Rifat Hasan
Nearby public figures
Fulbaria 1209
মাহমুদ শপ, Fulbaria
Fulbaria NO
Fulbaria
Fulbaria 1000
Fulbaria
Fulbaria
Fulbaria
BUSS
Uae
I request everyone to stay connected with this page, Thank you.
#পুলিশ কনস্টেবল মাঠের ইভেন্টগুলো
#১ম দিন
✅উচ্চতা, ওজন, বুকের মাপ এবং কাগজ প্রত্র যাচাই
#২য় দিন
দৌড় (প্রথম রাউন্ড)🏃
✅ছেলে _২০০মিটার ২৮ সেকেন্ডে
✅মেয়ে_২০০মিটার ৩৪। ""
পুশ আপ (দ্বিতীয় রাউন্ড)
✅ছেলে_১৫টি ৩৫ সেকেন্ডে
✅মেয়ে_১০টি ৩০ """
লং জাম্প (তৃতীয় রাউন্ড)
✅ছেলে_ ১০ফিট (কমপক্ষে)
✅মেয়ে_৬ফিট (কমপক্ষে)
হাই জাম্প (চতুর্থ রাউন্ড)
✅ছেলে_ ৩.৫ফিট উচ্চতা
✅মেয়ে_২.৫ফিট ""
#৩য় দিন
দৌড় (পঞ্চম রাউন্ড)
✅ছেলে_১৬০০মিটার ৬ মিনিট ৩০ সেকেন্ড
✅মেয়ে_১০০০মিটার ৬ মিনিট ৩০ সেকেন্ড
ড্রাগিং (ষষ্ঠ রাউন্ড)
✅ছেলে_১৫০ পাউন্ড ওজনের টায়ার ৩০ ফিট দূরত্ব টানা🙄
✅মেয়ে_১১০ পাউন্ড ওজনের টায়ার ২০ ফিট দূরত্ব টানা
রোপ ক্লাইমিং (সপ্তম রাউন্ড)
✅ছেলে_কমপক্ষে 12 ফিট
✅মেয়ে_কমপক্ষে ৮ ফিট (উপরে উঠতে হবে)
#বিঃদ্রঃ যে কোনো দিন একটি ইভেন্টে না পারলে
আপনি অকৃতকার্য অর্থাৎ বাদ ।
কুরবানির পশুর হাট নরসিংদী
আলহামদুলিল্লাহ
ক্ষণিকের এই মায়াবী জীবন!!!
মহান স্রষ্টা যাকে বেশি পছন্দ করেন, দুনিয়াতে তারই বেশি পরীক্ষা নেন!
কিন্তু নাসির স্যারকেই (অতিঃ ডিআইজি রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) কেন বার বার পরীক্ষার্থী হতে হবে??
২০১৮ সালে তার সহধর্মিনী বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ চলে গেলেন না ফেরার দেশে!!
দুই কন্যা "লামিসা", "রাইসা"কে নিয়ে নাসির স্যারের সংসার। কন্যাদ্বয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ের চিন্তাই করেন নি।
সময় পেলেই কাছের মানুষদের অদম্য মেধাবী, পরিশ্রমী দুই মেয়ের গল্প শুনাতেন।
গত ২৮ শে জুন ২০২৩ সালে স্যার বড় মেয়ে "লামিসা" সম্পর্কে লিখেছিলেন -
"Alhamdulillah, by the grace of Almighty Allah, my elder daughter, Lamisha Islam has cracked BUET(Position:522).
She also attended and secured positions in the following addmission tests- MIST(position :203), IUT(position:124) , GST (position:82), BBA, IBA, DU (position:53), DU A Unit (position:365), Bangladesh University of Textiles (positon:147), CKRUET (position:35)
Now her final destination is Mechanical Engineering in BUET. Please keep her in your prayers."
