্টস সাথে নামমাত্র মূল্য।
আপনার ঈদ শপিং এর সেরা শপ হোক- চেরিশ।

প্রাইসসহ প্রোডাক্ট লিঙ্কঃ
https://www.facebook.com/CherishOutlet/posts/483740539937711

আমাদের ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/c/CherishOutlet
ঢাকার ভেতর ডেলিভারি চার্জ ৬০ টাকা।

Photos from Cherish-চেরিশ's post 05/03/2022

সবচেয়ে কম প্রাইসে কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন চেরিশেই। ছবির সাথে প্রাইস দেয়া আছে।

বর্ণিল সব টয়, সফট ডল, প্ল্যাশ ব্যাগ, উড পাজেল, হরেক রকম কালারিং বুক সহ এডুকেশনাল নানাবিধ আইটেম কিংবা গিফট সামগ্রী। আপনার আদরের সন্তানের জন্য সেরা পণ্যটি খুঁজে নিতে পুরো এ্যালবামটি ঘুরে দেখবার আমন্ত্রন রইলো। 🥰🥰
আমাদের ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/c/CherishOutlet
ঢাকার ভেতর ডেলিভারি চার্জ ৬০ টাকা।

11/02/2022

স্বপ্নের পথ পাড়ি দিতে এখনও যেতে হবে বহুদূর।
তবু যাত্রাপথের কিছু বাঁক অসাধারণ দক্ষতায় পাড় হয়ে গেলে হটাৎ মনে হয়- কিভাবে হলো!!

আমাদের ইউটিউব চ্যানেলের একটি ভিডিও ১ লাখ+ ভিউ পেয়েছে।

শ্রেষ্ঠ স্ক্রিপ্ট রাইটার মহান সৃষ্টিকর্তা এমন আরও অবাক করা স্ক্রিপ্টে আমাদের জীবন ভরিয়ে তুলুক। আমিন।

06/02/2022

রেস্টুরেন্টে মুরগির মাংস খেতে খেতে এক কাস্টমার রেস্টুরেন্টের মালিককে বললেন - "বাহ্! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু।"

রেস্টুরেন্ট মালিক - "হবেনা কেন স্যার, পোষা মুরগি, আর যা খাওয়াই - কাজু, কিসমিস, প্রোটিনেক্স... "

"কি ? মুরগি কে কাজু কিসমিস? ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেননা বুঝি? দেখি আপনার সব হিসাবের খাতা পত্তর।"

কাস্টমার মুরগির মাংসের দাম তো দিলেনইনা, উল্টে দুই হাজার টাকা পকেটে পুরে চলে গেলেন। কারণ কাস্টমার ছিলেন Income Tax Officer.

কয়েক দিন পর আরেকজন কাস্টমার মুরগির মাংস খেয়ে খুব খুশি হয়ে বললেন -"বাহ্! পোষা মুরগি বুঝি? তা কি খাওয়ান এদেরকে?"

রেস্টুরেন্ট মালিক এখন অতীত থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়ে গেছেন, বললেন "আজ্ঞে, ভালো কিছু তো আর খাওয়াতে পারিনা, ওই পোকামাকড়, আরশোলা এসবই খাওয়াই।"

"কি? মুরগিকে পোকামাকড় খাওয়ান? জানেন আমি Prevention of Cruelty to Edible Birds এর আধিকারিক!! একথা উর্দ্ধতন মহলকে জানালে আপনার ভিটেতে মুরগির বদলে ঘুঘু চড়বে।"

এবারও আরো দুই হাজার টাকা গেল মালিকের।

কয়েক দিন পর আরেকজন কাস্টমার এর একই প্রশ্নে রেস্টুরেন্ট মালিকের সোজা সাপ্টা জবাব, "একদম বলতে পারবোনা স্যার। রোজ সকালে প্রত্যেক মুরগির হাতে পাঁচ টাকা করে দিয়ে দিই। কে কি কিনে খায় জানিনা।"🤣🤣🤣
Collected

