FemaleFashion.shop

Whole seller, retailer & home deliverer of all kinds of medicine and departmental products. We supply the ordered medicine within 4-12 hours in Dhaka city.

Photos from FemaleFashion.shop's post 22/03/2022

🌻🌻ঈদ কালেকশন 🌻🌻

পাতা জামদানী শাড়ি ❤️❤️

10/03/2022

Welcome to our shop

Photos from FemaleFashion.shop's post 19/09/2020

আলহামদুলিল্লাহ! GDCL Super Shop এর খিলগাঁও আউটলেট চালু প্রসঙ্গে আয়োজিত মিটিংয়ে শেয়ার ক্রয় করেছেন- অবসরপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তা ২টি, ঢাকা ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর কাওসার ২টি। এপর্যন্ত মোট ৫ টি শেয়ার বিক্রয় হয়ে গেছে। প্রতিটি শেয়ারের মূল্য ৫০ হাজার টাকা। টার্গেট ফিলআপ হওয়ার আগেই লাভের ৭০% প্রাপ্যতার শর্তে আপনার শেয়ার টি নিশ্চিত করুন। বিস্তারিত জানতে ও আবেদন ফরম পূরণ করতে GDCL Super Shop এর ফেসবুক পেজের পিন পোস্টটি পড়ুন- পোস্ট লিংকঃ https://www.facebook.com/GDCLSuperShop/posts/215201126692924?__tn__=K-R
গতকাল ১৮/৯/২০২০ইং তারিখ রোজ শুক্রবার Galaxy Digital Company Ltd - GDCL Group এর হেড অফিসে অনুষ্ঠিত হয় GDCL Super Shop এর খিলগাঁও আউটলেট চালু প্রসঙ্গে জরুরী মিটিং। Galaxy Digital Company Ltd - GDCL Group প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় উক্ত মিটিংয়ে নিম্নে উল্লেখিত অতিথিবৃন্দ ও ডিরেক্টরস উপস্থিত ছিলেনঃ-
#অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
জনাব মোঃ হুমায়ন কবীর মোল্লা, সরকারি কর্মকর্তা (পিবিআই)
জনাব মোঃ নাজমুল হাসান, ম্যানেজার (১ম উদ্যোক্তা ও শেয়ার ক্রেতা), খিলগাঁও আউটলেট, জিডিসিএল সুপার শপ।
#ডিরেক্টরসদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন
১। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা- জনাব মোঃ আব্দুল মজিদ, ডিরেক্টর, গ্যালাক্সী ডিজিটাল কোম্পানী লিঃ,
২। ঢাকা ফার্নিচার ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি জনাব মীর কাওসার, ডিরেক্টর, গ্যালাক্সী ডিজিটাল কোম্পানী লিঃ,
৩। বিশিষ্ট শিল্পপতি জনাব মীর ওহিদুল ইসলাম, ডিরেক্টর, গ্যালাক্সী ডিজিটাল কোম্পানী লিঃ,
৪। অবসরপ্রাপ্ত সেনা - জনাব মোঃ রফিকুল ইসলাম, ডিরেক্টর, গ্যালাক্সী ডিজিটাল কোম্পানী লিঃ,
৫। জনাব মোঃ ইসরাফিল হোসেন, ডিরেক্টর, গ্যালাক্সী ডিজিটাল কোম্পানী লিঃ,
৬। জনাব মোঃ আতিয়ার রহমান, ডিরেক্টর, গ্যালাক্সী ডিজিটাল কোম্পানী লিঃ,
৭। জনাব মোঃ আশিক আহামেদ রনি, ডিরেক্টর, গ্যালাক্সী ডিজিটাল কোম্পানী লিঃ,
৮। জনাব মোঃ মনির উদ্দিন (দক্ষিণ আফ্রিকা প্রবাসী), ডিরেক্টর, গ্যালাক্সী ডিজিটাল কোম্পানী লিঃ,
৯। জনাব মোঃ কাজেম আলী (পরিবহন ব্যবসায়ী), ডিরেক্টর, গ্যালাক্সী ডিজিটাল কোম্পানী লিঃ,
ক্যামেরায় ভিডিও ধারনে ছিলেন মোঃ সোহেল আহমেদ (ফ্রিল্যান্সার), ওয়েব ডিজাইনার ও ট্রেইনার, জিডিসিএল আইটি
উক্ত মিটিং GDCL Super Shop এর এর খিলগাঁও আউটলেট চালু এবং GDCL Transport এর ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়।

