GM Battery

Mobile Accessory Battery wholesaler and Retailer

Photos from GM Battery's post 13/06/2024

Upcoming …

Photos from GM Battery's post 04/05/2024

🍧🍧🍧

04/05/2024

New arrivals 🫨

05/04/2024

Our colored logo is now ready for shipping 🚢

05/04/2024

GM BATTERY PRINTING UNIT 😇

25/12/2023

Magnetic USB Display Charger 45W 30W 20W all in one model .

Mobile phone
Cameras
MP3
Bluetooth Headset
Game console
Smart bracelets
Pad Laptop

All kind of charging device such as USB/QC3.0/PD

Photos from Falaaq Kids Point's post 25/12/2023
Photos from GM Battery's post 23/12/2023
29/08/2023
Photos from GM Battery's post 25/06/2023

শুধুমাত্র জি এম ব্যাটারীতেই আপনারা পাবেন সঠিক MAH যা খুবই সুক্ষভাবে পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়।

সুনিয়ন্ত্রিত সঠিক মানের MAH দিয়ে জি এম ব্যাটারী তৈরীর কারনে হয়ত আমাদের ব্যাটারীর দাম কিছুটা বেশী ।

আমরা কখনোই বেশী MAH লিখে ভিতরে কম MAH দেই না কারন জি এম ব্যাটারী মানেই বিশ্বাস এবং আস্থার একমাএ প্রতিষ্ঠান ।

27/05/2023

FLYCDI FACTORY

12/05/2023
10/05/2023

***ছড়িয়ে পড়ুক সারা দেশেই ইনশাআল্লাহ***

ফজরের পর অফিস শুরু দুপুর ১টার মধ্যেই অফিস শেষ!

খালিদ আইটি নামের একটি প্রতিষ্ঠান এই সময়টা চালু করেছে। তাদের কর্মীরা ৮ঘণ্টাই ডিউটি করছে। বিনিময়ে বেনিফিসিয়ারী হচ্ছে নিজেরা, বাঁচিয়ে দিচ্ছে দেশের ইলেক্ট্রিসিটি!

বেলা দশটা না বাজা পর্যন্ত গরমের তাপ আসেনা। এসি বা অনেক সময় ফ্যানেরও খুব একটা দরকার হয়না। সূর্যের আলোর সঠিক ব্যবহার করা যায়। শারিরিক ভাবেও ভালো থাকছেন। সকালের নাস্তাটা অফিসে করতে হলেও বাসায় গিয়ে লাঞ্চ করছে শুনেছি।

কোরিয়ানরা আমাদের তাহাজ্জুদের সময় (ভোর রাতে) জেগে যায়। ফজরের পরে কাজে বের হয়ে যায়। সকাল সকাল কাজ শেষ করে। রাতে দ্রুত ঘুমিয়ে পড়ে। রাত ৮টার মধ্যে তাদের সকল ধরনের কাজকর্ম শেষ হয়ে যায়। গোটা জাতি আর্লি মর্নিং এ জে কুরআনের আয়াত হুবহু ফলো করে এই কোরিয়ান জাপানিজরা। (আল্লাহ বলেন তোমরা ফজরের পরপরই কাজে বের হয়ে যাও) বাংলাদেশও চাইলে জরুরি সেবা দেয় (ডাক্তার-নার্স, সাংবাদিক, পুলিশ, ফায়ারসার্ভিস কর্মী এমন কয়েকটি পেশার লোক বাদে) বাকি সকল পেশার ডিউটি টাইম ফজরের পরপর চালু করতে পারে ফজরের পরপরই কাজে বের হয়ে যাওয়ার অনেকগুলো সুবিধা।✓

* সবাই ফজরের নামাজ জামাতে পড়তে পারবে। (আমাদের এই জেনারেশন সব থেকে বেশি গাফলতি করে ফজরের নামাজে)
* প্রতিদিন সূর্যোদয় দেখার সুযোগ হবে।
* দিনের পুরা সময়টাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যাবে।
* বিকালে ঘোরাফেরা, ব্যক্তিগত কাজ বা পরিবার/বন্ধুদের সাথে কাটানোর জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে।
* খুব ভোরে কাজ শুরু করার কারণে মাইন্ড একেবারে ফ্রেশ থাকবে, প্রোডাক্টিভিটি বাড়বে।

