Design Cliff

Design Cliff

Nearby engineering companies

Aver Dream Limited
Aver Dream Limited
Section, Mirpur

You may also like

Sathi vlog.
Sathi vlog.

We provide Architectural & Engineering Service ( Consultancy, Interior design & development).

18/03/2024

পৃথিবীর সমস্ত পানির পরিমাণ, বড় গোলক সমুদ্রের লবণাক্ত জল, মাঝারি গোলক মিষ্টি জল, এবং ছোট গোলকটি মানুষের জন্য অ্যাক্সেসযোগ্য মিষ্টি জল।

পৃথিবীতে যতটুকু জল সঞ্চিত আছে তার ৯৭% ( ৯৭ শতাংশ) লবণাক্ত জল আর বাকি ৩% (৩ শতাংশ) সুপেয় জল। এই ৩% (৩ শতাংশ) জল শুধু ভূগর্ভস্থ নয়। এই ৩% (৩ শতাংশ) জল পৃথিবীতে বিভিন্নরূপে সঞ্চিত আছে। ৬৬.৭% (৬৬ দশমিক ৭ শতাংশ) বরফরূপে, ৩০.১% (৩০ দশমিক ১ শতাংশ) ভূগর্ভস্থে, ০.৩% (০ দশমিক ৩ ভূউপরস্থ) মিঠা পানি।

(Credit: Jack Cook/WHOI)

Photos from Design Cliff's post 11/03/2024

একটু চালাক না হইলে টিকে থাকা মুশকিল
একটা বাড়ী বানাবো।🔴ইঞ্জিনিয়ারের এর কাছে গেলে অনেক খরচ। ইন্টারনেট থেকে জমির মাপে একটা ফ্লোর প্ল্যান মিল খুঁজে নিলেই হলো। টাকা বাঁচিয়ে নিলাম। কোন ঝামেলা নাই।বাকি কাজ তো ইঞ্জিনিয়ারদের উস্তাদ রাজমিস্ত্রী ই করবে।
আরে আমাদের এলাকার অমুক মিস্ত্রী কত বিল্ডিং করে ফেললো। ইঞ্জিনিয়ার কিছু বুঝে নাকি, ইঞ্জিনিয়ার দের শিখাইলো কত, তাকে দিসি আমার বাড়ির কাজ।খরচ কেমনে কমানো লাগে এগুলোর উস্তাদ সে।
এইবার ইঞ্জিনিয়ার পড়ানো মিস্ত্রী তার তেলেস্মাতি শুরু করলেন।
১) পুকুর টা ভরাট করছি ৫-৬ মাস তো হইসে ভাই, কাজ শুরু করা যাবে না?
আরে ভাই যাবে না আবার। আলবৎ যাবে।এরকম কত করছি শহরে। খাল ভরাট করে পরের দিন শুরু হইছে। একটু রড আর সিমেন্ট বেশি দিলেই হয়।
২) ভাই বিম তো রুম এর ভিতরে খারাপ লাগবে, কন্সিল বিম করি।এটা ব্যাপার না দেওয়া যায়।
৩) আরে ভাই কলাম এত গুলা কি জন্যে? কলাম কমায় দেই। অমুকে ১২ টা পিলার দিয়েই ৪ তলা করছে। জায়গা তোমার একটুই বেশি।
৪) জায়গাটা একটু আঁকাবাকা কোন সমস্যা। বাকাঁ হইলে কি হইবো কুনি মোচড়া দিয়া নিমো। না হয় সোজা করার লাইগ্যা কিছু জায়গা ছাইরা দিমো।
এমনও শুনেছি। যে টাকা আপনাকে দিবো সেই টাকায় ৩/৪ হাজার ইট কিনতে পারবো। এগুলো বেশি লাগলে তো আমার বিল্ডিংয়েই লাগবো।
অবশেষে অনেক কম খরচে বাড়ি তৈরি করেই ফেললাম। কই আমার তো ইঞ্জিনিয়ার লাগলো না।
নাটকের শুরুঃ
১০ বছর পর থেকে শুরু হইলো আসল ঘটনা।
১) দেয়াল এর প্লাস্টার খুলে পড়ছে, কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাই কি আছেন ভালো সমাধান দিবেন?
২)কলাম ফেটে রড বেরিয়ে পড়ছে।
কোনো ইঞ্জিনিয়ার ভাই কি পরামর্শ দিবেন কি ভাবে এটা ঠিক করা যাবে?
৩)ছাদ চুয়ে পানি পড়ছে।
কোনো মহান ইঞ্জিনিয়ার ভাই কি এর সমাধান দিবেন?
৪) ছাদ ফেটে গেসে ।
কোনো মহামহিম ইঞ্জিনিয়ার ভাই কি একটু সাহায্য করবেন?
৫) আর বাড়ির ভেতরে আলোবাতাস তো পর্যাপ্ত নাই তাই ইলেকট্রিক বিল বেশি। রান্না ঘরে চুলা জ্বালিয়ে রান্না করলে গরম বেশি।
হেহহে বুঝলেন একটু চালক না হইলে কিন্তু টেকা খুব মুশকিল?
কাউকে ছোট বা আঘাত করার জন্য নয়। চালাক হওয়ার আগে একটু ভেবে নিবেন। আপনার ৪০-৫০ লাখ খরচ করে ঘরবাড়ি করছেন তা কতটুকু বসবাসযোগ্য। আপনার জায়গার সঠিক ব্যবহার হচ্ছে কিনা। সবকিছু সঠিক নিয়মে হচ্ছে কিনা।

