Mahmud Physio

Mahmud Physio

আপনার সুস্থতাই আমাদের লক্ষ.... Md Mahmudur Rahman
MSc Physiotherapy (UK),BPT
Chief Physiotherapist
Aamar Physio, Gulshan.

10/03/2024

Alhamdulillah

10/01/2024

মাহমুদ ফিজিও একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপী চিকিৎসকের তত্ত্বাবধানে দক্ষ ও বিশ্বস্ত থেরাপিস্টের মাধ্যমে হোম ফিজিওথেরাপী সেবা প্রদান করে থাকে। যে সমস্থ রোগীরা ক্লিনিকে এসে ফিজিওথেরাপী সেবা নিতে শারীরিকভাবে সামর্থ্য নেই মূলত তাদের জন্যই আমাদের এই সেবা । মাহমুদ ফিজিও এর বৈশিষ্ট্য হল হোম ফিজিওথেরাপীর প্রত্যেক রোগীর চিকিৎসার মান ও অগ্রগতি বিশেষজ্ঞ চিকিৎসক ভিডিও কনসাল্টেশনের মাধ্যমে মনিটরিং করে থাকে।

আমাদের সেবাসমূহঃ
১। স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপী
২। যেকোনো ধরনের প্যারালাইসিস রোগীদের ফিজিওথেরাপী
৩। পারকিনসন রোগীদের ফিজিওথেরাপী
৪। ডায়ালাইসিস রোগীদের ফিজিওথেরাপী
৫। বিছানায় শয্যাগত রোগীদের ফিজিওথেরাপী
৬। হাঁটু এবং হিপ জয়েন্ট অপারেশন পরবর্তী ফিজিওথেরাপী
৭। কোমর ও ঘাঁড় ব্যথায় ফিজিওথেরাপী
৮। হাঁটু ও কাঁধ ব্যথায় ফিজিওথেরাপী

ফিজিওথেরাপী বিশেষজ্ঞ
মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

চেম্বার:
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।
সিরিয়ালের জন্য - +৮৮ ০১৮৮৬ ৬৬৬ ৬০০

physiotherapy pain 's pain pain physiotherapy

12/09/2023
24/05/2023

হাঁটুর সমস্যা নিয়ে চিন্তিত?

অনেকে হাঁটুর সমস্যার জন্য বিভিন্ন চিকিৎসা নিয়েও আশানুরূপ ফল পাচ্ছেন না। তবে বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ আছেন। কিন্তু বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ করার সামর্থ্য বা সুযোগ সবার নেই। হাঁটুর চিকিৎসার জন্য প্রয়োজন সঠিকভাবে রোগ নির্ণয় এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসার প্রয়োগ। আপনার বা আপনার আপনজনের হাঁটুর সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সঠিক পরামর্শ পেতে যোগাযোগ করুন আমাদের নিচের ঠিকানায়-

ফিজিওথেরাপী বিশেষজ্ঞ
মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

চেম্বারঃ১
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।

চেম্বারঃ২
ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার
খিলগাঁও তালতলা,ঢাকা-১২১৯।

সিরিয়ালের জন্য- +৮৮ ০১৭৫ ৪১৪ ৮০০৩

11/05/2023

প্রশ্নঃ
সম্মানিত মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, উলামায়ে কেরাম বলেন, ব্যাংক ও বীমা কোম্পানিতে চাকরি করা হারাম। সাধারণ মুসলিম হিসেবে আমরা আলেমগণের প্রতি পূর্ণ আস্থা রাখি এবং তাঁদের কথা ও ফতোয়া এবং দিকনির্দেশনা অনুসরণ করে থাকি। কিন্তু হারাম হওয়ার কারণগুলো স্পষ্টভাবে জানা না থাকার কারণে বাস্তব জীবনে ফাতাওয়ার উপর আমল করতে গিয়ে পরিবার ও সমাজের কিছু লোকের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাদের প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হয় না। ফলে পরিবারের লোকেরা বিষয়টির প্রতি অবহেলা প্রদর্শন করে। এমতাবস্থায় মুফতী সাহেবের নিকট আকুল আবেদন এই যে, ব্যাংক ও বীমা কোম্পানিতে চাকরি করা কেন হারাম— তা বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

