R.K. Gallery

''We specialize in local handblocked marvels—a fusion of tradition and innovation." "Welcome to R.K. Gallery, where home decor becomes an art form. Explore R.K.

Elevate your living spaces with our exquisite handblocked bed sheets, artisanal curtains, and a curated collection of handmade home decor. Immerse yourself in the perfect blend of craftsmanship and comfort. Gallery and transform your home into a sanctuary of style."

Photos from R.K. Gallery's post 09/12/2023

'রাণী' আমাদের আরো একটি জয়পুরি আদলে করা ব্লকের বেড শিট সেট।
চাদরটিতে খুব উজ্জ্বল রঙ এর রাণী গোলাপি, পেস্ট, মেহেদী পাতার কম্বিনেশন আছে।
ভরাট কাজ করা কিন্তু কাজ খুবই মসৃণ, গায়ে খসখসে লাগবেনা। একই সাথে কাপড়টাও মসৃণ টুইল কটনের।

সব কিছু মিলে এক কথায় অসাধারণ। বিয়ের গিফট হিসেবেও খুবই ভালো একটা অপশন।
এটার কুশন কভার দুটা অত্যধিক সুন্দর।

কিং সাইজ বেড শিটের রেগুলার প্রাইস ১৮০০ টাকা
প্রমোশনাল প্রাইস ১৬৫০ টাকা
শুধুমাত্র প্রথম ৫০ জনের জন্য এ অফার

কুশন কভার পার পিস ২৫০ টাকা
১৬/১৬ সাইজ

প্রি অর্ডার প্লেস করতে এখুনি ইনবক্স করে ফেলুন। ৫০ টার বেশি এটার অর্ডার এখন নেয়া হবেনা

ধন্যবাদ।

Photos from R.K. Gallery's post 07/12/2023

আল কুরআনে কয়টা ফলের কথা আছে আর সেগুলা কি কি বলতে পারবেন?
মোট ৬ টা ফলের কথা এসেছে।
১. তীন ফল, ইংরেজিতে যেটাকে Fig বলা হয়।
২. জয়তুন বা Olive
৩. আঙুর বা Grape
৪. আনার বা Pomegranate
৫. খেজুর বা Dates
৬. কলা অর্থাৎ Banana

এর মাঝে একা আনার অথবা ডালিমের কথাই এসেছে ৩ বার। সুরা আর-রাহমান আয়াত-৬৮, সুরা আন'আম আয়াত-৯৯ এবং সুরা আন'আম আয়াত- ১৪১। ছবিগুলা ওপেন করলে ক্যাপশনে আয়াত তিনটি পড়তে পারবেন।

এছাড়াও ইসলামিক আর্টগুলার মাঝে জ্যামিতিক পুনরাবৃত্তি ছাড়াও যেটা খুব বেশি লক্ষ্য করতে পারবেন সেটা হলো ডালিম বা আনার। ফুল, লতাপাতার নকশার মাঝে মাঝেই যেটা খেয়াল করলেই ধরতে পারবেন তা হল আনার৷ তুর্কি তে সিরামিকের জিনিস যারা কিনতে গিয়েছেন তারা কিন্তু আনারের শেইপে বানানো হরেক রকমের শো পিস নিশ্চয়ই দেখেছেন। পার্সিয়ান আর্ট গুলার মাঝেও আপনারা থেকে থেকেই আনার দেখতে পাবেন।

এই বেড শিট এও আমি আনারের নকশা করেছি। দুটা রঙ ই অত্যন্ত সুন্দর সামনাসামনি। বিয়ের গিফট হিসেবে কিন্তু খুবি সুন্দর দুটো বেড শিট ই। যারা খুব Thoughtful গিফট দিতে ভালোবাসেন তারা নিয়ে নিতে পারেন। আর নিজের ঘরের জন্য তো অবশ্যই চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন।

Bed Sheet Name: 'ANAR BEDSHEET'

Material: Twill cotton, Handblocked print

Size: King Size

Colors: Two color variations 1. Maroon, 2. Orange

To place an order kindly inbox us

🎯Do Not Use or Copy our photographs without our permission 🎯🎯🎯

06/12/2023

পর্দার রঙ পারে আপনার পুরো ঘরের চেহারা চোখের পলকে পরিবর্তন করে দিতে। হাল্কা রঙ এর পর্দা সবসময়েই আপনার ঘরকে করবে আলোকিত ও উজ্জ্বল। অপরপক্ষে গাড় রঙ এর পর্দা আপনার ঘরকে সংকুচিত করে তুলবে।।

আমাদের দেশে বছরের বেশির ভাগ সময়েই গরম থাকে। হাল্কা রঙ এর পর্দা রোদের তাপ শোষণ করে কম, তাই হাল্কা রঙ এর পর্দা আপনার ঘরে তাপের প্রবেশ বেশি রোধ করবে, গাড় পর্দা থেকে । গাড় ও ভারী পর্দা তাপ শোষণ করে রাখে বেশি ও অনেক লম্বা সময় ধরে, যার ফলে ঘর গরম হয়ে উঠবে।
আবার কড়া রোদে আপনার গাড় রঙ এর পর্দা জ্বলে যাবে খুব দ্রুত, ভারী পর্দা হলে পরিস্কার করতেও কষ্ট।

যাই হোক, একটা ঘরের কিছু মেইন কম্পনেন্ট থাকে যা কিনা ঘরের এম্বিয়েন্স মেইন্টেইন করতে সাহায্য করে। আমার মতে পর্দা তার মধ্যে অন্যতম।

তাই নিজেদের ঘরের পর্দা নির্বাচন করার সময় আমরা যেন ভেবে চিন্তে নেই একটু যে আমাদের ঘরের আকার, আকৃতি, দেয়ালের রঙ ও ফার্নিচার কেমন, আলো বাতাসের প্রবেশ কেমন এ সকল দিক গুলা।

©️ R.K. Gallery
#ঘরসাজানোআইডিয়া

Photos from R.K. Gallery's post 06/12/2023

বিশ্বাস করুন! এই চাদর টা এত বেশি সুন্দর... সাথে আছে বিজয়ের মাস উপলক্ষে প্রমোশনাল অফার প্রাইস ❤️

সাদার সাথে হলুদের কন্ট্রাস্ট এত বেশি স্নিগ্ধ হয়েছে...