31/07/2020

Galaxy Digital Company Ltd - GDCL Group এর সকল কর্মকর্তা-কর্মচারী, এজেন্টস, ডিসট্রিবিউটরস, কাস্টমারস, ডিরেক্টরস, ইনভেস্টরস, অ্যাফিলিয়েট পার্টনারস ও শুভাকাঙ্খীদের জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা োবারক

04/06/2020

করোনা পজিটিভঃ প্রথমেই কি করবনে?
Dr Ferdous - New York, USA

23/04/2020

করোনা প্রতিরোধে বাংলাদেশের ঔষধ

23/04/2020

সারাহ গিলবার্ট

এই মহীয়সী নারীটির নাম সারাহ ক্যাথরিন গিলবার্ট। সারাহ গিলবার্ট নামেই পরিচিত। জন্ম ১৯৬২ সালের ১৯ এপ্রিল। তিনি ব্রিটিশ ভ্যাক্সিনোলজিস্ট। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাক্সিনোলজির অধ্যাপক হিসেবে কর্মরত। ইনফ্লুয়েঞ্জা ও উদীয়মান ভাইরাল প্যাথোজেনগুলোর বিরুদ্ধে ভ্যাক্সিনগুলোর বিকাশে তিনি একজন বিশেষজ্ঞ। তিনি ফ্লু ভ্যাক্সিনের বিকাশ ও পরীক্ষার নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০১১ সালে এটির ক্লিনিকাল ট্রায়াল হয়েছিল। চলতি মাসেই গিলবার্ট দাবী করেছিলেন, উপযুক্ত অর্থায়ন হলে তিনি ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করতে পারবেন।

ইস্কুল জীবনেই গিলবার্টের মেডিসিন নিয়ে কাজ করার আগ্রহ জন্মে। তিনি ইস্ট এংলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জনের পর হাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ডক্টরাল ডিগ্রি লাভের পর তিনি ব্রিউইং ইন্ডাস্ট্রি রিসার্চ ফাউন্ডেশনে শিল্পে পোস্টডক্টোরাল গবেষক হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীতে তিনি ওষধ প্রস্তুতকারী সংস্থা ডেল্টা বায়োটেকনোলজিতে যোগ দেন। ২০০৪ সালে গিলবার্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনোলজিতে রিডারের দায়িত্ব পান। ২০১০ সালে জেনার ইনস্টিটিউটে অধ্যাপক হন তিনি।

করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর পর থেকে গিলবার্টকে করোনা ভাইরাস রোগের নতুন টিকা উদ্ভাবনের কাজে নিয়োজিত করা হয়েছে। তিনি এই কাজে অ্যান্ডু পোলার্ড, তেরেসা ল্যাম্বে, স্যান্ডি ডগলাস, ক্যাথরিন গ্রিন ও অ্যাড্রিয়ান হিলের পাশাপাশি নেতৃত্ব দিয়ে আসছেন। তার পূর্বের কাজগুলোর মতো কোভিড-১৯ টিকা একটি অ্যাডোনোভাইরাল ভেক্টর ব্যবহার করে, যা করোনা ভাইরাস স্পাইক প্রোটিনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতিক্রিয়া জাগিয়ে তোলে। গিলবার্টের কাজের ধারাবাহিকতা হিসেবে জেনের ইনস্টিটিউট ঘোষণা দিয়েছে আজ প্রাথমিক ভাবে ৫১০ জনের উপর কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা করা হবে। যাদের বয়স ১৮-৫৫ বছর, কেবল তাদের উপর এই পরীক্ষা চালানো হবে। বেশি বয়স্কদের উপর এই ভ্যাকসিনের কার্যকারিতা কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে সত্তরোর্ধ্ব ব্যক্তিদের ডাবল ডোজ দেওয়া হতে পারে। সারাহ গিলবার্ট দাবী করেন তার ভ্যাকসিনের সফলতার হার ৮০ শতাংশ। মানবজাতির কল্যাণে গিলবার্টের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

03/04/2020

#করোনাভাইরাস_রোগ (কোভিড-১৯)
নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখার উপায়

কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত - সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।

#কতটা ভয়ংকর এই ভাইরাস?

শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা দিতে পারে । কিছু মানুষের জন্য এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে। এর ফলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অর্গান বিপর্যয়ের মতো ঘটনাও ঘটতে পারে। তবে খুব কম ক্ষেত্রেই এই রোগ মারাত্মক হয়। এই ভাইরাস সংক্রমণের ফলে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তিদের মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি।

#আমার কি মেডিক্যাল মাস্ক পরা উচিত?

করোনা ভাইরাসসহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে মেডিক্যাল মাস্ক সাহায্য করে। তবে এটার ব্যবহারই এককভাবে সংক্রমণ হ্রাস করতে যথেষ্ঠ নয়। নিয়মিত হাত ধোয়া এবং সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সাথে মেলামেশা না করা এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায়।

#শিশুরা কি ঝুঁকিতে?

যে কোন বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে একটি বিষয় লক্ষ্যণীয় যে, করোনা ভাইরাসে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রধানত: আগে থেকে অসুস্থ বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই ভাইরাস মারাত্মক হতে পারে।

তবে শহরাঞ্চলের দরিদ্র শিশুদের ক্ষেত্রে এই ভাইরাসের পরোক্ষ প্রভাব রয়েছে। এসব প্রভাবের মধ্যে রয়েছে বিদ্যালয় বন্ধ থাকা, যা সম্প্রতি মঙ্গোলিয়ায় দেখা গেছে।

করোনা রোধে বাড়িতে কী করবেন?
করোনাভাইরাসের বিস্তার রোধে এখন সবাইকে যথাসম্ভব বাড়িতেই থাকতে বলা হচ্ছে। স্কুল বন্ধ থাকায় শিশুরাও অনেকটা ঘরবন্দী। কিন্তু যে বাড়িতে অবস্থান করা হচ্ছে, তা কি ঝুঁকিমুক্ত? এ ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চললে বাড়িও ঝুঁকিমুক্ত রাখা যায়।

#বাড়ির পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ

করোনা রোধে বাড়িতে কী করবেন
করোনাভাইরাসের বিস্তার রোধে এখন সবাইকে যথাসম্ভব বাড়িতেই থাকতে বলা হচ্ছে। স্কুল বন্ধ থাকায় শিশুরাও অনেকটা ঘরবন্দী। কিন্তু যে বাড়িতে অবস্থান করা হচ্ছে, তা কি ঝুঁকিমুক্ত? এ ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চললে বাড়িও ঝুঁকিমুক্ত রাখা যায়।

বাড়ির পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ

বাড়িতে সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রপ্ত করতে হবে। প্রতিবার খাবার রান্না বা প্রস্তুতের আগে ও পরে, খাবার খাওয়ার আগে ও পরে, বাথরুম ব্যবহারের আগে ও পরে, বাইরে থেকে বাসায় ফেরার সঙ্গে সঙ্গে সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। সাবান-পানি তাৎক্ষণিকভাবে না পাওয়া গেলে হ্যান্ডওয়াশ ব্যবহার করুন। এ ছাড়া দরজার হাতল, নব, টেলিফোন, রিমোট, সুইচসহ যেসব বস্তু বারবার ব্যবহৃত হয়, সেগুলো নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে।

বাড়ির মেঝে এবং অন্যান্য তল পরিষ্কার রাখার দুটি ধাপ আছে। একটি হলো ক্লিনিং বা পরিচ্ছন্ন করা, আরেকটি হলো ডিজইনফেকটিং বা জীবাণুনাশ করা। প্রথমে পানি, ডিটারজেন্ট বা ফ্লোর ক্লিনারজাতীয় উপাদান দিয়ে মেঝে, তল ইত্যাদি পরিষ্কার করতে হবে। এরপর জীবাণুনাশক উপাদান দিয়ে জীবাণুমুক্ত করুন। জীবাণুনাশক হিসেবে ব্লিচ বা ৭০ শতাংশ অ্যালকোহলের মিশ্রণ কার্যকর। বাড়িতে ব্লিচ মিশ্রণ তৈরি করতে এক গ্যালন পানিতে ৫ টেবিল চামচ ব্লিচ মেশাতে হবে। প্রতিদিন কয়েকবার এভাবে রান্নাঘর, বাথরুম ও অন্যান্য ঘরের মেঝে, যেকোনো তল (যেমন থালাবাসন ধোয়ার জায়গা, সিঁড়িঘর, বারান্দা, টেবিল, রান্নাঘরের কেবিনেট টপ, সিঙ্কের আশপাশ ইত্যাদি) পরিষ্কার করুন। পরিষ্কার করার আগে অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন। আর কাজ শেষে সেটা ফেলে দিয়ে হাত ধুয়ে ফেলবেন। কার্পেট, মাদুর, ম্যাট ইত্যাদি জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার করতে পারেন।