বি. দ্র. আমি একজন প্রাপ্তবয়স্ক ছাত্র। পিতার অর্থের উপর নির্ভর করে আমার চলতে হয়। যেহেতু আমার বাবা ব্যাংকে চাকরি করেন এবং সেই উপার্জন থেকেই আমার প্রয়োজনীয় খরচ দেয়া হয়, তাই এখন আমি এই টাকা গ্রহণ করতে পারব কি না— এব্যাপারে মুহতারাম মুফতী সাহেবের মূল্যবান দিকনির্দেশনা কামনা করছি। জাযাকুমুল্লাহ।

উত্তরঃ

ক) প্রচলিত ধারার ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলো সুদী অর্থব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। আর প্রচলিত বীমাব্যবস্থায় ‘কিমার’ তথা জুয়াও বিদ্যমান। এসব ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে চাকরি করা হারাম হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। যার কয়েকটি নিম্নরূপ :

১. কুরআন ও হাদীসে সুদের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে; যা কারো অজানা নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন—

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللهَ وَ ذَرُوْا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ. فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللهِ وَ رَسُوْلِهٖ.

অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং যা কিছু সুদ কারো কাছে বকেয়া আছে তা ছেড়ে দাও— যদি তোমরা মুমিন হও। যদি তা না কর তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। —সূরা বাকারা (২) : ২৭৮-২৭৯

হাদীস শরীফে সুদগ্রহীতা ও সুদদাতার পাশাপাশি সুদী চুক্তির লেখক ও সাক্ষীকেও অভিস¤পাত করা হয়েছে এবং এদের সবাইকে সমান অপরাধী সাব্যস্ত করা হয়েছে। জাবের রা. থেকে বর্ণিত, তিনি বলেন—

أنَّ النبيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لعَنَ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ.

অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদগ্রহীতা, সুদদাতা, সুদী চুক্তির লেখক এবং সুদী লেনদেনের সাক্ষী— সবাইকে অভিসম্পাত করেছেন এবং বলেছেন, তারা সকলেই সমান। —সহীহ মুসলিম, হাদীস ১৫৯৮

বলা বাহুল্য, যারা প্রচলিত ধারার ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে চাকরি করেন তারা সকলেই কোনো না কোনোভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদী চুক্তিগুলো সম্পাদনে ভূমিকা রাখেন। তাই এসব প্রতিষ্ঠানের কর্মচারীগণের কাজটাই নাজায়েয।

২. প্রচলিত বীমাব্যবস্থায় সুদ ছাড়া ‘কিমার’ তথা জুয়াও বিদ্যমান। কুরআন মাজীদে আল্লাহ তাআলা জুয়াকে হারাম সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন—

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَ الْمَیْسِرُ وَ الْاَنْصَابُ وَ الْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّیْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ.

অর্থাৎ হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, পূজার বস্তু এবং জুয়ার তীর— এসবই অপবিত্র, শয়তানের কাজ। অতএব এসব থেকে দূরে থাক, যাতে তোমরা সফলকাম হও। —সূরা মায়েদা (৫) : ৯০

৩. গুনাহের কাজে সহায়তা করা স্বতন্ত্র গুনাহ। কুরআন মাজীদে আল্লাহ তাআলা গুনাহের কাজে সহায়তা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন—

وَ لَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَ الْعُدْوَانِ.

