DCian Bro

ডিসিয়ান 'ব্র' দের ক্লাব..

09/11/2023

কিছু পারি না এইটা এক সমস্যা। মানুষ ভাবে অনেক পারি এইটা আরও বড় সমস্যা 🙂

04/09/2023

yaad aya?

15/08/2023

কলেজে নতুন দশতলা ছাত্রাবাস হওয়ার খবর অবশ্যই খুশি হওয়ার মতো। কিন্তু দুঃখের কথা এই যে কলেজে ভর্তি হওয়ার ৪ বছরেও হলে সিট বরাদ্দ দেয়ার একটা নোটিশও দেখলাম না।

প্রতি বছরই এখান থেকে বহু ছাত্র পাশ করে বের হচ্ছে, তাদের মধ্যে যদি একজনও যদি আবাসিক ছাত্র হয়ে থাকে তাহলে হলগুলোতে চার বছরে অন্তত একটি সিট তো খালি হওয়ার কথা। সেই খালি সিটটি পুরণ করার জন্য কলেজ প্রশাসনের নোটিশ কোথায়?

প্রশাসনের হিসাবে হলে তো কোনো সিট খালিও থাকছে না। তাহলে হলে খালি সিটগুলো বরাদ্দ দিচ্ছে কারা? প্রশাসন নাকি অন্য কেউ? তারা কি কলেজ প্রশাসনের চেয়েও শক্তিশালী? আমাদের কলেজ প্রশাসন কি তাদের ভয় পায় নাকি ইচ্ছাকৃতভাবে তাদেরকে সুযোগ দিয়ে রেখেছে?

উত্তরগুলো সবারই জানা, তবুও প্রশ্ন করা।
এমন চললে দশতলা একটা হল কেনো, বিশ তলা দশটা হল হলেও তা শিক্ষার্থীদের কোনো উপকারেই আসবে না। সেগুলো দখলদারদের দখলেই থাকবে, এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার হবে।

হলগুলো এবং হলের শিক্ষার্থীদেরকে কেনো রাজনীতিতে ব্যবহার করার জন্য সুযোগ করে দিচ্ছেন? কলেজ প্রশাসনের কাছে কি এইগুলোর উত্তর আছে? পারবেন কি তাদেরকে প্রশ্ন করতে?

(ছবিটি DC Insiders পেজ থেকে নেয়া)

23/07/2023

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জিজ্ঞাসার মধ্যে অন্যতম একটি হচ্ছে অমুক কলেজটা কেমন অথবা কোন কলেজে পড়া আমার জন্য ভালো হবে। সেজন্য #ঢাকা_কলেজ সম্পর্কে বিস্তারিতভাবে লিখছি এখানে। লেখাটি পড়ে হয়তোবা কেউ আশাহত হবে, আবার কেউ আগ্রহী হবে। চেষ্টা করেছি নিরপেক্ষভাবে ভালো এবং খারাপ দিকগুলো সম্পর্কে একটি ধারণা দিতে। শুধুমাত্র নিজের দেখা পৃথিবীটা সম্পর্কে না বলে কয়েকটি ডিপার্টমেন্ট এর কয়েকজন ছাত্রের সাথে কথা বলে সকলের মন্তব্য থেকে লিখছি।

প্রথমে #ভালো_দিকগুলো নিয়ে আলোচনা করা যাক।

১) এখানে প্রতিটি ডিপার্টমেন্ট এ পর্যাপ্ত শিক্ষক আছে।
২) ল্যাব ফ্যাসিলিটি অন্যান্য কলেজগুলো থেকে ভালো।
৩) কেন্দ্রীয় একটি গ্রন্থাগার আছে।
৪) প্রতিটি ডিপার্টমেন্ট এ সেমিনার আছে। যেখানে সেই ডিপার্টমেন্ট এর সাথে সামঞ্জস্যপূর্ণ বই পাওয়া যায়।
৫) নীলক্ষেত কাছাকাছি হওয়ায় হাতের কাছেই বিভিন্ন বই কিনতে পাওয়া যায়।

৬) এখানে ভর্তি হলে আপনি সুন্দর সবুজে ঘেরা একটি ক্যাম্পাস পাবেন৷
৭) দুইটি মাঠ আছে যার একটি পূর্ণ আকারের ফুটবল মাঠের সমান। আলাদাভাবে ব্যাডমিন্টন কোর্ট আছে, বাস্কেটবল কোর্ট আছে।
৮) অডিটরিয়াম আছে।
৯) ৮টি ছাত্রাবাস আছে যা বাকি কলেজগুলোর চেয়ে বেশি।
১০) ৮ টি বাস আছে, এটিও বাকি কলেজগুলো থেকে বেশি।
১১) একটি পুকুর আছে, যেখানে আপনি খেলাধুলার পর সাঁতার কাটতে পারবেন।
১২) জিমনেশিয়াম এবং ক্রীড়া কক্ষ আছে।

