Akash Packing Machineries
We sell all kinds of Sealing, Filing, Packing Machines and small parts.
আমি একজন সেলস ম্যান!
# আপনি কি আপনার পণ্যকে দৃষ্টিনন্দন করতে চান? # আপনি কি আপনার সেল দ্বিগুন বাড়াতে চান?? তাহলে আর দেরি কেনো? Akash Packing Machineries এ আসুন, ভিজিট করুন। আপনার প্রয়োজনীয় মেশিন ও এক্সেসরিজ কিনে আপনার পণ্যকে সাজান।
যোগাযোগ : ০১৭৮৭০৩৯৭৪২
মিরপুর ১০, ঢাকা।
মোঃ মজিবুর রহমান আকাশ।
ম্যানুয়াল ব্যাচ কোডিং মেশিন সেটিং :
# আমি কিভাবে উদ্যোক্তা হলাম : সংযুক্ত ভিডিওতে আমার উদ্যোক্তা হবার গল্প বলা আছে!
আমার কর্ম জীবনে পদার্পন ১৯৯৩ সালে, বেতন ২২০০/। শ্রমিক নির্যাতনের চরম সময়কাল! কথায় কথায় উপরস্ত দ্বারা নিম্নস্তরের শ্রমিকরা নির্যাতিত - লাঞ্চিত হতে হতো!! মা - বাবা তুলে গালি - বকা ছিলো নিত্য দিনের সঙ্গী! মহিলা শ্রমিকদের মালিক পক্ষকে তাদের মনোরঞ্জনে সময় দিতে হতো!
# ধীরে ধীরে জুলুম অত্যাচারের মাত্রা কমতে শুরু করলো সোশ্যাল কমপ্লেয়ায়েন্স ও শ্রমিক ফেডারেশন চালু হবার কারণে।
# সুপারভাইজার থেকে শুরু করে জেনারেল ম্যানেজার পর্যন্ত কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। ২০ বছর মাল্টিন্যাশনাল ও ৮ বছর কর্পোরেট জি এম হিসেবে কাজ করেছি। এই দীর্ঘ ২৮ বছরে কোটিপতি থেকে ভিখারী হতে দেখেছি আবার ভিখারী থেকে কোটিপতি হতে দেখেছি।
# কোভিট ১৯ এর প্রকোপে শ্রমিক ছাটাইয়ের দ্বিতীয় ধাপে আমিও কোনোপ্রকার নোটিশ ছাড়া ক্ষতিগ্রস্থ হই!
এরপর শুরু হলো নিজের ভিতরে বিপ্লব!
# তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম আমি আর চাকরী করবোনা, নিজে ব্যবসা করবো। চিন্তাকে কাজে পরিণত করলাম, জার প্রথম আবিষ্কার "Brothers Packing Machineries" এরপর "Akash Packing Machineries "
# চাকরী করবোনা - চাকরী দেবো #
# বর্তমান আমি :
🌹মোঃ মজিবুর রহমান আকাশ।
🌹ব্যবস্থাপনা পরিচালক।
🌹আকাশ প্যাকিং মেশিনারিজ।
🌹বর্তমান ঠিকানা : মিরপুর, ঢাকা।
❤️ শোরুম :
আখন্ড টাওয়ার, দোতলায়,
ফল পট্টি, গোল চত্বর
মিরপুর ১০, ঢাকা।
মোবাইল :০১৭৮৭০৩৯৭৪২
👌 আজকের সাবজেক্ট বিউটিকুইন :
সম্মানিত পাঠক ভাই ও বোনেরা, আচ্ছালামু আলাইকুম।
