Save Bangladesh Football

Welcome to Save Bangladesh Football,A Bangladeshi Football brand working to uphill local football!

25/11/2023

ফিফা কোয়ালিফাই রাউন্ড ২ এর বংলাদেশের খেলা মাঠে গড়াবে আগামী ২১ মার্চ বাংলাদেশ বনাম ফিলিস্তিনের মধ্যকার ম্যাচ দিয়ে।

ফিলিস্তিন ২১ মার্চের আগে জানুয়ারির ১৪ তারিখে এএফসি এশিয়ান কাপে ইরানের বিপক্ষে এবং ১৮ তারিখে সংযুক্ত আরব আমিরাত ও জানুয়ারি ২৩ তারিখে হংকং এর সাথে ম্যাচ খেলবে। ফিলিস্তিন বাংলাদেশের সাথে মুখোমুখি হওয়ার আগে জানুয়ারি উইন্ডোতে পর্যাপ্ত ম্যাচ পাচ্ছে নিজেদের ঝালিয়ে নেওয়ার।

২১ শে মার্চ বাংলাদেশকে হোম ভেন্যুর সুবিধা কাজে লাগিয়ে ফিলিস্তিন এর বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারলে ষোলকলা পূর্ণ হবে।পয়েন্ট টেবিলের দৌড়ে ঠিকে থাকতে সামনের ম্যাচটিতে জয়ের বিকল্প নেই। বাংলাদেশের ভালো প্রস্তুতি স্বরুপ জানুয়ারির উইন্ডোতে ১-২ টি ম্যাচের আয়োজন করতে হবে। নিজেদের ভুল শুধরানোর সবচেয়ে বড় সুযোগ এই উইন্ডো।

বাংলাদেশকে আসন্ন জানুয়ারির ফিফা উইন্ডোতে যেকোনো মধ্যপ্রাচ্যের দেশের বিপক্ষে খেলা জরুরি। কারণ ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের দেশ যারা একি ধাঁচের খেলা খেলে। যদিও বেশিরভাগ মধ্যপ্রাচ্যের দেশগুলো তখন এএফসি এশিয়ান কাপে খেলায় ব্যস্ত থাকবে।

এক্ষেত্রে ইয়ামেন জাতীয় ফুটবল দল ভালো অপশন হতে পারে কারণ তাঁরা এএফসি এশিয়ান কাপে খেলছে না। তাদেরকে এই উইন্ডোতে ফ্রি পাওয়া যাবে। এছাড়া এই জানুয়ারির ফিফা উইন্ডোতে ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের সাথে খেলা উচিত । মার্চে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য বাংলাদেশ কে সর্বোচ্চ শক্তিমত্তা নিয়ে প্রস্তুত হতে হবে। বাংলাদেশ হোম ভেন্যুতে দারুণ ছন্দে আছে আর এই সুযোগটুকু কাজে লাগিয়ে বাংলাদেশকে অবশ্যই ভালো ফলাফল করতে হবে।

|
|

25/11/2023

ফিফা র‌্যাঙ্কিং এর পুরনো পদ্ধতি যা ২০০৬ থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত আমরা দেখে এসেছিলাম, তা বলবৎ থাকলে বাংলাদেশের অবস্থান আজ ১৮২ এর বদলে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৫ থাকতে পারতো।

বর্তমানে ফিফা তাদের র‌্যাঙ্কিং নির্ধারণে ই,এল,ও পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত এবং এই নিয়মে যে কোন দল র‌্যাঙ্কিংয়ে খুব দ্রুত উন্নতি করতে পারবে না কিংবা পতনও সম্ভব নয় যা আমরা পূর্ববর্তী র‌্যাঙ্কিং পদ্ধতিতে দেখে এসেছিলাম।