চাদর টা হলুদ রঙ এর কাজ কিন্তু হলুদ টা মোটেও ক্যাটক্যাটে নয়। বরং একটা স্নিগ্ধ বাসন্তির আভা সাদার ওপর।

চাদরের নাম: বেলী
সাইজ: কিং সাইজ (১০৮/৯০ ইঞ্চি আনুমানিক)
ফ্যাব্রিক: টুইল কটন

কোন ববলিন বা রঙ উঠবেনা ইন শা আল্লাহ্

সাথে কুশন করা আছে। কেও চাইলে নিতেও পারেন, বাদ ও দিতে পারেন।

অর্ডার প্লেস করতে ইনবক্স করে ফেলুন। ক্যাশ অন ডেলিভারি সারা দেশ জুড়ে 🧡🤍🧡

Photos from R.K. Gallery's post 05/12/2023

'শান্তি' আমাদের জয়পুরী ইন্সপায়ারড ব্লকের চাদরের মাঝে অন্যতম একটি।
জলরঙ যারা করেন তারা বুঝবেন। রঙ গুলা এমন যে পানির সাথে রঙ মেশালে যেমন টলটলে একটা ভাব আসে, এই চাদর টা ঠিক সেইরকম রঙ। ঠিক যেন জলরঙ।

পেস্ট, ম্যাজেন্টার একটা চমৎকার কম্বিনেশন।
ব্লকের কাজে রঙ এর খেলাই সব থেকে বড় খেলা।

এই চাদরের ওপরেও কিন্তু বিজয়ের মাসের অফার আছে।

অলরেডি কিন্তু চাদরের অর্ডারের লাইন লেগে গিয়েছে। তাই আগে পেতে জলদি জলদি ইনবক্স করে প্রি অর্ডার করে ফেলুন। এবং প্রি অর্ডার করতে কোন ধরনের এডভান্স টাকা লাগবেনা।

ঢাকা সহ সারাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয়।

04/12/2023

আপু আমার বাসাটা একদমি ছোট, অন্ধকার লাগে দেখতে, দেয়ালে বাচ্চা কলম দিয়ে দাগিয়েছে, কি করলে এ দাগ উঠবে? আমার ঘর টা কিভাবে সুন্দর করা যাবে?

এটা খুব কমন একটা সমস্যা যাদের বাসায় ছোট বাচ্চা আছে। বেশিরভাগ ক্ষেত্রেই এ কালি উঠার সম্ভাবনা খুবি কম। অনেক বেশি পরিমানে যদি দাগিয়ে ফেলে তাহলে আদৌ দাগ উঠানো সম্ভব বলে মনে হয়না।
তবে যদি হাল্কা পরিমানে ৩-৪ টা দাগ থাকে আপনারা নিচের উপায় এর মাঝে যেকোন একটা এপ্লাই করে দেখতে পারেন কাজে দেয় কিনা।

১. এলকোহল রাব করে দেখতে পারেন। এলকোহল কোথায় পাবেন? হ্যান্ড সানিটাইজার দিয়ে হাল্কা করে ঘষে দেখতে পারেন। আরেকটা উপায় হলো হেয়ার স্প্রে। হেয়ার স্প্রে দিয়ে স্প্রে করে দেখতে পারেন। কাপড় থেকে কিন্তু বলপেনের কালির দাগ হেয়ার স্প্রে দিয়ে তোলা যায়।

২. হালকা হাতে স্পঞ্জ এ টুথপেস্ট অথবা বাসন মাজার সাবান লাগিয়ে একটু ঘষে দেখতে পারেন উঠে কিনা। দেয়ালের পেইন্টের ধরনের ওপর আসলে অনেক সময়েই নির্ভর করে যে দাগ উঠবে কি উঠবেনা।

৩. পেন্সিলের দাগ বসলে ইরেজার দিয়ে ঘষে দেখতে পারেন উঠে কিনা।
৪. রঙ এর দাগ বসলে হাল্কা সাবান পানি, লেবু মিষিয়ে ঘষে দেখতে পারেন। অনেক সময় উঠতে পারে তবে বেশির ভাগ ক্ষেত্রেই উঠে গেলেও দেয়াল টা আর আগের মত দেখায় না।

এবার বলি তাদের কথা যাদের দেয়ালে অনেক বেশি দাগ তারা কি করবেন??
সাজেস্ট করবো আপনারা দেয়াল টাকে আবার রঙ করিয়ে নিন। মিস্ত্রি ডেকে এনে একটু ঘষে নতুন করে রং করে নিন। এখন অনলাইনে ঘাটলেও দেখবেন অনেক অনলাইন DIY ব্লগার আপুরা দেয়ালে অল্প খরচেই নিজ হাতে পেইন্ট করে নিচ্ছে। আপনারাও করে দেখতে পারেন। খুব বেশি এক্সপার্ট হতে হবেনা।
যারা এটা পছন্দ করছেন না তারা ওয়ালপেপার ব্যবহার করতে পারেন। অনলাইনেই এখন অনেক সার্ভিস পাওয়া যায় যারা ঘরে যেয়ে ওয়ালপেপার দেখিয়ে, লাগিয়ে দিয়ে আসে।

