Go Holidays
We do Hotels bookings, Air tickets, Railway Tickets, Tours Packages, Umrah and Sells Vacations.
Hope this festive season will bring good luck and good health for you and your family. We wish you a
করোনাভাইরাসের কারণে ৭ মাস বন্ধ থাকার পর ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এখন শুধু সৌদিতে বসবাসরতরা ওমরাহ করতে পারবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে মিডলইস্ট আই এ কথা জানিয়েছে।
জানা যায়, দিনে ৬,০০০ জনকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। বিদেশিদের আগামী ১ নভেম্বর থেকে ওমরাহর অনুমতি দেওয়া হবে।
করোনাভাইরাসের কারণে গত মার্চে ওমরাহ তথা মক্কা-মদিনা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। এবছর মাত্র ১,০০০ জনকে হজ করার সুযোগ দেওয়া হয়।
বিশেষ ঘোষণা 👇 ১ অক্টোবর থেকে সৌদিতে ফ্লাইটের অনুমতি পেলো বিমান।
সৌদি আরবের তিনটি শহরে সপ্তাহে ৮ টি বানিজ্যিক ফ্লাইট পরিচালনার করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি সরকার অনুমোদন দিয়েছে।
১ অক্টোবের থেকে সৌদি আরবে বানিজ্যিক ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এখনো এয়ারপোর্টে অবতরণের অনুমতি মেলেনি। তাই আনুষ্ঠানিকভাবে ফ্লাইট শিডিউল ঘোষণার আগে কেউ টিকিট পাবেন না। আর রিটার্ন টিকিক কেটে আসারা শুধু টিকিট পাবেন। নতুন টিকিট বিক্রি করা হবে না প্রথম দিকে। সপ্তাগে ৮টি ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে বিমান। এসব তথ্য জানিয়েছেন বিমানের এমডি মোকাব্বির হেসেন।
👉— মোকাব্বির হোসেন, এমডি ও সিইও, বিমান
সৌদি আরবের তিনটি শহরে সপ্তাহে ৮ টি বানিজ্যিক ফ্লাইট পরিচালনার করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি সরকার অনুমোদন দিয়েছে। ১ অক্টোবের থেকে সৌদি আরবে বানিজ্যিক ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এখনো এয়ারপোর্টে অবতরণের অনুমতি মেলেনি। তাই আনুষ্ঠানিকভাবে ফ্লাইট শিডিউল ঘোষণার আগে কেউ টিকিট পাবেন না। আর রিটার্ন টিকিক কেটে আসারা শুধু টিকিট পাবেন। নতুন টিকিট বিক্রি করা হবে না প্রথম দিকে। সপ্তাগে ৮টি ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে বিমান। এসব তথ্য জানিয়েছেন বিমানের এমডি মোকাব্বির হেসেন। 👉— মোকাব্বির হোসেন, এমডি ও সিইও, বিমান
৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের অনুমতি করোনাভাইরাসের কারণে ৭ মাস বন্ধ থাকার পর ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এখ...
সেন্টমার্টিনে পর্যটক যাওয়া বন্ধ ও এর প্রতিবাদ 🤜🤛
পর্যটন খাতে দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে!!
টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক যাওয়া বন্ধ হলে স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ীসহ প্রায় তিন লাখ মানুষ জীবিকা হারাবে। হুমকির সম্মুখীন হবে পর্যটন খাতে বিনিয়োগকারীদের প্রায় দেড় হাজার কোটি টাকা। তাই সেন্টমার্টিন দ্বীপ নিয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।
তারা বলেছেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণ সীমিতকরণ বা রাতযাপনে নিষেধাজ্ঞা আরোপিত হলে পর্যটন শিল্পে নিয়োজিত ৭-৮টি জাহাজ, তিন শতাধিক বাস-মাইক্রোবাস, ২০০ ট্যুর অপারেটর প্রতিষ্ঠান, ৪ শতাধিক টুরিস্ট গাইড এবং দ্বীপের ১২০টি হোটেল-কটেজ ও ৭০টি রেস্তোরাঁয় কর্মরতদের জীবন-জীবিকা বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে কথাগুলো উপস্থাপন করেছে পর্যটনভিত্তিক সংগঠন টুয়াক।
টুয়াক সভাপতি তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মফিজ। তিনি বলেন, সরকার ২০০৯ সালে পর্যটনকে থ‘শিল্প’ ঘোষণার পর থেকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় পর্যটন শিল্প বিকশিত হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে পর্যটন বিকশিত হওয়ার আগে স্থানীয় জনগোষ্ঠী সমুদ্র থেকে মাছ আহরণের পাশাপাশি প্রবাল উত্তোলন, প্রবাল পাথরকে নির্মাণ কাজে ব্যবহারের জন্য উত্তোলন করে বিক্রি, মাছের অভয়ারণ্য ধ্বংস, শামুক-ঝিনুক সংগ্রহ করে বিক্রি, কাছিমের আবাসস্থল নষ্ট করাসহ বিভিন্ন উপায়ে জীবিকা নির্বাহ করত। সেন্টমার্টিনে পর্যটন শিল্প বিকশিত হওয়ার পর ওই জনগোষ্ঠী বিকল্প জীবিকায়ন হিসেবে কর্ম পাওয়ায় তাদের জীবনধারায় আমূল পরিবর্তন আসে এবং তারাই পরিবেশ রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০১৬ ও ২০১৭ সালকে পর্যটনবর্ষ ঘোষণা করার ফলে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা উৎসাহিত হয়ে তাদের বাসা-বাড়ির এক-দুই রুম পরিবেশবান্ধব অতিথিশালা তৈরি করে পর্যটক সেবা প্রদান করে যাচ্ছে। দ্বীপকে ভালোবেসে বার্ষিক মাত্র ৫ মাসের ব্যবসা করার ঝুঁকি নিয়ে উদ্যোগক্তারা বিপুল বিনিয়োগ করেছেন। উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপকে প্রতিবেশ সঙ্কটপন্ন এলাকা ঘোষণার আগেই নির্মিত ৭-৮টি বিল্ডিং ছাড়া বাকি সব স্থাপনা সেন্টমার্টিন দ্বীপের ভারসাম্য রক্ষার উপযোগী ইকো টুরিজম ব্যবস্থাপনায় নির্মিত।
গত ৬ আগস্ট জুম মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে, প্রতিদিন মাত্র ১২৫০ পর্যটক সেন্টমার্টিন দ্বীপ দিবাকালীন ভ্রমণ করতে পারবে কিন্তু রাত যাপন করতে পারবেন না। সংবাদটি সেন্টমার্টিন দ্বীপনির্ভর পর্যটন ব্যবসায়ী এবং স্থানীয় জনগোষ্ঠীকে উদ্বিগ্ন ও বিস্মিত করেছে। পর্যটন মৌসুমে প্রতিদিন ৭-৮টি জাহাজের মাধ্যমে ৪-৫ হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করেন। এর মধ্যে ৩০ শতাংশ পর্যটক সেখানে রাতযাপন করেন।
পর্যটন সংশ্লিষ্টরা বলেন, এমনিতেই করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দাভাবে আমরা পর্যটন ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির স্বীকার হয়েছি। এখনো পর্যন্ত সরকারি বা অন্য কোনো সংস্থা থেকে ক্ষতি পুষিয়ে নেয়ার সহায়তা বা প্রণোদনা পাইনি। দ্বীপকে ঘিরে পর্যটন ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলেও এখনো লগ্নিকৃত বিনিয়োগ উত্তোলনের সুযোগই আসেনি। তাই এই মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত দেশীয় পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি পর্যটন নির্ভর দ্বীপবাসিরা জীবিকা হারালে আবারো পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে।