গত ডিসেম্বরে স্যার বলেছিলেন, "লামিসা" এখন স্বাবলম্বী। সে নিয়মিত টিউশন করে পড়াশোনার খরচ নিজেই চালায়। আর ছোট মেয়ে "রাইসা" ভিকারুননিসা স্কুলে দশম শ্রেণিতে ৫ম হয়েছ।"
স্যারের মেয়েদের সাফল্যের গল্প শুনে আমরাও অনুপ্রাণিত হতাম।
মহান স্রষ্টার এ কী খেলা!
গত রাতে বেইলি রোডের আগুনে "লামিসা ইসলাম" তার "বাবা", "ছোট বোন" তথা সমগ্র পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে অনন্তলোকে, তার মায়ের কাছে।
"লামিসা" আর কখনোই বাবার কাঁদে হাত রেখে দাঁড়াবে না!
মহান আল্লাহ্ রাব্বুল আলামিন "লামিসা ইসলাম"কে তার মায়ের সাথে জান্নাতবাসী করুন। বেইলি রোডের আগুনে নিহত সবাইকে স্রষ্টা জান্নাত/স্বর্গবাসী করুন। হায় আল্লাহ্, নাসির স্যারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন।
মধুটিলা, গজনী, শেরপুর বর্ডার , মেঘালয় রাজ্যে দেখার উদ্দেশ্যে যাত্রা।
মিরপুর
মহান বিজয় দিবসের শুভেচ্ছা ২০২৩
এমন জীবন বড়ই ভাবায়! একেকটা বাড়ি দেখি আর ভাবি। চোখ ভেসে যায়।
ভাবতে পারেন? এই বাড়িতে একসময় হৈচৈ করে মেতে থাকতো পুরো পরিবার। তারপর ছেলেমেয়েরা বড় হয়ে চলে যায় যে যার মতো প্রতিষ্ঠিত হতে। থেকে যায় বাবা, মা অথবা পরিবারের বয়োজ্যেষ্ঠরা। ছেলেমেয়েরা প্রথমে প্রতি সপ্তাহে আসতো তাদের সঙ্গে দেখা করতে। তারপর সেটা বেড়ে গিয়ে হলো মাসে একবার। তারপর সংসার আর কর্মজীবনে প্রবেশ করে সেটা গড়ায় বছরে একবার - শুধু ঈদের দিন দেখতে আসা। এক ঈদ বাবার বাড়ি, এক ঈদ শ্বশুরবাড়ি। এভাবেই বাড়তে থাকে দুরত্ব। এই আসা-যাওয়ার অপেক্ষায় একসময় বাবা-মায়ের সময় শেষ হয়ে যায়। বাবা-মা জীবিত থাকতে এই হলো আসা-যাওয়ার গল্প। আর যখন তারা মারা গেলো, তখন সেখানে ঝরাপাতা আর পোকামাকড়ের বসতি।
এখন আর কয়েকবছরেও হয়তো কেউ আসেনা। জীবন বড়ই অদ্ভুত।
শুভ জন্মদিন
সন্তান হারিয়ে বাবার আহাজারি , অবশেষে ট্যুরিস্ট পুলিশ সন্তান উদ্ধার করে দিলো। সুগন্ধা বীচ, কক্সবাজার
রথযাত্রা/২০২৩ ঢাকেশ্বরী মন্দির
লাশটির পাশে যে বসে কাঁদছে, কী ভাবছেন সে লাশটির রক্তের কেউ.?না।। সে তার রক্তের কেউ না, সে হলো রক্তের চেয়ে আপন প্রিয় ব্যাচমেট, আমরা যারা এ ধরনের চাকরি করি,, পরিবার থেকে দীর্ঘ সময় আমাদের দূরে থাকতে হয়। এতে আমাদের ব্যাচমেট রাই রক্তের চেয়ে আপন হয়ে যায়।জীবনের সকল দুঃখ, কষ্ট, সুখ, হাসি, আনন্দ আমরা আমাদের এই ব্যাচমেটদের সাথেই ভাগাভাগি করে থাকি।
আল্লাহ আমার দুই ব্যাচমেট মরহুম এমদাদ এবং মরহুম হোসাইনকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।
ট্রেনের কামরায় গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি অ্যাটাচি নিয়ে উঠলেন। তিনি হকার নন। অধ্যাপক টাইপ চেহারা।
প্রশ্ন করলেন -- আচ্ছা পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌলার পরাজয়ের কারণ কি?