২০১৪ এর ডিসেম্বরে ভারতের ফিফা র‌্যাঙ্কিং ছিল ১৭১ এবং ২০১৫ এর জানুয়ারিতেও ঠিক তাই যখন তারা ২০১৮ ফিফা বিশ্বকাপ ও ২০১৯ এএফসি এশিয়া কাপের যুগ্ম বাছাই এর ড্র তে প্রবেশ করেছিল। ২০১৪ এর জানুয়ারিতে তাদের ই,এল,ও র‌্যাঙ্কিং ছিল ১৮১। বর্তমানে যদিও তাদের ফিফা র‌্যাঙ্কিং ১০২ তথাপি ই,এল,ও র‌্যাঙ্কিং মাত্র ১৫২। ২০১৫ এর মার্চ থেকে ২০১৭ এর জুনের ভেতর খেলা ২৩ ম্যাচ থেকে ১৪ জয় ও ২ ড্র তে ২০১৭ সালের জুলাই তে ভারত ইতিহাসে তাদের সেরা ফিফা র‌্যাঙ্কিংয়ে পৌছায়, ৯৬ তে। ফিফা র‌্যাঙ্কিং এর নিয়ম বদলাবার ঠিক আগে আগে ২০১৮ এর জুনে তাদের অবস্থান ছিল ৯৭। ২০১৭ এর জুলাই থেকে ২০১৮ এর ৪র্থ জুনের ভেতর খেলা ৮ ম্যাচ থেকে ৫ জয় ও ২ ড্র তে শীর্ষ একশো এর ভেতর ভারত নিজেদের অবস্থান নিয়ন্ত্রণে সক্ষম হয়।

আমাদের হিসেব অনুযায়ী পুরাতন পদ্ধতিতে বাংলাদেশের বর্তমান ফিফা পয়েন্ট ১৪৭ যা ২০১৮ এর জুন অনুযায়ী ধরলে আমাদের অবস্থান এখন হতে পারতো ১৫৫। আমরা যদি ২০১৫ সালের অক্টোবরের র‌্যাঙ্কিং বিবেচনায় নিই যখন কি না সেই সময়কার বাছাই এর খেলা ঠিক একই জায়গায় ছিল বর্তমানে চলা বাছাইপর্বের মত যেখানে সবগুলো দল গ্রুপে নিজেদের ৪-৫টি করে ম্যাচ শেষ করেছে তাহলে আমরা দেখতে পারবো যে সেই সময়ে ১৫০ পয়েন্ট নিয়ে নিউ ক্যালিডোনিয়া ও ১৪০ পয়েন্ট নিয়ে মরিশাস এর ফিফা র‌্যাঙ্কিং ছিল যথাক্রমে ১৫৪ ও ১৫৫। ২০১৫ এর অক্টোবর থেকে ২০১৮ এর জুনের ভেতর আপনি যে কোন মাসই ধরুন না কেন, ১৪৭ পয়েন্ট নিয়ে কোন দলের অবস্থানই ১৬৫ এর নিচে যাবে না। ১৪৭ পয়েন্ট পেলে ওই সময়ের ভেতর র‌্যাঙ্কিংয়ে গড় অবস্থান থাকতো ১৬১।

এই কথাগুলো বলা হচ্ছে এটা বোঝাতে যে, র‌্যাঙ্কিংয়ে আগের মতো ধুপধাপ উন্নতি করা এখন আর আগের মত সম্ভব হচ্ছে না। র‌্যাঙ্কিংয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এখন কাগজে-কলমে ও মাঠের খেলা অনুযায়ী বাংলাদেশ দলটিকে বিচার করতে হবে। আজ ফিফা র‌্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান ১৮২ তে হলেও আমাদের খেলার ধরণ আমাদের বর্তমান অবস্থানের চাইতেও নিঃসন্দেহে অনেক উঁচুতে।

|
|

25/11/2023

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ও এএফসি এশিয়ান কাপ ২০২৭ এর জয়েন্ট কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডে স্টার পারফরম্যারদের লিস্টে আছেন বাংলাদেশের ওয়ান্ডারবয় শেখ মোরসালিন 🇧🇩

|
|

25/11/2023

ফুটবল পাগল ভাই-স্কুল ফেরত বোন, হয়তো জানা যাবে না কী আলোচনা চলছিলো;কিন্তু এমন গল্পই আমাদের মুখে প্রস্বস্তির হাসি এনে দেয়! ❤️

