কবিতা
কবিতার প্রতি ভালবাসা নিয়ে এই পেজের পথ?
"এতো সহজেই ভালোবেসে
ফেলি কেন?"
----রুদ্র মহাম্মদ শহীদুল্লাহ
সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনো রকমের অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে ভুলে যাওয়া! জাস্ট মানুষটা আমার কেউ না ব্যস! তারপর দেখবেন আপনার ভেতর আর কোনো অস্থিরতা নাই। আক্ষেপ নাই। হতাশা নাই! এমন প্রফুল্ল ভাবে বাঁচতে পারে ক'জন? নিজেকে ম্যান্টালি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলেই সুন্দর!❤️
- জান্নাত 🌺
আমি যাকে ভালোবাসি তার সঙ্গে আত্মীয়তা করি না,
যে আমাকে ভালোবাসে তার সঙ্গে আত্মীয়তা করি।
___রবীন্দ্রনাথ ঠাকুর
মুক্তার জন্য যারা ঝিনুক ভাঙে
তারা ভালোবাসা জানে না।
__রুদ্র গোস্বামী
ও আমায় ভালোবাসে নি🌼🙃
পুরুষ মানুষের ক্ষমতা!
তোমাকে এক পলক দেখার মাঝে রয়েছে এক আকাশ সমান তৃপ্তি, আনন্দ, সুখ!'❤️
এটা এতোটাই সত্যি কথা যে 🍁🍁
কিছু লেখার প্রয়োজন নেই।
চারটি লাইন সব কথা বলে
দিয়েছে।🍂
*যদি তোমার কোনো পুরোনো স্মৃতিই না থাকে তবে আমি তোমাকে সেই দিন গুলো কিভাবে ভোলাবো।
*যদি তুমি খুব বেশি একা মনে না করো তাহলে আমি তোমার পাশে থেকেই বা কি করবো।
*যদি তোমাকে কেউ কষ্টই না দিয়ে থাকে তাহলে আমি তোমাকে ভালোবেসেই বা কি করবো। কারণ কষ্ট পাওয়ার পর ভালোবাসলে সেই ভালোবাসাটায় অনেক শান্তি থাকে।
*যদি তোমার অতীতে কেউ আঘাত না দিয়ে থাকে তবে আমি সেই আঘাত কিভাবে মুছে দিবো।
*যদি তোমার অতীত যেনে ভালোবাসতেই না পারি তবে আমি তোমার সাথে প্রেম করেই বা কি করবো।
-আমাকে জানতে হবে আগে তুমি অনেক কষ্টে ছিলে, তবেই না আমি তোমাকে ভালোবাসলে সে ভালোবাসাটা তোমার কাছে শান্তির হবে...।
~হাসিবুর রহমান
প্রেমিকার সাথে অর্থনীতি, রাজনীতি, সমাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র, মার্ক্সবাদ, নারীবাদ, শিক্ষা, শিল্প, সাহিত্য, বানিজ্য, ঈশ্বরবাদ, মহাকাশ, সৌরজগত, প্রোগ্রামিং, ধর্ম, অধর্ম, আস্তিক্যবাদ, নাস্তিক্যবাদ, স্বাস্থ্য সচেতনতা, জলবায়ুর পরিবর্তন, ইত্যাদি বিষয় নিয়ে মন খুলে কথা বলা না গেলে, প্রেম করার দরকার নাই।
"শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো" তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।
পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মনোযোগ দিয়ে কথা শুনবার মানুষ পাওয়া কঠিন।
মানুষিক শান্তিতে না থাকলে মন থেকে ভালো থাকা যায় না, আর হাসিটাও এতটা শুদ্ধ হয় না🥰🥰
ছবি কৃতজ্ঞতাঃ সংগৃহীত
জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার, যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবেনা।😅
অন্য কারো গল্পও তাকে স্পর্শ করতে পারেবেনা। মানুষটা থাকবে একান্তই নিজের!'🌸❤️
©বেলাবোস
পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি গুলোর একটা হল, মন থেকে এই আস্থাটা অনুভব করতে পারা-
তুমি যাকে ভালবাসো
সেও তোমাকে ভালবাসে
আমাকে সামান্যই ভালোবেসো,
তবে তা যেনো আজীবনের জন্য হয়!