Photos from Cherish-চেরিশ's post 21/01/2022

বাজারের সেরা দাম পেয়ে যাচ্ছেন চেরিশেই। ছবির সাথে প্রাইস দেয়া আছে।

বর্ণিল সব টয়, সফট ডল, প্ল্যাশ ব্যাগ, উড পাজেল, হরেক রকম কালারিং বুক সহ এডুকেশনাল নানাবিধ আইটেম কিংবা গিফট সামগ্রী। আপনার আদরের সন্তানের জন্য সেরা পণ্যটি খুঁজে নিতে পুরো এ্যালবামটি ঘুরে দেখবার আমন্ত্রন রইলো। 🥰🥰

আমাদের ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/c/CherishOutlet

ঢাকার ভেতর ডেলিভারি চার্জ ৬০ টাকা।

14/01/2022

Hair Softness Essence.
60 magical soft gel capsules.

Discounted price only 150 Taka.

14/01/2022

ছুটির দিনের অফার।
প্রাইস মাত্র ৩০০ টাকা।

লাভলি কাউ।

HD ভিডিও লিঙ্কঃ
https://youtu.be/_AmEnvvjUHA

14/01/2022

ছুটির দিনের অফার।
প্রাইস মাত্র ৪৫০ টাকা।
শেষ কপি আছে।

HD ভিডিও লিঙ্কঃ

https://www.youtube.com/watch?v=2mn_x302YgY

14/01/2022

ছুটির দিনের অফার।
প্রাইস মাত্র ৫০০ টাকা।
শেষ ২ কপি আছে।

HD ভিডিও লিঙ্কঃ

https://youtu.be/r5GhB6H3v_A

10/01/2022

আমরা আমাদের ফিজিকাল শপ থেকে পুরোপুরি অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছি। 🥳 তাই খুব তাড়াতাড়ি মেগা ডিসকাউন্ট অফার নিয়ে হাজির হচ্ছি।
সাথেই থাকুন। ডিসকাউন্টেড প্রাইস সহ বিশাল প্রোডাক্ট বহরের এ্যালবাম তৈরি হচ্ছে। 💥💥

07/01/2022

আমাদের মিরপুর আউটলেটে চলছে বিশাল ডিসকাউন্ট অফার। 🤩🤩 আমাদের পেইজ ঘুরে কোন প্রোডাক্ট পছন্দ হলে ইনবক্স করতে পারেন। 🥳🥳

Doremon LED Color Changing Portable Table Lamp Night Light 05/01/2022

ক্লিয়ারেন্স সেল।

রেগুলার প্রাইস:: ৩০০ টাকা।
অফার প্রাইস: ১৯০ টাকা।

লাস্ট ২ কপি আছে।

https://youtu.be/QTpsRKUSV-0

Doremon LED Color Changing Portable Table Lamp Night Light ❤ To explore more items and order please visit below link: https://www.facebook.com/CherishOutletTo order please call: 01718292806

02/01/2022

ফ্রি ডেলিভারি অফার আর জীবিত আছে ২.৫ ঘন্টা।

01/01/2022

আর মাত্র একদিন বাকি।
ফ্রি ডেলিভারি অফার চলছে।

31/12/2021

একটু একটু করে আরেকটু এগুতে থাকি ভালোর সাথে।
নিউ ইয়ারে সবার জন্য ছু-মন্তর ভালোবাসা।

Photos from Cherish-চেরিশ's post 25/12/2021

✅ 𝐅𝐑𝐄𝐄 𝐃𝐄𝐋𝐈𝐕𝐄𝐑𝐘!! ফ্রি ডেলিভারি ✅

বর্ণিল সব টয়, সফট ডল, প্ল্যাশ ব্যাগ, উড পাজেল, হরেক রকম কালারিং বুক সহ এডুকেশনাল নানাবিধ আইটেম কিংবা গিফট সামগ্রী- আপনাদের প্রিয় চেরিশ আবারও হাজির তার মেগা মেশাপ আয়োজন নিয়ে। আপনার আদরের সন্তানের জন্য সেরা পণ্যটি খুঁজে নিতে পুরো এ্যালবামটি ঘুরে দেখবার আমন্ত্রন রইলো। 🥰🥰
প্রোডাক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব দুনিয়ায়। 👇👇
https://www.youtube.com/c/CherishOutlet