সেন্টমার্টিন দ্বীপকে পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে প্রতিষ্ঠিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তবনাগুলো হলোÑ ১. পর্যটন মৌসুমে সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন ২৫০০ পর্যটক দিবাকালীন এবং ১৫০০ পর্যটক রাত যাপন ও ভ্রমণ অনুমতি প্রদান করলে পর্যটন ও পরিবেশ উভয়েই সুরক্ষিত থাকবে। ২. ইতোমধ্যে টুয়াক সেন্টমার্টিনকে প্লাস্টিক ফ্রি করার জন্য ‘প্লাস্টিক ফ্রি ইকো টুরিজম কক্সবাজার’ নামক একটি প্রকল্প গ্রহণ করেছে। যা বাস্তবায়িত হলে দ্বীপের প্রতিবেশগত ক্ষয়ক্ষতি হতে রক্ষা করা সম্ভব হবে। এ প্রকল্প বাস্তবায়নে সরকারি অনুমোদন ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। ৩. সেন্টমার্টিন দ্বীপে বসবাসকারী স্থানীয় প্রায় ১৫ হাজার জনগোষ্ঠীকে আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে দ্বীপ থেকে অন্যত্র পুনর্বাসন এবং পর্যটননির্ভর দ্বীপবাসী ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় বিকল্প জীবিকার ব্যবস্থা গ্রহণ। ৪. সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সম্পূর্ণ নিষিদ্ধ করার আগে সংশ্লিষ্ট ট্যুর অপারেটর, পর্যটক পরিবহন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী ও জাহাজ ব্যবসায়ীদের বিনিয়োগ ফিরে পাওয়ার ব্যবস্থা। ৫. সেন্টমার্টিন দ্বীপের প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি কক্সবাজার সমুদ্রসৈকতে হোটেল-মোটেলের বর্জ্য সরাসরি সমুদ্রে পতিত হচ্ছে। হোটেলগুলোতে এসটিপি প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার সমুদ্রসৈকত রক্ষার পদক্ষেপ গ্রহণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ টুয়াকের ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল, উপদেষ্টা কামরুল ইসলাম, সৈয়দুল হক কোম্পানি, প্রতিষ্ঠাতা সভাপতি এস এম কিবরিয়া খান, সিনিয়র সহসভাপতি আনোয়ার কামাল, যুগ্ম সম্পাদক আল আমীন বিশ্বাস, মুনীবুর রহমান টিটু, এস এ কাজল উপস্থিত ছিলেন।
Need a smart girl for hospitality industry ( Medical tourism). She should be comfortable in travelling. Good in English. Freshers are also welcome.
How to Draw Landscape Scenery Of Beautiful Nature By Acro Paint. Sean of Summer Season. How to-draw beautiful scenery of summer season - step by step.I used Acro paint , brush and water in this drawing.This video help to kids for drawing easily....
Natural view of U S A
United States Of America || USA || Drone View United States Of America || USA || Drone View.The United States of America (USA), commonly known as the United States (U.S. or US) or America, is a country m...
“A mother is your first friend, your best friend, your forever friend.”
One of our Member in our office
One of our Member, enjoying his holiday with his family in Rangamati.
🚫PŁŽ ŞŤĄÝ ÄŢ HØMË 🚫 ŞŤĄÝ ŠĄFË ÇØŘÖÑĄ🚫
প্রশ্নোত্তর করোনভাইরাস সিভিড 2019 প্রাদুর্ভাবের সময় ভ্রমণের সময় কীভাবে নিজেকে রক্ষা করবেন
করোনা ভাইরাসেরে ন ডরাই
ডাক্তার Tania Tofail এর মুখে শুনুন করোনা থেকে বাঁচার একমাত্র উপায়--
করোনাভাইরাস বিষয়ে যোগাযোগ করতে আইইডিসিআরের ফেসবুক পেজ- IEDCR, COVID19 Control Room, এ ছাড়া ই–মেইল ঠিকানা- [email protected]
আইইডিসিআরের হটলাইন নম্বর: +8801944333222, +8801550064901, +8801937000011, +8801550064902, +8801937110011, +8801550064903, +8801927711784, +8801550064904, +880192711785, +8801550064905,
Cl
ডাক্তার Tania Tofail এর মুখে শুনুন করোনা থেকে বাঁচার একমাত্র ঔষধ, MUST WATCH. ডাক্তার Tania Tofail (https://www.facebook.com/tania.tofail) এর মুখে শুনুন করোনা থেকে বাঁচার একমাত্র উপায়-- করোনাভাইরাস বিষয়ে যোগাযোগ করতে আইইড....
করোনা ভাইরাস থেকে বাচতে ইউনিসেফের ৮ টি পরামর্শ
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে আতঙ্ক নয়, চাই সচেতনতা। নিজেকে ও অন্যদের নিরাপদ রাখতে কী কী পদক্ষেপ নেয়া জরুরি? জেনে নিন -
ভয় নয় সচেতনতায় পারবে করোনা ভাইরাস কে মোকাবিলা করতে
আসুন আমরা সবাই মিলে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি
এবং দেশকে ভালবাসি।
জনসচেতনতায় | Go Holidays
#করোনাভাইরাস
Our team
* * বসন্তে সুন্দরবন **🌷🌾🌹🌸🌼
বসন্তের হালকা রোদের আমেজ ও ফুলের গন্ধ গায়ে মেখে, চলুন বেরিয়ে পড়ি সুন্দরী সুন্দরবনের মায়াবী অরণ্যের রহস্যের সন্ধানে।
Duration: 2Nights 3Days.