এবার আসি ছোট ঘরের কথায়। অনেকের অনেক আক্ষেপ তাদের বাসা ছোট, সাজানো যায়না। কিন্তু আমার কি মনে হয় জানেন? ছোট ঘর সাজানো বড় ঘরের থেকে অনেক সহয এবং সুন্দর যদি কিনা আপনারা কিছু নিয়ম মেনে চলেন। যেমন:

১. দেয়ালে সবসময় হালকা রঙ ব্যাবহার করবেন। পেস্ট, গোলাপী, মেজেন্টা, কমলা, হলুদ এসব রঙ ব্যাবহার থেকে বিরত থাকুন। বরং সাদা, ক্রিম, অফহোয়াইট, পার্ল হোয়াইট, লাইট গ্রে সহ যেকোন নিউট্রাল পেস্টেল রঙ ব্যবহার করুন। এধরনের রঙ বড় ঘরের মত ইলিউশন তৈরী করে যার ফলে ঘর অনেক বড় মনে হয়, খোলামেলা মনে হয়।

২. পর্দা ব্যবহার করুন এমন যার ভেতর দিয়ে সকালে হালকা আলো আসে কিন্তু রাতে অন্ধকার থাকে। তাহলে সকালে রুমে এক্সট্রা বাতি জ্বালাতে হবেনা। মেইন পর্দার ভেতরে নেট এর পর্দা ব্যবহার করতে পারেন। সকাল বেলা মেইন পর্দা বাধুনি নিয়ে বেধে রাখবেন সুন্দর করে আর নেট এর পর্দা মেলে রাখবেন। বাহির থেকে দেখাও যাবেনা আবার আলোও আসবে। স্বল্প দামের মধ্যেই এগুলা পাওয়া সম্ভব।

৩. ঘরের জানালা পরিস্কার রাখুন, কাচ গুলো সুন্দরভাবে মুছে রাখবেন। জানালার এক কোনায় যেখানে আলো আসে একটা ঝুলানো গাছ দিতে পারেন। সবুজ এর ছোয়া সবসময়েই সুন্দর।

৪. ছোট ঘরে বিছানার চাদর ব্যবহার করুন হাল্কা রঙ এর। কোন ধরনের হিবিজিবি জবরজং রঙ ব্যবহার করা থেকে বিরত থাকুন। ঘর বড় ও আলোকিত লাগবে।

৫. বেডরুমের কাথা বালিশ মশারি রাখার জন্য রকটা ঝুড়ি কিনুন। দিনের বেলায় সব ঝুড়ির ভেতর ঢুকিয়ে রাখবেন।

ওপরের নিয়ম গুলা একটু ফলো করে রুম টা সাজিয়ে নিন। আশা করি ইন শা আল্লাহ্ আপনার ছোট ঘর আর ছোট মনে হবেনা। ❤️❤️❤️

©️R. K. Gallery
#ঘরসাজানো

03/12/2023

শুধুমাত্র প্রথম ৫০ জন পেয়ে যাচ্ছেন প্রমোশনাল অফারে বিজয়ের মাস উপলক্ষে ❤️

Photos from R.K. Gallery's post 03/12/2023

বিজয়ের মাসের অফার!!! প্রমোশনাল অফারে পেয়ে যাবেন প্রথম ৫০ জন 🤍
'শুভ্রতা' 🤍
একদম আভিজাত্যের ছাপ বলতে যদি কিছু বুঝিয়ে থাকে তাহলে এই ব্লকের চাদর সেট টা হবে তার উদাহরণ।

একদিকে এটা সাদা কিন্তু সাদার ওপরে ভরাট কাজ, তবে কাজ মসৃণ একদম। ভারী কাজ বলেই যে রঙ টা গায়ে লাগবে তা নয় কিন্তু।

একদম পাতলা রঙ হাতে লাগবে না কিন্তু গাড়, রঙিন কন্ট্রাস্ট সাদা কাপড়ের ওপর।

প্রি অর্ডার নিচ্ছি এখন। যে আগে আসবে তার অর্ডার কনিফার্ম করা হবে। ৫০ টার বেশি অর্ডার এটার এখন নেয়া হবেনা। কারন প্যাটার্ন টা জটিল, কাজ করতে সময় লাগে।

আর প্রথম ৫০ জনের জন্য অফার প্রাইস থাকবে 🤍

ফুল সেটে যা যা আছে:
১। কিং সাইজের একটা চাদর
২। ২ পিস সেলাই করা বালিশের কভার
৩। ২ পিস কুশন কভার

সাথে পর্দা আছে। যার যত পিস লাগে। কোলবালিশ চাইলে করে দেয়া যাবে।

ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা দেশে।

#বিজয় #বিজয়েরমাস #ব্লকেরকাজ #ব্লকেরপর্দা #ব্লকেরচাদর

Photos from R.K. Gallery's post 02/12/2023

Tasnima Akter Bipasha আপুর দেয়া নামে নাম দিলাম 'শুভ্রতা' 🤍
একদম আভিজাত্যের ছাপ বলতে যদি কিছু বুঝিয়ে থাকে তাহলে এই ব্লকের চাদর সেট টা হবে তার উদাহরণ।

একদিকে এটা সাদা কিন্তু সাদার ওপরে ভরাট কাজ, তবে কাজ মসৃণ একদম। ভারী কাজ বলেই যে রঙ টা গায়ে লাগবে তা নয় কিন্তু।

একদম পাতলা রঙ হাতে লাগবে না কিন্তু গাড়, রঙিন কন্ট্রাস্ট সাদা কাপড়ের ওপর।

প্রি অর্ডার নিচ্ছি এখন। যে আগে আসবে তার অর্ডার নেয়া হবে। ৫০ টার বেশি অর্ডার এটার এখন নেয়া হবেনা। কারন প্যাটার্ন টা জটিল, কাজ করতে সময় লাগে।