👱♂️আপনাদের কৈশোর কোথায় কেটেছে জানিনা, তবে আমার কেটেছে গ্রামে। বিদ্যুৎ ছিলোনা, হ্যাযাক লাইট এর আলোতে অনুষ্ঠান হতো। কনে দেখা, সভা, জারিগান, যাত্রাপালা এসবকিছু হতো হ্যাযাক লাইটের আলোতে। তবে বিশেষ বড় কোনো অনুষ্ঠান হলে জেনারেটর এর ব্যবস্থা করা হতো।
🧑🦱পাত্রপক্ষ কনে দেখতে আসলে - বাড়ির কিংবা পাশের বাড়ির ভালো সাজাতে জানে এরকম কাউকে এনে কনেকে সাজানো হতো। উদ্দেশ্য কনেকে যাতে পাত্রপক্ষ পছন্দ করেন। এভাবেই গ্রাম -গঞ্জের কনে সাজ হতো।
🤷♀️বিনোদনের মাধ্যম ছিলো যাত্রাপালা🤷 ও জারিগান। আর এগুলো উদযাপন হতো রাত্রিবেলা। জারিগান হতো নারী ও পুরুষ বয়াতিদের নিয়ে। নারী ছাড়া জারিগান হতোনা। নারী বয়াতি মেকাপ করে রাতের পরি বা বিউটিকুইন সেজে স্টেজে উঠতেন। পালা হতো নারী -পুরুষ, হিন্দু -মুসলিম, শরীয়ত - মারুফত নিয়ে।
👰জারিগান : প্রথমে বিসমিল্লাহ বলে গান করিব শুরু - অনাথেরো নাতগো আল্লাহ দোয়া করো গুরু। আহাগুরু কল্পতরু,,,,,,,, আমি ভরিয়াছি অচল ভরা আমায় করো পার। এভাবে গান গেয়ে একে অপরকে রাখতেন প্রশ্ন পর্ব। পরের বয়াতি এসে,,,,, শুরু করলেন - দিবানিশি ভাবি মনে - গান করি কেবা শুনে, সব নিয়েছে মাইয়ার গানে - মোর গানে নাই সমাদর,,,,,। তারপর প্রশ্নের উত্তর ও প্রশ্ন রাখা।
🤹♀️যাত্রাপালা : হৈ হৈ কান্ড আর রৈ রৈ বেপার,,,,, আসিয়েছে আসিয়াছে,, বাংলার বিখ্যাত ও সর্বশ্রেষ্ঠ, নারী -পুরুষ সম্বলিত (.....) যাত্রাপালা,,,,। আজকের যে পালাটি মঞ্চস্থ করা হবে - তার নাম " বেত কন্যা "।
প্রতিটা যাত্রা দলে নায়িকা, সাইড নায়িকা, কূটনী ও নর্তকী মিলে ৮-১০ জন নারী থাকতেন।
🤹পালা সাধারণত শুরু হতো রাত ১০-১১ টার পর। শুরুতে কনসার্ট বাজানো হতো প্রায় ৩০-৪০ মিনিট। আর এই সময় ধরে চলতো সজ্জা পর্ব। তারপর জাতীয় সংগীত। আর জাতীয় সংগীত গাইতেন সব নানীরা মিলে। এখানে প্রত্যেক 🧏নারীকে মনে হতো বিউটিকুইন।
দিনের আলোতে যারা যারা ওই সকল নারীদের দেখেছেন - একমাত্র তারাই বলতে পারবেন আসলে তারা দেখতে কেমন ছিলেন।
যে কারণে আজকের লেখায় বিউটিকুইন👩🦳 শব্দটি ব্যবহার করেছি এবার সেই কারণটি বলবো: আপনারা যারা👩❤️👨 মধু, ঘি, তৈল, মসলা, হারবাল উপাদান, অর্গানিক উপাদান, চা পাতা নিয়ে, অর্থাৎ - দানাদার, পাউডার ও তরল উপাদান নিয়ে কাজ করছেন এখন তারাই বলুন কেনো আজকের লেখার শুরুতে "বিউটিকুইন" শব্দটা ব্যবহার করেছি!