📸 Ihtisham Kabir

24/11/2023

ডিসেম্বরের ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সাবিনা-কৃষ্ণারা ❗

24/11/2023

ফিরে আসুক হারানো গৌরব ♥️🇧🇩

|
|

24/11/2023

Adorable ❤️
Tariq Kazi 🤝 Jamal Bhuyan 🇧🇩

24/11/2023

আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ছিলো বাংলাদেশের ফুটবলকে জনমানসের কাছে ছড়িয়ে দেয়া। মাত্র একদিনের ব্যবধানে এই ভিডিও ক্লিপটি 1M+ view এবং 1.7k share যা বাংলাদেশের ফুটবলের জন্যে বিরল। বাংলাদেশের ফুটবলকে ভালোবাসার জন্যে আপনাদেরকে ধন্যবাদ। ❤️⚽🇧🇩
একটি স্বপ্ন,একটি দেশ🇧🇩

24/11/2023

সবকিছু ঠিকঠাক থাকলে হাই প্রোফাইল এই কোচকে বাফুফে এলিট একাডেমীতে নিয়োগ দিতে যাচ্ছে বাফুফে।

23/11/2023

এই ছবিটিকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারেন? ❤️

23/11/2023

বোনাস পাচ্ছেন ফুটবলাররা ❗

23/11/2023

আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ ❤️

আমাদের প্রথম স্লটের সব জার্সিই হাতে চলে এসেছে। আগামীকাল থেকে শুরু হবে ডেলিভারি। ইনশাআল্লাহ ২-৩ দিনের মধ্যেই সবাই হাতে পেয়ে যাবেন। 🇧🇩

আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ ❤️

23/11/2023

ইমন, জাফর, সুফিল ও ইব্রাহিম এর এটাকিং ফুটবলের সাথে ডিফেন্সিভ কন্ট্রিবিউশন খুবই ভালো। এরা প্রত্যেকেই বেশ ভারসাটাইল।

বিশেষত সুফিল, যার হাইট খুব বেশি না হলেও লম্বা ডিফেন্ডারদের বিপক্ষে কিভাবে পজিশনিং সহ ডুয়ালে জেতা যায় সেই ট্যাকনিক্যাল বৈশিষ্ট্যগুলো তার আছে। তার হেড ওয়ার্ক খুবই ভালো। স্পেস খুজে অফ দ্য বল রানে প্রতিপক্ষের ডিফেন্স ওপেন আপ করতে রাকিবের মতই সমান পারদর্শী। গেম ইন্টেলিজেন্স বেশ ভালো, অন্ধভাবে বক্সে পাসিং করে না- বেশ দারুণভাবে লো ক্রস কিংবা মাইনাস ডেলিভার করতে পারে। প্রেসিং সহ প্রতিপক্ষের পাসিং লেন বাধাগ্রস্থ করতে পটু। এ সমস্ত কারণে আপফ্রন্টের প্রায় সকল পজিশনেই সে খেলতে পারে। লোকাল খেলোয়াড় হিসেবে ফিনিশিং এ অন্যান্য যে কারও চেয়ে সে এগিয়ে৷

ইমন উইংগার কিংবা ওয়াইড মিডফিল্ডার হিসেবে বেশ ডায়নামিক। দুই পায়েই শ্যুট করতে পারে।

জাফরও ইমনের মতই ডিফেন্ডারদের ক্রমাগত ব্যতিব্যস্ত রাখে। ড্রিবলিং ও ক্রসে বেশ ভালো।

ইব্রাহিম জাতীয় দলের স্কোয়াডে নিয়মিতই আছে। কিন্তু তাকে এখানে উল্লেখের কারণ, তাকে খুব কমই ব্যবহার করা হচ্ছে।

