Sofa Cum bed - Popular Furniture
Sofa Cum bed - Popular Furniture We are online home decoration idea maker
Sofa cm bed
যেকোনো ডিজাইনের সোফা,বেড, সোফা কাম বেড, লাগলে। আমাদের সাথে যোগাযোগ করুন।
BED SIZES
*Single 36x75
*Twin 42x75
*Semi-Double 48x75
*Double/Full 54x75
*Queen 60x75
*King 72x75
For our Happy Customers reference 😉
Singel sofa cm bed
With 5 colour
Sofa cm bed
আমাদের কাছে পাবেন নিত্য নতুন মডেলেে সোপা বেড।
দিনে সোফা রাতে বেড
এক ঢিলে দুই পাখি শিকার করলে যেমন লাগে সোফা কাম বেড থাকলে টিক তেমনই লাগে।
জায়গা কম সমস্যা নাই।
বাসায় অতিরিক্ত গেস্ট আছে তাও সমস্যা নাই।
সকল সমস্যা সমাধান একটা।
তাই দেরি না করে চলে আসুন অর্ডার করার জন্য
ইনবক্সে।
দিনে সোফা রাতে বেড।
Popular Interior Studio
is Sister Concern of Popular Furniture
Sofa cm bed
আমাদের কাছে পাবেন নিত্য নতুন মডেলেে সোপা বেড।
দিনে সোফা রাতে বেড
এক ঢিলে দুই পাখি শিকার করলে যেমন লাগে সোফা কাম বেড থাকলে টিক তেমনই লাগে।
জায়গা কম সমস্যা নাই।
বাসায় অতিরিক্ত গেস্ট আছে তাও সমস্যা নাই।
সকল সমস্যা সমাধান একটা।
তাই দেরি না করে চলে আসুন অর্ডার করার জন্য
ইনবক্সে।
আজকে যা দেখলাম, আগে কখনো দেখিনি এমনটা। ১টি কিনলে ফ্রী অফার দিয়ে বিক্রি করছে। আমার বাসার সামনে থেকে তোলা ছবি। এখানে অনেক বছর ধরে থাকি। তাই ধারণা হচ্ছে, এটা সুস্পষ্ট বয়কটের প্রভাব।
আমাদের কাজ যতো ছোটই মনে হোক না কেন আমাদের দৃষ্টিতে, এর একটা প্রভাব পড়েই। হয়তো অনেক ক্ষেত্রে কতো বড় প্রভাব পড়ে তা আমাদের কল্পনার উর্ধ্বে। আপনি একজন ব্যক্তি ইজরায়েলের প্রোডাক্ট বর্জন করুন, না পারলে অন্তত এই সময়টা কোক পেপসি এসব না খেয়ে থাকুন, এটা বৃথা যাবে না ইনশা আল্লাহ।
আল্লাহ তা'আলা আমাদেরকে যে যার যার জায়গা থেকে যতোটুক করা সম্ভব তা করতে অবহেলা না করার তৌফিক দান করুন।
স্থান: ২ নম্বর গেইট, চট্টগ্রাম
বাবাদের জীবন !
অমানুষের তালিকায় উচ্চ শিক্ষিতরাই বেশি!
কষ্টের টাকায় তিলে তিলে বড় করে তোলা সন্তানরা আজ ভুলে যায় পিতা-মাতাকে। রেখে আসে আশ্রমে। জীবনের শেষ বেলায় মা-বাবা যখন একটু সন্তানদের সান্নিধ্য চান, তখন বড্ড ব্যস্ত হয়ে পড়েন সন্তানগুলো। মা-বাবারাও সন্তানদের বড় বানাতে বানাতে এতোই বড় বানিয়ে ফেলেন যে তাঁদের আর নাগাল পান না। উচ্চশিক্ষিত হওয়ার পরও অনেকেই উঁচু মনের মানুষ হতে পারছেন না। ভুলে যাচ্ছেন নিজেদের আপন কর্তব্যটুকুও।
যেমন বলা যেতে পারে অভিনেতা আনোয়ার হোসেনের কথা। যিনি বাংলার নবাব সিরাজউদ্দৌলা খ্যাত। অভিনয় জীবনের সকল উপার্জন, ব্যয় করেছেন সন্তানদের পেঁছনে। বড় ছেলে সুইডেন, বাকী ৩ ছেলে ও ১ মেয়ে আমেরিকায়।
অভিনয় জগতের সফল এই মানষুটি একা বাসায় ধুঁকে ধুঁকে মরলেন। অনেক উঁচুতে থাকা সন্তানগুলোর একজনও আসেননি বাবাকে দেখতে। জীবনের শেষ বেলাতেও অভিনয় করতে হয়েছে পেটের তাগিদে চাকর-বাকরের চরিত্রে।
আরেকজন ২ সন্তানের পিতা ও দেশের সাহসী কবি আল মাহমুদ। বনানীর বাড়ী বিক্রি করে সন্তানদের বিদেশে পাঠান তিনি। কিন্তু আর দেশে ফিরে আসেননি তাঁর আদরের দুলালেরা। কবি যখন নিজ গ্রামের বাড়ীতে বিছানায় শায়িত ছিলেন তখনও তাঁর দেখার কেউ ছিল না। এরপর হুট করেই একদিন চলে যান না ফেরার দেশে।
সন্তান মেধাবী হলে বাবা মা তাঁদের পেঁছনে পয়সা খরচ করতে কৃপনতা করে না। বাড়ী, গাড়ী, সোনা, গহনা সবই বিক্রী করে দেয় তবুও মা-বাবার আনন্দের সীমা থাকে না- অথচ এই সন্তানগুলোই বড় হয়ে ভাল পজিশনে পৌঁছে মা-বাবাকে কষ্ট দেয়- ভীষণ কষ্ট দেয়।
