সেবাSheba

Bathroom accessories seller & Provide building solutions by an engineer and plumber

23/08/2022

নতুন কোম্পানির নতুন সব পার্কিং টাইলস

23/08/2022

রূপ টাইলস এবং সিরামিক ইট ও পার্কিং টাইলস পাওয়া যায়

Photos from Shafin & brothers's post 08/11/2021

New

09/09/2021

Upvc solvent cement...

Photos from Shafin & brothers's post 05/09/2021

ভিজিট করে দেখি..!

08/07/2021

🛍️অটো এবং মেনুয়াল গ্যাস বার্নার স্টিল অথবা গ্লাসের চুলা পাওয়া যায়।

🛒আমাদের আছে আরো অন্যান্য সেনেটারী আইটেম।

💱তাই চোখ রাখুন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন ধন্যবাদ।

📞0️⃣1️⃣7️⃣3️⃣2️⃣2️⃣6️⃣6️⃣6️⃣3️⃣3️⃣📲

07/10/2020
Photos from সেবাSheba's post 07/08/2020

Ceramics , water closet available here..

04/08/2020

60cm, Stainless steel Storage Rack kitchen bathroom organizer Wall hanging Shelf Decoration

(with s hook )

31/07/2020

ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আযহা আগামী কাল

📝
ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আযহা কাল। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসব বাঙালি সমাজে কোরবানির ঈদ নামেও পরিচিত। এ উপলক্ষে সারাদেশে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। পরিবারের সঙ্গে ঈদুল আজহার ছুটি ভোগ করতে ফিরছেন মাতৃছায়ায়।

ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা। ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। সোমবার মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেছেন।

স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী আজ সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে মুজদালিফা থেকে ফিরে হাজীরা মিনায় অবস্থান করে পশু কোরবানিসহ হজের অন্য কার্যাদি সম্পাদন করবেন।

ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইলের (আ.) সঙ্গে সম্পর্কিত। হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইলকে আল্লাহর উদ্দেশে কোরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত ইব্রাহিমের জন্য পরীক্ষা।

তিনি পুত্রকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ইসলামে বর্ণিত আছে, নিজের চোখ বেঁধে পুত্র ইসমাইলকে কোরবানি করতে গেছিলেন নবী হজরত ইব্রাহিম (আ.)। কিন্তু তৎক্ষণাৎ আল্লাহর হুকুমে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। এটি স্বয়ং এসেছিল আল্লাহর পক্ষ থেকে।

এরপর থেকেই কোরবানির বিধান এসেছে ইসলামী শরিয়তে। সেই মোতাবেক প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব। ইসলামে কোরবানি খুবই তাৎপর্যপূর্ণ।

পবিত্র কোরআনে সুরা কাউসারে এ ব্যাপারে বলা হয়েছে, ‘অতএব আপনার পালনকর্তার উদ্দেশে নামাজ পড়ুন এবং কোরবানি করুন।’

রাসুল (সা.) বলেছেন, ‘ঈদুল আজহার দিন কোরবানির চেয়ে আর কোনো কাজ আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নয়।’ গরু, মহিষ, উট, ভেড়া, ছাগল, দুম্বাসহ যে কোনো হালাল পশু দিয়ে কোরবানি দেয়া যায়।

আগামীকাল সকালে মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিব নামাজের খুতবায় তুলে ধরবেন কোরবানির তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরীব নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন।

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রাজধানী ঢাকায় বেশ কয়েকটি ঈদের নামাজের জামাত হবে। ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

28/07/2020

Toilet , push shower

28/07/2020

চাইলে আপনিও করাতে পারেন আপনার রুমের ডেকোরেশন!

24/07/2020

🚰

Photos from সেবাSheba's post 24/07/2020

আমরা- আপনার টাকায়, আপনার মনের মতন ডিজাইন দিয়ে বাথরুম ও কিচেন ডেকোরেশন করে দিতে পারি। সুন্দর ও মনোরম পরিবেশ গড়ার চেষ্টায় পাশে আছি পাশে থাকবো, Sheba online service

23/07/2020

স্যানিটারি গ্যালারিতে আপনারা সকলেই আমন্ত্রিত। ঈদুল আযহা উপলক্ষে, সকল প্রকার স্যানিটারি মালামাল এর উপর আকর্ষণীয় ডিসকাউন্ট । এছাড়া আরো থাকছে ফ্রী ডেলিভারি সুবিধা...