🛒 কোন আইটেম 𝙊𝙍𝘿𝙀𝙍 করতে চাইলে কিংবা কোন তথ্য জানতে 𝙋𝙄𝘾𝙏𝙐𝙍𝙀 সহ আমাদের 𝙄𝙉𝘽𝙊𝙓 করুন যেকোনো সময়ে। প্রোডাক্ট স্টকে থাকা সাপেক্ষে আপনার হাতে পৌঁছে যাবে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে। 🛒
✨✨ ঢাকার ভেতর ডেলিভারি ফ্রি!!!

18/12/2021

আসিতেসে...... সাথেই থাকুন।

15/12/2021

স্বাধীন বাংলাদেশ এর ৫০ বছর পুর্তিতে সবাইকে Cherish-চেরিশ এর পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা!!!

22/11/2021

গত সপ্তাহে পাসপোর্ট অফিসে গিয়ে মনে হয়েছিলো সব তথ্যগুলো একসাথে কোথাও থাকলে খুব উপকার হতো। তাই চেরিশ পরিবারের সবার সাথে শেয়ার করলাম।

# যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ
০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। কেনোনা এই ডিজিটাল ব্যাপারটায় দালালের কিছুই করার নেই। তাই নিজের টা নিজে করুন।
০২. আপনারা নিজের টা অবশ্যই নিজে পারবেন। আপনার পরিবারেরটাও আপনি পারবেন।
০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্ল্যেক্ষ করুন।
০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপোর্টিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, জেনো কোন অবস্থাতেই আপনার আবেদন টা পরিপূর্ণ করতে ঝামেলায় পড়তে না হয়।
*★কি কি ডকুমেন্ট লাগবে?*
(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে *NID* অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড *Birth Certificate.* আর ২০ বছরের উপর হলে অবশ্যই *NID* লাগবে।
(খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি।
(গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি।
(ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি।
(ঙ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
(চ) ৬ বছরের কম বয়সের বাচ্চার জন্য 3R সাইজের ছবি নিয়ে যেতে হবে। সাদা বা হাল্কা রঙের পোষাকে ছবি তোলা যাবেনা।
(ছ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি।
ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই।
তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মুল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।
*★এবার আসি আবেদনের ব্যপারে।*
০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে *epassport.gov.bd *এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা *account* খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে। account খোলার সময় একটা* password use* করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন।
০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন।
০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পূরণ করুন। এটা পূরণ করতে গিয়ে প্রতিটা ষ্টেপে *"Save and Continue"* নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে *"Confirm and Submit"* অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে।
সব কিছু ঠিক থাকলে "Confirm and Submit" বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ। এই পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ দিতে পারবেন তার এপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবে, তখন আপনি আপনার সুবিধামত এপয়েন্টম্যান্ট নিন। আর এই এপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের ৩ পাতার মুল কপিটি প্রিন্ট করে রাখুন।
নাম লেখার ব্যপারে অনেকেই একটা সমস্যায় ভুগেন যেমন কারো নাম যদি হয় AKM. ENAMUL KABIR হয় তবে তিনি *Surename* এর ক্ষেত্রে লিখবেন KABIR. আর *Given Name* এ লিখবেন. AKM. ENAMUL এখানে কোন Dot বা ফোটা ব্যবহার করা যাবেনা।
আর মনে রাখবেন আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবেই লিখা থাকুক তাতে কিছুই আসে যায়না। আপনি আপনার আবেদনে নাম লিখবেন আপনার *NID* অনুযায়ী।
এবার আপনি নির্দিষ্ট ব্যাংক কে আপনার পাসপোর্ট এর ফী জমা দিন। মনে রাখবেন আপনার আবেদনে যেভাবে নাম লিখেছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবুহু একই যেনো হয়। ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে এটা স্লিপ দিবে, যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বার টা আপনার মূল আবেদনের ৩য় পাতায় নির্ধারিত জায়গায় যত্ন নিয়ে নির্ভুল ভাবে লিখুন। আর ৩য় পাতার নিচে আপনি স্বাক্ষর ও তারিখ দিন।