অথচ ট্যাকটিক্যালি বাংলাদেশের খুব সম্ভবত সেরা খেলোয়াড় ইব্রাহিম। উইথ দ্য বলে এবং ডিফেন্সিভ কম্পোজার উচু মানের। এন্টিসিপেশন ও গেম রিডিং অনুযায়ী ডিসিশিন মেকিং ও এক্সিকিউজেশনে কোচদের কাজ অনেক সহজ করে দিতে পারে সে।

মোরসালিনের কাছাকাছি কোন বিকল্প যদি কেউ থাকে তাহলে সে মতিন।

মতিনই সম্ভবত এমন একজন খেলোয়াড়, যাকে টানা বেঞ্চড করে গেলেও খেলার মান কখনও নামে নাই। যখনই নামানো হবে, সে তার খেলাটা দেখিয়ে দিবে- এতটাই ন্যাচারাল এই মতিন। হ্যা এর মানে এই না যে, ক্লাবে তার বেঞ্চে বসা কিংবা তাকে বেঞ্চড করা জায়েজ হয়ে যাচ্ছে।

ড্রিবলিং ও ভিশনারি থ্রু পাস এ মতিন অনবদ্য এটা সবাই জানে। আমাদের যে ধরণের খেলোয়াড় আছে তাতে তাকে উইংগার হিসেবে দেখবার প্রয়োজন নেই কারণ তার ডিফেন্সিভ কাজ খুব ভালো না। এছাড়া যে কোন সেন্ট্রাল রোলের এটাকিং পজিশনে সে খুব ভালো।

নবাবের ব্যাপারে একটাই কথা বলবো- তার ম্যাচ টেম্পারমেন্ট ও কম্পোজার। যার অভাব ইব্রাহিম ছাড়া প্রায় সকল খেলোয়াড়ের ভেতরই আছে কম-বেশি। ড্রিবলিং তো আছেই সেই সাথে তার ফিনিশিং এবিলিটি উচু মানের- বিশেষত যদি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলে। বক্সে জায়গা খুজে নেয়া ও ট্যাপ ইনে সে দুর্দান্ত।

দীপক রায় একজন প্রতিভাবান মিডফিল্ডার,তার বল কন্ট্রোলিং দারুণ। এবং ম্যাচে সুপার সাব হিসেবে কার্যকারি।

হেমন্ত ভিনসেন্ট কে এই শতকে বাংলাদেশের সেরা ট্যালেন্ট বললে অত্যুক্তি হবে না। এবং অন্যান্য বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়দের মত সেও ভুল পথে ধাবিত হয়েছিল। যাই হোক।

ডিফেন্সিভ মিড থেকে উপরে নাম্বার নাইন রোল ছাড়া প্রায় সব রোলেই হেমন্ত খেলতে পারবে। বক্স টু বক্স রোলে জুনিয়র সোহেল খুব সম্ভবত বাংলাদেশের সেরা পারফরম্যান্স দেখিয়েছে লেবাননের বিপক্ষে। তার বিকল্প হিসেবে হেমন্ত খুবই ভালো হবে। ট্যাকনিক্যালি খুবই উচু মানের সে।

|
|

23/11/2023

🚨 TICKET UPDATE❗

যেভাবে সংগ্রহ করতে পারেন আগামী ২৭ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বসুন্ধরা কিংস বনাম মাজিয়া এসআরসির মধ্যকার ম্যাচের টিকিট।

23/11/2023

মোরসালিন একজন এটাকিং মিডফিল্ডার।তার পাসিং,ভিশন,লং রেঞ্জ শ্যুটিং তার মূল অস্ত্র।তার অফ দ্যা বল,অন দ্যা বল মুভমেন্ট ভালো।তার পজিশনিং ভালো। একারণে সে হয়তো স্ট্রাইকার হিসেবে খেলেও জায়গা মত পজিশনে থাকে ডিবক্সে।