আর গত ফেব্রুয়ারিতে বড্ড একাকী জীবন সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন ব্যবসায়ী মুহসীন। কিন্তু এনার আরেকটা পরিচয় তিনি বাংলা সিনেমার অন্যতম সফল নায়ক রিয়াজের শ্বশুর।
আবু মহসীন খান মৃত্যুর আগে লাইভে বলেছিলেন, ‘৩০ জানুয়ারি আমার খালা মারা যান। খালার একমাত্র ছেলে আমেরিকা থাকে। মার মৃত্যুতে সে আসেনি। আজ (বুধবার) আরেক খালা মারা গেল। তার ৩ ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে আমেরিকায়। এক ছেলে আসতে পারেনি তবে বাকি ৩ জন দাফন কাজ করেছে।
‘আমার একমাত্র ছেলে। সে অস্ট্রেলিয়া থাকে। আমি আমার বাসায় সম্পূর্ণ একা থাকি। আমার খালা মারা যাওয়ার পর থেকে আমার ভেতরে খুব ভয় করছে। আমি যদি আমার বাসায় মরে পড়ে থাকি আমার মনে হয় না এক সপ্তাহেও কেউ জানতে পারবে যে আমি মারা গেছি। আমরা সবকিছুই করি ছেলে-মেয়ে স্ত্রী-পরিবারের জন্য। গত করোনা শুরুর আগ থেকে আমি বাংলাদেশে আছি। একা থাকা যে কি কষ্ট, যারা একা থাকে তাঁরাই এই কষ্ট বুঝে। আমার জীবনে আমি যাদের জন্য বেশি করেছি, তাঁদের দ্বারাই বেশি প্রতারিত হয়েছি।
এভাবেই সমাজে দেখা গেছে যারা বেশি বা উচ্চশিক্ষিত তাঁরাই পিতা-মাতার ঋণ ভুলে যায়। ভুলে যায় নিজেদের দায়িত্ব-কর্তব্যের কথা। তাই তো বলা হচ্ছে, অমানুষদের তালিকায় উচ্চশিক্ষিতরাই বেশি।
তবে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ একটা অতি মূলবান কথা বলেছেন, "তুমি যতই শিক্ষিত হও যদি ইসলামের জ্ঞান না থাকে, তাহলে তুমি মূর্খ শিক্ষিত!"
সুতরাং তথাকথিত শিক্ষায় সন্তানকে উচ্চশিক্ষিত করার পাশাপাশি ইসলামি শিক্ষা দেওয়া জরুরী।
ছবিঃ আনোয়ার হোসেন, আবু মহসীন খান ও কবি আল মাহমুদ।
বিস্তারিতঃ ১ম কমেন্টে
baby bedroom
🥱
😷
Sofacum bed
🥸Old Now Gold 😎
🥸
সোফা কাম বেড
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
House: 16, Road: 12, Block: D, Niketon, Gulshan 1
Dhaka
1212
Opening Hours
Monday | 06:00 - 22:00 |
Tuesday | 06:00 - 22:00 |
Wednesday | 06:00 - 22:00 |
Thursday | 06:00 - 22:00 |
Friday | 14:00 - 22:00 |
Saturday | 06:00 - 22:00 |
Sunday | 06:00 - 22:00 |
East Kajipara. Rood/9
Dhaka, 1216
S Furniture BD online based Furniture Shop . You can order online from anywhere in Bangladesh.Differ
Moham
Dhaka, 1207
আপনার কল্পনা প্রসৃত ডিজাইনকে বাস্তবে রূপান্তরিত করার দায়িত্ব আমাদের ।
220/4/B, 2nd Floor, Begum Rokeya Sarani, Beside Of Green University, West Kafrul
Dhaka, 1206
Creation has no limit. Our services can help you in increasing the beauty of your interior.
Suite 107, Grand Plaza Shopping Mall (1st Floor), Outer Circular Road, Wireless, Mogbazar, Dhaka)
Dhaka, 1217
Teksoi Furniture is an office chair supplier in Bd. Teksoi is a word which carries symbolic meaning
Corner's, House 78, Suite C1, B2 & D5, Road 11, Banani
Dhaka, 1213
A page, operated by professionals to enhance functionality, utility and to turn the CORNER"S of your
Uttara Sector-6, Joynal Market, Faydabad Chowrasta
Dhaka, 1230
Modern Furniture give you quality furniture on your limited budget.
Dhaka
well come to tha official fesbok page Alibaba furniture mart all furniture available home Daly very sarvis available to tha all Bangladesh
Shaturkul Rode
Dhaka
We Provide All kinds of Steel Works, SS Fabrication Tig (Argon), Welding, Aluminum (Door, Window), F