এবার পর্যায়েক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংক জমার স্লিপ, এপয়েন্টমেন্ট লেটার, মুল আবেদন পত্র, নিজের NID এর কপি, পুরাতন পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে), স্ত্রী এর NID কপি, কাবিন নামার ফটোকপি একসাথে করে একটা সেট বানিয়ে পিনআপ করে সংরক্ষন করুন আর নিশ্চিন্তে এপয়েন্টমেন্ট দিনের জন্য অপেক্ষা করুন।
*দ্বিতীয় ধাপ:* আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। পরে বিভিন্ন ভাবে আবেদন পত্রগুলো ও জাতীয় পরিচয়পত্র চেক করে পত্রগুলোর উপর সীল মেরে দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলবে হাতের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশ নেয়া হবে। পরে পাসপোর্ট ভেলিভারির একটি স্লিপ দেওয়া হবে। এরপরে বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হবে।
*ব্যাংক ফিঃ*
ওয়ান ব্যাংক,প্রিমিয়ার ব্যাংক,সোনালী ব্যাংক,ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া,ঢাকা ব্যাংক
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৪০২৫/- ২১ দিনে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৬৩২৫/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৮৬২৫/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৫৭৫০/- ২১ দিনে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৮০৫০/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ১০৩৫০/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে
*তৃতীয় ধাপ: *পাসপোর্ট সংগ্রহ
পাসপোর্ট ভেলিভারি স্লিপের তারিখ অনুযায়ী আবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করে ই-পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে।
*বিশেষ দ্রষ্টব্য: ও লক্ষনীয় বিষয়*
১: কোন ভূল ও মিথ্যা তথ্য দিবেন না।
২: ভূল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না।
৩: পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন
৪: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান
৫: পাসপোর্ট অফিসে কোন সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন, তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারো সাথে অভদ্র আচরণ করবেন না।
*ই-পাসপোর্ট আবেদনের জন্য যা প্রয়োজন: *
১: আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
২: আপনার জাতীয় পরিচয়পত্র
পুলিশ ভেরিফিকেশন যা দেখতে চাইতে পারে:
১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
২: পাসপোর্ট আবেদনে যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন: স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড।
৩: বিদ্যুৎ বিলের ফটোকপি বা বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করলে কার্ডের ফটোকপি।
Copied from: Tour Sylhet Bd

18/11/2021

আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই!!
ইউটিউব URL এ এখন আমরা নিজেদের নাম ব্যবহার করতে পারছি কিছু শর্ত পূরণ করতে পারায়।

https://www.youtube.com/cherishoutlet

Photos from Cherish-চেরিশ's post 10/11/2021

🎉✨ ১০% থেকে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট চেরিশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 💖🎀

বর্ণিল সব টয়, সফট ডল, প্ল্যাশ ব্যাগ, উড পাজেল, হরেক রকম কালারিং বুক সহ এডুকেশনাল নানাবিধ আইটেম কিংবা গিফট সামগ্রী- আপনাদের প্রিয় চেরিশ আক্ষরিক অর্থেই হাজির মেগা মেশাপ আয়োজন নিয়ে। আপনার আদরের সন্তানের জন্য সেরা পণ্যটি খুঁজে নিতে পুরো এ্যালবামটি ঘুরে দেখবার আমন্ত্রন রইলো। 🥰🥰
আমরা চেষ্টা করেছি ছবির সাথে ভিডিও জুড়ে দেবার যেনো আপনি প্রোডাক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
আর তাই আমাদের ইউটিউব চ্যানেলটি https://www.youtube.com/channel/UCW6rwB5xWX3Zui5p-NfGXow
আছে আপনাদেরই অপেক্ষায়। 😀