আর প্রথম ৫০ জনের জন্য অফার প্রাইস থাকবে 🤍

ফুল সেটে যা যা আছে:
১। কিং সাইজের একটা চাদর
২। ২ পিস সেলাই করা বালিসের কভার
৩। ২ পিস কুশন কভার

সাথে পর্দা আছে। যার যত পিস লাগে। কোলবালিশ চাইলে করে দেয়া যাবে।

ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা দেশে।

Photos from R.K. Gallery's post 01/12/2023

Friday Special! 🍁
শুক্রবার উপলক্ষে নিয়ে এলাম ইসলামিক জিওমেট্রির ইন্সপিরেশন এ বানানো 'তুর্কিশ মোজাইক পর্দা'। কি নাম দেয়া যায় এর ভেবে পাচ্ছিনা।

পর্দার কাপড় গার্মেন্টস কটন
৫ কুচি, ১০ রিং

ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা দেশে।।
#ব্লকেরকাজ #ব্লকেরপর্দা #ব্লকেরচাদর #ঘরসাজানো

Photos from R.K. Gallery's post 30/11/2023

"Introducing 'Beli'—where tradition meets modern elegance. Our Handblocked Bed Sheet in vibrant yellow, blue, and green hues on crisp white fabric brings a burst of timeless charm to your space. 🌼💙🍃

You can inbox us to know more details and place and order.

Cash on delivery all over Bangladesh ❤️💛🤍

"

Photos from R.K. Gallery's post 29/11/2023

এটা এত সুন্দর একটা বেড শিট আমি বলে বুঝাতে পারবোনা। যারা নিবেন শুধু তারাই বুঝতে পারবেন। একদম রাজকীয় একটা বেড শিট। তুর্কিশ টিউলিপ ফুলের আদলে করা একটা কাজ।

আমি সব সময়েই ঘরে নিজের ব্যাক্তিত্বের একটা ছাপ রাখতে পছন্দ করি। উসমানী সাম্রাজ্যের সাথে মুসলিম দের ইতিহাস জড়িত আছে। সমগ্র তুর্কী জুড়ে আপনারা যার ছাপ অবশ্যই দেখতে পাবেন তা হচ্ছে টিউলপ ফুল আর নীল মোজাইকের কাজ। সেই অনেক আগে থেকেই এর প্রতি আমার একটা আকর্ষণ কাজ করতো। আমার নিজের ঘরে প্রবেশ করলেও আপনারা মধ্য প্রাচ্যের মত একটা ফিল পাবেন। আমি রেখেছি সেভাবেই। ঘরে ঢুকলেই যেন যে কেও বুঝতে পারি আমি একজন মুসলিমাহ্ এবং এটা আল্লাহ্ তায়ালার একজন দাসের বাসস্থান।

যারা বেড শিট নিতে চাচ্ছেন দাম জানতে ও অর্ডার প্লেস করতে কাইন্ডলি ইনবক্স করবেন।

প্রডাক্টের নাম : Royal Tulip Bedsheet

King size bedsheet. Fabric is just wow.

Cash on delivery all over BD.

🎯Do Not Copy or Use our photographs without permission.

Photos from R.K. Gallery's post 28/11/2023

মোজাইক আর্ট কিন্তু ইসলামিক আর্ট এর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। যেহেতু আমরা কোন ধরনের প্রানীর ছবি আকাতে পারিনা এবং ব্যবহার করতে পারিনা তাই মোজাইক এবং জ্যামিতিক আর্ট কিন্তু ইসলামিক আর্টের একটা প্রমিনেন্ট উপাদান। একি জ্যামিতিক আকৃতি বারবার পুনরাবৃত্তি করার মাধ্যমে কিন্তু খুবি জটিল এবং সুন্দর নকশা তৈরী করে ফেলা হয় যেগুলার নমুনা আমরা আমাদের মসজিদ গুলায় দেখতে পারি। আমাদের গ্রামে গঞ্জে অনেক পুরাতন মসজিদ গুলাতেও আমরা এমন মোজাইকের আর্ট লক্ষ্য করতে পারি।

সেই ভালোবাসা থেকেই এই বেড শিট টা তৈরী করা। মোজাইক আর্ট এর আদলে আর চারিপাশ জুড়ে রয়েছে টিউলিপ ফুল।

আমাদের উচিৎ এই কালচারাল হেরিটেজ গুলা ধরে রাখা, নতুন করে এগুলার ট্রেন্ড তৈরী করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে মু'মিন হিসেবে জীবনযাপনের যে গৌরব তার স্বাদ আস্বাদন করানো। আমরা হবো সেরা, আমরা এক ও অদ্বিতীয় মহা পরাক্রমশালী আল্লাহ্ তায়ালার বান্দা, কেনো লোকে আমাদের দেখে করুনা করবে? বরং আমাদের জীবনযাত্রা এমন হওয়া উচিৎ যেন অন্যরা আমাদের দেখে অনুপ্রাণিত হয়।

Bed Sheet Name: 'TURKISH MOSSAIC'

Material: Twill Cotton, King size

To place an order kindly inbox us.

Cash on delivery all over BD

🎯DO NOT COPY OR USE OUR PHOTOGRAPHS WITHOUT PERMISSION

Photos from R.K. Gallery's post 28/11/2023

Transform your bedroom into a sanctuary of style with our exquisite Handblocked Bed Sheet Set! 🌷✨ Immerse in the allure of Turkish tulip flowers on pure white fabric—a masterpiece in every thread.