👉প্রথমে দর্শনধারী - তারপর গুন বিচারী।
আপনার পণ্যকে ক্রেতা সাধারণের সামনে সুদৃশ্যমান করে উপস্থাপন করতে পারলে আপনার বিক্রি ৫০-৬০ শতাংশ বেড়ে যাবে আর এ থেকে আপনি আরো আরো উদ্দীপনা নিয়ে কাজ করতে পারবেন।
✋আপনার পণ্যকে দর্শনীয় করতে আমার কাছে যাবতীয় মেশিন ও এক্সেসরিস পাওয়া যায়।
যোগাযোগ : ০১৭৮৭০৩৯৭৪২
Mozibur Rahman Akash
Akash Packing Machineries
মিরপুর, ঢাকা।
আচ্ছালামু আলাইকুম।
আপনার পণ্য প্যাকেটজাত করে বিক্রি করতে এই অটো সিলার মেশিন ব্যবহার করুন।
যোগাযোগ :০১৭৮৭০৩৯৭৪২
Akash Packing Machineries
Mozibur Rahman Akash
মিরপুর, ঢাকা।
❤️আচ্ছালামু আলাইকুম❤️
🌹"আকাশ প্যাকিং মেশিনারিজ" এর পক্ষ থেকে সম্মানিত ক্রেতাসাধরনকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
🌹'পরিচয় একদিনের, সম্পর্ক সারা জীবনের!
🌹'প্রোডাক্ট যদি ভাল হয়, একদিনের পরিচিত কাস্টমার হয়ে যায় সারা জীবনের পরিচিত একজন শুভাকাঙ্ক্ষী।
🌹প্রোডাক্ট ভালো হলে, রিপিট কাস্টমারের সাথে উদ্যোক্তার পথ চলা হয় দীর্ঘস্থায়ী।
🌹পন্য বিক্রি করাই শুধু উদ্দেশ্যে নয়,
বিশ্বাস অর্জন করাই মুল।
🌹"সততা আমাদের মূলধন "
🌹আমি পণ্য নয় -বিশ্বাস বিক্রি করি।
🌹🌹 সস্তায় পণ্য কিনে - বস্তায় বন্দি হবেননা।
🌹কম দামে খারাপ মাল বিক্রি কোন ক্রেডিট নয় বরং উপযুক্ত দামে মানসম্মত কোন মাল বিক্রি করাই ক্রেডিট।❤🌹🌹🤝।
👌Akash Packing Machineries এ আপনি পাচ্ছেনঃ
➤ কন্টিনিউয়াস ইন্ডাকশন সিলার
➤ কন্টিনিউয়াস স্রিংকেইজ র্যাপিং
➤ লেবেলিং মেশিন
➤ অটো ওয়েট মেশিন
¤ ইনজেক্ট ডেটকোড প্রিন্টার।
¤ লিকুইড মিক্সার মেশিন।
¤ কন্টিনিউয়াস সিলার।
¤ টেবিল সিলার।
¤ হ্যান্ড সিলার।
¤ প্লাস্টিক বোতল ক্যাপিং মেশিন।
¤ কাচের বোতল ক্যাপিং মেশিন।
¤ টিনের কৌটার মুখ আটকানোর মেশিন।
¤ কাচের বোতলের ক্রাউন ক্যাপ আটকানোর মেশিন।
¤ মবিল বোতলের ক্যাপ আটকানোর মেশিন।
¤ ফয়েল সিলিং মেশিন
¤ কাপ সিলিং মেশিন।
¤ লিকুইড ফিলিং মেশিন।
¤ হট গান মেশিন।
¤ রিবন ডেট কোড মেশিন।
¤ পপকর্ন ভাজার মেশিন।
¤ মাছ -মাংস কাটার মেশিন।
¤ বস্তা সেলাই এর মেশিন ।
★ চানাচুর প্যাকিং মেশিন।
★ চিপস প্যাকিং মেশিন।
★ চা পাতা প্যাকিং মেশিন।
★ ডিটারজেন্ট প্যাকিং মেশিন।
★ চাউল প্যাকিং মেশিন।
★ ডাল প্যাকিং মেশিন।
★ সুজি প্যাকিং মেশিন।
★ আটা / ময়দা প্যাকিং মেশিন।
★ ঝালমুড়ি প্যাকিং মেশিন।
★ ডাল ভাজা প্যাকিং মেশিন।