ঠিকানা: ৯ সোনারগাঁও জনপথ রোড, সেক্টর: ১৩ উত্তরা ঢাকা-১২৩০।
মোবাইল নং-০১৭৩২২৬৬৬৩৩

Photos from সেবাSheba's post 21/05/2020

স্যানিটারি প্রোডাক্ট

Photos from সেবাSheba's post 20/05/2020

ঘূর্ণিঝড় আম্পানের সর্বশেষ: ১০-১৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস

অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান ধেয়ে আসছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে, আঘাত হানবে বুধবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে। ভারত ও বাংলাদেশে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা।

বাংলাদেশ উপকূলের ৪০০ কিলোমিটারের মধ্যে আম্পান

>> আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আম্পান উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

>> বুধবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

>> তখন ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

>> বুধবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে অতি প্রবল এ ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। তখন এর বাতাসের শক্তি থাকতে পারে ঘণ্টায় প্রায় দেড়শ কিলোমিটার বা তার বেশি।

মহাবিপদ সংকেত

>> ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূলের ৪০০ কিলোমিটারের মধ্যে চলে আসার পর মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর ‘মহাবিপদ সংকেত’ দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

>> পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরকে আগের মতই ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

>> উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

>> উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

১০-১৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস

>> ২২ মে অমাবস্যা থাকায় দ্বিতীয় পক্ষের চাঁদের শেষ দিন বুধবার, সেই সঙ্গে সাগরে রয়েছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে শক্তিশালী হয়ে উঠবে জোয়ার।

>> আবহাওয়া অফিস বলছে, ঝড়ের সময় উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং আশপাশের দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০-১৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

>> ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার সময় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সুন্দরবন ঘেঁষেই উপকূলে আঘাত

>> আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেছেন, ঘূর্ণিঝড় আম্পান তার বর্তমান অবস্থান থেকে আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সুন্দরবনের কাছ দিয়ে বুধবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

>> আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার প্রথম প্রহরে (রাত ১২ টায়) অতিপ্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

>> তখন ঘূর্ণিঝড় কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

>> অর্থাৎ ঘূর্ণিঝড়টি এরই মধ্যে শক্তি কিছুটা হারিয়ে, তার এগোনোর গতিও কমেছে। একদিন আগেও ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের বেগ ২৭০ কিলোমিটারে উঠেছিল। আর ১২ ঘন্টা আগেও ঝড়টি ২০ কিলোমিটার বেগে এগোচ্ছিল উপকূলের দিকে।

>> জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বুধবার প্রথম প্রহরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আম্পান ঘণ্টায় এখন ১০-১৫ কিলোমিটার বেগে এগোচ্ছে।

বুধবার মহাবিপদ সঙ্কেত

>> আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন বলেছেন, বুধবার মহাবিপদ সঙ্কেত দেওয়া হবে।

>> এখন মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়।

বাংলাদেশেও বৃষ্টি
>> ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দুপুরের পর থেকে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর পাশাপাশি ঢাকাতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছিল। সন্ধ্যার পর বৃষ্টির বেগ বাড়তে শুরু করেছে।

>> বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষণ ধীরে ধীরে বাড়বে, বুধবার বিকাল থেকে ভারি বর্ষণ হবে।

>> আবহাওয়া অফিস বলছে, মধ্যরাত থেকে উপকলীয় এলাকাসহ দেশের সর্বত্র বৃষ্টির প্রবণতা বাড়বে। তাতে গত কয়েক দিনের গরম কিছুটা কমবে।

ভারতীয় উপকূলে ঝড়ো হাওয়া

>> আনন্দবাজার জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে দমকা হওয়া বইতে শুরু করেছে। কলকাতাতেও চলছে হালকা বৃষ্টি।

>> ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় ওড়িশার পারাদ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের দীঘা থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় আম্পান। বাংলাদেশের খেপুপাড়া থেকে দূরত্ব ছিল ৬১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে।

মঙ্গলবার রাত ৯টায় অবস্থান
>> অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান মঙ্গলবার রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ৬১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

>> ওই সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। ছবি: সুমন বাবু
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। ছবি: সুমন বাবু

কখন কোথায় আঘাত
>> বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় আম্পান আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ের আকারে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

>> তখন এর বাতাসের শক্তি থাকতে পারে ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার।

>> ভারতের আবহাওয়া অফিস বলছে, সুপার সাইক্লোনে পরিণত হওয়া আম্পানের শক্তি মঙ্গলবার কিছুটা কমে এসেছে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকারে সেটি বুধবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়ার মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