✔️ Complete Set: 1 Bed Sheet, 2 Pillow Covers, 2 Cushion Covers
✔️ Handblock Printed Elegance
✔️ Matching Curtains Available

Indulge in the artistry of tradition and bring timeless beauty to your home. Place your order—shop now for a bedroom upgrade that speaks volumes! 🛒💖 "

Photos from R.K. Gallery's post 28/11/2023

হাল্কা হাল্কা শীত পড়েছে। এমন আবহাওয়ায় ঠান্ডা ঠান্ডাও লাগে আবার খুব বেশি ভারী কাপড় ও গায়ে রাখা যায়না।
এই শীতে এই হাল্কা গায়ে দেবার চাদর/শাল গুলা কিন্তু একদমই পারফেক্ট। দামটাও সাধ্যের মাঝেই।
প্রতিটা চাদর ই হাতে পেইন্ট করা। ❤️❤️
অর্ডার করতে ইনবক্স করে ফেলুন। সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয়।
স্টক লিমিটেড তাই যারা আগে অর্ডার করবেন তারাই আগে পেয়ে যাবেন। যেহেতু প্রত্যেকটা পণ্য হাতে তৈরী তাই স্টক ফুরিয়ে গেলে রিস্টক হতে সময় লাগবে কারন হাতে বানাতে সময় লাগে বেশী।

Photos from R.K. Gallery's post 27/11/2023

'অন্দরের পরিচয়েই রুচির পরিচয়'
আপনার অন্দরের জন্য আরো একটা, নতুন, জয়পুরি আদলের ব্লকের চাদর যোগ হল আমাদের কালেকশন এ।
খুব সুন্দর মেহেদী পাতা ও রানী গোলাপীর কম্বিনেশন এ কাজ করা। মেহেদী রঙ টা এতটাই মিহি যে রানী গোলাপীর কন্ট্রাস্ট এ অনেক উজ্জ্বল করে দিয়েছে পুরো চাদরটিকে।
কুশন কভারে আছে একদম জমকালো কাজ। যারাই এই সেট টা নিবেন, কুশন কভার মিস করবেন না।
ম্যাটেরিয়াল: টুইল কটন
সাইজ: বিছানার চাদর কিং সাইজ (১০৮/৯০ ইঞ্চি)
কুশন কভার ১৬/১৬ ইঞ্চি
দাম: বিছানার চাদর ২ পিস সেলাই করা বালিশ কভার সহ ১৮০০ টাকা
কুশন কভার পার পিস: ২৫০ টাকা

অর্ডার প্লেস করতে ইনবক্স করে ফেলুন। সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয় 💛

Photos from R.K. Gallery's post 26/11/2023

বিশ্বাস করুন! এই চাদর টা এত বেশি সুন্দর...

সাদার সাথে হলুদের কন্ট্রাস্ট এত বেশি স্নিগ্ধ হয়েছে...

চাদর টা হলুদ রঙ এর কাজ কিন্তু হলুদ টা মোটেও ক্যাটক্যাটে নয়। বরং একটা স্নিগ্ধ বাসন্তির আভা সাদার ওপর।

চাদরের নাম: বেলী
সাইজ: কিং সাইজ (১০৮/৯০ ইঞ্চি আনুমানিক)
ফ্যাব্রিক: টুইল কটন

কোন ববলিন বা রঙ উঠবেনা ইন শা আল্লাহ্

সাথে কুশন করা আছে। কেও চাইলে নিতেও পারেন, বাদ ও দিতে পারেন।

অর্ডার প্লেস করতে ইনবক্স করে ফেলুন। ক্যাশ অন ডেলিভারি সারা দেশ জুড়ে 🧡🤍🧡

Photos from R.K. Gallery's post 26/11/2023

একদম শান্তি দিয়ে মাখানো একটা ব্লকের চাদর.

রঙ টা এতটাই শুভ্র যে দেখেই আপনার চোখে আরাম লাগবে।
কাজও মসৃণ, নরম কাপড়।

একদম কিং সাইজের একটা ব্লকের চাদর। চাইলে আপনারা কুশন কভারের সাথে সেট মিলিয়ে নিতে পারেন। নইলে আলাদা ও নিতে পারেন।

কারো পর্দা আর কোলবালিশ কভার লাগলে করে দেয়া যাবে।

অর্ডার প্লেস করতে ইনবক্স করে ফেলুন 💙🤍💙

ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে ডেলিভারি দেয়া হয়।

Photos from R.K. Gallery's post 26/11/2023

মেহেদী পাতা রঙ এর ছড়াছড়ি আমাদের এই ব্লকের বিছানার চাদরে।

এই ব্লকের চাদরটা একইসাথে কালারফুল কিন্তু ক্যাটক্যাটে রঙ একেবারেই না। মুহূর্তেই আপনার ঘরকে করে তুলবে রঙিন।

অনেকেরি রঙিন চাদর পছন্দ কিন্ত অনেক ফ্ল্যাশি অথবা চোখে বাধবে এমন রঙ পছন্দ করেনা। কিন্তু এই 'Mehedi' এমনি একটা কালার কম্বিনেশন যে উজ্জ্বল রঙ কিন্তু ধাধালো চোখে ধরা না।

মসৃণ কাপড়, সুন্দর ফিনিশিং।

একদম কিং সাইজের একটা ব্লকের বিছানার চাদর। সাথে কুশন কভার নিতে পারবেন। কোলবালিশ ও নিতে পারবেন। পর্দাও করে নিতে পারেন সেট করে।

ক্যাশ অন ডেলিভারি দেয়া হয় সারা দেশ জুড়ে।

অর্ডার প্লেস করতে ইনবক্স করে ফেলুন আজই ☘️☘️☘️

Photos from R.K. Gallery's post 24/11/2023

'আগে দর্শনধারী পরে গুণবিচারী'
খাবারের টেবিলের সবকিছু হওয়া চাই সুন্দর, দুচোখ দিয়ে দেখেই যেন পেট ভরে যায়। তার জন্য আমাদের করা Anar Dining Table Set টা কিন্তু একদমি প্রযোজ্য।
সাইজ কাস্টমাইজ করা যাবে।

ফুল সেটে আছে:
১। ডাইনিং টেবিল ক্লথ
২। একটা টেবিল রানার
৩। ৬ টা চেয়ারের কভার

কেও চাইলে প্রডাক্টগুলা আলাদা আলাদা করেও নেয়া যাবে ফুল সেট না নিয়ে।

To place an order kindly inbox us.
Cash on delivery all over Bangladesh.
No cancellation of order after confirmation.
Check the bedsheet before delivery man. No return policy if the product does not have any damage issues.
Color may slightly vary due to camera lighting.