১৩) এখানকার ছাত্ররা ঐক্যবদ্ধ। দেশের যেকোনো যায়গায় একজন ডিসিয়ান বিপদে পড়লে আগে থেকে পরিচয় থাকা ছাড়াই তার সাহায্যের জন্য এগিয়ে আসে।
১৪) সিনিয়র জুনিয়রদের মধ্যে কোনো ধরনের ঝামেলা নেই।
১৫) এখানকার শিক্ষার্থীরা একটু প্রতিবাদী হয়, যেখানে অন্যায় দেখে সেখানেই তারা প্রতিবাদ করে। অর্থাৎ কোথাও আপনার সাথে(অথবা আপনার সামনে) কেউ অন্যায় করার আগে দুইবার ভাববে।
১৬) ক্যাম্পাসে মেয়ে নাই তাই মেয়েদের জন্য হওয়া ঝামেলাগুলার সম্ভাবনা নাই।

১৭) ঢাকার গুরুত্বপূর্ণ যায়গাগুলো কাছে, ঘুরার মতো যায়গাগুলোও ক্যাম্পাসের কাছে
‌ ‌
‌ ‌
‌ ‌
এবার #খারাপ_দিকগুলায় আসা যাক,

১) ডিপার্টমেন্টভেদে শিক্ষকদের মধ্যে আন্তরিকতার ঘাটতি দেখা যায়। তাদের কাছ থেকে ক্লাস বা পড়া যেটাই নিতে চান আপনার চেষ্টায় নিতে হবে। কিছু শিক্ষকের ছাত্রদের প্রতি আগ্রহ থাকলেও প্রশাসনের জটিলতায় কিছু করা হয়ে উঠে না। তবে কিছু ডিপার্টমেন্ট এর শিক্ষকরা খুবই আন্তরিক।

২) কলেজ প্রশাসন শিক্ষার্থীবান্ধব নয়। এখানে আপনি আপনার সমস্যাগুলো উপস্থাপন করতেও ভয় পাবেন।

৩) ছাত্রসংসদ বন্ধ, তাই ছাত্রদের কথা বলার কেউ নেই।

৪) ইন্টারমিডিয়েট এর ছাত্রদের নিয়ে এতোটাই ফোকাসড যে অনার্সে পড়া ছাত্রদের তারা কেয়ার করে না। শিক্ষকদের পড়ানোর প্রস্তুতি থাকে ইন্টারমিডিয়েট নির্ভর। অনার্সের জন্য প্রস্তুতি নেয়ার তারা সময় পান না।

৫) কেন্দ্রীয় গ্রন্থাগার ও সেমিনারে বই থাকলেও সেগুলোর উপযোগিতা কম। (গ্রন্থাগারে নতুন বই নেই বললেই চলে, যা আছে সব অন্তত ১০-১৫ বছর আগের। সেখান থেকে আপনি বই নিতে পারবেন বিকেল ৩ টা পর্যন্ত। ৩:৩০ এর মধ্যে বইগুলো আবার ফেরত দিতে হবে। পাঠকক্ষে যায়গা পাবেন না। ১১:৩০ পর্যন্ত আপনি বই নিয়ে ডিপার্টমেন্টেও যেতে পারবেন না কারন তখন ইন্টারমিডিয়েটদের ক্লাস, ১১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত আপনার ক্লাস চলবে, ৩:৩০ এর মধ্যে বইগুলো ফেরত দিতে হবে। বেশিরভাগ ডিপার্টমেন্ট এ বইয়ের শেলফগুলো তালাবদ্ধই থাকে।)

৬) বেশিরভাগ ছাত্র বিষন্নতায় ভুগে।

৭) এখানে ফার্স্ট ইয়ার আর ফোর্থ ইয়ারে স্টুডেন্ট সংখ্যায় বড় একটা পার্থক্য দেখবেন। সেই ছাত্ররা অন্য কোথাও চলে যায় অথবা পড়ালেখা ছেড়ে দেয়। যেটা অন্যান্য কলেজে খুব কমই দেখা যায়।

৮) জিমনেশিয়াম আছে সাথে সেখানে ডাম্বেল নাই, এটা নাই, সেটা নাই, মেশিন নষ্ট এমন অনেক কিছুই আছে।

