Aiman's Age

শৈল্পিক সব হ্যান্ড পেইন্টেড প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পাচ্ছেন এখানে!

দিন দিন রুচিশীল মানুষদের জনপ্রিয় পোশাকের তালিকায় হ্যান্ড পেইন্টেড পোশাক শীর্ষে জায়গা দখল করে নিচ্ছে। শিল্পীর রং তুলির আঁচড়ে বর্ণিল হয়ে ওঠে পরিধেয় পোশাক। বর্তমানে জনপ্রিয় পোশাকগুলোর মধ্যে হ্যান্ড পেইন্টেড এর পোশাক অন্যতম।

তাই আমরা কাস্টমারদের ফ্যাশন, রুচি, এবং প্রয়োজনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরবরাহ করছি - হ্যান্ড পেইন্ট করা সব ধরনের পণ্য যেমন কুর্তি পিস, ওয়ান পিস, টু-পিস, শাড়ি, পাঞ্জা

27/02/2023

শাশুড়ি মা কে দেখতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম।তখনই এই লেটার টা আসে।মন খারাপের মাঝেই এমন একটা চিঠি মনের কোণে কোথাও একটা ভালো লাগার সৃষ্টি করে।নিজের কাজের প্রতি ভালোবাসা সব সময় ই ছিল আর এখন আত্মবিশ্বাস টা অনেক বেশি বেড়ে গিয়েছে।কিভাবে তারা আমাকে খুঁজে পেয়েছে অথবা সিলেক্ট করেছে আমি জানি না।সত্যি বলতে অনেক বেশি অবাক হয়েছিলাম এই চি ঠি
পেয়ে।এই প্রতিষ্ঠান সম্পর্কে আমি কিছু ই জানতাম না।কিন্তু আমার প্রতিষ্ঠান কে তারা খুজে নিয়েছে। alhumdulliah সব কিছুর জন্য।চেষ্টা আর সততা টুকু ই আমার পুঁজি।বাকি টা আমার আল্লাহ তায়ালা আমাকে দিয়ে যাচ্ছেন। আলহমদুলিল্লাহ্ alhumdulliah।সবার কাছে দোয়া চাই।

Photos from Aiman's Age's post 26/02/2023

হালকা মিষ্টি রঙের সেমি মসলিন পেইন্ট ওড়না টা sold out alhumdulliah।ছবির গুলো এক্ পিস করেই হবে।ডিসকাউন্ট প্রাইস 650 টাকা।
আমি ঢাকার বাইরে আছি।তবে রবিবার থেকে ডেলিভারি দেয়া সম্ভব হবে।সুতরাং February জুড়ে 10% discount মিস করতে না চাইলে এখনি অর্ডার করুন।

26/02/2023

হটাত করেই গ্রামের বাড়িতে যেতে হয়েছিল।এত দিন পেজের সকল কাজ বন্ধ ছিল।আজ থেকে আবার অর্ডার নেয়া এবং ডেলিভারি দেয়া শুরু করেছি।এত দিন কোন পোস্ট করা হয় নাই।সবাই আবারও ভালোবেসে পাশে থাকবেন আশা করছি।ঈদের অর্ডার নেবো রোজার প্রথম সপ্তাহ পর্যন্ত।তাই বুঝে শুনে অর্ডার করবেন।যাদের অর্ডার ছিল এই সপ্তাহের মধ্যেই ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ।

Photos from Aiman's Age's post 06/02/2023

যখন যেটা স্টক আউট হবে অথবা কেউ পড়ে ছবি দেবে তখন সেটা বাকিদের লাগবেই।কেনো রে বাবা ।স্টক আউট হবার আগেই নিলে হয়ে যায়।ছবির ওড়নাটা তিন মাস হলে পোস্ট করি কারো নজরে পড়ে না যেই শেষ অমনি এটাই লাগবে বলে ইনবক্স এ সবার ডাকা ডাকি।যেগুলো এখনও আছে সে গুলো ও কম সুন্দর নয়।কি করে বোঝাবো পোশাক পরলেই তো সুন্দর লাগে।এমনিতে ছবি এত সুন্দর আসে না।বাকি গুলো শেষ হবার পর আবারো এমন শুরু হবে।😁😜😜

Photos from Aiman's Age's post 06/02/2023

Semi মসলিন হ্যান্ড পেইন্ট ওড়না।ওড়না গুলো কতটা সুন্দর সেটা ছবি দেখে বোঝা সম্ভব নয়।অফার প্রাইস চলছে।মাত্র 650 টাকা।একটা ওড়না 650 টাকা ?শুনতে অনেক বেশি মনে হলেও যে এর মর্ম বুঝে সে কোন কথা না বলে পাঠিয়ে দিতে বলে।নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে ভিন্ন কিছু তো লাগবেই।