★ ট্যাং প্যাকিং মেশিন।
★ স্যালাইন প্যাকিং মেশিন।
★ সস্ প্যাকিং মেশিন।
★ চাটনী প্যাকিং মেশিন।
★ শ্যাম্পু প্যাকিং মেশিন।
★ হলুদ প্যাকিং মেশিন।
★ মরিচ প্যাকিং মেশিন।
★ ধনিয়া প্যাকিং মেশিন।
★ দুধ প্যাকিং মেশিন।
★ মেডিসিন প্যাকিং মেশিন।
★ বিস্কুট প্যাকিং মেশিন।
★ রুটি প্যাকিং মেশিন।
★ বাটার বান প্যাকিং মেশিন।
★ ড্রাই কেক প্যাকিং মেশিন।
★ ম্যাংগো বার প্যাকিং মেশিন।
★ পিনাট বার প্যাকিংমেশিন
★ কেক প্যাকিং মেশিন।
★ চকলেট প্যাকিংমেশিন।
★ ক্যান্ডি প্যাকিং মেশিন।
★ সাবান প্যাকিং মেশিন।
★ আইসপপ প্যাকিং মেশিন।
★ রোবো প্যাকিং মেশিন।
★ আচার মিক্সার মেশিন।
★ জুস মিক্সার মেশিন
★ ট্যাং মিক্সার মেশিন ।
★ ডেটকোড মেশিন।
★ বোতল ফিলিং মেশিন।
★ এস এস ক্রাশার।
★ লিকুইড মিক্সার মেশিন।
বিস্তারিত জানতে প্রয়োজনে যোগাযোগ করুন,
01787039742
01711732224
👌Page: Akash Packing Machineries
👌YouTube:Akash Packing Machineries
🌹মো :মজিবুর রহমান আকাশ।
🌹ব্যাবস্হাপনা পরিচালক,
🌹আকাশ প্যাকিং মেশিনারিজ।
🌹জীবনে সফলতা না পাবার জন্য আমরা ভাগ্যকে দায়ী করে থাকি, কর্মকে নয়!! আসলে এটাও ভুল। ভাগ্যকে সাজানোর জন্য কর্ম না করলে সফলতা এমনি এমনি আসবেনা।
🌹ভাগ্যের পরিবর্তন আনতে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে চলবেনা। কখনো দৌঁড়াতে হবে, কখনো হাঁটতে হবে, আবার কখনো থেমে যেতে হবে। আবার কখনো কিছুটা পিছনে হেটেও আবার শুরু করা লাগতে পারে।
🌹কখনো হোঁচট খেতে পারেন, আবার পরেও যেতে পারেন, কিন্তু বিচলিত হলে চলবেনা। পরে গিয়ে - আবার উঠে দাঁড়াতে হবে। সংকল্প করতে হবে - আমি পারবো -আমাকে পারতেই হবে।
🌹আপনার আছে প্রচন্ড ইচ্ছা শক্তি, আর সকলের সন্মিলিত ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বকে জয় করা সম্ভব।
🌹লক্ষ্যে পৌছতে হলে প্রথমে দরকার একটা বড় ধরনের পরিকল্পনা। পরিকল্পনাকে বাস্তবায়ন করতে নানামুখী ছক করতে হবে। ছককে ধরে ধরে নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলো করে ফেলতে হবে। অগ্রগতি পর্যবেক্ষণ করে কোনো পরিবর্তন / শংশোধন লাগলে করে ফেলুন। মনে রাখবেন - সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা। সময় মানে মূল্য - আর মূল্য মানে টাকা।
🌹লক্ষ্য স্থির থাকলে ও কর্ম পরিকল্পনা অনুযায়ী এগোলে সফলতা নিশ্চিত।❤️ " স্বপ্ন দেখুন -সাহস করুন, শুরু করুন - লেগে থাকুন,❤️,,, সফলতা আসবেই ইনশাআল্লাহ।