অর্থাৎ তোমরা গুনাহের কাজে ও জুলুমে একে-অপরের সাহায্য করো না। —সূরা মায়েদা (৫) : ২

৪. শরীয়তের দৃষ্টিতে যে কোনো শ্রমের পারিশ্রমিকই জায়েয হয় না; বরং পারিশ্রমিক জায়েয হওয়ার জন্য শ্রম ও পারিশ্রমিক দুটিই হালাল হতে হয়। নাজায়েয শ্রম বাবদ পারিশ্রমিকের অর্থ ইসলামের দৃষ্টিতে হারাম বলে গণ্য। আবু মাসঊদ আনসারী রা. থেকে বর্ণিত—

أنَّ رسولَ الله صلى الله عليه وسلم نَهَى عن ثَمَنِ الكَلْب، ومَهْر البغيِّ، وحُلْوانِ الكاهِنِ.

অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন— কুকুরের মূল্য থেকে, পতিতার উপার্জন থেকে এবং জ্যোতিষীর পারিশ্রমিক থেকে। —সহীহ বুখারী, হাদীস ২২৩৭

যেহেতু প্রচলিত ধারার ব্যাংক ও বীমা কোম্পানিগুলোতে শ্রম দেওয়া নাজায়েয, তাই এর পারিশ্রমিকের অর্থও হারাম।

৫. প্রচলিত ধারার ব্যাংক ও বীমা কোম্পানির কর্মচারীদের যে বেতন দেওয়া হয় তা স্বাভাবিকভাবে এসব প্রতিষ্ঠানের আয় বা মুনাফা থেকেই দেওয়া হয়। আর জানা কথা যে, যাদের কারবার হারাম তাদের আয়ের মুখ্যঅংশই হারাম। হারাম অর্থ থেকে কোনো জায়েয শ্রমেরও পারিশ্রমিক নেওয়া বৈধ নয়। সুতরাং প্রচলিত ধারার ব্যাংক ও বীমার কাজে শ্রম দেওয়াই প্রথমত নাজায়েয, উপরন্তু এর পারিশ্রমিকও দেওয়া হয়ে থাকে প্রধানত হারাম অর্থ থেকে, তাই এসব প্রতিষ্ঠানে চাকরি করা এবং এর আয় ভোগ করা সবই নাজায়েয।

হাদীস শরীফে হারাম অর্থ ভোগ করার ব্যাপারে কঠোর সতর্কবাণী এসেছে। আবু বকর রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

لَا يَدْخُلُ الجَنَّةَ جَسَدٌ غُذِّيَ بِحَرَامٍ.

অর্থাৎ যে শরীরকে হারাম খাওয়ানো হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। —মুসনাদে আবু ইয়ালা, হাদীস ৭৮

কা‘ব ইবনে উজরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

لَا يَدْخُلُ الْجَنَّةَ لَحْمٌ وَدَمٌ نَبَتَا عَلَى سُحْتٍ، النَّارُ أَوْلَى بِهِ.

অর্থাৎ হারাম অর্থ থেকে উৎপন্ন রক্ত-মাংস জান্নাতে প্রবেশ করবে না। জাহান্নামই তার জন্য উপযুক্ত। —সহীহ ইবনে হিব্বান, হাদীস ৫৫৭৬

খ) যদি আপনার উপার্জনের সুযোগ না থাকে এবং আপনি আপনার পিতার উপর নির্ভরশীল হন তাহলে উপার্জনে সক্ষম হওয়ার আগ পর্যন্ত প্রয়োজন পরিমাণ খরচ আপনার পিতা থেকে নিতে পারবেন। —ফাতাওয়া খানিয়া ৩/৪০২; রদ্দুল মুহতার ৬/১৯১