02/02/2023

Pride cotton শাড়ি।পুরোটা শাড়ি টাইডাই করা।আঁচলে পেইন্ট করা হয়েছে।আজ চলে গেলো রাজশাহীতে।আপু এসএমই মেলা থেকে এই একই ডিজাইন এর একটি শাড়ি আমার থেকে নিয়েছিলেন।আবার একই রকম আরো দুটো শাড়ি করে নিলেন। আলহমদুলিল্লাহ্।আপু কে অনেক ধন্যবাদ।ভরসা করার জন্য।পছন্দ হবে আশা করছি।

Photos from Aiman's Age's post 01/02/2023

আপু গত কালকে ওড়না হাতে পেয়েছেন।আজ সকাল বেলা ইনবক্স এ ছবি গুলো দিয়েছেন।সকাল সকাল ছবি গুলো দেখে মন খুশি হয়ে গিয়েছে।আপু কে বলেছিলাম কেউ ছবি দেই না।আপু কথা রেখেছেন।অনেক ধন্যবাদ আপু।আপু আমার পেজের নতুন কাস্টমার।কিন্তু অনেক ভালো লেগেছে তাকে।অনেক আন্তরিক একজন মানুষ।শুভকামনা রইলো আপু।
ওড়না গুলো ছবি দেখে হয়তো বুঝতে পারেন না কেমন লাগবে ।আপুর ছবি দেখুন কত সুন্দর লাগছে এক রঙের একটা ড্রেস এর সাথে।
স্টক শেষের দিকে ।মাত্র তিন পিস পেইন্ট ওড়না আছে।অফার মূল্য 650 টাকা।
আপু অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন ।আমাদের সাথেই থাকবেন।

Photos from Aiman's Age's post 31/01/2023

পেজ এ চলছে 10%ডিসকাউন্ট অফার।
Sony আপু আমার পেজের নতুন ক্রেতা।ওড়না নেবার আগে আপু অনেক প্রশ্ন করেছেন।ভালো হবে কিনা, মানাবে কিনা,রং থাকবে কিনা। দ্বিধা দ্বন্দ ছেড়ে অবশেষে অর্ডার করেন।আর হাতে পেয়ে এভাবেই ভালো লাগার কথা জানিয়েছেন।আবারও নিবেন বলেছেন। alhumdulliah।আসলে ক্রেতার দোষ নয়।ভূয়া কিছু মানুষদের জন্য আমরা suffar করি।আর ছবি তুলতে অজ্ঞতার জন্য পারফেক্ট সৌন্দর্য প্রকাশ করতে পারি না।তাই আমার পণ্য হাতে পেয়ে কাস্টমার খুশি বেশি হোন। alhumdulliah।
অফার প্রাইস এ ওড়না আর কুর্তি অলরেডী অর্ডার করেছেন তৃতীয় বারের রিপিট ক্রেতা।আপনারা দেরি করছেন কেনো।এই দ্রব্যমূল্যর বাজারে 10% ডিসকাউন্ট কিন্তু কম নয়।সুতরাং শুরু হয়ে যাক কেনা কাটা ......😁😁🥰

Photos from Aiman's Age's post 30/01/2023

10 February জীবনের সব চেয়ে সুন্দর তম দিন ।সব থেকে বড় প্রাপ্তির দিন।তাই February জুড়ে 10 % ডিসকাউন্ট পাবেন Aiman's Age এর স্টিচ কুর্তি,unstich কুর্তি,শাড়ি,শাল , টাইডাই ওড়না,এবং পাটের ব্যাগ এর উপর ।কোন কাস্টোমাইজ অর্ডার এর ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে না।
তবে 9 February থেকে 25 February পর্যন্ত আমি ঢাকার বাইরে থাকবো।তাই 9 তারিখের আগের অর্ডার আগেই delivery পাবেন।পরের গুলো ঢাকা ফেরার পর ডেলিভারি দেবো।জেনে বুঝে অর্ডার করবেন।লিস্টেড পণ্য গুলোর ছবি পেজ এ পেয়ে যাবেন। So Happy shopping.....