ধৈর্য্য ধরে দুসময়কে পার করতে হবে। মনোবল হারালে চলবেনা। মা - বাবার দোয়া ও ভালোবাসা সাথে রাখতে হবে। তাহলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন আপনার লক্ষ্যে পৌছতে।
শুধু মাত্র একটি বিষয়ে মনোনিবেশ না করে - একের অধীক বিষয়ের উপর কাজ করুন। যেগুলো ক্লিক করবে ফাইনালি সেটার উপর বেশী ফোকাস করুন।
পরিকল্পনা মাফিক কর্ম করুন - কর্মই আপনার লক্ষ্যে পৌঁছে দেবে ইনশাআল্লাহ।
মোঃ মজিবুর রহমান আকাশ।
মিরপুর, ঢাকা।
যোগাযোগ :০১৭৮৭০৩৯৭৪২
যোগাযোগ :০১৭৮৭০৩৯৭৪২
🌹 আমি শয়তানের কুমন্ত্রণার হাত থেকে আশ্রয় প্রার্থনা করে পরম করুনাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
🌹আজকের লেখার বিষয় "শিক্ষা "🌹
# শিক্ষার ৩ টি স্তর : ১) মায়ের কোল,২) বিদ্যালয়, ৩) পরিবেশ।
#:মায়ের কোল : মাতৃগর্ভ, স্থানগত পরিবেশ ও মায়ের স্বভাবগত বৈশিষ্ট এর উপর ভিত্তি করে শিশুর জন্মগত
শিক্ষা নিয়ে পৃথিবীতে আগমন ঘটে। পৃথিবীর আলো বাতাসে এসে মা, বাবা ও ওই সংসারের সকলের কোল, স্পর্শ, বলা, করা এগুলোকে ফলো করে শিশুর মনোস্তাত্তিক ও আচরণগত শিক্ষা তৈরী হয়।
মা দিয়ে শুরু করে ধীরে ধীরে আরোকিছু শব্দ মায়ের কোলে থেকে শিখে ফেলে। তার পর আদর্শলিপি থেকে কিছু কিছু বর্ণ দিয়ে আক্ষরিক শিক্ষা শুরু হয়।
# বিদ্যালয় : আক্ষরিক শিক্ষার প্রথম বর্ণ "অ" আর এখান থেকেই সুশিক্ষা ও কুশিক্ষার উৎপত্তি!!
🌹প্রিয় পাঠক, একটু আশ্চর্য হয়েছেন তাইনা? তাহলে আসুন মূল কথায়,
# "অ" = অসৎ সংঙ্গ ত্যাগ করো। (সেকালের )
# "অ" = অজগরটি আসছে তেড়ে। (একালের )
একটু ভাবুন : সেকালের শিক্ষা ছিলো আদর্শীক শিক্ষা। আর একালের শিক্ষা একটা হিংস্র প্রাণীর ভয় দিয়ে!!
# দুধের ভিতর পানি মিশ্রণ ও সর্ণের গহনায় তামার মিশ্রণ!! এগুলো শিখাতে হবে কিংবা বানরকে তৈলাক্ত বাঁশ বাইতে হবে এমন কোনো প্রয়োজন আছেকি??
এইধরনের চুরি বিদ্যা না শিখিয়ে আরো ভালো কোনো শিখালেকি হতোনা?!
#পরিবেশ : শিশুর জন্মস্থান, বিদ্যালয় ও প্রতিদিনের যাতায়াত এই সকল স্থানের পরিবেশ কেমন, কাদের সাথে মিশে, তারা উন্নত চিত্তের মানুষ কিনা? শু ও কু এই দুইয়ের কোনটা গ্রহণ করছেন এটা মূল বিষয়।
# ধরে নিলাম শুশিক্ষায় শিক্ষিত হলেন! এবার চাকুরী অথবা ব্যবসা করবেন,
# চাকুরী: কোথায় চাকুরী? কে দিবে চাকুরী? ঘুষ না দিয়ে চাকুরী? আদৌ কি সম্ভব?? না।
চাকুরী পেলেন, তারপর আপনি কি করবেন? আপনিও ঘুষ খাবেন!! আরকি!!