বুকিং দিন এখন Go Holidays থেকে।
আর দেরি না করে আজই বুকিং এর জন্য কল করুন:
+88 01912-323298, +88 0939180800
Booking Last Date: 25 March 2020
দুপাশে ঘন ম্যানগ্রোভ জঙ্গলে ঢাকা রয়্যাল বেঙ্গল টাইগারের রাজকীয় পদচারনভুমি, তার ই মাঝখানে নদীর সরু খাঁড়ি দিয়ে আমরা এগিয়ে যাবো তাঁরই রাজকীয় দর্শনের প্রহর গুনতে গুনতে, সঙ্গে থাকবে আরও প্রাণী কুমির, বুনোশুয়োর, হরেক রকমের পাখি।।🐅🐊🦉🦆🦅
আর সাথে অবশ্যই থাকবে বাঙালির মনপ্রাণ জুড়ানো অপূর্ব কিছু খাবারের রসনা ও বসন্ত উৎসব / নববর্ষ উৎসব অনুষ্ঠান । সবকিছু মিলে আপনার সুন্দরবন ভ্রমণ এক রোমাঞ্চকর, অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে।।
Places to be Covered:
Gosaba, Pakhiralay, Sajnekhali Watch Tower, Sudhanyakhali Watch Tower, Panchamukhani, Deul Varani, Banbibi Varani, Kanchan Dip, Gajikhali, Dobanki Jungle Watch Tower & Canopy Walk.
-------------------------------------------------------------------------
Meals:- Breakfast, Lunch, Evening snacks, Dinner 🍗🥗🍜
#বসন্তে_সুন্দরবন
মেঘের ভাঁজে বসন্ত সাজে - ঘুরে আসুন পহেলা বৈশাখে 😊😊
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম সাজেক ভ্যালি 😍😍
❖ সাজেকঃ (NONE Ac Business Class Bus)
➢সাজেক ভ্রমন (1 রাত/ 2 দিন) : 4,500/-
➢সাজেক ভ্রমন (2 রাত/ ৩ দিন) : 8,000/-
বুকিং দিন এখন Go Holidays থেকে।
আর দেরি না করে আজই বুকিং এর জন্য কল করুন:
+88 01912-323298, +88 0939180800
Booking Last Date: 25 March 2020
দর্শনীয় স্থান:
_____________________________________________
কংলাক পাড়া,
রুইলুই পাড়া
স্টোন গার্ডেন
হেলিপ্যাড
আলুটিলা গুহা,
পর্যটন ঝুলন্ত সেতু,
তারেং,
_______________________________________________
প্যাকেজে যা থাকছে:
নন এসি বাসের টিকেট ।
আভ্যন্তরীন পরিবহন ব্যবস্থা ।
ভ্রমনকালীন প্রতি বেলার খাবার ।
এক রাত সাজেকের কটেজ থাকা(শেয়ারিং)
চান্দের গাড়ি ।
প্রবেশ ফি ।
________________________________________________
** শর্তসমূহ:
ভ্রমনকালীন কোন সমস্যা হলে আলোচনা করে সমাধান
করতে হবে ।
ভ্রমনের জায়গায় ময়লা আবর্জনা ফেলা যাবে না,সৌন্দর্য রক্ষা
আমাদের দায়িত্ব।
কোন প্রকার মাদক অথবা অন্য যে কোন নেশা জাতীয় দ্রব্য
পরিবহন বা সেবন সম্পূর্ন নিষিদ্ধ, কারও সাথে পাওয়া গেলে
আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।
স্থানীয়দের সাথে বিরূপ আচরন করা যাবে না ।
অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত পরিবর্তন হতে
পারে । সে ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত
হবে ।
Go Holidays Summer 👉 ট্রিপ প্ল্যান
ধামাকা ফ্ল্যাশ সেল অফার এখন ৩১শে মার্চ পর্যন্ত!!