Photos from Aiman's Age's post 29/01/2023

যেকোন সিম্পল শাড়ীর সাথে খুব সহজে মানিয়ে যায় এই হ্যান্ড পেইন্ট ব্লাউজ গুলো।


'sAge

Photos from Aiman's Age's post 28/01/2023

বসন্ত মানে কি হলুদ আর বাসন্তী রঙ?আমার মনে হয় বসন্ত মানে পৃথিবীর সব রঙ এর মেলা।বসন্তে শুধু কি হলুদ ফুল ফুটে ?না।লাল ,নীল,বেগুনি,সাদা,হলুদ,কমলা যত রঙের ফুল আছে সব কিছুর দেখা মেলে ।আমিও তাই হলুদ ,বাসন্তী রঙের মাঝে আটকে না থেকে নীল অপারাজিতা নিয়ে এলাম।
সেমি মসলিন শাড়িতে টাইডাই করা ।সাথে পুরো শাড়ি নীল অপারাজিতার মেলা বসেছে।

Photos from Aiman's Age's post 27/01/2023

Urmi Rahman আপু owner of বাঙ্গালী।আজ আমার করা হ্যান্ড পেইন্ট শাল পরে ছবি দিয়েছেন।আপু আমার অনলাইন বিজনেস এর 2য় কাস্টমার ছিলেন।সেই 2021 এ।এবার এসএমই মেলায় এসে এই শাল টি নিয়েছিলেন। আমি সব সময় ই বলি যেকোন পোশাক ক্যারি না করা পর্যন্ত এর সঠিক সৌন্দর্য প্রকাশ পায় না।পোশাক পরিধান করলেই এর রূপ প্রকাশ পায়।
আমার পণ্য গুলো ছবি দেখে হয় তো সে ভাবে ভালো লাগে না কিন্তু দেখুন সুন্দর করে ক্যারি করায় একটা সিম্পল হ্যান্ড পেইন্ট শাল কে কত সুন্দর লাগছে।
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ।পাশে থাকার জন্য।

23/01/2023

Sale update দেই না বলে কেউ কেউ মনে করে ব্যাবসা বাণিজ্য গুটাই ফেলছি মনে হয়।হাসি আর ভাবী বদনজর লাগামু নাকি।।রিযিক আসে আল্লাহর তরফ থেকে।sale update লাগে না।😁😁

Photos from Aiman's Age's post 21/01/2023

ুর্তিপিস
'sAge

19/01/2023

ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান। কিন্তু শিক্ষকরা বলেছিলেন, _
মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর।

কারণ,,, ডাক্তারির পড়াশুনা বাদ দিয়ে,
দিন-রাত এক করে, খাওয়া-ঘুম ভুলে হোস্টেলের ঘরেই একটা ছোট্ট কম্পিউটার সম্বল করে মেহেদী তখন লড়ছিলেন অন্য লড়াই। বাংলা ভাষার জন্য লড়াই।

১৮ বছর বয়সের যুবক স্বপ্ন দেখেছিলেন বাংলা ভাষাকে সারা পৃথিবীর কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার। কম্পিউটারে বাংলা লিখতে তাঁর খুব অসুবিধা হয়, এবং সেই পদ্ধতি মেহেদীর পছন্দ নয়। তাই তিনি চান এমন একটা সফটওয়্যার, যার সাহায্যে ইংরেজি অক্ষরে টাইপ করেই বাংলা লেখা সম্ভব।।।

বন্ধুরা মেহেদীকে বলে পাগল, ডাক্তারি পড়তে এসে কেউ সময় নষ্ট করে! তাও আবার নাকি বাংলা লেখার সুবিধার্থে! কিন্তু মেহেদী মেহেদীই। বাংলা ভাষার জন্য তাঁর দেশের মানুষ প্রাণ দিতে পারেন, আর সেই বাংলাকে লেখার দিক থেকে সহজ করতে ক্যারিয়ার বিসর্জন দিতে পারবেন না! হাল ছাড়েননি মেহেদী।

২৬ মার্চ,২০০৩ সাল, মেহেদীর জীবনে শুধু নয়, লক্ষ লক্ষ বাঙালির জীবনের একটি বিশেষ দিন। সেই দিন মেহেদী বিশ্বের সামনে আনলেন ‘অভ্র’ সফটওয়ার। যা আজ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের সব চেয়ে পছন্দের বাংলা রাইটিং সফটওয়ার। আজ বাঙালির কম্পিউটার, ল্যাপটপ খুললেই স্ক্রিনে একটি স্লোগান ভেসে ওঠে ,,, ‘ভাষা হোক উন্মুক্ত’। এটিই ডাক্তার মেহেদী হাসান খানের তৈরি করা স্লোগান। তাঁর স্বপ্ন ছিল, ভাষাকে উন্মুক্ত করতে হবে সবার জন্য, বেঁধে রাখা যাবে না জটিলতার নাগপাশে।
আজ কিন্তু তিনি ডাঃ মেহেদী হাসান খান। হাজার তাচ্ছিল্য সত্ত্বেও তিনি ‘অভ্র’ আবিষ্কারের সঙ্গে সঙ্গে কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন ডাক্তারিও।