৯) ক্রীড়া কক্ষে শুধুমাত্র ক্যারম, দাবা ও টেবিল টেনিস খেলতে পারবেন। ১:৩০ এর পর ক্রীড়াকক্ষ এবং জিমনেশিয়াম বন্ধ।

১০) ঐক্যবদ্ধ হয়ে বাহিরে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারলেও কলেজের মধ্যে নিজেদের সাথে হওয়া সমস্যাগুলো সমাধান করতে পারে না ছাত্ররা।

১১) ছাত্রাবাস থাকলেও কলেজ প্রশাসন আপনাকে ছাত্রবাসে যায়গা দিবে না। রাজনৈতিক পরিচয়ে থাকা লাগবে। প্রোগ্রামে যাওয়া বাধ্যতামূলক।

১২) মূলভবন ও ছাত্রাবাসের ভবনগুলো ঝুকিপূর্ণ। ছাদ খসে পড়ে মাঝে মাঝে।

১৩) ক্যাম্পাসে মেয়ে নাই। এটা সম্পর্কে বিস্তারিত বলার প্রয়োজন নাই।

১৪) ঢাকা কলেজের ঐতিহ্য শুধু নামেই। সংস্কৃতি পালন হয় নামে মাত্র। উৎসব পালন করার সক্ষমতা থাকলেও উদ্যোগ নাই।

১৫) মাঠ থাকলেও ব্যাক্তিগত উদ্দ্যোগ ছাড়া আপনি কখনোই খেলাধুলার আয়োজন দেখবেন না।

16/07/2023
16/07/2023

ঠিক এইজন্যই 😩

12/07/2023

ওরা গুন্ডা, অযথাই ঝামেলা করে 😪

10/07/2023

২৫ টাকা কিন্তু কোনো না কোনো ভাবে কাজে লেগে যাচ্ছে...

09/07/2023

তোমার এতো সাহস হইছে কীভাবে?

23/06/2023

যে যে মেয়ে ঈদের ৩ দিনের মধ্যে শাড়ী পড়া ছবি না দিবে, তাদেরকে ব্লক করে আনফ্রেন্ড করে দেবো! 🙂

23/06/2023

একবারই আসে 😷

06/06/2023

😫

©

03/06/2023

ছোটবেলায় যে কেন মাতৃভাষার সুন্দর সুন্দর গালিগুলা শিখলাম না তা নিয়ে এখন আফসোস হচ্ছে।
কোথা থেকে এখন শেখা যাবে জানালে সারাজীবন কৃতজ্ঞ থাকবো 🤧

03/06/2023

ডিপার্টমেন্টে তাদের খোঁজ নিলে যা রেসপন্স আসে: 404

©

02/06/2023

আজকে অনেক কিছু জানার আছে।

প্রথম, ইনকোর্স পরীক্ষার জন্য ভর্তিতে নেয়া হচ্ছে ৪০০ টাকা। আবার ফরম পুরনের সময় নেয়া হয় ৩০০ টাকা যার ২০০ টাকা কলেজে জমা হয় এবং ১০০ টাকা জমা হয় বিশ্ববিদ্যালয় ফান্ডে। প্রশ্ন হচ্ছে একই পরীক্ষার জন্য আলাদাভাবে দুইবার টাকা নেয়া হচ্ছে কেনো? আর ইনকোর্স তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেয় না তাহলে তাদের সেই ১০০ টাকার প্রয়োজন কিসে?

দ্বিতীয়, পরীক্ষায় কেন্দ্র ফি হিসেবে ৭৫০ টাকার মধ্যে কেন্দ্রের জন্য ৪৫০ টাকা এবং কলেজের জন্য ৩০০ টাকা নেয়া হচ্ছে(ব্যাবহারিক এর ফি আলাদা)। যেহেতু আমরা পরীক্ষা দিচ্ছি কেন্দ্রে তাহলে কলেজের জন্য ৩০০ টাকা দিচ্ছি কেনো?

তৃতীয়, পরিবহন ফি নামে প্রতি শিক্ষার্থী হতে নেয়া হচ্ছে ৫০০ টাকা করে যেখানে বেশিরভাগ শিক্ষার্থীকলেজ বাসে যাতায়াত করেই না। তাহলে প্রত্যেকের থেকে পরিবহন ফি রাখার মানে কী?