কিন্তু সে কখনোই স্ট্রাইকার নয়।ডি বক্সের ভিতরে ফিনিশিং সমস্যা কিংবা টেপ ইন সমস্যা আপনাকে মনে করিয়ে দিবে তার কোয়ালিটির প্লেয়ার এখানে অভ্যস্ত নয় খেলে। এটা পরিষ্কার যে বক্সে মোরসালিনের সীমাবদ্ধতা আছে। নাম্বার নাইন বলি কিংবা বক্স স্ট্রাইকার, এটা একটা স্পেশালাইজড পজিশন। মোরসালিন দূর থেকে শ্যূট করে গোল করতে পটু। বরঞ্চ ভুটান কিংবা লেবানন ম্যাচের ডিবক্সের বাইরে থেকে শট মনে করিয়ে দিবে সে আসলে কোথায় স্বতঃস্ফূর্ত।মোরসালিন শুধু গোল করবে না সে গোল করাবে। মোরসালিন এমন প্রোফাইলের খেলোয়াড় যে ডিফেন্স ও আপফ্রন্টের দারুণ সমন্বয় করতে পারে। তার ভিশন, ক্রিয়েটিভিটি, গেম ইন্টেলিজেন্স উচু মানের। তাকে সেরকম কোন পজিশনে খেলালেই দল সবচেয়ে বেশি উপকৃত হবে।

মোরসালিনের মতো ক্রিয়েটিভ একজন প্লেমেকারকে স্ট্রাইকার হিসেবে খেলিয়ে তার থেকে পাওয়া বেস্ট আউটপুট থেকে বঞ্চিত হওয়া উচিত না।

|
|

23/11/2023

বাংলাদেশ ফুটবল দল 'সালতামামি-২০২৩'
জয় দিয়ে শুরু হয়েছিলো বাংলাদেশ দলের যাত্রা,আর ড্র দিয়েই শেষ হলো ২০২৩। 🇧🇩

|
|

23/11/2023

Yes, we will remember our very own wonderboy Mursalin.🖤

We are always with you. But the most important thing is that you have to work on your finishing touch in the box though you are not a proper number nine.

Remember the Name 7️⃣♥️

23/11/2023

Long way to go ♥️🙌🇧🇩

🎇 When you score a stunning equaliser aged just 1️⃣7️⃣

🇧🇩 Remember the name, Shekh Morsalin!

22/11/2023

Modern Football ✅
Passing Accuracy 💯
Rabiul 🤝 Sohel Rana, a pure class with Tiki-taka and Build-up playing.🔥
If Morsalin could finish it nicely, we may won the game surely!

The team play we cherish for a long long time. But this is just a beginning. So, go ahead Bangladesh and long live. ⚽ 🇧🇩

|
|

22/11/2023

WE BELIEVE 🇧🇩♥️
📸PH Photography

22/11/2023

তপু ফিরছেন আগামী মার্চে! আবারও তারিক-তপুর জুটি দেখা যাবে জাতীয় দলে 🇧🇩 !

|
|

22/11/2023

সামনে জাতীয় দল,পিছনে আমরা! 🇧🇩
এগিয়ে চলো বাংলাদেশ! ❤️

22/11/2023

মোরসালিনের অসাধারণ গোলের সাথে অসংখ্য সঠিক প্রেডিকশন দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ৩ জনের জন্য থাকছে Sports Apparel Design এর পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল দলের অসাধারণ ৩টি জার্সি। অভিনন্দন আপনাদের ❤️

অন্যদিকে যারা সঠিক প্রেডিকশন করেছেন কিন্তু বিজয়ী হতে পারেননি আপনাদের জন্যও অভিনন্দন ও ভালোবাসা৷ একসাথে সবাইকে পুরষ্কৃত করতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

(বিজয়ী ৩ জনকে ইনবক্সে এসে পুরষ্কার বুঝে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে।)

22/11/2023

একজন তারিক কাজীকে কোন বিশেষণে সংজ্ঞায়িত করবেন আপনি❓

লেবাননের বিপক্ষে ম্যাচে এক দুর্দান্ত গোল করে সকলের প্রশংসায় ভাসছেন ওয়ান্ডারবয় শেখ মোরসালিন। তবে সে গোলের মূল রূপকার কে ছিলেন সেদিকে এবার একটু নজর দেওয়া যাক।