আজ ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি দপ্তরেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ‘অভ্র কিপ্যাড’। বিদেশীরাও আজ তাদের ভাষাতেই লিখতে পারছে আমাদের বাংলা ভাষা। লেখতে পারছে লেখা হচ্ছে সরকারি ফাইল থেকে পরিচয়পত্র। মেহেদীর এই আবিষ্কার বাঁচিয়ে দিয়েছে দুই দেশের কোটি-কোটি টাকা। যার জন্য এত কিছু, সেই মানুষটাকে আমরা চিনিই না। চিরকাল প্রচারবিমুখ, ৩৪ বছরের এই বিনয়ী তরুণ বাংলা ভাষার জন্য এত বড় অবদান রেখে গেলেও, রয়ে গেলেন প্রচারের আলোর বাইরেই।

(সংগৃহীত)

Photos from Aiman's Age's post 15/01/2023

Hand painted কুর্তি।bexi ভয়েল কাপড়ে তৈরি।

15/01/2023

এই কুর্তি টি যে কি সুন্দর সেটা সামনে থেকে না দেখলে বিশ্বাস হবে না।ছবি অথবা ভিডিও কোন ভেবেই এর রং ফুটে ওঠে নাই।পেইন্ট এর shade গুলো কষ্ট করে দিয়েছি অথচ বুঝা যায় না।😭

13/01/2023

৮৯ বছর বয়সে পিএইচডি করা কোন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। তাও আবার কোয়ান্টাম ফিজিক্সে। অন‍্য লেভেলের পাগল ছাড়া এই ধরণের কাজ অসম্ভব। যাদের এমন প্রচন্ড ইচ্ছেশক্তি থাকে তারা আদতে পাগলই হয়। আর এমন পাগলরাই পারে লক্ষ‍্য পূরণ করতে।

ম‍্যানফ্রেড স্টেইনার পেশায় একজন দক্ষ ডাক্তার। কিন্তু সারাজীবন ফিজিক্সের প্রতি ভালোবাসা পুষে রেখেছেন। সত্তর বছর বয়সে ডাক্তারি থেকে অবসর নিয়েছেন। শুরু করেছেন ফিজিক্স পড়া। সে বয়সে আন্ডারগ্রেজুয়েট স্টুডেন্টদের সাথে ক্লাস করেছেন। পর্যাপ্ত কোর্স করেছেন পিএইচডিতে ভর্তির জন‍্য। ৮৯ বছর বয়সে শেষ করেছেন পিএইচডি। তাও যেনতেনো ইউনিভার্সিটি থেকে নয়। ব্রাউন ইউনিভার্সিটি থেকে—আমেরিকার আইভিলিগ স্কুল!

সত্তর বছর পর্যন্ত যে ডাক্তারি করেছেন, তারা টাকার কোন অভাব ছিলো না। চাইলেই শুয়ে বসে দিন কাটাতে পারতেন। কিন্তু সেটা করেননি। ইচ্ছের তীব্র তাড়নায় কোয়ান্টাম ফিজিক্স পড়তে গেছেন। পড়েছেন আনন্দ নিয়ে। জেনেছেন আনন্দের জন‍্য। আর সেই আনন্দ নিয়েই দীর্ঘ দিনের ইচ্ছেকে পূরণ করেছেন। প্রমাণ করেছেন, বয়স একটা সংখ‍্যা মাত্র। A burning desire is key to success.

ম‍্যানফ্রেড স্টেইনকে কাছে পেলে একটু চরণ ধুলো নিতাম। তিনি নতুন করে শিক্ষা দিলেন। দেখালেন, জীবনের স্বপ্নকে পূরণ করতে হলে, পাগলের মতো ইচ্ছেশক্তি থাকা চাই।
……………………
কপি from
RAUFUL ALAM