Photos from R.K. Gallery's post 23/11/2023

প্রতিটা ডিজাইন নামানোর আগে খুব ভয়ে ভয়ে থাকি। কেমন হবে? ভালো হবে? সবাই পছন্দ করবে?
আলহামদুলিল্লাহ্ নিরাশ হতে হয়নি এখন পর্যন্ত।
আপনারা যখন কেও কাজ শুরু করবেন তখন অবশ্যই সাথে করে একটা জিনিস নিয়ে কাজে নামবেন। সেটা হচ্ছে ধৈর্য্য। ব্যবসায়ে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হল ধৈর্য্য।

এটার সাথে আরো একটা অপরিহার্য অংশ হল দূরদর্শিতা। আপনার প্রতিযোগী প্রতিষ্ঠান কি করতে পারে, কাস্টমার কি করতে পারে, দাম কেমন হওয়া উচিৎ প্রত্যেক ব্যাপারে দূরদর্শিতা অপরিহার্য। এটার অভাবে আবার শুধু ধৈর্য্য ধরে বসে থাকলে হবেনা। তবে একদম ছোট অবস্থায় আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না।

বড় বড় প্রতিষ্ঠান চাইলেই অনেক কাজ নামিয়ে ফেলতে পারে। দিনের মাঝেই কয়েকটা ডিজাইন নামিয়ে ফেলতে পারে কিন্তু তারাও একদিনে এ অবস্থানে আসেনি। প্রত্যেকের পেছনে আছে অনেক দিনের শ্রম, বিনিয়োগ, ধৈর্য্য, নিষ্ঠা এবং দূরদর্শিতা।

এ সব কিছুকে ছাপিয়ে যেটা চলে যায় তা হচ্ছে আল্লাহ্ তায়ালার সাহায্য। যার কাছে এটা আছে তার আর কোন কিছুরই প্রয়োজন পড়েনা। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন আমাদের নেক ইচ্ছা গুলোকে পরিপূর্ণতা দানে আমাদের সাহায্য করুক।
আমিন ❤️

Photos from R.K. Gallery's post 22/11/2023

জয়পুরি আদলে করা এই বেড শিট। এটা অনেক বেশি ব্রাইট এবং ওয়াইড করে দিবে আপনার ঘর। হালকা রঙ যাদের পছন্দ তাদের জন্য পার্ফেক্ট একটা অপশন।

Name: PURITY BEDSHEET

Material: Twill Cotton, Handblocked

Size: King size bed sheet

To place an order kindly inbox us.

🎯🎯Do not copy or use our photographs without permission 🎯🎯

Photos from R.K. Gallery's post 21/11/2023

একেতো চোখ ধাধানো রঙ তারোপর...

শীতের জন্য চলে এসেছে আমাদের শালের কালেকশন।

সম্পূর্ণ আমাদের দেশীয় পণ্য। আমরা সবসময় বিদেশী শাল নিয়ে হাইপে থাকি। কিন্তু আমাদের দেশীয় পণ্য কম কিসে?

প্রতিটা শাল খুব সুন্দর আর সেই সাথে হাল্কা ওজনের। গায়ে ভারী লাগবেনা।

শাড়ী, সালোয়ার কামিজ, বোরকা সব কিছুতেই মানিয়ে যাবে।

একেতো চোখ ধাধানো রঙ তারোপর প্রত্যেকটা শাল হাতে পেইন্ট করা এবং পাশে ঝুল দেয়া৷

অর্ডার করতে ইনবক্স করে ফেলুন। আমাদের শালগুলা একদমি হাতে পেইন্ট করা যার কারনে প্রতিটা শাল শুধুমাত্র এক পিস করেই পাবেন৷

ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা দেশে।

21/11/2023

'আপু আমার বাসাটা অনেক ছোট আর ফার্নিচার অনেক বড়, অনেক জিনিস। কিভাবে গুছাবো?'

এটা আমাদের বেশির ভাগ মানুষের ই একটা কমন সমস্যা তাই না? আমাদের জনগনের বিশাল একটা অংশ মধ্যবিত্ত। যাদের ইচ্ছে থাকে, কিন্তু বড় বাসায় শিফট করা কষ্টসাধ্য এবং অনেক সময়ই তা সম্ভব হয়না এই দুর্মূল্যের বাজারে।

কিন্তু সাধ্যের মাঝেই এর একটা সমাধান জরুরী। জীবন একটাই। যাদের ইচ্ছে আছে তারা অল্পের মাঝেই সুন্দর করে থাকবে তাদের জন্য সমাধান জরুরী।
আজকে শুধু ড্রয়িং রুম নিয়ে লিখবো। সাথে কিছু কালেক্টেড ছবি শেয়ার করবো আপনাদের সাথে।