>> সে সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার হতে পারে, যা ঘণ্টায় দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১৮৫কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

বিপদ সংকেত

>> ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ থাকায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অফিস।

>> উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

>> আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

>> উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

>> উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।

>> আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, এখনও বন্দরগুলোকে বিপদ সংকেত দেখাতে বলা হলেও বুধবার মহাবিপদ সংকেত দেওয়া হবে।

জলোচ্ছ্বাস-বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, ২২ মে অমাবস্যা থাকায় এর প্রভাবে শক্তিশালী হয়ে উঠবে জোয়ার।

>> ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং আশপাশের দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-১০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

>> চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দিনের প্রথম ভাটা শুরু হবে বেলা ১১টা ৫৩ মিনিটে আর দিনের দ্বিতীয় জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। এরপরের ভাটা রাত ১২টা দুই মিনিটে শুরু হবে।

>> আম্পান বুধবার বিকালে উপকূল অতিক্রম শুরু করলে তখন ভাটার প্রভাবে জলোচ্ছ্বাস কিছুটা কম থাকবে। তবে সন্ধ্যায় জোয়ারের প্রভাবে জলোচ্ছ্বাস হয়ে উঠতে পারে ভয়ঙ্কর।

>> আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার সময় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বাংলাদেশে প্রস্তুতি
>> দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার রাত ৮টার মধ্যে ২২ লাখ মানুষকে ১২ হাজার ৭৮টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

>> কোভিড-১৯ মহামারির মধ্যে এই ঘূর্ণিঝড় সৃষ্ট হওয়ায় সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে লোকজনদের আশ্রয়কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হবে। যারা আশ্রয়কেন্দ্রে আসবেন, তাদের সবাইকে মাস্ক পরে আসতে বলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে তাদের থাকতে হবে অন্তত এক মিটার দূরত্ব রজায় রেখে।

>> ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৫৬ হাজার স্বেচ্ছাসবীকে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধার ও জরুরি ত্রাণ তৎপরতার জন্য। পাশাপাশি উপকূলীয় সেনা ক্যাম্পগুলোকে সতর্ক রাখা হয়েছে। প্রতিটি জেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

>> যারা আশ্রয় কেন্দ্রে যাবেন, তাদের জন্য ৩ হাজার ১০০ মেট্রিক টন চাল, ৫০ লাখ নগদ টাকা, শিশু খাদ্য কিনতে ৩১ লাখ টাকা এবং গোখাদ্য কিনতে জেলা প্রশাসকদের ২৮ লাখ টাকা দেওয়া হয়েছে। ৪ হাজার ২০০ প্যাকেট শুকনা খাবার পাঠানো হয়েছে উপকূলীয় জেলাগুলোতে।

>> সিভিল সার্জনদের নেতৃত্বে প্রতি জেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধসহ ওইসব টিম প্রস্তুত রয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

>> প্রতিমন্ত্রী জানিয়েছেন, সাইক্লোন শেল্টারে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ গেলে বিকল্প ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

>> এলজিইডিকে বলা হয়েছে, যেসব অঞ্চলের লোকজনদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে, সেসব অঞ্চলের সড়ক এবং ব্রিজে কোনো সমস্যা হলে জরুরিভত্তিতে তা মেরামত করতে। ঘূর্ণিঝড়ের কারণে কোনো বাঁধ ভেঙে গেলে সেনাবাহিনীর সহায়তায় পানি সম্পদ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তা মেরামত করে দেবে।

>> চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌঅঞ্চলে সমুদ্র ও উপকূলীয় এলাকায় দ্রুততম সময়ে জরুরি উদ্ধার, ত্রাণ এবং চিকিৎসা সহায়তা প্রদানের জন্য নৌবাহিনীর ২৫টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

'ভারতে প্রস্তুতি

>> রয়টার্স জানিয়েছে, ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ থেকে লোকজনকে এক হাজার সাইক্লোন শেল্টারে সরিয়ে নেওয়া হচ্ছে।

>> ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার পি কে জানার বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, উপকূলের নিচু এলাকায় কাঁচা ঘরে বসবাস করে এমন বাসিন্দাদের মঙ্গলবারই সরিয়ে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে ১১ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার পরিকল্পানা হয়েছে ওড়িশায়।

>> আনন্দবাজার জানিয়েছে, পশ্চিমবঙ্গের তিন জেলা থেকে প্রায় ৩ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। সুন্দরবন এলাকায় এক ব্যাটালিয়ন বিএসএফ মোতায়েন করেছে ভারত সরকার। আরও এক ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে ইছামতী নদীতে।