🛒 কোন আইটেম 𝙊𝙍𝘿𝙀𝙍 করতে চাইলে কিংবা কোন তথ্য জানতে 𝙋𝙄𝘾𝙏𝙐𝙍𝙀 সহ আমাদের 𝙄𝙉𝘽𝙊𝙓 করুন যেকোনো সময়ে। প্রোডাক্ট স্টকে থাকা সাপেক্ষে আপনার হাতে পৌঁছে যাবে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে।

✨✨ ঢাকার ভেতর ডেলিভারি চার্জ মাত্র ৬০ টাকা

26/09/2021

আমাদের হাসিখুশি ঝলমলে ডেলিভারির একটি অংশ। 🥰🥰🥰

Photos from Cherish-চেরিশ's post 22/09/2021

ঘরের মাঝে নান্দনিক আলোর উপস্থিতি কার না ভালো লাগে! আর যাদের ঘরে বেবি আছে তাদের তো রাতে আলো রাখা বাধ্যতামূলক। বোরিং সব পুরনো ডিম লাইট গুলোর জায়গায় আমাদের এই চমৎকার ডিজাইনের নাইট লাইটগুলোর জুড়ি নেই। তার মাঝে এই লাইটগুলোতে আছে সেন্সর সিস্টেম। আলোর উপস্থিতি না পেলেই জ্বলে উঠবে এই লাইটগুলো। এ ছাড়াও কিছু সুইচ সিস্টেমেরও কালেকশন আছে চেরিশের ভাণ্ডারে।

প্রাইস রেঞ্জ মাত্র ১৫০ টাকা থেকে ২০০ টাকা। 🥰🥰

ফিচারসঃ

💡 ইন্টেলিজেন্ট লাইট কন্ট্রোল।
💡 লং লাইফ লাইট, প্রায় ১০০০০ ঘণ্টা।
💡 স্বল্প বিদ্যুৎ খরচ।
💡 বেডরুম, লিভিং রুম, বাথরুম কিংবা বারান্দায় ব্যবহার করা যায়।
💡 ম্যাটেরিয়ালঃ উন্নত ABS প্লাস্টিক।

🛒 ঢাকার ভেতর ডেলিভারি চার্জ মাত্র ৬০ টাকা।

Photos from Cherish-চেরিশ's post 18/09/2021

ই-কমার্স কিংবা এফ-কমার্সকে যদি SSC কিংবা HSC এর সাথে তুলনা করা হয় তাহলে দারাজ আর ফেসবুকে চেরিশের এই রেজাল্টকে কি বলা যায়?
গোল্ডেন এ+? 🥰🥰

চেরিশ পরিবারের সবাইকে ছুমন্তর ভালোবাসা। 💖💖

16/09/2021

১ মিলিয়নের অনুভূতি কেমন লাগবে তা জানতে আরেকটু সময় লাগবে। 🤣
কিন্তু ০.০১ মিলিয়ন মানে ১০০০০ ভিউ এর অনুভূতিটাও অসাধারণ। 🥰
যেকোন【প্রথম】মানেই যে রোমাঞ্চকর অভিজ্ঞতা। 😍

ইউটিউব চ্যানেল খোলা, ভিডিও আপলোড এসব সাধারণ হাবিজাবি নিয়ম কানুন জানার আগেই লাইট বক্সের ছোট্ট দুনিয়ায় ভিডিওটি করাই হয়েছিলো চেরিশ পরিবারের সম্মানিত সদস্যের কথা ভেবে- যেনো আপনারা টয় কেনার আগেই স্পষ্ট একটি ধারণা পান। 🤗

অনেক আবেগময় কথা হলো, এবার একটি অফারের কথা বলা যাক।
শনিবার রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত আমাদের এই লাভ্লি কাউটি পাওয়া যাবে ৫% ডিসকাউন্টে। অবশ্যই ১৮ সেপ্টেম্বর,২০২১ শনিবার। 😉