15/03/2023

মাহমুদ ফিজিও একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপী চিকিৎসকের তত্ত্বাবধানে দক্ষ ও বিশ্বস্ত থেরাপিস্টের মাধ্যমে হোম ফিজিওথেরাপী সেবা প্রদান করে থাকে। যে সমস্থ রোগীরা ক্লিনিকে এসে ফিজিওথেরাপী সেবা নিতে শারীরিকভাবে সামর্থ্য নেই মূলত তাদের জন্যই আমাদের এই সেবা । মাহমুদ ফিজিও এর বৈশিষ্ট্য হল হোম ফিজিওথেরাপীর প্রত্যেক রোগীর চিকিৎসার মান ও অগ্রগতি বিশেষজ্ঞ চিকিৎসক ভিডিও কনসাল্টেশনের মাধ্যমে মনিটরিং করে থাকে।
আমাদের সেবাসমূহঃ
১। স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপী
২। যেকোনো ধরনের প্যারালাইসিস রোগীদের ফিজিওথেরাপী
৩। পারকিনসন রোগীদের ফিজিওথেরাপী
৪। ডায়ালাইসিস রোগীদের ফিজিওথেরাপী
৫। বিছানায় শয্যাগত রোগীদের ফিজিওথেরাপী
৬। হাঁটু এবং হিপ জয়েন্ট অপারেশন পরবর্তী ফিজিওথেরাপী
৭। কোমর ও ঘাঁড় ব্যথায় ফিজিওথেরাপী
৮। হাঁটু ও কাঁধ ব্যথায় ফিজিওথেরাপী

ফিজিওথেরাপী বিশেষজ্ঞ
মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

চেম্বার:
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।
সিরিয়ালের জন্য - +৮৮ ০১৮৮৬ ৬৬৬ ৬০০

physiotherapy physio injury ’s

09/03/2023

অর্থপেডিক সার্জারি বা অপারেশনের পর বিভিন্ন জটিলতা দেখা দেয় যেমন জয়েন্ট বা মাংশপেশী শক্ত হয়ে যাওয়া, অপারেশনের জায়গা ফুলে থাকা, মাংশপেশী শুকিয়ে যাওয়া ইত্যাদি। এই সব জটিলতা দেখা দেয় যদি অপারেশনের পর যথাসময়ে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা গ্রহণ না করা। অনেক ক্ষেত্রে অর্থপেডিক চিকিৎসক অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসার ব্যাপারে অবহেলা করে থাকেন বা বিলম্বে উপদেশ দিয়ে থাকেন। অপারেশন পরবর্তী জটিলতা এড়াতে যথাসময়ে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা গ্রহণ করা প্রয়োজন।

ফিজিওথেরাপী বিশেষজ্ঞ
মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

চেম্বার:
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।
সিরিয়ালের জন্য - +৮৮ ০১৮৮৬ ৬৬৬ ৬০০

02/03/2023

তীব্র ঘাঁড় ব্যথার জন্য অনেকের জীবন স্থবির হয়ে যায় । ব্যথার কারণে রাতের ঘুম নষ্ট হয় সেই সাথে কর্মক্ষেত্রেও যেতে অসুবিধা হয়। বিভিন্ন কারণে ঘাড়ে তীব্র ব্যথা হতে পারে তার মধ্যে একটি কারণ হলো ঘাঁড়ে মেরুদণ্ডের ডিস্কের অবস্থান পরিবর্তন । অনেক সময় মেরুদণ্ডের ডিস্ক বের হয়ে পাশের নার্ভ এর উপর চাপ দেয় তখন তীব্র ব্যথা হয় । এই ব্যথা ঘাঁড়,কাঁধ এমনকি হাত পর্যন্ত ছড়িয়ে পরে। হাতে অবশ অবশ ভাব,ঝিম ঝিম বা ভারী অনুভব হয়। এই ধরনের রোগীদের অনেক চিকিৎসক সার্জারি বা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন । কিন্তু অপারেশনের অনেক পার্শ্ব-প্রতিক্রিয়া থাকে কিংবা অপারেশনের সফলতার নিশ্চয়তাও কম থাকে। ঘাঁড় ব্যথার স্থায়ী সমাধানের একটি আধুনিক ও নিরাপদ চিকিৎসা হচ্ছে ম্যানুয়াল থেরাপী। একজন দক্ষ ও অভিজ্ঞ ম্যানুয়াল থেরাপিস্ট মেরুদণ্ডের ডিস্ককে পূর্বের অবস্থায় ফিরিয়ে ঘাঁড়কে ব্যথামুক্ত ও সচল রাখতে সাহায্য করে। পরবর্তীতে কিছু ব্যায়াম স্থায়ীভাবে ঘাঁড়কে স্বাভাবিক ও ব্যথামুক্ত রাখতে সহায়তা করে।