ভালোবাসার মানুষ মানে কম্ফোর্ট জোন। একজন আরেকজনকে কতটা কম্ফোর্ট ফিল করাতে পারছে, কতটা ভালোবাসছে। কত বছরের সম্পর্ক তা গুনে ভালোবাসা হয়না। ভালোবাসা মানে তোমাকে ভালোবাসি দিন রাত্রি চব্বিশ ঘণ্টা। ভালোবাসা মানে "তোমাকে যখন দেখি, তার চেয়ে বেশি দেখি যখন দেখি না!"❤️
আচ্ছা বিনোদ আমরা কী শুধু মানুষের মনটাকেই ভালোবাসি?
শরীরটাকে ভালোবাসা কী অন্যায়?
ধরো আমি অফিস থেকে এসে যখন খুব ক্লান্ত,তখন একটু শান্তির খোঁজে তোমার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চাওয়াটাকী অন্যায়?
এই ধরো তোমার কথা বলার ধরন,তোমার ঠোঁটের কোণের সেই মোহময় হাসিটা ,এগুলির বাইরে কী সত্যি একটা সম্পর্কে ভালো লাগার অন্যকোনো কারণ নেই?
তোমার নাভিতে মুখ ডুবিয়ে যে শান্তিটা আমি পাই,বলতে পারো আমার বিপরীতে তুমি সেই একই শান্তিটা চাও না?
আচ্ছা বিনোদ যখন আমরা শরীরসংগ্ৰামে লিপ্ত হই,একটু ভেবে বলতো আমার মতো সেই আলাদা রকমের অনুভূতি কিংবা তোমাকে যৌ*ন স্পর্শের শান্তিটা তোমার মধ্যে আসেনা?
বুঝলে বিনোদ সবাই তার প্রিয় মানুষটার স্পর্শের কিংবা যৌ*ন স্পর্শের ইচ্ছাটা রাখে,
কখনো কপাল বেয়ে চুমুর ঝড়,
কখনো জড়িয়ে ধরে ভালোবাসি বলা,
কখনো কোলের ওপর মাথা রেখে শান্তির ঘুমটা সবাই চায়,কিন্তু বিশ্বাস কর বিনোদ এগুলোর বাইরেও একটা চাওয়া বলে কিছু থাকে,
যেখানে ব্যবহার করাটা উদ্দ্যেশ্য না হলেও নিজের করে কাছে পাওয়ার ইচ্ছাটা অপরিসীম।
আমরা বাস্তবে নিজেদের সাহিত্যিকতাটাকে মাঝে মাঝে দু চার লাইনের কপাল আর ঠোঁটে চুমু দিয়ে শেষ করলেও বাস্তবে কিন্তু প্রিয় মানুষটির শরীর স্পর্শের এক ক্ষীণ কিংবা দৃঢ় ইচ্ছা সকল প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রী দের কাম্য।
কলমে - ভেঙচি 🌸
📷:Unknown
- কি রে ! আজকে হঠাৎ পাঞ্জাবি?
- তুইও তো শারী পড়েছিস! আমাকে ইমপ্রেস করার প্ল্যান নাকি!
- তোকে কেনো ইমপ্রেস করতে যাবো আপনি অলরেডী আমার!
- আচ্ছা তা বেশ মানিয়েছে আমার সুন্দর বউ টাকে শারীতে
- ওরে বাবা! আজকে কার মুখে কমপ্লিমেন্ট শুনলাম
- নাটক ছার তো!!!!
(হাতটা জাপটে ধরে) - আচ্ছা তাহলে আজকে কেনো দেখা করতে বললেন?
- আমার বউ এর সাথে দেখা করতে কোনো কারণ লাগবে নাকি
- আরে না বাবা, তবে তোর মুখ দেখেই বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে
(দিয়ার হাতের উপর হাত রেখে)- চাকরি টা আমি পেয়েগেছি রে
- কি বলিস রে ভাই!!! পার্টি চাই কিন্তু
- আমাকে ভাই বলবি না একদম বর কে কেউ ভাই বলে!!!