# হতাশ জাতি!! কি চাইলাম আর কি পেলাম!!??!!
#ব্যবসা : এখানেই কিছুটা আশার আলো! শুশিক্ষাকে কাজে লাগিয়ে আমরা সহজে অর্গানিক প্রোডাক্ট নিয়া কাজ করতে পারি। তাই আমি প্যাকিং, ফিলিং ও সিলিং মেশিনারিজ নিয়া কাজ করছি।
# প্রিয় পাঠক : অতি সংক্ষেপে জাতির মেরুদন্ড শিক্ষাকে নিয়া মাত্র কয়েক লাইনের মদ্ধে সীমাবদ্ধ রেখে শেষ করলাম!! সামগ্রিক অর্থে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোর পরিবর্তন না আনলে আল্লাহ, নবীর নির্দেশ, আদর্শ ভুলে খারেজি আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করবো ন্যায়ের বিপক্ষে!! জাতি পরিচালিত হবে বিজাতীয় তত্ত্বে!!
মোঃ মজিবুর রহমান আকাশ
ব্যবস্থাপনা পরিচালক
Akash Packing Machineries
মিরপুর, ঢাকা।
মোবাইল :০১৭৮৭০৩৯৭৪২
আলহামদুলিল্লাহ! অপারেশন সাকসেসফুল।
যারা দোয়া করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
🌹আচ্ছালামু আলাইকুম। 🌹
আজকের আমার একটা অপারেশন হবে! সকলের কাছে দোয়ার দরখাস্ত রইলো।
🌹জীবনে সফলতা না পাবার জন্য আমরা ভাগ্যকে দায়ী করে থাকি, কর্মকে নয়!! আসলে এটাও ভুল। ভাগ্যকে সাজানোর জন্য কর্ম না করলে সফলতা এমনি এমনি আসবেনা।
🌹ভাগ্যের পরিবর্তন আনতে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে চলবেনা। কখনো দৌঁড়াতে হবে, কখনো হাঁটতে হবে, আবার কখনো থেমে যেতে হবে। আবার কখনো কিছুটা পিছনে হেটেও আবার শুরু করা লাগতে পারে।
🌹কখনো হোঁচট খেতে পারেন, আবার পরেও যেতে পারেন, কিন্তু বিচলিত হলে চলবেনা। পরে গিয়ে - আবার উঠে দাঁড়াতে হবে। সংকল্প করতে হবে - আমি পারবো -আমাকে পারতেই হবে।
🌹আপনার আছে প্রচন্ড ইচ্ছা শক্তি, আর সকলের সন্মিলিত ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বকে জয় করা সম্ভব।
🌹লক্ষ্যে পৌছতে হলে প্রথমে দরকার একটা বড় ধরনের পরিকল্পনা। পরিকল্পনাকে বাস্তবায়ন করতে নানামুখী ছক করতে হবে। ছককে ধরে ধরে নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলো করে ফেলতে হবে। অগ্রগতি পর্যবেক্ষণ করে কোনো পরিবর্তন / শংশোধন লাগলে করে ফেলুন। মনে রাখবেন - সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা। সময় মানে মূল্য - আর মূল্য মানে টাকা।
🌹লক্ষ্য স্থির থাকলে ও কর্ম পরিকল্পনা অনুযায়ী এগোলে সফলতা নিশ্চিত।❤️ " স্বপ্ন দেখুন -সাহস করুন, শুরু করুন - লেগে থাকুন,❤️,,, সফলতা আসবেই ইনশাআল্লাহ।
ধৈর্য্য ধরে দুসময়কে পার করতে হবে। মনোবল হারালে চলবেনা। মা - বাবার দোয়া ও ভালোবাসা সাথে রাখতে হবে। তাহলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন আপনার লক্ষ্যে পৌছতে।
শুধু মাত্র একটি বিষয়ে মনোনিবেশ না করে - একের অধীক বিষয়ের উপর কাজ করুন। যেগুলো ক্লিক করবে ফাইনালি সেটার উপর বেশী ফোকাস করুন।
পরিকল্পনা মাফিক কর্ম করুন - কর্মই আপনার লক্ষ্যে পৌঁছে দেবে ইনশাআল্লাহ।
মোঃ মজিবুর রহমান আকাশ।
মিরপুর, ঢাকা।
যোগাযোগ :০১৭৮৭০৩৯৭৪২
Akash Packing Machineries
# কাঁচায় না নোয়ালে বাঁশ - পাকলে করে ঠাস ঠাস #
🌹আমি করিতে পারিনা কাজ,
🌹সদা ভয় সদা লাজ,
🌹সংশয়ে সংকল্প সদা টলে -
🌹পাছে লোকে কিছু বলে!