১ মিলিয়নের পথে আগানোর জন্য কমেন্টে ভিডিও লিঙ্কটি দিয়ে দিচ্ছি। 🥳😎

Photos from Cherish-চেরিশ's post 03/09/2021

(っ◔◡◔)っ 𝙉𝙚𝙬 𝘼𝙧𝙧𝙞𝙫𝙖𝙡𝙨 , 𝙆𝙞𝙙𝙨 𝘾𝙤𝙡𝙡𝙚𝙘𝙩𝙞𝙤𝙣 ❢
বর্ণিল সব টয়, সফট ডল, প্ল্যাশ ব্যাগ, উড পাজেল, হরেক রকম কালারিং বুক সহ এডুকেশনাল নানাবিধ আইটেম কিংবা গিফট সামগ্রী- আপনাদের প্রিয় চেরিশ আক্ষরিক অর্থেই হাজির সেপ্টেম্বর মাসের মেগা মেশাপ আয়োজন নিয়ে। আপনার আদরের সন্তানের জন্য সেরা পণ্যটি খুঁজে নিতে পুরো এ্যালবামটি ঘুরে দেখবার আমন্ত্রন রইলো। 🥰🥰

আমরা চেষ্টা করেছি ছবির সাথে ভিডিও জুড়ে দেবার যেনো আপনি প্রোডাক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
আর তাই আমাদের ইউটিউব চ্যানেলটি https://www.youtube.com/channel/UCW6rwB5xWX3Zui5p-NfGXow
আছে আপনাদেরই অপেক্ষায়। 😀

🛒 কোন আইটেম 𝙊𝙍𝘿𝙀𝙍 করতে চাইলে কিংবা কোন তথ্য জানতে 𝙋𝙄𝘾𝙏𝙐𝙍𝙀 সহ আমাদের 𝙄𝙉𝘽𝙊𝙓 করুন যেকোনো সময়ে। প্রোডাক্ট স্টকে থাকা সাপেক্ষে আপনার হাতে পৌঁছে যাবে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে। 🛒

✨✨ ঢাকার ভেতর ডেলিভারি চার্জ মাত্র ৬০ টাকা

Photos from Cherish-চেরিশ's post 02/09/2021

সোনামণির নরম আদুরে হাতে চেরিশের 𝙄𝙢𝙥𝙤𝙧𝙩𝙚𝙙 𝙎𝙤𝙛𝙩 𝘿𝙤𝙡𝙡 গুলো বাড়িয়ে দিক বন্ধুত্বের অকৃত্রিম উষ্ণতা।

আরও কিছু জানতে ০১৭১৮২৯২৮০৬ কিংবা সরাসরি দেখে যেতে
📌 বাসাঃ ৯১, রোডঃ ০৪, গেট নাম্বারঃ ০২, সাংবাদিক আবাসিক এলাকা, কালশি, মিরপুর ১১

30/08/2021

শিশুর কিছু জানা অজানা তথ্য

নবজাতকের যত্নে বাবা-মা, পরিবারের সদস্যদের বেশ সচেতন থাকতে হয়। শিশু জন্মের পর তার ঘুম পাড়ানো, খাবারদাবার এসব নিয়ে বেশ তটস্থই থাকেন পরিবারের লোকজন। হয়তো শিশু সারা রাত জেগে আছে, তখন তাঁদের সারা রাত হয়তো জেগে থাকতে হয়। তবে শিশুদের কিছু মজার বিষয় রয়েছে, যা জেনে রাখতে পারেন আপনি। লাইফস্টাইল ওয়েবসাইট বোল্ড স্কাই জানিয়েছে তেমনই মজার কিছু জিনিস।