ম্যাচে তখন ৭২ তম মিনিটের খেলা চলছিল, ০-১ গোলে পিছিয়ে বাংলাদেশ। লেবানন নিজেদের অর্ধ থেকে একটি থ্রো-ইন লাভ করে। খুব সম্ভবত লেবাননের লেফটব্যাক থ্রো-ইনটি নেন। পরে বলটি যখন লেবাননের এক খেলোয়াড়ের কাছে যায় তারিক কাজী তাকে কড়া মার্কিংয়ে রাখেন এবং ক্রমাগত প্রেস করতে থাকেন। তারিকের ক্রমাগত প্রেসিংয়ে বল রাখতে না পেরে সে খেলোয়াড় ডিফেন্ডারের কাছে দিতে গেলেন ব্যাক পাস এবং সেখানেই করে বসলেন ভুল। বল দিয়ে দিলেন মোরসালিনের পায়ে এবং এরপর বাকিটা শুধুই ম্যাজিক আর ইতিহাস৷

ফিনল্যান্ড থেকে বাংলাদেশ, দিনকে-দিন নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন কাজী সাহেব। বাংলার ফুটবলে এনে দিয়েছেন এক নতুন জাগরণ।

তাই বলতেই হয়, "ধরার ধুলিতে যেমনে করে ফাগুন আসে, ঠিক তেমনই তারিক কাজীদের প্রাণের ছোঁয়ায় ফের ফাগুন আসুক বাংলার ফুটবলে।" ❤️🇧🇩

22/11/2023

আগের থেকে অনেকটা উন্নত ফুটবল খেলছে বাংলাদেশ। লেবাননের সাথে আধিপত্য বিস্তার করেই খেলেছে দলটি। নিজেদের মাঠে অপ্রতিরোধ্য বাংলাদেশ ফুটবল দল।

|
|

22/11/2023

He showed a rock solid defensive performance last night 🔥

|
|

22/11/2023

What a great day for Bangladesh Football! ⚡
Remember, We were there 🇧🇩
Video Courtesy- Imtiaz Ahammed Farazi

|
|

22/11/2023

এখানেই আমরা,এখানেই আমাদের পরিচয়। কেও টগবগে যুবক,কেও মধ্যবয়সী ফুটবল প্রেমিক, কেও বা আবেগী কিশোর!

আমাদের লালিত স্বপ্ন বাংলাদেশ ফুটবলের বিশ্বে পরিচয়৷ একটি দেশ,একটি স্বপ্ন! 🇧🇩

|
|

21/11/2023

Shohel Rana appreciation post 🇧🇩❤️

|
|

21/11/2023

চতুর্দিকে ফুটবলের রব উঠেছে, সময় এখন বাংলাদেশ ফুটবলের⚽🇧🇩

21/11/2023

We were there for you,we are there for you,we shall be there for you! 🇧🇩

|
|

21/11/2023

ফুটবলের প্রতি গণমানুষের প্রেম যে এখনো ফুরিয়ে যায়নি তার প্রমাণ আজকের মাঠভর্তি গ্যালারি এবং মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। অস্ট্রেলিয়া বিপর্যয় ছাড়া বাংলাদেশ ফুটবল দল বিগত ম্যাচগুলোতে ভালো খেলছে, আন্তর্জাতিক মানের গোল করছে।
আর এভাবেই বাংলাদেশ ফুটবল দল তার হারানো গৌরব ফিরে পাবে।

21/11/2023

আজকে ঘুরে দাঁড়ানোর নায়ক মোরসালিনের কন্ঠে প্রত্যয় সামনে আরো ভালো করার!