অফিস এবং উদ্যোক্তা

09/04/2023

"নিশ্চয়ই সাদাকাহ (যাকাত) হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের হৃদয় আকৃষ্ট করতে হয় তাদের জন্য; (তা বণ্টন করা যায়) দাস মুক্ত করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।" - আল কুরআন। সূরা আত-তওবাহ। আয়াত - ৬০।

যাকাত কোন কোন খাতে ব্যয় করা যাবে, তা নির্ধারিত। ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে যাকাত অন্যতম এবং ফরজ ইবাদত। কুরআনে যতবার সালাতের কথা বলা হয়েছে ততবারই যাকাতের বিষয়েও নির্দেশনা এসেছে। যাকাত আদায় করতে বলা হয়েছে। বিভিন্ন স্কলারদের বক্তব্য শুনে, পড়ে যা বুঝেছি, যাকাতের অর্থ শুধু হস্তান্তর করলেই হবে না, অর্থ সঠিক খাতে ব্যয় হচ্ছে কি না? সেটাও নিশ্চিত করতে হবে। তবেই পরিপূর্ণ ভাবে যাকাত আদায় সম্পন্ন হবে।

কয়েক বছর ধরে রমযান মাস এলেই সোশ্যাল মিডিয়াতে একটা বিতর্ক ছড়িয়ে পড়ে যে, বিদ্যানন্দ ফাউন্ডেশনে যাকাতের অর্থ দেয়া যাবে কি না? পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য, বিতর্ক নজরে আসে। আমি আমার ব্যক্তিগত মতামত জানানোর আগে একটা ছোট কেইস স্ট্যাডি বলি। এটা কিছুদিন আগে একটা ইভেন্টে গিয়ে যাকাত বিষয়ক কনসালটেন্সি দেয়, এমন একটা প্রতিষ্ঠানের কর্ণধারের থেকে শুনেছি। প্রাইভেসি রক্ষার্থে ইভেন্ট, প্রতিষ্ঠানের নাম উল্লেখ করছি না। যাকাতের এমাউন্টটাও রেশিও ঠিক রেখে আমি নিজের মত করে বলছি।

যাকাত ব্যবস্থাপনা করে একটা প্রতিষ্ঠান, যাকাত পেয়েছে/সংগ্রহ করেছে ১০ কোটি টাকা। তাদের অফিস খরচ, স্টাফদের বেতন/ভাতা, যাকাত বিতরণ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অন্যান্য খরচ, ইত্যাদি মিলিয়ে বাৎসরিক ব্যয় ৮ কোটি টাকা। যাকাত বিতরণ হয়েছে মাত্র ২ কোটি টাকা।

এটা অডিটেড রিপোর্ট।

ধরে নিলাম, ঐ প্রতিষ্ঠানের উদ্দেশ্য শতভাগ সৎ এবং সংশ্লিষ্ট প্রতিটা ব্যক্তি সৎ, নীতিবান। তাদের অতিরিক্ত কোন খরচ নেই। যতটুকু দরকার ততটুকুই করেছে।

কিন্তু চিন্তা করে দেখেন, যাকাত ফান্ডের ইমপ্যাক্ট সোসাইটিতে কতটা পড়েছে?

এমন প্রতিষ্ঠান এফোর্ড করার মত অবস্থানে আমরা আদৌ আছি কি না?

