Foods Bd .com

বাঙালির ভালো মানের খাওয়ার অভ্যাস তো ন?

Though the "foodsbd.com" foods have got the authentic quality in the whole Dhaka city, a lot of people from all over the Dhaka city are coming to Bangladesh to taste it.

01/01/2024
01/01/2024

হাজার বছর ধরে (শেষ পর্ব)
___জহির রায়হান

তারপর নদীর স্রোত বয়ে চললো। কখনো ধীরে কখনো জোরে। কখনো মিষ্টি মধুর ছন্দে।

সেদিন হাটবার। সওদা করে বাড়ি ফিরছে মন্তু। দুপয়সার পান।

এক আনার তামাক। আর দশ পয়সার বাতাসা।

কার্তিকের শেষে অগ্রহায়ণের শুরু। ঘরে ঘরে ধান উঠেছে। অনেক রাত পর্যন্ত কারো চোখে ঘুম থাকে না। কাজ আর কাজ। সারাদিন ধান কেটে এনে পারা দিয়ে রাখে। রাতে গরু দিয়ে মাড়ায়। তারপর ঝেড়ে মুছে সব পরিষ্কার করে রাখতে রাখতে রাত অনেক গড়িয়ে পড়ে।

হাট থেকে বাড়ি ফিরে এসে মন্তু দেখে, উঠোনে আসর জমিয়ে বসে পুঁথি পড়ছে সুরত আলীর বড় ছেলেটা। মৃত বাবার এ গুণটি অতি সুন্দরভাবে আয়ত্ত করেছে সে। দূর থেকে শুনলে অনেক সময় বোঝাই যায় না। মনে হয় সুরত আলী বুঝি বসে বসে পুঁথি পড়ছে।

শুন শুন বন্ধুগণরে শুন দিয়া মন।
ভেলুয়ার কথা কিছু শুন সর্বজন।

আজ উঠোনে এসে দাঁড়াতে ওদের সবার কথা মনে পড়লো মন্তুর।

বুড়ো মকবুল, রশীদ, আবুল, সুরত আলী।

কেউ নেই।

জীবনের হাটে সকল বেচাকেনা শেষ করে দিয়ে একদিন অকস্মাৎ কোথায় যেন হারিয়ে গেছে ওরা।

টুনির সঙ্গে দেখা হয় নি অনেক বছর।

প্রথম প্রথম খোঁজ খবর নিতো। আজকাল সে সময় হয়ে ওঠে না মন্তুর। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সে।

হীরন আজকাল বুড়ো মকবুলের ঘরে থাকে। বহু আগে স্বামী তালাক দিয়েছে ওকে। আবার বিয়ে হয়েছিলো। বছর তিন চারেক ঘর-সংসার করার পর সেখান থেকেও তালাক পেয়ে বাড়ি ফিরে এসেছে। তারপর আর বিয়ে হয়নি।

এবার ওর একটা ভালো দেখে বিয়ে দেবার চেষ্টা করছে মন্তু। এখন সে বাড়ির কর্তা। সবার বড়ো। যে-কোন কাজে সবাই এসে পরার্শ নেয় ওর।

উঠোনে এসে দাঁড়াতে ওর হাত থেকে পান, তামাক আর বাতাসাগুলো এগিয়ে নিলো আম্বিয়া। তারপর কোলের বাচ্চাটা ওর দিকে বাড়িয়ে ধরে বললো, দুপুর থাইকা কানছে একটু কোলে নাও।

কোলে নিয়ে ছেলেকে আদর করলো সে।

মন্তুকে এগিয়ে আসতে দেখে সবাই পথ ছেড়ে আসরের মাঝখানে বসালো ওকে। এক ছিলিম তামাক সাজিয়ে ওর হাতে দিয়ে গেলো আম্বিয়া। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। চাঁদ হেলে পড়লো পশ্চিমে।