ম্যানুয়াল থেরাপী বিশেষজ্ঞ
মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

চেম্বার:
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।
সিরিয়ালের জন্য - +৮৮ ০১৮৮৬ ৬৬৬ ৬০০

22/02/2023

মাহমুদ ফিজিও একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপী চিকিৎসকের তত্ত্বাবধানে দক্ষ ও বিশ্বস্ত থেরাপিস্টের মাধ্যমে হোম ফিজিওথেরাপী সেবা প্রদান করে থাকে। যে সমস্থ রোগীরা ক্লিনিকে এসে ফিজিওথেরাপী সেবা নিতে শারীরিকভাবে সামর্থ্য নেই মূলত তাদের জন্যই আমাদের এই সেবা । মাহমুদ ফিজিও এর বৈশিষ্ট্য হল হোম ফিজিওথেরাপীর প্রত্যেক রোগীর চিকিৎসার মান ও অগ্রগতি বিশেষজ্ঞ চিকিৎসক ভিডিও কনসাল্টেশনের মাধ্যমে মনিটরিং করে থাকে।
আমাদের সেবাসমূহঃ
১। স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপী
২। যেকোনো ধরনের প্যারালাইসিস রোগীদের ফিজিওথেরাপী
৩। পারকিনসন রোগীদের ফিজিওথেরাপী
৪। ডায়ালাইসিস রোগীদের ফিজিওথেরাপী
৫। বিছানায় শয্যাগত রোগীদের ফিজিওথেরাপী
৬। হাঁটু এবং হিপ জয়েন্ট অপারেশন পরবর্তী ফিজিওথেরাপী
৭। কোমর ও ঘাঁড় ব্যথায় ফিজিওথেরাপী
৮। হাঁটু ও কাঁধ ব্যথায় ফিজিওথেরাপী

ফিজিওথেরাপী বিশেষজ্ঞ
মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

চেম্বার:
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।
সিরিয়ালের জন্য - +৮৮ ০১৮৮৬ ৬৬৬ ৬০০

20/02/2023

কোমর ব্যথায় প্রয়োজন উন্নত ফিজিওথেরাপী চিকিৎসা। অনেকেই কোমর ব্যথার জন্য থেরাপী নিয়েও আশানুরূপ ফলাফল পাচ্ছে না কিংবা অনেক সময় সমস্যা আরো জটিল হয়। এর কারণ হচ্ছে অনেক থেরাপী সেন্টারে অনভিজ্ঞ বা টেকনেসিয়ান দ্বারা থেরাপী দেওয়া হয়। তারা কোমর ব্যথার প্রকৃত কারণ নির্ণয় না করে থেরাপী দিয়ে থাকেন যার কারণে রোগীর তেমন কোনো উন্নতি হয় না। কোমর ব্যথা নিরাময়ের জন্য অনেক চিকিৎসক অপারেশন বা সার্জারির পরামর্শ দিয়ে থাকেন কিন্তু অধিকাংশ কোমর ব্যথা বিনা অপারেশনে অর্থাৎ ফিজিওথেরাপীর মাধ্যমে সমাধান করা সম্ভব। তাই কোমর ব্যথার শুরুতেই একজন ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রীপ্রাপ্ত ফিজিওথেরাপী চিকিৎসক থেকে চিকিৎসা নেওয়া প্রয়োজন।

ফিজিওথেরাপী বিশেষজ্ঞ
মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

চেম্বার:
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।
সিরিয়ালের জন্য - +৮৮ ০১৮৮৬ ৬৬৬ ৬০০