আমি বলবো, নেই। কিন্তু তারপরেও আমরা করে যাচ্ছি এবং এর ফল সরূপ যাকাতের ইমপ্যাক্ট সমাজে যতটা, যেভাবে পড়া উচিত ছিল, সেটা হচ্ছে না। সংগ্রহিত যাকাতের সিংহভাগই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে খরচ হয়ে যাচ্ছে।

এটা কি ভুল? না, ভুল না। যাকাতের খাতের মধ্যে এটা আছে। যাকাত ব্যবস্থাপনার সাথে জড়িত কর্মীদের বেতন যাকাতের অর্থ থেকে ব্যয় করা যাবে। কুরআন অনুযায়ী এটা অনুমদিত হলেও এই সুযোগের অতিব্যবহার এবং অপব্যবহারের সম্ভাবনা থেকেই যায় ফলে যাকাতের প্রকৃত উদ্দেশ্য ব্যহত হয় এবং হচ্ছেও যথারীতি।

যাকাত আদায়ের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবেঃ

যাকাত সম্পর্কে ভাল করে জানুন, পড়ুন। একজন স্কলারের সাথে নিজে সময় করে বসে সরাসরি পরামর্শ করুন। যাকাত সঠিকভাবে হিসাব করুন। তারপরে নিজের আত্মীয় পরিজনের মধ্যে যাকাতের অর্থ বিতরণের চেষ্টা করুন। বাংলাদেশে এমন কোন ব্যক্তি হয়তো পাওয়া যাবে না, যার দরিদ্র আত্মীয় নেই। যদি আত্মীয় পরিজনের মধ্যে সম্ভব না হয় তখন পাড়া, মহল্লার মধ্যে বিতরণের চেষ্টা করুন।

কিংবা কয়েকজন বন্ধু, বান্ধব বা সহকর্মীরা মিলে (যারা যাকাত আদায় করবেন) স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যাকাতের অর্থ একত্রিত করে কাউকে সাবলম্বী করতে, কারো ঋণ পরিশোধ করে দিতে চেষ্টা করুন। সুবিধামত যাকাতের অন্যান্য নির্ধারিত খাতেও যাকাত আদায় করতে পারেন।

কোন প্রতিষ্ঠান, সেটা হোক বিদ্যানন্দ কিংবা ইসলামী যাকাত ব্যবস্থাপনার কোন প্রতিষ্ঠান, প্রথমত তাদের এভয়েড করুন। আপনার পক্ষে যদি নিজ উদ্যোগে কিছু করা সম্ভব না হয় এবং একান্তই কোন প্রতিষ্ঠানের সহযোগীতা নিতে হয় সেক্ষেত্রে, প্রতিষ্ঠানের বিগত বছরের অডিট রিপোর্ট চেয়ে নিন। যাকাত বিতরণের ইমপ্যাক্ট রেজাল্ট রিপোর্ট, ডকুমেন্টস চেয়ে নিন। সেগুলো দেখুন, স্ট্যাডি করুন। তারপরে কাকে দিবেন? সেই সিদ্ধান্ত কেবল আপনার।

একটা কথা সব সময় মনে রাখতে হবে যে, যাকাত আপনার, আমার ফরজ ইবাদত। সুতরাং এটা আদায়ে সর্বোচ্চ সর্তকতা আপনাকে, আমাকেই অবলম্বন করতে হবে।

30/03/2023

FLYCDI

29/03/2023

মোবাইল ফোনের ব্যাটারি ও চার্জিং সম্পর্কে ৭ ভুল ধারণা

ফোন সারারাত চার্জে দিলে বিস্ফোরণ ঘটবে বা ব্যাটারি নষ্ট হয়ে যাবে– এমন ধারণা অনেকেই পোষণ করেন

মোবাইল ফোনে চার্জ দেওয়ার বিষয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। ফলে ব্যাটারিকে সাবধানে রাখতে আমরা মাঝে মাঝে অতিরিক্ত সতর্ক হয়ে উঠি।

চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করা যাবে না

ফোন চার্জে দেওয়া অবস্থায় ব্যবহার করলে ব্যাটারির ওপর এর সরাসরি কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে সাধারণভাবে যেটুকু আন্দাজ করে নেওয়া যায়, চার্জিং গতি এ সময় অপেক্ষাকৃত ধীর হবে। ফোনের কোন ফিচারটি ব্যবহার করা হচ্ছে, তার ওপর এই গতি নির্ভর করবে।