- আচ্ছা সে বুঝলাম কিন্তু আগে বলিসনি কেন?
- এই যে এটার জন্য!
- কি মানে এটার জন্য
- আরে আমার পাগলি তোর মুখের এই মিষ্টি হাসিটার জন্য।
- বাবা! কত প্রেম ছেলের। এবার কিছু খাওয়া
- কি খাবি বল! বিরিয়ানি, চিলিচিকেন, ফ্রাইড রাইস ,চিকেন তান্দুরি ; কোনটা?
- চা তাও আবার যেখান সেখানের না! সোমু কাকুর দোকানের চা
- আরে ওটা তো পরেও খাওয়া যাবে আজকে চ রেস্টুরেন্টে যাই!
- গঙ্গার ধারে যাবি?
- উফফ্ ! মেয়ে টা বড্ডো জেদী
- ফুচকা খাবো ওখানে গিয়ে
- শোন না!
- বলুন
- বড্ডো ভালোবাসি রে সোনাই তোকে
- ভালোবাসি বলবো না! সারাটাজীবন ভালোবেসে যাবো এটাই জেনে রাখুন! অন্য কারোর দিকে তাকালে মাথা ফাটিয়ে দেবো।
- এত ভালো বউ কে ছেড়ে কেউ যায় নাকি!
~ কলমে - স্নেহা🌸🖋️~
প্রতিটা মেয়েই নিষ্ঠুর হবার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়।
-হুমায়ুন আহমেদ
আবারো প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা, মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা মন্দ না!❤️🥀
ছবিঃCollected
রাগ আমিও করতে জানি
কিন্তু করিনা
কারণ আমার কাছে
রাগের চেয়ে তোমার মূল্য বেশি।
অভিমান করে আমিও থাকতে জানি
কিন্তু থাকিনা
কারণ আমি তোমায় ভালোবাসি।
আমি এইসব কিছুই করতে চাইনা
কারণ
আমি যে শুধু তোমাকেই চাই।
একটি মেয়ে আজ সন্ধয়ায় আমার ইনবক্সে লিখেছে,
আচ্ছা লেখক !
তুমি বলতো ভালোবাসা কাকে বলে.....?
আমি আমতা আমতা করে জবাবে বললাম,
ভালোবাসা হলো ?
কাউকে শুধু এক পলক দেখার জন্য,
হাজারও অজুহাত বের করার নামই হলো
----ভালোবাসা---
:
ভালোবাসা হলো ?
:
রাতে ঘুমাতে গেলেও চোখ বন্ধ করলে
বিশেষ কোনো মানুষের মুখ,
সামনে ভেসে ওঠার নামই হলো
----ভালোবাসা---
:
ভালোবাসা হলো ?
:
যার একটু অভিমানে নিজেকে,
একরাশ দোষের দোষী মনে করার নামই হলো
---ভালোবাসা---
ভালোবাসা হলো ?
:
কারো চোখে পানি টলমল করতে দেখেই,
নিজের চোখে পানি চলে আসার নামই হলো
---ভালোবাসা---
:
ভালোবাসা হলো ?
:
কেউ রাগ করলে,
সেই রাগ ভাঙ্গানোর উপায় বেডর করার জন্য,
সারা রাত জেগে থাকার নামই হলো
----ভালোবাসা---
:
ভালোবাসা হলো ?
:
কাউকে নিয়ে হাজারো স্বপ্ন দেখার পরেও,
তার সামনে গেলে হাত পা কাপার নামই হলো
----ভালোবাসা---
:
ভালোবাসা হলো ?
:
কেউ একটু ব্যাথা পেলে তার চেয়ে হাজার গুণ বেশী ব্যাথা অনুভব করার নামই হলো
----ভালোবাসা---
:
ভালোবাসা হলো ?
:
তাকে কিছু সময় না দেখলে,
বুকের বাম পাশে ধুক ধুক করে ব্যাথা করার নামই
---ভালোবাসা---
:
ভালোবাসা হলো ?
:
কারো সুখের জন্য হাজারো দুঃখকে আপন করে নেয়ার নামই হলো
----ভালোবাসা----
:
ভালোবাসা হলো ?