>> বিবিসি বাংলা জানিয়েছে, ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের অন্তত ৩৭টি দলকে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকায় চলছে মাইকিং।

সারাদেশে নৌ চলাচল বন্ধ

>> ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় সারা দেশে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

>> বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া জানান, মঙ্গলবার বেলা ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের পাঁচটি ফেরিঘাট দিয়ে কোনো ফেরি চলাচল করবে না।

>> নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল গত ২৬ মার্চ থেকেই বন্ধ রাখা হয়েছে। তবে পণ্যবাহী নৌযান এর আওতার বাইরে ছিল। এখন ঘূর্ণিঝড় এগিয়ে আসায় সব ধরনের নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বিআইডব্লিউটিএ এর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান।

আবার সুন্দরবন?

>> জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার আম্পানের সম্ভাব্য যে গতিপথ দেখিয়েছে, তাতে উপকূল অতিক্রম করার সময় এ ঝড়ের কেন্দ্র বা চোখ থাকতে পারে সুন্দরবনের কাছাকাছি। ভারতের আবহাওয়া অফিসও সুন্দরবনের কাছ দিয়ে আম্পানের স্থলভাগে উঠে আসার পূর্বাভাস দিয়েছে।

>> সাম্প্রতিক অতীতে ২০০৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলা এবং ২০০৭ সালের নভেম্বরে ঘূর্ণিঝড় সিডরও স্থলভাগে উঠে এসেছিল সুন্দরবন উপকূল দিয়ে। এর মধ্যে আইলায় বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার। আর সিডরের শক্তি ছিল তার দ্বিগুণেরও বেশি, ঘণ্টায় ২৬০ কিলোমিটার।

>> সর্বশেষ ঘূর্ণিঝড় বুলবুল গতবছর নভেম্বরে ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে একই দিক দিয়ে উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড় বুলবুলকে অনেকটাই রুখে দেয় সুন্দরবন।

>> সিডরের উৎপত্তি যেখানে ছিল, আম্পানের উৎপত্তিও বঙ্গোপসাগরের একই এলাকায় আন্দামান দ্বীপপুঞ্জের কাছে। গত ডিসেম্বরে আঘাত হানা অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুলের মতোই এগোচ্ছে আম্পান। গত বছরের মে মাসে আরেকটি শক্তিশালী ঝড় ফনীও একই পথে আঘাত হেনেছিল।

>> আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ভৌগলিক ও আবহাওয়াগত কারণে ঘূর্ণিঝড় এ অঞ্চলকে ‘চ্যানেল’ হিসেবে বেছে নিয়েছে। ঘূর্ণিঝড় রূপ নেওয়ার পর ডান দিকে মোড় নেয়। এবারও তাই হয়েছে।

“আম্পানের ব্যাস বেশ বড়। এ ধরনের ঝড় শেষ মুহূর্তেও সামান্য দিক পরিবর্তন করতে পারে। এটি উড়িষ্যা উপকূল হয়ে উত্তর দিকে সরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আসবে। এবারও সুন্দরবন অংশ পাবে।”
রেকর্ড ভাঙা ঝড়

>> ভারতের বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা স্কাইমেটের প্রধান মহেশ পালাওয়াটের বরাত দিয়ে বিবিসি বাংলা লিখেছে, এই শতাব্দীতে বর্ষা মৌসুম শুরুর আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রথম সুপার সাইক্লোন আম্পান। অবশ্য উপকূলে পৌঁছানোর আগেই শক্তি কমে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

>> এর আগে ২০০৭ সালের জুনে আরব সাগরে সুপার সাইক্লোন 'গোনু' তৈরি হয়েছিল, যা পরে ওমানের দিকে সরে যায়।

>> মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আম্পান ঘূর্ণিঝড় থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যেটি ‘একটি রেকর্ড’ বলে জানাচ্ছেন মহেশ।
সুপার সাইক্লোন

>> ঘূর্ণিঝড় আম্পান আরও শক্তি সঞ্চয় করে ১৭ মে বাংলাদেশ সময় বিকাল ৩টা নাগাদ পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে। ১২ ঘণ্টার মধ্যে এর চোখ বা কেন্দ্র একটি স্পষ্ট আকার পায় এবং শক্তি বাড়িয়ে ১২ ঘণ্টার মধ্যে সেই ঝড় অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয়।

>> জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বলেছে, মাত্র ছয় ঘণ্টা সময়ের মধ্যে এ ঝড় ক্যাটাগরি ওয়ান থেকে ক্যাটাগরি ফোর মাত্রার হারিকেনের শক্তিসম্পন্ন ঝড়ে পরিণত হয় এবং সোমবার বিকালে পরিণত হয় ক্যাটাগরি ফাইভ মাত্রার হারিকেনের শক্তিসম্পন্ন সুপার সাইক্লোনে।

>> ভারতীয় আবহাওয়া অফিস বলছে, সোমবার বিকালে এই সুপার সাইক্লোনের বাতাসের শক্তি ঘণ্টায় ২৫৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। মধ্যরাতে তা আরও বেড়ে ঘণ্টায় ২৬৫ কিলোমিটার হয়।

>> ঘণ্টায় গড়ে ২০ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগোতে থাকা সুপার সাইক্লোন আম্পানের শক্তি মঙ্গলবার কিছুটা কমে আসে। ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বেলা ১২টায় এ ঝড়ের কেন্দ্রের কাছাকাছি বাতাস বইছিল ঘণ্টায় ২০০ থেকে ২১০ কিলোমিটার বেগে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ২৩০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

আমপানের উদ্ভব

>> ১৬ মে প্রথম প্রহরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর ছয় ঘণ্টার মধ্যে তা শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়। আরও ঘণীভূত হয়ে সেই রাতেই তা পরিণত হয় ঘূর্ণিঝড়ে।

>> বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের নির্ধারিত তালিকা থেকে এ ঝড়ের নাম দেওয়া হয় ‘আম্পান’। এটি থাইল্যান্ডের দেওয়া নাম।

*Copy paste

18/05/2020

#ঘূর্ণিঝড়_amphan_বর্তমান_অবস্থা।

ঝড়ের শক্তি : ক্যাটাগরি ২ তে পরিনত হয়েছে।

আগামিকাল সকালের পর ক্যাটাগরি ৩ এ পরিনত হতেপারে।

বাতাসের গড় গতি ঘন্টায় : ১৫৭ কিলোমিটার(১মিনিট স্থিতি)।

দমকা বাতাস ঘন্টায় : ১৮২ কিলোমিটার।

অবস্থান : দক্ষিন বঙ্গোপসাগর

অভিমুখ : উত্তর উত্তর উত্তর পুর্ব দিকে, মানে বাংলাদেশ ও west bengal সিমান্তবর্তী এলাকার দিকে।
প্রতি ২ ঘন্টায় গড়ে ১২ কিলোমিটার উত্তরে এগোচ্ছে ও প্রায় ২ কিলোমিটার করে পুর্ব দিকে সরছে, এর কেন্দ্র।

দূরত্ব : মংলা বন্দর থেকে ১১৯০ কিলোমিটার দক্ষিনে।

সতর্ক সংকেত : চার, এখন পর্যন্ত। ( সরকারি)

সম্ভাব্য আঘাত : সুন্দরবন থেকে দীঘা ও এর পার্শবর্তী এলাকা ২০ শে মে রাত থেকে ২১ শে মে দুপুরের ভেতরে।

বৃষ্টি : ঘূর্ণিঝড় Amphan এর অগ্রভাগের মেঘের কারনে আগামিকাল রাত থেকে দেশের উপকূলীয় এলাকায় ঝাকে ঝাকে ও একটানা বৃষ্টি শুরু হতেপারে।
যা সময়ের সাথে সাথে দেশের অভ্যন্তরে ঢুকতে থাকবে।

আজ রাতে দেশের কিছু স্থানে বজ্রবৃষ্টি হতেপারে।

আপডেট : ১৭ ই মে রাত ১১ টায়

Bwot weather Jessore bangladesh.

17/05/2020

Wall hanging auto hydraulic seat cover with water closet update system

Photos from সেবাSheba's post 17/05/2020
14/05/2020

Anyone...

