Sweet Avenue

You are what you eat.. Eat something Sweet!

06/07/2023

বগুড়ার বিখ্যাত সেই সরার দই এবার পেল ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি।

কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রপার্টি রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) নিয়ম মেনে শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিপিডিটি জিআই পণ্যের স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে।

আমাদের দেশের জন্য এটি অত্যন্ত গর্বের একটি বিষয়।

বগুড়ার খাঁটি সরা দই পেতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন ০১৩০৪০৯২৯৬৫ নাম্বারে।

17/06/2023

সুখবর! সুখবর!! সুখবর!!!

দক্ষিণখানবাসীদের জন্য সুখবর!

আমাদের দই, ক্ষীরসা, রসমালাই এখন পাবেন আপনার এলাকাতেই, যেকোন সময়!

আমাদের নতুন শাখার ঠিকানা -

নিশাত টেলিকম
হোল্ডিং নং ৩২,
মোল্লারটেক উদয়ন স্কুল এন্ড কলেজ এর বিপরীতে,
দক্ষিনখান, ঢাকা

মোবাইলঃ
01766605578
01677841977

ঘুরে আসুন আমাদের ঠিকানায় আর চেখে দেখুন বাংলার সেরা স্বাদের মিষ্টান্ন!

22/04/2023
07/04/2023

#ক্ষীরসা দুধের ঘন ক্ষীর থেকে তৈরি হয়। এর স্বাদ যেন অমৃত। বগুরার দইয়ের মত #বগুড়ার_হ্মীরসা ও অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয়। হ্মীরসা ছাড়া পিঠাপুলি যেমন হয়না তেমনি এটি মিষ্টান্ন হিসেবেও অসাধারণ। প্রয়োজনে এয়ার টাইট বক্সে করে সংরক্ষন করলে আমরা এটি যেকোনো সময় ব্যাবহার করতে পারি।

এটি অত্যন্ত পুষ্টিকর খাবারও বটে। সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে একদম অথেনটিক স্বাদের ক্ষীরসা আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য।

#অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন ০১৩০৪০৯২৯৬৫ নাম্বারে ।

#মূল্য_৪৯০ টাকা মাত্র।

Photos from Sweet Avenue's post 28/03/2023

১. সপ্তাহে ৩ দিন ট্রাডিশনাল ইফতার + বাকি ৪ দিন স্বাস্থ্যকর ইফতার = ভালো 🙂

২. সপ্তাহে ২ দিন ট্রাডিশনাল ইফতার + বাকি ৫ দিন স্বাস্থ্যকর ইফতার = খুব ভালো 👌

৩. সপ্তাহে ১ দিন ট্রাডিশনাল ইফতার + বাকি ৬ দিন স্বাস্থ্যকর ইফতার = খুব বেশি ভালো 🤘💞

ট্রাডিশনাল ইফতার - ছোলা, বুট, পিয়াজু, মুড়ি, জিলাপি, ভাজাপোড়া ও বাইরের যেকোনো ভাজাপোড়া ইফতার আইটেম।

স্বাস্থ্যকর ইফতার - দই, চিড়া, কলা, গুড়, খিচুড়ি, রুটি, দুগ্ধজাত খাবার, ফল ও ফল দিয়ে তৈরি খাবার ইত্যাদি।

★ যারা মনে করেন ভাজাপোড়া না খেলে রোজা রাখারই কোন মানে নাই, তারা অন্তত ১ এ থাকার চেষ্টা করুন।

★ যারা ভাজাপোড়া পছন্দ করেন কিন্তু আবার স্বাস্থ্য নিয়েও ভাবেন, তারা ২ চলে আসুন।

★ যারা খুবই স্বাস্থ্য সচেতন, জিভ কন্ট্রোল করতে পারেন তারা ৩ এ চলে যান।

এখন বলেন আপনি কোনটা? ভালো, খুব ভালো? নাকি খুব বেশি ভালো? কমেন্ট এ জানান।

26/03/2023

বিভিন্ন গবেষণার প্রতিবেদনে এটা স্পষ্ট যে, প্রতিদিন ১-২ চা চামচ ঘি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।

নিয়মিত ঘি খেলে শরীরে একাধিক উপকারী ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রবেশ হয়। এতে শরীর চাঙা হয়ে উঠায় ছোট খাটো কোনও অসুখ টিকে উঠতে পারে না।