আপনার ভ্রমণকে আরো সাশ্রয়ী করতে Go Holidays থেকে জনপ্রিয় সব ডেস্টিনেশনের ভিসায় পাচ্ছেন আকর্ষনীয় ছাড়, শুধুমাত্র মার্চের ৩১ তারিখ পর্যন্ত! দেরী না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
এই আকর্ষনীয় রেটে ভিসা প্রসেসিং করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স, হটলাইনঃ +88 0939180800 কিংবা, আমাদের ইমেইলঃ [email protected] , www.goholidayltd.com এর মাধ্যমে।
আমাদের অফিসঃ Go Holiday Ltd. 2nd floor, Classic Tower,
House #1, Road #11, Banani, Dhaka 1213.
If you think you are smart, persuasive and hardworking, We are looking for you!
Go Holiday Ltd.
: Receptionist Female
: 02
( Send your updated CV at [email protected])
Contact Us: 01680 939605
Responsibilities:
----------------------------------------------------------------------------------- Status: Full-time
Requirements: HSC / Bachelor degree.
Requirements:
-----------------------------------------------------------------------------------
1. Age 21 to 30 years
2. Females are allowed to apply
3. Serves visitors by greeting, welcoming, and directing them appropriately.
4. Informs visitors by answering or referring inquiries.
5. Telephone Skills, Verbal Communication and good Listening.
6. Handles Pressure Customer Focus and Informing Others.
: Negotiable
-----------------------------------------------------------------------------------
Location: Go Holiday Ltd. 2nd floor, Classic Tower, House #1, Road #11, Banani, Dhaka 1213
Why Join with us:
-----------------------------------------------------------------------------------
Attractive Salary Range.
Attractive Incentive Policy
Compensation & Other Benefits
• Festival Bonus
• Sales Incentives will be provided
• Annual increment;
• Other facility as per organization policy.
জুম্মা মোবারক | হে আল্লাহ আমাদের রমজানে উমরাহ্ করার তৌফিক দান করুন। আপনার ওমরাহ করুন Go Holidays এর সাথে ! ওমরাহ হজ্বের বিভিন্ন তথ্য পেতে আজই ফোন করুন আমাদের হজ্ব কাস্টমার কেয়ার এ।
#জুম্মা_মোবারক #ওমরাহ_প্ল্যান
হে আল্লাহ আমাদের রমজানে উমরাহ্ করার তৌফিক দান করুন। আপনার ওমরাহ করুন Go Holidays এর সাথে !
Go Holidays এর উমরাহ্ প্যাকেজ সমুহঃ :
--------------------------------------------------------------------------------------------
👉 7 Days | 3Star Hotel ওমরাহ প্ল্যান এখন পাচ্ছেন মাত্র BDT. 70.000 TK
👉 7 Days | 4Star Hotel ওমরাহ প্ল্যান এখন পাচ্ছেন মাত্র BDT. 80.000 TK
👉 7 Days | 5Star Hotel ওমরাহ প্ল্যান এখন পাচ্ছেন মাত্র BDT. 1,05,.000 TK
-------------------------------------------------------------------------------------------
👉 15Days | 3Star Hotel ওমরাহ প্ল্যান এখন পাচ্ছেন মাত্র BDT. 90.000 TK
👉 15 Days | 4Star Hotel ওমরাহ প্ল্যান এখন পাচ্ছেন মাত্র BDT. 1,00.000 TK
👉 15 Days | 5Star Hotel ওমরাহ প্ল্যান এখন পাচ্ছেন মাত্র BDT. 1,20,.000 TK
Corporate Office: Go Holidays, Classic Tower, (2nd Floor) Block , Road # 11
Banani-1213 (Above NRB Bank)
#ওমরাহ_প্ল্যান
If you think you are smart, persuasive and hardworking, We are looking for you!
Go Holiday Ltd.
: Marketing Executive
: 20
( Send your updated CV at [email protected])
Contact Us: 01680 939605
Responsibilities:
------------------------------------------------------------------------------------
1. Data collected from the field.
Corporate office. Shopping mall.streets
2. Collect client information
3. Data quality must be gd as per company requirement
4. Ability to pitch ideas to clients and help in campaign management.
5. Must be knowledgeable about Facebook (Social media), email & web chat.
6. Refer unresolved customer grievances to designated persons for further investigation.
7. Obtain and examine all relevant information in order to assess the validity of complaints and to determine possible causes.