ঘুম

শিশুর জন্মের পর প্রথম দুই বছর বাবা-মায়ের প্রায় ছয় মাসের জন্য ঘুম নষ্ট হয়ে যায়। নতুন বাবা-মায়েরা হয়তো চার ঘণ্টারও কম ঘুমানোর সময় পান। কারণ শিশুরা সারা রাতই কিছুক্ষণ পরপর কাঁদে। এর ফলে বাবা-মায়ের চাপ বাড়ে।

ডায়াপার

আজকাল অনেক শিশুকেই ডায়াপার পরানো হয়। বিশেষজ্ঞরা বলেন, যাদের ডায়াপার পরানো হয় তাদের জন্মের পর থেকে প্রায় আট হাজার ডায়াপার ব্যবহার করা হয়, যতদিন না তারা পুরোপুরি টয়লেটে যাওয়ার অভ্যাস রপ্ত করতে পারে।

কান্না

মজার হলেও সত্যি নবজাতকরা কাঁদলে চোখ দিয়ে তেমন পানি ঝরে না। কেননা জন্মের প্রায় তিন সপ্তাহ লেগে যায় কান্নার গ্রন্থি তৈরি হতে। তাই তারা কাঁদে না, তবে চিৎকার করে। কিছু কিছু শিশু প্রায় চার থেকে পাঁচ মাস পরে কাঁদে।

রং দেখে না

নবজাতক কেবল সাদা এবং কালো রং দেখতে পায়। জন্মের পর কিছু সপ্তাহ পর তারা রঙের পার্থক্য বোঝা শুরু করে।

মায়ের জীবন বাঁচায়

যদি মা অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতির সমস্যায় ভোগে, তাহলে মায়ের পেটে থাকা শিশুটি সেই ক্ষতকে সারিয়ে তুলতে পারে তার স্টিম কোষ বদলের মাধ্যমে। অর্ধেকের বেশি নারী যাঁদের হার্ট দুর্বল হওয়ার সমস্যা রয়েছে, তাঁদের হার্ট ভালো হয়ে যায় গর্ভাবস্থায় বা গর্ভপরবর্তী সময়ে।

মায়ের গলার আওয়াজ

নবজাতক শিশু তার মায়ের কণ্ঠস্বর বুঝতে পারে। তারা মায়ের কথা শোনে এবং এতে সাড়া দেয়। তারা মায়ের কণ্ঠস্বরের ক্ষেত্রে খুব স্পর্শকাতর হয়।

Photos from Cherish-চেরিশ's post 25/08/2021

✨✨ চলে এলো চেরিশের ১৫% ডিসকাউন্ট অফার ✨✨

বহমান সময়কে আমরা কেউই আটকাতে পারিনা। কিন্তু সময় থেকে মুহূর্ত গুলোকে আটকাতে পারি। আমাদের স্মার্টফোন গুলোতে যেমন আটকে আছে বেবির প্রথম বসা কিংবা দাঁড়ানোর মুহূর্ত! আরও অনেক অনেক কত সুন্দর মুহূর্ত! 🥰🥰

একটু চট করে মনের চোখ দিয়ে দেখে ফেলুনতো কেমন লাগবে সেই ছবিগুলো আমাদের এই আদুরে ফটো ফ্রেমগুলোতে?

ডিসকাউন্টের কথা শুনে কিছু ক্লক ও আবদার করলো এ্যালবামে আসার জন্য। আবদার রক্ষা করা হলো। 😉

ছবির সাথে সাইজ দিয়ে দেয়া আছে।
আর ঢাকার ভেতর ডেলিভারি চার্জ বরাবরের মতোই ৬০ টাকা।

Photos from Cherish-চেরিশ's post 23/08/2021

দরজার ওপাশে দেয়াল ঘেঁষে অবস্থান নিয়েছে আপনার যাদুসোনা। সে আপনার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে স্ক্রিন টাইম বাড়ানোর মিশনে। কিন্তু আপনিও নাছড়বান্দা- কোনভাবেই মোবাইল দিবেন না। এ এক টান টান উত্তেজনা মুহূর্ত!!
আপনি দুর্বল কেননা আপনার বেবির হাতে আছে চেরিশ ফিচারিং অত্যাধুনিক লেজার, শুট সাউন্ড অ্যান্ড লাইট গান। 😉 কিন্তু একি!! বেবি কমান্ডো তো বন্দুকেই বেশি মজা পেয়ে মিশনটাই ভুলে যেতে বসেছে। ছলে কৌশলে দেখি চেরিশ আপনাকেই জিতিয়ে দিলো। 😂