সকলেই চুপ করে শুনতে থাকলেন তার কথা। কেউ কোনও কথা বলছেন না দেখে তিনি আবার শুরু করলেন --
পলাশীর প্রান্তরে সেদিন নবাব সিরাজদৌলার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য অল্পসংখ্যক থাকা সত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ, মীর জাফরদের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন। কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয়। সত্য ইতিহাস জানতে হবে।
একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন -- তবে সত্য ইতিহাসটা কি?
সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশীর আমবাগান তখন শূন্য। মীর জাফর তার আয়ত্তাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে। ক্লাইভ তো অবাক। নবাবের সৈন্যরা তবে গেলো কোথায়? নিশ্চয়ই কোনও চাল খেলেছে।
হঠাৎই নজর পড়লো আমগাছের দিকে। একটি ডাল নড়ে উঠল। ক্লাইভ এবার দেখল যে নবাবের সৈন্যরা আমগাছের ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে যেতে গেলেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত।
ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক তাক করলো। ফলন্ত গাছ থেকে আমের সাথে সাথে টুপটুপ করে ঝরে পড়তে লাগল নবাবের সৈন্য। আহ!
ভদ্রলোকের বলার ভঙ্গিতে যাদু ছিল। সকলেই মন দিয়ে শুনছিলেন তার কথা। তিনি আবার বলে উঠলেন --
নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন, কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। আমগাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? কি ছিল ষড়যন্ত্র?
যাত্রীদের সকলের মনে প্রশ্ন জেগে উঠল। তাই তো, আমগাছের ডাল নড়ে উঠল কেন? গাছের ডাল না নড়লে তো ক্লাইভের নজরে আসত না সৈন্যদের অবস্থান!
ভদ্রলোক বললেন --
কেন নড়ে উঠেছিল গাছের ডাল? কে বলতে পারবেন?
যথারীতি সকলেই চুপ করে থাকলেন। ভাবগতিক এমন যে; আমরা জানি না, আপনিই বরং বলে দিন।
তিনি তখন এটার্চি খুললেন। একটি জিনিস বার করে সকলকে দেখিয়ে বললেন --
ডাল নড়ে ওঠার কারণ ছিল -- চুলকানি। দাদ। চর্মরোগ। বড় মারাত্মক এই রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্যের ছিল চুলকানি। এই চুলকানির জন্যই সেদিন ডাল নড়ে উঠেছিল। ডাল না নড়লে ক্লাইভ নিশ্চিহ্ন হয়ে যেত।
আমি এনেছি চুলকানির মলম। মাত্র ত্রিশ টাকা দাম।©️🙃
পছন্দের একটি জায়গা যমুনা নদীর বাধ কাজিপুর, সিরাজগঞ্জ
জেনে নেই কিছু মেডিসিন এর নাম এবং ব্যবহার
Share করে আপনার টাইমলাইনে রেখে দিন।
রিফাত হাসান
Eid Mubarak 2023
Police Headquarters (PHQ)
New Looking
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Dhaka
1217
Nayapaltan
Dhaka
Regardless of Shaquie Ahmed's various contribution towards the music scenario of Bangladesh, he has brought before some amazing and soothing lyrics which has been instantly appreci...
Dhaka
The journey of being a RJ from 2007 to till 2016 will always amaze me. I will always cherish the mem
Dhaka
‘Hanif Sanket’ has been the popular name in every walk of life throughout the country
Dhaka
http://jobsdhaka.com [email protected] join JobsDhaka.com http://www.facebook.com/group.php?gid=105384333345