8. Report time to time to the team leader for complicated issues.
Employment Status: Part-time/Full-time
Requirements: HSC / Bachelor degree in any discipline or running student can encourage to apply.
Additional Requirements:
1. Age 21 to 32 years
2. Both males and females are allowed to apply
3. Similar experience in BPO industry will get preference.
4. Basic computer knowledge.
5. Good oral communication skills.
6. Good listening skills and analytical skills.
7. Customer focus and adaptability to different personality types.
Job Location: Go Holiday Ltd. 2nd floor, Classic Tower, House #1, Road #11, Banani, Dhaka 1213
*** Attractive Salary Range.(10,000)
***Attractive Incentive Policy
Compensation & Other Benefits
• Festival Bonus
• Sales Incentives will be provided
• Other facility as per organization policy.
অমর ২১ শে ফেব্রুয়ারি ২০২০ এ সকল ভাষা শহীদদের প্রতি
Go Holiday পরিবার জানাচ্ছে তাঁর অকৃত্তিম শ্রদ্ধা ও অফুরাণ সম্মান । ❤
#মায়ের_ভাষার_জয়_হোক
Click here to claim your Sponsored Listing.
Our Story
Go Holiday Limited was founded with a dream of making holidays an active part of the consumer’s lifestyle. Our guests have enjoyed priceless holidays at exceptional destinations all across the Globe over the years. In the last few years, we have upgraded our hotels to best in-class standards, expanded our hotels destination network and invested in human capital and technology to stay ahead of evolving market trends. Click
Today, holidays are much more than accommodation and food. The new age traveler seeks immersive experiential holidays that are more than just the ordinary. Catering to this, we presents you with the chance to explore diverse destinations and discover exciting experiences for an unforgettable holiday. we are today the country’s leading experiential holiday company. Visit more details: GO Holidays
Category
Contact the business
Telephone
Website
Address
Classic Tower, Block#F, Road 11, Banani
Dhaka
1213
Opening Hours
Monday | 09:00 - 21:00 |
Tuesday | 09:00 - 23:00 |
Wednesday | 09:00 - 23:00 |
Thursday | 09:00 - 23:00 |
Friday | 09:00 - 23:00 |
Saturday | 09:00 - 23:00 |
Sunday | 09:00 - 23:00 |
113/1 Lalbag Road
Dhaka, 1211
Vromon Bangladesh started it's operation back in 1999 by some of the explorer of Keokaradong expedit
62/6, Chand Kuthir, Flat/A2, West Tejturi Bazar, Farmgate
Dhaka, 1215
ভ্রমোদিনীএকটি নিরাপদ লাভজনক ওমেন্স ট
66/A, Nayapaltan (3rd Floor), Shama Complex
Dhaka, 1000
We Believe In Transparency & Commitment
Shop #2C-30C Jamuna Future Park Dhaka
Dhaka
যে কোন দেশের ভিসা সংক্রান্ত ইনফর্মেশ?
West Barontek Jame Mosjid, ECB Chattar, Balughat, Barontek
Dhaka, 1206
হজ্জ, উমরাহ, এয়ার টিকেট, ভিসা প্রসেসিং সহ ট্রাভেল সংক্রান্ত সকল সেবা প্রদানকারী বিশ্বস্ত প্রতিষ্ঠান।
3/A/1 Patuatuli Lane
Dhaka, 1100
Book National-International Tours, Experiences, Hotels, Airtickets, Visa Services from our TVB agency
Baridhara, Dohs
Dhaka, 1206
OUR SERVICES.... * Student Consultancy * Visa Processing * Package Tour * Air Ticketing * World Wide visa processing.
151/1/A Tilpapara, KHILGAON Chowdhurypara, Dhaka-1219
Dhaka
Travelling | Visa Processing |Student Visa |Hazz & Umrah |Air Tickets
নতুনবাজার ভাটারা থানার পিছনে এবং বিজয়নগর পানির ট্যাংক এর বিপরীত
Dhaka, 1000
লিবিয়াতে বৈধভাবে ৩ বছরের ওয়ার্ক ভিসা ?
Gulshan
Dhaka, 1212
Tourist Minibus Rent বিভিন্ন নদীতে নৌ-ভ্রমণের আয়োজন করে থাকি। Hotline: 01716596370, 01919596370 www.bdeshtour.com