#বগুড়ার খাঁটি গাওয়া #ঘি অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন ০১৩০৪০৯২৯৬৫ নাম্বারে ।

২৫০ গ্রাম ঘি এখন পাচ্ছেন মাত্র ৩৮০ টাকায় ।

24/03/2023

টক দই খেলে ৭টি আশ্চর্য ঘটনা ঘটবে আপনার শরীরে

দই অনেকেই পছন্দ করেন। কেননা দুধের মতোই দইয়েও রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। এই দইয়ের মধ্যে আবার টক দই বেশি উপকারী। নানা শারীরিক সমস্যার সমাধানে টক দই অত্যন্ত কার্যকরী!

পুষ্টিবিদদের মতে প্রতিদিন নিয়ম করে যদি এক কাপ টক দই খাওয়া যায়, তাহলে শারীরিক একাধিক সমস্যাকে চিরকালের মতো দূরে সরিয়ে রাখা সম্ভব। এবার জেনে নেওয়া যাক টক দইয়ের আশ্চর্য কয়েকটি স্বাস্থ্যগুণ সম্পর্কে-

১. টক দইয়ে ফ্যাট অনেক কম থাকে এবং স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে টক দই অন্যতম। যা রক্তের কোলেস্টরল কমাতে বিশেষভাবে সহায়ক। আর এ কারণে কার্ডিওভ্যস্কুলার সমস্যা, স্ট্রোক এবং হৃদপিণ্ডের সমস্যার ঝুঁকি কম থাকে।

২. অনেকের চেষ্টা থাকে ওজন কমানোর ।তারা জেনে নিন, টক দই হলো ওজন কমানোর মূল হাতিয়ার। টক দইয়ে ফ্যাট অনেক কম থাকে। এ ছাড়াও টক দইয়ের সঙ্গে ফল খাওয়ার অভ্যাস করতে পারলে ঘন ঘন খিদে কম পাবে।

৩. কোষ্ঠকাঠিন্যে অনেকেই ভোগেন। খুবই যন্ত্রণাদায়ক একটি শারীরিক সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। টক দইয়ের ল্যাকটিক কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এ ছাড়াও নিয়মিত টক দই খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে।

৪. অতিরিক্ত তেল ভাজাপোড়া ও মসলাযুক্ত খাবার খাওয়ার ফলে অনেকেই বদহজমের সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যাও দূর করতে পারে টক দই। টক দইয়ের ফারমেন্টেড এনজাইম খাবার হজমে সহায়তা করে এবং বদহজম প্রতিরোধ করে।

৫. উচ্চ রক্তচাপের সমস্যা দূর করতেও টক দইয়ের জুড়ি মেলা ভার। নিয়মিত টক দই খাওয়ার অভ্যাস কোলেস্টরল কমায় এবং সেই সঙ্গে কমায় উচ্চ রক্তচাপের ঝুঁকি।

৬. অনেকেই দুধ খেতে পারেন না। অর্থাৎ ল্যাকটোস ইন্টলারেন্সের সমস্যা রয়েছে। ফলে দুধ সহজে হজম হতে চায় না। তারা অনায়েসেই দুধের পরিবর্তে টক দই খেতে পারেন।

৭. কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্তে অনেক সময় টক্সিন জমে থাকে। তাই নিয়মিত টক দই খাওয়ার অভ্যাস রক্ত পরিশোধনে কাজ করে রক্তকে টক্সিন মুক্ত রাখতে সহায়তা করে।

#বগুড়া থেকে আনা খাঁটি গরুর দুধের #টক #দই ডেলিভারি পেতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন ০১৩০ ৪০৯২৯৬৫ নম্বরে।

মূল্য ৫০০ গ্রাম ১৫০ টাকা মাত্র ।
ডেলিভারি চার্জ ঢাকা এবং নারায়ণগঞ্জে ৬০ টাকা ।

23/03/2023

ব্যবসা করে গ্রাহকের কাছ থেকে আমরা শুধু লাভ করছি তা নয়; বরং আমরা তাদের জিনিস ও সেবা প্রদান করছি। যদি আমরা যৌক্তিক লাভ করে থাকি এবং মনোপলি না করি তবে সমাজের জন্য এটি একটি বড় সহায়তা। ভালো জিনিস যৌক্তিক দামে প্রদান করায় সমাজের মানুষ সন্তুষ্ট হবে ।