:
কেউ আসবে না জেনেও,
তার জন্য পথ চেয়ে অপেক্ষা করার নামই হলো,
---ভালোবাসা---
:
মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বললো,
এগুলোর একটিও ভালোবাসা না,
ভালোবাসা হলো পরম নির্ভরতার সাথে,
এমন একজন মানুষের হাত সারাজীবন শক্ত করে,
ধরে রাখার মানুষিক শক্তির নামই হলো 'ভালোবাসা'...
সুতরাং আপনি ভালোবাসা বুঝেন না,
তাই মধ্যবয়সের ভীমরতিতে ধরা মৃগী রোগীর মতন,
আর কখনো লিখবেনও না, আর কাউকে বলবেনও না।
'ভালোবাসি...
বুঝলেন ???
এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে।
__হুমায়ূন আহমেদ
এই শহরে আর বেহুলা জন্মায় না.।জন্ম নেয় জীবনের সিকিউরিটি খুঁজা উন্মাদনা..🙂🖤
চলে যাওয়া মানেই প্রস্থান নয় ,
বিচ্ছেদ নয় ,
চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্নকরা আর্দ্র রজনী ।
চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে
__রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
আমি তোমায় ভালবাসি কিন্তু
কখনও তোমায় কাছে পেতে
চাইনা।
আমি তোমায় মিস করি
কিন্তুু কখনও আমাদের মাঝে কথা
হবেনা।
আমি তোমায় দেখতে চাই কিন্তুু
কখনও দেখা হবেনা।
আমি তোমায় চিনি কিন্তুু কখনও আমায় চিনাবনা।
আড়ালে থেকেই ভালবাসে যাব।। থাকনা ভালবাসাগুলো লোকচক্ষুর আড়ালে।।
সব ভালবাসা পূণর্তা পাবে এমন তো নই।। ভালবাসা পাওয়ার চাইতে না পাওয়ার কষ্টটায় সুখ।।সব ভালবাসার পূর্ণতা পেলে তো ভালবাসার মর্মটায় পৃথিবী থেকে হারিয়ে যাবে।। আমি ভালবাসাকে আকঁড়ে ধরে বাঁচতে চাই, যে ভালবাসা বিরাজমান-অমর।। আমি সে ভালবাসা চাই যে ভালবাসা মোহের ঘোরে একদিন শেষ হয়ে যাবেনা।। আমি তো তাকেই ভালবাসি যে বারবার আমার স্বপ্নে আসে,এসে আমায় ভাবায়, হাসায়,কাদাঁয়, আবার স্বপ্ন ও দেখায়।।
কিন্তুু আমি চাইনা সে স্বপ্নের প্রতিফলন হোক,চাইনা তাকে কাছে কখনও।। শুধু চাই সে আমার স্বপ্নে থাকুক,আমার স্বপ্নে আসুক, আমায় ভাবিয়ে তুলুক, চাই নীরবে নিবৃত্তে কিছু সময় ধরে তাকে নিয়ে ভাবি।
যা কেউ জানবেনা বুঝবেনা আমি যে এক স্বপ্নকুমারি ভালবাসি,
যাকে মিস করি।।
হুম,
এভাবেই আমার মত,
প্রতিটি মানুষই কাউকে না কাউকে নিরবেই ভালবাসে।। মিস করে।। কিন্তুু কেউ কাউকে বলতে পারেনা ভালবাসি। তারা কখনও কেউ-কাউকে পাইনা।
দূর থেকেই ভালবেসে যাই।। সময়ের সাথে সাথে মানুষগুলো একদিন হারিয়ে যায়।। আর অবসরের কোন মন খারাপের রাতে এক একটা দীর্ঘশ্বাসের নীরব ভাবনাটা শুধু তাকে ঘিরেই। যে ভাবনার নীরব কষ্টগুলো কেউ বুঝেনা।।।
কেউ না.!!!
কেউ না.!!!🙂
-----Saimoun Morshed Riad
মেয়ে,
তুমি অন্যের ভালোবাসা পাবার আশায়
নিজের জীবনকে ভাসিয়ে দাও কতবার,
এত বড় অপচয় কেন জীবনের সাথে বারবার!