# হ্যাঁ, আমি আমার জীবনের কথা বলছি - আমার অতীতের কথা বলছি।
# আমার জীবনের গল্প - আছে বাকি অল্প। আমার জীবনের গল্পে অনেক ভালো- মন্দ, আনন্দ - বেদনার কথা লিখেছি। আজ মনে হলো আরো কিছু স্মৃতি কথা লেখা উচিত ছিলো। তাই আজ ওই না বলা কথা থেকে একটা কথা লিখছি।
# আমাকে একটা স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতীথি করা হবে এ নিয়ে স্কুল পরিচালনা কমিটির মিটিং চলছে, ওই মিটিং এ স্কুলের বাংলার শিক্ষক বললেন - ও কবিতা দিয়ে বক্তৃতা শুরু করে এটা আমার ভালো লাগেনা! তার চেয়ে ভালো হয় ওর বড় ভাইকে আনেন। কিন্তু ওই মিটিং এ আমাকেই আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়।
!! বাংলার শিক্ষক - কবিতা দিয়ে বক্তৃতা শুরু করি, তাই আমাকে পছন্দ হয়না!! আপনারাই বলুন, এটা কি কবিতা না আমাকে পছন্দ না করার অজুহাত? কবিতা দিয়ে বক্তৃতা শুরু করি, লোকে পছন্দ করেন, আমার গ্রহণযোগ্যতা বাড়ছে এটাই মূল কারণ!!পরশ্রীকাতরতা ছাড়া আর কিছু নয়। অন্যের ভালো না দেখতে পারাটাই মূল কারণ। এটা একধরণের হিনমন্যতার পরিচয়।
# আমি আর কোনো উদাহরণ এ না গিয়ে আমার লেখার মূল কারণে ফিরে গেলাম।
🌹আপনি যা কিছুই করতে যাবেন, আপনার পিছনে সমালোচনা করার অনেক লোক থাকবে, আপনাকে দিয়ে হবেনা, আপনি পারবেননা! মানে হলো - আপনাকে করতে দিবেনা। নিরুৎসাহিত করা হবে।
ইমোতাবস্থায় আপনি কি করবেন? সোজা এবং ফাইনাল কথা - এগুলোতে কোনোপ্রকার কান না দিয়ে আপনি যা ভাবছেন- তাই করবেন। পাছে লোকে কিছু বলে না ভেবে একটা সুন্দর পরিকল্পনা করে এগিয়ে যান। 🌹স্বপ্ন দেখুন - সাহস করুন, শুরু করুন - লেগে থাকুন । ইনশাআল্লাহ সফলতা আসবেই।🌹
# আবার দেখবেন আপনি সফল হলে ওই শ্রেণীর লোকগুলোই আপনার পাশে ঘুর ঘুর করবে - বলতে থাকবে আপনার জন্য অনেক দোয়া করেছি, আমি আপনার বাবার ডান হাত ছিলাম, আমি এটা করেছি, ওটা করেছি,,,,! আপনাকে এ ধরনের লোক থেকে সব সময় সাবধানী হতে হবে। ওরা সমাজের কীট! আপনাকে শুরু করতে দিবেনা - আবার পিছনে টেনে নামাতে সর্বদা সচেষ্ট থাকবে।
# নিজের সিদ্ধান্তে অটল থাকুন, পরিকল্পনা মাফিক কাজ করুন। ৯-৫ টা ভুলে গিয়ে ৪-৫ বছর নিরলস পরিশ্রম করুন - দেখবেন, সফলতা আপনার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। হাল ছাড়া যাবেনা, থেমে যাওয়া চলবেনা। এবার আর একটি নতুন কাজে হাত দেন - দেখবেন, টাকা আপনার পিছনে দৌড়াচ্ছে।
# মনে রাখবেন - সময়ের এক ফোঁড় - অসময়ের নয় ফোঁড়কে রক্ষা করে #
🌹ধন্যবাদ 🌹