যখন ব্যবসায়ী ও গ্রাহক উভয় পক্ষ অনুভব করবে আমরা উপকৃত হয়েছি তখন সেখানে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে।

🍀 রোজার ওয়েভ 🍀

🍂 িড়ায়_হতে_পারে_স্বাস্থ্যকর_ইফতার

🍂🍂 রোজার দিন শরীর সহজেই ক্লান্ত হয়ে যায়।তাই ক্লান্ত শরীরে এনার্জি ইনপুট করতে চাই স্বাস্থ্যকর ইফতার।

🍂🍂 ভাঁজাপোড়া তো হরহামেশাই খাওয়া হয়, কিন্তু তা মোটেই স্বাস্থ্যকর নয়। ইফতারে তাই ভাঁজাপোড়া জাতীয় খাবার পরিহার করাই উত্তম। স্বাস্থ্যকর ইফতার নিশ্চিত করতে পারে #দই- #চিড়া। সহজেই পাওয়া যায় এই দুই খাবার এবং এই দুই সুস্বাদু খাবার হজমে সাহায্য করে ও গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে।

সেরা স্বাদের #বগুড়ার #দই ডেলিভারি পেতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন ০১৩০৪০৯২৯৬৫ নম্বরে।

ডেলিভারি চার্জ ঢাকা এবং নারায়নগঞ্জে মাত্র ৬০ টাকা।

Photos from Sweet Avenue's post 15/03/2023

দই নিয়ে আমরা এরকম অভাবনীয় সারা পাবো সেটা চিন্তাও করতে পারিনি। আমাদের প্রথম এবং দ্বিতীয় শিপমেন্টের মোট ১৬৮ পিস দই বলা চলে প্রায় মুহুর্তেই শেষ হয়ে গিয়েছে।

আরো ৭৩ পিসের অর্ডার অলরেডি চলে এসেছে, যারা খেয়েছেন তারা আবার অর্ডার করেছেন!

কাস্টমারদের এতো ভালো রেসপন্স পাওয়ার পেছনে বেশ কিছু কারন আছে।

১। বগুড়ার দই বলে অনেকেই "অন্য" জায়গা থেকে বানানো দই বিক্রি করছেন, বেশি লাভের আশায়।

২। বগুড়ার অরিজিনাল দই বিক্রি করলেও সেটার দাম মোটামুটি আকাশ ছোয়া রাখছেন, বেশি লাভের আশায়।

ব্যাপারটা কিছুটা ডিসএপোয়েন্টিং।

কোন এক বিচিত্র কারনে মিষ্টি ব্যবসায় জড়িত বেশিরভাগ মানুষজন চিন্তা করেন - বেচতে পারি বা না পারি প্রতি সেলে আমার লাভ থাকতেই হবে।

এবং সেই লাভটা মোটামুটি অস্বাভাবিক পর্যায়ে থাকে অনেক ক্ষেত্রেই।

আপনি নিজেই চিন্তা করে দেখুন ফেসবুকে আপনি এরকম অসংখ্য দই/মিষ্টি/রসমালাই এর ছবি দেখে ক্লিক করেছেন, কিন্তু দাম দেখে ব্যাক করে চলে এসেছেন।

কি? মিলে যাচ্ছে?

ব্যাপারটা আমাদের সাথেও হয়েছে ব্যবসা শুরু করার আগে।

আমরা ব্যবসা শুরুর আগেই মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মানুষজনকে সবচেয়ে কম দামে বাংলাদেশের সেরা দই খাওয়াবো।

ব্যবসা শুরু করার পর এখন এই সিদ্ধান্তে আমরা আরো পাকাপোক্ত ভাবে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের উদ্দেশ্য খুব সাধারণ - বেস্ট কোয়ালিটি, বেস্ট প্রাইস এবং বেস্ট সার্ভিস।

আজ বৃহস্পতিবার রাতে আমাদের দই এর মোটামুটি একটা বিশাল শিপমেন্ট আসছে।

শুক্রবারে ডেলিভারি পেতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন ০১৩০৪০৯২৯৬৫ নম্বরে।

এক সরা দই মাত্র ২৫৯ টাকা !
দুই সরা দই নিলে ডিস্কাউন্টে আমরা দিচ্ছি মাত্র ৪৯৯ টাকায়!