আপনার ঘরে কেও আসলে প্রথমেই সে যেখানে স্থান পায় তা হচ্ছে আপনার ড্রয়িং রুম। শুধু তাই নয় ঘরের স্থায়ী বাসিন্দাদেরও কিন্তু ড্রয়িং রুম নিয়ে অনেক ফ্যসিনেশন থাকে। আর ছোট ফ্ল্যাট গুলার বেশির ভাগেই ড্রয়িং রুম থাকে কমন একটা স্পেসে, আলাদা করা থাকেনা। যার কারনে ড্রয়িং রুম এর প্রভাব আপনার পুরো বাসার ওপরেই ছাপ রেখে যায়।

১. যাদের ড্রয়িং রুম একদমি ছোট তাদের সবার আগে সাজেস্ট করবো হাল্কা রঙ এর পর্দা ব্যাবহার করুন। এমন পর্দা যেটা দিয়ে ঘরে আলো প্রবেশ করতে পারে। হাল্কা পর্দা বড় রুমের ইলিউশন ক্রিয়েট করে।
খুব বেশি দামী পর্দা লাগবেনা। আজকাল কম দামে অনেক সুন্দর পর্দা পাওয়া যায়। মিডিয়াম দামের হলে ব্লকের পর্দা ব্যাবহার করতে পারেন। সকালে আলো ঢুকবে আবার রাতে বাহির থেকে কিছু দেখাও যাবেনা।
সকাল বেলা পর্দা বাধুনি দিয়ে বেধে রাখবেন। ছোট ঘরে আলো প্রবেশ চাই চাইইইই।

২. ঘর ছোট হলেও আপনার ড্রয়িং রুম এর জন্য একটা কার্পেট ব্যাবহার করুন। কার্পেটের সাইজ এমন হবে যে তা আপনার সোফার নিচে পর্যন্ত ঢুকে যাবে। বড় ঘরের ইলিউশন ক্রিয়েট হবে এতে।
সামর্থ্য থাকলে দেয়াল একেবারে সাদা পেইন্ট করে ফেলুন এবং তার সাথে কন্ট্রান্সটিং কোন রঙ এর কার্পেট ব্যবহার করুন।
যদি আপনার ঘরে সেন্টার টেবিল থেকে থাকে সেটাকে সোফা এবং কার্পেটের মাঝে সেট করুন।
টেবিলের ওপর একটা হাল্কা পাতলা রানার ব্যাবহার করুন। কয়েক টা বই রাখুন, ক্যান্ডেল রাখুন একদমি হাল্কা শোপিস ব্যাবহার করুন। গাদা গাদা ক্রিস্টাল এর জার, ফুলদানী অযথাই এসব কেনা থেকে বিরত থাকুন।

৩. সন্ধার পর থেকে বাসায় একটা সুন্দর এম্বিয়েন্ট ক্রিয়েট করার জন্য সিলিং থেকে একটা ল্যাম্প ঝুলানোর ব্যবস্থা করতে পারেন। খুব বেশি দামী না। ইদানিং খুব সুন্দর সুন্দর বেতের ল্যাম্প পাওয়া যায় সেগুলা ব্যাবহার করতে পারেন।।

৪. আপনার কাছে অলরেডি যে সোফা আছে সেটাই ব্যবহার করুন। যদি গদি দেয়া সোফা থাকে আপনি গদির রঙ পাল্টাতে পারেন। পালটিয়ে নিউট্রাল রঙ এর কোন কভার দিতে পারেন। অথবা আলগা কভার ব্যবহার করতে পারেন। ঘর ছোট হলে সাজেস্ট করবো আপনার ফার্নিচারের রঙ তেতুল বীজের রঙ করে নিতে পারেন। সাদা দেয়ালের কন্ট্রাস্টে এই রঙ এর ফার্নিচারে এমনিতেই ঘর উজ্জ্বল লাগবে।

৫. কোনায় একটা দুটা সবুজ গাছ দিতে পারেন। সবুজের ছোয়া এমনিতেই সুন্দর লাগে।

৬. এবার একটা গেম চেঞ্জিং সাজেশন দিচ্ছি। আপনার ছোট্ট ড্রয়িং রুম এর একটা দেয়ালে একটু বড় করে একটা আয়না লাগান। একদম সিম্পল একটা আয়না, একটা দেয়াল জুড়ে। আপনার ছোট ড্রয়িং রুম এক নিমিষে আলোকিত এবং বড় লাগবে ইন শা আল্লাহ্।
কাঠের ফার্নিচার যেগুলা অলরেডি আপনার কাছে আছে সেগুলা ফেলে না দিয়ে রিনোভেট করুন, ব্যবহার করুন, সেটিং পরিবর্তন করুন। বরং হিবিজিবি শো পিস, আলগা জিনিসপত্র যেগুলা দরকার পড়েনা কমিয়ে ফেলুন।

৭. ফ্লোরে বুক শেল্ফ, র‍্যাক না রেখে ছোট ঘর হলে দেয়ালে হ্যাং করা শেল্ফ এর ব্যবস্থা করুন৷ সীমিত জিনিস ব্যবহার করুন।

এই ছিল আজকের মত ঘর সাজানোর পোস্ট। আপনাদের অনেকেরি ভিন্ন মতামত থাকতেই পারে। আমি যতটুকুন স্টাডি করেছি, তার উপর ভিত্তি করেই লিখেছি। এবং ব্যাক্তিগত ভাবে আমি এইগুলা অনুসরণ করি। গঠন মূলক কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত গুলাও জানাতে পারেন কমেন্ট বক্সে৷

©️ R.K. Gallery
#ঘরসাজানো

Photos from R.K. Gallery's post 21/11/2023

জয়পুরি আদলে করা আরো একটি দেশীয় ব্লকের বিছানার চাদর চলে এসেছে আমাদের নতুন কালেকশন এ।