ইন্টারনেট স্পিড টেস্ট: যে ৭ ভুল করবেন না

তারযুক্ত চার্জার দিয়ে চার্জ দেওয়া হলে চার্জ চলাকালে ফোন ব্যবহার একটু ঝক্কির কাজ– এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা যখন উচিত-অনুচিতের, তখন অনেকেই ভেবে থাকেন, ফোন চার্জে দিয়ে ব্যবহার করলে ফোনের ব্যাটারিতে সমস্যা হতে পারে। অন্য নানাবিধ সমস্যা বা অতিমাত্রায় ফোন আসক্তির প্রকাশ ঘটে ঠিকই, তবে নির্দিষ্টভাবে ব্যাটারির স্বাস্থ্যে এর কোনো প্রভাব আদৌ পড়ে না।

সারারাত চার্জ দেওয়া যাবে না

ফোন সারারাত চার্জে দিলে বিস্ফোরণ ঘটবে বা ব্যাটারি নষ্ট হয়ে যাবে– এমন ধারণা অনেকেই পোষণ করেন। তবে সত্যটা হচ্ছে, উন্নত মানের চার্জার ব্যবহার করলে সারারাত ফোন চার্জে রাখা নিরাপদ। বেশিরভাগ আধুনিক স্মার্টফোনই এমনভাবে তৈরি করা হয় যে একবার ব্যাটারি শতভাগ চার্জ হয়ে গেলে চার্জিং প্রক্রিয়া থেমে যায়। তাই 'অতিরিক্ত চার্জ' হবার কোনো আশঙ্কা নেই। বরং পুরোপুরি চার্জ চলে গিয়ে শূন্যের কোটায় চলে যাবার চেয়ে চার্জ দিয়ে নেওয়াটা ভালো।

শতভাগ চার্জ হতে হবে

শতভাগ চার্জ হবার একটা বাড়তি চাপ প্রতিটি স্মার্টফোনের কাঁধেই থাকে। কেন না এতে করে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে, এমন একটা অতি সতর্ক ভ্রান্ত ধারণা রাখা হয়। অথচ তাড়াহুড়ার জীবনে সব সময় শতভাগ চার্জ দেওয়া যায় না, এর দরকারও নেই। বরং শতভাগ চার্জ না দিয়ে ৩০-৮০ ভাগ চার্জ দেওয়াটা বেশি কার্যকর।

বারবার চার্জ দিলে ব্যাটারি নষ্ট হয়

বেশিরভাগ স্মার্টফোনই এখন এমনভাবে তৈরি করা হয়, যেগুলো কোনো সমস্যা ছাড়াই প্রতিদিন একাধিকবার চার্জে দেওয়া যায়। সে ক্ষেত্রে চার্জারের মান যেন ভালো হয়, সেদিকে খেয়াল রাখাটা বেশি জরুরি।

ফোন বন্ধ করলে ব্যাটারি নষ্ট হয়
কেউ কেউ ভয়ে ফোন বন্ধ করেন না। চাইলে অ্যারোপ্লেন মোড দিয়ে রাখেন, তবু বন্ধ করেন না। তাদের এমনটা করার পেছনে অন্যতম কারণ থাকে ব্যাটারি ক্ষয়ের ভয়। বারবার ফোন বন্ধ করলে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়– এমন ভ্রান্ত ধারণা অনেকের মাঝেই রয়েছে। ফোন বন্ধ করা না করা ব্যবহারকারীর নিজস্ব পছন্দ, তবে এতে ব্যাটারির স্বাস্থ্য আসলে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা নেই।

ইন্টারনেট চালু রাখলে ব্যাটারি জলদি ক্ষয় হয়
স্মার্টফোনের ব্যাটারির দীর্ঘায়ু নিয়ে এমন ভ্রান্ত ধারণাও আছে যে, এরোপ্লেন মোডে রাখলে নাকি ব্যাটারি বেশিক্ষণ চলে অথবা ওয়াইফাই, জিপিএস ইত্যাদি সংযোগ চালু না রাখলে ব্যাটারিক্ষয় কম হয়।