13/05/2020

স্বামী স্ত্রীর জন্য সুন্দর একটা ভিডিও

13/05/2020

স্বামী-স্ত্রীর অসাধারন বিজ্ঞাপন

13/05/2020

Sanitary product & your choice

11/05/2020

Thanks to everyone for sharing like & comment on the 🛒 SHEBA online Page

10/05/2020

🛒সেবাSheba. Sanitary Ware
fittings

10/05/2020

Building accessories & bathroom fittings slideshow

29/03/2020

করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ সমূহ।
অবহেলা নয়, আসুন সচেতন হই।

21/03/2020

যদি দেখ কেউ অসাধারণ কোন কিছু করছে কিংবা করার চেষ্টা করছে, তাহলে চুপচাপ হাত গুটিয়ে বসে থেকো না।
তার প্রশংসা করো তার কাজের স্বীকৃতি পেতে সাহায্য করো।তার বসকে জানাও কী সম্ভাবনা লুকিয়ে আছে তার মধ্যে।তার পরিবারকে জানাও কত বড় কাজ করছে সে।
তুমি কল্পনাও করতে পারবে না তোমার ছোট্ট একটি পদক্ষেপ একটি প্রশংসা বাক্য কীভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে।🤔🤔😘

Photos from সেবাSheba's post 22/02/2020

Sanitary point

Mob.01732266633,01951719158

20/02/2020

অমর একুশে ফেব্রুয়ারী আমি কি তোমায় ভুলিতে পারি...

19/02/2020

অমর একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি....

18/02/2020

GLASS CLEANER

পণ্যের সুবিধা সমূহঃ
১ । আয়না এবং গ্লাস এ আন্ট্রা সাইন ( চক চকে করবে )
২ / গ্লাস ক্লিনারটি ব্যবহারের পর ৪৮ ঘণ্টা পর্যন্ত সে স্থানে আর কোন ধুলা স্থায়ী হবে না ।
৩ । ৯৯ . ৯ % জীবাণু ধ্বংস করবে ।
৪ । ৯০ % এলারজেন অপসারণ করবে ।
৫ । কোন ব্লিচ জাতীয় পদার্থ নেই , যার ফলে কোন ক্ষয় হয় না ।
৬ । প্রাকৃতিক লেবুর তেল সুগন্ধি যুক্ত ।

কোথায় ব্যবহার করা যাবে :
জানালা , আয়না , গ্লাস টেবিল টপ্স , গ্লাস শােপিস , থাই এলুমিনিয়াম গ্লাস , গ্লাস কেবিনেট , গ্লাসের দরজা , গ্লাস বাের্ড , ফোন স্ক্রিন , কম্পিউটার স্ক্রিন , টেলিভিশন স্ক্রিন ।

Photos from সেবাSheba's post 18/02/2020

Seal's naw..

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dhaka
1230

Other Merchandising Services in Dhaka (show all)
BMA MERCH BMA MERCH
Dhaka
Dhaka

Transparency ,quality and trust We deliver beyond expectation

Denim dots Denim dots
Uttara
Dhaka, 1230

Hello Guys well come our page Stay with us, be with us.

Fashionable T-shirt Collection Fashionable T-shirt Collection
Gulshan/1
Dhaka, 1212

We provide unique,custom and creative T-shirt. If you like t-shirt, message us without hesitation. We will try to our best service to you all the time.

CROWN Merchant CROWN Merchant
House/188, Road/08, Block/C, Bashundhara R/A
Dhaka, 1229

CROWN Merchant is one stop solution for apparel merchandiser which includes fabric consumption, cost

O.G. O.G.
SEC-10; BLOCK-A; Lane/7; HOUSE-8, Mirpur
Dhaka, 1216

Greetings from World Fashion.find your desires.

Tazim Trading Corporation Tazim Trading Corporation
Dhaka

তাজিম ট্রেডিং কর্পোরেশন একটি বাজারজাতকারক প্রতিষ্ঠান।

EmbunTex EmbunTex
Road#16, Sector 14 Uttara
Dhaka, 1230

EmbunTex is a One Stop Apparel Sourcing & Production Hub & your Ultimate Manufacturing Partner.

Rhine Asia BD Ltd. Rhine Asia BD Ltd.
Road#4, House#308, 3rd Floor, D. O. H. S Baridhara, Dhaka-1206
Dhaka

Rhine Asia BD Ltd. is your one stop solution for buying house, manufacturer, supplier and exporter o

bd.bts.aos bd.bts.aos
Dhaka

welcome to BDBTSAOS ONLINE K-POP MARCHANDISE SHOP🇧🇩 -PRE ORDER and IN STOCK PRODUCTS

CVS Global, Bangladesh CVS Global, Bangladesh
House#225, Flat#502, Road#03, Avenue#01, Mirpur DOHS
Dhaka, 1216

CVS Global is located at Dhaka Bangladesh. We purely worked as buying and sourcing agent for many re

RKM Group RKM Group
হাউজ/টাওয়ার-৭১
Dhaka, 1206

Big Merchandise Store Big Merchandise Store
Dhaka

আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। অ?