16/02/2023

হাঁটু ব্যথা আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে যেমন হাঁটতে অসুবিধা হওয়া, সিঁড়ি ওঠা-নামা করতে না পারা, হাঁটু ভাজ করে নামাজ পরতে কষ্ট হওয়া,দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকতে না পারা ইত্যাদি। বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হতে পারে। মানুষের হাঁটু বিভিন্ন উপাদান যেমন অস্তি,মাংসপেশি, লিগামেন্ট,মিনিস্কাস, সাইনোভিয়াল জেল দ্বারা গঠিত। এই উপাদানগুলোর মধ্যে যেকোনো একটির কোনো অসুবিধা হলে হাঁটু ব্যথা হতে পারে। তাই হাঁটু ব্যথার যেকোনো চিকিৎসার পূর্বে ব্যথার প্রকৃত কারণ বা উৎস নির্ণয় করা জরুরি। ব্যথার প্রকৃত কারণ নির্ণয় করে অল্প সময়ে সঠিক ও কার্যকরী চিকিৎসার মাধ্যমে হাঁটুকে ব্যথা মুক্ত করা সম্ভব। হাঁটু ব্যথার আধুনিক ও কার্যকরী চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপী। একজন অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপী চিকিৎসক হাঁটু ব্যথার প্রকৃত কারণ নির্ণয় করে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

ফিজিওথেরাপী বিশেষজ্ঞ
মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

চেম্বার:
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।
সিরিয়ালের জন্য - +৮৮ ০১৮৮৬ ৬৬৬ ৬০০

pain , , ,

08/02/2023

ACL ইনজুরি বা অপারেশনের পর একজন রোগীকে তার হাঁটুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অর্থাৎ রোগী যেন স্বাভাবিক চলাফেরা বা খেলাধুলা করতে পারে তার জন্য তাকে ইনজুরি বা অপারেশনের দিন থেকে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট-এর তত্ত্বাবধানে রিহ্যাবিলিটেশন প্রটোকল অনুসরণ করতে হয়। এই রিহ্যাবিলিটেশন প্রটোকল সম্পন্ন করে হাঁটুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ৩ থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
রিহ্যাবিলিটেশন প্রটোকল অনুসরণ না করলে অপারেশন পরবর্তী বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। অধিকাংশ মানুষ যেই জটিলতার কথা উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে-
১। হাঁটু ফুলে থাকা
২। হাঁটু সম্পূর্ণভাবে ভাঁজ করতে না পারা
৩। হাঁটু সম্পূর্ণভাবে সোজা করতে না পারা
৪। হাঁটুর ব্যথা দীর্ঘস্থায়ী হওয়া
৫। হাঁটুর উপরের বা রানের মাংসপেশী শুকিয়ে যাওয়া
৬। দৌড়ানো বা খেলাধুলা করতে না পারা

বিশেষজ্ঞদের মতে সাধারণত নিম্নে উল্লিখিত কারণগুলোর জন্যই বেশিরভাগ সময় এসব জটিলতায় পড়তে হয়।
১। ACL ছিঁড়ে যাওয়ার দীর্ঘদিন পর অপারেশান করলে
২। অপারেশনের পর হাঁটুতে প্লাস্টার ব্যবহার করলে
৩। অপারেশনের দিন থেকে নির্দিষ্ট কিছু ব্যায়াম না করলে
৪। সেলাই কাঁটার পর বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা রিহ্যাবিলিটেশন না করলে
৫। রিহ্যাবিলিটেশন প্রটোকল অনুসরণ না করলে।

তাই ACL ইনজুরি কিংবা লিগামেন্টের অপারেশনের পরপরই জটিলতা এড়াতে এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে একজন দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে ফিজিওথেরাপী নেওয়া উচিত।

ফিজিওথেরাপী বিশেষজ্ঞ
মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

আমাদের সেবাসমূহঃ ভিডিও কনসাল্টেশন, হোম কনসাল্টেশন, চেম্বার কনসাল্টেশন, অনলাইন সেশন, হোম ফিজিওথেরাপী ।