চতুর্থ, ছাত্রসংসদ ফি হিসেবে নেয়া হচ্ছে ২৫ টাকা করে। ছাত্র সংসদের তো কোনো কার্যক্রম চলমান নেই। ভর্তি হওয়ার পর থেকে দেখে আসছি দরজায় তালা। যদিও ২৫ টাকা খুবই অল্প পরিমান দেখায় কিন্তু ৪ বছর + মাস্টার্স মিলে সব শিক্ষার্থী হিসেব করলে(ইন্টারমিডিয়েট দের বাদ দিলেও) প্রতিবছরে টাকার এমাউন্টটা বড় ই। এই টাকা কলেজ কর্তৃপক্ষ কোথায় ব্যয় করছে?

পঞ্চম, আইসিটি ফি কী জিনিস? যেখানে কলেজের নোটিশগুলোও অনলাইনে পাইনা? অনলাইন ems এর ও কোনো কাজ নেই..

30/05/2023

চিনবে ক্যাম্নে? থাকলে ই না চিনবে 🤦‍♂️

28/05/2023

দুই দিনের দুনিয়া পড়ালেখা কইরা নষ্ট করার মানে নাই

19/05/2023

ছবিটি ইনবক্স করেছেন Mohammad Abdul Azim

19/05/2023

ইউনোহু...

18/05/2023

true


© বাংলাসাহিত্য memeপোস্টিং

17/05/2023

Share if you can relate 🤧

17/05/2023

ক্যাম্পাসে আজকের বৃষ্টি 🥰

17/05/2023

😷

14/05/2023

© Psycho Panda

14/05/2023

মানি নাআআআআ....


©Collected

13/05/2023

🥹

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ক্যাম্পাসে আজকের বৃষ্টি 🥰
তুমি আমার হলে এভাবেই ঘুর্ণিঝড়ের মধ্যে রোমান্স করবো.. 😌
Meme credit : Jahid Hasan Sami
একই দশা 🤝
যাও, যাও..

Website

Address


Dhaka College
Dhaka

Other Nonprofit Organizations in Dhaka (show all)
IEEE BUET Student Branch IEEE BUET Student Branch
Dept Of EEE, BUET
Dhaka, 1000

It is the IEEE Student branch of BUET. IEEE is the world's leading professional association for the advancement of technology. Follow us on Facebook: https://www.facebook.com/IEEE...

HANS HANS
31 Green Corner, Green Road, Dhanmondi
Dhaka, 1205

Run by students. Devoted to AUTISM awareness and members' self-development.

Bangladesh Scouts Bangladesh Scouts
Bangladesh Scouts, National Headquarter, 60, Anjuman Mufidul Islam Road, Kakrail
Dhaka, 1000

Bangladesh Scouts (Bengali: বাংলাদেশ স্কাউট্স) is the national Scouting organization of Bangladesh.

Brac University Business Club - BIZ BEE Brac University Business Club - BIZ BEE
66, Mohakhali
Dhaka, 1212

𝐋𝐞𝐚𝐝 | 𝐄𝐦𝐩𝐨𝐰𝐞𝐫 | 𝐑𝐞𝐝𝐞𝐟𝐢𝐧𝐞 One of the prestigious clubs in Bangladesh #20YearsGlory

CRYSTAL OPEN SCOUTS CRYSTAL OPEN SCOUTS
Crysta
Dhaka, 1000

VOLUNTEERS toward peace! Crystal Open Scouts is a group of young minds in Scouting. Plz like us to s

Jolputul Puppets Jolputul Puppets
197, Judge Goli, New Elephant Road
Dhaka, 1205

Jolputul puppet is a community-based cultural team who play puppet aimed with the entertainment and child development through their stories and activities.

United Nations Youth and Students Association of Bangladesh United Nations Youth and Students Association of Bangladesh
519/A, Road No. 1, Dhanmondi
Dhaka, 1205

Please visit our website for detailed updated information on UNYSAB. For applying, Go www.unysab.org

Samatat Open Scout Group Samatat Open Scout Group
Dhaka, 1205

Samatat Open Scout Group has been one of the most active scout groups of Bangladesh since 1976.

IDB-BISEW IDB-BISEW
IDB Bhaban (4th Floor), E/8-A, Rokeya Sharani, Sher-e-Bangla Nagar
Dhaka, 1207

Transferring Skills to Underprivileged

BRITTO- Social Liability Is Our Inspiration BRITTO- Social Liability Is Our Inspiration
Dhaka, 1216

Britto is a social organization...we help poor and helpless people...come and join with britto

Children's Film Society Bangladesh Children's Film Society Bangladesh
4th Floor, 49/1 Babor Road, Block B, Mohammadpur
Dhaka, 1207

Children's Film Society Bangladesh is a film society totally run by children and young adults. Every