বাড়ির প্রতিটি ঘরে টিস্যু বা কিচেন রোল রাখুন, যাতে কাশি বা হাঁচির সময় হাত বাড়ালেই টিস্যু পাওয়া যায়। টিস্যু বা ময়লা ফেলার পাত্রটি ঢাকনাযুক্ত হলে ভালো। কাঁচা মাছ-মাংসের বর্জ্য একটি পলিথিনে মুড়ে মুখ আটকে বিনে ফেলুন। এরপর অবশ্যই হাত সাবান দিয়ে ঘষে পরিষ্কার করুন। রান্না আর কাটাকুটির কাজে ব্যবহৃত বোর্ড, ছুরি, বঁটি সাবান দিয়ে ভালো করে ধুয়ে রাখুন।

#বাইরে থেকে ফিরে যা করা উচিত

নানা কাজে বের হতেই হবে। তা ছাড়া বাড়িতে বাইরের লোক, গৃহকর্মীর যাতায়াত আছে। বাইরে থেকে ফিরে যেকোনো বস্তু স্পর্শ করার আগেই হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। বাইরে পরে যাওয়া জামাকাপড় দ্রুত বদলে ফেলুন। অতিথির সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকুন। বাইরের যেকোনো পার্সেল, প্যাকেট বা অন্য কিছু হাতে নেওয়ার পর হাত ধুয়ে ফেলবেন। প্রবেশের মুখেই সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা যায়।

#লেখক: বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, লালবাগ, ঢাকা

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Products

All kinds of Medicine wholesaler, retailer & home deliverer, Departmental Store,

Telephone

Address


Shah Ali Plaza (6th Floor), Office Space # 707, Mirpur Circle 10
Dhaka
1216

Opening Hours

Monday 06:00 - 23:30
Tuesday 06:00 - 23:30
Wednesday 06:00 - 23:30
Thursday 06:00 - 23:30
Friday 06:00 - 23:30
Saturday 06:00 - 23:30
Sunday 06:00 - 23:30

Other Women's clothes shops in Dhaka (show all)
NASR NASR
Dhaka, 1230

A name of trust.

Lilaboty Boutique Lilaboty Boutique
Plot#29, Road#13, Sector#11, Uttara
Dhaka, 1230

Original designer boutique based in Dhaka. Estd. 2010

Mansha Mansha
Takia Center, House: 39, Shonargaon Janapath Road, Sector: 07, Uttara
Dhaka, 1230

Official Page of Mansha

Virgo Virgo
Dhaka

Shahnaz Hamza (Lipi) established "Virgo" in 1991. The label specializes in ethnic and indo-western wear developed by an innovative blend of variety of fabrics and colours. "Virgo" ...

Purple - The Exclusive Collection by Sadia Purple - The Exclusive Collection by Sadia
Dhaka

PURPLE is an online boutique • an only pre-order basis • It's an online shop for designer collection

Peerless Bangladesh Intl. Peerless Bangladesh Intl.
Dhaka, 1212

♥ ♥ ♥ Fashion refers to the styles and customs prevalent at a given time. In its most common

Nagra Wala Nagra Wala
Mirpur
Dhaka, 1207

Handmade Nagra Jutti Lifestyle Introducing by "Nagra Wala" �.

Hawkeri Hawkeri
Dhaka, 1207

"Hawkeri" is a place where you will find some of unique eye caching product which developed with extensive care, love, and passion to maximize satisfaction of yours.

Blush Boutique Blush Boutique
নরসিংদী
Dhaka

Hi, please let us know how we can help you

SOMOY Fashion SOMOY Fashion
Modhubag, Konapara, Jatrabari
Dhaka, 1362

SOMOY Fashion Shop is a reputed online shop. all kinds of fashionable products are available here for you.

কুমিল্লা বাটিক শিল্প কুমিল্লা বাটিক শিল্প
Dhaka

Inbox us which product you want........ �

Sharee Centre Sharee Centre
Level_4, Block_c, Shop No_93-96, Bashundhara City Shopping Mall. Panthapath
Dhaka, 1215

Sharee Centre" for Everyday Every Occasion. Exclusive collection, inexpensive price and of course ex