চেম্বার:
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।
সিরিয়ালের জন্য - +৮৮ ০১৮৮৬ ৬৬৬ ৬০০

injury reconstruction surgery physio pain injury # knee operation injury

06/02/2023

মাহমুদ ফিজিও একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপী চিকিৎসকের তত্ত্বাবধানে দক্ষ ও বিশ্বস্ত থেরাপিস্টের মাধ্যমে হোম ফিজিওথেরাপী সেবা প্রদান করে থাকে। যে সমস্থ রোগীরা ক্লিনিকে এসে ফিজিওথেরাপী সেবা নিতে শারীরিকভাবে সামর্থ্য নেই মূলত তাদের জন্যই আমাদের এই সেবা । মাহমুদ ফিজিও এর বৈশিষ্ট্য হল হোম ফিজিওথেরাপীর প্রত্যেক রোগীর চিকিৎসার মান ও অগ্রগতি বিশেষজ্ঞ চিকিৎসক ভিডিও কনসাল্টেশনের মাধ্যমে মনিটরিং করে থাকে।

ফিজিওথেরাপী বিশেষজ্ঞ
মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

চেম্বার:
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।
সিরিয়ালের জন্য - +৮৮ ০১৮৮৬ ৬৬৬ ৬০০

physiotherapy physio # Neurology

01/02/2023

পারকিনসন এমন একটি রোগ যা মানুষকে ধীরে ধীরে অচল করে দেয়। ব্রেইনের ডোপামিন নামক একপ্রকার রাসায়নিক পদার্থের অভাবে মূলত পারকিনসন রোগটি হয়ে থাকে। এই রোগের প্রধান লক্ষণগুলো হচ্ছে চলাফেরার গতি কমতে থাকা, হাত এবং পায়ে কাঁপুনি, শরীরের ভারসাম্য নষ্ট হওয়া, কথা বলতে অসুবিধা, বিষণ্ণতা । সাধারণত পারকিনসন রোগটি পুরুষদের মধ্যে দেখা যায় বেশী যাদের বয়স ৫০ এর উর্ধ্বে । পারকিনসন রোগীদের জন্য ওষুধ সেবনের পাশাপাশি ফিজিওথেরাপী একটি আবশ্যিক চিকিৎসা। কিন্তু অনেকেরই ফিজিওথেরাপী চিকিৎসা নিতে অনীহা থাকে কিংবা চিকিৎসকরা পরামর্শ দিতে বিলম্ব করে। পারকিনসন রোগ নির্ণয় হওয়া মাত্রই ফিজিওথেরাপী চিকিৎসা শুরু করতে হয় নতুবা রোগী দ্রুত চলাফেরায় অক্ষম হয়ে পরে। দীর্ঘ দিন ফিজিওথেরাপী চিকিৎসা না নেওয়ার ফলে শরীরের বিভিন্ন জয়েন্ট জমে যায় এবং মাংসপেশী দুর্বল হয়ে পরে। এই জন্য পারকিনসন রোগীদের পড়ে গিয়ে হাঁড় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেকক্ষেত্রে প্রচলিত ফিজিওথেরাপী পারকিনসন রোগীকে সুস্থ রাখার জন্য যথেষ্ট হয় না। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ভালো মানের ফিজিওথেরাপী চিকিৎসার মাধ্যমে পারকিনসন রোগীকে স্বাভাবিক জীবনযাপনে অব্যাহত রাখা যায়।

ফিজিওথেরাপী বিশেষজ্ঞ
মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

চেম্বার:
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।
সিরিয়ালের জন্য - +৮৮ ০১৮৮৬ ৬৬৬ ৬০০

#পারকিনসন physio # Neurology

31/01/2023

নিয়মিত হাঁটা শরীরকে সুস্থ রাখার একটি উত্তম ও সহজ মাধ্যম। আমাদের অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল খাদ্যের মধ্যে নিজেকে সুস্থ রাখা একটি বড় চ্যালেঞ্জ। তাই আমাদের উচিৎ প্রতিদিন কিছু সময় বের করা হাঁটার জন্য।