মেহেদী পাতা রঙ এর ছড়াছড়ি আমাদের এই ব্লকের বিছানার চাদরে।

এই ব্লকের চাদরটা একইসাথে কালারফুল কিন্তু ক্যাটক্যাটে রঙ একেবারেই না।

অনেকেরি রঙিন চাদর পছন্দ কিন্ত অনেক ফ্ল্যাশি অথবা চোখে বাধবে এমন রঙ পছন্দ করেনা। কিন্তু এই 'Mehedi' এমনি একটা কালার কম্বিনেশন যে উজ্জ্বল রঙ কিন্তু ধাধালো চোখে ধরা না।

মসৃণ কাপড়, সুন্দর ফিনিশিং।

একদম কিং সাইজের একটা ব্লকের বিছানার চাদর। সাথে কুশন কভার নিতে পারবেন। কোলবালিশ ও নিতে পারবেন। পর্দাও করে নিতে পারেন সেট করে।

ক্যাশ অন ডেলিভারি দেয়া হয় সারা দেশ জুড়ে।

প্রি অর্ডার প্লেস করতে ইনবক্স করে ফেলুন আজই ☘️☘️☘️

20/11/2023

আর তোমার রব মৌমাছিকে ইংগিতে জানিয়েছে যে, ‘তুমি পাহাড়ে ও গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও।' - সূরা নাহল, আয়াত ৬৮

Photos from R.K. Gallery's post 17/05/2023

কুশিকাটার প্লান্ট হোল্ডার ❤️

Photos from R.K. Gallery's post 21/02/2023

কটন ম্যাক্রাম এর নতুন কালেকশন। আরো নতুন রঙ আসছে ইন শা আল্লাহ্।
প্রতিটা কেক এ প্রায় ২০০ গ্রাম করে সুতা আছে। অর্ডার করতে ইনবক্স করে ফেলুন।
বি: দ্র: ক্যামেরা লাইটিং এর জন্য কালারে কিছু ভিন্নতা আসতে পারে

Want your business to be the top-listed Home Improvement Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

শুধুমাত্র প্রথম ৫০ জন পেয়ে যাচ্ছেন প্রমোশনাল অফারে বিজয়ের মাস উপলক্ষে ❤️
শান্তিময় 'Pastel' ব্লকের বিছানার চাদর সেট 💙
শান্তির ছড়াছড়ি 💙🤍💙
Jaipur Inspired Handblocked Curtains
শান্তি 💙
শ্বেত শুভ্রতায় একাকার 🤍💟🤍অর্ডার করতে ইনবক্স করে ফেলুন 💟
Royal Tulip Bedsheet will definitely give your bedroom a royal look ❤️💙❤️টুইল কটন কাপড়ের ওপর হাতে ব্লক করা বেডশিট। অর্ডা...
টিউলিপ ফুলের আসল উৎপত্তিস্থল কোন দেশে?  #banglahomedecor #bdhomedecor #banglahome #DhakaHome #bdcommunity #bangladeshhom...
Big shout out to my newest top fans! 💎Sadika Jannat
প্রি অর্ডার চলছে। দাম জানতে ও অর্ডার প্লেস করতে ইনবক্স করে ফেলুন 💗
প্রি অর্ডার চালু হচ্ছে আজ থেকে। চলবে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রি অর্ডারের নিয়ম : ৫০% এডভান্স করতে হবে। ১০-১৫ দিনের মধ্য...
কুশিকাটার বই 💗💗💗

Category

Website

Address


Mirpur DOHS
Dhaka
1216

Other Home decor in Dhaka (show all)
Lifestyle by Shokher Dibba Lifestyle by Shokher Dibba
Dhaka

Shokher Dibba

Shadin Sofa & Chair Cover Shadin Sofa & Chair Cover
House 28, Khal Par, Nalvog Road, Sector 12, Uttara
Dhaka, 1230

All Kind Of Sofa & Chair Cover Available hear. Sofa Cover, Chair Cover, Divan Cover, TV Cover etc.

Rk Fairy Shop BD Rk Fairy Shop BD
East Tejturi Bazar
Dhaka

Need a trustworthy online shop? Here we are for you.Here you'll find home decor, gift item

Crafty Tisha Crafty Tisha
Dhaka

Crafting is not my profession, it is my addiction🌸 💜🦋

Dream Decor BD Dream Decor BD
134 South Pirerbug Mirpur Dhaka 1216
Dhaka

Assalamualikum guys. Here you can find all types of creative handicrafts, room, restaurant or offic

কাঠের শহর কাঠের শহর
Kalikapur, Kalukhali, Rajbari
Dhaka, 1216

Assalamu Alaikum! Welcome To কাঠের শহর

Afrin jahan kajol Afrin jahan kajol
Dhaka

- নিজেকে নিয়ে আর আগের মতো ভাবিনা!� - ভাগ?

Lion king oil/Tp4 Lion king oil/Tp4
Badda Lineroad
Dhaka, 1212

Tweakerbd Tweakerbd
Dhaka

It's easy to find unique and outstanding home decor products in a cheap cost if you know where to lo

Nandan Jatra Nandan Jatra
Metro Shopping Mall, Shop No/303. House No-01
Dhaka, 1209

Nandan Jatra is a symbol of allegiance, beauty and art that produces fully craft based products like jewelry, home decors, and ladies outfits. Our sole focus is to satisfy our clie...

Deshbanglabd.com Deshbanglabd.com
H-04, Lend-17, Block-B, Mirpur/10
Dhaka, 1216

DeshBanglaBD.Com ফেসবুক পেজে আপনি পাচ্ছেন আকর্ষণীয় সব চাদর এবং জুতার সমাহার।

অলংকরণ - Decor by Nusrat অলংকরণ - Decor by Nusrat
Dhaka

অলংকরণ - Decor by Nusrat is a place of happiness, where l want to share my love for home decor💜💙