ডেলিভারি চার্জ ঢাকা এবং নারায়নগঞ্জে মাত্র ৬০ টাকা।

11/03/2023

বাংলাদেশের সম্ভবত সবচেয়ে কনফিউজিং ব্যাপারের মধ্যে একটা হচ্ছে কুমিল্লার মাতৃভান্ডার এর রসমালাই।

ঢাকা-চিটাগাং হাইওয়েতে যাওয়ার পথে কুমিল্লা ক্যান্টনম্যান্ট পার হওয়ার সময় মোটামুটি শখানেক "মাতৃভান্ডার" নামক দোকান দেখা যায় (আমাদের এডমিন একবার কুমিল্লা যাওয়ার পথে "মাতৃভান্ডার" এর দোকান গুনতে গুনতে ৭৬ নম্বরে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন)।

বেশিরভাগ বাঙালী কুমিল্লার বিখ্যাত রসমালাই চেখে দেখতে গাড়ি/বাস থামিয়ে এইসব মাতৃভান্ডার এর দোকান থেকে বিপুল উৎসাহে রসমালাই কিনেন এবং বিরাট আকারে "ধরা" খান।

ইতিহাস এ না গিয়ে এক কথায় বললে কুমিল্লার অরিজিনাল মাতৃভান্ডার শহরের মোটামুটি প্রাণকেন্দ্রে অবস্থিত। কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে ২০০ গজ পুর্বদিকে মনোহরপুরেই হলো একমাত্র আসল মাতৃভান্ডারের অবস্থান, যা অনেকটা পৃথিবী বিখ্যাতও বলা চলে। এবং এর শাখা কোথাও নেই।

মাতৃভান্ডারের এই কোয়ালিটি ধরে রাখার একমাত্র প্রধান কারন হলো তাদের লিমিটেড প্রোডাকশন। একদম মাপা একটা নির্দিষ্ট পরিমানের রসমালাই তারা তৈরি করেন, একটুও এদিক সেদিক হয়না।

তাই এর স্বাদ মোটামুটি যুগযুগ ধরে একইরকম আছে।

কেউ একটু দেরি করে ওখানে গেলে সাধারনত দেখেন রসমালাই শেষ। এর জন্য মোটামুটি সকাল থেকে ওখানে লোকজন লাইন ধরে দাঁড়িয়ে থেকে রসমালাই কিনেন।

ঢাকায় বসে কুমিল্লার অরিজিনাল মাতৃভান্ডারের রসমালাই পাওয়া মোটামুটি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর মতো অবস্থা বলা চলে।

ব্যাপারটাকে সহজ করে দিতে আমরা এসেছি কুমিল্লার মনোহরপুরের অরিজিনাল মাতৃভান্ডারের রসমালাই নিয়ে।

কেজি প্রতি মাত্র ৪৫০ টাকা মাত্র।

একসাথে ২ কেজি নিলে মাত্র ৮৮০ টাকা!!!

ঘরে বসে মাতৃভান্ডারের (অরিজিনাল, গ্যারান্টেড) রসমালাই পেতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন ০১৩০৪০৯২৯৬৫ নাম্বারে।

অর্ডার দিয়ে চেখে দেখুন, আশা করছি পরেরবার নিজেই আবার অর্ডার করবেন!

বিঃদ্রঃ আসল মাতৃভান্ডারের দোকানের ছবি সংযুক্ত করা হলো। ছবিঃ ইন্টারনেট। সামনে বামপাশের জন কিজন্য এরকম বিচিত্র ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এ ব্যাপারে জানতে চেয়ে লজ্জা দিবেন না।

09/03/2023

দই আর বগুড়া যেনো সমার্থক শব্দ। কেউ কেউ বলে দইয়ের রাজধানী। প্রায় আড়াইশো বছরের ইতিহাস এই বগুড়ার দইয়ের। সারা বাংলাদেশে দই তৈরি হলেও বগুড়ার দই বিখ্যাত। শুধু কি বাংলাদেশ! বৃট্রেনের রানী থেকে সারা বিশ্বে ছড়িয়ে পরে এই দইয়ের সুখ্যাতি। ১৯৩৮ সালে সর্ব প্রথম বিদেশে ইংল্যান্ডে ছড়িয়ে পরে বগুড়ার দইয়ের সুখ্যাতি।