নিয়মিত হাঁটার উপকারিতাঃ
 স্বাস্থ্যকর ওজন নিয়ন্ত্রণ ও শরীরের চর্বি কমাতে সাহায্য করে।
 হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, ক্যান্সার এবং টাইপ-২ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।
 হাঁড় এবং পেশীকে শক্তিশালী করে।
 শরীরের শক্তির মাত্রা ও কার্যক্ষমতা বৃদ্ধি করে।
 রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।
 মানসিক চাপ কমাতে সাহায্য করে।
 জ্ঞান ও স্মৃতি এবং ঘুমের উন্নতি হয়।

হাঁটার পরিমানঃ সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট হাঁটা। তবে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা বেশি উত্তম।
হাঁটার গতিঃ শারীরিক কোনো অসুবিধা না হলে প্রতি সেকেন্ডে কমপক্ষে দুই কদম হাঁটা উত্তম।
হাঁটার সময়ঃ দিন বা রাত যেকোনো সময় হাঁটা যায় তবে সূর্য উদয়ের পর হাঁটা বেশি ভালো কারণ তখন বায়ু দূষণ কম থাকে।

ফিজিওথেরাপী বিশেষজ্ঞ
মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

চেম্বার:
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।
সিরিয়ালের জন্য - +৮৮ ০১৮৮৬ ৬৬৬ ৬০০

28/01/2023

পারকিনসন এমন একটি রোগ যা মানুষকে ধীরে ধীরে অচল করে দেয়। ব্রেইনের ডোপামিন নামক একপ্রকার রাসায়নিক পদার্থের অভাবে মূলত পারকিনসন রোগটি হয়ে থাকে। এই রোগের প্রধান লক্ষণগুলো হচ্ছে চলাফেরার গতি কমতে থাকা, হাত এবং পায়ে কাঁপুনি, শরীরের ভারসাম্য নষ্ট হওয়া, কথা বলতে অসুবিধা,বিষণ্ণতা । সাধারণত পারকিনসন রোগটি পুরুষদের মধ্যে দেখা যায় বেশী যাদের বয়স ৫০ এর উর্ধ্বে । পারকিনসন রোগীদের জন্য ওষুধ সেবনের পাশাপাশি ফিজিওথেরাপী একটি আবশ্যিক চিকিৎসা। কিন্তু অনেকেরই ফিজিওথেরাপী চিকিৎসা নিতে অনীহা থাকে কিংবা চিকিৎসকরা পরামর্শ দিতে বিলম্ব করে। পারকিনসন রোগ নির্ণয় হওয়া মাত্রই ফিজিওথেরাপী চিকিৎসা শুরু করতে হয় নতুবা রোগী দ্রুত চলাফেরায় অক্ষম হয়ে পরে। দীর্ঘ দিন ফিজিওথেরাপী চিকিৎসা না নেওয়ার ফলে শরীরের বিভিন্ন জয়েন্ট জমে যায় এবং মাংসপেশী দুর্বল হয়ে পরে। এই জন্য পারকিনসন রোগীদের পড়ে গিয়ে হাঁড় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ভালো মানের ফিজিওথেরাপী চিকিৎসার মাধ্যমে একজন পারকিনসন রোগীকে স্বাভাবিক জীবনযাপনে অব্যাহত রাখা যায়।

ফিজিওথেরাপী বিশেষজ্ঞ

মোঃ মাহমুদুর রহমান
মাষ্টার্স অব ফিজিওথেরাপী ( লন্ডন ), বিপিটি
এক্স-ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ইউনাইটেড হসপিটাল লিমিটেড

চেম্বার:
আমার ফিজিও
বাড়ী-১২/বি, লিফট-৩, রোড-৫৫
গুলশান-০২, ঢাকা-১২১২।
সিরিয়ালের জন্য - +৮৮ ০১৮৮৬ ৬৬৬ ৬০০

#পারকিনসন physio

Want your practice to be the top-listed Clinic in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


House-12/B, Level-03, Road-55, Gulshan/02
Dhaka
1212