ফিচারঃ
✅ দুর্দান্ত লেজার লাইট।
✅ রিয়েলিস্টিক সাউন্ড এফেক্ট।
✅ ভাইব্রেশন এবং লাইটের পারফেক্ট কম্বিনেশন।
✅ ৩টি AA সাইজ ব্যাটারি।
✅ সাইজ: Lx Wx H= ১৫.২৫ ইঞ্চি x ১.২৫ ইঞ্চি x ৭.২৫" ইঞ্চি
✅ কালারঃ কালো, নীল, লাল এবং হলুদ। (দুটি মডেলের ভিডিও লিঙ্ক কমেন্টে দেয়া আছে)

🛒 ঢাকার ভেতর ডেলিভারি চার্জ মাত্র ৬০ টাকা।

22/08/2021

আকর্ষণীয় এবং চমৎকার সব ফটো ফ্রেম আর শোপিস ঘড়িগুলোতে আসছে ১৫% ফ্ল্যাট ডিসকাউন্ট। খুব দ্রুতই প্রোডাক্টগুলোর ছবি আসছে চেরিশ জানালায়। 🥰🥰

19/08/2021

কোভিড পূর্ববর্তী সময়ে যখন ঢাকার বাইরে যাওয়া হতো বিশেষ করে চট্টগ্রাম, তখন ট্রেন অটোমেটিক চয়েজ হয়ে যেতো। কিন্তু একটা ঝামেলা পোহাতে হতো অনলাইন টিকেটে বগি অক্ষর খুঁজে পেতে।
যেটা টিকিটে লেখা "CHA" সেটা আদতে "চ"। আপনাদেরও যদি একই সমস্যা থেকে থাকে সেই উদ্দেশে শেয়ার করা।

কার্টেসিঃ বাংলাদেশ রেলওয়ে।

17/08/2021

গরম গরম একটা ব্র্যান্ড নিউ ভিডিও চেরিশের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে। 🥰🥰

এবার আপনার বেবির সঙ্গী ওয়েল ইকুইপড আর্মি কমান্ডো। 💥💥
বাকিটা ভিডিওতে।

https://www.youtube.com/watch?v=oHOYtbuoWmY&t=65s

16/08/2021

লাইট... ক্যামেরা... সাউন্ড... একশন.........

Photos from Cherish-চেরিশ's post 12/08/2021

বেবিদের বিশেষত্বই হলো উনারা ভয়ডরহীন (মাঝে মাঝে অকুতোভয় শব্দটাকেও বেমানান লাগে উনাদের কাজকর্মে)। তাই তাদের জীবনটা এতো সুন্দর কেননা তাঁরা যা খুশি তাই করতে পারে, কোন রকম চিন্তা করতে হয় না।😅
কিন্তু আপনার জীবন তো এতো রোমান্টিক না!! 😉 বেবিকে নিয়ে আপনার চিন্তার অন্ত নাই।


অন্তত একটি দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে চেরিশ নিয়ে এলো কিউট এনিম্যালস 𝘿𝙤𝙤𝙧 𝙎𝙩𝙤𝙥𝙥𝙚𝙧। এটি দরজায় লাগানো থাকলে দরজায় চাপ লেগে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে ভয় নেই। যেকোন দরজা কিংবা থাই গ্লাসেও সহজে লাগানো যায়। 🥰

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

লাইট... ক্যামেরা... সাউন্ড... একশন.........
পোর্টেবল ল্যাম্প।

Category

Telephone

Address


House/91, Road: 04, Journalist Residential Area, Kalshi, Mirpur 11
Dhaka
1216