জানা যায়, বগুড়ার শেরপুরে প্রায় আড়াইশো বছর আগে দইয়ের প্রচলন শুরু হয়। স্থানীয়দের মতো শেরপুরের ঘোষ পরিবারই দই তৈরি করে সারা বিশ্বে বগুড়াকে পরিচিতি লাভ করায়। তৎকালীন শেরপুরের ঘোষ পরিবারের ঘেটু ঘোষ প্রথম দই তৈরি আরম্ভ করেন। বংশ পরম্পরায় টক দই তৈরি করলেও কালের বিবর্তনে স্বাদের বৈচিত্র্যের কারণে পরবর্তিতে তা মিষ্টি দইয়ে রূপান্তরিত হয়। টক দই দিয়ে নানা রকম রান্না ও ঘোল তৈরি করা হলেও অতিথি আপ্যায়নে মিষ্টি দইয়ের বিকল্প নেই।

কেউ যেনো না তৈরি করতে পারে এজন্য ঘোষ পরিবার দই অতি গোপনীয়তার সাথে তৈরি করলেও গোপনীয়তা ধরে রাখতে পারেনি বেশিদিন। এখন বগুড়ার শেরপুরসহ নানা জায়গায় তৈরি হয় এই দই। তবে বগুড়ার ভেতর শেরপুর ও সোনাতলার নামাজখালীর দই সবচেয়ে বেশি প্রসিদ্ধ।

বাংলাদেশের প্রায় সব জেলায় দই তৈরি হলেও কিছু বিশেষত্বের কারণে বগুড়ার দইয়ের খ্যাতি দেশজুড়ে। উৎপাদন ব্যবস্থার প্রতিটি পর্যায়ে কারিগরদের (উৎপাদক) বিশেষ পদ্ধতি অনুসরণের পাশাপাশি মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা যত্নবান হওয়ায় বগুড়ার দই স্বাদে-গুণে তুলনাহীন।

Photos from Sweet Avenue's post 08/03/2023

ঘরে বসে বাংলাদেশের সেরা দই পাবেন এখন খুব সহজে!

বগুড়ার অরিজিনাল আর প্রিমিয়াম কোয়ালিটির দই আমরা দিচ্ছি সবচেয়ে কম মূল্যে!

আমাদের টিম এই মুহুর্তে বগুড়ায় দই এর কারিগরদের সাথে কাজ করছে যাতে আপনাকে সবচেয়ে সেরা স্বাদের প্রিমিয়াম কোয়ালিটির দই উপহার দেওয়া যায়!

অর্ডার করে নিজেই যাচাই করে দেখুন !

👉 এক সরা দই মাত্র ২৫৯ টাকা !

👉 দুই সরা দই নিলে ডিস্কাউন্টে আমরা দিচ্ছি মাত্র ৪৯৯ টাকায় !

সরাসরি বগুড়া থেকে আনা প্রিমিয়াম কোয়ালিটির দই পেতে ইনবক্সে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিন এখুনি!

👉 অথবা কল করুন ০১৩০৪০৯২৯৬৫ এই নাম্বারে।
কল করার সময় সকাল ৭টা থেকে রাত ১০টা।

08/03/2023

নিয়মিত দই খাওয়ার ১০ উপকারিতা!

দই পছন্দ করেন না এমন বাংগালী খুজে পাওয়া দুষ্কর । খাদ্যতালিকায় দুগ্ধজাত এ উপাদানটি নিয়মিত রাখলে আপনি বেশ কিছু স্বাস্থ্যগত সুবিধা পাবেন। এ লেখায় থাকছে তেমন কয়েকটি উপকারিতার কথা।

১. মজবুত হাড়

দইয়ে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন 'ডি'। দুটি উপাদানই হাড়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত দই খেলে হাড় মজবুত হবে।

২. হজমে উপকার

অনেকেই হজমের সমস্যার কারণে দুধ খেতে পারেন না কিন্তু দই খেলে সমস্যা হয় না। খাবার সহজে হজম করতে সহায়তা করে দই।

৩. উপকারী ব্যাকটেরিয়া

দইয়ে রয়েছে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া। এ ব্যাকটেরিয়াগুলো দেহের ক্ষতি করে না বরং হজমে সহায়তা করে। এ ছাড়া দেহের রোগপ্রতিরোধ
ক্ষমতা বাড়াতেও কাজ করে দইয়ের ব্যাকটেরিয়া।