Collected

09/10/2023

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ

★ ভুতের গলিঃ
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।

★ এলিফ্যানট রোডঃ
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো "হাতির ঝিল" এ গোসল করাতে, তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো।
সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো। যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড। পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল"

★ ধানমন্ডিঃ
এখানে এককালে বড় একটি হাট বোসতো। হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল।

★ গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকত।

★ মহাখালিঃ
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।

★ ইন্দিরা রোডঃ
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ।

★ পিলখানাঃ
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো। বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা। বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ।

★ কাকরাইলঃ
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল। নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল"।

★ রমনা পার্কঃ
অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির"। মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক।
পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক"।

★ গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন। পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"।

★ টিকাটুলিঃ
হুক্কার প্রচলন ছিলো। হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই "টিকাটুলি"।

★ তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে।

★ পুরানা পল্টন, নয়া পল্টনঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা।

★ বায়তুল মোকারম নামঃ
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-
নতুন ঢাকার যোগাযোগ রাস্তার। তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর চলে যায়।
আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে।
এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর",
এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো। ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয়।

★ পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল। সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ।

★ পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল,
নাম-পাগলা।
মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন।
অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত। সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল"।

★ ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।

★ শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী।

★ সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর। এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর।
(সংগৃহীত)

আমাদের স্কুল কলেজের ইতিহাস বইয়ে হরম্পা মহেঞ্জদারো শহরের ইতিহাস থাকলেও ঢাকা শহরের ইতিহাস নেই অথছ হরম্পার থেকে ঢাকার ইতিহাস জানা বেশি জরুরি ছিলো আমাদের জন্য।

সমস্ত তথ্য সংগ্রহকৃত.....

11/08/2023

P-Δ
For Structural Engineer
************************

A Structural Engineers Practical Guide To Seismic Design: P-Δ

P-Δ effects are another check that most engineers don't know much about.

ASCE Ch 12.8.7 goes over the requirements for P-Δ.

You have to check your stability coefficient Θ against your allowed Θmax.

Equations 12.8-16 and 12.8-17 are your checks.

If Eq 12.8-16 is less than 0.10, you don't have to check P-Δeffects.

If Eq 12.8-16 is greater than Eq 12.8-17, you have an unstable structure and should redesign.

If Eq 12.8-16 is between 0.10 and Eq 12.8-17, you should perform a P-Δ Analysis.

Does anybody have a good P-Δ design guide to follow when required?

11/07/2023

16-storied Elevated Car parking building for Bangladesh police at Rajarbag.

Photos from Design Cliff's post 11/07/2023

This is a feeling station. We were Structural Consultant.

Photos from Design Cliff's post 19/06/2023

Structural Design of a 4-Storied Factory shed (With Composite action & Unshore).
Floor Live Load was 1.5 ton/m^2 (Factory Requirments)
Framing Type: X-Direction "SMF" & Z-Direction "Dual System".
Sections are seismically compact.
SDC-D Category.

Photos from Design Cliff's post 12/06/2023

Important things for Structural Design.

Photos from Design Cliff's post 12/06/2023
29/05/2023
Want your business to be the top-listed Engineering Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Mirpur 6
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Other Engineering Services in Dhaka (show all)
SkillTech Diploma Training Society SkillTech Diploma Training Society
Dhaka, 1750

If you know how can discover in your skills, success knocked in the door.

apt power systems apt power systems
Office: 173/3 Arambagh, Motijheel, Dhaka-100. Contact: 01682-846785, WhatsApp: 01733-436965, 01750-937834 E-mail: Info@aptpowers. Com Service: Miyazan Lane, 101 Islam Manzil, Maniknagar, Saidabad, Dha
Dhaka, 1000

Official Page of Apt power systems

Muttakider Poth Muttakider Poth
Muksudpur Gopalgonj
Dhaka

Assalamualaikum welcome my page

Monir Electronics Monir Electronics
Dhaka

Only musical instrument hardware solution support call for details 01712018066

Excellent Engineering Ltd Excellent Engineering Ltd
House# 153, Floor # 3rd, Road# Ranavola Avenue, Sector# 10, Uttara
Dhaka, 1230

This is the official page of Excellent Engineering Ltd. One of the front runners in low voltage sect

Auto transfer switch Disconnecter- Isolator ATS ABB Schneider Bangladesh Auto transfer switch Disconnecter- Isolator ATS ABB Schneider Bangladesh
Dhaka

Disconnector Switch, Isolator Switch, Rotary handle

BK GEOTECH ENGINEERING & CONSTRUCTION BK GEOTECH ENGINEERING & CONSTRUCTION
2/14, Popular Housing-1, Borobagh, Mirpur/2
Dhaka, 1216

BK Geotech offers engineering services at handsome cost with reliable work force.

ABIR engineering LPG AUTO GAS ABIR engineering LPG AUTO GAS
Dhaka, 1212

LPG Cylinders & Glad to introduce ourselves as a leading organization in supply, filling station operations and management services........contact, details,,..01886663409/019918036...

Pricy Plast Engineering Pricy Plast Engineering
Mir Hajirbag, New Road, West Jatrabari
Dhaka, 1204

অটো ইঞ্জেকশন মোল্ড তৈরি/প্রোডাকশন/রিপেয়ারিং/মেইন্টেনেন্স সার্ভিস ।

Village Sign Village Sign
Dhaka, 1229

- Architectural Plan Design. - Interior Design. - Exterior Design. - 3D Visualization. - Animation.

Sarker Automation & Power Engineering Ltd. Sarker Automation & Power Engineering Ltd.
Dhaka

Sub-Station Automation System Lift & Escalator Genaretor Voltage Stabilizer Service & Suppliers