উঠোনের ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। পরীর দীঘির পাড়ে রাতজাগা পাখির পাখা ঝাঁপটানোর আওয়াজ শোনা গেলো। সুরত আলীর ছেলেটা তখনো একটানা পুঁথি পড়ে গেলো।

কি কহিব ভেলুয়ার রূপের বাগান।
দেখিতে সুন্দর অতিরে রসিকের পরাণ।
কাশের চন্দ্র যেনরে ভেলুয়া সুন্দরী।
দূরে থাকি লাগে যেন ইন্দ্রকুলের পরী।

সুর করে ঢুলে চুলে এক মনে পুঁথি পড়ছে সে। রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত।

01/01/2024
Photos from Foods Bd .com's post 01/01/2024

নতুন বছরের নতুন গুড়

অরজিনাল খেজুরের গুড়ের
জন্য যোগাযোগ করুন

নরমটা ৪০০ টাকা প্রতি কেজি
পাটালি ৫০০ টাকা প্রতি কেজি

চেক/পরীক্ষা করে নিতে পারবেন

বিক্রিত মাল ফেরত নেওয়া হয়।।

শর্ত সাপেক্ষে।।

01772-156-981

01/01/2024

প্রতিদান
- জসীম উদ্‌দীন-
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী, -
পথে পথে আমি ফিরি তার লাগি।
দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর ;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।

আমার এ কুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল বাঁধি,
যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি;
সে মোরে দিয়েছে বিষে ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান;
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি,
রঙিন ফুলের সোহাগ-জড়ান ফুল-মালঞ্চ ধরি ।
যে মুখে সে কহে নিঠুরিয়া বানী
আমি লয়ে সখি, তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
__ছবি-ইসমাইল হোসেন সম্রাট

01/01/2024

নতুন বছরের নতুন গুড়
অরজিনাল খেজুরের গুড়ের
জন্য যোগাযোগ করুন
নরমটা ৪০০ টাকা, পাটালি ৫০০ টাকা প্রতি কেজি।।

01/01/2024

অরজিনাল খেজুরের গুড়ের
জন্য যোগাযোগ করুন
নরমটা ৪০০ টাকা প্রতি কেজি
পাটালি ৫০০ টাকা প্রতি কেজি
01772-156-981

01/01/2024

অরজিনাল খেজুরের গুড়ের
জন্য যোগাযোগ করুন
নরমটা ৪০০ টাকা প্রতি কেজি
পাটালি ৫০০ টাকা প্রতি কেজি
চেক করে নিতে পারবেন
বিক্রিত মাল ফেরত নেওয়া হয়।।

01/01/2024

Hi

01/01/2024
21/10/2023
21/10/2023
Want your practice to be the top-listed Law Practice in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Other Legal in Dhaka (show all)
MD.Shemul islam MD.Shemul islam
Daka
Dhaka

Song

Channel Islam BD Channel Islam BD
Mohakhali Dhaka
Dhaka

আসসালামু আলাইকুম, আপনারা এখানে দেখতে পাবেন বাংলা ওয়াজ, বাংলা মাহফিল, ইসলামিক লেকচার এবং জুমার খুতবা

Fani video Fani video
ঢাকা
Dhaka, SSKKLL24

ইনডোরিয়া

Najyra Najyra
49536239
Dhaka

Fun's Group Fun's Group
Gaibandha
Dhaka

Aura Rage Spirit Aura Rage Spirit
Dhaka, Rampura
Dhaka, 1219

welcome to the next generation of young people!

Mariya Mariy Mariya Mariy
নোয়াখালী শাপুর
Dhaka

Amranur rahman Amranur rahman
বা বাড়িয়া
Dhaka

Awayful MAHIM Awayful MAHIM
West Kotoksthol, Gournadi, Barishal
Dhaka

Riya moni Riya moni
Dhaka

Adit Ahamed Adit Ahamed
Gopalgonj
Dhaka

all kinds of joy