৪. রক্তচাপ কমায়

দইয়ের পটাসিয়াম রক্তচাপ কমাতে সহায়তা করে।

৫. ত্বকের জন্য উপকারী

দইয়ের উপাদান ত্বককে মসৃণ করে। দইয়ের ল্যাকটিক এসিড ত্বককে পরিষ্কার করে এবং মৃত কোষ দূর করে।

৬. খাদ্যপ্রাণ

দইয়ে অন্যান্য উপাদানের পাশাপাশি রয়েছে প্রচুর ভিটামিন। বিশেষ করে উল্লেখযোগ্য মাত্রায় ভিটামিন 'বি৫', জিংক, পটাশিয়াম, ফসফরাস, আয়োডিন ও রিবোফ্লাভিন।

৭. রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

নিয়মিত দই খাওয়া হলে তা আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এ ছাড়া দই দেহের রক্তের শ্বেতকণিকা বাড়িয়ে দেয়, যা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে।

৮. দেহের ছত্রাক প্রতিরোধ

অনেকের দেহের সংবেদনশীল অঙ্গে ছত্রাক সংক্রমণ হয়। আর এ ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে দই।

৯. পাকস্থলীর নানা সমস্যা দূরীকরণে

পাকস্থলীর নানা সমস্যা দূর করতে ভূমিকা রাখে দই। বিশেষ করে ল্যাকটোজের প্রতি সংবেদনশীলতা, কোষ্টকাঠিন্য, ডায়রিয়া, কোলন ক্যান্সার ও অন্ত্রের সমস্যা দূর করতে কার্যকর দই।

১০. ওজন কমাতে

নিয়ন্ত্রিত মাত্রায় দই খেলে দেহের ওজন কমে। এতে জানা গেছে, খাবারের সঙ্গে দই খাওয়া হলে তা দেহের চর্বি ব্যবহার করতে উৎসাহিত করে। এতে দেহের চর্বি কমে এবং সার্বিকভাবে ওজন কমাতে সহায়তা করে।

আমরা আসছি বাংলাদেশের সেরা দই নিয়ে।

সাথেই থাকুন!

Want your business to be the top-listed Food & Beverage Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#Special_Bogura_Shor_Doi
#বগুড়ার_সর_দই

Telephone

Website

Address


Dhaka
2905

Other Dhaka food & beverage services (show all)
Palatable Delights Palatable Delights
Mirpur 10
Dhaka, 1216

Hey, here we are with delicious Food Recipe for you...

Khaon Daon Khaon Daon
Moghbazar Wireless
Dhaka, 1217

Fresh home made food

ফাতিহা ফুড হাউস Fatiha Food House ফাতিহা ফুড হাউস Fatiha Food House
ফাতিহা ফুড হাউস Fatiha Food House, 01710-595873, Https://maps. App. Goo. Gl/Kh5fQrkSMRBGsnMz 5
Dhaka, 8030

Priyo Food Priyo Food
Dhaka

If you are looking for good healthy home made food, you are in right place.

Foodaholic Couple Foodaholic Couple
Dhaka

Food is symbolic of love when words are inadequate �

Taqwa online shop Taqwa online shop
Uttara Dhaka
Dhaka, 1230

আল্লাহ তাআলা ব্যবসা কে করেছে হালাল সুদ কে করেছে হারাম?

Cosmic Cosmic
Uttara
Dhaka, 1230

Food and toiletries manufacturer company.

Source of Good Food Source of Good Food
House# 103, Road# 07, Block# B, Bashundhara, Bashundhara R/A
Dhaka, 1229

The Source of good food is only grown by the natural ecosystem. The fundamental things of nature are the sun, air, water, and soil needed to produce natural & organic food, and the...

Energy Foods Energy Foods
Demra
Dhaka, 1360

Energy Foods in an F-commerce business working to protect consumers and the global environment from the increasing pollution. We provide safe foods at our utmost knowledge.

KhaBo ToDay KhaBo ToDay
Khilgaon Taltola
Dhaka

We made delicious Food and Drinks

Order Organic Order Organic
Sunibir Housing. Adabor, Mohammadpur. Dhaka
Dhaka, 1207

it's all over organic and healthy food items.