Photos from Aiman's Age's post 12/01/2023

িস

Photos from Aiman's Age's post 10/01/2023

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মসলিন শাড়িতে পেইন্ট চলছে।শাড়ীটা মাখনের মতো রং যেমন ঠিক তেমনি মাখনের মতো নরম।হালকা টিয়া বা কলার কচি পাতার মত রং।এত টা ...
কাস্টমার আপু যখন এমন সুন্দর ছবি পোস্ট করেন আমার করা কুশন কভার গুলো র তখন মন টা খুশিতে ভরে ওঠে।অনেক অনেক ধন্যবাদ @marrium...
চেক ওড়না গুলো খুব ই ট্রেন্ডি। গামছা চেক ওড়না সহ নরমাল চেক ওড়না দুটো ই দারুন ক্লাসি।আমার তো ভীষণ ভালো লাগে।স্টকে রাখতে...
hand painted থ্রি পিস।
Pride cotton শাড়ি।পুরোটা শাড়ি টাইডাই করা।আঁচলে পেইন্ট করা হয়েছে।আজ চলে গেলো রাজশাহীতে।আপু এসএমই মেলা থেকে এই একই ডিজা...
প্রতিটা পণ্য তেই চলছে 10%ডিসকাউন্ট।দেরি কেনো স্টক ফুরোবার আগেই নিজের দখলে নিয়ে নিন।
মাঝে মাঝে কিছু লিখতে মন চায় না।কিন্তু মনে করিয়ে দেই আবার 10%ডিসকাউন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে ।শুরু হোক এবার কেনা কাট...
আজ থেকে শুরু হয়েছে পেজের বেশির ভাগ পণ্যের উপর 10%ডিসকাউন্ট।তাই দেরি কেনো কেনা কাটা হোক আমাদের সাথেই।bexi ভয়েল কাপড়ে প...
টাইডাই সেমি মসলিন ওড়না।বহরে 38 ইঞ্চি ,লম্বায় 93 ইঞ্চি।ছবির ওড়না গুলো হবে ।প্রতিটা এক্ পিস করেই আছে রেগুলার প্রাইস 550...
#handpaintShari
সামনে 21 শে February।এমন একটি শাড়ি কিন্তু থাকলে মন্দ হয় না।সেমি মসলিন শাড়িতে টাইডাই করে আঁচলে পেইন্ট করা।
#handpaintওড়না

Telephone

Website

Address


House#56, Avenue-1, Mirpur/10
Dhaka
1216

Other Clothing (Brands) in Dhaka (show all)
North Bengal Silk North Bengal Silk
Dhaka

Rajshahi silk clothing Manufacturer, Wholesaler & Exporter

ARIYAN'S ARIYAN'S
RAK Tower, Jasim Uddin, Uttara
Dhaka, DHAKA-1230

For your valuable family, Ariyan's is the right choice for shopping ready made product.

Tanjim Tanjim
Bashundhara City, Lifestyle Store LEVEL#7, BLOCK#C, BASHUNDHARA CITY, 3 NO WEST TEJTURY BAZAR, DHAKA
Dhaka, 1205

Men's wear brand Tanjim offers an array of shirts, t-shirts, trousers, formal wear, denims, footwear and accessories.

RANG...........Fan Club RANG...........Fan Club
Dhaka

Bishwo Rang Leading Fashion Brand in Bangladesh www.bishworang.com Hot Line: 01819257768, 01730068063

Regency International/Shipment canceled Garments stocks Exporter. Regency International/Shipment canceled Garments stocks Exporter.
House-29 GF, Road-10/B, Sector-11, Uttara, Dhaka. Bangladesh
Dhaka, 1230

Known for quality goods & comitted services.

Export & import (Bangladesh) Export & import (Bangladesh)
UTTARA-DHAKA
Dhaka, 1230

Export & import Bangladesh is 24 hours open online platform. Let us know your requirements...

Shopnomela Shopnomela
, Baily Road, Dhaka
Dhaka, 1100

Our Contact Information: +8801987799633 ( what's app,viber ,imo) +8801714090297( BKash) Shopnomela, Shop No-06,Navana Baily Star, 9 No Baily Road,Dhaka-1100.

NASR NASR
Dhaka, 1230

A name of trust.

O2 O2
Level-2, House-76, Road-12, Block-E, Banani
Dhaka, 1213

From the last 19 years, 02 is known for launching its design with its unique collections.

আদার ব্যাপারী - Adar Bepari আদার ব্যাপারী - Adar Bepari
213/4/D1, JM Villa, Shapla Housing, Shyamoli
Dhaka, 1207

বাংলাদেশের সর্ববৃহৎ ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট, যা সম্পুর্ণ বাংলায়।

Lilaboty Boutique Lilaboty Boutique
Plot#29, Road#13, Sector#11, Uttara
Dhaka, 1230

Original designer boutique based in Dhaka. Estd. 2010

Mansha Mansha
Takia Center, House: 39, Shonargaon Janapath Road, Sector: 07, Uttara
Dhaka, 1230

Official Page of Mansha