21/11/2023

বাংলাদেশের খেলা নিয়ে খুশি কোচ,কিন্তু নেক্সট রাউন্ডের জন্য উচ্চাকাঙ্ক্ষা ধারণ করতে চান তিনি!

|
|

21/11/2023

আরো একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ‌ 🇧🇩!

|
|

21/11/2023

বিদ্রোহী X Shekh Morsalin 🔥

21/11/2023

Siiiiuuuuuuuu! 🙅‍♂️

21/11/2023

মোরসালিনের অসাধারণ গোলে বাঁধভাঙ্গা উল্লাস কিংস এরিনায়! ❤️

21/11/2023

WE BELIEVE! 🇧🇩

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

What a team play ⚽ 🇧🇩
What a great day for Bangladesh Football! ⚡Remember, We were there 🇧🇩Video Courtesy- Imtiaz Ahammed Farazi #One_Nation |...
We were there for you,we are there for you,we shall be there for you! 🇧🇩
মোরসালিনের অসাধারণ গোলে বাঁধভাঙ্গা উল্লাস কিংস এরিনায়! ❤️
আমার সোনার বাংলা🇧🇩 আমি তোমায় ভালোবাসি  #One_Nation | #One_Dream #Road_to_2026 | #Save_Bangladesh_Football
We are on ♥️🇧🇩
On the Way 🇧🇩🔥
আমার দেশ, তোমার দেশ। বাংলাদেশ, বাংলাদেশ। 🇧🇩
The Kings Arena is getting ready for tomorrow's battle. ⚔️🥶
আমার সোনার বাংলা🇧🇩আমি তোমায় ভালোবাসি #One_Nation | #One_Dream#Road_to_2026 | #Save_Bangladesh_Football
Fantastic atmosphere! #One_Nation | #One_Dream#Road_to_2026 | #Save_Bangladesh_Footbal
Warm up🔥🇧🇩

Website

Address


Dhaka

Other Media/News Companies in Dhaka (show all)
Daily Naya Diganta Daily Naya Diganta
1, R K Mission Road (4th Floor)
Dhaka, 1203

Official Fan Page of Daily Naya Diganta, One of the Largest popular daily News Paper in Bangladesh.

Neer Entertainment Neer Entertainment
Dhaka

Tv program,single drama, drama, serial, short film, Art film, Commercial film makers...

EBarta24 (ইবার্তা24) EBarta24 (ইবার্তা24)
Dhanmondi
Dhaka, 1212

■ ইবার্তা টুয়েন্টিফোর ডটকম, Online Newspaper, eBart

www.Apurbo.com www.Apurbo.com
House 50, Road 1, Block I, Banani
Dhaka, 1213

Apurbo.com is a 12 Years Renown Modeling and Photography Company. Be fan of this page and get Update

Queen Pori Queen Pori
Mohammadpur
Dhaka

Please Like Comment & Share

Cricklive24.com Cricklive24.com
Mirpur 2, Dhaka
Dhaka, 1216

সবার আগে সর্বশেষ খেলার আপডেট পেতে আমা?

Bdjobs.com Ltd. Bdjobs.com Ltd.
Bdjobs. Com Ltd. 8th Floor/West BDBL Building (Old BSRS) 12 Karwan Bazar Dhaka
Dhaka, 1215

Bdjobs.com is the first and popular job searching news portal in Bangladesh.

Protik Communication Protik Communication
Naya Paltan
Dhaka, 1000

Keep Ahead with creative Advertisement

techzoom24.com techzoom24.com
11/A Tallabag, Sobhanbag
Dhaka, 1207

http://www.techzoom24.com | Making Sense of Technology Largest and Most Popular Online Technology Newspaper In Bangladesh. The country's first Technology online newspaper [both Ba...

Daily Short News Feed - DSNF Daily Short News Feed - DSNF
Al Qairawani Al Wizarat
Dhaka, 12626

Informative power is more critical than nuclear power.

Bollywood gossip Bollywood gossip
Dhaka

An Entertainment Page Based On Bollywood Gossip

Crime Tribune-ক্রাইম ট্রিবিউন Crime Tribune-ক্রাইম ট্রিবিউন
Dhaka, 1207

Crime Tribune is an online base bangla News portal to provide news articles and features content usi