একটি বিষয় মাথায় রাখা জরুরি যে, বর্তমানে ব্যবহৃত যেকোনো স্মার্টফোনের অন্যতম কার্যকারিতা হচ্ছে ইন্টারনেট নির্ভর। এখনকার যুগে ইন্টারনেট ছাড়া স্মার্টফোনকে খুব একটা কাজে লাগানোর কথা ভাবাও যায় না। সামাজিক মাধ্যম হোক, পথ চলতে দরকারি ম্যাপ হোক, বিনোদনের জন্য ইউটিউব-স্পটিফাই-নেটফ্লিক্স; ইন্টারনেট ছাড়া কোনোটিই কাজে লাগে না। তাই ব্যাটারি সে হিসেবেই তৈরি করা হয়।

অ্যাপ বন্ধ করলে ব্যাটারি বেশিক্ষণ চলবে
বিভিন্ন অ্যাপ ব্যবহারে চার্জ ক্ষয় হবার কথাটি ভুল নয়। কিন্তু সেগুলো বন্ধ করলেই যে ব্যাটারির আয়ুরেখা দীর্ঘ হবে, এমনটা ভাবাও ঠিক নয়। কেন না বেশিরভাগ অধুনা স্মার্টফোনই অ্যাপগুলো ঠিকভাবে চলার মতো করে ডিজাইন করা হয়। সেক্ষেত্রে বরং অতি সতর্ক হতে গিয়ে অ্যাপগুলো বন্ধ করার প্রক্রিয়ায় বেশি চার্জ নষ্ট করবে। এর চেয়ে ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখতে চাইলে ফোনের সেটিংসের দিকে নজর দেওয়া যায়।

Photos from GM Battery's post 16/06/2022

Our active team member…

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

🍧🍧🍧
GM BATTERY PRINTING UNIT 😇
Magnetic USB  Display Charger 45W 30W 20W all in one model . Mobile phone CamerasMP3Bluetooth Headset Game consoleSmart ...
শুধুমাত্র জি এম ব্যাটারীতেই আপনারা পাবেন সঠিক MAH যা খুবই সুক্ষভাবে পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। সুনিয়ন্ত্রিত সঠ...

Telephone

Website

Address


2 BANGABONDHU Avenue
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Other Shopping & Retail in Dhaka (show all)
Lighting Stars Lighting Stars
02 New Baily Road, (4th Floor)
Dhaka

"Lighting Stars" is an online home based reliable source of all kind of imported Beauty & Cosmetics

Princess Program Princess Program
Dhaka

This is a Fashion & Beauty base page created to give better services to the people across the world. Primary It is based on fashion/beauty. We provide followers daily requirements ...

Export & import (Bangladesh) Export & import (Bangladesh)
UTTARA-DHAKA
Dhaka, 1230

Export & import Bangladesh is 24 hours open online platform. Let us know your requirements...

Gorgeous gallery Gorgeous gallery
Mirpur 11 Block:C Road :11
Dhaka

Flex Bae Official Flex Bae Official
Dhaka, 1100

We are trustable resellers!��

Rakib  islam Rakib islam
Akib Talukdar
Dhaka, 123456

Rakib

Muskan Dream's Muskan Dream's
Dhaka

"Muskan Dream's " we provide indian fashionable products for ladies. Muskan dreams with better exper

Sunnah 3pcs Sunnah 3pcs
Moghbazar
Dhaka, 1217

really good

আলো আলো
Dhaka

Balanced food for healthy life and Bangladeshi handmade products

Ginni Crockeries Ginni Crockeries
Dhaka

Kitchen Appliance and Crockeries Item

Grip Corporation Grip Corporation
Dhaka

Buy latest men and women's fashion wear & original items online at Grip Corporation, We are serving best quality products √Home delivery, √Cash on delivery, √All over Dhaka, √Reson...