মোঃ মজিবুর রহমান আকাশ।
Akash Packing Machineries
যোগাযোগ :০১৭৮৭০৩৯৭৪২
আগে দর্শনধারী - তারপর গুনবিচারী।
আপনার পণ্যকে সুদৃশ্যমান করতে আকাশ প্যাকিং মেশিনারিজ থেকে মেশিন এ যোগাযোগ করতে পারেন।
মোবাইল :০১৭৮৭০৩৯৭৪২
মিরপুর, ঢাকা।
আগে দর্শনধারী - তারপর গুনবিচারী।
আপনার পণ্যকে সুদৃশ্যমান করতে আকাশ প্যাকিং মেশিনারিজ থেকে মেশিন এ যোগাযোগ করতে পারেন।
মোবাইল :০১৭৮৭০৩৯৭৪২
মিরপুর, ঢাকা।
Akash Packing Machineries
কিনতে যোগাযোগ :০১৭৮৭০৩৯৭৪২
যোগাযোগ :০১৭৮৭০৩৯৭৪২
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Akhondo Tower (1st Floor), Fol Potti, Mirpur 10 ( Circle )
Dhaka
1216
65 NAWABPUR Road, DHAKA 1100
Dhaka
AL-HABIB is supplier of industrial machineries required in any factory or work shop.
Shekhertek Mohammadpur Dhaka-
Dhaka, 1207
The healthy life style begin with Giselle Big Mouth Slow Juicer, Salad Maker, Maker For warranty.
House#H2, Road#N6, Estern Housing (Phase-2), Mirpur
Dhaka, 1216
We supply all kinds of Indian Machines.
House No: 2, (GF), Road No: 4, Sector No: 3, Uttara Model Town
Dhaka, 1230
Greetings from Vertex Technology ! We are an indenting company for Garments and textile Machineries
Golden Village Pvt. Ltd. 325 South Jartrabari (2nd Floor)
Dhaka, 1212
Machine Bazaar is a all kinds of consumer manufacturer Machine sales company in Bangladesh.
1 No Bangshal, Manosi Hall Market, Shop-6 Nawabpur Road, Dhaka.
Dhaka, 1100
We are deal with Welding Machine, Power tools, fire safety, insulation.
158, Nawabpur Tower (1st Floor)
Dhaka, 1100
Fuan Water Pump-Suitable for use with clean water and liquids that are not chemically aggressive towards the materials from which the pump is made.
48/A Happy Homes, Kunipara
Dhaka, 1208
Foerde Electronic offers electrical & electronic devices, home appliances and equipments directly from Germany to Bangladesh. For specific pre-order items, please feel free to con...
Nawabpur Road
Dhaka
Agriculture machineries and Industrial equipment importer.
Siddik Machineris Market Nawabpur Road Dhaka
Dhaka
all Titan machin spare parts