তুমি কি বোঝো না?
যদি ভালোবাসতে নিজেকে,
তবে তুমি পৌঁছে যেতে,
মানুষের ভালোবাসার কাছে!
তোমার বন্ধ হয়ে যাওয়া মুঠোফোন,
তোমার ডিএকটিভ ফেসবুক,
এসব তো নয় সমাধান!
নিজেকে কষ্ট দিয়ে
তুমি কার আশায় এখনো বসে আছো,
মেয়ে তুমি নিজেকে ভালোবাসো,
তুমি আত্মসম্মানে বাঁচো।
~আনিসুল ইসলাম
কোনদিন, আচমকা একদিন ভালোবাসা এসে যদি
হুট করে বলে বসে,-
'চলো যেদিকে দুচোখ যায় চলে যাই',
যাবে?
__হেলাল হাফিজ
শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়?
তবে, আমি কি তোমায় চাই নি?
হ্যাঁ অবশ্যই। তবে আমি কেন তোমায় পাইনি💔
আচ্ছা বিয়ের পর নাকি সব ঠিক হয়ে যায়?
তাহলে, ২ বছরের বেবিটাকে কোলে নিয়ে, দূর থেকে প্রিয়জনটা কে দেখে কেন মানুষ কাঁদে?
তবে কি ধরে নিবো মনের অগোচরে সব রয়ে যায়।🌸
শুনেছি সময়ের সাথে নাকি মানুষকে ভুলা যায়?
তাহলে পাড়ার রক্তিম ভাই তার ৪ বছরের বাচ্চাকে গল্প শুনাবার সময়, রুপকথায় বারবার তার প্রিয় মানুষ টার নাম-ই বা কেন রাখে?
তবে কি ধরে নিবো মানুষ ভুলা সহজ নয়।।।☹
আচ্ছা ব্যস্ত থাকার পর নাকি কাউকে মনে পড়া সম্ভব নয়?
তাহলে হাজার ব্যস্ততায় হঠাৎ প্রিয় মানুষটার নাম শুনলে গা থমকে উঠে কেন?
কেন সেই মানুষটার দিকে তাকায় যে তার নাম নিয়েছিলো?
তাহলে কি ব্যস্ততা ছিলো না! নাকি ব্যস্ততায় কাবু করতে পারিনি, শত ব্যস্ততায় ও মনে পড়বেই।।😔
শুনেছি মানিয়ে নিলেই নাকি সব মিটে যায়?
তবে ৩০ বছরের সংসার কেন ভেঙ্গে যায়?
তবু কেন মানিয়ে নিতে নিতে লোক আত্নহত্যায় সামিল হয়?
তবে কি ধরবো মানা মানি তেও লোক চরম ভাবে হেরে যেতে বাধ্য!😥
- কি জানি উত্তর জানা নেই!!! 🌸💔🌸
# এহসান তন্ময়
লেখা : হুমায়ুন আহমেদ
টাইপোগ্রাফি : Fahariyan Fariya
হস্তলিপি : FJ Fariha
পুরুষত্ব নয়, নারীকে অনুবাদ করতে পারে শুধু তাঁর সাচ্চা প্রেমিক ...।
__ রুদ্র গোস্বামী
হস্তলিপি : Sarna Bintey Alam
নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়।
শরীর ছুঁয়েই যে-পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ;
নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়...
শরীর তো ধর্ষকও ছোঁয়।
পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিষয়।
দেহদানের পরেই যে-নারী ব'লে পুরুষের ভালোবাসা পেয়েছি, সে নির্বোধ;
পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়...
শরীর তো বেশ্যাও দেয়।
-- নীরেন্দ্রনাথ চক্রবর্তী
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Dhaka
Dhaka, 1206
Educator,Writer,Researcher,Youtuber, Master Reviewer &Master photographer(Google)
Dhaka
কারো প্রতি আমার কোন অভিযোগ নাই।নিজের প্রতি আমার এক আকাশ সমান অভিযোগ।😌🥀🖤💌🫶🫰💁♀